Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Nadia741201

65 वर्षीय अंधे की अदम्य मेहनत: बिना दिखे साइकिल-रिक्शा मरम्मत कर चकित कर देते

BMBiswajit Mitra
Nov 16, 2025 05:02:20
Ranaghat, West Bengal
নদিয়া *দৃষ্টিহীন, তবুও সংসারের হাল ধরেছেন তিনি , হাতের স্পর্শে অবলীলায় সাইকেল,ভ্যান,রিকশা মেরামত করেন ৬৫ ঊর্ধ্ব এক অন্ধ বৃদ্ধ* দুচোখে দেখতে পান না। তবুও থেমে নেই তাঁর জীবনযুদ্ধ। নদিয়ার শান্তিপুর থানার বাথানগাছির বাসিন্দা কৃষ্ণধন সরকার, বয়স ৬৫-এর বেশি। সম্পূর্ণ অন্ধ হয়ে যাওয়ার পরও গত পনেরো বছর ধরে অবলীলায় সাইকেল সারাচ্ছেন তিনি। চোখে আলো না থাকলেও হাতের স্পর্শই তাঁর ভরসা। আশ্চর্যের বিষয়, গ্রাহক টাকা দিলে হাতে নিয়েই বলে দিতে পারেন কোন নোট কত টাকা। শুধু সাইকেল নয় , দুই চাকার বাইসাইকেল থেকে তিন চাকার রিকশা ও ভ্যান, সবই তাঁর অভিজ্ঞ হাতের ছোঁয়ায় মুহূর্তেই ঠিক হয়ে যায়। প্রায় পঞ্চাশ বছর আগে ছোট্ট একটি সাইকেল মেরামতির দোকান দিয়ে তাঁর কর্মজীবনের শুরু। তখন দুচোখই ছিল ঠিকঠাক। কিন্তু প্রায় ১৫ বছর আগে চোখের সমস্যা বাড়তে থাকে। চিকিৎসা করিয়েও কোনো উন্নতি হয়নি। শেষ পর্যন্ত সম্পূর্ণ অন্ধত্ব নেমে আসে তাঁর জীবনে। হঠাৎ করে অন্ধকার ঘিরে ধরলেও কৃষ্ণধন বাবু থেমে থাকেননি। কারণ সংসার চালানোর দায়, ছোট সন্তানের ভবিষ্যৎ এসব ভেবেই তিনি আবার দোকান খুলে বসেন ঘরেই। শুরুর দিকে কিছুটা সমস্যা হলেও সময়ের সঙ্গে সঙ্গে অন্ধ অবস্থাতেই সাইকেল মেরামতের অভ্যাস তৈরি হয় তাঁর। এখন যেকোনো যান্ত্রিক সমস্যার সমাধান তিনি চোখ বন্ধ করেই নিমিষে করে ফেলেন। আশোপাশের লোকজনের মতে, “এ যেন স্বয়ং বিশ্বকর্মার আশীর্বাদ! নইলে অন্ধ একজন মানুষ এত নিখুঁতভাবে এত বছর ধরে কি করে এমন কাজ করে যেতে পারেন?” কৃষ্ণধন বাবুর স্ত্রীও চোখের রোগে ভুগছেন; তাঁরও দৃষ্টিশক্তি কমে গেছে। সংসারের আর্থিক হাল ধরেছে তাঁদের একমাত্র ছেলে, যার জীবিকা টোটো চালানো পাশাপাশি বাবার কাজে সহযোগিতা করেন । কৃষ্ণধন বাবু বর্তমানে প্রতিবন্ধী ভাতা হিসেবে পান মাত্র এক হাজার টাকা। সরকারি ওই সহযোগিতা আর সাইকেল সারানোর সামান্য রোজগারেই কোনোমতে চলে সংসার। তবে আগের মতো আর সাইকেল ভ্যান রিক্সা সরায়েল কাজ তেমন নেই। তবুও জীবনের কাছে হার মানেননি তিনি। বয়স্ক শরীর, দৃষ্টিহীনতা সব বাধা উপেক্ষা করে এখনও প্রতিদিদিন লড়াই করে যান সংসারের জন্য। তাঁর এই জীবনযুদ্ধে, সংগ্রাম আর অদম্য ইচ্ছাশক্তিকে কুর্নিশ জানাচ্ছেন এলাকার সকলেই। সত্যিই, আলো না দেখেও যিনি নিজের কর্মদক্ষতায় অন্যের পথ আলোকিত করেন নদিয়ার শান্তিপুর বাথানগাছি এলাকার বাসিন্দা কৃষ্ণধন সরকার।
201
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Nov 16, 2025 06:33:31
