Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Nadia741201
अभिषेक बनर्जी के जन्मदिन पर चाकदह में टीएमसी ने बच्चों को केक बांटा
BMBiswajit Mitra
Nov 07, 2025 06:31:50
Ranaghat, West Bengal
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে নদীয়ার চাকদহ কেবিএম মোড় সংলগ্ন এলাকায় শিশুদের এবং পথ চলতি ও স্থানীয় সকলকে কেক ও লজেন্স বিলি করলেন তৃণমূল কর্মী সমর্থকদেরা।
11
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
KMKIRAN MANNA
Nov 07, 2025 08:53:35
Dihierench, West Bengal:হলদিয়া বন্দরে উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত মঞ্চের গণ ডেপুটেশন, চাকরির অগ্রাধিকারের দাবি। এজেন্সি মারফত কর্মী নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ডেপুটেশন। চরম দুর্নীতিতে জর্জরিত বিজেপি। কেন্দ্রে সরকারে থেকেও বন্দরের মানুষজনদের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ। কটাক্ষ তৃণমূলের। হলদিয়া উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে একাধিক দাবিতে বৃহস্পতিবার হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবন ‘জওহর টাওয়ার’-এ গণ ডেপুটেশন দেওয়া হয়। মাখনবাবুর বাজার থেকে মিছিল করে পৌঁছান সংগঠনের সদস্যরা। মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন তমলুক সাংসদ দিব্যেন্দু অধিকারী, বিজেপি জেলা সভাপতি মলয় সিনহা এবং ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি প্রদীপ বিজলী। তাঁদের দাবির মধ্যে ছিল উদ্বাস্তু ও মৃত শ্রমিক পরিবারের সদস্যদের চাকরিতে অগ্রাধিকার এবং ঠিকাদার মারফত নিয়োগ বন্ধ করা। ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহী জানান, “ওনারা গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।” তবে এই বিক্ষোভ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের অভিযোগ— “চরম দুর্নীতিতে জর্জরিত বিজেপি আজ লোকদেখানো আন্দোলনে নেমেছে। কেন্দ্রে সরকারে থেকেও বন্দরের মানুষের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ।” বন্দরে কর্মসংস্থান ইস্যুতে রাজনৈতিক পাল্টা-পাল্টি বক্তব্যে নতুন করে তাপ ছড়াল শিল্পনগরী হলদিয়ায়। বাইট:- ১(সম্রাট রাহী ডেপুটি ডাইরেক্টর বন্দর কর্তৃপক্ষ হলদিয়া। ২)দিব্যেন্দু অধিকারী প্রাক্তন সাংসদ。 ৩)প্রদীপ বিজলি, মজদুর সংগঠনের নেতৃত্ব。 ৪) তরুণ জানা।পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও জেলা তৃণমূল নেতা। Wt. কিরণ মান্না।
0
comment0
Report
ASAyan Sharma
Nov 07, 2025 08:50:04
