Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

जलपाइगुड़ी काली पूजा परिक्रमा: रातभर श्रद्धालुओं की भीड़ उमड़ी

PDPradyut Das
Oct 22, 2025 01:04:21
Jalpaiguri, West Bengal
জলপাঠিগুড়ি কালীপূজা পরিক্রমা, ২০২৫ রাতভর জলপাইগুড়ির বিভিন্ন পুজো প্যান্ডেলে দর্শনার্থীদের ঢল। ৮ থেকে ৮০ সকলেই শ্যামা পূজার আরাধনায় মেতে উঠলো। জলপাইগুড়িতে বিগ বাজেটের মধ্যে অন্যতম রামেশ্বরম মন্দিরের আদলে জলপাইগুড়ি গোমস্তপাড়া নবারুণ সংঘ ক্লাব ও পাঠাগারের পুজো। ( R3 ) রিপোর্ট:-prdিউৎ দাস ( জলপাইগুড়ি )
2
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BBBimal Basu
Oct 22, 2025 04:17:38
Basirhat, West Bengal:মানবিক পুলিস দক্ষিণ দিনাজপুর থেকে বয়সের ভারে মনের ভুলে উত্তর ২৪ পরগণার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জে চলে আসা এক বৃদ্ধকে তার পরিবারের হাতে তুলে দিল হিঙ্গলগঞ্জ থানার পুলিস। পুলিস সূত্রে জানা যায় সম্প্রতি চুহাত্তর (৭৪) বছরের এক বৃদ্ধ হিঙ্গলগঞ্জ এলাকায় ইতস্তত ঘোরাফেরা করতে দেখে থানায় নিয়ে আসে পুলিস। তাকে তার বাড়ি কোথায় জিজ্ঞাসা করলে সে ঠিক মত নিজের ঠিকানা বলতে পারে না। থানায় রেখে অনেক চেষ্টার পর তার নাম জানতে পেৱ পুলিস খোঁজ খবর করে জানতে পারে ঐ বৃদ্ধর বাড়ি দক্ষিণ দিনাজপুরে তার নাম অরুন শীল। বয়সের ভারে সে পথ হারিয়ে এখানে চলে এসেছে। এর পর পুলিস দক্ষিন দিনাজপুর থানা মারফত পরিবারের সঙ্গে যোগাযোগ করে। তার পর ঐ বৃদ্ধর ছেলে হিঙ্গলগঞ্জ থানা এলে তার হাতে তার বাবাকে তুলে দেয় হিঙ্গলগঞ্জ থানার পুলিস। পুলিসের এই মানবিক মুখকে সাধুবাদ জানায় বৃদ্ধের পরিবার।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Oct 22, 2025 04:16:31
Baruipur, West Bengal:দশবছরের এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো ভাঙড়ের হাটগাছা এলাকায়। পুলিশ ও স্থানীয় নেতারা ঘটনাস্থলে পৌঁছালে তাঁদের ঘিরে ধরে ক্ষোভ প্রকাশlocals। পুলিশের গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বামনঘাটা পঞ্চায়েত প্রধানের স্বামী তথা এলাকার তৃনমূল নেতা অষ্টপদ নস্কর। তৃণমূল নেতাকে ঘিরে ও বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। জানা যায় এলাকার এক নাবালিকা ফুল তুলতে গেলে তাঁকে ফুল ও খাবারের প্রলোভন দেখিয়ে বাড়ি নিয়ে যায় বলরাম মণ্ডল নামের এক ব্যক্তি। ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে নাবালিকাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বাড়িতে এসে বিষয়টি জানাতেই প্রতিবেশীরা অভিযুক্তের বাড়িতে গিয়ে ক্ষোভ প্রকাশ করে। কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে ঘিরে ধরে গাড়ি আঁটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। দোষীর শাস্তির দাবি তোলেন গ্রামবাসীরা।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Oct 22, 2025 03:50:30
