Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas743412

बसिरहाट सीमा क्षेत्र से 20 ग्राम हेरोइन समेत अपराधी गिरफ्तार, अदालत भेजा गया

BBBimal Basu
Nov 13, 2025 09:00:44
Basirhat, West Bengal
লক্ষাধিক টাকার হেরোইন সহ এক দুষ্কৃতীকে বসিরহাট সীমান্তবর্তী সংগ্রামপুর থেকে গ্রেফতার করল পুলিস। গোপনসূত্রে অধিকরাতে বসিরহাট থানার পুলিসের কাছে খবর আসে বসিরহাট সীমান্ত এলাকায় সংগ্রামপুর শিবহাটি পঞ্চায়েত দিয়ে দুষ্কৃতীরা মাদক কেনা বেচা করছে। পুলিস সঙ্গে সঙ্গে সেখানে হানা দিলে বাকিরা পালিয়ে গেলেও কুড়ি গ্রাম হেরোইন সহ প্রদীপ দাস নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। পলাতক বাকিদের খোঁজে তল্লাশি চালাছে পুলিস। আজ ধৃত প্রদীপ দাসকে বারাসাত আদালতে পাঠানো হয়। বিমল বসু বসিরহাট
1
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBarun Sengupta
Nov 13, 2025 10:13:48
Barrackpur Cantonment, West Bengal:পানিহাটি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহেন্দ্রনগর স্কুল চত্বরে বসে এস আই আর ফর্ম বিলি করছে উমা বড়ুয়া ও ভাস্কর পাল নামের ২ জন BLO।কুড়ি নম্বর ওয়ার্ডের ১১৫, ১১২ পাটের এস আই আর এর ফর্ম বিলি করছে blo।।যেখানে নির্বাচন কমিশনের নির্দেশ কোনো জায়গায় বসে ফর্ম বিলি করা যাবে না।।প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করতে হবে।।সেই নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এইভাবেই তৃণমূলের এজেন্টদের সঙ্গে নিয়ে বি এল o রা বিভিন্ন জায়গায় বসে ফর্ম বিলি করছে এমনটাই অভিযোগ বিজেপি নেতৃত্বের।।পাশাপাশি বিহারে যেভাবে বিএলওরা নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করে জেলে গিয়েছে।।পশ্চিমবঙ্গেও বিএলওদের এরকম অবস্থা হবে হুঁশিয়ারি বিজেপি নেতা জয় সাহার।।আর সরকারি স্কুলে বসে ফর্ম বিক্রি করার ঘটনায় কোন প্রতিক্রিয়া দিতে চায়নি অভিযুক্ত ২ BLO....
1
comment0
Report
CDChittaranjan Das
Nov 13, 2025 10:13:21
Durgapur, West Bengal:দালাল চক্র রুখতে রাজ্যে প্রথম ‘যাত্রী সাথী' অ্যাপে অ্যাম্বুলেন্স পরিষেবা, পশ্চিম বর্ধমানে। রাজ্য সরকারের নয়া উদ্যোগে খুশি সাধারণ মানুষ সংকটজনক রোগীকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স পেতে মাথায় হাত দিতে হয় রোগীর পরিবারের। মোটা টাকা দাবি করা হয়। दालाल चक्रের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ জমা পড়েছিল। এবার রাজ্য সরকার যাত্রীসাথী অ্যাপে নতুন পরিষেবা শুরু করল। পশ্চিম বর্ধমান থেকে রাজ্যব্যাপী প্রথম চালু হয়েছে রাজ্য সরকারের প্রকল্প ‘যাত্রী সাথী' অ্যাপে অ্যাম্বুলেন্স পরিষেবা। মানুষের দরজায় দ্রুত ও সুলভ মূল্যে পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স। অন্য জায়গায় স্থানান্তর করার ক্ষেত্রেও এক ক্লিকেই হাসপাতালের দরজায় পৌঁছে जाएगा অ্যাম্বুলেন্স। এই লক্ষ্যেই যাত্রী সাথী অ্যাপে জুড়ল এই নয়া পরিষেবা। এখন থেকে ‘যাত্রী সাথী’ অ্যাপে বুক করলেই রোগীর অবস্থান অনুযায়ী দ্রুত পৌঁছে যাবে নিকটতম অ্যাম্বুলেন্স। ভাড়া দিতে হবে সরকারের ধার্য করা ন্যায্য মূল্যে। এতে একদিকে যেমন সাধারণ মানুষের পকেটে চাপ কমবে, অন্যদিকে দালালচক্র বা অতিরিক্ত অর্থ নেওয়ার প্রবণতাও কমবে বলে প্রশাসনের। পশ্চিম বর্ধমান জেলায় এই পরিষেবার সূচনা হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মুখে এখন সন্তোষের হাসি। বৃহস্পতিবার সকাল থেকেই দেখা গেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক আধিকারিকদের তৎপরতা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় প্রথম পর্যায়ে ১৭০ টি