Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Paschim Medinipur721150

घाटाल परिवर्तन सभा में भाजपा विधायक का धमकी भरा बयान

CDChampak Dutta
Dec 14, 2025 08:06:52
Kaji Chak, West Bengal
সমস্ত ওসির একটা হাত একটা পা ভেঙে দেয়া হবে ল্যাংড়ার মত ওরা চলতে থাকবে, বাঁচার চেষ্টা করবে অতএব তৃণমূল কে ওরা বাঁচাতে যাবে না, মাইক হাতে বক্তব্য রাখতে গিয়ে এমনই বললেন বিজেপি বিধায়ক। ঘাটালে পরিবর্তন সভায় বিস্ফোরক ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট, ২৬ এর নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক আধিকারিকদের তীব্রভাবে হুঁশিয়ারি ২৬ এর নির্বাচনে পুলিশের ভেঙে দেয়া হবে হাত পা, পুলিশ বলবে আমাদের বাঁচতে দিন, নির্বাচনে থাকবে না কোন তৃণমূল বিডিও এসডিও, এমনকি ২৬ এর নির্বাচনে থাকবে না কোন তৃণমূলের চোর নেতারা। ঘাটাল ব্লকের এক নম্বর অঞ্চলের সুলতানপুরে শনিবার সন্ধ্যেয় পরিবর্তন সভায় উপস্থিত হয়ে মাইক হাতে বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। পাগলের প্রলাপ বলে পাল্টা কটাক্ষ তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতি。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SRSanjoy Rajbanshi
Dec 14, 2025 14:31:02
Kalna, West Bengal:কলনা বাসী ক্রিয়া প্রেমী तस्वीर 2C তে 141225ZG-KLN-FOOTBALL-R (কলনা) কালো আকরোনাথ পার্ক স্টেডিয়ামে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অনূর্ধ্ব ১৮ মোহনবাগান বনাম SKM ফাউন্ডেশন এর খেলা দেখে কালনা, হুগলী ও নদীয়ার বাসিন্দারা বহুদিন পর খেলা উপভোগ করতে পারলেন। দীর্ঘদিন ধরে কলনার মাঠে লীগ খেলা চলত, সেই সময় পেলেই আকরোনাথ পার্ক স্টেডিয়ামে মাঠ কাঁপছিলো; সময়ের সাথে সাথে মাঠের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, খেলা ঘিরে উৎসাহ কমে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাড়ে ৬ কোটি টাকা বরাদ্দে অঘোরণাথ পার্ক স্টেডিয়ামকে পুনর্নির্মাণ করানোর পরে ক্রীড়া লাভবান মানুষেরা ভিড় করছেন ভালো খেলা দেখতে, এই সময় কলনা ক্রিয়া সংস্থার কর্তারা ও কলনা ক্রিয়া সংস্থার পক্ষ থেকে বেশ কয়েকটি লীগ ম্যাচ শুরু হয়েছে।
0
comment0
Report
SBSoumen Bhattachrya
Dec 14, 2025 14:30:49
Kolkata, West Bengal:বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ Shamik Bhattacharya রবিবার সন্ধ্যায় দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশ কিছু বিষয়ে प्रतिक्रিয়া দেন। ১—) ভোটার তালিকায় প্রচুর গোলমাল প্রসঙ্গে... ২—) মুখ্যমন্ত্রীর ভবানীপুর কেন্দ্রে ৮৮ হাজার, বিibo হাকিমের কলকাতা বন্দর কেন্দ্রে ৬৩ হাজার নাম বাদ প্রসঙ্গে... ৩—) মেসি সফরে হায়দ্রাবাদ পৌঁছলেন অথচ কলকাতা মুখ পুড়লো প্রসঙ্গে... ৪—) রাজ্যপাল আজ ভগ্ন যুবভারতী ঘুরে দেখলেন প্রসঙ্গে... ৫—) তৃণমূল বলছে শতদ্রুপ একজন প্রাইভেট অপারেটর। দিল্লি থেকে কোনভাবে তাকে দিয়ে সুতো নড়িয়ে এইসব ঘটিয়ে বাংলার সম্মানহানি করার কোন চক্রান্ত নয় তো? ৬—) উত্তম শর্মাদার্ড যাকে গতকাল পুলিশ গ্রেফতার করেছিল এই ঘটনায়, সে শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ এবং সন্দেশখালি কাণ্ডে জেলবন্দী ছিল শিবু ও শাজাহানের সঙ্গে। পরে জামিনে মুক্তি পেল। তার মানে শিবু, শাজাহান ও উত্তম এই ত্রয়ীর ত্রাস এখনও ওই এলাকায় কাজ করছে— দুজন জেলে বসে আর একজন বাইরে।
