Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas743412

मानवीय पुलिस ने खोए वृद्ध को घर पहुँचाकर परिवार के हवाले किया

BBBimal Basu
Oct 22, 2025 04:17:38
Basirhat, West Bengal
মানবিক পুলিস দক্ষিণ দিনাজপুর থেকে বয়সের ভারে মনের ভুলে উত্তর ২৪ পরগণার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জে চলে আসা এক বৃদ্ধকে তার পরিবারের হাতে তুলে দিল হিঙ্গলগঞ্জ থানার পুলিস। পুলিস সূত্রে জানা যায় সম্প্রতি চুহাত্তর (৭৪) বছরের এক বৃদ্ধ হিঙ্গলগঞ্জ এলাকায় ইতস্তত ঘোরাফেরা করতে দেখে থানায় নিয়ে আসে পুলিস। তাকে তার বাড়ি কোথায় জিজ্ঞাসা করলে সে ঠিক মত নিজের ঠিকানা বলতে পারে না। থানায় রেখে অনেক চেষ্টার পর তার নাম জানতে পেৱ পুলিস খোঁজ খবর করে জানতে পারে ঐ বৃদ্ধর বাড়ি দক্ষিণ দিনাজপুরে তার নাম অরুন শীল। বয়সের ভারে সে পথ হারিয়ে এখানে চলে এসেছে। এর পর পুলিস দক্ষিন দিনাজপুর থানা মারফত পরিবারের সঙ্গে যোগাযোগ করে। তার পর ঐ বৃদ্ধর ছেলে হিঙ্গলগঞ্জ থানা এলে তার হাতে তার বাবাকে তুলে দেয় হিঙ্গলগঞ্জ থানার পুলিস। পুলিসের এই মানবিক মুখকে সাধুবাদ জানায় বৃদ্ধের পরিবার।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
NRNarayan Roy
Oct 22, 2025 13:21:45
Siliguri, West Bengal:মিরিক যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা , মৃত তিন , আহত ১৬ পানিট্যাঙ্কির ইন্দো নেপাল সীমান্ত থেকে একটি যাত্রীবাহী গাড়ি মিরিকের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িটিতে চালক সহ মোট ১৯ জন ছিলেন। নেপালের কাঁকড়ভিটা থেকে গাড়িটি বিকল্প রাস্তা হিসেবে পানিঘাটা হয়ে বেলগাছি চা বাগান হয়ে মিরিকে উদ্দেশ্যে রওনা দেয়। অত্যন্ত দুর্গম এই রাস্তা। পুটুং এর কাছে নলডারায় গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে খাঁদে পড়ে যায়৷ পুলিশ সুত্রে খবর , উপর থেকে একটি গাড়ি নেমে আসছিল , অন্যদিকে এই গাড়িটি চড়াই-উতরাই পেরিয়ে উপরের দিকে উঠছিল। সেই সেময়ই গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে খাঁদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মিরিক থানার পুলিশ। আহত ১৬ জনকে উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে পাঠানো হয়। মৃতদের মধ্যে দুজন নেপালের বাসিন্দা , একজন নকশালবাড়ির বাসিন্দা। সজনী ছেত্রী নকশালবাড়ির বাসিন্দা। বিনীতা তামাং ও ধন বাহাদুর কাটোয়ার নেপালের বাসিন্দা৷ পুলিশ সুত্রে খবর , ভাইফোঁটা উপলক্ষে অনেকেই মিরিকে যাচ্ছিলেন। আবার অনেকেই ছিলেন নিত্যযাত্রী। ঘটনাকে কেন্দ্র করে দার্জিলিং পুলিশ সুপার পরভীন প্রকাশ বলেন , "বড় গাড়িতে তারা মিরিকের দিকে আসছিলেন। তিন জনের মৃত্যু হয়েছে। আহত অনেকেই। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে।
0
comment0
Report
PDPradyut Das
Oct 22, 2025 13:21:04
