Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Nadia741201

कल्याणी थाने ने तीन कुख्यात अपराधियों को गिरफ्तार किया; चोरी-छिनतई के बढ़ते केस पर रोक

BMBiswajit Mitra
Dec 22, 2025 09:07:58
Ranaghat, West Bengal
ত্রিন কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল নদียার কল্যানী থানার পুলিশ। কল্যাণী শহরে একের পর এক চুরি এবং ছিনতাইয়ের ঘটনায় মানুষ অতিষ্ঠ হয়েছিল রাতের অন্ধকারে প্রায়সই এই ধরনের ঘটনা ঘটিয়ে চলছিল ওই তিন ব্যক্তি। দীর্ঘদিন ধরে পুলিশ তাদেরকে খুঁজছিল, গোপন সূত্রে খবর পেয়ে বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। ধৃতরা হলেন অজয় সরেন, প্রশান্ত সরকার, প্রমথ সাকসেনা। ধৃতদের আজ কল্যাণী মহাুকমা আদালতে তোলা হবে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PCPrabir Chakraborty
Dec 22, 2025 10:17:46
Kolkata, West Bengal:তৃণমূলের কর্মীসভা নেতাজি ইনডোর স্টেডিয়াম মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা, সোনারপুর উত্তর-দক্ষিণ, হাওড়া, বরাহনগর প্রভৃতি বিধানসভা এলাকার বিএল‌এ-২ নিয়ে বৈঠক এরপর সারা বাংলার বিএল‌‌এ নিয়ে বৈঠক অভিষেক করে নেবে ভার্চুয়াল মানুষের ভোটাধিকার ওয়া কেড়ে নিতে চায়, টোটাল অটোক্র্যাসি চলছে। ৪৬ জন অলরেডি মারা গেছে তারমধ্যে অর্ধেকের বেশি হিন্দুও আছে। আমি বি‌এল‌ও-দের দোষ দিচ্ছি না। কিন্তু কেন্দ্র সরাকারের অনেক বি‌এল‌ও লাগিয়েছে, এটা প্রথম বিজেপি তুমি আমাদের সঙ্গে কোন‌ও কিছু খেলে পারবেনা। তুমি সব এজেন্সিকে দালাল বানিয়েছো তোমরা দুটো দুর্যোধন আর দুঃশাসন যারা জাতির নেতার নাম কেটে দেয় তারা কতটা ভয়ঙ্কর বাংলাকে জব্দ করাচ্ছি, তোমাদের স্তব্ধ করব বিজেপির খোকাবাবু দের আবদার আর‌ও নাকি দেড়/দুই কোটি নাম বাদ দিতে হবে দুই বছরের কাজ, দুই মাসে করতে চাইছে। কলকাতা জেলায় আগে ১০০ টা ওয়ার্ড ছিল, এখন ১৪৪টা ওয়ার্ড। ভ্যানিস কুমার বাবুরা কি একবা‌র‌ও ভেবেছেন, ট্রেনিং দিয়েছিলেন, টোটালটাই আনপ্ল্যানড, বিজেপির কথায় বিজেপির কমিশন। চাইলে আমার গলাটাও কেঁটে দিতে পারেন, কিন্তু আমি মানুষের কথা বলবই তোমাদের ম্যাপিং টাই ভুল, অ্যাবসোলিউটলি রং, টোটালটাই ব্লান্ডার আমার তো বার্থ সার্টিফিকেট নেই, হোম ডেলIVERY। নরেন্দ্র মোদী, অমিত শাহারা বার্থ সার্টিফিকেট দিতে পারেন, ওসব তো লুকিয়ে করিয়ে এনে ডুপ্লিকেট দিচ্ছে। আমরা ফেক বানাব না, বড়দিন আসছে কেক বানাব, সেই কেক খেয়ে তোমাদের হজম করব প্রতিদিন কমিশন নির্দেশ চেঞ্জ করছে, ২২ থেকে ২৪ বার নির্দেশ চেঞ্জ করেছে। ইউ আর দ্য কালপ্রিট তুমি কি জানো হরিদাস, ক্রীতদাস। এরা বন্ডেড লেবার নয়, বন্ডেড ক্রীতদাস বৈধ ভোটারকে হয়রানির মুখে পড়তে হচ্ছে ক'টা লোক এপিক নম্বর দিয়ে খুঁজে বার করতে পারে? ২০০২ এর এপিক নম্বরের সঙ্গে ২০২৫ এর এপিক নম্বরের কোন‌ও মিল নেই বহু ক্ষেত্রে ড্রাফট লিস্টে ৫৪ না ৫৮ লক্ষ বাদ দেওয়ার পরেও বলছে দেড় কোটি বাদ দিতে হবে। খোকাবাবুদের আবদার। সব যেন লাড্ডু! কমিশনের অফিসে বিজেপির একটা এজেন্ট রেখে দিয়েছে। সে অনলাইনে সব নাম বাদ দিয়ে দিচ্ছে বিজেপির কথায়। এমন নির্লজ্জ কমিশন আগে দেখিনি, দেখতেও চাই না。 