Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Medinipur721430

BJP प्रवक्ता शंकुदेव पांडा के राज्य के मुद्दों पर बयान जारी

KMKIRAN MANNA
Dec 18, 2025 18:17:05
Dihierench, West Bengal
I sent Shankudev Panda, BJP spokesperson, his bytes on various issues in the state.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BCBasudeb Chatterjee
Dec 19, 2025 02:33:17
Asansol, West Bengal:টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে এইবার পথে নামলো MVI আসানসোল, নিয়ামতপুরে অভিযান চালিয়ে আটক ৬টি টোটো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর কুলটির নিয়ামতপুর ট্রাফিক গার্ড পুলিশ এবং আসানসোল MVI আধিকারিকের যৌথ অভিযান চালানো হলো কুলটি এলাকায়। যেখানে আগত সমস্ত টোটো চালকদের পেপার ক্ষতিয়ে দেখা হয় এরমধ্যে অধিকাংশ টোটো বা ই-রিক্সার রেজিস্ট্রেশন করা ছিল না, সে সব টোটো চালকদের সতর্ক করে বলেন যে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট তারমধ্যে যেন তারা রেজিস্ট্রেশন করে নেয় না হলে MVI এবং ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে টোটো ধরা হবে এবং আইনত ব্যবস্থা নেওয়া হবে। সন্ধ্যায় প্রায় গোটা ১০ টি টোটোকে আটক করে নিয়ামতপুর ফাঁড়িতে জমা দেওয়া হয় বলে জানা যায়।
0
comment0
Report
AGAyan Ghosal
Dec 19, 2025 02:16:57
Kolkata, West Bengal:সিঙ্গাপুরের হাসপাতালে বৃহস্পতিবার রাতে মারা গিয়েছেন বাংলাদেশের ইনকিলাব মঞ্চ-এর মুখপাত্র শরিফ ওসমান হাদি। এনসিপি স্বাস্থ্য সেলের প্রধান ও হাদির চিকিৎসায় নিয়োজিত ডাক্তার আহাদ জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য সরকারি উদ্যোগে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলেও কোনও কাজ হল না। রাতেই তিনি মারা গিয়েছেন বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে। ইনকিলাব মঞ্চের সোশ্যাল সাইটগুলিতেই তাদের নেতার মৃত্যুসংবাদ পোস্ট করা হয়েছে। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি প্রচার শুরু করেছিলেন। গত শুক্রবার, ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরোনো পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দু’জন আততায়ীর এক জন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর অবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে রাখা হয়। এর পরে তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। ওসমান হাদির মৃত্যুতে আগামীকাল শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বাংলাদেশে। হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ওসমান হাদির পরিবার ও আত্মীয়দের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
0
comment0
Report
AGAyan Ghosal