Jalpaiguri, West Bengal:অল ইন্ডিয়া ইন্টার‌ সাই‌ ফুটবল প্রতিযোগিতায় মহিলাদের বিভাগে লিগ পর্যায়ের খেলা জলপাইগুড়িতে চলছে। মহিলাদের খেলায় ইতিমধ্যেই গৌহাটিকে হারিয়ে এগিয়ে রয়েছে ইম্ফল। অন্যদিকে কলকাতার সাই দলেরকে হারিয়ে প্রতিযোগিতায় টিকে রয়েছে গৌহাটি দল। লিগ পর্যায়ে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুটি দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর সোমবার। মূলত বি সি রায় ট্রফি চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় স্তরের ফুটবল দল গড়তেই এই প্রতিযোগিতার আয়োজন। ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে গড়া হবে জাতীয় দল। উপস্থিত রয়েছেন সাইয়ের বিভিন্ন কর্মকর্তারা। রয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কর্মকর্তারাও। প্রতিযোগিতায় ত্রিবান্দ্রম, ইম্ফল, গৌহাটি ও কলকাতার দলগুলো বেশ ভালো খেলছে বলে উদ্যোক্তারা জানান।
53
comment0
Report
SCSaurav Chaudhuri
Nov 16, 2025 06:32:45
Jhargram, West Bengal:রাস্তার দাবিতে ঝাড়গ্রাম পৌরসভা একমাত্রা রাজ্য সড়ক ৫নং রাজ্য সড়ক অবরোধ করল সিপিআইএম। ঝাড়গ্রাম পৌরসভার সমস্ত রাস্তা বেহাল দশা গত কয়েক বছর ধরে। অধিকাংশ রাস্তায় বড় বড় গর্ত বার বার পৌরসভাকে জানিয়েও কোন কাজ না হওয়ার ফলে রাস্তা অবরোধ। এর আগেও বেহাল রাস্তা নিয়ে এলাকার মানুষ রাস্তা অবরোধ করেছিল। সে সময়ে পতিশ্রুতি দেওয়া হয় রাস্তা মেরামতের। কিন্তু আজও সেই রাস্তা মেরামত হয়নি—প্রায় দিন দূর্ঘটনা লেগেই রয়েছে। তার পরেও হুশ নেই পৌরসভার তাই আজ সকাল থেকে রাজ্য সড়ক অবরোধ করা হয় সিপিআইএম দলের পক্ষ থেকে। রাস্তা অবরোধে আটকে বহু দূরপাল্লার গাড়ি। ঝাড়গ্রামও বাঁকুড়া এবং পুরুলিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে রাস্তা অবরোধের জেরে। ঘটনা স্থলে ঝাড়গ্রাম থানার পুলিশ।
103
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 16, 2025 06:00:47
Rajpur Sonarpur, West Bengal:জয়নগর-২ ব্লকে ভোটাধিকার হারানোর আতঙ্ক, ২০০২ সালের ভোটার তালিকা থেকে শতাধিক নাম উধাও তিন–চার পুরুষ ধরে, কেউ আবার এক শতাব্দীরও বেশি সময় ধরে এই দেশেই বাস। কারও কাছে রয়েছে ৮০, ১০০ কিংবা তার বেশি বছরের জমির প্রাচীন দলিলও। তবুও ভোটাধিকার হারানোর গভীর আতঙ্কে দিন কাটছে জয়নগর-২ ব্লকের গরদেওয়ানি পঞ্চায়েতের মোল্লার চক, বামনের চক ও ঠাকুরের চক গ্রামের শতাধিক বাসিন্দার। অভিযোগ, অজ্ঞাত কারণে ২০০২ সালের ভোটার তালিকায় তাঁদের নাম নেই। অথচ তার আগের তালিকায় নাম রয়েছে, পরের তালিকাতেও নাম আছে। শুধু তাই নয়, প্রয়োজনীয় ১১টি নথির কোনওটিই তাঁদের কাছে নেই বলে দাবি। এই কারণেই আতঙ্ক আরও বেড়েছে। প্রতিদিন সকাল থেকে প্রয়োজনীয় কাগজপত্র হাতে এসআইআর সহায়তা শিবিরে ছুটছেন তাঁরা। অনেকেরই চোখে জল, ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, তাঁদের কাছে ১৯৯৫ সালের ভোটার কার্ড রয়েছে, এমনকি ২০২৪ সালের লোকসভা ভোটেও তাঁরা ভোট দিয়েছেন। তাঁদের ভাই বা আত্মীয়দের নাম ২০০২ সালের তালিকায় থাকা সত্ত্বেও কীভাবে তাঁদের ভোটাধিকার চলে যাবে, সেই প্রশ্ন তুলেছেন তাঁরা। তৃণমূল নেতৃত্ব জানিয়ে দিয়েছে—একজন যোগ্য মানুষের ভোটাধিকার তাঁরা কখনও কেড়ে নিতে দেবেন না। প্রয়োজনে প্রশাসনের কাছে গণবিক্ষোভে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন দলীয় নেতৃত্ব।
