Back
तृणमूल के नेता ने आयोग पर पक्षपात के आरोप, मतदान प्रक्रिया पर सवाल
PCPrabir Chakraborty
Dec 22, 2025 10:17:46
Kolkata, West Bengal
তৃণমূলের কর্মীসভা
নেতাজি ইনডোর স্টেডিয়াম
মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা, সোনারপুর উত্তর-দক্ষিণ, হাওড়া, বরাহনগর প্রভৃতি বিধানসভা এলাকার বিএলএ-২ নিয়ে বৈঠক
এরপর সারা বাংলার বিএলএ নিয়ে বৈঠক অভিষেক করে নেবে ভার্চুয়াল
মানুষের ভোটাধিকার ওয়া কেড়ে নিতে চায়, টোটাল অটোক্র্যাসি চলছে। ৪৬ জন অলরেডি মারা গেছে তারমধ্যে অর্ধেকের বেশি হিন্দুও আছে।
আমি বিএলও-দের দোষ দিচ্ছি না। কিন্তু কেন্দ্র সরাকারের অনেক বিএলও লাগিয়েছে, এটা প্রথম
বিজেপি তুমি আমাদের সঙ্গে কোনও কিছু খেলে পারবেনা।
তুমি সব এজেন্সিকে দালাল বানিয়েছো
তোমরা দুটো দুর্যোধন আর দুঃশাসন
যারা জাতির নেতার নাম কেটে দেয় তারা কতটা ভয়ঙ্কর
বাংলাকে জব্দ করাচ্ছি, তোমাদের স্তব্ধ করব
বিজেপির খোকাবাবু দের আবদার আরও নাকি দেড়/দুই কোটি নাম বাদ দিতে হবে
দুই বছরের কাজ, দুই মাসে করতে চাইছে।
কলকাতা জেলায় আগে ১০০ টা ওয়ার্ড ছিল, এখন ১৪৪টা ওয়ার্ড। ভ্যানিস কুমার বাবুরা কি একবারও ভেবেছেন, ট্রেনিং দিয়েছিলেন, টোটালটাই আনপ্ল্যানড, বিজেপির কথায় বিজেপির কমিশন। চাইলে আমার গলাটাও কেঁটে দিতে পারেন, কিন্তু আমি মানুষের কথা বলবই
তোমাদের ম্যাপিং টাই ভুল, অ্যাবসোলিউটলি রং, টোটালটাই ব্লান্ডার
আমার তো বার্থ সার্টিফিকেট নেই, হোম ডেলIVERY। নরেন্দ্র মোদী, অমিত শাহারা বার্থ সার্টিফিকেট দিতে পারেন, ওসব তো লুকিয়ে করিয়ে এনে ডুপ্লিকেট দিচ্ছে। আমরা ফেক বানাব না, বড়দিন আসছে কেক বানাব, সেই কেক খেয়ে তোমাদের হজম করব
প্রতিদিন কমিশন নির্দেশ চেঞ্জ করছে, ২২ থেকে ২৪ বার নির্দেশ চেঞ্জ করেছে। ইউ আর দ্য কালপ্রিট
তুমি কি জানো হরিদাস, ক্রীতদাস। এরা বন্ডেড লেবার নয়, বন্ডেড ক্রীতদাস
বৈধ ভোটারকে হয়রানির মুখে পড়তে হচ্ছে
ক'টা লোক এপিক নম্বর দিয়ে খুঁজে বার করতে পারে? ২০০২ এর এপিক নম্বরের সঙ্গে ২০২৫ এর এপিক নম্বরের কোনও মিল নেই বহু ক্ষেত্রে
ড্রাফট লিস্টে ৫৪ না ৫৮ লক্ষ বাদ দেওয়ার পরেও বলছে দেড় কোটি বাদ দিতে হবে। খোকাবাবুদের আবদার। সব যেন লাড্ডু!