অ্যাম্বুলেন্সকে যাত্রি সাথীর আওতায় আনা হয়েছে। দুর্গাপুরেও তৎপরতার সাথে রোগীদের পাশে দাঁড়াচ্ছে পুলিশ আধিকারিকরা। এক রোগীর আত্মীয় তারক নায়ক বলেন, "আমার এক আত্মীয়র অবস্থা সংকটজন। অ্যাম্বুলেন্স ভাড়া করতে মোটা টাকা দাবি করছিল। হঠাৎ আমি 'যাত্রী সাথী' অ্যাপে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে সেই ব্যানার দেখা মাত্রই আমি বুকিং করলাম। অল্প টাকায় অ্যাম্বুলেন্স পেলাম। রাজ্য সরকারের এই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাচ্ছি" আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসপি ট্রাফিক (৩) রাজকুমার মালাকার বলেন, "রাজ্যের মানুষের পাশে রাজ্য প্রশাসন। নয়া এই উদ্যোগে রোগীর পরিবার পরিজনকে আর সমস্যায় পড়তে হবে না। দালাল চক্রের হাত থেকেও রেহাই পাওয়া যাবে। আমরাও সকাল থেকেই তৎপর।"
1
comment0
Report
MMManoj Mondal
Nov 13, 2025 09:50:10
Kolkata, West Bengal:বারাসাত মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের চিকিৎসক দীননাথ কুমার(৩২) কে নাবালিকাকে শ্রীলতাহানির অভিযোগে গ্রেফতার করলো বারাসাত থানার পুলিশ。 হাসপাতাল ও পুলিশ সূত্রে খবর, গতকাল এপেন্ডিক্স অপারেশন করার সময় ওই নাবালিকার প্রাথমিক চিকিৎসা করবার সুযোগে শ্রীলতাহানি করেছে। এরপর এই ঘটনা নাবালিকা তার পরিবারকে জানালে পরিবারের পক্ষ থেকে ওই পিজিটি চিকিৎসক দিননাথ কুমারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। দিননাথ কুমার বিহারের বাসিন্দা বারাসাত মেডিকেল কলেজ এবং হাসপাতালে তৃতীয় বর্ষের ছাত্র। বারাসাত মেডিকেল কলেজের বয়েজ হোস্টেলে থেকেই পড়াশোনা করতেন তিনি। এমনই জানান বারাসাত মেডিকেল কলেজের সুপারিনটেন্ডেন্ট সুব্রত মন্ডল। তিনি আরো বলেন, পুলিশ অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছেন এবং তদন্ত করে দেখছে। গতকাল রাতে গ্রেফতার করা হয় অভিযুক্ত চিকিৎসক দীননাথ কুমার কে। আজ অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ৩৫১(২)/৭৪/৭৬/বিএনএস এবং ৮ পক্সো ধারায় মামলার রুজ করে আদালতে পেশ করা হয়েছে。
1
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 13, 2025 09:49:38
Howrah, West Bengal:ডোমজুড়ের বিএলওদের সরাসরি নিয়ন্ত্রণ করছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ। এই ব্যাপারে বিজেপির পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনে সরাসরি অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কৃষ্ণ ঘোষ। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে জেলার বিভিন্ন জায়গায় বিএলও রা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির কাজ করছেন। এই বিএলও দের বড় অংশ প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা। শ্রীরামপুর সাংগঠনিক জেলার বিজেপি সহ-সভাপতি গোবিন্দ হাজরার অভিযোগ ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বিএলও রা জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষের নির্দেশে কাজ করছেন। তিনি বিএলও দের নিয়ে বিডিও অফিসে একাধিক বৈঠক করেন। সেখানেই নির্দেশ দেন কিভাবে ভুতুড়ে ভোটারদের নাম ভোটার তালিকায় সংযোজন করতে হবে। তিনি আরো দাবী করেন তার কাছে ভোটাররা এসে অভিযোগ করছেন। এরই প্রেক্ষিতে বুধবার তিনি মুখ্য নির্বাচন কমিশনার কে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন কৃষ্ণ ঘোষ। তিনি বলেন নির্বাচন কমিশনের সঙ্গে তার কোন যোগ নেই। বিভিন্ন সার্কেল থেকে শিক্ষক শিক্ষিকাদের বিএলও হিসাবে সরাসরি নিয়োগ করে নির্বাচন কমিশন। এতে তার কোন হাত নেই। বিজেপির কোন সংগঠন নেই তাই হতাশা থেকেই তারা মিথ্যা অভিযোগ করছে.