164
comment0
Report
NRNarayan Roy
Nov 16, 2025 06:00:27
Siliguri, West Bengal:শিলিগুড়িতে জোড়া মৃতদেহ উদ্ধার , দম্পতির মৃতদেহ ঘিরে ঘনাচ্ছে রহস্য শিলিগুড়ির ভোলানাথা পাড়ার বাসিন্দা তপন মন্ডল ও অনিমা মন্ডল। এই দম্পতি বহুদিনের বাসিন্দা এলাকার। দুই ছেলে রয়েছে তাদের। স্থানীয় একটি কারখানায় কাজ করেন অনিমা মন্ডল ও রাজমিস্ত্রীর কাজ করেন তপন মন্ডল। পরিবার সুত্রে খবর , প্রতিদিনের মতই দম্পতি কাজে বের হন। কিন্তু প্রতিদিন সন্ধ্যা ৭ থেকে ৮ মধ্যে ফিরে আসলো না। রাত যত বাড়ে উদ্বেগ বাড়ে পরিবারের। বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন দম্পতির দুই ছেলে। কিন্তু মা বাবার খোঁজ পায় না। এভাবেই রাত কাটে। যোগাযোগ করেন আশিঘর ফাঁড়ির পুলিশের সাথে। রবিবার ভোর থেকে আবার খোঁজ শুরু করেন পরিবার। দেখা যায় , সাহুনদীর পাশে সাইকেল পড়ে রয়েছে। কিছুটা এগোলে দম্পতির পরিচিত সদস্যরা আতঙ্কিত হন। অনিমা মন্ডলের গলা কাটা রক্তাক্ত দেহ নদীর পাশে পড়ে রয়েছে। নদীর পেরিয়ে কিছুটা দূরে গাছে সাথে ঝুলছে তপন মন্ডলের দেহ। ঘটনায় মুহুর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দম্পতির দুই ছেলে মৃতদেহ সনাক্ত করেন। ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। তবে এটা খুন না আত্মহত্যা ? কোন রহস্য রয়েছে এর পেছনে তার কোন প্রাথমিক ধারনা নেই। দম্পতির ছেলে সুজন রায় বলেন , "গতকাল থেকেই বাড়ি ফেরেনি। প্রতিদিন দুনজনে কাজ সেরে বাজার করে সন্ধ্যার মধ্যে বাড়ি ফেরে। గతকাল না ফেরায় আমরা থানায় যোগাযোগ করি , নিজেরা খোঁজ শুরু করি। কিন্তু পাইনি। আজ সকালে এখানে এই অবস্থায় উদ্ধার হয়। কোন সমস্যা, বিবাদ কিছুই নেই। কি কারনে এই ঘটনা তা আমরা বুঝতে পারছি না।"
110
comment0
Report
NHNantu Hazra
Nov 16, 2025 05:17:50
Salt Lake City, Utah:Bidhan Nagar Cyber ​​Crime Police arrested a person for allegedly posting obscene pictures on social media. সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি পোস্ট করা অভিযোগে একজনকে গ্রেফতার করল বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের নাম পিন্টু দাস। উত্তর ২৪ পরগনার দেগঙ্গা এলাকা থেকে গ্রেফতার করেছে বিধান নগর সাইবার ক্রাইম থানা পুলিশ। পুলিশ সূত্রের খবর, চলতি বছরের সেপ্টেম্বর মাসে সল্টলেকে বাসিন্দা এক মহিলা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দেন যে, তার অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। এই ছবি পোস্ট করেছে পিন্টু দাস। পিন্টু দাস তার স্বামী। তার সাথে বিবাহবিচ্ছেদে মামলা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে পূর্ব পরিচিত বান্ধবীকে বিয়ে করে পিন্টু দাস। বিয়ের পর বেশ কিছু অশ্লীল ছবি নিজের মোবাইলে তুলে রাখে পিন্টু। কিছুদিন ধরে স্ত্রীর সাথে পিন্টুর ঝামেলা চলছে। স্ত্রীকে মারধর করার অভিযোগও পিন্টুর বিরুদ্ধে। কয়েকদিন আগে স্ত্রীর অশ্লীল ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পিন্টু দাস। ফেসবুকে অশ্লীল ছবি দেখে গত সেপ্টেম্বর মাসে বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্ত হন সল্টলেকের বাসিন্দা ওই মহিলা। পিন্টু দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তার স্ত্রী। বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্ত নেমে দেগঙ্গা থেকে পিন্টু দাসকে গ্রেফতার করে। আজ ধৃতকে বিধান নগর মহকুমা আদালতে তোলা হবে।
102
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 16, 2025 05:04:30
Rajpur Sonarpur, West Bengal:সোনারপুর চাকবেড়িয়ায় দুঃসাহসিক চুরি, সাহাবুদ্দিন সরদারের বাড়ি থেকে নগদ–গয়না সব খোয়া সোনারপুরের চাকবেড়িয়া এলাকায় চাঞ্চল্য। টানা ১০ দিন পর রবিবার সকালে বাড়ি ফিরে দুঃস্বপ্নে পড়লেন সাহাবুদ্দিন সরদার এবং তাঁর পরিবার। নিউটাউনের শ্বশুরবাড়ি থেকে ফিরে প্রথমে দেখেন, সদর দরজায় তালা অক্ষত। কিন্তু ভেতরে ঢুকতেই দেখা যায় মেন গেটের তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। ঘরের দু’টি কক্ষের সমস্ত জিনিসপত্র তছনছ। আলমারি শাবলজাতীয় ভারী কোনো যন্ত্র দিয়ে ভেঙে ফেলা হয়েছে। পরিবারের দাবি, মেয়ের বিয়ের জন্য বাড়িতে রাখা ছিল নগদ ৫ লক্ষ টাকা এবং সাড়ে চার লক্ষ টাকার সোনার গয়না—সবটাই চুরি গেছে। এলাকার বাসিন্দারা অভিযোগ, সাম্প্রতিক কালে চাকবেড়িয়া এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটছে। রাতের বেলায় মদ্যপ ও দুষ্কৃতিকারীদের আনাগোনাও নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। চুরির এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশে খবর দেওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ।
128
comment0
Report
MCMoumita Chakraborty
Nov 16, 2025 05:03:03
Kolkata, West Bengal:সংগঠন নেই , মুখ নেই , বঙ্গে নির্বাচন জিততে রাজ্য বিজেপির ভরসা সেই মোদি , অমিত শা? বঙ্গে জয়ের জন্য বা বিধানসভা নির্বাচনের জন্য রাজ্য বিজেপির ভরসা সেই মোদি , অমিত শা ।‌ দলের সংগঠনের থেকে রাজ্য বিজেপি মনে করে মোদি এবং অমিত শা ই বাংলার ইনলেকশন পার করে দেবে ।‌ রাজ্যের সংগঠন ততটা পোক্ত নয় । তবুও রাজ্য বিজেপি নেতারা মনে করে , সংগঠনের থেকেও মোদি অমিত শা বাংলার নিবাচনের দায়িত্ব নেবে । তাতেই বাজি মাত হবে বঙ্গে?? 