কমিশনের অফিসে বিজেপির একটা এজেন্ট রেখে দিয়েছে। সে অনলাইনে সব নাম বাদ দিয়ে দিচ্ছে বিজেপির কথায়। এমন নির্লজ্জ কমিশন আগে দেখিনি, দেখতেও চাই না。
রাজ্যকে না জানিয়ে রাজ্যের অফিসারদের দিয়ে অবজারভার করছে। আবার মাইক্রো অবজার্ভার নিয়োগ করেছে বিজেপির কথায়। তারা নাকি হিয়ারিং করবে। হিয়ারিং নয়, ওদের একটা ইয়ারিং দিয়ে দিন একটা করে。
অপদার্থ হোম মিনিস্টার। এমন অপদার্থ হোম মিনিস্টার আমি জীবনে দেখি নি। স্বৈরাচারী, দুরাচারি।
তিনিই সবটা কন্ট্রোল করছে।প্রধানমন্ত্রী সবটা দেখেন না। দাঙ্গাকারীরার যদি দেশ চালায় তাহলে কী হয় দেখতে পাচ্ছেন। মনরেগার নাম থেকে গান্ধীজির নাম বাদ দিয়ে রাম নাম করেছে। রামের নামে আমার কোনও আপত্তি নেই, কারণ ওটা তো মহাকাব্য। কিন্তু আমরা জানি যখন কেউ মারা যায় তখন আমরা এক কথা বলি আর হিন্দিতে বলা হয় রাম নাম সত্য হ্যায়, এটাকি দেশটাকে রাম নাম সত্য হ্যায় করে দিচ্ছে?
এখানে প্রচুর বিহারের মানুষ থাকেন। তারা এইসময় অনেকেই চলে গিয়েছেন। তাদের বলা হয়েছে এখানে নাম তোলা যাবে না, বিহারে নাম থাকলে। আমি বলব বাংলায় থাকতে চাইলে বাংলায় নাম রাখো আর ওখানকার নাম কাটো
সিপিএম তখন ক্ষমতায় ছিল তখন প্রচুর মানুষের নাম বাদ দিয়ে দিয়েছিল তৃণমূল করার জন্য
হিয়ারিং ভ্যেনু কী হবে এখনও সুস্পষ্ট নির্দেশ আসেনি। নতুন করে নির্দেশ এসেছে মাইক্রো অবজার্ভার হবে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কেন? আমার রাজ্যে ভোট করবে অন্য রাজ্যের লোকেরা? বিজেপির লোকেরা? গুজরাটের লোকেরা? কেন?
ইনডোরে মাইক নিয়ে ফের সমস্যা। ক্ষুব্ধ মমতা
আজকেও মাইক বিভ্রাট। আগেরদিনও আমি যখন এসেছিলাম(বানিজ্য বৈঠকে) সেদিনও দেখেছিলাম। আজকেও দেখছি। মাইকম্যান আপনারা তো এই কাজের জন্য টাকা পান! এটা সাবোতাজ হচ্ছে নাতো? প্রত্যেকদিন মাইক বিভ্রাট কেন হচ্ছে
বাড়ি বাড়ি ঘুরে জানতে হবে তালিকাতে বাদ গেছে এমন ভোটার বাস্তবে আছে কী না, যদি এমন ভোটার খুঁজে পাওয়া যায় তাহলে এমন ভোটারদের ফর্ম ৬ এবং অ্যানেক্সার ৪ ইআরও-দের কাছে জমা দিতে হবে。
যাদের আনম্যাপড করা হয়েছে তারা সবাই হিয়ারিং নোটিশ পেয়েছে কিনা দেখতে হবে। তাদের সবাইকে ২০০২ এর রোলে নাম আছে কিনা অথবা কমিশন নির্ধারিত ১১ টি প্রমাণপত্র হাতের কাছে রাখতে হবে, যাদের এই ১১ টা নেই তারা পার্মানেন্ট এসসি/ওবিসি সার্টিফিকেট পাওয়ার জন্য দ্রুত আবেদন করতে হবে。
লজিক্যাল অসংগতি যাদের ক্ষেত্রে হয়েছে এবং শুনানির নোটিশ পেয়েছে তাদের সহযোগিতা করতে হবে। এই কাজে সাহায্য করবেন বিধায়করা, কাউন্সিলররা। 많은 কাউন্সিলর কাজ করেনা, শুধু পার্টির বদনাম করে, আমি তাদের বদলে ব্লক প্রেসিডেন্ট করে দেব。
যারা ফর্ম ৬ জমা দিচ্ছেন তাদের উপর নজর রাখতে হবে, হাসিমুখে সহযোগিতা করতে হবে。
ফর্ম ৮ এ যারা নাম তুলতে চাইছেন, তাদের বিষয়ে খোঁজ খবর করবেন। যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের বলুন তাদের ভবিষ্যতের দরকারে একবার আসতে। ভোটার জন্য অন্য রাজ্য থেকে যারা আসছেন তাদের উপর নজর রাখতে হবে, বাড়ি টু বাড়ি। বিজেপি আমাদের كثيرة নাম বাদ দিয়েছে। আমাদেরও নজর রাখতে হবে。
বিহারের মাফিয়াদের নিয়ে এসে ডবল ডবল বুলেট কিনে দিয়ে দখল করার জন্য মোটর সাইকেলের আমদানি হচ্ছে!