1
comment0
Report
BMBiswajit Mitra
Nov 13, 2025 09:48:00
Ranaghat, West Bengal:নদিয়ায় SIR এ মৃত্যু পরিবারের সাথে দেখা করতে এলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য নদিয়ার তাহেরপুর থানার কালীনারায়নপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণচকপুর মণ্ডলপাড়ায় এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীর দাবি, SIR প্রকাশের আতঙ্কেই মৃত্যু হয়েছে ৭২ বছর বয়সি শ্যামল কুমার সাহার। তিনি মূলত বাংলাদেশের বাসিন্দা হলেও প্রায় তিন দশক ধরে ভারতে বসবাস করছিলেন ও ফেরিওয়ালার কাজ করতেন। পরিবারের অভিযোগ, নাগরিকত্ব নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় মানসিক চাপে পড়েন তিনি। খাওয়া-দাওয়া বন্ধ করে দেন এবং প্রায়ই মৃত্যুর আশঙ্কা প্রকাশ করতেন। শেষ পর্যন্ত সেই আতঙ্কই তাঁর জীবনের ইতি টানে। শ্যামলবাবুর কাছে ভোটার কার্ড, আধার, প্যান, এমনকি ২০০২ সালের বাড়ির দলিলও ছিল, তবে স্থানীয় অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম না থাকায় SIR-এর আওতায় তিনি সন্দেহভাজন হন। ঘটনার পর তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, জেলা সভাপতি দেবাশীষ গাঙ্গুলীসহ স্থানীয় নেতৃত্ব শ্যামলবাবুর পরিবারের সঙ্গে দেখা করেন। দেবাংশুর বক্তব্য, “এই মৃত্যু নাগরিকত্ব যাচাইয়ের আতঙ্কেরই মর্মান্তিক প্রতিফলন।” এলাকাবাসীর আশঙ্কা, এমন আরও বহু পরিবার একই ভয় নিয়ে দিন কাটাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র শোক ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে।
1
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 13, 2025 09:37:46
Howrah, West Bengal:হাওড়া উর্দু গার্লস হাই স্কুল।এই স্কুলে যাবার রাস্তার ধারে করা হয়েছে ভ্যাট।সেই ভ্যাট উপছে রাস্তায় পড়ছে ময়লা।ছাত্রীরা স্কুলে যেতে না পেরে অবরোধ ছাত্রীদের।অবশেষে টনক নড়ে হাওড়া পুরসভার।গাড়ি পাঠিয়ে পরিষ্কার করা হয় ময়লা।টিচার ও ছাত্রীরা জানিয়েছেন দীর্ঘদিনের সমস্যা।নিয়মিত ময়লা পরিষ্কার হয়না।দুর্গন্ধে ভরে থাকে।ঠিকমতো যাতায়াত করা যায়না।আবর্জনা খেতে গরু মোশ ও কুকুরের অবাধ বিচরণ।বেড়েছে মশা মাছির উপদ্রব।অস্বাস্থ্যকর পরিবেশে পঠন পাঠন ঠিকমতো না হবার অভিযোগ।বর্ষাকালে অবস্থা আরও দুর্বিসহ হয়ে ওঠে।জমা জল ও আবর্জনা মিশে পরিস্থিতি আরো মারাত্মক হয়ে ওঠে।স্কুল কর্তৃপক্ষের কাছে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি।সবাই চাইছেন এই নরক যন্ত্রনা থেকে মুক্তি পেতে।হাওড়া পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে ওই এলাকার জঞ্জাল সাফাই যে সংস্থাকে দেওয়া হয়েছিলো তারা ঠিকমতো কাজ না করায় আগেই তাদের কাজ বন্ধ করে দেওয়া হয়।নতুন সংস্থা কাজ শুরু করেছে।এবার প্রতিদিন স্কুল খোলার আগে জঞ্জাল সাফাই হবে বলে আশ্বাস পুর কর্তৃপক্ষের।
