Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Bardhaman713210

दिल्ली विस्फोट मामला: राज्यपाल अंडाल हवाई अड्डे पर बयान

CDChittaranjan Das
Nov 11, 2025 06:22:30
Durgapur, West Bengal
দিল্লী বিস্ফোরণ কাণ্ড নিয়ে রাজ্যপাল বাঁকুড়া যাওয়ার আগে অন্ডাল বিমানবন্দরে বক্তব্য।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChampak Dutta
Nov 11, 2025 07:37:24
Kaji Chak, West Bengal:মেদিনীপুর স্টেশনে চালানো হচ্ছে তল্লাশি। গতকাল দিল্লী তে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় দেশ জুড়েও হাই এলার্ট। এই ঘটনার জেরে গতকাল রাতেই দেখা গিয়েছিল মেদিনীপুর স্টেশনের আরপিএফ এবং জিআরপি কর্মীরা মেটাল ডিটেক্টর নিয়ে স্টেশনের মধ্যে থাকা ডাস্টবিন, রেল যাত্রীদের সঙ্গে থাকা লাগেজ এবং স্টেশনের বাইরে পার্কিং করে রাখা গাড়িগুলিতে চেকিং সহ তল্লাশি অভিযান চালাতে। আজ সকাল থেকেও স্টেশনে চলল তল্লাশি অভিযান। যাত্রীদের ব্যাগ খুলে তল্লাশি চালাতে দেখা যায়। রেল আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের কাছে ডিজির নির্দেশ সেইমত তারা স্টেশনে চেকিং চালাচ্ছেন। যতক্ষণ না পর্যন্ত উপর থেকে নতুন কোনো নির্দেশ না আসে ততক্ষণ পর্যন্ত চলবে এই চেকিং প্রক্রিয়া।
0
comment0
Report
BSBidhan Sarkar
Nov 11, 2025 07:03:51
Chinsurah, West Bengal:ভাইপো নওশাদের হয়ে ব্যাট ধরলেন ত্বহা সিদ্দিকী।এক হাত নিলেন সওকত মোল্লাকে। ভাঙ্গরের আই এস এফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আলো পতাকা দেখার এবং হেনস্তার অভিযোগ ওঠে তৃণমূল বিধায়ক সওকত মোল্লার লোকজনের বিরুদ্ধে। এই প্রসঙ্গে ত্বহা সিদ্দিকী বলেন,যে মহিলারা ওখানে দাঁড়িয়ে বিক্ষোভ করছিল তাদের যে দাবি সেই দাবিত নাওশাদও করেছে।মদ গাঁজা তোলাবাজির পক্ষে তো নাওশাদ নয়। ভাঙ্গর ক্যানिंगয়ে যা কিছু অসামাজিক কাজ হচ্ছে তোলাবাজি হচ্ছে সবের মূলে রয়েছে সওকত মোল্লা। এই ধরনের লোককে যদি ২০২৬ টিকিট দেয় তৃণমূল তাহলে মানুষ তার জবাব দিয়ে দেবে। এসআইআর প্রসঙ্গে ফুরফুরা পীরজাদা ত্বহা সিদ্দিকি বলেন,এস আই আর হোক আমরাও চাই যারা প্রকৃত ভোটার তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এস আই আর হতে দেব না এখন তিনি কি করেন সে দিকেই আমরা তাকিয়ে আছি কারণ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তাকেই রাজ্যের মানুষ মানে।
0
comment0
Report
NRNarayan Roy
Nov 11, 2025 07:03:10
Siliguri, West Bengal:উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় চিতাবাঘের হামলায় আহত ১। বাথরুমে লুকিয়ে ছিল চিতাবাঘ, অভিষেক কুত্তা নামক এক যুবক বাথরুমে প্রবেশ করতেই হামলা চিতাবাঘের। ঘটনায় আহত হয়েছে অভিষেক। বেসরকারি হাসপাতালে his চিকিৎসা চলছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ৩ নং গেট সংলগ্ন এক বাড়িতে চিতাবাঘের হামলাকে ঘিরে ব্যাপক আতঙ্ক। ঘটনায় নিরাপত্তা চাইছেন স্থানীয়রা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে প্রচুর ছাত্রছাত্রীরা রয়েছেন, সে ক্ষেত্রে নিরাপত্তা বাড়ানো হোক বলে দাবি তাদের। ঘটনার বন বিভাগের কর্মীরা এসেছিলেন তবে ব্যবস্থা না নিয়ে চলে গেছেন বলে স্থানীয় সূত্রে খবর।
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Nov 11, 2025 06:23:16
