Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

इम्फाल महिला फुटबॉल लीग में बढ़त, फाइनल से पहले लिस्टमें गुवाहाटी को चुनौती

PDPradyut Das
Nov 16, 2025 06:33:31
Jalpaiguri, West Bengal
অল ইন্ডিয়া ইন্টার‌ সাই‌ ফুটবল প্রতিযোগিতায় মহিলাদের বিভাগে লিগ পর্যায়ের খেলা জলপাইগুড়িতে চলছে। মহিলাদের খেলায় ইতিমধ্যেই গৌহাটিকে হারিয়ে এগিয়ে রয়েছে ইম্ফল। অন্যদিকে কলকাতার সাই দলেরকে হারিয়ে প্রতিযোগিতায় টিকে রয়েছে গৌহাটি দল। লিগ পর্যায়ে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুটি দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর সোমবার। মূলত বি সি রায় ট্রফি চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় স্তরের ফুটবল দল গড়তেই এই প্রতিযোগিতার আয়োজন। ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে গড়া হবে জাতীয় দল। উপস্থিত রয়েছেন সাইয়ের বিভিন্ন কর্মকর্তারা। রয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কর্মকর্তারাও। প্রতিযোগিতায় ত্রিবান্দ্রম, ইম্ফল, গৌহাটি ও কলকাতার দলগুলো বেশ ভালো খেলছে বলে উদ্যোক্তারা জানান।
82
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ABArup Basak
Nov 16, 2025 07:53:29
Mal Bazar, West Bengal:ডুয়ার্সের লক্ষীপাড়া চা বাগানে শনিবার বিকেলে বন্যা–ক্ষতিগ্রস্ত শ্রমিকদের হাতে ত্রাণ বিতরণ করতে আসেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে জন বার্লার বাড়ির সামনের রাস্তায় পৌঁছালে গাড়ি থেকেই বার্লার সঙ্গে সৌজন্য বিনিময় করেন তিনি। সস্ত্রীক বার্লা সেখানে দীর্ঘক্ষণ গুরুং–এর অপেক্ষায় দাঁড়িয়ে থাকলেও, গুরুং নিজে আর তার বাড়িতে প্রবেশ করেননি। যদিও গুরুং বিষয়টি ব্যস্ত কর্মসূচির চাপ বলে ব্যাখ্যা করেছেন, তবে রাজনৈতিক মহলে জল্পনা—আগামী বিধানসভা নির্বাচনের আগে তিনি হয়তো জন বার্লা থেকে দূরত্ব বজায় রাখতে চাইছেন। উল্লেখ্য, একসময় জন বার্লা ও বিমল গুরুং জোট বেঁধে ডুয়ার্সে পঞ্চায়েত নির্বাচনে লড়েছিলেন। ২০২৩ সালের মার্চে বার্লা বাড়িতে সময় কাটানো ও খাবারদাবারের স্মৃতিও তাজা। তাই এদিনের দৃশ্য অনেকের নজর কাড়ে। এদিন গুরুং জানান, রাজনীতিতে তিনি সক্রিয় থাকছেন এবং কয়েক মাস পর অনুষ্ঠিত হতে গিয়ে বিধানসভা নির্বাচনে অংশ নেবেন। তবে নিজে প্রার্থী হবেন নাকি কোনও রাজনৈতিক দলকে সমর্থন করবেন, তা নিয়ে এখনই সিদ্ধান্ত নেননি। আপাতত তিনি ত্রাণ বিতরণ নিয়েই ব্যস্ত। অন্যদিকে, জন বার্লার দাবি—“উনি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ দিতে এসেছিলেন। ব্যস্ততার কারণেই আমার বাড়িতে ঢুকতে পারেননি।” লক্ষীপাড়ায় দুই নেতার এই দূরত্ব দীর্ঘমেয়াদে কী রাজনৈতিক বার্তা দেয়, তা নিয়ে জল্পনা তুঙ্গে。