Dec 19, 2025 02:16:40
Kolkata, West Bengal:ORANGE METRO *মতের মিল এখনও অব্যাহত। আজ কলকাতা হাইকোর্ট কি নিজে থেকেই বেঁধে দেবে কাজের নির্ঘণ্ট? নাকি ফের আলোচনায় বসার নির্দেশ যাবে সব পক্ষের কাছে? বল এখন হাইকোর্টে।* বুধবারের বৈঠক কার্যত নিষ্ফলা। গতকাল বৃহস্পতিবারের মধ্যে পুলিসকে সিদ্ধান্ত জানানোর কথা বলা হলেও এখনো পর্যন্ত ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে রাস্তা বন্ধ রেখে কাজের অনুমতি দিতে নারাজ পুলিশ। এই অবস্থায় আজ সেকেন্ড হাফে কলকাতা হাইকোর্টে ফের মেট্রো শুনানি। দুই দফায় বৈঠকের পরেও সবকটি নোডাল অথরিটি অর্থাৎ RVNL, কলকাতা পুরসভা, বিধাননগর পুরসভা, মেট্রো রেল কর্তৃপক্ষ, কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ কোন ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি বলেই সূত্রের খবর। এমতবস্থায় আজ কলকাতা হাইকোর্ট এর দিকে সবার নজর। পারস্পরিক বৈঠকে কোনোভাবেই জট না কাটলে এবার কি হাইকোর্ট নিজেই কাজের দিন নির্ঘণ্ট বেঁধে দেবে? নাম প্রকাশে অনচ্ছুক মেট্রোর এক কর্তা জি ২৪ ঘণ্টা কে জানিয়েছেন, যদি সেটাই হয় তাহলেও স্বস্তি। অন্ততঃ কাজ শুরু করা যাবে। প্রকল্পের ডেড লাইন বহুযুগ আগে পেরিয়ে গেছে। প্রতিনিয়ত বাড়ছে কাঁচামালের দাম। কাজে ব্যবহৃত যন্ত্রপাতি রেডি। এমনকি যে গার্ডার লাইন চিংড়ি ঘাটা মোড়ের এক প্রান্তের সঙ্গে অপর প্রান্তের সংযোগ ঘটাবে সেই पाइভটাল অ্যাক্সিস ইতিমধ্যেই স্ট্যান্ডবাই মোডে লাইনের শেষ প্রান্তে লাগিয়ে রাখা है প্রায় ৬ মাস। অথচ কাজ এগোনোর নাম নেই। মাত্র ৩৬৬ মিটার এর জন্য আটকে আছে গোটা অরেঞ্জ লাইনের সংযুক্তিকরণ। এই অবস্থায় তারা তাকিয়ে আছেন হাইকোর্টের আজকের নির্দেশের দিকে। রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল এবং কলকাতা মেট্রোর তরফে কলকাতা পুলিশ কমিশনার এবং বিধান নগর কমিশনারেটের সামনে প্রস্তাব দেওয়া হয়, এই মাসের চতুর্থ সপ্তাহে এবং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের শেষ দিন অর্থাৎ শুক্র শনি রবি রাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত রাস্তা সম্পূর্ণ বন্ধ রেখে কাজ করতে চায় RVNL। কিন্তু কলকাতা এবং বিধাননগর পুলিশের তরফে স্পষ্ট বলে দেওয়া হয়, ওই দিনগুলিতে মূলত শহরে উৎসবের মরশুম শুরু হয়ে যাচ্ছে। তাই মেট্রোর চাহিদা অনুযায়ী রাস্তা বন্ধ করে কাজের অনুমতি দিনে রাতে কোনসময় দেওয়া সম্ভবপর নয়। নতুন করে মেট্রো কর্তৃপক্ষে ভাবতে বলেন রাজ্যে প্রশাসনের প্রতিনিধিরা। এই যুক্তি শুনে মেট্রো বারবার বলার চেষ্টা করে যত দেরি হবে, তত প্রকল্পটি সমস্যায় পড়বে। ইতিমধ্যেই প্রকল্পের ব্যায় তার নির্ধারিত মাত্রা ছাড়িয়ে গেছে। তাই এভাবে প্রকল্পটিকে ফেলে রাখা সম্ভবপর নয়। খুব দ্রুত কলকাতা পুলিশকে তারিখ দিতে হবে বলে বৈঠকে দাবি জানায় RVNL। এরপরই বুধবার রাজ্যের তরফে বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা এবং মেট্রো কর্তৃপক্ষ, উভয়ই বৃহস্পতিবার অর্থাৎ গতকাল পর্যন্ত সময় চেয়ে নেন সিদ্ধান্ত জানানোর জন্য। তবে খুব একটা কথা এগোয়নি বলেই সূত্রের খবর।