25 মত প্রধানমন্ত্রী জনসভা , প্রায় কাছাকছি অমিত শার সভা বাংলা বিজেপি কে তরতাজা করে দেবে । মত এক বিজেপির রাজ্য নেতার । সূত্রের খবর , এই মাসের শেষে বা সামনের মাসেই অমিত শা আসতে পারেন সাংগঠনিক বৈঠক করতে । এই বৈঠক ই দলের খোল নোলচে বদলে দেবেন তিনি । দল কে করবেন নিবাচন মুখি ।‌রাজ্য সভাপতির মতে " নিবাচন জেতাতে অমিত শার বিকল্প নেই সারা ভারত বর্ষে " . দলের মতে , প্রচারে এবার সব চেয়ে জোর দেওয়া হবে নারী নির্যাতন , রাজ্য সরকারের দুর্নীতি , বিজেপির সুশাসন এবং হিন্দুত্ব । বিরোধী দল নেতা এরমধ্য বলেছেন , বিজেপি ক্ষমতায় আসলে লক্ষী ভান্ডার তিন হাজার করা হবে । একদিকে মোদি ময় প্রচার আর অন্য দিকে ডোল পলিটিকস সহ নানা প্রতিশ্রুতি বন্য এবার 26 নির্বাচনের প্রধান হাতিয়ার হবে রাজ্য বিজেপির ।বিহার নির্বাচনের পর তার প্রস্তূতি শুরু হলো ।
173
comment0
Report
BMBiswajit Mitra
Nov 16, 2025 05:02:56
Ranaghat, West Bengal:নদিয়া *দৃষ্টিহীন, তবুও সংসারের হাল ধরেছেন তিনি , হাতের স্পর্শে অবলীলায় সাইকেল,ভ্যান,রিকশা মেরামত করেন ৬৫ ঊর্ধ্ব এক অন্ধ বৃদ্ধ* দুচোখে দেখতে পান না। তবুও থেমে নেই তাঁর জীবনযুদ্ধ। নদিয়ার শান্তিপুর থানার বাথানগাছির বাসিন্দা কৃষ্ণধন সরকার, বয়স ৬৫-এর বেশি। সম্পূর্ণ অন্ধ হয়ে যাওয়ার পরও গত পনেরো বছর ধরে অবলীলায় সাইকেল সারাচ্ছেন তিনি। চোখে আলো না থাকলেও হাতের স্পর্শই তাঁর ভরসা। আশ্চর্যের বিষয়, গ্রাহক টাকা দিলে হাতে নিয়েই বলে দিতে পারেন কোন নোট কত টাকা। শুধু সাইকেল নয় , দুই চাকার বাইসাইকেল থেকে তিন চাকার রিকশা ও ভ্যান, সবই তাঁর অভিজ্ঞ হাতের ছোঁয়ায় মুহূর্তেই ঠিক হয়ে যায়। প্রায় পঞ্চাশ বছর আগে ছোট্ট একটি সাইকেল মেরামতির দোকান দিয়ে তাঁর কর্মজীবনের শুরু। তখন দুচোখই ছিল ঠিকঠাক। কিন্তু প্রায় ১৫ বছর আগে চোখের সমস্যা বাড়তে থাকে। চিকিৎসা করিয়েও কোনো উন্নতি হয়নি। শেষ পর্যন্ত সম্পূর্ণ অন্ধত্ব নেমে আসে তাঁর জীবনে। হঠাৎ করে অন্ধকার ঘিরে ধরলেও কৃষ্ণধন বাবু থেমে থাকেননি। কারণ সংসার চালানোর দায়, ছোট সন্তানের ভবিষ্যৎ এসব ভেবেই তিনি আবার দোকান খুলে বসেন ঘরেই। শুরুর দিকে কিছুটা সমস্যা হলেও সময়ের সঙ্গে সঙ্গে অন্ধ অবস্থাতেই সাইকেল মেরামতের অভ্যাস তৈরি হয় তাঁর। এখন যেকোনো যান্ত্রিক সমস্যার সমাধান তিনি চোখ বন্ধ করেই নিমিষে করে ফেলেন। আশেপাশের লোকজনের মতে, “এ যেন স্বয়ং বিশ্বকর্মার আশীৰ্বাদ! নইলে অন্ধ একজন মানুষ এত নিখুঁতভাবে এত বছর ধরে কি ভাবে এমন কাজ করে যেতে পারেন?” কৃষ্ণধন বাবুর স্ত্রীও চোখের রোগে ভুগছেন; তাঁরও দৃষ্টিশক্তি কমে গেছে। সংসারের আর্থিক হাল ধরেছে তাঁদের একমাত্র ছেলে, যার জীবিকা টোটো চলানো পাশাপাশি বাবার কাজে সহযোগিতা করেন । কৃষ্ণধন বাবু বর্তমানে প্রতিবন্ধী ভাতা হিসেবে পান মাত্র এক হাজার টাকা। সরকারি ওই সহযোগিতা আর সাইকেল সারানোর সামান্য রোজগারেই কোনোমতে চলে