Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
84111

सुप्रीम कोर्ट के फैसले पर चिन्मय मेहबूब की प्रतिक्रिया; 31 अगस्त तक नियुक्तियाँ स्थगित

NHNantu Hazra
Dec 18, 2025 13:51:29
Salt Lake City, Utah
Eligible teacher Chinmoy Mehbub's reaction to the Supreme Court verdict. যোগ্য শিক্ষক চিন্ময় মেহবুব দের রিয়াকশন সুপ্রিম কোর্টের রায় নিয়ে। ৩১ শে আগস্ট পর্যন্ত চাকরি করতে পারবে শিক্ষকরা।যারা ইতিমধ্যেই চাকরি করছেন তাদের চাকরি আপাতত ৩১ আগস্ট পর্যন্ত বহাল থাকবে।৩১ আগস্ট পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। এই প্রসঙ্গে যোগ্য শিক্ষক চিন্ময় মন্ডল, মেহবুব মন্ডল, রাকেশ আলম, সুমন বিশ্বাস ও হাবিবুল্লার রিয়াকশন。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
NHNantu Hazra
Dec 18, 2025 15:06:10
0
comment0
Report
NRNarayan Roy
Dec 18, 2025 15:04:13
Siliguri, West Bengal:शासक দলের দলীয় পতকা লাগিয়ে গ্ৰাম পঞ্চায়েতের বার্ষিক গ্ৰাম সভার প্রচার! প্রচার আটকে ক্ষোভ গ্ৰাম পঞ্চায়েতের বিজেপির বিরোধী দলনেতার! নক্সালবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের এমনি ঘটনা ঘিরে শোরগোল। আগামীকাল রয়েছে নক্সালবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের বার্ষিক গ্ৰাম সভা। বার্ষিক গ্ৰাম সভার জনসাধারণকে আমন্ত্রণ জানাতে টোটোতে করে গ্ৰামে গ্ৰামে চলছে প্রচার। সেই প্রচার আটক করে ক্ষোভ দেখালেন নক্সালবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা বিজেপি পঞ্চায়েত সদস্য সাধন চক্রবর্তী! সাধন চক্রবর্তীর অভিযোগ, গ্ৰাম পঞ্চায়েতে অফিসকে পার্টি অফিস বানাতে চাইছেন তৃনমূল কংগ্রেসের প্রধান- উপপ্রধান! বার্ষিক গ্ৰাম সভা সরকারি অনুষ্ঠান, সেখানে রাজনৈতিক দলের পতকা লাগিয়ে গ্ৰামে গ্ৰামে ঘুরছে। এর তীব্র প্রতিবাদ জানাই। আগামীকাল বিডিওকে লিখিত অভিযোগ করবেন বলে তিনি জানান। অপরদিকে, আমরা কোনো দলীয় পতকা লাগিয়ে প্রচার করিনি। মুখ্যমন্ত্রীর বহু ফ্যান রয়েছে। । কোনো টোটাওয়লা এমন করলে তা খতিয়ে দেখা হবে বলে জানান নক্সালবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ।
0
comment0
Report
NHNantu Hazra
Dec 18, 2025 15:02:21
Salt Lake City, Utah:সল্টলেক স্টেডিয়ামের সম্পত্তি যারা ভাঙচুর করে নিয়ে গেছে এবার তাদেরকে আইডেন্টিফাইড করার প্রসেস শুরু করল বিধান নগর পুলিশ কমিশনারেট। পুলিশ সূত্রে খবর সল্টলেক স্টেডিয়ামে ১৩ তারিখে মেসিকে দেখতে না পেয়ে ক্ষিপ্ত জনতা স্টেডিয়ামে ভাঙচুর চালায়। সেই ঘটনায় ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেকেই জেল হেফাজত দিয়েছে বিচারক। এবার পুলিশের নজরে সেই সমস্ত ব্যক্তিরা যারা স্টেডিয়ামে ভাঙচুরের পর স্টেডিয়ামের বিভিন্ন সম্পত্তি নিয়ে স্টেডিয়ামের বাইরে বেরিয়েছেন। বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখে তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছে বিধান নগর পুলিশ কমিশনারেট। ১৩ তারিখে দেখা গেছে কেউ বাইকে করে বা কেউ হাতে করে চেয়ার কেউবা ফুলের টব কেউবা অন্যান্য জিনিস নিয়ে স্টেডিয়াম ছেড়েছে। এবার তাদের চিহ্নিতকের কাজ শুরু করলো বিধান নগর পুলিশ কমিশনারেট।
