Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735221

एसटी समाज के चेयरमैन पद की मांग पर बागराकोट ग्राम पंचायत में हंगामा

ABArup Basak
Dec 14, 2025 03:54:04
Mal Bazar, West Bengal
বাগ্রρακোয়ট গ্রাম পঞ্চায়েতের লিস রিভার চা বাগান এলাকায় সাংবাদিক বৈঠক করল তৃণমূল কংগ্রেসের এস টি সম্প্রদায়ের নেতা-কর্মীরা। এই সাংবাদিক বৈঠককে ঘিরে বর্তমানে বাগ্র Rackot গ্রাম পঞ্চায়েত জুড়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এস টি সম্প্রদায়ের নেতা-কর্মীরা জানান, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে চেয়ারম্যান পদ চালু হচ্ছে। সেই অনুযায়ী বাগ্ররাকোট গ্রাম পঞ্চায়েতেও চেয়ারম্যান পদে এস টি সম্প্রদায়ের প্রতিনিধিকে নিয়োগ করতে হবে। তাঁদের অভিযোগ, এতদিন বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ পদে থাকলেও এস টি সম্প্রদায়ের কোনো প্রতিনিধি বড় পদে সুযোগ পাননি। এই অবস্থায় তাঁদের জোরালো দাবি, এবার চেয়ারম্যান পদ অবশ্যই এস টি সম্প্রদায়ের নেতা-কর্মীদের দিতে হবে। এ বিষয়ে আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বড়াইক ও জেলা সভানেত্রী মহুয়া গোপকে অবগত করা হবে বলেও জানান তাঁরা। সাংবাদিক বৈঠক থেকে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যদি কোনো কারণে বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতে এস টি সম্প্রদায়ের কাউকে চেয়ারম্যান করা না হয়, তাহলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। বাইট১) স্টিফেন তির্কী। মাল পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মদক্ষ। ২) জন প্রকাশ ওড়াও সোনালী চাবাগানের তৃনমুল এর সেক্রেটারি। ৩) পুরন লোহার, বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েত এর তৃনমুলের ভাইস প্রেসিডেন্ট।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBarun Sengupta
Dec 14, 2025 08:17:03
Barrackpore, Kolkata, West Bengal:নোয়াপাড়ায় আজ শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং এর সভা তৃনমুলের যোগদান, আমাদের টিভি৯ বাংলায় জানালেন প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতি প্রিয় মল্লিকের ছায়া সংগী মৃন্ময় কাশ্যপী এবং তৃনমুলের উত্তর ব্যারাকপুর পুরসভা কাউন্সিলর শ্রাবনী কাশ্যাপী বিজেপি তে যোগদান করছেন দলে গুরুত্বহীন!! জন প্রতিনিধি হিসেবে কাজ করতে বাধা!! এলাকায় উন্নয়নের কাজে পৌরপ্রধানের দল উচ্চ নেতৃত্ব কে বারংবার জানিয়ে ও কোন ফল হয়নি!! তাই অবশেষে দল এবং কাউন্সিলর পদ ছাড়তে বাধ্য হলো বলে জানালেন ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর উত্তর ব্যারাকপুর পৌরসভার শ্রাবণী কাশ্যপী।ক্ষুব্ধ কাউন্সিলর শ্রাবনী কাশ্যপী জানালেন আর তৃনমুলে নয়!! এবার অর্জুন সিং এর হাত ধরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মঞ্চে যোগ দিচ্ছেন আজ। বাইটঃ- শ্রাবণী কাশ্যপী (ক্ষুব্ধ তৃনমুল কাউন্সিলর উত্তর ব্যারাকপুর পুরসভা ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর) আজ শুভেন্দু অধিকারীর মঞ্চে অর্জুন সিং এর হাত ধরে বিজেপি তে যোগদান করছেন বলে জানান প্রাক্তন খাদ্য মন্ত্রী মৃন্ময় কাশ্যপী।মৃন্ময় কাশ্যপি জানান, দিন কে দিন দুর্নীতি তে জড়াচ্ছে দল তাতে দল করতে গেলে এলাকার মানুষ চোর বলছেন। তাইবেই জ্বালার হাত থেকে রেহাই পেতেই তৃনমুল ছেড়ে অর্জুন সিং এর হাত ধরে শুভেন্দু অধিকারী মঞ্চে বিজেপি তে যোগদান করতে যাচ্ছি বলে জানান এক সময়ে তৃনমুলের কাউন্সিলর মৃন্ময় কাশ্যপী