সংসার। তবে আগের মতো আর সাইকেল ভ্যান রিক্সা সরায়েল কাজ তেমন নেই। তবুও জীবনের কাছে হার মানেননি তিনি। বয়স্ক শরীর, দৃষ্টিহীনতা সব বাধা উপেক্ষা করে এখনও প্রতিদিন লড়াই করে যান সংসারের জন্য। তাঁর এই জীবনযুদ্ধ, সংগ্রাম আর অদম্য ইচ্ছাশক্তিকে কুর্নিশ জানাচ্ছেন এলাকার সকলেই। সত্যিই, আলো না দেখেও যিনি নিজের কর্মদক্ষতায় অন্যের পথ আলোকিত করেন নদিয়ার শান্তিপুর বাথানগাছি এলাকার বাসিন্দা কৃষ্ণধন সরকার।
143
comment0
Report
CDChampak Dutta
Nov 16, 2025 05:01:09
Kaji Chak, West Bengal:কাউন্সিলরদের কোন্দলে বর্তমানে চেয়ারম্যান বিহীন তৃণমূল পরিচালিত পৌরসভা!চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান দলীয় নির্দেশ মেনে বেশ কয়েকদিন আগে চেয়ারম্যানের পদ থেকে ইস্থফা দেন ঘাটালে মহকুমাশাসকের কাছে। লোকসভায় ভোটের ফলাফলের হিসেব অনুযায়ী পৌরসভার দশটি ওয়ার্ডের মধ্যে,২-৮ নাম্বার ওয়ার্ডে তৃণমূল এগিয়ে থাকলেও বাকি সমস্ত ওয়ার্ডেই পিছিয়ে ছিল শাসক দল তৃণমূল।রাজ্য তৃণমূল নেতৃত্বের নির্দেশে তাই ফল খারাপ হওয়ার জন্য দুর্গাশঙ্কর পানকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পৌর চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিতে হয়েছে।তার পরিবর্তে ক্ষীরপাই পৌরসভার ১০ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ দাসকে পৌরসভার চেয়ারম্যান করা হবে বলে ঘোষণা করে তৃণমূলের নেতৃত্ব।এতেই বেঁকে বসে অন্যান্য কাউন্সিলগুলা, বিকাশকে মেনে নেবে না বলে লিখত আকারে জেলা তৃণমূল নেতৃত্বের কাছে জানিয়ে দেন কাউন্সিলরা।কারণ বিকাশ দাস ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আর সেই ১০ নাম্বার ওয়ার্ডে ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল।তার পরিবর্তে অন্য কাউকেও চেয়ারম্যান করা হোক এই দাবি নিয়ে দলের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন জানান তারা।এই দোলাচল অবস্থায় বর্তমানে পৌরসভা চেয়ারম্যান আসনটি শূন্য। আর এতেই পৌরবাসী সহ পৌর উন্নয়নের কাজে ব্যাঘাত ঘটবে বলে দাবি তুলে সরব বিজেপি।বিকাশ দাসের সাথে একটি পুরানো ছবি তাদের সামাজিক মাধ্যমে প্রকাশ করে বিকাশ দাস দল ছাড়লেও এখনও তাদের মতাদর্শ নিয়ে চলে তাই তাকে তৃণমূলের তরফে ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান ঘোষণা করে পরিষেবার ক্ষেত্রে পৌরবাসীকে কটাক্ষের ছলে আশ্বস্ত করেছেন বিজেপি।তবে গোটা ঘটনায় তৃণমূলের এই কলহকে ধামাচাপা দিতে ব্যস্ত তৃণমূল নেতারা।তবে তৃণমূল নেতৃত্বের দাবী তত্বাবোধক হিসেবে পৌর সভা চালাচ্ছে প্রাক্তন পৌর চেয়ারম্যান দূর্গাশঙ্কর পান। তবে এই বিষয়ে কোন প্রতিক্রিয়া দেয়নি দলীয় ভাবে ঘোষনা করা পৌর চেয়ারম্যান বিকাশ দাস। গোটা ঘটনায় ইতিমধ্যে শুরু হয়েছে শোরগোল।
266
comment0
Report
AMANIL MOHANIA
Nov 16, 2025 04:46:44
