Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700124

मतुआ समाज के अनशन और नागरिकता के लिए SIR-CAA पर प्रचार तंत्र गरम

MMManoj Mondal
Nov 16, 2025 14:17:16
Kolkata, West Bengal
একদিকে এসআইআর এর বিরুদ্ধে এবং নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে মমতা বালা ঠাকুরের নেতৃত্বে আমরণ অনশন । অন্যদিকে শান্তনু ঠাকুরের নেতৃত্বে এসআইআর এবং সিএএ তে আবেদন করতে পাল্টা কর্মসূচি। উত্তপ্ত ঠাকুরবাড়ি। মমতা ঠাকুরের নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে বড়মা বীণাপাণি দেবীর ঘরের সামনে আমরণ অনশন চলছে এই অনশন মঞ্চে মমতা ঠাকুর সহ পাগল গোসাই সহ কয়েকজন চিকিৎসারাও এই অনশন মঞ্চে বসেছেন আজ ১২ দিনে পড়লো এই অনশন। মূলত দাবি এস আই আর সরলীকরণ এবং নিঃShর্ত নাগরিকত্ব দিতে হবে উদ্বাস্তু মতুয়াদের। পাল্টা শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া সংঘের পক্ষ থেকে এস আই আর এর পক্ষে এবং সিএএ তে আবেদন করবার জন্য পাল্টা প্রচার সভা হচ্ছে। প্রত্যেক নাগরিককে এস আই আর এর আবেদন এবং যারা নমঃশূদ্র উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ তাদেরকে সিএএ তে আবেদন করবার জন্য প্রচার করা হচ্ছে। এই মুহূর্তে সরগরম ঠাকুরনগর ঠাকুরবাড়ি।
136
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChampak Dutta
Nov 16, 2025 14:45:19
Kaji Chak, West Bengal:*মেদিনীপুরে মোঃ সেলিম* स्कูล সার্ভিস কমিশন जिन्हें बनाते हैं जिनके बारे में शिक्षामন্ত্রী हों वो मुख्यमंत्री हों या तीর্ণমূল कांग्रेस हों, अगर वे दागी हैं तो उन दागों से कैसे उबर पाएंगे? शिक्षा के साथ खींचतान चल रहा है। असंख्य जीवन लेकर खींचतान हो रही है। फिर अदालत में दखलंदाजी करनी होगी, क्या यह अच्छा होगा? हम चाहते हैं कि जल्दी से निष्पक्ष नियुक्ति हो ताकि जो योग्यता रखते हैं वे शिक्षक बन सकें। तभी शिक्षा बच सकती है, वरना स्कूलों में कमी आ जाएगी। जीवन कृष्ण जेली बैठकर भी नौकरी बेचने का धंधा जारी रखे हुए हैं, ऐसी एक ऑडियो वायरल के बारे में कहा गया है। ऐसी एक नेटवर्क बना हुआ है। ममता बनर्जी के नेतृत्व में अभिषेक बनर्जी के नेतृत्व में तृणमूल कांग्रेस ने एक भ्रष्टाचार तंत्र बना लिया है। वहाँ उच्चपदस्थ सरकारी अधिकारी को जोड़ा जा रहा है। ईडी-सीबीआइ इतने सक्षम नहीं हैं कि वे पूरी तरह से जांच करें, वे एक बार घुसते हैं, फिर 6-7 महीने बाद किसी एक को पकड़ते हैं। मध्यप्रदेश में एक बड़ा घोटाला हुआ था, आरएसएस के नेतृत्व में भाजपा सरकार के समय। वहाँ से ममता बनर्जी के प्रशिक्षण लेकर कैसे यह माल/पैदा कर लिया गया, कैसे खनन संसाधन, बालि, कोयला आदि को चुरा कर स्मगलिंग-गैंग को प्रमोट कर नौकरी बेचकर वितरण करना बताया गया। इन्हें आरएसएस के पाठशालाओं से शिक्षा दी गई और उनके लोगों को सिखाया गया। BLओ era के ऊपर दबाव बढ़ाने के बारे में कहा गया, सरकारी कर्मचारियों की नियुक्ति नहीं होने से केंद्र और राज्य सरकार के कारण दफ्तर खाली पड़ रहे हैं। इसलिए शिक्षकों और बैंक कर्मचारियों को इन कामों के लिए भर्ती किया जा रहा है। स्कूल शिक्षा नीचे जा रही है, और अब डेटा एंट्री के काम कराए जा रहे हैं—यह और भी