73
comment0
Report
BMBiswajit Mitra
Nov 16, 2025 07:53:10
Ranaghat, West Bengal:রাণাঘাটে জীবিত মানুষকে ‘মৃত’ দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ। আতঙ্কে দিন কাটছে প্রায় সত্তর বছরের বৃদ্ধা ছায়ারাণী রায়-এর। নদিয়ার রাণাঘাট পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্যকর ঘটনা। নির্বাচন কমিশনের ভুলে জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকার বাসিন্দা ছায়ারাণী রায় জানান, ২০০২ ও ২০২২ সালের পৌরসভার ভোটার তালিকায় তাঁর নাম নিয়মিতভাবে ছিল। কিন্তু ২০২৩ সাল থেকে হঠাৎই তাঁকে মৃত হিসেবে চিহ্নিত করে ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়। ঘটনার পর ছায়ারাণী রায় অনলাইনে একাধিকবার আবেদন জানান এবং বিষয়টি সমাধানের জন্য বারবার ঘুরেছেন রাণাঘাট ১ নম্বর ব্লকের বিডিও অফিসে। তবুও কোনো সুরাহা মেলেনি। সর্বশেষ প্রকাশিত ২০২৫ সালের ভোটার তালিকাতেও তাঁর নাম নেই। এই পরিস্থিতিতে প্রবল উদ্বেগে দিন কাটছে ছায়ারাণী রায়ের। ওই বুথের বি ল ও সরজিত বিশ্বাস বলেন, ওনার ফর্ম আসেনি। তাই ডিস্ট্রিবিউশন করতে পারিনি। বাড়ির অন্যান্য সদস্যদের ফর্ম এসেছে, কিন্তু কি কারনে ওনারটা আসেনি, সেটা জানা নেই। আমি নতুন বিএলও। তাই বিষয়টি পুরোপুরি জানা নেই। তবে বিষয়টি নিয়ে দেখবো।
78
comment0
Report
NRNarayan Roy
Nov 16, 2025 07:52:50
66
comment0
Report
ABArup Basak
Nov 16, 2025 07:52:35
Mal Bazar, West Bengal:*জঙ্গলের রাস্তায় মৃত দুটি হরিন...* ডুয়ার্সের লাটাগুড়ির গরুমারা জঙ্গলের বুক চিরে যাওয়া জাতীয় সড়কের ওপর দুটি হরিণের দেহ উদ্ধার। রবিবার সকালে একটি বার্কিং ও একটি সম্বর হরিণের দেহ উদ্ধার করল বন দফতরের কর্মীরা। জানা গিয়েছে,এদিন সকালে ওই দুটি হরিণকে জাতীয় সড়কের ওপরে পড়ে থাকতে দেখতে পায়otel পথ চলতি মানুষ। এরপর খবর দেওয়া হয় বন দফতরকে। পরে বন কর্মীরা এসে দুটি হরিণকে উদ্ধার করে নিয়ে যায়। শনিবার রাতে গাড়ির ধাক্কায় দুটি হরিণের মৃত্যু হতে পারে বলে অনুমান‌ বন‌ দফতরের। যদিও বন দফতর সূত্রে জানা গিয়েছে,ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে。 1611ZG_MAL_DEER_DEATH_R
55
comment0
Report
SCSaurav Chaudhuri
Nov 16, 2025 06:32:45