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Dec 18, 2025 16:18:31
Kolkata, West Bengal:সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রীর নীতিশ কুমার এক সরকারি অনুষ্ঠানে এক মহিলার হিজাব খুলে দেওয়ার চেষ্টা করেছিলেন। যার পরে গোটা ভারত জুড়ে প্রতিবাদ আন্দোলন ছড়িয়ে পড়েছিল। বৃহস্পতিবার সেই প্রতিবাদের অংশ হিসেবে অরাজনৈতিক একটি মঞ্চের তরফে পার্ক সার্কাস থেকে গরিয়াহাট পর্যন্ত এর প্রতিবাদে তৃণমূল নেত্রী প্রিয়দর্শিনী হাকিমের নেতৃত্বে হল প্রতিবাদ মিছিল। যেখানে হাজির ছিলেন সংখ্যালঘু পরিবারের বহু মহিলা। প্রিয়দর্শিনী বলেন নির্লজ্জ এই ঘটনার পর নীতিশের ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে এবং দেশের প্রধানমন্ত্রীকেও মহিলাদের সম্মান রক্ষায় এগিয়ে এসে পদক্ষেপ করতে হবে।
0
comment0
Report
SMSubhasis Mandal
Dec 18, 2025 16:17:01
Howrah, West Bengal:মুখ্যমন্ত্রীর কদিন আগে রিপোর্ট কার্ড পেশ করার পরিপ্রেক্ষিতে সজল ঘোষের চার্জশিট৷ সেই রিপোর্ট কার্ড প্রসঙ্গে সজল ঘোষ বলেন মমতা ব্যানার্জি কিছুদিন আগে রিপোর্ট কার্ড পেশ করেছেন ওনার পরীক্ষা উনি পরীক্ষার্থী ওনার প্রশ্ন উনি খাতা দেখেছেন উনি মাকস দিয়েছেন ৷মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী শপথ নেয়ার আগে পর্যন্ত পশ্চিমবাংলায় ऋণের পরিমাণ ছিল ২ লক্ষ কোটি টাকার কিছু কম ৷বর্তমানে এখন এই রাজ্যের ঋণের পরিমাণ 7.71 লক্ষ কোটি টাকা৷ আগামী সরকার এলে লক্ষীর ভান্ডার কে অন্য নামে ডাকা হবে এখনের থেকেও বেশি পাবেন৷ এই ঋণের বোঝা আগামী দিনে ডবল ইঞ্জিনের সরকারের ঘাড়ে চাপবে সেন্ট্রাল থেকে স্পেশাল প্যাকেজ না এলে এই পশ্চিমবাংলা কে আর বাঁচানো যাবে না৷ শিল্প প্রসঙ্গে তিনি বলেন চুরি আর চপ ছাড়া এই রাজ্যের হাওড়া শিল্পের নগরী তার যে কি অবস্থা, বলার মত চালু কারখানা দেখতে পাওয়া যায়নি অধিকাংশই বন্ধ৷ 6,688 কারখানা এই রাজ্য থেকে চলে গিয়ে বিভিন্ন রাজ্যে গিয়ে তাদের কোম্পানি চালাচ্ছে৷ বিশ্ব বাংলার বড় বয়ের যে কি মানে সেটা আমরা বলতে চাইছি না৷ শিল্পায়নের নমুনা দিলাম৷ গত ১৪ বছরে এই সরকার একটাও ফ্যাক্টরি তৈরি করে থাকে যাতে দুই হাজার তৃণমূলী কাট মানি ছাড়া চাকরি দিয়ে থাকেন তাহলে কেউ ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন না৷ সবাই আপনারা তৃণমূলকে ভোট দেবেন৷ এতদিন দুর্গাপুজো করছি সরকারি অনুদান নিই না৷ আমরা বিশ্বাস করি সরকারি টাকা কোনভাবেই মন্দির মসজিদ করার জন্য নয় ৷ কালচারাল সেন্টারের নামে যে জগন্নাথ মন্দির