अधिक निकृष्टता है। क्या यह सब लोग स्वीकारते हैं? चुनाव आयोग को सुरक्षित और संरक्षित बनाने की जरूरत है। कल्यान बनर्जी और राज्यपाल के बारे में कहा गया कि वह एक नाटक है। बिहार के वोट प्रतिशत पर बीजेपी पर निशाना भी साधा गया। रविवार शाम पूर्व जिलाध्यक्ष और राज्य सचिव MDS दीपक सरकार की स्मरणसभा मेदिनीपुर शहर के स्पोर्ट्स कॉम्प्लेक्स में हुई। स्मरणसभा में बामफ्रंट चेयरमैन बिमान बनू, सीपीआईएम के राज्य सचिव मो: सलीम, सीपीएम नेता सुर्यकांत मिश्रा आदि ने दीपक सरकार की स्मृति के साथ—क्यों और कैसे पार्टी आगे बढ़ेगी—इसके संदेश दिए। पत्रकारों के समक्ष विविध प्रश्नों के उत्तर भी दिए गए। छवि बाइट 2c में Slug- 1611ZG_WMID_CPM_SELIM_R बाइट 1) মহম্মদ সেলিম (সিপিএমের রাজ্য সম্পাদক)
101
comment0
Report
MMManoj Mondal
Nov 16, 2025 14:32:24
Kolkata, West Bengal:ঠাকুরনগরের আমরণ অনশন মঞ্চে এদিন মতুয়া আন্দোলনকারীদের অনশন তুলে নেওয়ার জন্য বিশেষ আবেদন জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর প্রতিনিধি দল। এই দলে ছিলেন মন্ত্রী শশী পাঁজা, স্নেহাশিস চক্রবর্তী সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাপতি মমতা বালা ঠাকুরের হাতে অভিষেকের বার্তা তুলে দেন তারা। অভিষেকের বার্তায় উল্লেখ করা হয়েছে, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই দীর্ঘমেয়াদি, তাই অসুস্থ হয়ে পড়ে এই লড়াই চালানো সম্ভব নয়। আমরণ অনশন আন্দোলনকে দুর্বল করতে পারে বলেই মতুয়াদের সুস্থ থেকেই প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর কথায়, লড়াই চলবে, কিন্তু সুস্থ থাকার মাধ্যমেই লড়াইকে শক্তিশালী করতে হবে। মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী অভিযোগ করেন, মতুয়া সমাজের ভোটেই বিজেপি সাংসদ-মন্ত্রী হয়েছে। নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই ভোটেই শান্তনু ঠাকুর সাংসদ ও মন্ত্রী হয়েছেন, অথচ এখন তাঁরাই কাগজ চাইছেন। যে শর্ত দেওয়া হয়েছে তা পূরণ করাও সম্ভব নয়। শশী পাঁজা প্রশ্ন তোলেন, বড়মা সেই সময়ে বলেছিলেন, সকল মতুয়াকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। এখন সেই আন্দোলনকে অনৈতিক বলছেন শান্তনু ঠাকুর— এটা নিজেই অনৈতিক। অন্যদিকে, অভিষেকের বার্তা মমতা ঠাকুরের কাছে পৌঁছালেও তিনি জানান, অনশন তুলে নেওয়ার সিদ্ধান্ত এখনই নিচ্ছেন না। সংগঠনের মধ্যে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ১২ দিন ধরে চলা এই অনশনে প্রতিদিন কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছেন, যদিও সময়মতো চিকিৎসা দেওয়া হচ্ছে বলে দাবি সংগঠনের। তবুও এত দীর্ঘ অনশনে দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় অনশন প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। এখন নজর থাকবে- মতুয়া নেতৃত্ব অভিষেকের এই বার্তা কতটা কার্যকর করে এবং অনশন চালিয়ে যাওয়ার বিষয়ে তারা কী সিদ্ধান্ত নেন।
129
comment0
Report
CDChampak Dutta
Nov 16, 2025 14:31:48
