Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101

कोलकाता में 60 वर्ष तक स्थायिकीकरण की मांग पर 5 दिन का प्रदर्शन

DGDebabrata Ghosh
Dec 22, 2025 10:15:42
Howrah, West Bengal
যেকোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়ে সিভিল ডিফেন্স এবং डिजাস্টার ম্যানেজমেন্ট의 কর্মীরা। অথচ দীর্ঘদিন তারাই বঞ্চনার শিকার। এরই প্রতিবাদে সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের অস্থায়ী কর্মীদের অবস্থান-বিক্ষোভ। আজ নবান্ন থেকে ঢিল ছোড়া দূরত্বে মন্দিরতলা বাস স্ট্যান্ডের কাছে ৫ দিন ব্যাপী অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। উদ্দেশ্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা। তাদের মূল দাবি মাসে ৩০ দিনের কাজ সহ ৬০ বছর বয়স পর্যন্ত চাকরিতে স্থায়ীকরণ করতে হবে। তাদের অভিযোগ বারবার প্রশাসনের সর্বস্তরে জানানো সত্বেও তাদের দাবিদাওয়া মানা হয়নি। যোগ্য হয়েও তারা অধিকার থেকে বঞ্চিত। তাই কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি পাওয়ার পর তারা মন্দিরতলা বাসস্ট্যান্ডে বিক্ষোভে সামিল হয়েছে। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ANArnabangshu Neogi
Dec 22, 2025 11:37:28
Kolkata, West Bengal:আমরা টিকিট বিক্রি করিনি। টাকার উদ্ধারের কাজও আমাদের নয়। - সওয়াল রাজ্যের। আমরা রিকভারি এজেন্ট নই। - সওয়াল রাজ্যের。 আদালত নির্দেশ দিলে অন্য কথা। - সওয়াল রাজ্যের。 কার জমিতে মেসির মূর্তি ? ব্যক্তিগত নাকি সরকারি ? - প্রশ্ন আদালতের। ব্যক্তিগত ইচ্ছায় কি সরকারি জমিতে মূর্তি বসানো যায় ? - প্রশ্ন আদালতের। অরূপ বিশ্বাস ছাড়া আর কাউকে সনাক্ত করতে পেরেছেন মামলাকারিরা ? - সওয়াল রাজ্যের। মেসির সঙ্গে ছবি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেরও আছে। - সওয়াল রাজ্যের। মাঠে কি করে বেশি লোক সেটা আমরা বলতে পারব না, গেটের দ্বায়িত্ব পুলিশের ছিল। - সওয়াল শতদ্রু দত্তর আইনজীবীর。 pুলিশও মেসির সঙ্গে ছবি তুলতে গেছিল। সওয়াল শতদ্রু দত্তর আইনজীবীর। মেসিকে অগ্রিম হিসাবে ৬০-৬৫ কোটি টাকা দেওয়া হয়েছিল। তখন টিকিটও বিক্রি হয়নি। তাহলে অগ্রিম এই টাকা কে দিল ? - প্রশ্ন শুভেন্দু অধিকারীর আইনজীবীর。 কারা এই অনুষ্ঠানের স্পонсর ছিল ? সেই কোম্পানিতে কারা কারা যুক্ত আছেন ? কারা এই কোম্পানির বর্তমান এবং প্রাক্তন ডিরেক্টর ? - প্রশ্ন শুভেন্দু অধিকারীর আইনজীবীর। ইস্টবেঙ্গল - মোহনবাগান - মহামেডান ছাড়া অন্য একটি ক্লাবকে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। এই ক্লাবের সঙ্গে মুখ্যমন্ত্রীর পরিবারের একজন সদস্য প্রত্যক্ষ ভাবে যুক্ত। - সওয়াল শুভেন্দু অধিকারীর আইনজীবীর। একটি চ্যারিটি ম্যাচ হওয়ার কথা ছিল। সেই টাকা কোথায় যেত ? - প্রশ্ন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের। ইডি বা SFIO কে দিয়ে তদন্ত হোক। - সওয়াল আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের। যে কমিটি মুখ্যমন্ত্রী গড়েছেন সেটা কোনো বিচারবিভাগীয় কমিটি বা কমিশন নয়। এটা একটা প্রশাসনিক কমিটি। - সওয়াল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর। ঘটনা দুর্ভাগ্যজনক। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর ক্ষমা চেয়েছে। রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর এই ভূমিকা দেখতে পাবেন না। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 ৬ ই নভেম্বর অনুষ্ঠানের অনুমতি চাওয়া হয়। ৭ই নভেম্বর অনুমতি দেয় পুলিশ। - দাবি রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 পুলিশ আয়োজকদের কাছ থেকে বিস্তারিত তথ্য চায়। লিখিত কিছু তথ্য দেওয়া হয়নি। পরে মৌখিকভাবে জানানো হয়। বলা হয় যে শাহরুখ খান, লিয়েন্ডার পেজ, সৌরভ গাঙ্গুলি সহ অন্যান্যরা আসবেন।- সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 জলের বোতল নিয়ে যাওয়ার কোনো অনুমতি পুলিশ দিয়নি। কি করে জলের বোতল মাঠে পৌঁছাল সেটা তদন্ত করে দেখা হচ্ছে। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 মেসিকে আয়োজকরা নিয়ে এসেছিলেন। আমাদের পুলিশ এবং নিরাপত্তা আধিকারিকরা সঙ্গে ছিলেন। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 হোটেলের ভিতরের অনুষ্ঠান ১:৩০ ঘণ্টা চলেছিল। এটা একেবারেই প্রাইভেট অনুষ্ঠান ছিল। কোনো সরকারি অনুষ্ঠান নয়। সেখানে বহু লোক গেছেন। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 মেসিকে গোটা ভারতে Z - Category নিরাপত্তা দিয়েছিল কেন্দ্র। তার নিরাপত্তার দ্বায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কতজন CISF আধিকারিক থাকবেন সেটাও আমাদের জানানো হয়নি।কিভাবে CISF রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় সাধন করবেন সেটাও জানানো হয়নি। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 অনুষ্ঠানের জন্য পুলিশের কাছে ৪০০ টি Pass চেয়েছিল শতদ্রু দত্তর টিম। সেটা দেওয়া হয়েছিল। এর মধ্যে ২৭ টি Close Proximity Pass ( CP Pass) দেওয়া হয়েছিল। ৩৭৩ টি ছিল Duty Pass। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 লাল্টু দাস আরো ১২টি Close Proximity pass চেয়েছিল। এগুলি শাহরুখ খানের নামে নেওয়া হয়েছিল।- সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 সোশ্যাল মিডিয়া মনিটরিং সেলের জন্য ৬ টা CP Pass দেওয়া হয়েছিল। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 ২৫ টি CP Pass উচ্চপদস্থ পুলিশ কর্তাদের জন্য ছিল। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 ১২ টি CP Pass রাজ্য আইবি আধিকারিকদের দেওয়া হয়েছিল। সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 মোট ৮২ টি CP Pass দেওয়া হয়েছিল। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 আপনারা কি নিজেরা খতিয়ে দেখে CP Pass দিয়েছিলেন ? নাকি আয়োজকরা যা চেয়েছে সেটা দিয়েছেন ? - প্রশ্ন বিচারপতি পার্থসারথী সেনের। ১২ তারিখ এগুলো চাওয়া হয়েছে। সবটা দেখতে হলে অনুষ্ঠান বন্ধ করে দিতে হতো। তার প্রতিক্রিয়া আরো খারাপ হতো। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 সকাল ১১:২০ তে মাঠে আসার সময় নির্ধারিত ছিল, তার দুপুর ১:০৫ পর্যন্ত থাকার কথা ছিল। মুখ্যমন্ত্রীর আসার কথা ছিল দুপুর ১২:৩৫ মিনিটে। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 তদন্ত কমিশনের রিপোর্ট আসলে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তাই আজকে আমি বলতে পারব না যে কার দোষ ছিল আর কার দোষ ছিল না। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিয়েছ কমিশন। ডিজি কে শোকজ করা হয়েছে। কাউকে আড়াল করার চেষ্টা করা হলে কেন ডিজি কে শোকজ করা হবে ? - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 CP মুকেশ কুমারকে শোকজ করা হয়েছে। DCP অনীশ সরকারকে সাসপেন্ড করা হয়েছে। একধিক প্রশাসনিক কর্তার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 পুলিশের বিরুদ্ধে পুলিশ তদন্ত করতে পারবে না এটা কোথায় বলা আছে ? কোনো আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ বার কাউন্সিল কেন তদন্ত করবে ? সেখানেও তো আইনজীবী থাকেন। কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ উঠলে কেন বিচারপতিরা তদন্ত করবেন ? ফলে এই যুক্তি গ্রহণযোগ্য নয়। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 ক্রীড়ামন্ত্রী ছাড়া আর কাউকে সনাক্ত করতে পেরেছেন মামলাকারীরা? - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 মাঠের ভিতরের ঘটনায় যে FIR হয়েছে তার তদন্ত এই চার সদস্যের পুলিশ টিম করছে। কিন্তু তার পরে যে অভিযোগ মামলাকারীরা করছেন তার তদন্ত কে করছেন ? সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 পরের ঘটনার যে অভিযোগ করা হচ্ছে সেগুলি অত্যন্ত অস্পষ্ট। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 সরকার কোনো টিকিট বিক্রি করেনি। টিকিট বিক্রি করেছে আয়োজকরা। টিকিটের দাম কত হবে সেটা সরকার ঠিক করেনি। এই ঘটনার আগে কেউ অভিযোগ করেছিল যে টিকিট ব্ল্যাক হচ্ছে ? - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 মেসির মূর্তি সুজিত বসু মন্ত্রী হিসেবে বসাননি। তিনি ব্যক্তিগত নায় বসিয়েছেন। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 কার জমিতে মেসির মূর্তি বসানো হয়েছে ? সরকারি জমি নাকি ব্যক্তিগত জমি ? ব্যক্তিগতভাবে সরকারি জায়গায় কিছু করা যায় ? - প্রশ্ন বিচারপতি পার্থ সারথী সেনের। এই অভিযোগ এখনো পর্যন্ত কেউ করেননি। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 একটা স্বাধীন কমিশন গঠন করা হয়েছে। তাকে দয়া করে কাজ করতে দিন। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 যে FIR দায়ের হয়েছে এবং সেখানে যা অভিযোগ করা হচ্ছে তার তদন্তের নজরদারি করছে SIT। কমিশনের যে বিষয়গুলি দেখছে সেখানে হস্তক্ষেপ করছেনা SIT। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ১০ লাখ টাকায় টিকেট বিক্রি হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। কেউ প্রমাণ দেখাতে পেরেছেন ? - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 আমরা টাকা উদ্ধারের রিকভারি এজেন্ট নই। যদি আদালত নির্দেশ দেয় তাহলে সেটা আলাদা ব্যাপার। নাহলে কারো কিছু বলার থাকলে আয়োজকদের বিরুদ্ধে বলতে হবে। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। শতদ্রু দত্ত আমার লোকসভা কেন্দ্রের ভোটার। সব রাজনীতিককে কি কেনা যায় ? সবাই কি দুর্নীতিগ্রস্ত ? - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর অফিসের ভেতরেও শতদ্রু দত্তর ছবি আছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের ছেলের সঙ্গেও মেসির ছবি আছে। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。 আদালতের নির্দেশ ছাড়া শতদ্রু দত্তকে ওয়ाकালত নামাতে সই করতে দিচ্ছে না পুলিশ। - সওয়াল শতদ্রু দত্তর আইনজীবীর。 কলকাতা ছাড়াও হায়দরাবাদ, মুম্বাই এবং দিল্লিতে এই অনুষ্ঠান হয়েছে। কোথাও কিছু হয়নি। কোথাও তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সব জায়গায় অনুষ্ঠান সুষ্ঠু ভাবে হয়েছে। - সওয়াল শতদ্রু দত্তর আইনজীবীর。 আমি যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা আমরা রেখেছি। - সওয়াল শতদ্রু দত্তর আইনজীবীর。 আমরা কোনো Close Proximity Pass চাইনি। আমরা ৪০০ টি পাস চেয়েছিলাম। তার মধ্যে নৃত্যশিল্পী, ফুটবল প্লেয়ার, পুলিশ আধিকারিক সবাই ছিলেন। আমরা কোনো বিশেষ পাস চাইনি। - সওয়াল শতদ্রু দত্তর আইনজীবীর。 