1
comment0
Report
NRNarayan Roy
Nov 13, 2025 09:27:32
Siliguri, West Bengal:জন সংযোগে বিল্পব দেব , একহাত নিলেন রাজগঞ্জের বিডিওকে ওয়েস্ট বেঙ্গল বিজেপি ইলেকশন কো-অর্ডিনেটর বিপ্লব দেব, সকাল থেকেই শিলিগুড়ি জুড়ে জনসংযোগ করছেন । শিলিগুড়ি ২৮ নাম্বার ওয়ার্ডের দলীয় কর্মশালায় যোগ দিয়েছেন সেখানে দলীয় কর্মীদের সাথে সাংগঠনিক বৈঠক সেড়েছেন। পুজো দেন শিলিগুড়ির আনন্দময়ী কালিবাড়িতে। উত্তরের বিভিন্ন শাখা সংগঠন গুলোর সাথেও তার বৈঠকের কথা রয়েছে৷ তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিল্পব সরাসরি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে একহাত নেন। তার সাথে অভিষেকের নিবীড় যোগাযোগ রয়েছে বলে দাবি বিল্পবের। সেই সুবাদেই এত কিছু করার সাহস দেখান বিডিও প্রশান্ত বর্মন। ট্রান্সফারের নির্দেশ আসলেও তিনি বদলি হন না৷ সেখানেই তৃণমূলের ঝান্ডা নিয়ে বসে থাকেন বলে মন্তব্য করেন বিল্পব।
1
comment0
Report
BMBiswajit Mitra
Nov 13, 2025 09:26:59
Ranaghat, West Bengal:*নদিয়ায় SIR এ মৃত্যু পরিবারের সাথে দেখা করতে এলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য* নদিয়ার তাহেরপুর থানার কালীনারায়নপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণচকপুর মণ্ডলপাড়ায় এক মর্মান্তিক ঘটনার মাধ্যমে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীর দাবি, SIR প্রকাশের আতঙ্কেই মৃত্যু হয়েছে ৭২ বছর বয়সি শ্যামল কুমার সাহার। তিনি মূলত বাংলাদেশের বাসিন্দা হলেও প্রায় তিন দশক ধরে ভারতে বসবাস করতেন ও ফেরিওয়ালার কাজ করতেন। পরিবারের অভিযোগ, নাগরিকত্ব নিয়ে সন্দেহ তৈরী হওয়ায় মানসিক চাপের মুখে তিনি খাওয়া-দাওয়া বন্ধ করে দেন এবং মৃত্যুর আশঙ্কা প্রকাশ করতেন। অবশেষে সেই আতঙ্কই তাঁর জীবনের ইতি টানে। শ্যামলবাবুর কাছে ভোটার কার্ড, আধার, প্যান, এমনকি ২০০২ সালের বাড়ির দলিলও ছিল, তবে স্থানীয় অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম না থাকায় SIR-এর আওতায় তিনি সন্দেহভাজন হন। ঘটনার পর তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, জেলা সভাপতি দেবাশীষ গাঙ্গুলীসহ স্থানীয় নেতৃত্ব শ্যামলবাবুর পরিবারের সঙ্গে দেখা করেন। দেবাংশুর বক্তব্য, “এই মৃত্যু নাগরিকত্ব যাচাইয়ের আতঙ্কেরই মর্মান্তিক প্রতিফলন।” এলাকাবাসীর আশঙ্কা, এমন আরও বহু পরিবারের দিনকাল একই ভয় নিয়ে চলছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র শোক ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে।
1
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 13, 2025 09:26:05