Jhargram, West Bengal:রাস্তার দাবিতে ঝাড়গ্রাম পৌরসভা একমাত্রা রাজ্য সড়ক ৫নং রাজ্য সড়ক অবরোধ করল সিপিআইএম। ঝাড়গ্রাম পৌরসভার সমস্ত রাস্তা বেহাল দশা গত কয়েক বছর ধরে। অধিকাংশ রাস্তায় বড় বড় গর্ত বার বার পৌরসভাকে জানিয়েও কোন কাজ না হওয়ার ফলে রাস্তা অবরোধ। এর আগেও বেহাল রাস্তা নিয়ে এলাকার মানুষ রাস্তা অবরোধ করেছিল। সে সময়ে পতিশ্রুতি দেওয়া হয় রাস্তা মেরামতের। কিন্তু আজও সেই রাস্তা মেরামত হয়নি—প্রায় দিন দূর্ঘটনা লেগেই রয়েছে। তার পরেও হুশ নেই পৌরসভার তাই আজ সকাল থেকে রাজ্য সড়ক অবরোধ করা হয় সিপিআইএম দলের পক্ষ থেকে। রাস্তা অবরোধে আটকে বহু দূরপাল্লার গাড়ি। ঝাড়গ্রামও বাঁকুড়া এবং পুরুলিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে রাস্তা অবরোধের জেরে। ঘটনা স্থলে ঝাড়গ্রাম থানার পুলিশ।
169
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 16, 2025 06:00:47
Rajpur Sonarpur, West Bengal:জয়নগর-২ ব্লকে ভোটাধিকার হারানোর আতঙ্ক, ২০০২ সালের ভোটার তালিকা থেকে শতাধিক নাম উধাও তিন–চার পুরুষ ধরে, কেউ আবার এক শতাব্দীরও বেশি সময় ধরে এই দেশেই বাস। কারও কাছে রয়েছে ৮০, ১০০ কিংবা তার বেশি বছরের জমির প্রাচীন দলিলও। তবুও ভোটাধিকার হারানোর গভীর আতঙ্কে দিন কাটছে জয়নগর-২ ব্লকের গরদেওয়ানি পঞ্চায়েতের মোল্লার চক, বামনের চক ও ঠাকুরের চক গ্রামের শতাধিক বাসিন্দার। অভিযোগ, অজ্ঞাত কারণে ২০০২ সালের ভোটার তালিকায় তাঁদের নাম নেই। অথচ তার আগের তালিকায় নাম রয়েছে, পরের তালিকাতেও নাম আছে। শুধু তাই নয়, প্রয়োজনীয় ১১টি নথির কোনওটিই তাঁদের কাছে নেই বলে দাবি। এই কারণেই আতঙ্ক আরও বেড়েছে। প্রতিদিন সকাল থেকে প্রয়োজনীয় কাগজপত্র হাতে এসআইআর সহায়তা শিবিরে ছুটছেন তাঁরা। অনেকেরই চোখে জল, ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, তাঁদের কাছে ১৯৯৫ সালের ভোটার কার্ড রয়েছে, এমনকি ২০২৪ সালের লোকসভা ভোটেও তাঁরা ভোট দিয়েছেন। তাঁদের ভাই বা আত্মীয়দের নাম ২০০২ সালের তালিকায় থাকা সত্ত্বেও কীভাবে তাঁদের ভোটাধিকার চলে যাবে, সেই প্রশ্ন তুলেছেন তাঁরা। তৃণমূল নেতৃত্ব জানিয়ে দিয়েছে—একজন যোগ্য মানুষের ভোটাধিকার তাঁরা কখনও কেড়ে নিতে দেবেন না। প্রয়োজনে প্রশাসনের কাছে গণবিক্ষোভে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন দলীয় নেতৃত্ব।
261
comment0
Report
NRNarayan Roy
Nov 16, 2025 06:00:27
Siliguri, West Bengal:শিলিগুড়িতে জোড়া মৃতদেহ উদ্ধার , দম্পতির মৃতদেহ ঘিরে ঘনাচ্ছে রহস্য শিলিগুড়ির ভোলানাথা পাড়ার বাসিন্দা তপন মন্ডল ও অনিমা মন্ডল। এই দম্পতি বহুদিনের বাসিন্দা এলাকার। দুই ছেলে রয়েছে তাদের। স্থানীয় একটি কারখানায় কাজ করেন অনিমা মন্ডল ও রাজমিস্ত্রীর কাজ করেন তপন মন্ডল। পরিবার সুত্রে খবর , প্রতিদিনের মতই দম্পতি কাজে বের হন। কিন্তু প্রতিদিন সন্ধ্যা ৭ থেকে ৮ মধ্যে ফিরে আসলো না। রাত যত বাড়ে উদ্বেগ বাড়ে পরিবারের। বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেন দম্পতির দুই ছেলে। কিন্তু মা বাবার খোঁজ পায় না। এভাবেই রাত কাটে। যোগাযোগ করেন আশিঘর ফাঁড়ির পুলিশের সাথে। রবিবার ভোর থেকে আবার খোঁজ শুরু করেন পরিবার। দেখা যায় , সাহুনদীর পাশে সাইকেল পড়ে রয়েছে। কিছুটা এগোলে দম্পতির পরিচিত সদস্যরা আতঙ্কিত হন। অনিমা মন্ডলের গলা কাটা রক্তাক্ত দেহ নদীর পাশে পড়ে রয়েছে। নদীর পেরিয়ে কিছুটা দূরে গাছে সাথে ঝুলছে তপন মন্ডলের দেহ। ঘটনায় মুহুর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দম্পতির দুই ছেলে মৃতদেহ সনাক্ত করেন। ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। তবে এটা খুন না আত্মহত্যা ? কোন রহস্য রয়েছে এর পেছনে তার কোন প্রাথমিক ধারনা নেই। দম্পতির ছেলে সুজন রায় বলেন , "গতকাল থেকেই বাড়ি ফেরেনি। প্রতিদিন দুনজনে কাজ সেরে বাজার করে সন্ধ্যার মধ্যে বাড়ি ফেরে। గతকাল না ফেরায় আমরা থানায় যোগাযোগ করি , নিজেরা খোঁজ শুরু করি। কিন্তু পাইনি। আজ সকালে এখানে এই অবস্থায় উদ্ধার হয়। কোন সমস্যা, বিবাদ কিছুই নেই। কি কারনে এই ঘটনা তা আমরা বুঝতে পারছি না।"
186
comment0
Report
NHNantu Hazra
Nov 16, 2025 05:17:50
Salt Lake City, Utah:Bidhan Nagar Cyber ​​Crime Police arrested a person for allegedly posting obscene pictures on social media. সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি পোস্ট করা অভিযোগে একজনকে গ্রেফতার করল বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতের নাম পিন্টু দাস। উত্তর ২৪ পরগনার দেগঙ্গা এলাকা থেকে গ্রেফতার করেছে বিধান নগর সাইবার ক্রাইম থানা পুলিশ। পুলিশ সূত্রের খবর, চলতি বছরের সেপ্টেম্বর মাসে সল্টলেকে বাসিন্দা এক মহিলা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দেন যে, তার অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। এই ছবি পোস্ট করেছে পিন্টু দাস। পিন্টু দাস তার স্বামী। তার সাথে বিবাহবিচ্ছেদে মামলা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে পূর্ব পরিচিত বান্ধবীকে বিয়ে করে পিন্টু দাস। বিয়ের পর বেশ কিছু অশ্লীল ছবি নিজের মোবাইলে তুলে রাখে পিন্টু। কিছুদিন ধরে স্ত্রীর সাথে পিন্টুর ঝামেলা চলছে। স্ত্রীকে মারধর করার অভিযোগও পিন্টুর বিরুদ্ধে। কয়েকদিন আগে স্ত্রীর অশ্লীল ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পিন্টু দাস। ফেসবুকে অশ্লীল ছবি দেখে গত সেপ্টেম্বর মাসে বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্ত হন সল্টলেকের বাসিন্দা ওই মহিলা। পিন্টু দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তার স্ত্রী। বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্ত নেমে দেগঙ্গা থেকে পিন্টু দাসকে গ্রেফতার করে। আজ ধৃতকে বিধান নগর মহকুমা আদালতে তোলা হবে।