মেসি NSG কমান্ডো দের নিরাপত্তায় ছিলেন। বিশেষ পাস গলায় না ঝুলিয়ে কেউ মাঠে ঢুকতে পারবেন না, এটাই নিয়ম ছিল। গেটের দ্বায়িতে পুলিশ ছিল। অতিরিক্ত ব্যক্তিরা কি করে মাঠে ঢুকল সেটা আমরা বলতে পারব না। আমাদের দোষ দেওয়া সহজ। - সওয়াল শতদ্রু দত্তর আইনজীবীর。 আমরা বারবার মাঠ ছাড়তে বলেছি। কেউ কথা শোনেননি। পুলিশ পর্যন্ত ছবি তুলতে গেছিলেন। - সওয়াল শতদ্রু দত্তর আইনজীবীর。 ২০০ টাকার জলের বোতল নিয়ে কথা হচ্ছে। মাল্টিপ্লেক্সেও খাবারের দাম বেশি হয়। কেউ অভিযোগ জানান ? - সওয়াল শতদ্রু দত্তর আইনজীবীর。 কি করে স্টেডিয়ামে জলের বোতল ঢুকল সেটা স্টেডিয়াম কর্তৃপক্ষ বলতে পারবে। - সওয়াল শতদ্রু দত্তর আইনজীবীর。 আয়োজকদের লিখিত বক্তব্য ছাড়াই যদি প্রশাসন কাজ করে তাহলে বুঝতে হবে যে রাজ্য এবং শতদ্রু দত্ত হাতে হাত মিলিয়েই কাজ করছিল। - সওয়াল শুভেন্দু অধিকারীর আইনজীবীর। রায়দান স্থগিত।
0
comment0
Report
MMManoranjan Mishra
Dec 22, 2025 11:36:14
Purulia, West Bengal:পুরুলিয়া : "মুখ্যমন্ত্রী পুরুলিয়ার আদিবাসীদের সঙ্গে যে নাচ নাচেন সেটা হলো মৃত্যু নাচন ।" পুরুলিয়ায় বিজেপির ক্ষোভপত্র প্রকাশ কর্মসূচির অর্থাৎ বিজেপির ভাষায় চার্জশিট প্রকাশের আগে পুরুলিয়া জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা বললেন রুদ্রনীল ঘোষ । পরে তিনি পুরুলিয়ার মানবাজার বিধানসভার ক্ষোভপত্র প্রকাশ কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুদ্রনীল ঘোষ বলেন, পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের সিন্দুক হয়ে বসে রয়েছে । যে সিন্দুক খুললে সারা সংসার চলবে রাজকীয়তার সঙ্গে, পশ্চিমবঙ্গ রাজা হয়ে যাবে, সে রাজ বাড়ির চাবি রয়েছে যে রাজকের কাছে সেই পুরুলিয়ার মানুষই অবহেলিত । সেই পুরুলিয়াতে পেটে ভাত নেই । পুরুলিয়ার মা বোনেরা রয়েছেন, বহু সংখ্যায় আদিবাসী জনজাতিরা রয়েছেন তাদের সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী ধামসা মাদল নিয়ে নৃত্য করেন, কিন্তু আসলে গ্রামে জল নেই। মানুষ পাথর কেটে জল নিয়ে যাচ্ছেন । তিনি তাদের সঙ্গে যে নাচ নাচেন সেটা হলো মৃত্যু নাচন । এটা চরম দুর্ভাগ্যের। যেগুলোকে দিয়ে তিনি আলোকিত হন, যেগুলোকে দিয়ে তিনি শৈবিক গুণ ছড়ান, যে মাটটা এতটা সম্পদশালী, তার সঙ্গে যুদ্ধ ঘোষণার কারণটা কি ? পুরুলিয়ার মানুষ স্পষ্ট করে জানতে চাইবে, যে ধরনের খনিজ সম্পদ রয়েছে তার জমি দেওয়া হচ্ছে না, এয়ারপোর্টের জন্য উড়ান প্রকল্পে মানুষ যাতায়াত করতে পারবেন বিমানের সাহায্যে, সেখানে শিল্প তৈরি হওয়ার আরও সম্ভাবনা রয়েছে । কারণ আধুনিকতার যত বেশি তৈরি হবে সড়ক ব্যবস্থা পরিবেশ যত বেশি তৈরি হবে তত বেশি শিল্প বাড়বে । সেক্ষেত্রে রাজ্য সরকার স্পষ্টভাবে যুদ্ধ ঘোষণ করেছে। বাইট : রুদ্রনীল ঘোষ
0
comment0
Report
NRNarayan Roy
Dec 22, 2025 11:35:53
Siliguri, West Bengal:*বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে শিলিগুড়িতে ভিসা অফিসে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের , বন্ধ করে দেওয়া হল ভিসা অফিস* বাংলাদেশে বিপুল চন্দ্র দাসের নারকীয় হত্যाकান্ড ও হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল বিশ্বহিন্দু পরিষদের। দফায় দফায় চলে পথ অবরোধ। বিক্ষোভ বাংলাদেশের ভিসা অফিসের সামনে। পুলিশের কড়া নজিরিদারি। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানে জমায়েতের করেন বিশ্বহিন্দু পরিষদের কর্মীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল করে হিলকার্ট রোডের সফদর হাসমি চকে পৌঁছায়৷ রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ প্রদর্শন । সফদর হাসমি চক থেকে সেবক রোডের পানিট্যাঙ্কি মোড়ে অবরোধ করেন তারা। সেখান থেকে বাংলাদেশের ভিসা অফিসে পৌঁছায় বিক্ষোভ মিছিল। পুলিশ , র‍্যাফ মোতায়েন করা হয় ভিসা অফিসের সামনে। সেখানেই বিশ্বহিন্দু পরিষদ সহ বিক্ষোভে সামিল হওয়া একাধিক সংগঠনের কর্মীদের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। সেখানেই বিক্ষোভ অবস্থানে বসে পড়েন তারা৷ অবশেষ পুলিশের অনুমতিতে বিশ্বহিন্দু পড়িষদের তিন কর্মকর্তার অনুমতি মেলে ভিসা অফিসে যাওয়ার। সেখানে রীতিমতো সেই অফিস বন্ধ করিয়ে দেন তারা। ভেঙে ফেলা হয় পোস্টার৷ ইউনিসের কুশপুতুল দাহ করা হয়। আগুন ধরিয়ে দেওয়া ভিসার পোস্টারে।
0
comment0
Report
ASAyan Sharma
Dec 22, 2025 10:49:08
Kolkata, West Bengal:বাংলাদেশি হিন্দু নাগরিকদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে। দায়িত্ব নিতে হবে ইউনুস সরকারকে। কোনভাবেই যেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে আক্রমণ না হয়। এই দাবিতে প্রতিবাদ মিছিল কংগ্রেসের। কংগ্রেসের চারটি জেলা সভাপতি, ১.উত্তর কলকাতা ২. দক্ষিণ কলকাতা ৩. মধ্য কলকাতা ৪. বড়বাজার এদের নেতৃত্বে, কংগ্রেসের মিছিল এসে পৌঁছায় বেকবাগান মোড়ে। বাংলাদেশ হাই কমিশনের ডপ্তরের রাস্তা। আটকে যায় পুলিশ। কোনভাবেই এই মিছিলকে সামনের দিকে এগোতে দেওয়া যাবে না। এরপরে অবশেষে কংগ্রেসের প্রতিনিধি দল, এর সদস্যরা বাংলাদেশ হাই কমিশনের ডেপুটেশন জমা করতে যান। # পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন, কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জি, সুমন রায় চৌধুরী সহ অন্যান্যরা।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 22, 2025 10:47:37
Howrah, West Bengal:অস্থায়ী পৌর স্বাস্থ্য কর্মীদের কর্মীদের নবান্ন অভিযান।মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে সমস্যার কথা জানানোর জন্য নবান্ন অভিযান।দীনবন্ধু কলেজের সামনে আটকে দেয় পুলিশ।এরপর বিক্ষোভ শুরু হয়।আন্দোলনকারীরা মিছিল করে শিবপুর থানায় যায়।জানায় আশা কর্মীদের সুপারভাইজ করেন তারা।দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি হয়নি।কোনো রকম সুবিধা দেওয়া হয়না।যেকারনে নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে এসেছেন।দেখা না করে যাবেন না।মিছিল করে শিবপুর থানায় এসে বিক্ষোভ শুরু হয়।বসে পড়ে অবস্থান শুরু করেন।এরপর পুলিশ আধিকারিকরা তাদের সাথে আলোচনা শুরু করেন।কয়েকজনকে প্রতিনিধিকে নবান্নে ডেপুটেশন দেবার জন্য নিয়ে যায় পুলিশ
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Dec 22, 2025 10:47:07
Kolkata, West Bengal:নিউ আলিপুরের বি.পি. পোদ্দার আই হসপিটাল পথচলা শুরু করতে চলেছে শীঘ্র। জন্মলগ্নেই চোখের চিকিৎসায় নবদিগন্তের অঙ্গীকারের ফলশ্রুতির হিসেবে সোমবার ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের দৃষ্টিহীন শিশুদের জন্য আয়োজন করা হলো ক্রিসমাস সেলিব্রেশনের। ডাক্তার থেকে শুরু করে সকল স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকরা ওখানে হয়ে উঠলেন দৃষ্টিহীনদের সঙ্গী। আগামী দিনে কীভাবé অত্যাধুনিক চিকিৎসা ও মানবিকতা হাত ধরে নেবে এখানে, সেটাই প্রতিফলিত এদিনের কয়েক ঘণ্টায়। যাবতীয় প্রতিকূলতা দূরে সরিয়ে রেখে কচিকাঁচারা অংশ নিল মনের আনন্দে। স্বতঃস্ফূর্ত হাসি আর কলরবে রাখল মাতিয়ে। উপহার পেয়ে ওদের মুখে ফুটে উঠল অপার বিস্ময় ও কৃতজ্ঞতা। ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের শিক্ষক ও সেবাকর্মীদের কাছেও ক্রিসমাস ট্রি আর সান্তার উপস্থিতি আনল ব্যতিক্রমী অনুভূতি。