Howrah, West Bengal:হাওড়া উর্দু গার্লস হাই স্কুল।এই স্কুলে যাবার রাস্তার ধারে করা হয়েছে ভ্যাট।সেই ভ্যাট উপছে রাস্তায় পড়ছে ময়লা।ছাত্রীরা স্কুলে যেতে না পেরে অবরোধ ছাত্রীদের।অবশেষে টনক নড়ে হাওড়া পুরসভার।গাড়ি পাঠিয়ে পরিষ্কার করা হয় ময়লা।টিচার ও ছাত্রীরা জানান দীর্ঘদিনের সমস্যা।নিয়মিত ময়লা পরিষ্কার হয়না।দুর্গন্ধে ভরে থাকে।ঠিকমতো যাতায়াত করা যায়না।আবর্জনা খেতে গরু মোশ ও কুকুরের অবাধ বিচরণ।বেড়েছে মশা মাছির উপদ্রব।অস্বাস্থ্যকর পরিবেশে পঠন পাঠন ঠিকমতো না হবার অভিযোগ।বর্ষাকালে অবস্থা আরও দুর্বিসহ হয়ে ওঠে।জমা জল ও আবর্জনা মিশে পরিস্থিতি আরো মারাত্মক হয়ে ওঠে।স্কুল কর্তৃপক্ষের কাছে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি।সবাই চাইছেন এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে।হাওড়া পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে ওই এলাকার জঞ্জাল সাফাই যে সংস্থাকে দেওয়া হয়েছিলো তারা ঠিকমতো কাজ না করায় আগেই তাদের কাজ বন্ধ করে দেওয়া হয়।নতুন সংস্থা কাজ শুরু করেছে।এবার প্রতিদিন স্কুল খোলার আগে জঞ্জাল সাফাই হবে বলে আশ্বাস পুর কর্তৃপক্ষের。
1
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 13, 2025 09:25:51
Howrah, West Bengal:হাওড়া উর্দু গার্লস হাই স্কুল এই স্কুলে যাবার রাস্তার ধারে করা হয়েছে ভ্যাট। সেই ভ্যাট উপছে রাস্তায় পড়ছে ময়লা। ছাত্রীরা স্কুলে যেতে না পেরে অবরোধ ছাত্রীদের। অবশেষে টনক নড়ে হাওড়া পুরসভার। গাড়ি পাঠিয়ে পরিষ্কার করা হয় ময়লা। টিচার ও ছাত্রীরা জানান দীর্ঘদিনের সমস্যা। নিয়মিত ময়লা পরিষ্কার হয়না। দুর্গন্ধে ভরে থাকে। ঠিকমতো যাতায়াত করা যায়না। আবর্জনা খেতে গরু মোশ ও কুকুরের অবাধ বিচরণ। বেড়েছে মশা মাছির উপদ্রব। অস্বাস্থ্যকর পরিবেশে পঠন পাঠন ঠিকমতো না হবার অভিযোগ। বর্ষাকালে অবস্থা আরও দুর্বিসহ হয়ে ওঠে। জমা জল ও আবর্জনা মিশে পরিস্থিতি আরো মারাত্মক হয়ে ওঠে। স্কুল কর্তৃপক্ষের কাছে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। সবাই চাইছেন এই নরক যন্ত্রনা থেকে মুক্তি পেতে। হাওড়া পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে ওই এলাকার জঞ্জাল সাফাই যে সংস্থাকে দেওয়া হয়েছিলো তারা ঠিকমতো কাজ না করায় আগেই তাদের কাজ বন্ধ করে দেওয়া হয়। নতুন সংস্থা কাজ শুরু করেছে। এবার প্রতিদিন স্কুল খোলার আগে জঞ্জাল সাফাই হবে বলে আশ্বাস পুর কর্তৃপক্ষের।
1
comment0
Report
BSBidhan Sarkar
Nov 13, 2025 09:24:28