102
comment0
Report
TCTathagata Chakraborty
Nov 16, 2025 05:04:30
Rajpur Sonarpur, West Bengal:সোনারপুর চাকবেড়িয়ায় দুঃসাহসিক চুরি, সাহাবুদ্দিন সরদারের বাড়ি থেকে নগদ–গয়না সব খোয়া সোনারপুরের চাকবেড়িয়া এলাকায় চাঞ্চল্য। টানা ১০ দিন পর রবিবার সকালে বাড়ি ফিরে দুঃস্বপ্নে পড়লেন সাহাবুদ্দিন সরদার এবং তাঁর পরিবার। নিউটাউনের শ্বশুরবাড়ি থেকে ফিরে প্রথমে দেখেন, সদর দরজায় তালা অক্ষত। কিন্তু ভেতরে ঢুকতেই দেখা যায় মেন গেটের তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। ঘরের দু’টি কক্ষের সমস্ত জিনিসপত্র তছনছ। আলমারি শাবলজাতীয় ভারী কোনো যন্ত্র দিয়ে ভেঙে ফেলা হয়েছে। পরিবারের দাবি, মেয়ের বিয়ের জন্য বাড়িতে রাখা ছিল নগদ ৫ লক্ষ টাকা এবং সাড়ে চার লক্ষ টাকার সোনার গয়না—সবটাই চুরি গেছে। এলাকার বাসিন্দারা অভিযোগ, সাম্প্রতিক কালে চাকবেড়িয়া এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটছে। রাতের বেলায় মদ্যপ ও দুষ্কৃতিকারীদের আনাগোনাও নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। চুরির এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশে খবর দেওয়া হয়েছে। তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ।
128
comment0
Report
MCMoumita Chakraborty
Nov 16, 2025 05:03:03
Kolkata, West Bengal:সংগঠন নেই , মুখ নেই , বঙ্গে নির্বাচন জিততে রাজ্য বিজেপির ভরসা সেই মোদি , অমিত শা? বঙ্গে জয়ের জন্য বা বিধানসভা নির্বাচনের জন্য রাজ্য বিজেপির ভরসা সেই মোদি , অমিত শা ।‌ দলের সংগঠনের থেকে রাজ্য বিজেপি মনে করে মোদি এবং অমিত শা ই বাংলার ইনলেকশন পার করে দেবে ।‌ রাজ্যের সংগঠন ততটা পোক্ত নয় । তবুও রাজ্য বিজেপি নেতারা মনে করে , সংগঠনের থেকেও মোদি অমিত শা বাংলার নিবাচনের দায়িত্ব নেবে । তাতেই বাজি মাত হবে বঙ্গে?? 25 মত প্রধানমন্ত্রী জনসভা , প্রায় কাছাকছি অমিত শার সভা বাংলা বিজেপি কে তরতাজা করে দেবে । মত এক বিজেপির রাজ্য নেতার । সূত্রের খবর , এই মাসের শেষে বা সামনের মাসেই অমিত শা আসতে পারেন সাংগঠনিক বৈঠক করতে । এই বৈঠক ই দলের খোল নোলচে বদলে দেবেন তিনি । দল কে করবেন নিবাচন মুখি ।‌রাজ্য সভাপতির মতে " নিবাচন জেতাতে অমিত শার বিকল্প নেই সারা ভারত বর্ষে " . দলের মতে , প্রচারে এবার সব চেয়ে জোর দেওয়া হবে নারী নির্যাতন , রাজ্য সরকারের দুর্নীতি , বিজেপির সুশাসন এবং হিন্দুত্ব । বিরোধী দল নেতা এরমধ্য বলেছেন , বিজেপি ক্ষমতায় আসলে লক্ষী ভান্ডার তিন হাজার করা হবে । একদিকে মোদি ময় প্রচার আর অন্য দিকে ডোল পলিটিকস সহ নানা প্রতিশ্রুতি বন্য এবার 26 নির্বাচনের প্রধান হাতিয়ার হবে রাজ্য বিজেপির ।বিহার নির্বাচনের পর তার প্রস্তূতি শুরু হলো ।
