Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
कुणाल घोष के नेतृत्व में विरोध, राष्ट्रकवि रवींद्रनाथ के अपमान पर तृणमूल का प्रदर्शन
AGAyan Ghosal
Nov 07, 2025 07:35:17
Kolkata, West Bengal
জাতীয় কবি কে অপমান। sukasia street er mukhe acharyya prafull chandra road oborodh kore kushpootul purie protibad tridholmer.\n\nk Unal ghosher netrite protibad. BJP er banglar kabi jatio kobi Rabindranath o tar sristi niye rajneeti korte charhe na。
10
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KMKIRAN MANNA
Nov 07, 2025 10:01:49
Dihierench, West Bengal:*নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এক জায়গায় ক্যাম্প করে চলেছে এসআইআর এর ফর্ম বিলি* পাঁশকুড়া গ্রাম পঞ্চায়েতের পলশা এলাকায় ৪৭ নম্বর বুথে নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করেই চলল এসআইআর ক্যাম্প, চেয়ার টেবিল পেতে এক জায়গায় বসেই ফর্ম বিলি করছে বি এল ও । ক্যাম্পে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে ফর্ম সংগ্রহ করছেন সাধারণ মানুষজন। যেখানে নির্বাচন কমিশনার নির্দেশ দিয়েছেন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কথা সেখানে এমন ছবি কেন উঠছে প্রশ্ন। যেখানে নির্বাচন কমিশন বারংবার জানিয়ে দিয়েছেন বাড়ি বাড়ি যাবেন বিএলও রা , সেখানে নির্বাচন কমিশনকে বুড়া আঙ্গুল দেখিয়ে কিভাবে এক জায়গায় ক্যাম্প করে এস আই আর এর ফর্ম বিলি হয় প্রশ্ন তুলছে বিরোধীরা। যদিও বিজেপি বিএলএ-২ এর অভিযোগ,এস আই আর এর ক্যাম্পে তিনি যেতে পারেননি, তাঁর অভিযোগ শাসকদল তৃণমূলের অনেকেই ওই ক্যাম্পে উপস্থিত ছিলেন বলে অভিযোগ,তাই তিনি প্রান ভয়ে যেতে পারেননি এমনটাই জানান তিনি। বিএলও এর সাফাই ইন্টারনেট সমস্যার জন্যই এক জায়গায় ক্যাম্প করে ফর্ম বিলি করতে হচ্ছে। শ্যামল সেনাপতি বিএলও কেশাপাট তারক ব্যানার্জি বিজেপির কেশাপাট মন্ডল সভাপতি।2মিনিট। নিমাই চন্দ্র বেরা বিজেপি বিএলএ ২ সেক মিজানুর রহমান তৃণমূলের বিএলএ ২।3:34 সেঃ। শ্যামল সেনাপতি বিএলও কেশাপাট।4:39 সেকেন্ড। সেক আনোয়ার আলী, স্থানীয় বাসিন্দা, অভিযোগকারী।27 সেঃ
0
comment0
Report
BSBhabananda Singha
Nov 07, 2025 09:33:16
3
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 07, 2025 09:22:28
Howrah, West Bengal:মাস্ট এসাইনমেন্ট...... ওয়ার্ল্ড মেন্টাল ডে উপলক্ষে বিশেষ অনুষ্ঠান।মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর কর্মসূচি।পরিচালনায় জয়প্রকাশ ইনস্টিটিউট অফ স্যোশাল চেঞ্জ।সহযোগীতায় পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন হাওড়া।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কাজের সাথে যুক্ত বিশিষ্টজনেরা।কিভাবে মানসিক স্বাস্থ্য ঠিক রেখে এগোনো যায় সেসম্পর্কে বক্তব্য রাখেন তারা।অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েরা নৃত্যানুষ্ঠানে অংশ নেয়।হাওড়া চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন চন্দ্রিমা চক্রবর্তী বলেন সন্তানদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে অভিবাবকদের ভূমিকা অত্যন্ত জরুরী।