রাজ্যকে না জানিয়ে রাজ্যের অফিসারদের দিয়ে অবজারভার করছে। আবার মাইক্রো অবজার্ভার নিয়োগ করেছে বিজেপির কথায়। তারা নাকি হিয়ারিং করবে। হিয়ারিং নয়, ওদের একটা ইয়ারিং দিয়ে দিন একটা করে。 অপদার্থ হোম মিনিস্টার। এমন অপদার্থ হোম মিনিস্টার আমি জীবনে দেখি নি। স্বৈরাচারী, দুরাচারি। তিনিই সবটা কন্ট্রোল করছে।প্রধানমন্ত্রী সবটা দেখেন না। দাঙ্গাকারীরার যদি দেশ চালায় তাহলে কী হয় দেখতে পাচ্ছেন। মনরেগার নাম থেকে গান্ধীজির নাম বাদ দিয়ে রাম নাম করেছে। রামের নামে আমার কোন‌ও আপত্তি নেই, কারণ ওটা তো মহাকাব্য। কিন্তু আমরা জানি যখন কেউ মারা যায় তখন আমরা এক কথা বলি আর হিন্দিতে বলা হয় রাম নাম সত্য হ্যায়, এটাকি দেশটাকে রাম নাম সত্য হ্যায় করে দিচ্ছে? এখানে প্রচুর বিহারের মানুষ থাকেন। তারা এইসময় অনেকেই চলে গিয়েছেন। তাদের বলা হয়েছে এখানে নাম তোলা যাবে না, বিহারে নাম থাকলে। আমি বলব বাংলায় থাকতে চাইলে বাংলায় নাম রাখো আর ওখানকার নাম কাটো সিপিএম তখন ক্ষমতায় ছিল তখন প্রচুর মানুষের নাম বাদ দিয়ে দিয়েছিল তৃণমূল করার জন্য হিয়ারিং ভ্যেনু কী হবে এখনও সুস্পষ্ট নির্দেশ আসেনি। নতুন করে নির্দেশ এসেছে মাইক্রো অবজার্ভার হবে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কেন? আমার রাজ্যে ভোট করবে অন্য রাজ্যের লোকেরা? বিজেপির লোকেরা? গুজরাটের লোকেরা? কেন? ইনডোরে মাইক নিয়ে ফের সমস্যা। ক্ষুব্ধ মমতা আজকেও মাইক বিভ্রাট। আগেরদিনও আমি যখন এসেছিলাম(বানিজ্য বৈঠকে) সেদিনও দেখেছিলাম। আজকেও দেখছি। মাইকম্যান আপনারা তো এই কাজের জন্য টাকা পান! এটা সাবোতাজ হচ্ছে নাতো? প্রত্যেকদিন মাইক বিভ্রাট কেন হচ্ছে বাড়ি বাড়ি ঘুরে জানতে হবে তালিকাতে বাদ গেছে এমন ভোটার বাস্তবে আছে কী না, যদি এমন ভোটার খুঁজে পাওয়া যায় তাহলে এমন ভোটারদের ফর্ম ৬ এবং অ্যানেক্সার ৪ ইআরও-দের কাছে জমা দিতে হবে。 যাদের আনম্যাপড করা হয়েছে তারা সবাই হিয়ারিং নোটিশ পেয়েছে কিনা দেখতে হবে। তাদের সবাইকে ২০০২ এর রোলে নাম আছে কিনা অথবা কমিশন নির্ধারিত ১১ টি প্রমাণপত্র হাতের কাছে রাখতে হবে, যাদের এই ১১ টা নেই তারা পার্মানেন্ট এসসি/ওবিসি সার্টিফিকেট পাওয়ার জন্য দ্রুত আবেদন করতে হবে。 লজিক্যাল অসংগতি যাদের ক্ষেত্রে হয়েছে এবং শুনানির নোটিশ পেয়েছে তাদের সহযোগিতা করতে হবে। এই কাজে সাহায্য করবেন বিধায়করা, কাউন্সিলররা। 