Baruipur, West Bengal:ফের উত্তপ্ত ভাঙড়, আইএসএফের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ।কোন ঝামেলা হয়নি দাবি নওশাদের।তদন্তে পুলিশ। এই ঘটনায় প্রতিবাদ মিছিলের ডাক সওকাতের। ভাঙড় আবারও উত্তপ্ত। তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের দু’নম্বর ব্লকের ছেলেগোয়ালিয়া এলাকায়। সূত্রে জানা যায়, এলাকায় পদযাত্রা করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁর সঙ্গে ছিলেন শতাধিক সমর্থক। অভিযোগ, সেই সময় রাস্তার পাশে তৃণমূল কংগ্রেসের একটি মাচায় বসে থাকা তৃণমূল কর্মীদের উপর হামলা চালানো হয় এবং মাচাটি ভাঙচুর করা হয়। ঘটনায় দুজন তৃণমূল কর্মী আহত হন বলে দাবি করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় শওকত মোল্লা ও তৃণমূল নেতৃত্ব। পরে উত্তর কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ অস্বীকার করে নওশাদ সিদ্দিকী বলেন, “কোনও ঝামেলা হয়নি, আমাদের মিছিল শান্তিপূর্ণ ছিল। এত নাটক বন্ধ করা উচিত। পুলিশ যদি ব্যবস্থা না নেয়, আমরাও চুপ থাকব না এর ব্যবস্থা নেব। এই ঘটনার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ওই এলাকায় প্রতিবাদ মিছিল নামে তৃণমূল কংগ্রেস, জানিয়েছেন শওকত মোল্লা।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Oct 22, 2025 03:50:01
Baruipur, West Bengal:ফের উত্তপ্ত ভাঙড়, আইএসএফের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ।কোন ঝামেলা হয়নি দাবি নাওশাদ সিদ্দিকী।তদন্তে পুলিশ। এই ঘটনায় প্রতিবাদ মিছিলের ডাক সওকাতের। ভাঙড় আবারও উত্তপ্ত। তৃণমূল কংগ্ৰেস কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের দু’নম্বর ব্লকের ছেলেগোয়ালিয়া এলাকায়। সূত্রে জানা যায়, এলাকায় পদযাত্রা করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁর সঙ্গে ছিলেন শতাধিক সমর্থক। অভিযোগ, সেই সময় রাস্তার পাশে তৃণমূল কংগ্রেসের একটি মাচায় বসে থাকা তৃণমূল কর্মীদের উপর হামলা চালানো হয় এবং মাচাটি ভাঙচুর করা হয়। ঘটনা দুজন তৃণমূল কর্মী আহত হন বলে দাবি করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় শওকত মোল্লা ও তৃণমূল নেতৃত্ব। পরে উত্তর কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে。 অভিযোগ অস্বীকার করে নওশাদ সিদ্দিকী বলেন, “কোনও ঝামেলা হয়নি, আমাদের মিছিল শান্তিপূর্ণ ছিল। এত নাটক বন্ধ করা উচিত। পুলিশ যদি ব্যবস্থা না নেয়, আমরাও চুপ থাকব না এর ব্যবস্থা নেব। এই ঘটনার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ওই এলাকায় প্রতিবাদ মিছিলে নামবে তৃণমূল কংégrেস, জানিয়েছেন শওকত মোল্লা。
0
comment0
Report
MCMoumita Chakraborty
Oct 22, 2025 03:20:50
Kolkata, West Bengal:700 সি এ এ ক্যাম্প নিয়ে আর এস এস ,বিজেপি তে জরুরি বৈঠক ।আলোচনা হবে নির্বাচন রণকৌশল নিয়েও। দিল্লী থেকে বি এল সন্তোষ কলকাতায় আসছেন। থাকবেন বনসলরা। জগদ্ধাত্রী পুজোর পর এই রাজ্যে সীমান্তে সি এ এ 700 ক্যাম্প? তার প্রস্তুতি নিয়ে বিজেপি অফিসে জরুরি বৈঠক । বৈঠকে থাকবেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বি এল সন্তোষ । রাতেই তিনি আসছেন । সূত্রে র খবর ,ইতি মধ্য 35 হাজার আবেদন জমা পরেছে নাগরিকত্ব জন্য । সিএএ যারা নাগরিকত্ব পাবেন , তাদের এস আই আর এ নাম বাদ যাবে না । বিজেপি সূত্রে বলছে , এই ক্যাম্প পরিচালনার গোপনে দায়িত্বে আর এস এস এবং তাদের প্রভাবিত এন জি ও । বিজেপি অফিসের বৈঠকে আর এস এস প্রতিনিধি থাকবেন । এছাড়া বিভিন্ন এনজিও থাকবে ।‌কোথাও কোন অসুবিধা যাতে না হয় , তার জন্য বি এল সন্তোষ জরুরি ভিত্তিতে কলকাতায় এসে এই বৈঠক করছেন । এই ক্যাম্প গুলো সীমান্ত বরতী এলাকায় । তাই কোথাও যাতে অসুবিধা না হয় , তার জন্য বিজেপি , আর এস এস , এবং এন জিও দের নিয়ে বৈঠক করবেন । প্রশ্ল উঠেছে , বিধানসভা ভোটের আগে এই 700 ক্যাম্প নিয়ে নয়া কোনো কৌশল?