Kolkata, West Bengal:দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে কলকাতা বিমানবন্দরে এসে পৌছালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ১) মুখ্যমন্ত্রীর মন্তব্য নোট বন্দির পর বিজেপি এস আই আর করে ভোট বন্দি করছে সেই প্রসঙ্গে বলেন, নোট বন্দি তো হয়েছিল এখন রোহিঙ্গা বন্দি বাংলাদেশী অনুপ্রবেশকারী বন্দি মৃত ভোটার বন্দি ভুয়ো ভোটার বন্দি হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর এই ছন্দবন্ধতার প্রতিদিন উত্তর দেওয়া সম্ভব নয়। মুখ্যমন্ত্রী এসে যার বন্দির কথা বলছেন তার নিজের পাপ দলের পাপ ঢেকে রাখার জন্য。 ২) হাইকোর্ট কংগ্রেসের করা মামলা এস আই আর নিয়ে তা খারিজ এবার সুপ্রিম কোর্ট যাচ্ছে সেই প্রসঙ্গে বলেন, কে যেখানে খুশি যেতে পারেন যারা হিন্দু শরণার্থী পশ্চিমবঙ্গে আছে তারা নাগরিকত্ব পাবে। ভোটাধিকার পাবে। বিজেপি যতক্ষণ ক্ষমতায় আছে ততক্ষণ ভারতীয় মুসলমান ও বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবেনা。 ৩) মুখ্যমন্ত্রীর এস আই আর সি এ এ-কে ঢাল করে তার সরকারকে চতুর্থবারের জন্য ক্ষমতায় আনতে পারবেন না। ২০২৬ এর নির্বাচন তৃণমূলের বিসর্জন。 ৪) মুখ্যমন্ত্রীর এস আই আর সুপার এমার্জেন্সি, স্থগিত করে দেওয়া হোক মন্তব্য প্রসঙ্গে বলেন, আর জি করের কি হল, ৪০ হাজার চাকরি বিক্রি হয়েছে, তার কি হলো উত্তরবঙ্গে অবৈধ স্যান্ড মাইনিং, কাঠ কেটে নেওয়া তার জন্য তার জন্য প্রাকৃতিক বিপর্যয় তার উত্তর কে দেবে, কেন মুখ্যমন্ত্রীর মঞ্চে দাঁড়িয়ে থাকা শিল্পপতিরা ভিন রাজ্যে নিজের পুজি সরিয়ে নিয়ে যাচ্ছেন, কেন পশ্চিমবঙ্গের ছাত্ররা পরিযায়ী হয়ে যাচ্ছে তার উত্তর মুখ্যমন্ত্রী আগে দিন। ৫) পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি নিয়ে বলেন, পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি মানে তিনি অভিযুক্ত থেকে মুক্ত নন, মাছ খাবে সব পাখি কিন্তু মাছরাঙ্গায় কলঙ্কিনী তা তো হতে পারেন না। আমরা আশা করব পার্থ চট্টোপাধ্যায় প্রকৃত বিষয় জেলের বাইরে এসে বলবেন। এই পাপ পার্থ চট্টোপাধ্যায়ের একার নয় তৃণমূল কংগ্রেসের, এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। পুরো শিক্ষা ব্যবস্থাকে খোলা বাজার করে দিয়েছিল সেটা একা পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষে সম্ভব নয় কালেক্টিভ ডিসিশন। সে কথা ফিরহাদ হাকিম বলেছিলেন。
0
comment0
Report
PDPradyut Das
Nov 11, 2025 06:22:44
Jalpaiguri, West Bengal:রেল পুলিশের পক্ষ থেকে যাত্রীদের উদ্দেশ্যে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর সোমবার রাতভর জলপাইগুড়ি জেলা পুলিশের তল্লাশি অভিযান চলল জাতীয় সড়কে। নাকা চেকিং শুরু হয়েছে জলপাইগুড়ির গোশালা‌ মোড় সহ জাতীয় সড়কের বিভিন্ন এলাকায়। এছাড়া শহরের বিভিন্ন এলাকার পাশাপাশি রেল স্টেশন ও বাসস্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে‌ চলছে তল্লাশি অভিযান। দিল্লির ধারাবাহিক বিস্ফোরণের সতর্কতা অবলম্বন করে নিরাপত্তা বলয়ে মুড়ে фেলা হয়েছে জলপাইগুড়ি ও ডুয়ার্স এলাকাকে। রাজধানী বিস্ফোরণের ঘটনার পর কেন্দ্রীয় নির্দেশে জারি হয়েছে হাই অ্যালার্ট। এজন্য সর্বত্র‌ই জোরদার তল্লাশি অভিযান চালানো হচ্ছে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে। এশিয়ান হাইওয়ে, জাতীয় সড়ক সহ সীমান্ত এলাকাগুলোতে‌ চলছে পুলিশ کی কড়া নজরদারি। জলপাইগুড়ি রোড় স্টেশন, টাউন স্টেশন সহ সমস্ত গুরুত্বপূর্ণ এলাকায় যাত্রীদের লাগেজ‌ পরীক্ষা করে দেখা হচ্ছে।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Nov 11, 2025 05:37:59