많은 কাউন্সিলর কাজ করেনা, শুধু পার্টির বদনাম করে, আমি তাদের বদলে ব্লক প্রেসিডেন্ট করে দেব。 যারা ফর্ম ৬ জমা দিচ্ছেন তাদের উপর নজর রাখতে হবে, হাসিমুখে সহযোগিতা করতে হবে。 ফর্ম ৮ এ যারা নাম তুলতে চাইছেন, তাদের বিষয়ে খোঁজ খবর করবেন। যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের বলুন তাদের ভবিষ্যতের দরকারে একবার আসতে। ভোটার জন্য অন্য রাজ্য থেকে যারা আসছেন তাদের উপর নজর রাখতে হবে, বাড়ি টু বাড়ি। বিজেপি আমাদের كثيرة নাম বাদ দিয়েছে। আমাদেরও নজর রাখতে হবে。 বিহারের মাফিয়াদের নিয়ে এসে ডবল ডবল বুলেট কিনে দিয়ে দখল করার জন্য মোটর সাইকেলের আমদানি হচ্ছে! বলছে বহুত রুপিয়া হ্যায়, হাম আনে সে দেগা, যদি আপনার কাছে এত টাকা থাকে তাহলে আপনি দিচ্ছেন না কেন? আমি অনেক নির্বাচন দেখেছি, কিন্তু এমন অপদার্থ নির্বাচন কমিশন আমি আগে দেখিনি。 পাড়ায় পাড়ায় গেস্ট হাউসে কারা এসে উঠছে, খেয়াল রাখুন。 প্রাণ দিয়ে জীবন দিয়ে বিজেপিকে রুখতে হবে। আমি বিশ্বাস করি নেতারা পারবে না, কর্মীরা পারবে। এই লড়াই আমাদের বাচার লড়াই, এ লড়াই আমাদের জিততে হবে। ২৬-এর নির্বাচন বিজেপির বিসর্জন, বিজেপির দালালদের বিসর্জন। মতুয়াদের বলছি বিজেপি আপনাদের মধ্যে টাকা দিয়ে বিভাজন করার চেষ্টা করছে। আপনারা বিশ্বাস করবেন না。 লড়াই করে ওদের ক্লান্ত করে দিতে হবে। কারণ ওরা মাঠে নেমে খেলে না, ওরা থাকে টিভির পর্দায় আর আমরা থাকি মানুষের মধ্যে。 ওরা থাকুক দেওয়ালে, তৃণমূল থাকুক খেয়ালে ওর দিল্লি কেড়ে নেব। বাংলায় আপনারা লড়াই করুন, বাংলায় লড়াই করলে ওর দিল্লি কেড়ে নেব। ওয়েট করো, দেখবে কাল যখন দিল্লিতে ক্ষমতায় থাকবে না তখন কি হয়। যতই করুন SIR, বাংলা আপনার হবে না আর কমিশন ভাবে কী, ভোটার বাদ দিয়ে আমাদের বাদ দেব
0
comment0
Report
BMBiswajit Mitra
Dec 22, 2025 10:16:54
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 22, 2025 10:16:09
Howrah, West Bengal:যেকোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়ে সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। অথচ দীর্ঘদিন তারাই বঞ্চনার শিকার। এরই প্রতিবাদে সিভिल ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের অস্থায়ী কর্মীদের অবস্থান-বিক্ষোভ। আজ নবান্ন থেকে ঢিল ছোড়া দূরত্বে মন্দিরতলা বাস স্ট্যান্ডের কাছে ৫ দিন ব্যাপী অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। উদ্দেশ্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা। তাদের মূল দাবি মাসে ৩০ দিনের কাজ সহ ৬০ বছর বয়স পর্যন্ত চাকরিতে স্থায়ীকরণ করতে হবে। তাদের অভিযোগ বারবার প্রশাসনের সর্বস্তরে জানানো সত্বেও তাদের দাবিদাওয়া মানা হয়নি। যোগ্য হয়েও তারা অধিকার থেকে বঞ্চিত। তাই কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি পাওয়ার পর তারা মন্দিরতলা বাসস্টStandে বিক্ষোভে সামিল হয়েছে। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 22, 2025 10:15:42