Kolkata, West Bengal:বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ এস এস কে এম হাসপাতালে মহিলা ওয়ার্ডে মদ্যপ অবস্থায় নিয়ম বহির্ভূত ঢোকার জন্য একজনকে গ্রেফতার করল ভবানীপুর থানার পুলিশ। নিজেকে হাসপাতাল কর্মী হিসেবে দাবি করে মহিলা ওয়ার্ডে ঢুকে পড়েন বছর সাইত্রিশের ব্যক্তি। এরপর ওয়ার্ডের নার্সদের সঙ্গে বচসায় জড়িয়ে যেতে এস এস কে এম আউটপোস্টের পুলিশকে জানানো হয়। টিম গিয়ে ওই ব্যক্তিকে আটক করে。 পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ভবানীপুর থানায় লিখিত অভিযোগ করা হয়। পুলিশের ওই ব্যক্তি দাবি করেন যে তিনি কলকাতা পুরসভার কর্মী। সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার আদালতে তোলা হবে ওই ব্যক্তিকে。
0
comment0
Report
KMKIRAN MANNA
Nov 07, 2025 08:49:53
Dihierench, West Bengal:নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এক জায়গায় ক্যাম্প করে চলেছে এসআইআর এর ফর্ম বিলি পাঁশকুড়া গ্রাম পঞ্চায়েতের পলশা এলাকায় ৪৭ নম্বর বুথে নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করেই চলল এসআইআর ক্যাম্প, চেয়ার টেবিল পেতে এক জায়গায় বসেই ফর্ম বিলি করছে বি এল ও । ক্যাম্পে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে ফর্ম সংগ্রহ করছেন সাধারণ মানুষজন। যেখানে নির্বাচন কমিশনার নির্দেশ দিয়েছেন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কথা সেখানে এমন ছবি কেন উঠছে প্রশ্ন। যেখানে নির্বাচন কমিশন বারংবার জানিয়ে দিয়েছেন বাড়ি বাড়ি যাবেন বিএলএ-২ এর অভিযোগ, এসআইআর ক্যাম্পে তিনি যেতে পারেননি, তাঁর অভিযোগ শাসকদল তৃণমূলের অনেকেই ওই ক্যাম্পে উপস্থিত ছিলেন বলে অভিযোগ, তাই তিনি প্রান ভয়ে যেতে পারেননি এমনটাই জানান তিনি। বিএলও এর ইন্টারনেট সমস্যার জন্যই এক জায়গায় ক্যাম্প করে ফর্ম বিলি করতে হচ্ছে।
0
comment0
Report
BMBiswajit Mitra
Nov 07, 2025 08:49:33
Ranaghat, West Bengal:সরকারি নির্দেশক্রমে রাজ্যের সমস্ত স্কুলে জাতীয় সংগীতের পাশাপাশি রাজ্য সংগীত গাইতে হবে। সেই মোতাবেক নদীয়ার কল্যাণী এবং হরিণঘাটায় শুরু হলো বাংলার মাটি বাংলার জল এই গান। রাজ্যের শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী এরাজ্যের বিভিন্ন বিদ্যালয় গুলোতে শুক্রবার বন্দেমাতরম গানের ১৫০ তম বার্ষিকী উদযাপনে শুরুতেই এই গানটি গাওয়ার পরে রাজ্যের রাজ্য সংগীত বাংলার মাটি বাংলার জল গানটি গেয়ে তারপর জাতীয় সংগীত জন গণ মন অধি গাওয়া হল। নদীয়া জেলার কল্যাণী ঘোষপাড়া সরস্বতী ট্রাস্ট এস্টেট বিদ্যাপীঠে পঠন-পাঠন আগে প্রত্যেকদিনের মতো শুক্রবার বিদ্যালয়ের ক্যাম্পাসে লাইনে দাঁড়িয়ে সরকারি নির্দেশিকাকে মান্যতা দিয়ে শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়ার শুরুতেই গাইলেন বন্দে মাতারাম জাতীয় গানটি, তারপরেই গাইলেন রাজ্য সংগীত "বাংলার মাটি বাংলার জল" সবশেষে জাতীয় সংগীত গেয়ে শুরু হলো বিদ্যালয়ের গঠন পাঠন।
0
comment0
Report
PMPiyali Mitra
Nov 07, 2025 08:49:25