Jhargram, West Bengal:লাল গড়ে ধরম পুর 6 নং অঞ্চলে চাঁদাবিলা গ্রামে পানিয় জলের দাবিতে পথ অবরোধ। সকাল থেকে বেলা ১০ টা পর্যন্ত চলে অবরোধ। ১০টায় এলাকার প্রধান মানুষের কাছে গিয়ে তাদের আস্বস্ত করলে শেষে অবরোধ তুলতে রাজি হয় গ্রামবাসী। চাঁদা বিলা গ্রামে গত কয়েক মাস ধরে পানীয় জলের সংকট। কারন গ্রামে বসানো সাবমার্সেবল মাপ্প টি খারাপ হয়ে গেছে। এর আগে দুবার খারপ হয়। গ্রামবাসী রা নিজের চঁদা তুলে পাম্পটি মেরামত করে। কিন্তু ফের খারাপ হওয়ায় এবার পাম্পটি বদলাতে হবে। বারবার প্রশাসন কে বলেও কোনো লাভ হয়নি। আার পাম্প পাল্টানোর টাকা গ্রামবাসী দের নেই। ফলে বাধ্য হয়ে আজ সকালে তারা অবরোধ শুরু করে। দূর্ঘ অবরোধ এর জেরে সমস্যায় পড়েন এলাকার মানুষ জন। বাস গাড়ি আটকে যায়। শেষে বেলা ১০ টা নাগাদ প্রধান প্রতিশ্রুতি দিলে গ্রামবাসী রা অবরোধ তুলে নিতে রাজি হয়। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে পাম্প ঠিক মা হলে ফের অবরোধ এর হুশিয়ারি।
0
comment0
Report
KMKIRAN MANNA
Nov 11, 2025 05:09:43
Dihierench, West Bengal:নির্বাচন কমিশনের নির্দেশ থোড়াই কেয়ার! নির্দেশ অমান্য করে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে এসআইআর ফর্ম বিলি অব্যাহত পাঁশকুড়াতে। বিজেপির বি এল এ টু ভয়ে ভিড়তে পারছে না বি এল ওর কাছে। পাঁশকুড়া গ্রাম পঞ্চায়েতের পলশা এলাকায় ৪৭ নম্বর বুথে নির্বাচন কমিশনের নির্দেশ উপেক্ষা করে এক জায়গায় ক্যাম্প বসিয়ে এসআইআর ফর্ম বিলি করছেন বিএলএ। শাসক দলের পঞ্চায়েত সদস্য মিজানুর রহমানের বাড়ির সামনে চলছে ফরম বিলির কাজ। কমিশনের নির্দেশ অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণের কথা থাকলেও এখানে টেবিল-চেয়ার পেতে লাইন দিয়ে ফর্ম নিচ্ছেন সাধারণ মানুষ। বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে এই কাজ। বিজেপির বিএলএ-২ দাবি করেছেন, শাসকদল তৃণমূলের উপস্থিতিতে তিনি নিরাপত্তার অভাবে ক্যাম্পে যেতে পারেননি। বিএলওর দাবি, ইন্টারনেট সমস্যার কারণে বাধ্য হয়ে এক জায়গায় ক্যাম্প করতে হয়েছে। বাইট ১)শেখ সেলিম। গ্রামবাসী। ১:৩৮ সেঃ। ২)আনোয়ার আলী।গ্রামবাসী। ২৭ সেঃ ৩)শ্যামল সেনাপতি বি এল ও। ৪:১৫ সেঃ। ৪)তারকনাথ ব্যানার্জি। বিজেপি মন্ডল সভাপতি। ১:৫১ সেঃ ৫)শেখ মিজানুর রহমান তৃণমূলের বিএলএ টু। তৃণমূল পঞ্চায়েত সদস্য。
0
comment0
Report
NRNarayan Roy
Nov 11, 2025 05:09:08
Siliguri, West Bengal:দিল্লির বিস্ফোরণ শিলিগুড়ি মহাকুমার চেকপোষ্ট গুলিতে রাতভোর চলল বিশেষ তল্লাশি। দিল্লিতে বিস্ফোরণ তার জেরেই শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত মুরালিগঞ্জ চেকপষ্ট সহ হাইরোড গুলোতে চলল পুলিশের বিশেষ তল্লাশি। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার পুলিশ সুপার প্রবীণ প্রকাশ সহ এসডিপিও নকশালবাড়ি ও মহকুমর সমস্ত পুলিশ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দার্জিলিং জেলা পুলিশ সুপার প্রবিন প্রকাশ বলেন, এটা আমাদের রুটিন নাকা তল্লাশি। পাশাপাশি তিনি জানান,দিল্লিতে যে ইনসিডেন্ট হয়েছে এর কারণে আমাদের আরো বেশি তৎপরতা বেড়েছে। শুধুমাত্র এই জায়গায় নয়, সীমান্ত যে সমস্ত এলাকার রয়েছে খড়িবাড়ি, নকশাল বাড়ি, ঘোষপুকুর এলাকাতে নাকা তল্লাশি চলছে। আর এই নাকা তল্লাশি লাগাতার চলতেই থাকবে।
0
comment0
Report
Advertisement
Back to top