0
comment0
Report
BSBarun Sengupta
Dec 14, 2025 08:16:30
Barrackpore, Kolkata, West Bengal:নোয়াপাড়ায় আজ শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং এর সভা তৃনমুলের যোগদান, আমাদের টিভি৯ বাংলায় জানালেন প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতি প্রিয় মল্লিকের ছায়া সংগী মৃন্ময় কাশ্যপী এবং তৃনমুলের উত্তর ব্যারাকপুর পুরসভা কাউন্সিলর শ্রাবনী কাশ্যাপী বিজেপি তে যোগদান করছেন দলে গুরুত্বহীন!! জন প্রতিনিধি হিসেবে কাজ করতে বাধা!! এলাকায় উন্নয়নের কাজে পৌরপ্রধানের। দল উচ্চ নেতৃত্ব কে বারংবার জানিয়ে ও কোন ফল হয়নি!! তাই অবশেষে দল এবং কাউন্সিলর পদ ছাড়তে বাধ্য হলো বলে জানালেন ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর উত্তর ব্যারাকপুর পৌরসভার শ্রাবণী কাশ্যপী।ক্ষুব্ধ কাউন্সিলর শ্রাবনী কাশ্যপী জানালেন আর তৃনমুলে নয়!! এবার অর্জুন সিং এর হাত ধরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মঞ্চে যোগ দিচ্ছি আজ। বাইটঃ- শ্রাবণী কাশ্যপী (ক্ষুব্ধ তৃনমুল কাউন্সিলর উত্তর ব্যারাকপুর পুরসভা ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর) আজ শুভেন্দু অধিকারীর মঞ্চে অর্জুন সিং এর হাত ধরে বিজেপি তে যোগদান করছেন বলে জানালেন প্রাক্তন খাদ্য মন্ত্রীর ছায়া সংগী মৃন্ময় কাশ্যপী।মৃন্ময় কাশ্যপি জানান,যেভাবে দিন কে দিন দুর্নীতি তে জড়াচ্ছে দল তাতে দল করতে গেলে এলাকার মানুষ চোর বলছেন। তাইবেই জ্বালার হাত থেকে রেহাই পেতেই তৃনমুল ছেড়ে অর্জুন সিং এর হাত ধরে শ্রাবণী কাশ্যপী বিজেপি তে যোগদান করতে যাচ্ছি বলে জানান এক সময়ে তৃনমুলের কাউন্সিলর মৃন্ময় কাশ্যপী বাইটঃ- মৃন্ময় কাশ্যপি( উত্তর ২৪ পরগনার চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির মেম্বার এবং নোয়াপাড়া বিধান সভার তৃনমুলের সাধারণ সম্পাদক)
0
comment0
Report
CDChampak Dutta
Dec 14, 2025 08:06:52
Kaji Chak, West Bengal:সমস্ত ওসির একটা হাত একটা পা ভেঙে দেয়া হবে ল্যাংড়ার মত ওরা চলতে থাকবে, বাঁচার চেষ্টা করবে অতএব তৃণমূল কে ওরা বাঁচাতে যাবে না, মাইক হাতে বক্তব্য রাখতে গিয়ে এমনই বললেন বিজেপি বিধায়ক। ঘাটালে পরিবর্তন সভায় বিস্ফোরক ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট, ২৬ এর নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক আধিকারিকদের তীব্রভাবে হুঁশিয়ারি ২৬ এর নির্বাচনে পুলিশের ভেঙে দেয়া হবে হাত পা, পুলিশ বলবে আমাদের বাঁচতে দিন, নির্বাচনে থাকবে না কোন তৃণমূল বিডিও এসডিও, এমনকি ২৬ এর নির্বাচনে থাকবে না কোন তৃণমূলের চোর নেতারা। ঘাটাল ব্লকের এক নম্বর অঞ্চলের সুলতানপুরে শনিবার সন্ধ্যেয় পরিবর্তন সভায় উপস্থিত হয়ে মাইক হাতে বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। পাগলের প্রলাপ বলে পাল্টা কটাক্ষ তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতি。
0
comment0
Report
BSBhabananda Singha
Dec 14, 2025 07:31:54