0
comment0
Report
NHNantu Hazra
Dec 14, 2025 14:16:11
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Dec 14, 2025 13:50:32
Kolkata, West Bengal:TVU 88. নয়া আইএসআই বিল বাতিল কর Global excellence এর পীঠস্থান আইএসআই, প্রফেসর প্রশান্তচন্দ্র মহালনবিশের আইএসআই, দ্বিতীয় প্ল্যানিং কমিশনের ভিত্তিভূমি আইএসআই, রবীন্দ্রনাথের জন গণ মন অধিনায়ক যে বাড়িতে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করার প্রস্তাব আসে সেই আই এস আই, জে বি এস হ্যাল্ডেনের মত বিশ্বের তাবড় বিজ্ঞানীদের পূণ্যভূমি আই এস আই, ভারতকে দুনিয়ার দরবারে চিনিয়েছেন যারা তাদের মধ্যে অন্যতম এই সংস্থা আইএসআই-কে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে মোদী সরকার। জ্ঞান বিজ্ঞান의 প্রতিটি কেন্দ্র, বিশেষত বিজ্ঞানের মৌলিক গবেষণাগার বিজেপি আরএসএস এর চক্ষুশূল। উপরন্তু এই সংস্থার উপর তাদের জাত ক্রোধের অন্যতম কারণ পরিসংখ্যান চর্চা। দারিদ্র্য সীমা নিয়ে মোদী বাবু কারসাজি করলে আইএসআই র বিজ্ঞানীরা আপত্তি তোলেন। আইএসআই এর population studies এর গবেষণা অনুপ্রবেশ নিয়ে বিজেপির মিথ্যাচারের মুখোশ খুলে দেয়। যে AI নিয়ে আজ এত চর্চা তা নিয়ে অর্ধশতক আগেই আইএসআই গবেষণা শুরু করে। Heredity and evolution অধ্যায় থেকে evolution শব্দ বাদ দিলে আইএসআই এর human genetics, anthropology আর sociology বিভাগ আপত্তি তুলবে। তার উপর জহরলাল নেহরুর দূরদর্শিতার ফলে কেন্দ্রীয় স্বশাসিত সংস্থা হলেও আইএসআই আজও রাজ্য সরকারের সোসিটি আইনের অধীন। ফলে রাজ্য সরকারকে লুকিয়ে আইএসআই এর জমি জায়গা সম্পত্তি ইচ্ছামত লুটপাট চালানো মুশকিল বিজেপির পক্ষে। তাই আইএসআই ধ্বংস করতে বিজেপি নয়া বিল এনেছে, নেহरুর ১৯৫৯ সালের আইন বাতিল করে যে বিলকে ওরা আইন বানাতে চায়। আইএসআই এর আর একটা বড় সমস্যা হল এর অন্তর্নিহিত গণতান্ত্রিক শাসন কাঠামো। এই সংস্থা পরিচালিত হয় গবেষক, কর্মী, অধ্যাপকদের দ্বারা নির্বাচিত পরিচালক মন্ডলীর মাধ্যমে। কেন্দ্রীয় সরকারের আইন মেনে, সরকারকে জবাবদিহি অবশ্যই করে এই সংস্থা, কিন্তু সরকারের প্রতিনিধিদের নির্দেশ এই নির্বাচিত সংস্থার মাধ্যমে নেমে আসে। জো হুজুরি ব্যবস্থা নেই এখানে। এমনকি চেয়ারম্যানকে নির্বাচিত করারও বিধান আছে ব্যবস্থাপনায়। সবচেয়ে বড় কথা এই পরিচালন কমিটিতে যারা ভূমিকা রাখেন তারা এ কাজের জন্য কোনো বিশেষ ভাতা পান না, ফলে তাদের কিনে নেওয়াও মুশকিল। নয়া আইএসআই বিল বাতিল করো ভারতীয় বিজ্ঞান ও গণতন্ত্রের উপর সরাসরি আঘাত Global excellence-এর পীঠস্থান ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই)—প্রফেসর প্রশান্তচন্দ্র মহালনবিশের হাতে গড়া এই প্রতিষ্ঠান শুধু একটি গবেষণাগার নয়, আধুনিক ভারতের জ্ঞানচর্চার অন্যতম ভিত্তি। দ্বিতীয় প্ল্যানিং কমিশনের বৌদ্ধিক ভিত গড়ে উঠেছিল এই আইএসআই থেকেই। রবীন্দ্রনাথ ঠাকুরের “জন গণ মন” যে বাড়িতে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণের প্রস্তাব পায়, সেই ঐতিহাসিক স্থানও আইএসআই। জে. বি. এস. হ্যাল্ডেনের মতো বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের পদচারণায় ধন্য এই প্রতিষ্ঠান। ভারতকে আন্তর্জাতিক বিজ্ঞান-দরবারে পরিচিত করার ক্ষেত্রে যাঁরা অগ্রণী ভূমিকা নিয়েছেন, তাঁকদের অন্যতম কর্মক্ষেত্র ছিল আইএসআই। আজ সেই আইএসআই-কে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে মোদী সরকার। বিজ্ঞান ও জ্ঞানচর্চার প্রতিটি স্বাধীন কেন্দ্র—বিশেষত মৌলিক গবেষণাগার—বিজেপি-আরএসএসের চক্ষুশূল। তার ওপর আইএসআই-এর বিরুদ্ধে এই শাসকগোষ্ঠীর বিশেষ ক্রোধের অন্যতম কারণ পরিসংখ্যান চর্চা। দারিদ্র্যসীমা নিয়ে মোদী সরকারের কারসাজিতে যখন আইএসআই-এর বিজ্ঞানীরা আপত্তি তোলেন, তখনই শুরু হয় আক্রমণ। আইএসআই-এর Population Studies বিভাগের গবেষণা বিজেপির অনুপ্রবেশ সংক্রান্ত মিথ্যাচারের মুখোশ খুলে দেয়। আজ যে Artificial Intelligence (AI) নিয়ে এত মাতামাতি, তা নিয়ে আইএসআই অর্ধশতাব্দীরও বেশি সময় আগে গবেষণা শুরু করেছিল। পাঠ্যক্রম থেকে যদি Heredity and Evolution অধ্যায় থেকে “Evolution” শব্দ বাদ দেওয়ার চেষ্টা হয়, তবে আইএসআই-এর Human Genetics, Anthropology ও Sociology বিভাগ যে প্রতিবাদে মুখর হবে, তা অনিবার্য। জওহরলাল নেহরুর দূরদৃষ্টিতার ফলে কেন্দ্রীয় স্বশাসিত সংস্থা হয়েও আইএসআই আজও রাজ্য সরকারের Society Act-এর অধীন। এর ফলে রাজ্য সরকারকে পাশ কাটিয়ে আইএসআই-এর জমি, সম্পত্তি ও পরিকাঠামো ইচ্ছেমতো লুটপাট চালানো বিজেপির পক্ষে সহজ নয়। এই কারণেই আইএসআই ধ্বংসের উদ্দেশ্যে বিজেপি এনেছে নয়া আইএসআই বিল, যাতে ১৯৫৯ সালের নেহরু প্রণীত আইন বাতিল করে কেন্দ্রের সরাসরি নিয়ন্ত্রণ কায়েম করা যায়। আইএসআই-এর আরেকটি “অপরাধ” হলো এর অভ্যন্তরীণ গণতান্ত্রিক শাসনব্যবস্থা। এই প্রতিষ্ঠান পরিচালিত হয় গবেষক, অধ্যাপক ও কর্মীদের দ্বারা নির্বাচিত পরিচালন পর্ষদের মাধ্যমে। কেন্দ্রীয় সরকারের কাছে জবাবদিহি থাকলেও, এখানে কোনো “জো হুজুরি” ব্যবস্থা নেই। এমনকি চেয়ারম্যান নির্বাচনেরও বিধান রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—এই পরিচালন কমিটির সদস্যরা কোনো অতিরিক্ত ভাতা পান না। ফলে তাদের কিনে নেওয়াও সহজ নয়। এই গণতন্ত্র, এই স্বাধীনতা, এই বিজ্ঞানমনস্কতাই আজ শাসকের চোখে সবচেয়ে বড় শত্রু। তাই স্পষ্ট দাবি— নয়া আইএসআই বিল বাতিল করো। আইএসআই বাঁচাও। বিজ্ঞান বাঁচাও। গণতন্ত্র বাঁচাও।
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 14, 2025 13:49:55