Kaji Chak, West Bengal:মেদিনীপুরে মোঃ সেলিম স্কুল সার্ভিস কমিশন যারা তৈরি করছেন যাদেরকে নিয়ে করছে শিক্ষামন্ত্রী হোক সে মুখ্যমন্ত্রী হোক তৃণমূল দল হোক তারা যদি দাগী হয় সেই দাগ থেকে কি উদ্ধার পেতে পারবে।শিক্ষা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। অসংখ্য জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আবার কোর্টকে ইন্টারফেয়ার করতে হবে সেটা কি ভালো হবে। আমরা চাই দ্রুত সুষ্ঠু নিয়োগ করে যারা যোগ্য রয়েছে তারা যাতে শিক্ষকতা করতে পারে। তাহলে শিক্ষা বেঁচে যায়। না হলে স্কুলগুলো উঠে যাচ্ছে। জীবন কৃষ্ণ জেলে বসেও চাকরি বিক্রি চালিয়ে যাচ্ছে এমন একটি অডিও ভাইরাল প্রসঙ্গে বলেন, এটা একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস একটি দুর্নীতি তন্ত্র তৈরি করেছে। সেখানে উচ্চপদস্থ সরকারি আমলাদেরকে যোগ করে নিচ্ছে। ইডি সিবিআই এতটাই অপদার্থ তারা পূর্ণাঙ্গ রূপে তদন্ত না করেই একবার ঢোকাচ্ছে একবার বের করছে। হঠাৎ করে ৬-৭ মাস পরে একজনকে মনে করছেন তার কাছে চলে যাচ্ছেন। মধ্যপ্রদেশে ব্যাপম কাণ্ড ঘটেছিল আরএসএস-এর নেতৃত্বে বিজেপি সরকারের আমলে। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রেনিং নিয়ে এসেছেন কিভাবে এই কাঁচামাল পাচার করতে হয়। কিভাবে খনি সম্পদ বালি পাচার করতে হয় কয়লা পাচার করতে হয়, তার সঙ্গে কিভাবে স্মাগলিং গ্যাং কে প্রমোট করতে হয় এবং চাকরি বিক্রি করে বিলি করতে হয়। এইসব উনি আরএসএস-এর পাঠশালায় শিখেছেন এবং তাদের লোকজনদেরকে শিখিয়েছেন। বিএলওদের উপরে চাপ বাড়ানোর প্রসঙ্গে বলেন, সরকারি কর্মচারীদের নিয়োগ নেই কেন্দ্র এবং রাজ্য সরকারের ফলে অফিসগুলো খা খা করছে। সেই জন্য শিক্ষকদের এবং ব্যাংক কর্মচারীদের কে এসব কাজে নিয়োগ করা হচ্ছে। স্কুল শিক্ষা লাটে উঠে যাচ্ছে। আর এদেরকে দিয়ে এখন ডাটা এন্ট্রির কাজ করানো হচ্ছে এটা আরো অপদার্থতা। এই কাজে কি সবাই সরগড়। সেই ট্রেনিং কি আছে। নির্বাচন কমিশন প্রস্তুতি না নিয়েই নেমেছে। প্রত্যেকদিন একটা করে সমস্যা জানানো হচ্ছে তারপর নতুন করে নির্দেশ আসছে। ওদের আসল উদ্দেশ্য হচ্ছে একদল ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা। গণতন্ত্রের সংকোচন করা। এটা বিএল ওরা বা নির্বাচন কাজে যারা যুক্ত রয়েছেন তারা কোনভাবেই মেনে নেবেন না এবং মেনে নেওয়া উচিত নয়। তাদের নিরাপত্তার ব্যবস্থা এবং সুরক্ষার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে নির্বাচন কমিশন কে. কল্যান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপালের প্রসঙ্গে তিনি বলেন ওটা নাটক হচ্ছে। বিহারের ভোট পার্সেন্টেজ নিয়ে বিজেপিকে একহাত নেন। রবিবার বিকেলে প্রাক্তন জেলার সম্পাদক ও রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য দীপক সরকারের স্মরণসভা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরে স্পোর্টস কমপ্লেক্সে। এই স্মরণ সভায় বক্তব্য রাখেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিম, সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র সহ অন্যান্যরা। বক্তারা সবাই দীপক সরকারের স্মৃতিচারণার পাশাপাশি দল কিভাবে আগামী দিনে কিভাবে এগোবে কিভাবে আবার ঘুরে দাঁড়াতে হবে সেই বার্তাই দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মোঃ সেলিম।
124
comment0
Report
BSBarun Sengupta
Nov 16, 2025 14:17:50