0
comment0
Report
AGAyan Ghosal
Oct 22, 2025 02:30:33
Kolkata, West Bengal:১) কাল ভাইফোঁটা পর্যন্ত ঝলমলে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। রাজ্যের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। জলীয় বাষ্পের পরিমান কিছুটা কমবে। গুমোট অস্বস্তি কমবে। ২) শুক্রবার ফের বাড়বে জলীয় বাষ্প। বাড়বে অস্বস্তি। শুক্রবার সন্ধ্যার পর হাওয়া বদল। জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ। ৩) দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সুষ্পষ্ট নিম্নচাপ আজ শক্তি বাড়াবে। ক্রমশঃ এগোবে উত্তর পশ্চিম দিকে। পরিণত হবে গভীর নিম্নচাপে। এটির প্রাথমিক অভিমুখ দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল। ৪) শুক্রবার ২৪ অক্টোবর উপকূলের এবং লাগোয়া জেলায় বৃষ্টি। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি। ৫) শনিবার ২৫ অক্টোবর বৃষ্টির পরিমান বাড়বে। শনি রবি সোমবার বৃষ্টির পূর্বাভাস ওই জেলাগুলোর সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ৩ জেলা। হালকা মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। সোমবার দক্ষিণের সব জেলায় বিক্ষিতভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ৬) উত্তরবঙ্গে ফিরছে বৃষ্টি। শুক্রবার দার্জিলিং কালিম্পং জেলায় বৃষ্টি। শনিবার এর সঙ্গে যুক্ত হবে জলপাইগুড়ি জেলা। রবিস রবী? সোমবার উত্তরের ৮ জেলায় বৃষ্টি। সঙ্গে অতিরিক্ত বজ্রপাতের আগাম সতর্কতা জারি। ৭) দক্ষিণ আন্দামান সাগরের ইন্দিরা পয়েন্টের কাছে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। শুক্রবার শেষ রাতে এটি নিম্নচাপে পরিণত হতে চলেছে। ২৭ অক্টোবর এটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভবনা। ২৭ অথবা ২৮ তারিখ এটির সম্ভাব্য ল্যান্ড ফল হতে পারে। এখনও পর্যন্ত সম্ভাব্য ল্যান্ড ফল অন্ধ্র উপকূল। শেষ মুহূর্তে পরিস্থিতি এবং অভিমুখ কি দাঁড়ায় সেদিকে নজর রাখছে মৌসম ভবন। এর প্রভাব বাংলার উপকূলের জেলায় বৃষ্টি বাড়তে পারে। ৮) অন্ধ্র এবং তেলেঙ্গানা রাজ্যে অতি ভারী বৃষ্টির সতর্কতা। তামিলনাড়ু পুডুচেরি এবং করাইকল এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কর্ণাটক লক্ষাদ্বীপ এবং কেরলে ভারী বৃষ্টি।
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Oct 22, 2025 02:30:16