Durgapur, West Bengal:মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রলোভন দেখিয়ে, ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এস আই আর আবহে নদীয়ার তেহেরপুরে নরেন্দ্র মোদির জনসভার আগেই নরেন্দ্র মোদিকে আক্রমণে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। কাজ বাঁচাও,শিল্প বাঁচাও, বাংলা বাঁচাও এই বার্তাকে সামনে রেখে জেলা জুড়ে চলছে বামেদের জাঠা। রবিবার দুর্গাপুরের ইস্পাত নগরীতে জনসভায় যোগ দেন মহম্মদ সেলিম। তিনি বলেন, "তাহেরপুরে আসার আগে ওনাকে ওড়িশায় যাওয়া উচিত ছিল। কারণ সেখানে হিন্দু উদ্বাস্তু মানুষের পোড়ানো হচ্ছে।" কিন্তু তাহেরপুরে কেন আসছেন জানেন? "সেখানের পুরসভা সিপিএম দখলে রেখেছে। লাল হাটানোর চেষ্টা করতে আসবেন। বিজেপি এখন ক্ষতির খাতায় আছে। বিহারে ভোটে জেতার পর বুলডোজার রাজনীতি করছে। বাড়ি, ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে।" কলকাতার যুবভারতীতে মেসির আগমন ঘিরে চলে বিশৃঙ্খলা। এই বিষয়ে সেলিম বলেন,"বাম আমলে মারাদোনা এসেছিল তখন কোনো ঘটনা ঘটেনি। কিন্তু এখন ঘটছে নানান ঘটনা। শুধু শতদ্রু কেন? আরো অনেকে জড়িত আছে۔"
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 14, 2025 13:49:18
Howrah, West Bengal:শনিবার সল্টলেক স্টেডিয়ামে লিও মেসির অনুষ্ঠানে ভাঙচুর এবং গন্ডগোলের ঘটনার কঠোর সমালোচনা করলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি। এদিন তিনি বলেন এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী সংগঠকরা। তাদের গাফিলতির জন্যে এত বড় একটা বিপর্যয় ঘটে গেল। এতে ফুটবলপ্রেমীদের শহর হিসাবে কলকাতার সুনাম ধাক্কা খেল। এদিন তিনি বলেন মূল সংগঠক শতদ্রু দত্তের আগের বিভিন্ন প্রোগ্রাম থেকে তিনি বুঝতে পেরেছিলেন মাঠে গন্ডগোল হতে পারে। তাই তিনি মাঠে যাননি। তবে কে বা কারা অল্প সময়ের মধ্যে লিও মেসিকে উত্তেজিত করে দিল তা তদন্ত করে দেখা দরকার।তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় একটি তদন্ত কমিশন গঠন করেছেন। গোটা ঘটনা তদন্ত করে দেখা হবে। এদিন বিজেপির সমালোচনার উত্তরে মন্ত্রী বলেন এই ঘটনা নিয়ে বিজেপি রাজনীতি শুরু করেছে। নির্বাচনের আগে এটাকে ইস্যু করতে চাইছে। তিনি আরো বলেন যেসব দর্শক মেসিকে দেখতে পেলেন না তাদের সকলের টিকিটের টাকা ফেরত দেওয়া উচিত সংগঠকদের। তাঁর মতে যেভাবে কলকাতার সুনাম ধাক্কা খেয়েছে তাতে এখনই আন্তর্জাতিক মানের কোন ফুটবলার এখানে খেলতে রাজি হবেন না। বাইট
0
comment0
Report
BBBimal Basu
Dec 14, 2025 10:45:35
Basirhat, West Bengal:গোলাম হোসেন মোল্লাকে আট দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ বসিরহাট আদালতের। ভোলা ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় হাসনাবাদ থানায় খড়মপুর এলাকা থেকে গ্রেফতার আরও এক নাম গোলাম হোসেন মোল্লা। ধৃত এই গোলাম হোসেনের বাড়ি ন্যাজাট থানার হাটগাছি গ্রাম পঞ্চায়েতের শিমুলহাটি এলাকায়। ভোলা ঘোষকে খুনের ঘটনায় বেশ কয়েকজন চক্রান্তকারীর মধ্যে গোলাম হোসেন মোল্লা নাম আসে যদিও এর নামে কোনো লিখিত অভিযোগ করেনি ভোলা ঘোষ। পুলিশ তদন্তে নেমে এর নাম জানতে পারে, এরপর তাকে গ্রেফতার করে আজ গোলাম হোসেন মোল্লাকে ১৪ দিনের পুলিশি হেফাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে আট দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