173
comment0
Report
BMBiswajit Mitra
Nov 16, 2025 05:02:56
Ranaghat, West Bengal:নদিয়া *দৃষ্টিহীন, তবুও সংসারের হাল ধরেছেন তিনি , হাতের স্পর্শে অবলীলায় সাইকেল,ভ্যান,রিকশা মেরামত করেন ৬৫ ঊর্ধ্ব এক অন্ধ বৃদ্ধ* দুচোখে দেখতে পান না। তবুও থেমে নেই তাঁর জীবনযুদ্ধ। নদিয়ার শান্তিপুর থানার বাথানগাছির বাসিন্দা কৃষ্ণধন সরকার, বয়স ৬৫-এর বেশি। সম্পূর্ণ অন্ধ হয়ে যাওয়ার পরও গত পনেরো বছর ধরে অবলীলায় সাইকেল সারাচ্ছেন তিনি। চোখে আলো না থাকলেও হাতের স্পর্শই তাঁর ভরসা। আশ্চর্যের বিষয়, গ্রাহক টাকা দিলে হাতে নিয়েই বলে দিতে পারেন কোন নোট কত টাকা। শুধু সাইকেল নয় , দুই চাকার বাইসাইকেল থেকে তিন চাকার রিকশা ও ভ্যান, সবই তাঁর অভিজ্ঞ হাতের ছোঁয়ায় মুহূর্তেই ঠিক হয়ে যায়। প্রায় পঞ্চাশ বছর আগে ছোট্ট একটি সাইকেল মেরামতির দোকান দিয়ে তাঁর কর্মজীবনের শুরু। তখন দুচোখই ছিল ঠিকঠাক। কিন্তু প্রায় ১৫ বছর আগে চোখের সমস্যা বাড়তে থাকে। চিকিৎসা করিয়েও কোনো উন্নতি হয়নি। শেষ পর্যন্ত সম্পূর্ণ অন্ধত্ব নেমে আসে তাঁর জীবনে। হঠাৎ করে অন্ধকার ঘিরে ধরলেও কৃষ্ণধন বাবু থেমে থাকেননি। কারণ সংসার চালানোর দায়, ছোট সন্তানের ভবিষ্যৎ এসব ভেবেই তিনি আবার দোকান খুলে বসেন ঘরেই। শুরুর দিকে কিছুটা সমস্যা হলেও সময়ের সঙ্গে সঙ্গে অন্ধ অবস্থাতেই সাইকেল মেরামতের অভ্যাস তৈরি হয় তাঁর। এখন যেকোনো যান্ত্রিক সমস্যার সমাধান তিনি চোখ বন্ধ করেই নিমিষে করে ফেলেন। আশেপাশের লোকজনের মতে, “এ যেন স্বয়ং বিশ্বকর্মার আশীৰ্বাদ! নইলে অন্ধ একজন মানুষ এত নিখুঁতভাবে এত বছর ধরে কি ভাবে এমন কাজ করে যেতে পারেন?” কৃষ্ণধন বাবুর স্ত্রীও চোখের রোগে ভুগছেন; তাঁরও দৃষ্টিশক্তি কমে গেছে। সংসারের আর্থিক হাল ধরেছে তাঁদের একমাত্র ছেলে, যার জীবিকা টোটো চলানো পাশাপাশি বাবার কাজে সহযোগিতা করেন । কৃষ্ণধন বাবু বর্তমানে প্রতিবন্ধী ভাতা হিসেবে পান মাত্র এক হাজার টাকা। সরকারি ওই সহযোগিতা আর সাইকেল সারানোর সামান্য রোজগারেই কোনোমতে চলে সংসার। তবে আগের মতো আর সাইকেল ভ্যান রিক্সা সরায়েল কাজ তেমন নেই। তবুও জীবনের কাছে হার মানেননি তিনি। বয়স্ক শরীর, দৃষ্টিহীনতা সব বাধা উপেক্ষা করে এখনও প্রতিদিন লড়াই করে যান সংসারের জন্য। তাঁর এই জীবনযুদ্ধ, সংগ্রাম আর অদম্য ইচ্ছাশক্তিকে কুর্নিশ জানাচ্ছেন এলাকার সকলেই। সত্যিই, আলো না দেখেও যিনি নিজের কর্মদক্ষতায় অন্যের পথ আলোকিত করেন নদিয়ার শান্তিপুর বাথানগাছি এলাকার বাসিন্দা কৃষ্ণধন সরকার।