Dinajpur, Rangpur Division:এক শতক জমি বিবাদে ঘরে ঢুকে নাবালিকাকে ছররা গুলিতে খুন, ইসলামপুরে চাঞ্চল্য উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েতের ঝলঝলি এলাকায় এক শতক বিতর্কিত জমির দখলকে কেন্দ্র করে ভয়াবহ হিংসার ঘটনা ঘটল। অভিযোগ, শনিবার রাতে দুস্কৃতীরা ঘরে ঢুকে ১২ বছরের নাবালিকা কৌশিরাকে ছররা গুলিতে ঝাঁঝরা করে খুন করে। মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে, গ্রামে চাপা উত্তেজনা বিরাজ করছে。 স্থানীয় সূত্রে জানা_gিয়েছে, দীর্ঘদিন ধরেই এলাকায় শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে ক্ষমতা দখলের লড়াই চলছিল। তারই মাঝে মাত্র এক শতক জমির দখল নিয়ে বিবাদ বাঁধে মহাম্মদ জাহিদ ও হাকিমুদ্দিন নুর আলমদের মধ্যে। বিষয়টি গ্রাম্য সালিশির মাধ্যমে মেটানোর কথা থাকলেও অভিযোগ, শনিবার রাতে আচমকাই জাহিদের বাড়িতে হামলা চালায় হাকিমুদ্দিন বাহিনী। এলাকায় বোমাবাজির অভিযোগও উঠেছে。 ঘটনার সময় জাহিদ বাড়িতে থাকলেও হামলার মুখে তিনি পালিয়ে যান বলে দাবি। সেই সময় ঘরের ভিতরে শুয়ে ছিল তার নাবালিকা মেয়েকে কৌশিরাকে। অভিযোগ, দুস্কৃতীরা ঘরে ঢুকে বিছানার মধ্যেই কৌশিরাকে ছররা গুলিতে গুলি করে খুন করে। ঘটনার পর পুলিশ কয়েকজনকে আটক করেছে বলে খবর। ইসলামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মহাম্মদ রফিক আলম জানান, “ওরা লাগাতারareas বিবাদ সৃষ্টি করে। আট দিন আগে জমি বিবাদ নিয়ে নেতৃত্বরা স্পটে গিয়েছিল। সেই সময় নেতাদের সামনেই জাহিদের উপর চড়াও হয় হাকিমুদ্দিনরা। পুলিশি হস্তক্ষেপে তখন পরিস্থিতি সামাল দেওয়া হয়। আজ পরিকল্পিতভাবে এই হামলা চালিয়ে নাবালিকা মেয়েটিকে খুন করা হয়েছে। আমরা দোষীদের কঠোর আইনি শাস্তি চাই।” মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ এলাকা। আতঙ্কের পরিবেশে ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা。 বাইটঃ ১) মহা জাহিদ (মৃতের বাবা) ২) মহাম্মদ রফিক আলম (গ্রাম পঞ্চায়েত সদস্য) 1412ZG_NDIN_MTKNDA_MDR_R
0
comment0
Report
PDPradyut Das
Dec 14, 2025 07:30:39
Jalpaiguri, West Bengal:ময়নাগুড়িতে প্রেমিকের অকাল মৃত্যুতে চরম সিদ্ধান্ত নিল নাবালিকা। হতবাক পরিবার। শোকের ছায়া গোটা এলাকায়। প্রেমিকের মৃত্যুর শোক সইতে না পেরে মর্মান্তিক সিদ্ধান্ত নাবালিকা প্রেমিকার, আট দিনের জীবন যুদ্ধের পর নিভে গেল ১৭ বছরের জীবন। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের চুরা ভান্ডার গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শালবাড়ি এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রেমিকের মৃত্যুর ঠিক পরের দিনই কীটনাশক পান করে ১৭ বছরের নাবালিকা কিশোরী মনীষা রায়। টানা আট দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে শনিবার জলপাইগুড়ি สุপার স্পেশালিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করল সে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে ময়নাগুড়ির জল্পেশ area's এক কিশোরের সঙ্গে মনীষার গভীর প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। বিষয়টি দুই পরিবারেরই জানা ছিল এবং তারা এই সম্পর্ক মেনে নেওয়ার কথাও স্থির ছিল। কিন্তু হঠাৎ করেই সবকিছু ওলটপালট হয়ে যায়। কয়েকদিন আগে শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়ে