Chinsurah, West Bengal:দুটো বুথের প্রায় দের হাজার ভোটার কারোর নাম নেই শেষ এসআইআর তালিকায়।২০২৫ এর এসআইআর এ নাম থাকবে তো! চিন্তায় গ্রামবাসীরা。 হুগলির বলাগড়ের বাকুলিয়া গ্রাম পঞ্চায়াতের করিন্যা গ্রামের প্রায় কারোরই নাম নেই ২০০২ এর ভোটার তালিকায়। निर्वाचन কমিশন ওই তালিকায় নাম ধরে এসআইআর করতে বলেছে।বিএলও রা বাড়ি বাড়ি ফর্ম বিলি করেছেন।কিন্তু ফর্ম ভরতে গিয়ে দেখা যাচ্ছে গ্রামের কারোর নাম নেই ২০০২ এর তালিকায়。 ওই তালিকায় নাম থাকলে সহজেই এসআইআর এ নাম চলে আসবে বলেছে নির্বাচন কমিশন।যাদের ২০০২ নাম নেই তাদের বাবা মার নাম থাকলেও হবে।কিন্তু গ্রামবাসীদের অনেকের মা বাবার নামও নেই ভোটার তালিকায়।অথচ বাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের করিন্যা গ্রামবাসীরা ভোট দেন।২০০২ সালে যা ছিলো ৫৯ নম্বর বুথ এখন তা হয়েছে ৬৯ ও ৭০ নম্বর।কি হবে কি হবে দুশ্চিন্তায় কথা বলতে বলতে কেঁদে ফেলেন গ্রামবাসী。 যারা ভীন রাজ্যে থাকেন তারা অনলাইনে ফॉर्म ফিলাপ করতে পারছেন না ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং করা নেই বলে,জানান বাকুলিয়া পঞ্চায়েতের প্রধান গনেশ মান্ডি। তাদের দাবী, বছরের পর বছর ধরে এই এলাকায় বসবাস করছেন, সরকারি সমস্ত নথি — আধার, রেশন কার্ড, জমির দলিল, এমনকি ভোটার আইডিও তাঁদের হাতে রয়েছে। তবুও তালিকা থেকে তাঁদের নাম উধাও। এতে অনেকে আশঙ্কা করছেন, ভবিষ্যতে তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন। স্থানীয় পঞ্চায়েতের সদস্যরা জানিয়েছেন, বিষয়টি ইতিমধ্যেই নির্বাচন দপ্তরে জানানো হয়েছে। তবে এখনো কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি। তবে জেলা প্রশাসনের তরফে খতিয়ে দেখা হচ্ছে কেন এত মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে。
1
comment0
Report
STSrikanta Thakur
Nov 13, 2025 09:16:47
Dinajpur, Rangpur Division:আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প শেষ হয়েছে মাসখানেক আগে। যেখানে জেলা জুড়ে বিভিন্ন বুথে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে উন্নয়নে কি কাজ করা যায় সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ হয়েছে। স্থানীয় বাসিন্দারা তাদের দাবি তুলে ধরেছেন এই সমস্ত ক্যাম্পে। মুখ্যমন্ত্রী নির্দেশ মতো সাধারণ মানুষের কাছ থেকে উঠে আসা সমস্ত প্রকল্প কাজ শেষ করতে হবে আগামী ডিসেম্বর মাসের মধ্যে। আর সেই লক্ষ্যেই দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন কাজ শুরু করেছে। বৃহস্পতিবার হিলি পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিনশিরা গ্রাম পঞ্চায়েতের ফজুল্লাপুর সংসদে প্রথম রাস্তা নির্মাণের কাজ শুরু হলো প্রায় ৮০ মিটার এই রাস্তার জন্য বরাদ্দ হয়েছে সাড়ে তিন লাখ টাকা। খোদ জেলাশাসক বালা সুব্রামনিয়ান টি উপস্থিত ছিলেন এই কাজের সূচনা লগ্নে। তিনি জানিয়েছেন সরকারের নির্দেশ মতো আগামী ডিসেম্বর মাসের মধ্যে জেলার সমস্ত বুথেই কাজ সম্পূর্ণ করার চেষ্টা হবে।
1
comment0
Report
Advertisement
Back to top