বলছে বহুত রুপিয়া হ্যায়, হাম আনে সে দেগা, যদি আপনার কাছে এত টাকা থাকে তাহলে আপনি দিচ্ছেন না কেন?
আমি অনেক নির্বাচন দেখেছি, কিন্তু এমন অপদার্থ নির্বাচন কমিশন আমি আগে দেখিনি。
পাড়ায় পাড়ায় গেস্ট হাউসে কারা এসে উঠছে, খেয়াল রাখুন。
প্রাণ দিয়ে জীবন দিয়ে বিজেপিকে রুখতে হবে। আমি বিশ্বাস করি নেতারা পারবে না, কর্মীরা পারবে। এই লড়াই আমাদের বাচার লড়াই, এ লড়াই আমাদের জিততে হবে। ২৬-এর নির্বাচন বিজেপির বিসর্জন, বিজেপির দালালদের বিসর্জন।
মতুয়াদের বলছি বিজেপি আপনাদের মধ্যে টাকা দিয়ে বিভাজন করার চেষ্টা করছে। আপনারা বিশ্বাস করবেন না。
লড়াই করে ওদের ক্লান্ত করে দিতে হবে। কারণ ওরা মাঠে নেমে খেলে না, ওরা থাকে টিভির পর্দায় আর আমরা থাকি মানুষের মধ্যে。
ওরা থাকুক দেওয়ালে, তৃণমূল থাকুক খেয়ালে
ওর দিল্লি কেড়ে নেব। বাংলায় আপনারা লড়াই করুন, বাংলায় লড়াই করলে ওর দিল্লি কেড়ে নেব। ওয়েট করো, দেখবে কাল যখন দিল্লিতে ক্ষমতায় থাকবে না তখন কি হয়। যতই করুন SIR, বাংলা আপনার হবে না আর
কমিশন ভাবে কী, ভোটার বাদ দিয়ে আমাদের বাদ দেব
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
ANArnabangshu Neogi
FollowDec 22, 2025 11:37:280
Report
MMManoranjan Mishra
FollowDec 22, 2025 11:36:140
Report
NRNarayan Roy
FollowDec 22, 2025 11:35:530
Report
ASAyan Sharma
FollowDec 22, 2025 10:49:080
Report
DBDebanjan Bandyopadhyay
FollowDec 22, 2025 10:48:560
Report
DGDebabrata Ghosh
FollowDec 22, 2025 10:47:370
Report
SPSANDIP PRAMANIK
FollowDec 22, 2025 10:47:070
Report
SPSANDIP PRAMANIK
FollowDec 22, 2025 10:46:450
Report
ASAyan Sharma
FollowDec 22, 2025 10:17:580
Report
BMBiswajit Mitra
FollowDec 22, 2025 10:16:540
Report
DGDebabrata Ghosh
FollowDec 22, 2025 10:16:090
Report
DGDebabrata Ghosh
FollowDec 22, 2025 10:15:420
Report
DGDebabrata Ghosh
FollowDec 22, 2025 10:15:240
Report
BSBidhan Sarkar
FollowDec 22, 2025 10:13:330
Report