Kolkata, West Bengal:পাঁচ বছরে বেতন ৫৬ লাখ, হিসেব বর্হিভূত সম্পত্তি ৫ কোটি ৮৬ লক্ষ! (২০১৭-২০২৩) কলকাতা পুরসভার অ‍্যাসিস্ট‍্যান্ট পার্থ চোংদারের সম্পত্তির তথ‍্য তুলে ধরে আদালতে সরকারি আইনজীবীর মন্তব্যঃ হিমশৈলের চূড়া মাত্র!, দুর্নীতি দমনের অনেক মামলা করেছি এই মামলা অনেক বড় যেন হিমালয়! ফিক্সড ডিপোজিট থেকে কারেন্ট অ্যাকাউন্ট, গোল্ড বন্ড থেকে বিমা- সব ক্ষেত্রেই লক্ষ লক্ষ টাকার বিনিয়োগ করেছেন পার্থ চোঙদার, আদালতে অভিযোগ দুর্নীতি দমন শাখার নিউ টাউনের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ২৮ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট। একাধিক বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে কোথাও ১০ আবার কোথাও ২০ থেকে ২৫ লক্ষ করে টাকা বিনিয়োগ করেছেন পার্থ শ্বশুর-শাশুড়ি মালদার বাসিন্দা হলেও তাঁদের নামে পার্থ ঠিকানা ও নথি দিয়ে কলকাতায় পাঁচ থেকে ছ’টি অ্যাকাউন্ট খুলে জমা করেছেন ১ কোটি টাকা বোলপুরে ৩৬ লাখি বাংলো বাড়ি থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় ছ’টি ফ্ল‍্যাটে লগ্নি স্ত্রীর নামে রিয়েল এস্টেট সংস্থা খুলে তাতেও বিনিয়োগ করেছেন পার্থ, সরকারি কর্মী হয়েও সেই সংস্থার অংশীদার। আদালতে অভিযোগ দুর্নীতি দমন শাখার বিনিয়োগ করেছেন সোনা তেও। ব্যাঙ্কের লকারে ৭৩৪.৮৫ গ্রাম রয়েছে, ফ্রিজ করা হয়েছে অ‍্যাকাউন্ট বাদ নেই বিদেশ যাত্রাও। ২০১৭ থেকে ২০২১ এই সময় কালে বেশ কয়েকবার বিদেশে গেছেন পার্থ বছরে বেতন ১৪ লক্ষ টাকা, ব্যাঙ্কে জমেছে ৯০/৯৫ লক্ষ টাকা। এই টাকার উৎস কোথায়? কোনও উত্তর দিতে পারেননি পার্থ এত বিপুল পরিমাণ অর্থ কোথায় থেকে এল জানতেই হেফাজতে প্রয়োজন
0
comment0
Report
CDChittaranjan Das
Nov 07, 2025 08:41:06
Durgapur, West Bengal:*SIR এর ফর্ম বিলিতে BLO সাথে ঘুরছে বহিরাগত সিপিএম নেতা,প্রতিবাদে তৃণমূল কংগ্রেস, চাপের মুখে পড়ে এলাকা ছাড়লেন ওই সিপিএম নেতা* । লিস্টেড তালিকায় থাকা সিপিআইএমের বিএলএ টু র বদলে তার হয়ে বহিরাগত এক সিপিআইএম কর্মী বিএলও র সাথে বাড়ি বাড়ি ঘুরে এসআইআর ফর্ম বিলি করছেন। এই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের ৪১ নম্বর ওয়ার্ডের ২৬২ নম্বর বুথের মহানন্দা পল্লী এলাকা। বিএলও-র সামনেই প্রতিবাদ তৃণমূল কর্মীদের, প্রতিবাদে সামিল বুথের তৃণমূলের বিএলএ টু গোবিন্দ দাস। অভিযোগ, এই বুথের সিপিআইএমের বিএলএ টু আছেন তাপস চক্রবর্তী, তার বদলে এই বুথে শুক্রবার কাজ করছিলেন সিপিআইএম কর্মী সলিল বোস। এই খবর জানাজানি হতেই শুক্রবার সকালে মহানন্দা কলোনিতে ব্যাপक উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএলও র সামনে শুরু হয় বাদানুবাদ。 এ/categoriesঅন্যের হয়ে কাজ করা যায় না, প্রতিক্রিয়া ২৬২ নম্বর বুথের বিএলও সুদীপ রায় এর। প্রবল বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়েন অভিযুক্ত সিপিআইএম কর্মী সলিল বোস। শুরু হয় ফের এসআইআর ফর্ম বিলির কাজ। এই ২৬২ নম্বর বুথে ১১৩৫ জন ভোটার আছেন। বাইট : গোবিন্দ দাস ( বি এল এ টু, তৃণমূল ) সলিল বোস ( সিপিআইএম নেতা ) সুদীপ রায় ( বিএলও ) শিবশংকর ভঞ্জ ( বুথ সভাপতি, তৃণমূল ) ছবি 2C তে ফাইল নাম 0711ZG_DGP_BLO2_PBLM_R