Nalhar, Haryana:फिरोजपुर झरका में आतंकी उमर का ATM में जाने का वीडियो\n\nदिल्ली में हुए ब्लास्ट मामले में जांच एजेंसियों ने नूंह के डेरा डाला हुआ है। केंद्रीय जांच एजेंसियों को शनिवार को नूंह जिले में एक अहम सफलता हाथ लगी है। नूंह जिले में जहां कई जगह आतंकी डॉ उमर की गतिविधियां देखी गई है, वहीं फिरोजपुर झिरका शहर के एक एटीएम से भी आतंकी पैसे निकालता हुआ दिखाई दे रहा है। करीब 5 मिनट के इस वीडियो में यह साफ दिखाई दे रहा है कि आतंकी अपनी i 20 कार से उतरता है और शहर के एचडीएफसी एटीएम से पैसे निकालने का प्रयास करता है।\n\nजानकारी के मुताबिक जिस दिन दिल्ली में ब्लास्ट हुआ उसी दिन आतंकी डॉक्टर उमर नूंह से i20 कार लेकर निकला था। डॉ उमर की यही कार फिरोजपुर झिरका एरिया में दिल्ली-मुंबई-वडोदरा एक्सप्रेसवे पर एक टोल प्लाजा के सीसीटीवी में कैद हो चुकी थी, जिससे उसकी आवाजाही का पैटर्न साफ हो रहा है। अब उसी एरिया का एक और सीसीटीवी वीडियो सामने आया है। जिसमें सफेद रंग की i20 कार साफ दिखाई दे रही है। यह सीसीटीवी वीडियो फिरोजपुर झिरका शहर के बीवां रोड का हैं। जहां लगे HDFC बैंक के एटीएम में आतंकी डॉक्टर उमर पैसे निकालने के लिए आया था।\n\nआतंकी डॉक्टर उमर की गाड़ी 9 नवंबर की रात 01:01 मिनट पर एटीएम मशीन के बाहर रुकती है। उमर गाड़ी से उतरकर पहले चेहरे को मास्क से ढकता है और बाद में एटीएम मशीन के अंदर पैसे निकालने का प्रयास करता है। करीब 4 मिनट तक उमर एटीएम मशीन के अंदर ही रहता है और पैसे निकालने का प्रयास करता है। लेकिन एटीएम मशीन में पैसे नहीं होने से वह वहां मौजूद गार्ड से बात करने लगता है।\n\nसूत्रों की माने तो उमर ने एटीएम पर तैनात गार्ड से 50- 60 हजार रुपये निकलवाने की बात कही। लेकिन गार्ड ने एटीएम मशीन में पैसे नहीं होने की बात कही । जिसके बाद उमर ने गार्ड को लालच दिया कि वह किसी अन्य एटीएम मशीन से पैसे निकलवादों तो उसे 5 हजार रुपए लालच दिया। इस पर गार्ड आतंकी डॉक्टर उमर की गाड़ी में बैठ गया और शहर की तरफ अन्य एटीएम मशीनों से पैसे निकलवा दिए। करीब 20 मिनट बाद यानी 1:24 मिनट पर आतंकी उमर फिर से अपनी i20 कार लेकर एटीएम मशीन पर आया और गाड़ी में सवार गार्ड को वहीं छोड़ दिया। जिसके बाद वह दिल्ली मुंबई एक्सप्रेसवे से होते हुए दिल्ली की और निकल गया। फिर करीब 10 मिनट बाद उसकी गाड़ी टोल प्लाजा से गुजरती हुई दिखाई दी।
137
comment0
Report
CDChampak Dutta
Nov 16, 2025 04:34:48