0
comment0
Report
BBBimal Basu
Dec 14, 2025 10:45:20
Basirhat, West Bengal:গোলাম হোসেন মোল্লাকে আট দিনের পুলিসি হেপাজাতে রাখার নির্দেশ বসিরহাট আদালতের ভোলা ঘোষকে খুনের চেষ্টার ঘটনার ঘটনায় হাসনাবাদ থানায় খড়মপুর এলাকা থেকে গ্রেফতার আরও এক নাম গোলাম হোসেন মোল্লা আজ গোলাম হোসেন কে ১৪ দিনের পুলিশি হেফাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক আট দিনের পুলিসি হেপাজাতে রাখার নির্দেশ দেন।ন দিনের পুলিশি হেপাজাতে থাকা উত্তম সর্দার ও রুহুল কুদ্দুস তরফদারের সঙ্গে আগামী 22 ডিসেম্বর গোলাম হোসেন মোল্লাকে তোলা হবে বসিরহাট মহকুমা আদালতে। হাসনাবাদ থানা এলাকা থেকে গোলাম হোসেন মোল্লা নামে আরও একজনকে গ্রেফতার করল ন্যাজাট থানার পুলিশ। ধৃত এই গোলাম হোসেনের বাড়ি ন্যাজাট থানার হাটগাছি গ্রাম পঞ্চায়েতের শিমুলহাটি এলাকায় । ভোলা ঘোষ কে খুনের ঘটনার বেশ কয়েকজন চক্রান্তকারীর মধ্যে গোলাম হোসেন মোল্লা নাম আসে যদিও এর নামে কোন লিখিত অহবযিগ্যন করেনি ভোলা ঘোষ। পুলিশ তদন্তে নেমে এর নাম জানতে পারে তার পরে তাকে গ্রেফতার করে পুলিশ আজ গোলাম হোসেন মোল্লাকে ১৪ দিনের পুলিসি হেপাজাত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে আট দিনের পুলিশি হেফাজতেই রাখার নির্দেশ দেন বিচারক। 1) অরুন পাল (সরকারি আইনজীবি বসিরহাট আদালত) বিমল বসু বসিরহাট
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Dec 14, 2025 09:50:11
Kalna, West Bengal:দিনে দুপুরে বা রাতের অন্ধকারে ভাগীরথী নদীর পার থেকে মাটি ও বালি কেটে নিয়ে চম্পট দিচ্ছে মাফিয়াদের তাণ্ডব, এইতেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে কালনা মহকুমা জুড়ে, বালি ও মাটি অবৈধ ভাবে কেটে নেওয়াই বাড়ছে নদী ভাঙ্গন, জেনেও নিঃরব প্রশাসন, কালনার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পাটুলি মহাজনপট্টি এলাকায় বালি মাফিয়াদের লাগামছাড়া দৌরাত্ম্যের বিরুদ্ধে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। অবৈধ ভাবে দিনে ও রাতে বালি, মাটি তোলা ও পরিবহণের অভিযোগে গোটা মহকুমা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। স্থানীয়দের দাবি, বেআইনিভাবে বালি ও মাটি চুরি করে নিয়ে গেছে, কালনার পূর্ব সাত গেছিয়া পঞ্চাতের অধীনে নদীর পারেও বালি ও মাটি কেটে নিয়েছে মাটি মাফিয়ারা, গতকাল কালনার পূর্বস্থলির পাটুলিতে বালি বহনের অভিযোগে অন্তত ১১টি বালি বোঝাই ট্রাক্টর ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে পূর্বস্থলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও, পুলিশের উপস্থিতিতেও ক্ষোভ প্রশমিত হয়নি। উল্টো