Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700028

हसनाबाद लोकल में यांत्रिक खराबी, डमदम स्टेशन से पहले इंजन फेल, 30 मिनट देरी

SBSoumen Bhattachrya
Dec 18, 2025 16:17:31
Kolkata, West Bengal
হাসনাবাদ লোকালে যান্ত্রিক ত্রুটি ৩০মিনিট দমদম স্টেশন এর আগে দাঁড়িয়ে। শিয়ালদা থেকে যখন বনগাঁর দিকে যাচ্ছিল সেই সময় আচমকা ইঞ্জিন বিকল হয়ে যায়
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DBDebanjan Bandyopadhyay
Dec 18, 2025 16:18:31
Kolkata, West Bengal:সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রীর নীতিশ কুমার এক সরকারি অনুষ্ঠানে এক মহিলার হিজাব খুলে দেওয়ার চেষ্টা করেছিলেন। যার পরে গোটা ভারত জুড়ে প্রতিবাদ আন্দোলন ছড়িয়ে পড়েছিল। বৃহস্পতিবার সেই প্রতিবাদের অংশ হিসেবে অরাজনৈতিক একটি মঞ্চের তরফে পার্ক সার্কাস থেকে গরিয়াহাট পর্যন্ত এর প্রতিবাদে তৃণমূল নেত্রী প্রিয়দর্শিনী হাকিমের নেতৃত্বে হল প্রতিবাদ মিছিল। যেখানে হাজির ছিলেন সংখ্যালঘু পরিবারের বহু মহিলা। প্রিয়দর্শিনী বলেন নির্লজ্জ এই ঘটনার পর নীতিশের ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে এবং দেশের প্রধানমন্ত্রীকেও মহিলাদের সম্মান রক্ষায় এগিয়ে এসে পদক্ষেপ করতে হবে।
0
comment0
Report
SMSubhasis Mandal
Dec 18, 2025 16:17:01
Howrah, West Bengal:মুখ্যমন্ত্রীর কদিন আগে রিপোর্ট কার্ড পেশ করার পরিপ্রেক্ষিতে সজল ঘোষের চার্জশিট৷ সেই রিপোর্ট কার্ড প্রসঙ্গে সজল ঘোষ বলেন মমতা ব্যানার্জি কিছুদিন আগে রিপোর্ট কার্ড পেশ করেছেন ওনার পরীক্ষা উনি পরীক্ষার্থী ওনার প্রশ্ন উনি খাতা দেখেছেন উনি মাকস দিয়েছেন ৷মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী শপথ নেয়ার আগে পর্যন্ত পশ্চিমবাংলায় ऋণের পরিমাণ ছিল ২ লক্ষ কোটি টাকার কিছু কম ৷বর্তমানে এখন এই রাজ্যের ঋণের পরিমাণ 7.71 লক্ষ কোটি টাকা৷ আগামী সরকার এলে লক্ষীর ভান্ডার কে অন্য নামে ডাকা হবে এখনের থেকেও বেশি পাবেন৷ এই ঋণের বোঝা আগামী দিনে ডবল ইঞ্জিনের সরকারের ঘাড়ে চাপবে সেন্ট্রাল থেকে স্পেশাল প্যাকেজ না এলে এই পশ্চিমবাংলা কে আর বাঁচানো যাবে না৷ শিল্প প্রসঙ্গে তিনি বলেন চুরি আর চপ ছাড়া এই রাজ্যের হাওড়া শিল্পের নগরী তার যে কি অবস্থা, বলার মত চালু কারখানা দেখতে পাওয়া যায়নি অধিকাংশই বন্ধ৷ 6,688 কারখানা এই রাজ্য থেকে চলে গিয়ে বিভিন্ন রাজ্যে গিয়ে তাদের কোম্পানি চালাচ্ছে৷ বিশ্ব বাংলার বড় বয়ের যে কি মানে সেটা আমরা বলতে চাইছি না৷ শিল্পায়নের নমুনা দিলাম৷ গত ১৪ বছরে এই সরকার একটাও ফ্যাক্টরি তৈরি করে থাকে যাতে দুই হাজার তৃণমূলী কাট মানি ছাড়া চাকরি দিয়ে থাকেন তাহলে কেউ ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন না৷ সবাই আপনারা তৃণমূলকে ভোট দেবেন৷ এতদিন দুর্গাপুজো করছি সরকারি অনুদান নিই না৷ আমরা বিশ্বাস করি সরকারি টাকা কোনভাবেই মন্দির মসজিদ করার জন্য নয় ৷ কালচারাল সেন্টারের নামে যে জগন্নাথ মন্দির করছেন সেটারও যেরম বিরোধিতা করি দূর্গা পূজার নামে প্রায় ৫০০ কোটি টাকা