Jalpaiguri, West Bengal:শৈশবের চৌকাঠ না পেরতেই ওদের চলার পথে জুড়ে গিয়েছে একরাশ অন্ধকার। কিন্তু সেই অন্ধকার ডিঙিয়েই জীবনে আলোয়ার খোঁজ পেতে চায় ওরা। জিততে চায় জীবনের লড়াইয়ে। আর তাই উত্তরণের পথে এগিয়ে যেতে হেোমে চার দেওয়ালের মধ্যে একটু একটু করে নিজেদের তৈরি করছে প্রিন্স কিংবা রূপালিরা। চারদিকে যখন দীপাবলির আলোর রাশনাই, তখন সেই আলোয়ার উৎসবে মেতে উঠল ওরাও। তবে নিজেদের মতো করে। জলপাইগুড়ির ‘কোর্ক’ হোমে মোমবাতি, প্রদীপ বানিয়ে তাক লাগাল প্রিন্স, anoয়াররা। ওদের দেওয়া রঙিন আলপনায় রাঙা হয়ে উঠল হোমের অন্দরমহল। অন্যদিকে, জলপাইগুড়ির ‘অনুভব’ হোমের রূপালী, পূর্ণিমরা দীপাবলির উপহার হিসেবে প্রশাসনের আধিকারিক সহ সমাজের বিশিষ্টদের কাছে পাঠাল নিজেদের হাতে তৈরি প্রদীপ ও গ্রিটিংস। হোমের মেয়েদের ওই উপহার পেয়ে আপ্লুত সকলেই।
0
comment0
Report
MMManoj Mondal
Oct 22, 2025 13:01:22
Kolkata, West Bengal:জানা গেছে, বুধবার দুপুরে মধ্যমগ্রামের মেঘদূত বাসস্ট্যান্ডের কাছে স্কুটি করে যাচ্ছিলেন দুই বন্ধু। অভিযোগ, সেই সময় দুই এল ২৩৮ বাসের মধ্যে রেষারেষি চলছিল। তারই মধ্যে একটি বাস স্কুটিতে পিছন দিক থেকে সজোরে ধাক্কা মারে। স্কুটির পেছনে বসে থাকা মাধ্যমিক পরীক্ষার্থী ঘটনাস্থলেই পড়ে গিয়ে মৃত্যু হয়। সামনের সিটে থাকা তার বন্ধু গুরুতর আহত অবস্থায় বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ক্ষুব্ধ পরিবারের সদস্যরা বেশ কয়েকটি এল ২৩৮ নম্বর বাসে ভাঙচুর চালায় বলে জানা গেছে। খবর পেরে ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্যে বাসটির আটক করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 22, 2025 12:32:21
Howrah, West Bengal:উলুবেড়িয়া শরৎ চন্দ্র মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক নিগ্রহের ঘটনা।প্রতিবাদে বিজেপির অবস্থান বিক্ষোভ কর্মসূচি।হাওড়া গ্রামীন পুলিশ সুপার অফিস চলো অভিযান।অফিসের কিছুটা আগে জমায়েত করে মিছিল করে এগোতে গেলে আটকে দেয় পুলিশ।আগে থেকেই লোহার ব্যারিকেড করে দেওয়া হয়েছিলো সার্ভিস রোডে।ব্যারিকেড টপকে এগোতে গেলে বাধা দেয় পুলিশ।এরপর শুরু হয় পুলিশের সাথে বচসা ও ধস্তাধস্তি।হাওড়া গ্রামীনের বিজেপি সভাপতি দেবাশীষ সামন্ত জানান সারা রাজ্যে মহিলারা সুরক্ষিত নন।উলুবেড়িয়া হাসপাতালে যে ঘটনা ঘটলো তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো মহিলারা নিরাপদ নন।তাই প্রশাসনকে মহিলা নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।তানাহলে আরো বৃহত্তর আন্দোলনের নামবে বিজেপি।আজ এই কর্মসূচিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকার কথা থাকলেও তিনি বিশেষ কাজে আসতে পারেননি বলে জানায় বিজেপি। বাইট..১..দেবাশীষ সামন্ত(সভাপতি, বিজেপি হাওড়া গ্রামীন) ২..ওয়াকথ্রু।
0
comment0
Report
PDPradyut Das
Oct 22, 2025 12:32:10