Barrackpur Cantonment, West Bengal:এস এল এস টি নিয়োগ নিয়ে বঞ্চিত শিক্ষক রা আজ উপেন্দ্রনাথ বিশ্বাসের সঙ্গে কথা বলেন। তার বাড়িতে। তারা আবার নিয়োগ সংক্রান্ত যে অভিযোগ রয়েছে বা যাদের চাকরি গেছে তারা যারা পরীক্ষা পর ডাক পায়নি তারাই বা কি করবে এই নিয়ে আলোচনা হয়। এবং তারা আবার কোটের দারস্ত হবেন। এমনটাই তাদের তরফ থেকে জানানো হয়। আলোচনা সদর্থক হয়েছে বলে তাদের দাবি। তারা আন্দোলন আবার নতুন করে শুরু করবেন। এমনটাই তাদের তরফ থেকে বলা হচ্ছে। একদিকে যেমন থাকবে আইনি পথের আন্দোলন অপরদিকে রাস্তায় নেবেও তারা নতুন করে আন্দোলন শুরু করবেন।। উপেন্দ্রনাথ বিশ্বাস এর মতে নিশ্চয়ই আইনের পথে কোন সূরা হবে কারণ যাদের চাকরি আছে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের তো কোন দোষ নেই। আর যে আলোচনা তাদের সঙ্গে হয়েছে তাও সদর্থক কোনো পথ একটা বেরোবে এমনটাই তিনি আশা করেন。
83
comment0
Report
KMKIRAN MANNA
Nov 16, 2025 14:17:39
Dihierench, West Bengal:ওই তথাগত রায় কখনো কখনো হতাশাগ্রস্ত হয়ে এমন অনেক ধরনের কথা বলেন। উনি কামिनी কাঞ্চন নিয়ে বেশি বলতে পারেন উনি সিদ্ধহস্ত। কামিনী কাঞ্চনের চর্চা করতে করতে এখন শুভেন্দুর চর্চায় চলে গেছেন কেন আমি জানিনা। মুখ্যমন্ত্রীর ব্যাপারে শুভেন্দুর মুখ হবে কি হবে না? এটা তার বিজেপির দলের ব্যাপার। স্বাভাবিক নির্বাচন হলে তৃণমূল ও জিতবে না, বিজেপিও জিতবে না。 জীবনকৃষ্ণ জেলে বসে চাকরি বিক্রি করছে, একথা শুভেন্দু অধিকারী বাইরে বলে কি হবে? উনিই তো বাইরে তৃণমূলের চাকরির বিক্রি করেছেন তখন মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন। ওরাই তো তৃণমূলে ছিল। সব চোরে চোরে মাসতুতো ভাই। শুভেন্দু এত যদি কথা বলছেন তাহলে ই ডি, সি বি আই কে বলুন না প্রকৃত তদন্ত করতে। মতুয়া সম্প্রদায় গরিব মানুষের তারাই বেশি করে বিপদে পড়বে। কাগজের-দিতে নাগরিকত্ব কাগজের ভিত্তিতে ভোটাধিকার আসলে গরিব মানুষ মতুয়া সম্প্রদায় আদিবাসী মানুষেরই বেশি করে বিপদে পড়বে। এটা বিজেপির পরিকল্পনা বলে বললেন।
124
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 16, 2025 14:16:32
Howrah, West Bengal:গতকাল শ্রীনগরের নওগাম থানায় বাজেয়াপ্ত বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। আহত হয় ২৭ জন পুলিশ কর্মী। এই ঘটনার প্রেক্ষিতে হাওড়া এবং শিয়ালদা স্টেশনে হাই এলার্ট জারি করা হয়েছে। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ওই দুই স্টেশনএ নিরাপত্তা সংক্রান্ত ১৮ দফা নির্দেশ জারি করেছে। বাতিল করা হয়েছে সমস্ত ছুটি। গত সপ্তাহে দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশন এর কাছে ভয়াবহ বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়। আহত হয় কমপক্ষে ২৫। এই ঘটনার তদন্তে নেমে ফরিদাবাদ থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার করে এনআইএ। সেই বিস্ফোরক রাখা ছিল শ্রীনগরের নওগাও থানায়। পুলিশ বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়। এই ঘটনার প্রেক্ষিতে হাওড়া ও শিয়ালদহ স্টেশনে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়। এক নির্দেশিকায় বলা হয়েছে স্টেশনে আরপিএফ জওয়ানদের সংখ্যা বাড়ানোর পাশাপাশি তাদের কাজের সময় বারো ঘন্টা করা হয়েছে।