0
comment0
Report
NHNantu Hazra
Dec 18, 2025 15:02:06
Salt Lake City, Utah:Meeting with the Minister of Education and SLST-2 (2025)-What is the future of those physically challenged blind and qualified teachers (SIST-1-2016) who did not get the call? Bikash Bhavan campaign on this question. Request for a meeting with the Minister of Education. A procession from Karunamayi came to Bikash Bhawan and held a protest. শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ এবং SLST-2 (2025)-যে সকল শারিরিক প্রতিবন্ধী দৃষ্টিহীনও যোগ্য শিক্ষক-শিক্ষিকা (SIST-1-2016) তাদের মধ্যে যারা ডাক পেলেন না, তাদের ভবিষ্যৎ কী? এই প্রশ্ন নিয়ে বিকাশ ভবন অভিযান। শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এর আবেদন। করুণাময়ী থেকে মিছিল করে বিকাশ ভবন এসে বসে বিক্ষোভ। SLST-1 (SSC-2016) মামলার Verification, তাদের পরিপ্রেক্ষিতে SLST-2 (2025) যে পরীক্ষা নেওয়া হয়েছিল, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির বহু (শত-শত) যোগ্য শিক্ষকঃ শিক্ষিকা সহ শারিরিক প্রতিবন্ধী ও দৃষ্টিহীন যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা Not Called for ভেরিফিকেশন তাদের ভবিষ্যৎ কী? প্রেত্যেক যোগ্য জনের চাকরি ফেরাতে হবে, তাদের প্রেত্যেকের দায়িত্ব রাজ্যসরকার-কে নিতে হবে, মর্ত্যব্রত জানা, দৃষ্টিহীন শুক্লা বিশ্বাস দের লক্ষ লক্ষ টাকা ঋন। রাজ্যের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চাই। রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর সাক্ষাৎ চাই এই সমস্যা সমাধানের জন্য রাজ্যসরকার মানবিক হয়ে দ্রুত সদর্থক ভূমিকা GRHAN করার আবেদন জানানো হয়। দৃষ্টি হীন শুক্লা বিশ্বাস ও তার মা এই আন্দোলনে আসেন। তাদের কি হবে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন  তারা。
0
comment0
Report
SCSandip Chowdhury
Dec 18, 2025 13:33:51
Katwa, West Bengal:নির্বাচন কমিশনের সদ্য প্রকাশিত খসড়া ভোটার তালikas বাদ পড়া ভোটারদের সম্পর্কে বিশদে খোঁজ নেওয়ার নির্দেশ তৃণমূলের জেলা নেতৃত্বের।বৃহস্পতিবার দুপুরে কাটোয়ার সংহতি প্রেক্ষাগৃহে পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাংগঠনিক বৈঠকে জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বিধায়কের থেকে অঞ্চল সভাপতি সকলকে সতর্ক হয়ে খসড়া তাল Hick নজর থাকতে হবে বলে জানান। খসড়া ভোটার তালিকায় যাদের মৃত বলে উল্লেখ করা হয়েছে সেই নাম গুলো সঠিক কিনা তা খতিয়ে দেখতে হবে।খসড়া ভোটার তালিকা অনুযায়ী পূর্ব বর্ধমান জেলার ১৬ বিধানসভায় ২,০২,০৪৯ জনের নাম বাদ গিয়েছে।