Jalpaiguri, West Bengal:শৈশবের চৌকাঠ না পেরতেই ওদের চলার পথে জুড়ে গিয়েছে একরাশ অন্ধকার। কিন্তু সেই অন্ধকার ডিঙিয়েই জীবনে আলোর খোঁজ পেতে চায় ওরা। জিততে চায় জীবনের লড়াইয়ে। আর তাই উত্তরণের পথে এগিয়ে যেতে হেোমোম চার দেওয়ালের মধ্যে একটু একটু করে নিজেদের তৈরি করছে প্রিন্স কিংবা রূপালিরা। চারদিকে যখন দীপাবলির আলোর রোশনাই, তখন সেই আলোর উৎসবে মেতে উঠল ওরাও। তবে নিজেদের মতো করে। জলপাইগুড়ির ‘কোরক’ হোমে মোমবাতি, প্রদীপ বানিয়ে তাক লাগাল প্রিন্স, আনোয়াররা। ওদের দেওয়া রঙিন আলপনায় রাঙা হয়ে উঠল হোমের অন্দরমহল। অন্যদিকে, জলপাইগুড়ির ‘অনুভব’ হোমের রূপালী, পূর্ণিমরা দীপাবলির উপহার হিসেবে প্রশাসনের আধিকারিক সহ সমাজের বিশিষ্টদের কাছে পাঠাল নিজেদের হাতে তৈরি প্রদীপ ও গ্রিটিংস। হোমের মেয়েদের ওই উপহার পেয়ে আপ্লুত সকলেই। কালীপুজোয় পাহাড় বানানোর রেওয়াজ রয়েছে তিস্তাপাড়ের শহর জলপাইগুড়িতে। সেইমতœা ‘অনুভব’-এর মেয়েরাও পাহাড় বানিয়েছে হোমের অন্দরে। হোমের কো-অর্ডিনেটর দীপশ্রী রায় বলেন, সোনা-রাতে কালীপজোর মণ্ডপে ঘুরতে নিয়ে যাওয়া হয়েছিল মেয়েদের। আবার বুধবার রাতে প্যান্ডেল হপিংয়ে যাবে ওরা। কোরক হোমের ছেলেদের ঠাকুর দেখাতে নিয়ে যাওয়া হবে আজ, মঙ্গলবার। দীপাবলি উৎসবে মেতে ওঠার পাশাপাশি দু’টি হোমেই এখন ভাইফোঁটার প্রস্তুতি চলছে জোরকদমে। কোরক হোমের সুপার গৌতম দাস বলেন, বিভিন্ন হোম ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আমাদের এখানকার ছেলেদের ফোঁটা দিতে আসবে মেয়েরা। সেইসব বোন-দিদিদের হাতে উপহার তুলে দিতে এখানকার আবাসিকরা নিজেরাই নানা সামগ্রী বানাচ্ছে। কেউ ছবি আঁকছে। উপহার হিসেবে দিদি বাelopeকে তুলে দেবে সেটাই। কেউ আবার তুলো দিয়ে বানাচ্ছে পাখির বাসা। কেউ তৈরি করছে গ্রিটিংস। তবে এবার পাহাড় বানাতে না পারার আক্ষেপ ঘুচছে না কোরক হোমের ছেলেদের। হোমের সুপার গৌতম বলেন, আসলে প্রতিবারই ওরা কালীপুজোয় পাহাড় বানায়। কিন্তু এবার নিজেরা কাঠের গুঁড়ো দিয়ে দুর্গাপ্রতিমা বানিয়েছিল। হোমে দুর্গাপুজো হয়েছে। এরপর সময় না মেলায় পাহাড় বানানো হয়ে ওঠেনি। তবে আগামী বছর আগে থেকে প্রস্তুতি নেওয়া হবে। অনুভব হোমের কো-অর্ডিনেটর দীপশ্রী বলেন, আমাদের হোমের মেয়েদের অনেকে জানেই না তার আদৌও দাদা কিংবা ভাই আছে কি না। কারও আবার থাকলেও সে কোথায় আছে, তার খবর নেই। সেকারণে আমাদের মেয়েদের অনেকেই দাদা অথবা ভাইয়ের মঙ্গল কামনায় গাছে ফোঁটা দেয়। একইসঙ্গে গাছে ফোঁটার দেওয়ার মধ্যে দিয়ে ওরা পরিবেশরক্ষার বার্তা দিতে চায়। এবারও গাছে ফোঁটা হবে। সেইসঙ্গে জলপাইগুড়ি শহরের বেশকিছু অসহায় বৃদ্ধকে চিহ্নিত করেছি আমরা, যাঁদের দিদি কিংবা বোন নেই, তাঁদের ফোঁটা দেবে আমাদের হোমের মেয়েরা। ফোঁটা দিয়ে মেয়েরা নিজেদের হাতে তৈরি খাবার ও মিষ্টি খাওয়াবে। তুলে দেবে উপহার。
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 22, 2025 12:31:46