করছেন সেটারও যেরম বিরোধিতা করি দূর্গা পূজার নামে প্রায় ৫০০ কোটি টাকা উড়িয়েছেন ভোট কেনার জন্য৷ মোদীজী ৬০০ কোটি টাকা দিয়ে চন্দ্রজান টু বানিয়েছেন৷ পশ্চিমবাংলার ক্লাবগুলিকে 5 লাখ টাকা করে দেয়া হয়েছে ক্রীড়ার উন্নতির জন্য সেটা ক্রিয়া হয়ে গেছে যেটা অরূপ বিশ্বাস তার পদত্যাগ পত্রে লিখেছেন৷ শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন সিপিএম ইংরেজি তুলে দিয়েছিল তৃণমূল এসে শিক্ষা ব্যবস্থা কে তুলে দিয়েছে ৮২০০ স্কুল বছরখানেক আগেই তুলে দেয়া হয়েছে। এর আগে পশ্চিমবঙ্গে কোন সরকার স্কুল বন্ধ করে ২৫ হাজার মদের দোকান খোলেনি৷ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমেনি মদের দাম কমেছে মাতালরা সরকারকে ধন্যবাদ জানাবে। এই সরকারের একটা গুন আছে চাকরির যিনি খেলেন যাদের চাকরি গেল তাদেরকে নিয়েই মিটিং ডাকলেন তিনি৷ সেই মিটিংয়ে দাঁড়িয়ে তিনি বলছেন আমার প্রাণ থাকতে কোন চাকরি যাবে না৷ এট এস আই আর এর ক্ষেত্রেও বলেছিলেন৷ পরবর্তীকালে দেখা গেছে প্রাণটা আছে বাকি সবগুলো হয়ে গেছে মানে চাকরি চলে গেছে ওয়াকপ চালু হয়েছে এস আই আর সরকার নিজেই চালু করেছে৷ ইস আইআর এনआरসি নিয়ে মানুষকে ভয় দেখানো ফল হচ্ছে এই অঞ্চলের জাহির মালের মৃত্যু৷ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা বলে কোন বস্তু নেই৷
0
comment0
Report
PDPradyut Das
Dec 18, 2025 16:16:10
Jalpaiguri, West Bengal:আচমকা রাতের আকাশে কয়েক সেকেন্ডের জন্য আগুনের গোলা। আর তারপরেই প্রচন্ড শব্দে কেঁপে উঠলো চারদিক।জলপাইগুড়ি থেকে কোচবিহারে কম্পনের তীব্রতা এতটাই ছিল যে মানুষজন আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।কেউ কেউ এই আকাশের গোলাকে মোবাইল বন্দী করতে পেরেছেন। সেটাই সোশ্যাল মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। কেউ এটিকে উল্কা কেউ ক্ষেপণাস্ত্র কিনা তানি একটা রহস্য দানা বেঁধেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রাত পর্যন্ত ঘটনায় হতাহতের কোন খবর নেই। কিন্তু আসল বিষয়টা যে কি ছিল সেটা খতিয়ে দেখছে পুলিশ। কেন্দ্রীয় সীমান্ত অঞ্চলের কাছে এধরনের ঘটনায় ঘটায় কেন্দ্রীয় সেগুলো এনিয়ে খোঁজখবর শুরু করেছে। যদিও আকাশে এই রহস্যময় বস্তুটি যে কি ছিল তারা পর্যন্ত পরিষ্কার নয়。 যদিও ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ি সায়েন্স এন্ড নেচার ক্লাব এর সম্পাদক ডক্টর রাজা রাউতের দাবি, আকাশে যে আগুনের গোলা দেখা গিয়েছে সম্ভবত সেটি স্পেস জাঙ্ক। পৃথিবীর বিভিন্ন দেশ অনেক মহাকাশযান পাঠায়। এইসব যানের বেশ কিছু উচ্ছিষ্ট অংশ মহাকাশে ঘুরতে থাকে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে মহাকাশে ঘুরতে ঘুরতে সেগুলি কখনো পৃথিবীর কক্ষপথে চলে আসে এবং বায়ুমন্ডলে প্রবেশ করে। বায়ুমন্ডলে প্রবেশ করা মাত্রই ঘর্ষণের ফলে এগুলির গতিবেগ প্রচুর বেড়ে যায়। সেকেন্ডে প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। এবং মারাত্মক তাপ সৃষ্টি হয় ১৫০০ থেকে ৩ হাজার ডিগ্রি পর্যন্ত তাপ সৃষ্টি হতে পারে। ফলে সেটিকে দেখলে আগুনের গোলার মত মনে হয়। সম্ভবত এটাই এদিন জলপাইগুড়ির আকাশে দেখা গিয়েছে।