এদের মধ্যে মৃতের সংখ্যা ৯৯,৩১৫ এবং স্থানান্তরিত এবং নিখোঁজ ভোটারের সংখ্যা ১,০২, ৭৩৪ জন। খসড়া তালিকা অনুসারে জেলায় মোট ভোটার ৩৯,৭০,৬২০ জন। এরমধ্যে নির্বাচন কমিশন মৃতের তালিকা প্রকাশ করেছে তা সঠিক কিনা সেটা সরেজমিনে গিয়ে অঞ্চল সভাপতিদের পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়। এসআইআর সংক্রান্ত বিষয়ে বুথ ধরে এলাকায় মানুষের কাছে গিয়ে খোঁজ নিতে হবে। এদিন জেলার বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি ও কর্মাধ্যক্ষ,পঞ্চায়েত সমিতির নেতা, ব্লক সভাপতি সহ বিভিন্ন স্তরের দলীয় নেতাদের নিয়ে সাংগঠনিক বৈঠক হল।বৈঠকে জেলার মন্ত্রী স্বপন দেবনাথ উপস্থিত থাকলেও অপর মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী গড় হাজির ছিলেন। এসআইআর শেষে কমিশন প্রকাশিত খসড়া তালিকা খুঁটিয়ে দেখা সহ বুথে গিয়ে তালিকা মিলিয়ে ভোটারদের সুবিধা অসুবিধা দেখাশোনা করতে হবে।
0
comment0
Report
CDChampak Dutta
Dec 18, 2025 13:33:02
Kaji Chak, West Bengal:ঘাটাল রবীন্দ্র সতবার্ষিকী মহাবিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআই-এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন ছাত্র আহত হয়। আহতদের স্থানীয় মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁরা বর্তমানে চিকিৎসাধীন। এসএফআই-এর অভিযোগ, কলেজের প্রিন্সিপাল নবীনবরণ অনুষ্ঠানের জন্য বরাদ্দ সমস্ত অর্থ তৃণমূল ছাত্র পরিষদের হাতে তুলে দিচ্ছেন। দীর্ঘদিন ধরে কলেজে নবীনবরণ অনুষ্ঠান না হওয়ায় এবার বরাদ্দ অর্থের অঙ্ক তুলনামূলকভাবে বেশি বলে দাবি সংগঠনটির। এই অভিযোগ ডেপুটেশন আকারে জমা দেওয়ার দাবিতে এসএফআই সদস্যরা প্রিন্সিপালের কাছে যান。 সেখানেই তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকদের সঙ্গে এসএফআই সদস্যদের বচসা শুরু হয়, যা দ্রুত হাতাহাতিতে পরিণত হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শেষ পর্যন্ত ঘটনাটি হাসপাতালের গেট পর্যন্ত গড়ায়। নবীনবরণ অনুষ্ঠানের আগেই যদি এভাবে মারপিট ও গণ্ডগোল হয়, তবে নবীনবরণ চলাকালীন পরিস্থিতি কী দাঁড়াবে, তা নিয়েই এখন কলেজ কর্তৃপক্ষ ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ছবি বাইট 2c তে SLUG- 1812ZG_WMID_COLLEGE_CLASH
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Dec 18, 2025 13:09:19
Kolkata, West Bengal:বৌকে দিয়ে ঘুগনি পরামর্শ : এটা একটা অভিভাবকের মত পরামর্শ । উনি কর্ম সংস্থান করেছেন । আরো হচ্ছে । ঘুগনি ইন্ডাস্ট্রি কত বড় জানেন ? এভাবে একটা সেক্টর কে অসম্মান করবেন না । সস্তা প্রচারের জন্য চাকরি প্রার্থীরা এসব করছেন । বিরোধী দলের হাতে তামাক খেয়ে এসব করলে কি করা যাবে নতুন সরকার হবে । তবে মুখ্যমন্ত্রী একই থাকবেন । শিক্ষামন্ত্রী দেখছেন সুপ্রিম কোর্ট শিক্ষক দের চাকরি বহাল ২৫ বছর নিয়োগ নেই । প্যারা টিচার । স্কুল বন্ধ মদন মিত্রের রাম মন্তব্য প্রসঙ্গে প্রধান মন্ত্রী খালি হাতে আসছে । যেখানে আসছে সেখানেই