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Dec 22, 2025 10:46:45
Kolkata, West Bengal:নিউ আলিপুরের বি.পি. পোদ্দার আই হসপিটাল পথচলা শুরু করতে চলেছে শীঘ্র। জন্মলগ্নেই চোখের চিকিৎসায় নবদিগন্তের অঙ্গীকারের ফলশ্রুতি হিসেবেই সোমবার ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের দৃষ্টিহীন শিশুদের জন্য আয়োজন করা হল ক্রিসমাস সেলিব্রেশনের। ডাক্তার থেকে শুরু করে সকল স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকরা ওখানে হয়ে উঠলেন দৃষ্টিহীনদের সঙ্গী। আগামী দিনে কীভাবে অত্যাধুনিক চিকিৎসা ও মানবিকতা হাত ধরাধরি করে চলবে এখানে, সেটাই প্রতিফলিত এদিনের কয়েক ঘণ্টায়। যাবতীয় প্রতিকূলতা দূরে সরিয়ে রেখে কচিকাঁচারা অংশ নিল মনের আনন্দে। স্বতঃস্ফুর্ত হাসি আর কলরবে রাখল মাতিয়ে। উপহার পেয়ে ওদের মুখে ফুটে উঠল অপার বিস্ময় ও কৃতজ্ঞতা। ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের শিক্ষক ও সেবাকর্মীদের কাছেও ক্রিসমাস ট্রি আর সান্তার উপস্থিতি আনল ব্যতিক্রমী অনুভূতি।
0
comment0
Report
PCPrabir Chakraborty
Dec 22, 2025 10:17:46
Kolkata, West Bengal:তৃণমূলের কর্মীসভা নেতাজি ইনডোর স্টেডিয়াম মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা, সোনারপুর উত্তর-দক্ষিণ, হাওড়া, বরাহনগর প্রভৃতি বিধানসভা এলাকার বিএল‌এ-২ নিয়ে বৈঠক এরপর সারা বাংলার বিএল‌‌এ নিয়ে বৈঠক অভিষেক করে নেবে ভার্চুয়াল মানুষের ভোটাধিকার ওয়া কেড়ে নিতে চায়, টোটাল অটোক্র্যাসি চলছে। ৪৬ জন অলরেডি মারা গেছে তারমধ্যে অর্ধেকের বেশি হিন্দুও আছে। আমি বি‌এল‌ও-দের দোষ দিচ্ছি না। কিন্তু কেন্দ্র সরাকারের অনেক বি‌এল‌ও লাগিয়েছে, এটা প্রথম বিজেপি তুমি আমাদের সঙ্গে কোন‌ও কিছু খেলে পারবেনা। তুমি সব এজেন্সিকে দালাল বানিয়েছো তোমরা দুটো দুর্যোধন আর দুঃশাসন যারা জাতির নেতার নাম কেটে দেয় তারা কতটা ভয়ঙ্কর বাংলাকে জব্দ করাচ্ছি, তোমাদের স্তব্ধ করব বিজেপির খোকাবাবু দের আবদার আর‌ও নাকি দেড়/দুই কোটি নাম বাদ দিতে হবে দুই বছরের কাজ, দুই মাসে করতে চাইছে। কলকাতা জেলায় আগে ১০০ টা ওয়ার্ড ছিল, এখন ১৪৪টা ওয়ার্ড। ভ্যানিস কুমার বাবুরা কি একবা‌র‌ও ভেবেছেন, ট্রেনিং দিয়েছিলেন, টোটালটাই আনপ্ল্যানড, বিজেপির কথায় বিজেপির কমিশন। চাইলে আমার গলাটাও কেঁটে দিতে পারেন, কিন্তু আমি মানুষের কথা বলবই তোমাদের ম্যাপিং টাই ভুল, অ্যাবসোলিউটলি রং, টোটালটাই ব্লান্ডার আমার তো বার্থ সার্টিফিকেট নেই, হোম ডেলIVERY। নরেন্দ্র মোদী, অমিত শাহারা বার্থ সার্টিফিকেট দিতে পারেন, ওসব তো লুকিয়ে করিয়ে এনে ডুপ্লিকেট দিচ্ছে। আমরা ফেক বানাব না, বড়দিন আসছে কেক বানাব, সেই কেক খেয়ে তোমাদের হজম করব প্রতিদিন কমিশন নির্দেশ চেঞ্জ করছে, ২২ থেকে ২৪ বার নির্দেশ চেঞ্জ করেছে। ইউ আর দ্য কালপ্রিট তুমি কি জানো হরিদাস, ক্রীতদাস। এরা বন্ডেড লেবার নয়, বন্ডেড ক্রীতদাস বৈধ ভোটারকে হয়রানির মুখে পড়তে হচ্ছে ক'টা লোক এপিক নম্বর দিয়ে খুঁজে বার করতে পারে? ২০০২ এর এপিক নম্বরের সঙ্গে ২০২৫ এর এপিক নম্বরের কোন‌ও মিল নেই বহু ক্ষেত্রে ড্রাফট লিস্টে ৫৪ না ৫৮ লক্ষ বাদ দেওয়ার পরেও বলছে দেড় কোটি বাদ দিতে হবে। খোকাবাবুদের আবদার। সব যেন লাড্ডু! কমিশনের অফিসে বিজেপির একটা এজেন্ট রেখে দিয়েছে। সে অনলাইনে সব নাম বাদ দিয়ে দিচ্ছে বিজেপির কথায়। এমন নির্লজ্জ কমিশন আগে দেখিনি, দেখতেও চাই না。 