Howrah, West Bengal:যেকোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়ে সিভিল ডিফেন্স এবং डिजাস্টার ম্যানেজমেন্ট의 কর্মীরা। অথচ দীর্ঘদিন তারাই বঞ্চনার শিকার। এরই প্রতিবাদে সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের অস্থায়ী কর্মীদের অবস্থান-বিক্ষোভ। আজ নবান্ন থেকে ঢিল ছোড়া দূরত্বে মন্দিরতলা বাস স্ট্যান্ডের কাছে ৫ দিন ব্যাপী অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। উদ্দেশ্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা। তাদের মূল দাবি মাসে ৩০ দিনের কাজ সহ ৬০ বছর বয়স পর্যন্ত চাকরিতে স্থায়ীকরণ করতে হবে। তাদের অভিযোগ বারবার প্রশাসনের সর্বস্তরে জানানো সত্বেও তাদের দাবিদাওয়া মানা হয়নি। যোগ্য হয়েও তারা অধিকার থেকে বঞ্চিত। তাই কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি পাওয়ার পর তারা মন্দিরতলা বাসস্ট্যান্ডে বিক্ষোভে সামিল হয়েছে। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 22, 2025 10:15:24
Howrah, West Bengal:সালকিয়ায় রহস্যজনকভাবে মাঝবয়সী ব্যক্তি খুন。 হাওড়া সালকিয়া কৈবর্ত পাড়ায় ফ্ল্যাটের মধ্যে খুন। সোমবার সকালে ওই ফ্ল্যাট এর মালিককে মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মালিপাঁচঘড়া থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই ব্যক্তিকে খুন করা হয়েছে।ফ্ল্যাটের বাসিন্দার জানিয়েছেন আজ সকাল সাড়ে নটা নাগাদ বন্ধ ফ্ল্যাটের মধ্য থেকে প্রচন্ড চেঁচামাচির শব্দ শোনা যায়। প্রতিবেশীরা দরজা ঠকঠক করে আওয়াজ করতে সব কিছু শান্ত হয়ে যায়।সন্দেহ হওয়ায় মালিপাঁচঘড়া থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা খুলে বছর ৪৮ এর দেবব্রত পালের মৃতদেহ উদ্ধার করে। মৃত দেহটির চোখের নিচে আঘাতের চিহ্ন আছে। যদিও শরীরে বড় ধরনের কোন ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। পরে পুলিশ দেখতে বাথরুমে এবং পাশের ঘরে এলাকার দুই নাবালক রয়েছে। পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে।прতিবেশীরা জানিয়েছেন বছর পাঁচেক আগে দেবব্রত বাবুর স্ত্রী আত্মহত্যা করেন। এরপর তিনি মা এবং নিজের মেয়েকে নিয়ে ফ্ল্যাটে থাকতেন। গতরাতে বৃদ্ধা মা এবং মেয়ে অন্য জায়গায় ছিলেন। তার এক আত্মীয়র সঙ্গে গতরাতে ফ্ল্যাটে ছিলেন। তাকেও পুলিশ জিজ্ঞাসাাবাদ করছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালিপাঁচঘড়া থানার পুলিশ.