হাওড়া জেলা স্কুল পরিদর্শক ডঃ আশাবুল করিম বলেন পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের কাজের একটি অংশ হলো মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো।এই কাজে তাদের সহযোগিতা করে আসছে জয়প্রকাশ ইনস্টিটিউট অফ স্যোশাল চেঞ্জ।২০২৩ সালে প্রতিষ্ঠান দশটি স্কুল নিয়ে কাজ শুরু করেছিলো।বর্তমানে ৫১ টি স্কুলে তারা কাজ করছে।ভবিষ্যতে আরো অনেক স্কুলে এই কাজ করা তাদের লক্ষ্য।সংস্থার অধ্যক্ষ জয়দেব মজুমদার বলেন মানসিক সমস্যা থাকলেও লোকলজ্জার ভয়ে অনেকেই তা বাইরে প্রকাশ করেননা।চিকিৎসা করানো কিংবা কাউন্সেলিং করাতে চাননা।তারা এবিষয়ে সচেতন করতে কাজ করে চলেছেন।ভালো সাড়া মিলছে।আজকের অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী অভিবাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।জীবনে উন্নতি করতে গেলে মানসিক স্বাস্থ্য ঠিক রাখা জরুরি এবং কিভাবে তা রাখতে হবে তা বোঝানো হয় আজকের অনুষ্ঠানের মাধ্যমে। বাইট..১..চন্দ্রিমা চক্রবর্তী(চেয়ারপার্সন,চাইল্ড ওয়েলফেয়ার কমিটি,হাওড়া) ২..জয়দেব মজুমদার(অধ্যক্ষ,জয়প্রকাশ ইনস্টিটিউট অফ সোশ্যাল চেঞ্জ) ৩..(ডucr আশাবুল করিম,জেলা স্কুল পরিদর্শক) 0711zg_hwh_awarness_r
4
comment0
Report
BSBhabananda Singha
Nov 07, 2025 09:20:28
Dinajpur, Rangpur Division:তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তার দীর্ঘায়ু কামনায় পুজো অনুষ্ঠিত হলো রায়গঞ্জের ঐতিহাসিক বন্দর আদি কালীবাড়িতে। পুজোর আয়োজন করেন উত্তর দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চৈতালী ঘোষ সাহা। এদিন উপস্থিত ছিলেন এলাকার বহু মহিলা সমর্থক। চৈতালী দেবী জানান, জনশ্রুতি আছে—এই প্রাচীন কালীমন্দিরে জন্মদিনে প্রার্থনা করলে শতায়ু লাভ হয়। সেই বিশ্বাস থেকেই সকলেই অভিষেকবাবুয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘ রাজনৈতিক জীবনের কামনায় দেবীর আরাধনা করেন। তিনি বলেন, “অভিষেকবাবু যেন রাজ্যের মানুষের কল্যাণে আরও বহু বছর কাজ করে যেতে পারেন।”
2
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 07, 2025 09:20:15
Howrah, West Bengal:ওয়ার্ল্ড মেন্টাল ডে উপলক্ষে বিশেষ অনুষ্ঠান।মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর কর্মসূচি।পরিচালনায় জয়প্রকাশ ইনস্টিটিউট অফ স্যোশাল চেঞ্জ।সহযোগীতায় পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন হাওড়া।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কাজের সাথে যুক্ত বিশিষ্টজনেরা।কিভাবে মানসিক স্বাস্থ্য ঠিক রেখে এগোনো যায় সেসম্পর্কে বক্তব্য রাখেন তারা।অনুষ্ঠানে বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েরা নৃত্যানুষ্ঠানে অংশ নেয়।হাওড়া চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন চন্দ্রিমা চক্রবর্তী বলেন সন্তানদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে অভিবাবকদের ভূমিকা অত্যন্ত জরুরী।