বুলেট প্রুফ জ্যাকেট পরতে বলা হয়েছে।স্টেশনে ঢোকার মুখে গাড়ি গুলিকে হ্যান্ড মেটাল ডিটেক্টর, পোডার এবং আন্ডার ভেইকেল মিরর দিয়ে নাকা চেকিং করা হচ্ছে। কম গুরুত্বপূর্ণ স্টেশন থেকে আরপিএফ জওয়ানদের এই দুই গুরুত্বপূর্ণ স্টেশনে সরিয়ে আনা হয়েছে। প্রত্যেক জওয়ান কে সশস্ত্র অবস্থায় ডিউটি করতে বলা হয়েছে। প্ল্যাটফর্ম এবং ট্রেনগুলিতে নজরদারির পাশাপাশি যাত্রীদের লাগেজ স্নিফার ডগ দিয়ে পরীক্ষা করা হচ্ছে। এছাড়াও বাছাই না করে যাত্রীদের ব্যাগ হঠাৎ পরীক্ষা করা হচ্ছে। গোয়েন্দাদের সঙ্গে তথ্য আদান-প্রদানের পাশাপাশি রেল পুলিশের সঙ্গে যৌথভাবে নাশকতা বিরোধী তল্লাশিতে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও দুই স্টেশনে সিসিটিভি র মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। যদিও এখনো পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
131
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 16, 2025 14:16:13
Howrah, West Bengal:গতকাল শ্রীনগরের নওগাম থানায় বাজেয়াপ্ত বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। আহত হয় ২৭ জন পুলিশ কর্মী। এই ঘটনার প্রেক্ষিতে হাওড়া এবং শিয়ালদা স্টেশনে হাই এলার্ট জারি করা হয়েছে। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ওই দুই স্টেশনে নিরাপত্তা সংক্রান্ত ১৮ দফা নির্দেশ জারি করেছে। বাতিল করা হয়েছে সমস্ত ছুটি। গত সপ্তাহে দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশন এর কাছে ভয়াবহ বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়। আহত হয় কমপক্ষে ২৫। এই ঘটনার তদন্তে নেমে ফরিদাবাদ থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার করে এনআইএ। সেই বিস্ফোরক রাখা ছিল শ্রীনগরের নওগাও থানায়। পুলিশ বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়। এই ঘটনার প্রেক্ষিতে হাওড়া ও শিয়ালদহ স্টেশনে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়। এক নির্দেশিকায় বলা হয়েছে স্টেশনে আরপিএফ জওয়ানদের সংখ্যা বাড়ানোর পাশাপাশি তাদের কাজের সময় বারো ঘন্টা করা হয়েছে।বুলেট প্রুফ জ্যাকেট পরতে বলা হয়েছে।স্টেশনে ঢোকার মুখে গাড়ি গুলিকে হ্যান্ড মেটাল ডিটেক্টর, পোডার এবং আন্ডার ভেইকেল মিরর দিয়ে নাকা চেকিং করা হচ্ছে। কম গুরুত্বপূর্ণ স্টেশন থেকে আরপিএফ জওয়ানদের এই দুই গুরুত্বপূর্ণ স্টেশনে সরিয়ে আনা হয়েছে। প্রত্যেক জওয়ান কে সশস্ত্র অবস্থায় ডিউটি করতে বলা হয়েছে। প্ল্যাটফর্ম এবং ট্রেনগুলিতে নজরদারির পাশাপাশি যাত্রীদের লাগেজ স্নিফার ডগ দিয়ে পরীক্ষা করা হচ্ছে। এছাড়াও বাছাই না করে যাত্রীদের ব্যাগ হঠাৎ পরীক্ষা করা হচ্ছে। গোয়েন্টাদের সঙ্গে তথ্য আদান-প্রদানের পাশাপাশি রেল পুলিশের সঙ্গে যৌথভাবে নাশকতা বিরোধী তল্লাশিতে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও দুই স্টেশনে সিসিটিভি র মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। যদিও এখনো পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
183
comment0
Report
NRNarayan Roy
Nov 16, 2025 13:04:35
112
comment0
Report
Advertisement
Back to top