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 22, 2025 10:12:56
Dihierench, West Bengal:*অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে "এমপি নিখোঁজ’ পোস্টারে চাঞ্চল্য নন্দীগ্রামে, ত্রিণমূল–বিজেপি তরজা তুঙ্গে* তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ‘নিখোঁজ’ দাবি করে নন্দীগ্রাম জুড়ে একাধিক পোস্টার পড়াকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। দাউদপুর, গোকুলনগর, সোনাচূড়া সহ নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় লাগানো পোস্টারে লেখা— “এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কেউ দেখেছেন? কেউ দেখতে পেলে নন্দীগ্ৰামের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করবেন”। পোস্টারে লাল রঙের ‘মিসিং’ স্ট্যাম্পও ব্যবহার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা শুরু হয়েছে শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে। নন্দীগ্রাম-১ ব্লকের তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গ অভিযোগ করেন, নন্দীগ্রামের মানুষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দিয়ে ভুল করেছেন। তাঁর দাবি, সাধারণ মানুষ বিভিন্ন প্রয়োজনে সাংসদকে পাচ্ছেন না—বিশেষ করে ছাত্রছাত্রীদের শংসাপত্র ও চিকিৎসার জন্য সুপারিশপত্র মিলছে না। অন্যদিকে, বিজেপি নেতা প্রলয় পাল পাল্টা অভিযোগ করে বলেন, তৃণমূল মরে যাওয়া দলকে বাঁচাতে শেষ চেষ্টা করছে। রাতের অন্ধকারে চোরের মতো পোস্টার লাগানো হয়েছে, দিনের বেলায় করার সাহস নেই বলেও কটাক্ষ করেন তিনি। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাকে ঘিরে নন্দীগ্রামের রাজনৈতিক উত্তাপ আরও বজায় রয়েছে।
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 22, 2025 09:36:17
Dihierench, West Bengal:*তমলুক পুরসভায় চেয়ারম্যান পদের বৈধতা নিয়ে তীব্র রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূলের দলীয় নির্দেশে প্রাক্তন পুরপ্রধান দীপেন্দ্রনারায়ণ রায় গত ১১ নভেম্বর পদত্যাগ করার পর থেকেই পুরসভার কাজকর্ম ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ১৮ নভেম্বর ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল খাড়াকে অস্থায়ীভাবে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ, পুর আইন অনুযায়ী অস্থায়ী চেয়ারম্যান নিযুক্ত হলে এক মাসের মধ্যে নতুন চেয়ারম্যান নির্বাচনের জন্য পুরবোর্ডের বৈঠক ডাকার বাধ্যবাধকতা রয়েছে। পাশাপাশি, সেই বৈঠকের জন্য অন্তত সাত দিন আগে কাউন্সিলরদের নোটিস দেওয়ার নিয়ম থাকলেও তা মানা হয়নি বলে দাবি। এই নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে তৃণমূলেরই পুরপ্রতিনিধি তথা বহিষ্কৃত নেতা পার্থসারথি মাইতি এবং বিজেপির দুই কাউন্সিলর কলকাতা হাইকোর্টে পৃথক মামলা দায়ের করেছেন। পার্থসারথি মাইতির অভিযোগ, গত এক মাসে যে সব বোর্ড মিটিং ডাকা হয়েছে, সেখানে