বিক্ষোভ আরও তীব্র আকার নেয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি ঘিরে ধরে তীব্র প্রতিবাদ জানান। বালি ও মাটি চুরির ফলে নদীর পারে আবারো ভাঙানোর দেখা দিচ্ছে, মাথায় হাত কৃষকদের, বাসিন্দাদের অভিযোগ, কালনা, পূর্বস্থলীর পাটুলি ও সংলগ্ন এলাকায় প্রতিদিন প্রায় ১৫০টিরও বেশি বালি বোঝাই ট্রাক্টর অবাধে চলাচল করছে। গঙ্গার তট কেটে বেআইনিভাবে বালি তুলে তা কালনা, পূর্বস্থলি, মন্তেশ্বর ও কাটোয়ার একাধিক ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। অভিযোগ উঠেছে, এই বিষয়ে মুখ খুলতে নারাজ প্রশাসন,
0
comment0
Report
BBBimal Basu
Dec 14, 2025 09:23:34
Basirhat, West Bengal:ভোলা ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় হাসনাবাদ থানায় খড়মপুর এলাকা থেকে গ্রেফতার আরও এক নাম গোলাম হোসেন মোল্লা আজ গোলাম হোসেন কে ১৪ দিনের পুলিশি হেফাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। হাসনাবাদ থানা এলাকা থেকে গোলাম হোসেন মোল্লা নামে আরো একজনকে গ্রেফতার করল ন্যাজাট থানার পুলিশ। ধৃত এই গোলাম হোসেনের বাড়ি ন্যাজাট থানার হাটগাছি গ্রাম পঞ্চায়েতের শিমুলহাটি এলাকায় ‌। ভোলা ঘোষ কে খুনের ঘটনায় বেশ কয়েকজন চক্রান্তকারীর মধ্যে গোলাম হোসেন মোল্লা নাম আসে যদিও এর নামে কোন লিখিত অভিযোগ করেনি ভোলা ঘোষ। পুলিশ তদন্তে নেমে এর নাম জানতে পারে তার পর তাকে গ্রেফতার করে পুলিস আজ গোলাম হোসেন মোল্লাকে ১৪ দিনের পুলিসি হেপাজাত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়。 1) বাইট B ভোলা ঘোষ বিমল বসু বসিরহাট
0
comment0
Report
SRSanjoy Rajbanshi
Dec 14, 2025 09:22:56
Kalna, West Bengal:पूर्वस्थলী-২ ब्लকের मोर्टला ग्राम पंचायत के तृणমূল कांग्रेस प्रमुख सन्तोषी दास के नागरिकत्व को लेकर चंचल आरोपों के कारण इलाके में तेज तनाव है। स्थानीय निवासियों के अनुसार पंचायत प्रमुख वास्तव में भारतीय नागरिक नहीं हैं। वेब Bangladesh से भारत आकर जाल स्मRT/नथीय दस्तावेज के जरिये चुनाव लड़ा गया—इस बारे में कालना उप-विभागीय अधिकारी और जिलाधिकारी के पास लिखित शिकायतें दर्ज हैं। शिकायतकर्ताओं के अनुसार सन्तोषी दास के रेशन कार्ड संबंधी जानकारी में कई inconsistयताएं हैं। रेशन कार्ड के अनुसार उनका पिता का नाम मौंटू सरकार है, पर परिवार के प्रमुख के रूप में पंकज बड़ुई का नाम दिखाया गया है। इसके साथ ही, बताया गया है कि रेशन कार्ड के अनुसार केवल 12 वर्ष की आयु में यह दस्तावेज बना लिया गया था। स्थानीय निवासी गौतम मंडल एवं प्रणब घोष ने बताया कि बेलडांगा इलाके में जाकर कंही भी इस नाम के व्यक्ति की उपस्थिति नहीं मिली। उनका कहना है कि पंचायत प्रमुख और उनके पति-ससुर के परिवार 2010 के बाद Bangladesh से India आए और बाद में जाल नथियों के जरिये चुनाव में भाग लिया। मांग की जा रही है कि मोर्तला क्षेत्र के레스नर रेशन कार्ड से जुड़ी सूचनाओं की जाँच हो तो सारा तथ्य सामने आ जाएगा। कालनार