Arambag, West Bengal:আরামবাগঃ২২ অক্টোবর দেদার শব্দ বাজির দাপট। বিজেপির পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের কাকার বাড়িতে বাজি থেকে লাগলো আগুন। আগুন নেভাতে গেল তৃণমূলের লোকজন। বাড়ি ভষ্মিভূত হওয়ার পর পৌঁছালো পুলিশ। খানাকুলের ঘটনা। বিজেপির মৎস্য কর্মाधক্ষের কাকার বাড়িতে বাজি থেকে আগুন। ভষ্মিভূত মাটির বাড়ি। স্থানীয় লোকজনই আগুন নেভানোর কাজ করে। স্থানীয় তৃণমূল কর্মাধ্যক্ষ আগুন নেভানোর কাজ করেন। পরে খানাকুল থানার পুলিশ ও বিধায়ক এলাকায় গিয়ে পৌঁছায়। খানাকুলের রাজহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কুশালীর বেনাপুকুর এলাকার ঘটনা। বাড়িটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় মানুষজন দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালী পুজো উপলক্ষে বাচ্চারা বাজি ফাটাচিল। সেখান থেকেই মাটির বাড়িতে আগুন লাগে। বাড়ি তে আগুন লেগেছে। সেই আগুন দেখেই ২ জন আতংকে সংজ্ঞা হীন হয়ে পড়েন। তাদের খানাকুল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছে খানাকুল থানা পুলিশ। তবে স্থানীয়দের তৎপরতাতেই পাশাপাশি থাকা বেশ কিছু ঝুপড়িতে আগুন লাগেনি। বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে। তবে প্রশ্ন উঠেছে কিভাবে রমরমিয়ে চলছে বাজির কারবার ?
0
comment0
Report
PDPradyut Das
Oct 22, 2025 01:04:49
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ি কালীপূজা পরিক্রমা, 2025 রাতভর জলপাইগুড়ির বিভিন্ন পুজো প্যান্ডেলে দর্শনার্থীদের ঢল। ৮ থেকে ৮০ সকলেই শ্যামা পূজার আরাধনায় মেতে উঠলো। জলপাইগুড়ি দাদাভাই ক্লাবের ৪৮ তম কালীপুজোয় ‘শিশ মহল’-এর রাজকীয় ছোঁয়া। এ বছর ৪৮ তম বর্ষে পদার্পণ করল জলপাইগুড়ি দাদাভাই ক্লাবের কালীপুজো। প্রতিবছরই অভিনব থিমে পুজো আয়োজন করে দর্শকদের মুগ্ধ করে এই ক্লাব। এবারে তাদের থিম— রাজস্থানের জয়পুরের আম্বর কোটের বিখ্যাত ‘শিশ মহল’। পুরো প্যান্ডেলটি রাজকীয় সেই স্থাপত্যের আদলে তৈরি করা হয়েছে, যেখানে কাচ, আয়না ও কাপড়ের নিপুণ ব্যবহারে ফুটিয়ে তোলা হয়েছে রাজস্থানের রাজপ্রাসাদের আভিজাত্য। প্রবেশদ্বারেই দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে রাজকীয় গম্বুজ ও সোনালি রঙে অলংকারিত দেওয়াল, যার প্রতিটি অংশে রয়েছে সূক্ষ্ম কারুকাজ ও ফুলেল নকশা। মণ্ডপের ভিতরে আলো ও কাচের প্রতিফলনে তৈরি হয়েছে ‘শিশ মহল’-এর অনবদ্য আবহ। ছাদজুড়ে ছোট ছোট আয়নার টুকরোয় প্রতিফলিত হচ্ছে রঙিন আলোর খেলা— যেন বাস্তবেই দর্শক প্রবেশ করেছেন রাজস্থানের সেই ঐতিহাসিক প্রাসাদের ভিতরে। দেবী মায়ের মূর্তিটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ কাচ দিয়ে, যা আলোর ছটায় অপূর্ব দীপ্তি ছড়াচ্ছে। ক্লাব সূত্রে জানা গেছে, এই বিশাল প্যান্ডেল তৈরিতে প্রায় দেড় মাসের বেশি সময় লেগেছে। প্রায় ২৫ জন কারিগর দিনরাত এক করে কাজ করেছেন। ব্যবহৃত হয়েছে টনখানেক কাচ, রঙিন কাপড় ও বিশেষ লাইট ইফেক্ট। মণ্ডপ ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। কেউ ব্যস্ত মুঠোফোনে ছবি তুলতে, আবার কেউ কাচে প্রতিফলিত আলোর খেলা উপভোগে মগ্ন। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, দর্শকদের নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণের জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