রাজ্যকে না জানিয়ে রাজ্যের অফিসারদের দিয়ে অবজারভার করছে। আবার মাইক্রো অবজার্ভার নিয়োগ করেছে বিজেপির কথায়। তারা নাকি হিয়ারিং করবে। হিয়ারিং নয়, ওদের একটা ইয়ারিং দিয়ে দিন একটা করে。 অপদার্থ হোম মিনিস্টার। এমন অপদার্থ হোম মিনিস্টার আমি জীবনে দেখি নি। স্বৈরাচারী, দুরাচারি। তিনিই সবটা কন্ট্রোল করছে।প্রধানমন্ত্রী সবটা দেখেন না। দাঙ্গাকারীরার যদি দেশ চালায় তাহলে কী হয় দেখতে পাচ্ছেন। মনরেগার নাম থেকে গান্ধীজির নাম বাদ দিয়ে রাম নাম করেছে। রামের নামে আমার কোন‌ও আপত্তি নেই, কারণ ওটা তো মহাকাব্য। কিন্তু আমরা জানি যখন কেউ মারা যায় তখন আমরা এক কথা বলি আর হিন্দিতে বলা হয় রাম নাম সত্য হ্যায়, এটাকি দেশটাকে রাম নাম সত্য হ্যায় করে দিচ্ছে? এখানে প্রচুর বিহারের মানুষ থাকেন। তারা এইসময় অনেকেই চলে গিয়েছেন। তাদের বলা হয়েছে এখানে নাম তোলা যাবে না, বিহারে নাম থাকলে। আমি বলব বাংলায় থাকতে চাইলে বাংলায় নাম রাখো আর ওখানকার নাম কাটো সিপিএম তখন ক্ষমতায় ছিল তখন প্রচুর মানুষের নাম বাদ দিয়ে দিয়েছিল তৃণমূল করার জন্য হিয়ারিং ভ্যেনু কী হবে এখনও সুস্পষ্ট নির্দেশ আসেনি। নতুন করে নির্দেশ এসেছে মাইক্রো অবজার্ভার হবে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কেন? আমার রাজ্যে ভোট করবে অন্য রাজ্যের লোকেরা? বিজেপির লোকেরা? গুজরাটের লোকেরা? কেন? ইনডোরে মাইক নিয়ে ফের সমস্যা। ক্ষুব্ধ মমতা আজকেও মাইক বিভ্রাট। আগেরদিনও আমি যখন এসেছিলাম(বানিজ্য বৈঠকে) সেদিনও দেখেছিলাম। আজকেও দেখছি। মাইকম্যান আপনারা তো এই কাজের জন্য টাকা পান! এটা সাবোতাজ হচ্ছে নাতো? প্রত্যেকদিন মাইক বিভ্রাট কেন হচ্ছে বাড়ি বাড়ি ঘুরে জানতে হবে তালিকাতে বাদ গেছে এমন ভোটার বাস্তবে আছে কী না, যদি এমন ভোটার খুঁজে পাওয়া যায় তাহলে এমন ভোটারদের ফর্ম ৬ এবং অ্যানেক্সার ৪ ইআরও-দের কাছে জমা দিতে হবে。 যাদের আনম্যাপড করা হয়েছে তারা সবাই হিয়ারিং নোটিশ পেয়েছে কিনা দেখতে হবে। তাদের সবাইকে ২০০২ এর রোলে নাম আছে কিনা অথবা কমিশন নির্ধারিত ১১ টি প্রমাণপত্র হাতের কাছে রাখতে হবে, যাদের এই ১১ টা নেই তারা পার্মানেন্ট এসসি/ওবিসি সার্টিফিকেট পাওয়ার জন্য দ্রুত আবেদন করতে হবে。 লজিক্যাল অসংগতি যাদের ক্ষেত্রে হয়েছে এবং শুনানির নোটিশ পেয়েছে তাদের সহযোগিতা করতে হবে। এই কাজে সাহায্য করবেন বিধায়করা, কাউন্সিলররা। 많은 কাউন্সিলর কাজ করেনা, শুধু পার্টির বদনাম করে, আমি তাদের বদলে ব্লক প্রেসিডেন্ট করে দেব。 যারা ফর্ম ৬ জমা দিচ্ছেন তাদের উপর নজর রাখতে হবে, হাসিমুখে সহযোগিতা করতে হবে。 ফর্ম ৮ এ যারা নাম তুলতে চাইছেন, তাদের বিষয়ে খোঁজ খবর করবেন। যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের বলুন তাদের ভবিষ্যতের দরকারে একবার আসতে। ভোটার জন্য অন্য রাজ্য থেকে যারা আসছেন তাদের উপর নজর রাখতে হবে, বাড়ি টু বাড়ি। বিজেপি আমাদের كثيرة নাম বাদ দিয়েছে। আমাদেরও নজর রাখতে হবে。 বিহারের মাফিয়াদের নিয়ে এসে ডবল ডবল বুলেট কিনে দিয়ে দখল করার জন্য মোটর সাইকেলের আমদানি হচ্ছে! বলছে বহুত রুপিয়া হ্যায়, হাম আনে সে দেগা, যদি আপনার কাছে এত টাকা থাকে তাহলে আপনি দিচ্ছেন না কেন? আমি অনেক নির্বাচন দেখেছি, কিন্তু এমন অপদার্থ নির্বাচন কমিশন আমি আগে দেখিনি。 পাড়ায় পাড়ায় গেস্ট হাউসে কারা এসে উঠছে, খেয়াল রাখুন。 