হাওড়া জেলা স্কুল পরিদর্শক ডঃ আশাবুল করিম বলেন পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের কাজের একটি অংশ হলো মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো।এই কাজে তাদের সহযোগিতা করে আসছে জয়প্রকাশ ইনস্টিটিউট অফ স্যোশাল চেঞ্জ।২০২৩ সালে প্রতিষ্ঠান দশটি স্কুল নিয়ে কাজ শুরু করেছিলো।বর্তমানে ৫১ টি স্কুলে তারা কাজ করছে।ভবিষ্যতে আরো অনেক স্কুলে এই কাজ করা তাদের লক্ষ্য।সংস্থার অধ্যক্ষ জয়দেব মজুমদার বলেন মানসিক সমস্যা থাকলেও লোকলজ্জার ভয়ে অনেকেই তা বাইরে প্রকাশ করেননা।চিকিৎসা করানো কিংবা কাউন্সেলিং করাতে চাননা।তারা এবিষয়ে সচেতন করতে কাজ করে চলেছেন।ভালো সাড়া মিলছে।আজকের অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী অভিবাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।জীবনে উন্নতি করতে গেলে মানসিক স্বাস্থ্য ঠিক রাখা জরুরি এবং কিভাবে তা রাখা হবে তা বোঝানো হয় আজকের অনুষ্ঠানের মাধ্যমে।
3
comment0
Report
ABArup Basak
Nov 07, 2025 09:02:28
Mal Bazar, West Bengal:মালবাজার - বড়দীঘি রাস্তা পরিদর্শনে মন্ত্রী ও পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের。 মালবাজার- বড়দীঘি গামী দীর্ঘ ৯ কিলোমিটার বেহাল রাস্তা পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে এদিন পরিদর্শন করলেন area's বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বরাইক। দীর্ঘদিন ধরেই এই রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। রাস্তা তৈরির দাবীতে দীর্ঘ আন্দোলনরত হয়েছেন এলাকাবাসী। পূর্ত দফতের টেন্ডার প্রক্রিয়া করা হলেও বিভিন্ন কারণে তা সম্পূর্ণ করা যায়নি。 obosheshে রাজ্য সারকারের পূর্ত বিভাগ কর্তৃক আনুমানিক ১৩.৪৭ কোটি টাকা ব্যয় এই রাস্তাটি তৈরি করা হবে বলে জানা গেছে। ইতিমধ্যেই রাস্তার তৈরীর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এদিন পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা রাস্তাটি পরিদর্শন করেছেন। দ্রুত কাজ শুরু হবে বলেও আশ্বাস মিলেছে মন্ত্রী সহ ইঞ্জিনিয়ারদের তরফে। লাটাগুড়ির বিকল্প সড়ক হিসাবেও ব্যবহিত হয় মালবাজার-বড়দিঘী পূর্ত সড়কটি। দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা এই রাস্তাটি নিয়ে বিগত দিনে বহুবার আন্দোলন ঘনীভূত হয়েছে এলাকায়। বিরধী দলগুলো বহু আন্দলোন করেছ এই রাস্তা নিয়ে। নিত্যদিন এই রাস্তা ধরে বহু মানুষ মালবাজার শহরে বিভিন্ন কাজে এসে থাকেন। মুমূর্ষু রোগীরাও এই রাস্তা দিয়েই মালবাজার শহরে চিকিৎসা জনিত কারণে আসেন। প্রসঙ্গত এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বুলু চিক বড়াইক জানিয়েছেন, সাধারণ মানুষের দাবী ছিল রাস্তা তৈরির। রাজ্য সরকারের তরফের রাস্তা নির্মাণের কাজ দ্রুত শুরু হবে। রাস্তা তৈরীর বিষয়ে অধিকতর রাজনীতি করা হয়েছে। রাজ্যের মানবিক সরকার সাধারণ মানুষের দাবি মেটানোর ক্ষেত্রে সর্বদা সচেষ্ট। এক দুদিনের মধ্যেই রাস্তা সম্পুর্ন ভাবে তৈরি হয়ে যাবে। রাস্তা তৈরির সময় যাতে ঠিকদার সংস্থাকে কেউ বিরক্ত না করে সেটা দেখতে হবে。 অন্যদিকে সিপিএম এর পঞ্চায়েত সমিতির সদস্য, সুশীল রায় বলেন, এর আগে দুবার টেন্ডার হয়েও অজ্ঞাত কারনে সেই টেন্ডার বাতিল হয়। এবার যাতে আর টেন্ডার বাতিল না হয় সেটাই গ্রামের মানুষ দেখবে। আমরা চাই দ্রুত ভালোমত রাস্তাটি হয়। বাইট ১) মন্ত্রী বুলুচিক বড়াইক, আদিবাসী উন্নয়ন দপ্তর। ২) সিপিএম এর পঞ্চায়েত সমিতির সদস্য, সুশীল রায়। ৩) বিকি দাস, স্থানীয় ব্যাবসায়ী এবং মানুষ। ৪)ওয়ারেসুল আম্বিয়া, উপ প্রধান, তেসিমলা গ্রাম পঞ্চায়েত。