হারবে প্রধানমন্ত্রী বুঝেছেন আত্মঘাতী হয়েছে । এস আই আর । তাই রানাঘাটে মতুয়া মন বুঝে আসছেন । প্রধানমন্ত্রী যদি কোন সমাধান সূত্র বলেন , জানবেন সেটাও তৃণমূলের প্রতিবাদের জন্য । মমতা না থাকলে প্রধানমন্ত্রী ড্যামেজ কন্ট্রোল করতে আসতেন না বাইশ তারিখ হুমায়ূনের নতুন দল । ওরা জমি না পেলে ব্রিগেডে করুন সভা । আপনারা তো বিজেপির বি টিম সি টিম মুর্শিদাবাদ জেলা পরিষদ কে চোর জেলা পরিষদ বলে পদত্যাগ অমিত মালোব্য কে আক্রমণ কুণালের । যে ব্যক্তি বলেছিল বাংলা ভাষা নেই । তার কথার উত্তর দেবো না বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজে ভোটের অংক মাথায় রেখে লড়ে। এটা কি এথিক্স হুমায়ূন কবীর কে আমরা মুখ লাগাতেই চাই না । ফাটা রেকর্ড এর মত বেজে যান। একটা ভোট ও তৃণমূল কে না দেওয়া মানে বিজেপি কে দেওয়া বিজেপি গ্যাস বেলুন তৈরি করছে । আমরা শুধু আল পিন থেকাছি । একশো শতাংশ ভোট তো হয় না । যে শতাংশ ভোট পড়ে না । সেটাই ডেড, শিফটেড । এবার ভোট হবে । পার্সেন্টেজ হাই হবে । তৃণমূল জিতবে অশোক দিন্দা কোথা থেকে কার্ড পেলো । তদন্ত হোক । উনি দ্বিচারিতা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সবাই শুনেছে । আমি কি বলব
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 18, 2025 13:09:01
Howrah, West Bengal:মুরলীধর স্ট্রিটে বিজেপি অফিসে সাংবাদিক সম্মেলন করলেন তাপস রায়।তিনি বলেন রাজ্যে উন্নয়ন হয়নি।বড় শিল্প আসেনি।কর্মসংস্থান নেই।মুখ্যমন্ত্রী অনুদান দিচ্ছেন।ভোট কিনছেন।এরাজ্যে ব্যবসায়ীরা ভালো নেই।রাজ্য ছেড়ে পালাতে চাইছে।জুট মিল গুলো ধুঁকছে।মুখ্যমন্ত্রীর উচিত ঝগড়া না করে প্রধানমন্ত্রীর সাথে কথা হলে পাওনা ছিনিয়ে আনা।এতে রাজ্যের মঙ্গল হবে।ঈর্ষাপর্যায়ন হিসাবে তার সুখ্যাতি আছে।দেশের উন্নতি হলে তার ঈর্ষা হয়।মেসি কে নিয়ে তিনি ও তার মন্ত্রিসভা যা করেছে তাতে সারা বিশ্বে এরাজ্যের মাথা নত হয়েছে।অথচ তার দলের লোকজনকে তিনি দুস্টু মিষ্টি বলছেন।এটা শোভা পায়না।এরাজ্যে রাস্তা ঘাট খারাপ।রেলমন্ত্রী বলেছেন এখানে কাজ করতে গেলে বাধা আসে。
0
comment0
Report
NHNantu Hazra
Dec 18, 2025 13:08:39
Salt Lake City, Utah:Dilip Ghosh Reaction on several issue. দিলীপ ঘোষ ইকো পার্ক। 26 র নির্বাচন নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায় SIR করুক বা FIR করুক তৃণমূলের সিট বাড়বে ভোটের পার্সেন্টেজ বাড়বে. আজ দেড় মাস হয়ে গেল বিজেপির পক্ষ থেকে চ্যালেঞ্জ এখনো পর্যন্ত একসেপ্ট করা হয়নি. খসড়া তালিকা প্রকাশের পর BLO-দের ডাক মুখ্যমন্ত্রীর. 22 ডিসেম্বর নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর বৈঠকে ডাকা হয়েছে. রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নিয়ে বিজেপিকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের. যদি রোহিঙ্গা থেকে থাকে তাহলে জবাব দেবে অমিত শাহ দেশে স্বরাষ্ট্রমন্ত্রী. পশ্চিমবঙ্গ বাণিজ্যের জন্য উপযুক্ত বললেন মমতা