উড়িয়েছেন ভোট কেনার জন্য৷ মোদীজী ৬০০ কোটি টাকা দিয়ে চন্দ্রজান টু বানিয়েছেন৷ পশ্চিমবাংলার ক্লাবগুলিকে 5 লাখ টাকা করে দেয়া হয়েছে ক্রীড়ার উন্নতির জন্য সেটা ক্রিয়া হয়ে গেছে যেটা অরূপ বিশ্বাস তার পদত্যাগ পত্রে লিখেছেন৷ শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন সিপিএম ইংরেজি তুলে দিয়েছিল তৃণমূল এসে শিক্ষা ব্যবস্থা কে তুলে দিয়েছে ৮২০০ স্কুল বছরখানেক আগেই তুলে দেয়া হয়েছে। এর আগে পশ্চিমবঙ্গে কোন সরকার স্কুল বন্ধ করে ২৫ হাজার মদের দোকান খোলেনি৷ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমেনি মদের দাম কমেছে মাতালরা সরকারকে ধন্যবাদ জানাবে। এই সরকারের একটা গুন আছে চাকরির যিনি খেলেন যাদের চাকরি গেল তাদেরকে নিয়েই মিটিং ডাকলেন তিনি৷ সেই মিটিংয়ে দাঁড়িয়ে তিনি বলছেন আমার প্রাণ থাকতে কোন চাকরি যাবে না৷ এট এস আই আর এর ক্ষেত্রেও বলেছিলেন৷ পরবর্তীকালে দেখা গেছে প্রাণটা আছে বাকি সবগুলো হয়ে গেছে মানে চাকরি চলে গেছে ওয়াকপ চালু হয়েছে এস আই আর সরকার নিজেই চালু করেছে৷ ইস আইআর এনआरসি নিয়ে মানুষকে ভয় দেখানো ফল হচ্ছে এই অঞ্চলের জাহির মালের মৃত্যু৷ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা বলে কোন বস্তু নেই৷
0
comment0
Report
PDPradyut Das
Dec 18, 2025 16:16:10
Jalpaiguri, West Bengal:আচমকা রাতের আকাশে কয়েক সেকেন্ডের জন্য আগুনের গোলা। আর তারপরেই প্রচন্ড শব্দে কেঁপে উঠলো চারদিক।জলপাইগুড়ি থেকে কোচবিহারে কম্পনের তীব্রতা এতটাই ছিল যে মানুষজন আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।কেউ কেউ এই আকাশের গোলাকে মোবাইল বন্দী করতে পেরেছেন। সেটাই সোশ্যাল মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। কেউ এটিকে উল্কা কেউ ক্ষেপণাস্ত্র কিনা তানি একটা রহস্য দানা বেঁধেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রাত পর্যন্ত ঘটনায় হতাহতের কোন খবর নেই। কিন্তু আসল বিষয়টা যে কি ছিল সেটা খতিয়ে দেখছে পুলিশ। কেন্দ্রীয় সীমান্ত অঞ্চলের কাছে এধরনের ঘটনায় ঘটায় কেন্দ্রীয় সেগুলো এনিয়ে খোঁজখবর শুরু করেছে। যদিও আকাশে এই রহস্যময় বস্তুটি যে কি ছিল তারা পর্যন্ত পরিষ্কার নয়。 যদিও ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ি সায়েন্স এন্ড নেচার ক্লাব এর সম্পাদক ডক্টর রাজা রাউতের দাবি, আকাশে যে আগুনের গোলা দেখা গিয়েছে সম্ভবত সেটি স্পেস জাঙ্ক। পৃথিবীর বিভিন্ন দেশ অনেক মহাকাশযান পাঠায়। এইসব যানের বেশ কিছু উচ্ছিষ্ট অংশ মহাকাশে ঘুরতে থাকে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে মহাকাশে ঘুরতে ঘুরতে সেগুলি কখনো পৃথিবীর কক্ষপথে চলে আসে এবং বায়ুমন্ডলে প্রবেশ করে। বায়ুমন্ডলে প্রবেশ করা মাত্রই ঘর্ষণের ফলে এগুলির গতিবেগ প্রচুর বেড়ে যায়। সেকেন্ডে প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। এবং মারাত্মক তাপ সৃষ্টি হয় ১৫০০ থেকে ৩ হাজার ডিগ্রি পর্যন্ত তাপ সৃষ্টি হতে পারে। ফলে সেটিকে দেখলে আগুনের গোলার মত মনে হয়। সম্ভবত এটাই এদিন জলপাইগুড়ির আকাশে দেখা গিয়েছে।