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Nov 07, 2025 08:39:49
Arambag, West Bengal:আরামবাগ০৭ নভেম্বর শুক্রবার ছিল যুব রাজ তথা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আর সেই উপলক্ষে আরামবাগ পাঁড়ের ঘাটে কালী মন্দিরে হাজির হয়ে যান পুর সভার ভাইস চেয়ারম্যান মমতা মুখোপাধ্যায়, তৃণমূল নেতা অর্ঘ্য কুশারী সহ একাধিক নেতৃত্ব ও কর্মীরা। আর সেই উপলক্ষেপাঁড়েরঘাট কালীমন্দিরে জমায়েত হতে শুরু করেন তৃণমূল কর্মী ও সমর্থকরা। তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনায় কালী মন্দিরে পুজো দিলেন ভাইস চেয়ারম্যান মমতা মুখোপাধ্যায় ও শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অর্ঘ্য কুশারী। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন কাউন্সিলর সঞ্জয় দাস, রথীন্দ্রনাথ দাস, তৃণমূল নেতা ভোলানাথ ঘোষ, বিদ্যুৎ রায় সহ শহরের একাধিক কর্মী-সমর্থকরা। পুজোর সময়ে ভক্তি ও শ্রদ্ধায় মুখর হয়ে ওঠে মন্দির চত্বর। পাশাপাশি এদিন সাধারণ মানুষও অংশ নেয় পুজোয়। মায়ের কাছে সকলেই প্রার্থনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা, শক্তি ও জনকল্যাণের ধারাবাহিক সাফল্যের জন্য।পুজোর শেষে উপস্থিত সকলের মধ্যে লাড্ডু ও প্রসাদ বিতরণ করা হয়।
1
comment0
Report
BSBarun Sengupta
Nov 07, 2025 08:39:05
1
comment0
Report
BMBiswajit Mitra
Nov 07, 2025 08:38:40
Ranaghat, West Bengal:সরকারি নির্দেশক্রমে রাজ্যের সমস্ত স্কুলে জাতীয় সংগীতের পাশাপাশি রাজ্য সংগীত গাইতে হবে। সেই মোতাবেক নদীয়ার কল্যাণী এবং হরিণঘাটায় শুরু হলো বাংলার মাটি বাংলার জল এই গান। রাজ্যের শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী এরাজ্যের বিভিন্ন বিদ্যালয় গুলোতে শুক্রবার বন্দেমাতরম গানের ১৫০ তম বার্ষিকী উদযাপনে শুরুতেই এই গানটি গাওয়ার পরে রাজ্যের রাজ্য সংগীত বাংলার মাটি বাংলার জল গানটি গেয়ে তারপর জাতীয় সংগীত জন গণ মন অধি গাওয়া হলো। নদীয়া জেলার কল্যাণী ঘোষপাড়া সরস্বতী ট্রাস্ট এস্টেট বিদ্যাপীঠে পঠন-পाठন আগে প্রত্যেকদিনের মতো শুক্রবার বিদ্যালয়ের ক্যাম্পাসে লাইনে দাঁড়িয়ে সরকারি নির্দেশিকাকে মান্যতা দিয়ে শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়ার শুরুতেই গাইলেন বন্দে মাতারাম জাতীয় গানটি, তারপরেই গাইলেন রাজ্য সংগীত "বাংলার মাটি বাংলার জল" সবশেষে জাতীয় সংগীত গেয়ে শুরু হলো বিদ্যালয়ের গঠন পাঠন।
4
comment0
Report
ANArnabangshu Neogi
Nov 07, 2025 08:38:13