1
comment0
Report
PDPradyut Das
Oct 22, 2025 01:03:23
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ি কালীপূজা পরিক্রমা, 2025 রাতভর জলপাইগুড়ির বিভিন্ন পুজো প্যান্ডেলে দর্শনার্থীদের ঢল। ৮ থেকে ৮০ সকলেই শ্যামা পূজার আরাধনায় মেতে উঠলো। গভীর রাত। ঘড়ির কাটায় রাত প্রায় ২ দুটো। জলপাইগুড়ি শহরের অন্যতম পুজো সংঘ শ্রী ক্লাবের কালীপুজোর মন্ডপ এবং প্রতিমা দর্শন করতে দর্শনার্থীদের ঢল । এ বছরে এই ক্লাবের পূজো ৭৫ বছরে পদার্পণ করল। পুরো মন্ডপটি কাচের বোতল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। রাত যত বাড়ছে ততই দর্শনার্থীদের ঢল নামছে জলপাইগুড়ির বিভিন্ন পূজা মন্ডপ গুলোতে। রাতভর বিভিন্ন কালীপুজোর মণ্ডপে দেদারে সেলফি এবং ফটো তোলার হিরিক লক্ষ্য করা যায়। ভোর পর্যন্ত বিভিন্ন বড় বড় পূজা মন্ডপে দর্শনার্থীরা।
0
comment0
Report
PCPartha Chowdhury
Oct 21, 2025 17:06:15
Bardhaman, West Bengal:হামারে জেল মে সূੜঙ্গ! কালীপুজোর রাতে চক্ষুদান করে শ্রীঘরে এক নিমন্ত্রিত! প্রতিমার গায়ের গহনা হাতসাফাই করার অভিযোগে মেমারি থানার পুলিশ আজ তাকে বর্ধমান আদালতে চালান করেছে।এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রসুলপুরের ব্যানার্জি পরিবারে। আড়াইশো বছরের বিখ্যাত কালীপুজোয়। একেই বলে সর্যের মধ্যেই ভূত! বিশেষ বন্ধু হিসেবে দ্বিতীয়বার পুজо দেখতে আসা ব্যক্তিই যে এমন কাজ করবে ভাবতে পারেন নি পরিবারের কেউ! মায়ের গহনা খোওয়া যাওয়ায় হুলস্থুল পড়ে যায়। মাথায় হাত পড়ে যায় এলাকার মানুষের। আড়াইশো বছরের পুরনো এই জাগ্রত কালী। পারিবারিক হলেও সবাই একে মানেন। তার গহনায় চক্ষুদান! হামারে জেল মে সূড়ঙ্গ! ঘটনার বর্ণনা বেশ রোমাঞ্চকর! ঘড়ির কাঁটা তখন রাত ১২ টা ছুঁয়েছে।সবে মা কালীর পুজোর শেষ হয়েছে।এবারে তো গোটা রাত পুজো। পরিবারের অনান্য সদস্যরাও পরিবারের আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নে ব্যস্ত।প্রতিবারই এ পরিবারের ডাকে অনেকেই আসেন দেবীদর্শনে。 হঠাৎ করেই পরিবারের এক সদস্যা লক্ষ্য করেন দেবীর বেশ কিছু গহনা দেবীর দেহে নেই।পরিমাণ প্রায় দশ ভরি। দামের কথা ধরলে ১০ লাখের বেশি। আবেগের মূল্যে অমূল্য! সবার অলক্ষ্যে তা হাতসাফাই হয়ে গেছে! ছড়িয়ে পড়ে এক অদ্ভুত অনুভূতি। শুরু হয় জল্পনা কল্পনা。 