মনীষার প্রেমিক। চিকিৎসা চলাকালীনই তার মৃত্যু হয়। এই অকাল মৃত্যুতে ভেঙে পড়ে মনীষা। প্রিয় মানুষের চলে যাওয়ার শোক সে কিছুতেই মেনে নিতে পারেনি বলে পরিবারের দাবি। প্রেমিকের মৃত্যুর ঠিক পরের দিনই মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে, এরপরই কীটনাশক খেয়ে ফেলেন মনীষা বলে পরিবারের তরফে পিতা খগেন্দ্রনাথ রায়ের দাবি। সংকটজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুরু হয় দীর্ঘ চিকিৎসা, কিন্তু জীবনযুদ্ধে শেষরক্ষা হল না। টানা আট দিন মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়েও অবশেষে হার মানে কিশোরীর প্রাণ। মনীষার মৃত্যুর খবরে পশ্চিম শালবাড়ি এলাকায় শোকস্তব্ধ পরিবেশ তৈরি হয়েছে। একসঙ্গে নিভে গেল দু’টি তরতাজা জীবন, ভেঙে পড়েছেন দুই পরিবারের সদস্যরাও। অকালেই থেমে গেল এক কিশোরী প্রেমের গল্প, রেখে গেল না-পাওয়ার গভীর হাহাকার আর অসীম বেদনা।
0
comment0
Report
ABArup Basak
Dec 14, 2025 06:04:57
Mal Bazar, West Bengal:পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার সমিতির মহকুমা সম্মেলন。 মালবাজার শহরে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির মাল মহকুমার ২২ তম চতুর্দশ দ্বিবার্ষিক মহকুমা সম্মেলন। মহকুমা সম্মেলনকে সফল করার আহ্বান জানিয়ে মাল শহরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির সদস্যদের উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য মিছিল। মিছিলটি শহরের রামকৃষ্ণ কলোনিতে অবস্থিত রাজ্য কো-অর্ডিনেশন কমিটির কর্মচারী ভবন থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় কর্মচারী ভবনে ফিরে আসে। শনিবার বিকেলে অনুষ্ঠিত মহকুমা সম্মেলনে মাল মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী পেনশনার্স সমিতির সদস্যরা উপস্থিত হন। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে চতুর্দশ দ্বিবার্ষিক মহকুমা সম্মেলনের মূল কার্যাবলী শুরু হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির জলপাইগুড়ি জেলা সম্পাদক গৌরাঙ্গ রায়, রাজ্য কো-অর্ডিনেশন কমিটির মাল মহকুমা সম্পাদক রতন বড়ুয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিনের মহকুমা সম্মেলনে উপস্থিত হয়ে রাজ্য সরকারের অধীনস্থ পেনশন প্রাপক কর্মচারীদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরেন। বর্তমান সময়কালে রাজ্য সরকারের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা, সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা, সঠিকভাবে ও স্বচ্ছতার সাথে নতুন কর্মী নিয়োগ সহ একাধিক দাবি তোলা হয়। পাশাপাশি রাজ্যের বর্তমান ক্ষমতাসীন সরকারের নেতা মন্ত্রীদের বিভিন্ন ধরনের দুর্নীতি নিয়ে প্রসঙ্গ উঠে আসে। রাজ্যে ক্রমশ বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন দপ্তরে সীমাহীন দুর্নীতি প্রসঙ্গে সোচ্চার হয়ে ওঠেন পেনশনার্স সমিতির সদস্যরা। পাশাপাশি নিজেদের ন্যায্য হকের দাবিতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়। এদিনের সম্মেলন মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির মাল মহকুমার নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন যথাক্রমে দুলাল চন্দ্র দে, নান্টু চক্রবর্তী, অজিত বিশ্বাস। এদিনের সম্মেলন মঞ্চে দাঁড়িয়ে মাল মহকুমা পেনশনার্স সমিতির নবনির্বাচিত সম্পাদক নান্টু চক্রবর্তী জানান, রাজ্যের বেকার যুবক যুবতিদের কর্মসংস্থান, কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, সমকাজে সমবেতন প্রদান, স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবিতে লড়াই আন্দোলন জারি থাকবে।