2
comment0
Report
AGAyan Ghosal
Nov 07, 2025 09:02:13
1
comment0
Report
SMsoma maity
Nov 07, 2025 09:02:01
Murshidabad, West Bengal:আর্থিক প্রতারণা চক্র চালানোর অভিযোগে বড়ঞা থেকে গ্রেপ্তার চার বাংলাদেশি সহ ৭ জন। উদ্ধার হয়েছে দুটি ল্যাপটপ ও ১৩টি মোবাইল, ৪৬ সিমকার্ড ও ১২১ এটিএম কার্ড। শুক্রবার বহরমপুরে অ্যাডিশনাল এসপি লালবাগ রাসপ্রিত সিং সাংবাদিক বৈঠকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বড়ঞায় অভিযান চালায় সাইবার পুলিশ। আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয় মিহাজ সেখ, শিপথ সেখ, সান সেখ, রাবি সেখ, সুনারুল সেখ, ফিরোজ সেখ এবং মহম্মদ আরিফ খাকে। ধৃতদের মধ্যে মিহাজ সেখ, শিপথ সেখ, সান সেখ, রাবি সেখ বাংলাদেশের বাসিন্দা। ধৃত সুনারুল সেখ, ফিরোজ সেখ এবং মহম্মদ আরিফ খা এই প্রতারণা চক্রের মাষ্টার মাইন্ড বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কিভাবে এই প্রচারনা চক্র চলছিল। ধৃত বাংলাদেশিরা কিভাবে এই চক্রের সাথে যুক্ত ছিল তা জানতে শুক্রবার ধৃত সাত জনকে ১০ দিনের হেফাজতে চেয়ে কোর্টে পাঠায় পুলিশ।
2
comment0
Report
NHNantu Hazra
Nov 07, 2025 09:00:40
Salt Lake City, Utah:The tension centered around Trinamool party offices on land occupied by HIDCO. The former owner of the land filed a complaint at the Eco Park police station. হিডকো অধিকৃত জমিতে তৃণমূলের পার্টি অফিস করাকে কেন্দ্র করে উত্তেজনা। ইকো পার্ক থানায় অভিযোগ দায়ের জমির প্রাক্তন মালিকের। জমির মালিকের অভিযোগ, নিউ টাউন ইকো পার্ক থানার অন্তর্গত ঘুনি মাঝের পাড়াতে ১৬বিঘা জমি হিডকো অধিগ্রহণ করে নেয়। তার মধ্যে জমি হিডকো অধিগ্রহণের বাইরে বলে দাবী তাদের। হিডকো অধিকৃত জমির মধ্যে কিছু জমি তাদের দখলে রাখে। সেই জমিতে వివিধ মানুষকে ভাড়া দিয়ে অর্থ উপার্জন করছিলেন। জমির মালিকের দাবি, যখন হিডকো সেই জমিতে কাজ করবে তখন এই জমি ছেড়ে দেবে। অভিযোগ, তাদের সেই জমিতে তৃণমূলের কিছু ছেলে গিয়ে পার্টি অফিস বানিয়েছে। সেখানে মদ্যপান করা হচ্ছে। তারা হুমকি দিচ্ছে। অভিযোগ, গতকাল রাতে তৃণমূলের নতুন যুব সভাপতি রবিউল মল্লিক ছেলেদের নিয়ে ভাড়াটিয়া দের বের করে দিয়ে পিকনিক করেছেন। ওই এলাকায় অনেকেই বাংলাদেশী রয়েছেন যারা চলে যাচ্ছেন। এসআইআর চালু হওয়ার কারণে। ইতিমধ্যে ইকো পার্ক থানায় অভিযোগ দায়ের হয়েছে। জমির মালিক এই অভিযোগ করেছেন, জমি হিডকো অধিগ্রহণ করেছে। জমি হিডকো যখন চাইবে তখন ছেড়ে দেওয়া হবে। রাজারাhাট ব্লক তৃণমূল যুব কংগ্রেস এর সভাপতি রবিউল মল্লিক বলেন, খবর নিয়ে দেখেছি এই জমিটি হিডকো অধিগ্রহণ করেছে। কিছু অসাধু মানুষ এই জমিটি ভাড়া দেওয়া এবং বেচাকেনা করছে। যাদেরকে