প্রাণ দিয়ে জীবন দিয়ে বিজেপিকে রুখতে হবে। আমি বিশ্বাস করি নেতারা পারবে না, কর্মীরা পারবে। এই লড়াই আমাদের বাচার লড়াই, এ লড়াই আমাদের জিততে হবে। ২৬-এর নির্বাচন বিজেপির বিসর্জন, বিজেপির দালালদের বিসর্জন। মতুয়াদের বলছি বিজেপি আপনাদের মধ্যে টাকা দিয়ে বিভাজন করার চেষ্টা করছে। আপনারা বিশ্বাস করবেন না。 লড়াই করে ওদের ক্লান্ত করে দিতে হবে। কারণ ওরা মাঠে নেমে খেলে না, ওরা থাকে টিভির পর্দায় আর আমরা থাকি মানুষের মধ্যে。 ওরা থাকুক দেওয়ালে, তৃণমূল থাকুক খেয়ালে ওর দিল্লি কেড়ে নেব। বাংলায় আপনারা লড়াই করুন, বাংলায় লড়াই করলে ওর দিল্লি কেড়ে নেব। ওয়েট করো, দেখবে কাল যখন দিল্লিতে ক্ষমতায় থাকবে না তখন কি হয়। যতই করুন SIR, বাংলা আপনার হবে না আর কমিশন ভাবে কী, ভোটার বাদ দিয়ে আমাদের বাদ দেব
0
comment0
Report
BMBiswajit Mitra
Dec 22, 2025 10:16:54
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 22, 2025 10:16:09
Howrah, West Bengal:যেকোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়ে সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। অথচ দীর্ঘদিন তারাই বঞ্চনার শিকার। এরই প্রতিবাদে সিভिल ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের অস্থায়ী কর্মীদের অবস্থান-বিক্ষোভ। আজ নবান্ন থেকে ঢিল ছোড়া দূরত্বে মন্দিরতলা বাস স্ট্যান্ডের কাছে ৫ দিন ব্যাপী অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। উদ্দেশ্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা। তাদের মূল দাবি মাসে ৩০ দিনের কাজ সহ ৬০ বছর বয়স পর্যন্ত চাকরিতে স্থায়ীকরণ করতে হবে। তাদের অভিযোগ বারবার প্রশাসনের সর্বস্তরে জানানো সত্বেও তাদের দাবিদাওয়া মানা হয়নি। যোগ্য হয়েও তারা অধিকার থেকে বঞ্চিত। তাই কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি পাওয়ার পর তারা মন্দিরতলা বাসস্টStandে বিক্ষোভে সামিল হয়েছে। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 22, 2025 10:15:24
Howrah, West Bengal:সালকিয়ায় রহস্যজনকভাবে মাঝবয়সী ব্যক্তি খুন。 হাওড়া সালকিয়া কৈবর্ত পাড়ায় ফ্ল্যাটের মধ্যে খুন। সোমবার সকালে ওই ফ্ল্যাট এর মালিককে মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মালিপাঁচঘড়া থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই ব্যক্তিকে খুন করা হয়েছে।ফ্ল্যাটের বাসিন্দার জানিয়েছেন আজ সকাল সাড়ে নটা নাগাদ বন্ধ ফ্ল্যাটের মধ্য থেকে প্রচন্ড চেঁচামাচির শব্দ শোনা যায়। প্রতিবেশীরা দরজা ঠকঠক করে আওয়াজ করতে সব কিছু শান্ত হয়ে যায়।সন্দেহ হওয়ায় মালিপাঁচঘড়া থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা খুলে বছর ৪৮ এর দেবব্রত পালের মৃতদেহ উদ্ধার করে। মৃত দেহটির চোখের নিচে আঘাতের চিহ্ন আছে। যদিও শরীরে বড় ধরনের কোন ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। পরে পুলিশ দেখতে বাথরুমে এবং পাশের ঘরে এলাকার দুই নাবালক রয়েছে। পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে।прতিবেশীরা জানিয়েছেন বছর পাঁচেক আগে দেবব্রত বাবুর স্ত্রী আত্মহত্যা করেন। এরপর তিনি মা এবং নিজের মেয়েকে নিয়ে ফ্ল্যাটে থাকতেন। গতরাতে বৃদ্ধা মা এবং মেয়ে অন্য জায়গায় ছিলেন। তার এক আত্মীয়র সঙ্গে গতরাতে ফ্ল্যাটে ছিলেন। তাকেও পুলিশ জিজ্ঞাসাাবাদ করছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালিপাঁচঘড়া থানার পুলিশ.
0
comment0
Report
Advertisement
Back to top