Kolkata, West Bengal:বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে সং্খ্যালঘু যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে বন্দী তাদের জেল মুক্তির বিষয়ে কেন্দ্র এবং রাজ্যের মতামত জানতে চাইলো কলকাতা হাইকোর্ট। আগামী দু'সপ্তাহের মধ্যে আদালتকে জানাতে নির্দেশ দিয়েছেন। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, *"এদের জন্য আইন কি রয়েছে এবং কিভাবে সুরাহা দেওয়া যেতে পারে সে ব্যাপারে রিপোর্ট দিন।"* মামলাকারীর পক্ষে কুমার জ্যোতি তিউয়ারি - কেন্দ্রের আইন অনুযায়ী ধর্মীয় নিপীড়নের কারনে পাকিস্থানি, বাংলাদেশ, আফগানিস্তান থেকে কেউ বিতাড়িত হলে তাদের নাগরিকত্ত্বের জন্য জেলে বন্দি রাখা যাবেনা।তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ রয়েছে। কিন্তু রাজ্যের নিম্ন আদালত গুলোতে নানা কারনে এদের জামিন বাতিল করা হচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি কেন্দ্রের আইনজীবী কে- যাদের ক্ষেত্রে এই ক্রাইটেরিয়াতে মিলছে তাদের জন্য আপনারা কি করছেন? যারা জেলে রয়েছেন। কেন্দ্রের আইনজীবী - এ ব্যাপারে রাজ্য রিপোর্ট দিয়ে জানাক কতজন এই রকম আছে। তাহলে তারা সেই অনুযায়ী পদক্ষেপ করতে পারে।রাজ্যে এই ধরনের ট্রাইব্যুনালও নেই।আইন অনুযায়ী ট্রাইব্যুনাল তৈরি করার কথা。
2
comment0
Report
NHNantu Hazra
Nov 07, 2025 08:37:58
1
comment0
Report
NHNantu Hazra
Nov 07, 2025 08:37:11
Salt Lake City, Utah:Dilip ghosh reaction on several issue. দিলীপ ঘোষ ইকোপার্ক *SIR আবহে রাজ্য  ছেড়ে চলে যাচ্ছে বাংলাদেশিরা। *SIR পর প্রথম ভোট বিহারে। *সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, নিজে কোনো ফর্ম পূরণ করব না।  সমাজমাধ্যমে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। *জয়নগর - সন্ধ্যায় ব্যবসায়ীকে কুপিয়ে খুন। ঘটেিচচা ছড়ল এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। *এস আই আরের ফর্ম কিভাবে ফিলাপ করবে এস আই আর কোন ভয়ের বিষয় নয় এই কথা বোঝাতে গিয়ে আক্রান্ত মহেশতলা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি র বুথ প্রেসিডেন্ট সুপ্রিয়া মন্ডল। *বাড়ি বাড়ি না গিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বসে এসআইআর(SIR) এর ফর্ম বিলি করছিলেন বিএলও (BLO)।তা নিয়ে প্রতিবাদ করায় বিএলও-র চরম হুমকির মুখে  পড়লেন বিজেপির বিএলএ(BLA)। শতাধিক লোক নিয়ে গিয়ে বাড়ি ঘেরাও করে বিজেপির  বিএলএ কে  মারধর করা হবে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে  খোদ বিএলও-র বিরুদ্ধে। পূর্ব  বর্ধমানের জামালপুর ব্লকের ধুলুক গ্রামের ৩৬ নম্বর বুথ এলাকায় । *বালি পাচার মামলায় ইডির প্রথম গ্রেফতার। গ্রেফতার সল্টলেকের ব্যবসায়ী অরুণ সরাফ। জিডি মাইনিং সংস্থার প্রাক্তণ ডিরেক্টর অরুণ সরাফ।
2
comment0
Report
NHNantu Hazra
Nov 07, 2025 08:16:20
3
comment0
Report
Advertisement
Back to top