বন্দ্যোপাধ্যায়. দুর্গাপুজোর সরকারি অনুদানের হিসেব ঘিরে সংঘর্ষ. বীরভূম জেলার নানুরের ঘটনা. ফের অনুব্রত, কাজল গোষ্ঠীর মধ্যে. ফাটল মাথা-হাত, ঝরল রক্ত. মনরেগার নাম পরিবর্তন বিজেপিকে তোপ অভিষেকের. মহত্মা উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর. বিজেপিদেরা বঙ্কিম ডা বলে অপমান করেন কবিগুরু জন্মস্থান জানেনা স্বামী বিবেকানন্দকে অপমান করে মন্তব্য তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়. গতকাল সন্ধ্যেবেলায় নিউটনের গৌরাঙ্গ নগর ঘুনি এলাকায় বস্তিতে আগুন. দমকলের ২০ টি ইঞ্জিন. পাশাপাশি গতকাল ভোররাতে কাঁকুড়গাছি এলাকায় একটি অক্সিজেন গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড. দমকলের ১৫ ইঞ্জিন
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Dec 18, 2025 13:07:40
Jhargram, West Bengal:কলেজের পরীক্ষা নিয়েছেন ইলেকট্রিক মিস্ত্রি দাবি কলেজের একাংশ শিক্ষক এর। অভিযোগও দেওয়া হয় প্রিন্সিপাল কে। যদিও এই অভিযোগ নস্যাৎ করল কলেজ কর্তৃপক্ষ। কলেজের শিক্ষকরা অপমানিত করেছেন পাল্টা লিখিত অভিযোগ জমা দিল ঐ শিক্ষক* সম্প্রতি গোপীবল্লভপুরের সুবর্ণরেখা কলেজে 'সামার ইন্টার্নশিপ প্র্যাকটিক্যাল' পরীক্ষা দিয়েছেন স্নাতকস্তরের চতুর্থ সিমেস্টারের (দ্বিতীয় বর্ষের) ছাত্রছাত্রীরা। সেই পরীক্ষায় অনিয়মের অভিযোগ তোলেন কলেজেরই কয়েকজন শিক্ষক। এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় পরীক্ষক হিসেবে_local একজন ইলেকট্রিক মিস্ত্রি হাজির ছিলেন বলে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে লিখিত অভিযোগ জমা পড়ে। যদিও সুবর্ণরেখা কলেজের অধ্যক্ষ সিরাজ দত্তের দাবি, "নিয়ম বহির্ভূত কিছু হয়নি। পরীক্ষা নিয়ামকের সঙ্গে আমার কথা হয়েছে।" লক্ষীন্দর পালোই, পরিমল হংসদা, অরुणাভ প্রহরাজ প্রমুখ কলেজ শিক্ষকের দেওয়া ওই অভিযোগপত্রে দাবি করা হয়েছে, 'পরীক্ষার জন্য যে এক্সটার্নাল এক্সামিনার উপস্থিত হয়েছিলেন, তিনি কোনও ভাবেই বিশ্ববিদ্যালয় নির্ধারিত যোগ্য পরীক্ষক নন। তিনি স্থানীয় এলাকার একজন ইলেকট্রিক মিস্ত্রি।' প্রশ্ন তোলা হয়েছে, 'একজন ক্যাস্যুয়াল ইলেকট্রিক মিস্ত্রি কী ভাবে একটি বিশ্ববিদ্যালয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষার এক্সটার্নাল এক্সামিনার হিসেবে দায়িত্ব পালন করতে পারেন।' অভিযোগকারী শিক্ষকেরা জানিয়েছেন, পরে তাঁরা ছাত্রছাত্রীদের থেকে জেনেছেন, কোনও 'ভাইভা' (মৌখিক পরীক্ষা) ছাড়াই, শুধুমাত্র উপস্থিতি নথিভুক্ত করে পরীক্ষাটি শেষ করা হয়েছে। গোটা পরীক্ষাটি কলেজের কয়েকজন চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী পরিচালনা করেছেন। ২৯ অক্টোবর পরীক্ষা হয়েছিল, ২৮ নভেম্বর পোর্টালে নম্বর তোলার শেষ দিনে ওই শিক্ষাকর্মীরাই খেয়াল খুশি মতো প্র্যাকটিক্যালের নম্বর পোর্টালে আপলোড করেছেন। অভিযোগপত্রে আরও লেখা রয়েছে, 'এই ধরনের পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষায় পরীক্ষক হিসেবে স্থানীয় একজন ইলেকট্রিক মিস্ত্রি হাজির ছিলেন বলে অভিযোগ জমা পড়ে। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি কলেজ কর্তৃপক্ষের। অভিযুক্ত শিক্ষকের দাবি কলেজের কিছু শিক্ষক আমার সম্মানহানি ও মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে। এবং এ নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ছাত্রছাত্রীরা উপহাস করছে।' আজ এই মর্মেই কলেজ কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জমা দিলেন ওই অভিযুক্ত শিক্ষক।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 18, 2025 13:07:22
Chinsurah, West Bengal:দল के সভায় अमন্ত্রণ পাননি स्थानीय বিধায়ক! बেদना चেপে फেসবুক पोस्ट करके দলের জয় চাইলেন বলागড় বিধায়ক। মনোরঞ্জন ব্যাপারীকে কি আর টিকিট দেবেনা দল,জল্পনা। বিধানসভা নির্বাচন আর কয়েক মাস পরেই। তার মধ্যেই বলাগড়ের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের অন্দরে অসামঞ্জস্যের ছবি। শুভেন্দু অধিকারীর সভার পাল্টা হিসেবে বলাগড়ের মাজদিয়া একতারপুরে তৃণমূল কংগ্রেসের জনসভা অনুষ্ঠিত হয় বুধবার। সেখানে আমন্ত্রণই করা হয়নি বর্তমান বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীকে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। দলের বড় কর্মসূচিতে বর্তমান বিধায়কের অনুপস্থিতির কারন কি।এর নেপথ্যে কি রয়েছে দলের কোনও ভাবনা, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। নিজেই ফেসবুক পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন মনোরঞ্জন ব্যাপারী। বলাগড় বাসীর উদ্যেশ্যে পোস্টে তিনি লেখেন,আমি কনজুমার ও কোওপারেটিভ কমিটি টুরে নদীয়ায় আছি। আগে থেকে জানানো হলে সরকারি কমিটির সফর বাতিল করে সভায় পৌঁছনোর চেষ্টা করতাম। তাঁকে যে জানানো হয়নি সেটা স্পস্ট করেছেন। এসআইআর এর কাজ নিয়ে হুগলি জেলা তৃনমূল নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলাগড়ের কাজ নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন।বিধায়ককে নির্দেশ দিয়েছিলেন বিএলএ দের সঙ্গে সমন্বয় রেখে রিপোর্ট দিতে। এর আগেও বিভিন্ন সময়ে দেখা গেছে বলাগড় বিধায়ক নানা মন্তব্য করেছেন দলেরই বলাগড়ের নেতৃত্বের বিরুদ্ধে।যা শাসক দলের অস্বস্তি বাড়ায়। তৃণমূলের হুগলি সাংগঠনিক জেলার চেয়ারপারসন ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্রকে বলাগড় বিদানসভা দেখতে বলে দল। ব্লক সভাপতি ও নেতৃত্বের সঙ্গে বিধায়কের গন্ডোগোলের জন্য বলাগড় ব্লকে কাউকে সভাপতি না করে কোর কমিটি করে দেওয়া হয়। যদিও নিজের পোস্টে সভার সাফল্যের প্রশংসা করে দলের প্রতি আনুগত্য বজায় রাখার বার্তা দিয়েছেন বিধায়ক, তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে ভোটের মুখে দলের কর্মসূচি থেকেই বাদ পড়ে যাওয়া কি ভবিষ্যতের বড় কোনও ইঙ্গিত। বলাগড়ের রাজনীতিতে এই প্রশ্নের উত্তর সময়ই দেবে।
0
comment0
Report
Advertisement
Back to top