0
comment0
Report
BSBarun Sengupta
Dec 14, 2025 06:04:34
Barrackpore, Kolkata, West Bengal:যুবভারতি ক্রিয়াংগনে মেসি কান্ডে ১০০ কোটি টাকার ঘাপলায় জড়িয়ে মুখ্যমন্ত্রীর প রিবার, ED তদন্তের ভার দেওয়ার দাবি অর্জুন সিং এর,ডিজির টাকা ফেরত এর সিদ্ধান্ত কে স্বागत অর্জুন সিং এর,ডিজি কার ফোনে সাংবাদিক সন্মেলন ছেড়ে উঠে গেলেন কেন? প্রশ্ন অর্জুনএর মমতা বন্দ্যোপাধ্যায় খেলা শেষ!! লাস্ট খেলা মেসি খেলে দিয়ে চলে গেলো।১০০ কোটি টাকার ঘাপলা হয়েছে!! সড়াসড়ি ব্যানার্জি পরিবার জড়িত আছে।১০০ কোটি টাকা দিয়ে রাজ্যের মানুষ অরুপ বিশ্বাস এবং রাজ চক্রবর্তীর স্ত্রীকে দেখে গেলো।মোটা টাকার টিকিট কেটে মেসি কে যারা দেখতে পারেন নি,তাদের টাকা ফেরত দেবার নির্দেশ দিয়ে বিপাকে রাজ্য পুলিশের ডি,জি!! অভিযোগ প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর।তাকে প্রেস কনফারেন্স ছেড়ে বেড়িয়ে যেত হলো কেন প্রশ্ন অর্জুন সিং এর।কার ফোন পেয়ে তিনি উঠে গেলেন রাজ্য পুলিশের ডিজি?? প্রশ্ন অর্জুন সিং এর।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 14, 2025 05:37:02
Baruipur, West Bengal:আপডেট জী ২৪ ঘন্টার খবরের জের, অবশেষে গ্রেপ্তার তৃণমূল কর্মী। বিজেপি নেতাকে মারধর করার অভিযোগে গ্রেপ্তার এই অভিযুক্ত। আরো বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে ক্যানিং থানার পুলিশ বলে জানা যাচ্ছে । বিজেপি’র বুথ সমাপতিকে কোদালের বাঁট দেয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের গোপালপুর পঞ্চায়েতের ধর্মতলা গ্রামে। বর্তমানে অত্যন্ত সংকটজনক অবস্থায় মৃত্যুর সাথে কলকাতার হাসপাতালে পাঞ্জা লড়ছেন আক্রান্ত ওই বিজেপি নেতা। নির্বাচনের আগে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে গত কয়েকদিন আগে ধর্মতলা গ্রামে বিজেপির একটি মিটিং অনুষ্ঠিত হয়েছিল বুথ সভাপতি শঙ্কর মন্ডলের নেতৃত্বে। সেই সময় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সাথে সামান্য বচসা হয়। শুক্রবার আবারও ধর্মতলা গ্রামে মিটিং করার জন্য গিয়েছিলেন। অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরা ওই বিজেপি নেতা কো বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। অন্যান্য বিজেপি কর্মীরা আক্রান্ত নেতা কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। চিকিৎসার জন্য বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই বিজেপি নেতার অবস্থার অবনতি হলে কলকাতার hospital-এ স্থানান্তরিত করেন। ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 14, 2025 05:36:48