Kaji Chak, West Bengal:ईक़ो टूरिज्म पार्क के बयाल दशा, अघाघागा घास-फूस से घिरा इलाका, झूलते टूटे डोलना, बोटिंग बंद; नाहीं है नियंत्रण। पश्चिम मेदिनीपुर जिले के घाटाल के हरिसिंहपुर क्षेत्र में स्थित घाटाल ईको टूरिज्म पार्क, घाटाल शहर व ग्रामिण इलाके के मनोरंजन का एकमात्र केंद्र है, जिसकी देखरेख घाटाल पंचायत समिति करती है। पार्क में प्रवेश के लिए दस रुपयों का टिकट लगता है; कई सालों से पार्क में बोटिंग आदि व्यवस्थाएं बंद पड़ी हैं। दिसंबर महीने के करीब घाटाल नगर क्षेत्र समेत व्यापक क्षेत्र के एकमात्र मनोरंजन स्थल ईको टूरिज्म पार्क है। सेवाओं के असंतोष के चलते पर्यटकों की संख्या घट गई है। पार्क के कर्मचारियों का कहना है कि अगर संरचना में थोड़ा भी सुधार नहीं किया गया तो पर्यटक पार्क में नहीं आ पाएंगे। अब देखते हैं कि न्यू ईयर या बड़े दिन से पहले पर्यटकों को आकर्षित करने के लिए घाटाल पंचायत समिति क्या कदम उठाती है।
196
comment0
Report
RRRakesh Ranjan
Nov 16, 2025 04:32:52
Noida, Uttar Pradesh:लखनऊ में Ola के कर्मचारियों ने बेटे के सामने ही पिता को जमकर पीटा। बेटे ने जब घटना का वीडियो बनाने की कोशिश की, तो हमलावरों ने उसे 200 मीटर तक दौड़ाया। गालियां दीं। युवक जैसे-तैसे भागकर पुलिस के पास पहुंचा और पूरी बात बताई। घटना गुडंबा थाना क्षेत्र में रिंग रोड स्थित Ola सर्विस सेंटर में शनिवार को हुई। यहां स्टाफ ने कस्टमर के साथ मारपीट की। बताया जा रहा है कि पिता-पुत्र गाड़ी की सर्विसिंग कराने आए थे। इस दौरान किसी बात को लेकर कहासुनी हो गई। इसके बाद कर्मचारियों ने हमला कर दिया। इस पूरी घटना का वीडियो भी सामने आया है। वीडियो में साफ दिख रहा है कि कर्मचारी कस्टमर को बुरी तरह से पीट रहे हैं। फिर 2 अन्य कर्मचारी भागते हुए आते हैं और हमला कर देते हैं। तमाम लोग वहां मौजूद थे, जो उन लोगों को रुकने के लिए कह रहे थे। लेकिन, दबंग कर्मचारी किसी की सुनने को तैयार नहीं थे। गुडंबा के कल्याणपुर में रिंग रोड पर Ola सर्विस सेंटर है। आशियाना के रवि खंड में रहने वाले मनोज श्रीवास्तव अपने बेटे हर्ष के साथ दोपहर में Ola स्कूटी की सर्विस कराने आए थे। हर्ष ने कर्मचारियों से स्कूटी के बारे में पूछा तो सही जानकारी नहीं मिली। इस पर सुपरवाइजर का नंबर मांगा तो एक कर्मचारी गाली देने लगा। अजय यादव, प्रियांशु द्विवेदी, अभिषेक मिश्रा, शुभम श्रीवास्तव, अभिषेक राजपूत और अन्य लोगों को बुला लिया। इन लोगों ने बिना कुछ बातचीत किए हाथापाई शुरू कर दी। सड़क पर मारने लगे। हर्ष पिता के साथ हो रही मारपीट का वीडियो बनाने लगा तो कर्मचारियों ने उसे भी मारने के लिए दौड़ा लिया। हर्ष का कहना है कि करीब 200 मीटर तक मारने के लिए दौड़ाते रहे। पीछे से गंदी-गंदी गाली भी दे रहे थे। किसी तरह वहां से भागकर पुलिस को सूचना दी। आरोपी मोबाइल से वीडियो डिलीट करवाने चाहते थे। पुलिस ने मारपीट के मामले में अजय यादव, प्रियांशु द्विवेदी, शुभम श्रीवास्तव और अभिषेक राजपूत को हिरासत में लिया है। आरोपियों से पूछताछ की जा रही है।
233
comment0
Report
PDPradyut Das
Nov 16, 2025 04:32:18
116
comment0
Report
Advertisement
Back to top