বিহ্বলতা কাটিয়ে পরিবারের পক্ষ থেকে মেমারি থানায় জানানো হয়। পরে জানান হয় লিখিত অভিযোগ। এই পরিবার রসুলপুরের দলুইবাজারের বন্দ্যেপাধ্যায় পরিবার ।২৫০ বছর ধরে পরিবারে হয়ে আসছে কালীপুজো।কালীপুজোতে পরিবারের সদস্যরা যেমন উপস্থিত থাকেন, তেমনি আমন্ত্রিত ও থাকেন বেশ কিছু বিশেষ মানুষও。 সেরকমই পরিবারের এক মহিলা সদস্যের বিশেষ বন্ধু হিসেবে আমন্ত্রিত ছিলেন দেবজ্যোতি চৌধুরী। জানা গেছে, সব ঠিক চললে কিছুদিন পরেই এই পরিবারের আত্মীয় হয়ে যাবার কথা তার। সবাই যখন নানা কথা ভাবছেন。 তখনই তার নানা আচরণ মনে পড়ায় পরিবারের এক সদস্যার সন্দেহ জাগে। পুলিশকে তা জানান হয়。 এদিকে মেমারি থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে পরিবারের এক সদস্যের বন্ধু হিসাবেই দেবজ্যোতি উপস্থিত ছিলেন। জানা গেছে, ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি দেখে ততক্ষনে গা ঢাকা দিয়েছেন শ্রীমান দেবজ্যোতি।খোঁজ পেয়ে জিজ্ঞাসাবাদ করতেই ভেঙে পড়েন দেবজ্যোতি। পরে তাঁর কাছে থেকে উদ্ধার হয় দেবীর চুরি যাওয়া গহনা গুলো। এরপরই মেমারি থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে বর্ধমান আদালতে তোলা হয়েছে。 জানা গেছে, দেবজ্যোতির বাড়ি বর্ধমানের খোশবাগানে। এই নিয়ে দ্বিতীয়বার পুজো দেখতে এসেছিলেন তিনি। কখন যেন ভক্ত থেকে হয়ে গেলেন তস্কর! পুজোর নিমন্ত্রিত অতিথি হিসেবে এসে পুজোর শেষে পরিবারের বিশেষ বন্ধু কখন যেন ঠাকুরের গহনা চুরি করে পিঠটান দিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। ধরা পড়ে গেলেন পুলিশের জালে। 'সকলই তোমারি ইচ্ছা!' চন্দন ঘোষের সঙ্গে পার্থ চৌধুরী。 বাইট : ১) দেবযানী বন্দোপাধ্যায় ( পরিবারের সদস্য) ২) পুলিশ আধিকারিক。
4
comment0
Report
PDPradyut Das
Oct 21, 2025 17:05:44
Jalpaiguri, West Bengal:কালীপুজোর রাতে জলপাইগুড়িতে ভুতের আতঙ্ক। ভূত মহলে ভূতেদের দেখতে ৮ থেকে ৮০ দীর্ঘ লাইন। জী 24 ঘন্টা পৌঁছে গেল ভূতের ডেরায়। ,শ্যামা পুজোয় উত্তরের জলপাইগুড়িতে সাবধান! যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে ভূত! জলপাইগুُড়িতে কালীপুজো মানেই এবার ভূতের রাজত্ব! শহরের অলিতে গলিতে ছেলেমেয়েরা মête উঠেছে ভূতের সাজে রিহার্সালে। কোথাও জম্বি, কোথাও সাহেব ভূত—মেকআপ, কস্টিউম আর আলো-আঁধারিতে তৈরি হচ্ছে গা ছমছমে পরিবেশ। ক্লাবগুলোর থিম ‘ভূত মহল’, দর্শনার্থীদের জন্য থাকছে ভয়ঙ্কর “ভূতের কুঠির” ও ভুলভুলাইয়া। ঘন অন্ধকার, কুয়াশা আর শব্দে যেন একেবারে হরর সিনেমার আবহ। স্থানীয়রা নিজেরাই করছেন সেট ডিজাইন, তৈরি করছেন অলৌকিক এক পুজো। কালীপুজো থেকে ভাইফোঁটা—তাই রাস্তায় দেখলেও চমকে উঠবেন না যদি সামনে আসে শ্মশানের ভূত!
2
comment0
Report
Diwali 2025
Advertisement
Back to top