Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jhargram721507

गोपिबल्लवपुर विधानसभा में विधायक खगेंद्रनाथ महतो कैंप ऑफिस में लोगों को सरकारी सेवाएं समझा रहे

SCSaurav Chaudhuri
Nov 07, 2025 05:18:46
Jhargram, West Bengal
জঙ্গল মহলের বেশীর ভাগ জায়গায় সরকারি রাজনৈতিক দলের কর্মী থেকে বিএলএ র দেখা নেই। একা কাজ করছে বিএলও রা। ব্যাতিক্রম গোপীগল্লভপুর বিধানসভা। ক্যাম্প অফিসে ল্যাপটপ নিয়ে বসে আছেন বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো সাথে পার্টির আরো কর্মীরা। গ্রামের বিভিন্ন জায়গা থেকে পথ চলতি মানুষজন ক্যাম্প অফিসে ঢুকছেন। সম্প্রতি শুরু হওয়া এস আই আর নিয়ে তাদেরjax all সন্দেহ দূর করে নিচ্ছেন সেখানে। কিভাবে নাম তুলতে হবে, কি কি ডকুমেন্ট জমা দিতে হবে, কিভাবে ফর্ম ফিলাপ করতে হবে, কোন ডকুমেন্ট না থাকলে তার জন্য বিকল্প কি ব্যবস্থা সমস্ত কিছুই হাতে-কলমে বুঝিয়ে দিচ্ছেন ডাক্তার বিধায়ক এবং তার সাথে থাকা পার্টির কর্মীরা। সকাল থেকে রাত পর্যন্ত গোপীগল্লভপুর বিধানসভার প্রত্যেকটা অঞ্চলে দলীয় ক্যাম্প অফিসে এরকমভাবেই ঘুরে বেরাচ্ছেন ডাক্তার বিধায়ক খগেন্দ্র নাথ মাহাতো। তার উপস্থিতি তে সাধারন গ্রামবাসী থেকে পার্টি কর্মী সকলেই খুশি। সবথেকে বড় বিষয় এসআইআর নিয়ে মানুষের মনে যে ভয় তা সহজেই দূর হয়ে যাচ্ছে। তবে এই চিত্র শুধু গোপীবল্লভপুর বিধানসভাতেই। বাকি জঙ্গলমহলের বেশিরভাগ জায়গায় তৃনমূল দলের বিএলএ ২ দের দেখাই পাওয়া যাচ্ছে না। নেই কোনো ক্যাম্প অফিস ও। জেলারের বেশিরভাগ জায়গায় দলিয় ক্যাম্প অফিস তো দূর। বিএলও দের সাথেও থাকছেনা কোনো বিএলএ২ রা। একা একা বিএলও রা ফর্ম বিলি করছেন। ঝাড়গ্রাম শহর, বেলপাহাড়ি, লালগড় সহ একাধিক এলাকায় একি চিত্র। ললাগড়ে তো আবার এমন অনেক বুথে বিএলও২এর নাম আছে যারা এই মূহুর্তে রাজ্যের বাইরে কাজে গেছেন। তারা জানেনই না তাদের নাম আছে বিএলএ হিসেবে। ব্যাতিক্রমি গোপীবল্লভ পুর এর ডাক্তার বিধায়ক জানান দলের নির্দেশ মত তিনি রোজ দলীয় কর্মী দের নিয়ে ক্যাম্প অফিস এ ঘুরে বেরাচ্ছেন। দলীয় কর্মী থেকে বিএলএ ২ দের হাতে কলমে শিখিয়ে দিচ্ছেন কি ভাবে মানুষ কে সহায়তা দেওয়া যায়। সেই অনুযায়ী কর্মীরাও সারাদিন ক্যাম্প অফিসে পরিষেবা দিয়ে চলেছেন। সাধারন গ্রাম বাসীরাও খুশি দলের কাছ থেকে এই পরিষেবা পেয়ে।
14
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ABArup Basak
Nov 07, 2025 07:34:26
Mal Bazar, West Bengal:মেটেলিতে বাংলাদেশি হিন্দু পরিবার আটক পরে মুক্তি — বিজেপির বিক্ষোভ মেটেলি থানায়... গতকাল রাতে মেটেলিতে এক বাংলাদেশি হিন্দু পরিবারের চার সদস্যকে আটক করে মেটেলি থানার পুলিশ। এরপর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শুক্রবার সকালে পুলিশ তাঁদের মুক্তি দিলেও, বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও ও বিক্ষোভ শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশের পঞ্চগড় জেলার বাসিন্দা জগদীশ রায় ও সুচিত্রা রানী রায়, তাঁদের ১১ বছর ও ৫ বছরের দুই সন্তানকে নিয়ে প্রায় এক বছর আগে ভারতে প্রবেশ করেন। তাঁরা বিধাননগর গ্রাম পঞ্চায়েতের গোবরাবস্তি এলাকার হর কুমার বর্মন নামে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে মেটেলি থানার পুলিশ সেখানে হানা দেয় এবং পুরো পরিবারসহ বাড়ির মালিককেও আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে জগদীশ রায় পুলিশকে জানান, বাংলাদেশের পঞ্চগড়ে তাঁদের এলাকায় ধর্মীয় সংখ্যালঘু হিসেবে প্রচণ্ড অত্যাচার চলছিল। সেই ভয়েই তাঁরা গত বছর ভারতে এসে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। এদিন সকালে পুলিশ আটক পরিবারকে ছেড়ে দিলেও ক্ষোভ থামেনি বিজেপির নেতা-কর্মীদের মধ্যে। বিজেপির বিধায়ক পুনা ভেংরা-র নেতৃত্বে থানা ঘেরাও ও বিক্ষোভ মিছিল হয়। তাঁরা মুক্তিপ্রাপ্ত পরিবারকে গলায় মালা পরিয়ে মিছিল করেন এবং পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করেন। বিজেপির অভিযোগ, “কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী (CAA) বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিষ্টান, পারসি ও জৈন সম্প্রদায়ের মানুষ ভিসা ছাড়াই ভারতে আশ্রয় নিতে পারেন। অথচ রাজ্যের পুলিশ তাঁদের আটোক করেছে, যা আইনের পরিপন্থী。” বিজেপির বিধায়ক পুনা ভেংরা বলেন, “বাংলাদেশে পীড়িত এক হিন্দু পরিবার ভারতে আশ্রয় নিয়েছে। আর রাজ্যের প্রশাসন তাঁদের আটোক করছে — এটা মানবিক বা আইনসম্মত কিছুই নয়।” পুলিশ সূত্রে জানা গেছে, পরিবারটির কাগজপত্র যাচাইয়ের জন্য প্রাথমিকভাবে আটক করা হয়েছিল কিন্তু পরে ছেরে দেওয়া হয়। বাইট ১) বিজেপির বিধায়ক পুনা ভেংরা। ২) বাংলাদেশের পরিবার। জগদীস রায়। ৩) বিজেপির জেলা সাধারণ সম্পাদক মনোজ ভুজেল。
0
comment0
Report
TDTapan Deb
Nov 07, 2025 07:30:24
Alipurduar, West Bengal:আলিপুরদুয়ার আলিপুরদুয়ার তৃনমুল কংগ্রেসের জেলা কার্যালয়ে অভিষেক বন্দোপাধy's জন্মদিন উপলক্ষ্যে কালিপূজা ও যজ্ঞ অনুষ্ঠিত হল। জেলায় তৃনমুল কংগ্রেস নেতা সৌরভ চক্রবর্তী উপোষ করে যঞ্জ করলেন। বহু তৃনমুল কংগ্রেসের কর্মী সমর্থক জন্মদিন উপলক্ষ্যে এই পূজোয় উপস্হিত ছিলেন। পরে প্রসাদ বিতরন করা হয়। দিন ব্যাপি প্রসাদ বিতরন, মিষ্টি বিলি, দরিদ্রনারায়ন সেবা পালিত হবে বলে জানান সৌরভ। अभिषेक বন্দोपাধ্যায়ের जन्मদিন উপলক্ষ্যে তৃনমুলের কর্মী সমর্থকদেরা রীতিমতো अभিষেকে জন্মদিনের লোগো লাগান gaeoznি পরে শহর জুড়ে ঘুরলেন। (ছবি 2C তে পাঠালাম FILE : 071125ZG ALD BIRTHDAY) 1) সৌরভ চক্রবর্তী - তৃনমুল কংগ্রেস নেতা।
0
comment0
Report
ALArup Laha
Nov 07, 2025 07:03:33
Belna, West Bengal:অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূলের ‘সপ্তর্ষী কর্মসূচি’ ঘোষণা। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে নানান সামাজিক ও মানবিক উদ্যোগে দিনটি পালন করছে পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেস। জেলা যুব সভাপত রাসবিহারী হালদার জানান, এবছর “সপ্তর্ষী কর্মসূচি” নামে সাতটি বড় ইভেন্টের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে আগামী ১২ জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিনে, আয়োজিত হবে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। তার জন্য অংশগ্রহণকারীদের ফর্ম বিলি শুরু হয়েছে শুক্রবার রাত ১২টার পর থেকেই। শুক্রবার সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তে কর্মসূচি শুরু হয়। যুব তৃণমূল নেতৃত্ব প্রথমে যান গুরুদুয়ারা ও মাজারে প্রার্থনা করতে। এরপর তারা বর্ধমান শহরের নীলপুরের ব্লাইন্ড একাডেমিতে গিয়ে কচিকাঁচাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। পাশাপাশি দুপুরে শিশুদের জন্য খাবারেরও বিশেষ ব্যবস্থা করা হয়。 রাসবিহারী হালদার বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে ভাগ করে নিচ্ছি। সপ্তর্ষী কর্মসূচির মাধ্যমে যুব তৃণমূল মানুষের পাশে থাকতে চায় – এটাই আমাদের মূল উদ্দেশ্য। বাইট। রাসবিহারী হালদার, (জেলা যুব সভাপতি, তৃণমূল কংগ্রেস)।