নির্দিষ্ট এজেন্ডা ছিল না এবং নতুন চেয়ারম্যান নির্বাচনের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। অন্যদিকে বিজেপির অভিযোগ, নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও অবৈধভাবে চেয়ারম্যান পদ আঁকড়ে রয়েছেন চঞ্চল খাঁড়া। যদিও নিজের অবস্থান স্পষ্ট করে দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান চঞ্চল খাড়া জানান, তিনি তৃণমূল কংগ্রেসের নির্দেশ মেনেই পুরসভার দায়িত্ব পালন করছেন এবং দল চাইলে তিনি দায়িত্ব ছেড়ে দিতে প্রস্তুত। মামলার শুনানিকে ঘিরে তমলুক পুরসভা ও স্থানীয় রাজনীতিতে উত্তেজনা আরও বেড়েছে।
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 22, 2025 09:16:01
Durgapur, West Bengal:*সরকারি জমি দখল করে বসানো হচ্ছিল মূর্তি। পুলিশ বাধা দিতেই আঙ্গুল উঁচিয়ে পুলিশকে হুঁশিয়ারি বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপाध্যায়ের। এটাই তো হচ্ছে বিজেপির কালচার কটাক্ষে তৃণমূল। উত্তেজনা এলাকায় ।* ২৫ ডিসেম্বর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন এবং তুলসী পূজন দিবস পালন করবে বিজেপি। সেই উপলক্ষে রাজবাঁধে অটল বিহারী বাজপেয়ীর মূর্তি বসানোর কাজ চলছিল। তখনই পুলিশ সেই কাজ আটকে দেয় বলে অভিযোগ বিজেপির । পুলিশের দাবি, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের জমিতে নির্মাণ কার্য হচ্ছে। সেই অভিযোগ থানায় জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেয় পুলিশ। বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, "ভারতরত্ন প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মূর্তি বসানোর কাজ চলছিল। পুলিশ সেই কাজ আটকে দেয়। ছাই এর গাড়ি এসেছিল কাজের জন্য তখনই সেই গাড়ি পুলিশ আটক করে নিয়ে চলে যায়। বলছে এখানে কাজ করতে দেওয়া হবে না। ২০২১ বিধানসভা নির্বাচনের পর আমাদের দলীয় কার্যালয় ভেঙে দেয় তৃণমূলের দুষ্কৃতীরা। বর্তমানে সেই জায়গাতেই এই মূর্তি বসানোর কাজ চলছিল। আমাদের কাজ কেন আটকানো হল তার জবাব দিতে হবে, না হলে আমরা আন্দোলন শুরু করব।" পাল্টা কটাক্ষ করে ব্লক তৃণমূলের সভাপতি নবকুমার সামন্ত বলেন,"সরকারি জমি দখল করে মূর্তি বসানোর কাজ করছিল। সেই জন্যই পুলিশ কাজ আটকেেছে। কিন্তু নিজেরাই নিয়ম ভেঙে পুলিশের উপর আঙ্গুল উঁচিয়ে কথা বলছে বিজেপির নেতা। হুমকিও দিচ্ছেন তারা। এইটা তো ঠিক নয়। আইন মানে না বিজেপি আবার বড় বড় কথা বলে।" কাঁকসারের দায়িত্বপ্রাপ্ত এসিপি রাজকুমার মালাকার বলেন,"পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন নিগমের কাছ থেকে একটি অভিযোগ এসেছিল। তাদের জমিতে অবৈধভাবে নির্মাণ কার্য করা হচ্ছে বলে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি।*
0
comment0
Report
STSrikanta Thakur
Dec 22, 2025 09:06:21
Dinajpur, Rangpur Division:বালুরঘাটে সংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উদ্যোগে সাংসদ ক্রীড়া মহোৎসব শীর্ষক অনূর্ধ্ব ১৭ বালক বালিকা বিভাগের বিভিন্ন রকমের আউটডোর খেলার প্রতিযোগিতায় শুরু হলো বালুরঘাট টাউন ক্লাব মাঠে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রতিবছরই সাংসদের উদ্যোগে এই ধরনের খেলার প্রতিযোগিতার আয়োজন হয় জেলায় এবং বছরে দুবার করে এই ধরনের অনুষ্ঠান করে থাকে তার অফিস এর আগে ফুটবল প্রতিযোগিতা হয়েছে এবার ফুটবল সহ আরো বিভিন্ন ধরনের প্রতিযোগিতা রয়েছে তবে অনূর্ধ্ব 17 কিশোর কিশোরীরা এখানে অংশগ্রহণ করতে পারবে। খেলার উদ্বোধনের পর সুকান্ত মজুমদার রাজ্য ও দেশের বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বিভিন্ন বিষয়ে মন্তব্য করেছেন।
0
comment0
Report
PDPradyut Das
Dec 22, 2025 08:16:51
Jalpaiguri, West Bengal:বিজেপি করার অপরাধে স্ট্যান্ডে টোটো দাঁড় করানোয় বাধা দেওয়ার অভিযোগ। আর এনিয়ে টোটো স্ট্যান্ডে রাজনৈতিক কাজিয়া তুঙ্গে! জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে বিজেপি–তৃণমূল সমর্থিত টোটো চালকদের তুমুল বচসা টোটো দাঁড় করানোকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল ধূপগুড়ি শহরের নেতাজী সুভাষ রোডের টোটো স্ট্যান্ড। বিজেপি ও তৃণমূল সমর্থিত টোটো চালকদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি, যা দ্রুতই রাজনৈতিক রং নেয়। পরিস্থিতি সামলাতে এসে ঝামেলায় জড়িয়ে পড়েন বিজেপির নেতারাও। জানা গিয়েছে, মাত্র কয়েকদিন আগেই প্রায় ২৫০ জন টোটো চালক বিজেপিতে যোগ দেন। পরে তাঁদের একাংশ ফের তৃণমূলে ফিরে আসেন। বিজেপিতে যোগদানকারী টোটো চালকরা স্ট্যান্ডে আসতেই বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। দাবি, বিজেপিতে যোগ দেওয়ার কারণেই তাঁদের টোটো দাঁড় করাতে দেওয়া হচ্ছে না। প্রতিবাদে বিজেপি সমর্থিত টোটো চালকরা রাস্তায় শুয়ে পড়ে অবরোধে বসেন। অন্যদিকে তৃণমূল সমর্থিত টোটো চালকদের পাল্টা দাবি, আগে যিনি টোটো স্ট্যান্ডের সম্পাদক ছিলেন, তিনি বিজেপিতে যোগ দিয়ে নিয়ম বদলাতে চাইছেন। তাঁর তৈরি করা নিয়ম অনুযায়ী অন্য সংগঠনের কেউ এখানে টোটো দাঁড় করাতে পারবে না। সেই নিয়ম ভাঙতেই ঝামেলা বাধাচ্ছেন তিনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপির টাউন মন্ডল সভাপতি পাপাই বসাক ও বিধানসভার কনভেনর চন্দন দত্ত। অভিযোগ, কনভেনরের কুরুচিকর মন্তব্য ঘিরেই আরও উত্তেজনা ছড়ায় এবং দু’পক্ষের মধ্যে ফের বিবাদ বেঁধে যায়। শেষ পর্যন্ত রাস্তা অবরোধ ও অশান্তির খবর পেয়ে ধূপগুড়ি থানার আইসি-সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়ে দুই পক্ষের টোটো চালকদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনার জন্য উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে দোষারোপ করেছে। সামনে ২০২৬ বিধানসভা ভোট। এরই মাঝে বিজেপি এবং তৃণমূলের কাজিয়া। আর এই ঘটনায় ধূপগুড়িতে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে.
0
comment0
Report
Advertisement
Back to top