ভাড়া দিয়েছে বা যারা যারা জমি কিনেছে তারা এখন আর নেই। কোন কারনে চলে গিয়েছে। সেই জমি পুনরায় বিক্রি করার চক্রান্ত করা হচ্ছিল। এলাকায় ছেলেরা সেই পরিকল্পনা রুখে দিয়েছে। যারা অভিযোগ করছে অভিযোগ ভিত্তিহীন। ওখানে যে পার্টি অফিসটি আছে সেটি বহু পুরনো, সেখানে আরো কয়েকটি ঘর ছিল। সেই ঘরগুলো কাউকে বিক্রি করতে না দিয়ে এলাকায় ছেলেরা আটকে দিয়েছে। ওখানে যারা বসবাস করত তারা বাংলাদেশী কিনা বলতে পারব না। যারা কেনাবেচা করেছে তারা বলতে পারবে। বিভিন্ন রাজ্য এবং জেলা থেকে কর্মসূত্রে এখানে আসতো SIR চালু হওয়ার পরে অনেকেই চলে গিয়েছে। সেই ঘর গুলি পুনরায় বিক্রি করার ছক চলছিল। সেই ছক বানচাল করেছে ওখানকার ছেলেরা। জমির মালিক ইকো পার্ক থানায় অভিযোগ করে যখন ঘুনি মাঝের পাড়া এলাকায় পৌঁছায় তৃণমূল কর্মীদের সাথে তর্কে জড়িয়ে পড়েন তারা। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ইকোপার্ক থানার পুলিশ। বাইট ১) আহাদ আলী, জমির মালিক ২) রফিক আলী, জমির মালিক ৩) সাইফুদ্দিন মন্ডল,স্থানীয় তৃণমূল কর্মী ৪) রবিউল মল্লিক, সভাপতি, রাজারহাট ব্লক যুব তৃণমূল কংগ্রেস
3
comment0
Report
KMKIRAN MANNA
Nov 07, 2025 08:53:35
Dihierench, West Bengal:হলদিয়া বন্দরে উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত মঞ্চের গণ ডেপুটেশন, চাকরির অগ্রাধিকারের দাবি। এজেন্সি মারফত কর্মী নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ডেপুটেশন। চরম দুর্নীতিতে জর্জরিত বিজেপি। কেন্দ্রে সরকারে থেকেও বন্দরের মানুষজনদের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ। কটাক্ষ তৃণমূলের। হলদিয়া উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে একাধিক দাবিতে বৃহস্পতিবার হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবন ‘জওহর টাওয়ার’-এ গণ ডেপুটেশন দেওয়া হয়। মাখনবাবুর বাজার থেকে মিছিল করে পৌঁছান সংগঠনের সদস্যরা। মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন তমলুক সাংসদ দিব্যেন্দু অধিকারী, বিজেপি জেলা সভাপতি মলয় সিনহা এবং ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি প্রদীপ বিজলী। তাঁদের দাবির মধ্যে ছিল উদ্বাস্তু ও মৃত শ্রমিক পরিবারের সদস্যদের চাকরিতে অগ্রাধিকার এবং ঠিকাদার মারফত নিয়োগ বন্ধ করা। ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহী জানান, “ওনারা গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।” তবে এই বিক্ষোভ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের অভিযোগ— “চরম দুর্নীতিতে জর্জরিত বিজেপি আজ লোকদেখানো আন্দোলনে নেমেছে। কেন্দ্রে সরকারে থেকেও বন্দরের মানুষের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ।” বন্দরে কর্মসংস্থান ইস্যুতে রাজনৈতিক পাল্টা-পাল্টি বক্তব্যে নতুন করে তাপ ছড়াল শিল্পনগরী হলদিয়ায়। বাইট:- ১(সম্রাট রাহী ডেপুটি ডাইরেক্টর বন্দর কর্তৃপক্ষ হলদিয়া। ২)দিব্যেন্দু অধিকারী প্রাক্তন সাংসদ。 ৩)প্রদীপ বিজলি, মজদুর সংগঠনের নেতৃত্ব。 ৪) তরুণ জানা।পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও জেলা তৃণমূল নেতা। Wt. কিরণ মান্না।