महकमा अधिकारी अहिंसा जैन ने कहा, शिकायतें उनके पास आईं, बीडीओ के साथ चर्चा की गई है और पूरी निगरानी के साथ जांच होगी। दूसरी तरफ मोर्तला पंचायत प्रमुख संतोषी दास ने सभी आरोपों को खारिज किया है, उनका कहना है कि आवश्यक कागजात वही दिखाएंगी जिनकी जरूरत है; रेशन कार्ड में परिवार के प्रमुख के रूप में जिन्हें दिखाया गया है, वे उनके पिता के मामा के बेटे हैं। प्रश्न उठ रहा है कि पिता के मामा के बेटे का परिवार प्रमुख के रूप में रेशन कार्ड में कैसे शामिल हो गया। साथ ही, प्राथमिक के पिता के वर्तमान पते के बारे में स्पष्ट जानकारी नहीं दे पाने से शंका और गहरा गई है। पंचायत के विरोधी भाजपा सदस्य सोनाचंद राहा ने कहा, क्षेत्र में कई दिन से यह बात विदेशी नागरिक होने पर सुनाई दे रही है; अगर वह विदेशी नागरिक हैं तो चुनाव में भाग कैसे लिया? स्थानीय निवासियों ने बेलडांगा इलाके में სत्यापन की मांग को आगे बढ़ाते हुए प्रशासन पर दबाव बढ़ा दिया है। अब प्रशासनिक जांच से ही स्पष्ट होगा कि आरोप कितने सच हैं और नागरिकता के विवाद में पंचायत प्रमुख किस दिशा में जाएगा।
0
comment0
Report
ABArup Basak
Dec 14, 2025 09:22:40
Mal Bazar, West Bengal:**শ্রমিক–মালিক অসন্তোষে ফের বন্ধ ডুয়ার্সের চা বাগান, কর্মহীন ১০৭৬ শ্রমিক** শ্রমিক–মালিক অসন্তোষের জেরে ফের বন্ধ হয়ে গেল ডুয়ার্সের আরও একটি চা বাগান। গভীর রাতে ডুয়ার্সের মোগলকাটা চা বাগান ছেড়ে পালিয়ে যায় মালিকপক্ষ। এর জেরে এক ধাক্কায় কর্মহীন হয়ে পড়েছেন প্রায় ১,০৭৬ জন চা শ্রমিক। সকালে প্রতিদিনের মতো কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা দেখেন, বাগানে নেই কোনও কর্তৃপক্ষ, এমনকি বাগানের ভিতরে নেই কোনও গাড়িও। বিষয়টি জানাজানি হতেই দ্রুত খবর ছড়িয়ে পড়ে এবং শত শত চা শ্রমিক ভিড় জমান বাগানের কারখানার গেটের সামনে। বন্ধ বাগান ঘিরে শুরু হয় বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন প্রাক্তন নাগরাকাটা বিধায়ক সুখমইত ওরাও এবং তৃণমূল কংগ্রেস নেতা জন বারলা। তাঁরা শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। চা শ্রমিকদের অভিযোগ, মালিক কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই বেতন ও মজুরি বকেয়া রেখে দিয়েছেন। পুজোর বোনাসও এখনও পর্যন্ত প্রদান করা হয়নি। একাধিকবার বকেয়া মজুরি ও প্রাপ্য টাকার দাবিতে মালিকপক্ষের কাছে জানানো হলেও কোনও সুরাহা মেলেনি। অভিযোগ, কোনও রকম পাওনা মেটানো ছাড়াই রাতে গোপনে বাগান ছেড়ে পালিয়ে যান মালিকপক্ষ। শ্রমিকদের স্পষ্ট দাবি, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে মালিক কর্তৃপক্ষকে ধরে এনে বাগান চালুর ব্যবস্থা করুক এবং সমস্ত বকেয়া মজুরি ও বোনাস অবিলম্বে পরিশোধ করাক। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। বাইট ১) শ্রমিক নেতা। ২) তৃণমূল কংগ্রেস নেতা জন বারলা। ৩) দশরাম ওড়াও শ্রমিক。
0
comment0
Report
Advertisement
Back to top