0
comment0
Report
NHNantu Hazra
Dec 18, 2025 15:06:10
0
comment0
Report
NRNarayan Roy
Dec 18, 2025 15:04:13
Siliguri, West Bengal:शासक দলের দলীয় পতকা লাগিয়ে গ্ৰাম পঞ্চায়েতের বার্ষিক গ্ৰাম সভার প্রচার! প্রচার আটকে ক্ষোভ গ্ৰাম পঞ্চায়েতের বিজেপির বিরোধী দলনেতার! নক্সালবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের এমনি ঘটনা ঘিরে শোরগোল। আগামীকাল রয়েছে নক্সালবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের বার্ষিক গ্ৰাম সভা। বার্ষিক গ্ৰাম সভার জনসাধারণকে আমন্ত্রণ জানাতে টোটোতে করে গ্ৰামে গ্ৰামে চলছে প্রচার। সেই প্রচার আটক করে ক্ষোভ দেখালেন নক্সালবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা বিজেপি পঞ্চায়েত সদস্য সাধন চক্রবর্তী! সাধন চক্রবর্তীর অভিযোগ, গ্ৰাম পঞ্চায়েতে অফিসকে পার্টি অফিস বানাতে চাইছেন তৃনমূল কংগ্রেসের প্রধান- উপপ্রধান! বার্ষিক গ্ৰাম সভা সরকারি অনুষ্ঠান, সেখানে রাজনৈতিক দলের পতকা লাগিয়ে গ্ৰামে গ্ৰামে ঘুরছে। এর তীব্র প্রতিবাদ জানাই। আগামীকাল বিডিওকে লিখিত অভিযোগ করবেন বলে তিনি জানান। অপরদিকে, আমরা কোনো দলীয় পতকা লাগিয়ে প্রচার করিনি। মুখ্যমন্ত্রীর বহু ফ্যান রয়েছে। । কোনো টোটাওয়লা এমন করলে তা খতিয়ে দেখা হবে বলে জানান নক্সালবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ।
0
comment0
Report
NHNantu Hazra
Dec 18, 2025 15:02:21
Salt Lake City, Utah:সল্টলেক স্টেডিয়ামের সম্পত্তি যারা ভাঙচুর করে নিয়ে গেছে এবার তাদেরকে আইডেন্টিফাইড করার প্রসেস শুরু করল বিধান নগর পুলিশ কমিশনারেট। পুলিশ সূত্রে খবর সল্টলেক স্টেডিয়ামে ১৩ তারিখে মেসিকে দেখতে না পেয়ে ক্ষিপ্ত জনতা স্টেডিয়ামে ভাঙচুর চালায়। সেই ঘটনায় ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেকেই জেল হেফাজত দিয়েছে বিচারক। এবার পুলিশের নজরে সেই সমস্ত ব্যক্তিরা যারা স্টেডিয়ামে ভাঙচুরের পর স্টেডিয়ামের বিভিন্ন সম্পত্তি নিয়ে স্টেডিয়ামের বাইরে বেরিয়েছেন। বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখে তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছে বিধান নগর পুলিশ কমিশনারেট। ১৩ তারিখে দেখা গেছে কেউ বাইকে করে বা কেউ হাতে করে চেয়ার কেউবা ফুলের টব কেউবা অন্যান্য জিনিস নিয়ে স্টেডিয়াম ছেড়েছে। এবার তাদের চিহ্নিতকের কাজ শুরু করলো বিধান নগর পুলিশ কমিশনারেট।
0
comment0
Report
Advertisement
Back to top