4
comment0
Report
PCPartha Chowdhury
Nov 07, 2025 06:59:24
Bardhaman, West Bengal:पिछले सप्ताह वर्धमान मेडिकल कॉलेज अस्पताल में नमिता माज़ी के लिए लाया गया रक्त नमिता बागड़ी को दे दिया गया। शुक्रवार भोर में उनका निधन हो गया। इस घटना को लेकर नई चिकित्सा व्यवस्था पर सवाल उठ रहे हैं। मृतका के बेटे ने चिकित्सा ग़फलताबहूद आरोप लगाते हुए एक शिकायत प्रस्तुत की है। नमिता बाग़ी के पिता डुकड़ी बाग़ी ने कहा, 'अब क्या होगा! कैसे मेरी बेटी को वापस पाऊँ?' उनके मुताबिक गलत रक्त देने के बाद से उनकी हालत फिर से बिगड़ने लगी। उनके बेटे राहुल और भतीजे समंत ने बताया, उस दिन रक्त देने के बाद रोगिणी का हाथ खुल गया था। उसे ICU में रखा गया और वह ठीक होने लगी थी, पर आज उसकी मौत हो गई। उनके स्पष्ट आरोप हैं कि साँप के काटने के उपचार के बाद उनकी माँ स्वस्थ थीं, लेकिन नर्सों की गलती से उनकी मौत हो गई। परिवार अब अस्पताल के सुपरिण्टर से शिकायत करना चाहते हैं। घटना की चपल शुरुआत गत शनिवार को भातार तुलसीडंगाग्राम निवासी नमिता माज़ी के रक्ताल्पता के कारण ED के सामने तीन तल्ले पर भर्ती होने से शुरू हुई। रक्त लाने के लिए ब्लड बैंक से रक्त मंगा लिया गया। संजीत माज़ी ने अपने मम्मी के रक्त का इंतज़ार किया और फिर पता चला कि उसका रक्त किसी दूसरे नमिता बागड़ी को दे दिया गया है। बाद में समझ में आया कि रक्त बदलना पड़ गया था। नमिता बागड़ी की तबीयत भी बिगड़ती गई और आखिरकार आज उनका निधन हो गया। उनके परिवार ने अस्पताल के प्रबंधन से संपर्क किया पर नंबर रिसीव नहीं हुआ। बाइट: 1) दुकड़ी बागड़ी (मृतका पिता) 2) राहुल बागड़ी (मृतका पुत्र) 3) समंत बागड़ी (मृतका भाई) साथ में संपादित: पर্থ चौधुरी। 0711ZG_BWN_NAMITA
6
comment0
Report
ANArnabangshu Neogi
Nov 07, 2025 06:55:03
1
comment0
Report
BSBidhan Sarkar
Nov 07, 2025 06:49:24
Chinsurah, West Bengal:টানা ভোট দিয়ে আসছেন,এসআইআর এর ফর্ম ফিলাপ করতে গিয়ে দেখছেন ২০০২ সালের তালিকায় নাম নেই।হুগলি চুঁচুড়া পুরসভার কেওটা গরবাগান এলাকার চল্লিশটি পরিবারের নাম নেই ২০০২ এর তাকিলায়। ২০০১ এবং ২০০৪ সালে তাঁরা ভোট দিয়েছে। গত বছর লোকসভা ভোটও দিয়েছেন যারা। এসআইআর এর জন্য ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে দেখা যাচ্ছে তাঁদের নাম নেই। তাই উদ্বেগ তৈরি হয়েছে হুগলি-চুঁচুড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ১৯৬ নম্বর বুথের চল্লিশটি পরিবারের। কি করে এমনটা হল বুঝে উঠতে পারছেন না তাঁরা। জানা গেছে ২০০২ সালে শেষ বার এসআইআরের সময় ওই বুথের নম্বর ছিল ৩১। নাম বাদ যাওয়া মানুষদের দাবি, ওই সালের আগের বছর ২০০১-এ তাঁরা বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন। আবার ২০০৪ সালের লোকসভাতেও তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ যাবৎ সব ভোটেই তাঁরা ভোটার হিসেবে অংশ নিয়েছেন।অথচ দেখা যাচ্ছে। ২০০২ সালের প্রকাশিত ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ গিয়েছে। যদিও তাঁদের দাবি, ২০০২ সালে নাম না থাকলে যে যে নথি চাওয়া হয়েছে তাঁর সবই রয়েছে তাঁদের কাছে, তবুও তাঁদের প্রশ্ন এমনটা কেন হল! স্থানীয় তৃণমূল নেতা তারক বিশ্বাস বলেছেন,কেন এমন হল বোঝা যাচ্ছে না।যাতে সবার নাম থাকে তার জন্য চেষ্টা করব।