0
comment0
Report
NHNantu Hazra
Dec 18, 2025 15:06:10
0
comment0
Report
NRNarayan Roy
Dec 18, 2025 15:04:13
Siliguri, West Bengal:शासक দলের দলীয় পতকা লাগিয়ে গ্ৰাম পঞ্চায়েতের বার্ষিক গ্ৰাম সভার প্রচার! প্রচার আটকে ক্ষোভ গ্ৰাম পঞ্চায়েতের বিজেপির বিরোধী দলনেতার! নক্সালবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের এমনি ঘটনা ঘিরে শোরগোল। আগামীকাল রয়েছে নক্সালবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের বার্ষিক গ্ৰাম সভা। বার্ষিক গ্ৰাম সভার জনসাধারণকে আমন্ত্রণ জানাতে টোটোতে করে গ্ৰামে গ্ৰামে চলছে প্রচার। সেই প্রচার আটক করে ক্ষোভ দেখালেন নক্সালবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা বিজেপি পঞ্চায়েত সদস্য সাধন চক্রবর্তী! সাধন চক্রবর্তীর অভিযোগ, গ্ৰাম পঞ্চায়েতে অফিসকে পার্টি অফিস বানাতে চাইছেন তৃনমূল কংগ্রেসের প্রধান- উপপ্রধান! বার্ষিক গ্ৰাম সভা সরকারি অনুষ্ঠান, সেখানে রাজনৈতিক দলের পতকা লাগিয়ে গ্ৰামে গ্ৰামে ঘুরছে। এর তীব্র প্রতিবাদ জানাই। আগামীকাল বিডিওকে লিখিত অভিযোগ করবেন বলে তিনি জানান। অপরদিকে, আমরা কোনো দলীয় পতকা লাগিয়ে প্রচার করিনি। মুখ্যমন্ত্রীর বহু ফ্যান রয়েছে। । কোনো টোটাওয়লা এমন করলে তা খতিয়ে দেখা হবে বলে জানান নক্সালবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ।
0
comment0
Report
NHNantu Hazra
Dec 18, 2025 15:02:21
Salt Lake City, Utah:সল্টলেক স্টেডিয়ামের সম্পত্তি যারা ভাঙচুর করে নিয়ে গেছে এবার তাদেরকে আইডেন্টিফাইড করার প্রসেস শুরু করল বিধান নগর পুলিশ কমিশনারেট। পুলিশ সূত্রে খবর সল্টলেক স্টেডিয়ামে ১৩ তারিখে মেসিকে দেখতে না পেয়ে ক্ষিপ্ত জনতা স্টেডিয়ামে ভাঙচুর চালায়। সেই ঘটনায় ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেকেই জেল হেফাজত দিয়েছে বিচারক। এবার পুলিশের নজরে সেই সমস্ত ব্যক্তিরা যারা স্টেডিয়ামে ভাঙচুরের পর স্টেডিয়ামের বিভিন্ন সম্পত্তি নিয়ে স্টেডিয়ামের বাইরে বেরিয়েছেন। বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখে তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছে বিধান নগর পুলিশ কমিশনারেট। ১৩ তারিখে দেখা গেছে কেউ বাইকে করে বা কেউ হাতে করে চেয়ার কেউবা ফুলের টব কেউবা অন্যান্য জিনিস নিয়ে স্টেডিয়াম ছেড়েছে। এবার তাদের চিহ্নিতকের কাজ শুরু করলো বিধান নগর পুলিশ কমিশনারেট।
0
comment0
Report
NHNantu Hazra
Dec 18, 2025 15:02:06
Salt Lake City, Utah:Meeting with the Minister of Education and SLST-2 (2025)-What is the future of those physically challenged blind and qualified teachers (SIST-1-2016) who did not get the call? Bikash Bhavan campaign on this question. Request for a meeting with the Minister of Education. A procession from Karunamayi came to Bikash Bhawan and held a protest. শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ এবং SLST-2 (2025)-যে সকল শারিরিক প্রতিবন্ধী দৃষ্টিহীনও