Baruipur, West Bengal:চা চক্রের মধ্য দিয়ে সওকাত मোল्ला প্রায় দিন কর্মীদের নিয়ে বৈঠক করছেন। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা প্রায় দিন মিটিংয়ে ২৬ এর ভোট নিয়ে আলোচনা করছেন নিজের বিধানসভা নিয়ে। দলকে আরো শক্তিশালী করতে তিনি জোর দিচ্ছেন বলে জানা যাচ্ছে। সাথে রেখেছেন ভাঙ্গড় বিধানসভা। ভাঙ্গড় বিধানসভা থেকে এখন নিজের বিধানসভায় কিছুটা হলেও বেশি সময় দিচ্ছেন তিনি বলে জানা যাচ্ছে। পাশাপাশি ক্যানিং পূর্ব বিধানসভা প্রায় দিন একাধিক জায়গায় জনসভা করছেন। ২০২১এ নিজের বিধানসভায় প্রতিটা অঞ্চলে খুব একটা ভালো ফল না করলেও এবারে যাতে ভোটে ভালো ফল হয় তাই জন্য তিনি এইভাবে কর্মীদের নিয়ে বৈঠক করছেন বলে জানা যায় । উল্লেখ কয়েকদিন আগে ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী তিনি জানিয়েছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এবারে টিকিট পেলে তিনি তার নিজের বিধানসভায় হারবেন। আর এরপরে কোথাও যেন অস্বস্তিতে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সূত্রের খবর।
0
comment0
Report
ANArnabangshu Neogi
Dec 14, 2025 05:35:06
0
comment0
Report
CDChampak Dutta
Dec 14, 2025 05:34:41
Kaji Chak, West Bengal:মেদিনীপুরে আর থাকছে না কোন ভাগাড়। এবার সেই ভাগাড় এর জায়গায় দেখা যাবে সার এর কারখানা। همچنین দাবি মেদিনিpুর পৌরসভার চেয়ারম্যান এর। ইতিমধ্যেই সেই কাজ শুরু করে দিয়েছে মেদিনীپور পৌরসভা। উল্লেখ্য, মেদিনীপুর শহর সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে ধর্মা এলাকায় রয়েছে ডাম্পিং গ্রাউন্ড। বিগত ৬০ বছর ধরে মেদিনীপুর শহরের সমস্ত ময়লা আবর্জনা ফেলা হয় এই ডাম্পিং গ্রাউন্ডে। মেদিনীপুর পৌর এলাকার আবর্জনার পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকেও লোকজন লরিতে করে এসে ময়লা আবর্জনা ফেলে চলে যেত। কয়েক বছর আগে পৌরসভার পক্ষ থেকে নিরাপত্তা রক্ষী রেখে নজরদারি করার ফলে বাইরের আবর্জনা এই ডাম্পিং রাউন্ডে না পড়লেও বিগত ৬০ বছর ধরে ময়লা আবর্জনা ফেলার ফলে এবং তা পরিষ্কার না করার ফলে ওই ডাম্পিং রাউন্ডে আবর্জনার এক একটি পাহাড় তৈরি হয়ে গিয়েছিল। এবং সেখান থেকে দূষণ ছড়াতে শুরু করেছিল মেদিনীপুর শহরে। মাঝে মাঝেই ওই আবর্জনা থেকে গ্যাস তৈরি হয়ে গিয়ে লেগে থাকছিল আগুন, সেই আগুনের ধোয়ায় ঢেকে যেত এলাকা। এই ধোঁয়ার কারণে বহু মানুষের অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছিল। মেদিনীপুর পৌরসভায় গিয়ে প্রতিবাদ জানিয়ে ছিল এলাকাবাসীরা। তাদের দাবি ছিল এই ডাম্পিং গ্রাউন্ডের ময়লা আবর্জনা সরানোর। শহরবাসীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে ওই ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগলে যাতে দ্রুত নেভানো যায় এবং দূষণ না ছড়ায় তার জন্য পৌর কর্মী নিয়োগ করে এবং ওখানে জলের ব্যবস্থা করেছিল মেদিনীপুর পৌরসভা। আগুন লাগলেই জলের সাহায্যে নিভিয়ে ফেল তো পৌর কর্মীরা। কিন্তু ময়লা আবর্জনার পাহাড় রয়েই গিয়েছিল। উল্লেখ্য, মেদিনীপুর শহর সংলগ্ন এই ডাম্পিং গ্রাউন্ডে প্রায় ১২ একর জায়গার উপরে রয়েছে ২ লক্ষ ৬২ হাজার ৬৩৩ মেট্রিক টন এই আবর্জনা পাহাড়। তিন বছর আগে থেকে এই পাহাড় সরানোর কাজ শুরু করেছিল মেদিনীপুর পৌরসভা। ইতিমধ্যেই প্রায় ৪০% বেশি কাজ শেষ হয়ে গেছে বলে দাবি পৌরসভার। এই আবর্জনা গুলিকে মেশিনের সাহায্যে তিন ভাগে ভাগ করা হচ্ছে। বায়োমাইনিং প্রসেসিং এর মাধ্যমে একটি ভাগ চাষের জন্য জৈব সার হিসেবে তৈরি করা হচ্ছে, অপর ভাগ যেটি প্লাস্টিকজাতীয় জিনিস সেটিকে