143
comment0
Report
BMBiswajit Mitra
Nov 16, 2025 05:02:20
Ranaghat, West Bengal:নদিয়া *দৃষ্টিহীন, তবুও সংসারের হাল ধরেছেন তিনি , হাতের স্পর্শে অবলীলায় সাইকেল,ভ্যান,রিকশা মেরামত করেন ৬৫ ঊর্ধ্ব এক অন্ধ বৃদ্ধ* দুচোখে দেখতে পান না। তবুও থেমে নেই তাঁর জীবনযুদ্ধ। নদিয়ার শান্তিপুর থানার বাথানগাছির বাসিন্দা কৃষ্ণধন সরকার, বয়স ৬৫-এর বেশি। সম্পূর্ণ অন্ধ হয়ে যাওয়ার পরও গত পনেরো বছর ধরে অবলীলায় সাইকেল সারাচ্ছেন তিনি। চোখে আলো না থাকলেও হাতের স্পর্শই তাঁর ভরসা। আশ্চর্যের বিষয়, গ্রাহক টাকা দিলে হাতে নিয়েই বলে দিতে পারেন কোন নোট কত টাকা। শুধু সাইকেল নয় , দুই চাকার বাইসাইকেল থেকে তিন চাকার রিকশা ও ভ্যান, সবই তাঁর অভিজ্ঞ হাতের ছোঁয়ায় মুহূর্তেই ঠিক হয়ে যায়। প্রায় পঞ্চাশ বছর আগে ছোট্ট একটি সাইকেল মেরামতির দোকান দিয়ে তাঁর কর্মজীবনের শুরু। তখন দুচোখই ছিল ঠিকঠাক। কিন্তু প্রায় ১৫ বছর আগে চোখের সমস্যা বাড়তে থাকে। চিকিৎসা করিয়েও কোনো উন্নতি হয়নি। শেষ পর্যন্ত সম্পূর্ণ অন্ধত্ব নেমে আসে তাঁর জীবনে। হঠাৎ করে অন্ধকার ঘিরে ধরলেও কৃষ্ণধন বাবু থেমে থাকেননি। কারণ সংসার চালানোর দায়, ছোট সন্তানের ভবিষ্যৎ এসব ভেবেই তিনি আবার দোকান খুলে বসেন ঘরেই। শুরুর দিকে কিছুটা সমস্যা হলেও সময়ের সঙ্গে সঙ্গে অন্ধ অবস্থাতেই সাইকেল মেরামতের অভ্যাস তৈরি হয় তাঁর। এখন যেকোনো যান্ত্রিক সমস্যার সমাধান তিনি চোখ বন্ধ করেই নিমিষে করে ফেলেন। আশোপাশের লোকজনের মতে, “এ যেন স্বয়ং বিশ্বকর্মার আশীর্বাদ! নইলে অন্ধ একজন মানুষ এত নিখুঁতভাবে এত বছর ধরে কি করে এমন কাজ করে যেতে পারেন?” কৃষ্ণধন বাবুর স্ত্রীও চোখের রোগে ভুগছেন; তাঁরও দৃষ্টিশক্তি কমে গেছে। সংসারের আর্থিক হাল ধরেছে তাঁদের একমাত্র ছেলে, যার জীবিকা টোটো চালানো পাশাপাশি বাবার কাজে সহযোগিতা করেন । কৃষ্ণধন বাবু বর্তমানে প্রতিবন্ধী ভাতা হিসেবে পান মাত্র এক হাজার টাকা। সরকারি ওই সহযোগিতা আর সাইকেল সারানোর সামান্য রোজগারেই কোনোমতে চলে সংসার। তবে আগের মতো আর সাইকেল ভ্যান রিক্সা সরায়েল কাজ তেমন নেই। তবুও জীবনের কাছে হার মানেননি তিনি। বয়স্ক শরীর, দৃষ্টিহীনতা সব বাধা উপেক্ষা করে এখনও প্রতিদিদিন লড়াই করে যান সংসারের জন্য। তাঁর এই জীবনযুদ্ধে, সংগ্রাম আর অদম্য ইচ্ছাশক্তিকে কুর্নিশ জানাচ্ছেন এলাকার সকলেই। সত্যিই, আলো না দেখেও যিনি নিজের কর্মদক্ষতায় অন্যের পথ আলোকিত করেন নদিয়ার শান্তিপুর বাথানগাছি এলাকার বাসিন্দা কৃষ্ণধন সরকার।
201
comment0
Report
Advertisement
Back to top