যোগ্য শিক্ষক-শিক্ষিকা (SIST-1-2016) তাদের মধ্যে যারা ডাক পেলেন না, তাদের ভবিষ্যৎ কী? এই প্রশ্ন নিয়ে বিকাশ ভবন অভিযান। শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এর আবেদন। করুণাময়ী থেকে মিছিল করে বিকাশ ভবন এসে বসে বিক্ষোভ। SLST-1 (SSC-2016) মামলার Verification, তাদের পরিপ্রেক্ষিতে SLST-2 (2025) যে পরীক্ষা নেওয়া হয়েছিল, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির বহু (শত-শত) যোগ্য শিক্ষকঃ শিক্ষিকা সহ শারিরিক প্রতিবন্ধী ও দৃষ্টিহীন যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা Not Called for ভেরিফিকেশন তাদের ভবিষ্যৎ কী? প্রেত্যেক যোগ্য জনের চাকরি ফেরাতে হবে, তাদের প্রেত্যেকের দায়িত্ব রাজ্যসরকার-কে নিতে হবে, মর্ত্যব্রত জানা, দৃষ্টিহীন শুক্লা বিশ্বাস দের লক্ষ লক্ষ টাকা ঋন। রাজ্যের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চাই। রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর সাক্ষাৎ চাই এই সমস্যা সমাধানের জন্য রাজ্যসরকার মানবিক হয়ে দ্রুত সদর্থক ভূমিকা GRHAN করার আবেদন জানানো হয়। দৃষ্টি হীন শুক্লা বিশ্বাস ও তার মা এই আন্দোলনে আসেন। তাদের কি হবে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন  তারা。
0
comment0
Report
SCSandip Chowdhury
Dec 18, 2025 13:33:51
Katwa, West Bengal:নির্বাচন কমিশনের সদ্য প্রকাশিত খসড়া ভোটার তালikas বাদ পড়া ভোটারদের সম্পর্কে বিশদে খোঁজ নেওয়ার নির্দেশ তৃণমূলের জেলা নেতৃত্বের।বৃহস্পতিবার দুপুরে কাটোয়ার সংহতি প্রেক্ষাগৃহে পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাংগঠনিক বৈঠকে জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বিধায়কের থেকে অঞ্চল সভাপতি সকলকে সতর্ক হয়ে খসড়া তাল Hick নজর থাকতে হবে বলে জানান। খসড়া ভোটার তালিকায় যাদের মৃত বলে উল্লেখ করা হয়েছে সেই নাম গুলো সঠিক কিনা তা খতিয়ে দেখতে হবে।খসড়া ভোটার তালিকা অনুযায়ী পূর্ব বর্ধমান জেলার ১৬ বিধানসভায় ২,০২,০৪৯ জনের নাম বাদ গিয়েছে।এদের মধ্যে মৃতের সংখ্যা ৯৯,৩১৫ এবং স্থানান্তরিত এবং নিখোঁজ ভোটারের সংখ্যা ১,০২, ৭৩৪ জন। খসড়া তালিকা অনুসারে জেলায় মোট ভোটার ৩৯,৭০,৬২০ জন। এরমধ্যে নির্বাচন কমিশন মৃতের তালিকা প্রকাশ করেছে তা সঠিক কিনা সেটা সরেজমিনে গিয়ে অঞ্চল সভাপতিদের পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়। এসআইআর সংক্রান্ত বিষয়ে বুথ ধরে এলাকায় মানুষের কাছে গিয়ে খোঁজ নিতে হবে। এদিন জেলার বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি ও কর্মাধ্যক্ষ,পঞ্চায়েত সমিতির নেতা, ব্লক সভাপতি সহ বিভিন্ন স্তরের দলীয় নেতাদের নিয়ে সাংগঠনিক বৈঠক হল।বৈঠকে জেলার মন্ত্রী স্বপন দেবনাথ উপস্থিত থাকলেও অপর মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী গড় হাজির ছিলেন। এসআইআর শেষে কমিশন প্রকাশিত খসড়া তালিকা খুঁটিয়ে দেখা সহ বুথে গিয়ে তালিকা মিলিয়ে ভোটারদের সুবিধা অসুবিধা দেখাশোনা করতে হবে।
0
comment0
Report
Advertisement
Back to top