সিমেন্ট কারখানায় জ্বালানি হিসেবে পাঠিয়ে দেওয়া হচ্ছে,আরও একটি ভাগ যেটি অবশিষ্ট রয়ে যাচ্ছে সেটি নিচু জমি সমতল করার জন্য ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যেই ৪০ থেকে ৪৫ হাজার টন প্রসেসিং হয়েছে এবং ডিসপোসাল করা সম্ভব হয়েছে প্রায় ৩০০০০ টন বলে জানা গেছে। কাজ কিভাবে হচ্ছে এবং কতদূর এগিয়েছে তা দেখতে ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করে গিয়েছেন স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির ডিরেক্টর তথা বিশেষ সচিব জলি চৌধুরী। তিনি জানান, রাজ্যে ১২৮ টি পৌরসভায় একইরকম ভাবে কাজ চলছে। এখানেও ৪০% বেশি কাজ শেষ হয়ে গিয়েছে। আগামী দিনে কাজের গতিবৃদ্ধি আরো বাড়বে। ১৫ই ডিসেম্বর থেকে আরও একটি নতুন ট্রমাল সেট মেশিন কাজে লাগবে। বর্তমানে দিনে ৫০০ থেকে ৫৫০ হচ্ছে ১২ ঘণ্টার শিফটে। আমরা চেষ্টা করছি এ ভারটি হাজার থেকে বারোশত টনে নিয়ে যাওয়ার। পাশাপাশি ডাম্পিং গ্রাউন্ডে ময়লা না জমতে fresh প্ল্যান্ট এর কাজ আমরা শুরু করব। এক বছরে এই ডাম্পিং গ্রাউন্ড সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে, এরপর মেদিনীপুর শহরে আর কোনো আবর্জনা পড়ে থাকবে না। এখন প্রত্যেক দিন প্রায় ১০০ টনের মতো আবর্জনা সংগ্রহ হয়, সেই ১০০ টন আবর্জনা পৃথকীকরণ করা হবে।
0
comment0
Report
PDPradyut Das
Dec 14, 2025 04:51:21
Jalpaiguri, West Bengal:অবৈধভাবে ভারতে প্রবেশ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার। আজ আদালতে তোলা হবে। জলপাইগুড়ি জেলা লাগোয়া কোচবিহার জেলার হলদিবাড়ি থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন এক বাংলাদেশী নাগরিক। শনিবার রাতে হলদিবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। গবেষিত হওয়া ওই ব্যক্তির নাম মহম্মদ মোশারফ বয়স ৫৫ বছর । পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বাড়ি বাংলাদেশের ঢাকা ডিভিশন এলাকায়। ভারত-বাংলাদেশ সীমান্তের মানিকগঞ্জ এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেছে বলে পুলিশের প্রাথমিক ধারণা,পুলিশ ওই বাংলাদেশী নাগরিকের কাছ থেকে বাংলাদেশের টাকা উদ্ধার করেছে। আজ আদালতে তোলা হলে রিমান্ডের আবেদন জানিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে হলদিবাড়ি পুলিশ সূত্রে জানা যায়।
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Dec 14, 2025 04:50:45
Kolkata, West Bengal:কলকাতা কর্পোরেশনের বেহালা ১১৮ নম্বর ওয়ার্ডের ১০১ নম্বর এবং ৬৯ নম্বর পাটের প্রায় কুড়িজন ভোটারের এস আই আর ফ্রম আসেনি তারা প্রত্যেকেই জীবিত কিন্তু তাদের মৃত হিসেবে দেখানো হয়েছে। BLO যখন বাড়িতে ফ্রম দিতে এসেছিল তখন এর কোন সদ উত্তর দিতে পারেনি।এখনো পর্যন্ত তারা কোন ফর্ম পায়নি। প্রত্যেকে জন দুশ্চিন্তায় মধ্যে দিন কাটাচ্ছে,আদৌ তারা ভোটার লিস্টের নাম তুলতে পারবে কিনা। ১১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পরিষদ তারক সিং নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছেন। তারক সিং এর বক্তব্য এটি নির্বাচন কমিশনারের ভুল তার ওয়ার্ডে এত গুণ কেনো জীবিত ভোটার বাত যাবে। আমরা বার বার নির্বাচন কমিশনের কাছে বলছি কোন ভোটার যেন বাদ না যায়。
0
comment0
Report
Advertisement
Back to top