4
comment0
Report
ASAyan Sharma
Nov 07, 2025 08:50:04
Kolkata, West Bengal:বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ এস এস কে এম হাসপাতালে মহিলা ওয়ার্ডে মদ্যপ অবস্থায় নিয়ম বহির্ভূত ঢোকার জন্য একজনকে গ্রেফতার করল ভবানীপুর থানার পুলিশ। নিজেকে হাসপাতাল কর্মী হিসেবে দাবি করে মহিলা ওয়ার্ডে ঢুকে পড়েন বছর সাইত্রিশের ব্যক্তি। এরপর ওয়ার্ডের নার্সদের সঙ্গে বচসায় জড়িয়ে যেতে এস এস কে এম আউটপোস্টের পুলিশকে জানানো হয়। টিম গিয়ে ওই ব্যক্তিকে আটক করে。 পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ভবানীপুর থানায় লিখিত অভিযোগ করা হয়। পুলিশের ওই ব্যক্তি দাবি করেন যে তিনি কলকাতা পুরসভার কর্মী। সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার আদালতে তোলা হবে ওই ব্যক্তিকে。
3
comment0
Report
KMKIRAN MANNA
Nov 07, 2025 08:49:53
Dihierench, West Bengal:নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এক জায়গায় ক্যাম্প করে চলেছে এসআইআর এর ফর্ম বিলি পাঁশকুড়া গ্রাম পঞ্চায়েতের পলশা এলাকায় ৪৭ নম্বর বুথে নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করেই চলল এসআইআর ক্যাম্প, চেয়ার টেবিল পেতে এক জায়গায় বসেই ফর্ম বিলি করছে বি এল ও । ক্যাম্পে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে ফর্ম সংগ্রহ করছেন সাধারণ মানুষজন। যেখানে নির্বাচন কমিশনার নির্দেশ দিয়েছেন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কথা সেখানে এমন ছবি কেন উঠছে প্রশ্ন। যেখানে নির্বাচন কমিশন বারংবার জানিয়ে দিয়েছেন বাড়ি বাড়ি যাবেন বিএলএ-২ এর অভিযোগ, এসআইআর ক্যাম্পে তিনি যেতে পারেননি, তাঁর অভিযোগ শাসকদল তৃণমূলের অনেকেই ওই ক্যাম্পে উপস্থিত ছিলেন বলে অভিযোগ, তাই তিনি প্রান ভয়ে যেতে পারেননি এমনটাই জানান তিনি। বিএলও এর ইন্টারনেট সমস্যার জন্যই এক জায়গায় ক্যাম্প করে ফর্ম বিলি করতে হচ্ছে।
3
comment0
Report
BMBiswajit Mitra
Nov 07, 2025 08:49:33
Ranaghat, West Bengal:সরকারি নির্দেশক্রমে রাজ্যের সমস্ত স্কুলে জাতীয় সংগীতের পাশাপাশি রাজ্য সংগীত গাইতে হবে। সেই মোতাবেক নদীয়ার কল্যাণী এবং হরিণঘাটায় শুরু হলো বাংলার মাটি বাংলার জল এই গান। রাজ্যের শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী এরাজ্যের বিভিন্ন বিদ্যালয় গুলোতে শুক্রবার বন্দেমাতরম গানের ১৫০ তম বার্ষিকী উদযাপনে শুরুতেই এই গানটি গাওয়ার পরে রাজ্যের রাজ্য সংগীত বাংলার মাটি বাংলার জল গানটি গেয়ে তারপর জাতীয় সংগীত জন গণ মন অধি গাওয়া হল। নদীয়া জেলার কল্যাণী ঘোষপাড়া সরস্বতী ট্রাস্ট এস্টেট বিদ্যাপীঠে পঠন-পাঠন আগে প্রত্যেকদিনের মতো শুক্রবার বিদ্যালয়ের ক্যাম্পাসে লাইনে দাঁড়িয়ে সরকারি নির্দেশিকাকে মান্যতা দিয়ে শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়ার শুরুতেই গাইলেন বন্দে মাতারাম জাতীয় গানটি, তারপরেই গাইলেন রাজ্য সংগীত "বাংলার মাটি বাংলার জল" সবশেষে জাতীয় সংগীত গেয়ে শুরু হলো বিদ্যালয়ের গঠন পাঠন।
4
comment0
Report
Advertisement
Back to top