6
comment0
Report
BBBimal Basu
Nov 07, 2025 06:49:08
Basirhat, West Bengal:विदेशে काम के प्रलोभन दिखाकर एकाधिक लोगों से लाखों रुपए की ठगी के आरोप में उत्तर 24 परगना के हिंगलगंज से अब्दुल হামिद गाजी नाम के एक प्रतारक को गिरफ्तार करल पुलिस। एक प्रतারণ चक्र के साथ और कौन-कौन लोग जुड़े हैं उसकी जांच शुरू करल पুলिस। हिंगलगंज थाना में दीर्घकालिक शिकायत आ रही थी हिंगलगंज थाना के हिंंगलगंज इलाके के निवासी अब्दुलHAMID गाजी हिंंगलगंज के अलावा कोलकाता बसिरहाट, बड़ासात, हासनाबाद सहित राज्य के विभिन्न हिस्सों के लोगों को विदेश में बेहतर वेतन वाले काम के लालच दिखाकर लाखों रुपए की ठगी की। दुबई, ऑस्ट्रेलिया और सिंगापुर सहित एकाधिक जगहों पर काम के प्रलोभन देकर लगभग चालीस लाख रुपए की ठगी का आरोप उसके खिलाफ। शिकायत मिलने पर जांच शुरू करते हुये हिंगलगंज थाना की पुलिस ने अब्दुल হামिद गाजी को हिंंगलगंज के बाकड़ा से गिरफ्तार कर بسिरहाट अदालत से हमीद को पुलिस हिरासत में लेकर इस चक्र के साथ और कौन-कौन से लोग जुड़े हैं उसकी जांच शुरू करल पुलिस।
6
comment0
Report
BSBidhan Sarkar
Nov 07, 2025 06:31:40
Chinsurah, West Bengal:শেওড়াফুলি গড়বাগানে যৌন কর্মির আত্মহত্যা,তৃণমূলের অভিযোগ এসআইআর এর ভয়ে মৃত্যু।২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই তার。 শেওড়াফুলি স্টেশন লাগোয়া গড়বাগান যৌনপল্লীর বাসিন্দা বিতি দাস(৪৯) এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ তার ঘর থেকে। পল্লীর বাসিন্দারা সকালে সারা শব্দ না পেয়ে পুলিশে খবর দেন।শেওড়াফুলি পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে।খবর পেয়ে ঘটনাস্থলে যান চাঁপদানীর বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃনমূল সভাপতি অরিন্দম গুঁইন,বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো,এবং স্থানীয় সাত নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর। অরিন্দম গুঁইনের অভিযোগ,২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিলো না যৌন কর্মির।নাম বাদ যাওয়ার আতঙ্কে ছিলেন।তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন。 বিজেপি চাইছে মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে, তাই এসআইআর। স্থानीय কাউন্সিলর বিশ্বজিৎ সিং বলেন,প্রায় ত্রিশ বছর ধরে ওই যৌন কর্মি এই পল্লীতে ছিলেন।ওর স্বামী আছে। এস আই আর এর ফর্ম দিয়ে গেছে।হতেও পারে এসআইআর আতঙ্কেই আত্মহত্যা করেছেন। পল্লীর এক বাসিন্দা জানান,গতকাল রাতে স্বামীর ঝগড়া হয়েছিল বিতির।ছেলেকে নিয়ে তার স্বামী চলে যান।আজ সকালে বেলায় দেখা যায় দরজা ভিতর থেকে বন্ধ。 বিজেপির নেতা স্বপন پال বলেন,এরা এস মৃত্যুকেই এসআইএর বলে চালাতে চাইছে।পারিবারিক অশান্তি ঝগড়া অস্বাভাবিক মৃত্যু হলেই এসআইআর বলে চালিয়ে দিচ্ছে।এসব করে লাভ হবে না।এসআইআর হচ্ছে হবে ভুয়ো ভোটার মৃত ভোটারের নাম বাদ যাবে।
8
comment0
Report
Advertisement
Back to top