Howrah, West Bengal:ভাই-বোনের পবিত্র বন্ধনের উৎসব ভাইফোঁটা বাঙালি হিন্দু ঘরে ঘরে পালিত হয় যুগের পর যুগ ধরে। দীপান্বিতা অমাবস্যার দ্বিতীয়া তিথিতে বোনেরা ভাইদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে ফোঁটা দেন। কিন্তু এই ঐতিহ্যবাহী প্রথার মধ্যেই এক অভিনব ভাবনার স্পর্শ আনলেন হাওড়ার পরিবেশ কর্মী সুভাষ দত্ত। গত ২০ বছর ধরে তিনি পালন করছেন ‘গাছফোঁটা’ উৎসব, হাওড়ার তেলকল ঘাটে। ভাইয়ের দীর্ঘজীবনের পরিবর্তে এখানে কামনা করা হয় গাছের দীর্ঘায়ু ও মঙ্গল। গাছকে ফুল দিয়ে সাজিয়ে, চন্দনের ফোঁটা দিয়ে, প্রদীপ ও ধূপ জ্বালিয়ে আরতি করা হয়。 সুভাষ দত্ত বলেন, “আচার্য জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছিলেন যে গাছেরও প্রাণ আছে। সেই আবিষ্কারকে স্মরণ করেই আমরা গাছফোঁটা পালন করি। আজ মানুষ উন্নয়নের নামে নির্বিচারে গাছ কেটে চলেছে — এই ধ্বংসযজ্ঞের প্রতিবাদ এবং প্রকৃতিকে বরণ করার এক প্রতীকী উদ্যোগ এই গাছফোঁটা।” তিনি আরও জানান, “মানুষ ও প্রকৃতির মেলবন্ধনই আমাদের অস্তিত্বের ভিত্তি। তাই এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজকে বার্তা দিতে চাই — প্রকৃতিকে ভাইয়ের মতো ভালোবাসুন, তাহলেই পৃথিবী বাঁচবে.” এই বছরের গাছফোঁটার অনুষ্ঠানে আরও একটি বিশেষ দিক দেখা গেল — ‘বোনফোঁটা’ অভয়া স্মরণে। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক অভয়ার ধর্ষণ ও হত্যার এক বছর পূর্তিতে তাঁকে স্মরণ করে অনুষ্ঠিত হয় এই ‘বোনফোঁটা’। সুভাষ দত্ত জানান, “অভয়া ছিল অকুতোভয়, অন্যায়ের বিরুদ্ধে তার লড়াই ছিল সকলের জন্য অনুপ্রেরণা। তাই আমরা ‘অভয়া অমর রহে’ স্লোগান তুলে বোনফোঁটার মাধ্যমে নারীর সাহস ও সংগ্রামকে বরণ করেছি。”
0
comment0
Report
AGAyan Ghosal
Oct 22, 2025 12:17:44
Kolkata, West Bengal:চাঁদের একাধিপত্য শেষ? ১৫ দিন আগেই নতুন উপগ্রহ পেল পৃথিবী? সোশ্যাল মিডিয়ায় বিশাল আলোচনা। আসল সত্যিটা কি? জি ২৪ ঘণ্টা কে জানালেন মহাকাশ বিজ্ঞানী। সৌর জগত তৈরি হয়েছে ৪৬০ কোটি বছর আগে। তার ৩ কোটি বছর পর অর্থাৎ ৪৫৭ কোটি বছর আগে তৈরি হয়েছে পৃথিবী। পৃথিবী ছাড়াও সেইসময় থেকেই এরকম অন Ajস্র ছোট বড় গ্রহাণু পৃথিবীর কক্ষের পাশাপাশি ক্রমাগত সূর্যের চারিদিকে ঘুরছে। এদের সূর্যকে প্রদক্ষিণ করার মেয়াদ প্রায় ১ বছর। কারুর একটু কম। কারুর একটু বেশি। এদের মধ্যে এখনও পর্যন্ত প্রায় ১০০ গ্রহাণুর সন্ধান ইতিমধ্যেই পেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। এদের কক্ষপথের পোশাকি নাম অর্জুন কক্ষপথ। এই নামকরণের কারণ এরা খুবই অনিশ্চিত আচরণ করে প্রতিনিয়ত। এই অনিশ্চয়তার কারণে এদের কেউ কেউ হঠাৎ চলে আসে পৃথিবীর খুব কাছে। তাই চাঁদের মত এরা কেউই পৃথিবীর চিরসঙ্গী উপগ্রহ নয়। এই অনিশ্চিত গ্রহাণুর অন্যতম ২০২৫ PM 7। মাত্র দিন পনেরো আগে এই PM 7 হঠাৎ চলে এসেছে পৃথিবীর একেবারে কাছে। এই মুহূর্তে পৃথিবীর সঙ্গে PM 7 এর দূরত্ব ৪০ লক্ষ কিলোমিটার। আমাদের চিরসঙ্গী উপগ্রহ চাঁদের সঙ্গে পৃথিবীর দূরত্ব মাত্র ৪ লক্ষ কিলোমিটার। সেই তুলনায় অন্ততঃ ১০ গুণ দূরে রয়েছে PM 7। যদিও PM 7 এর কক্ষ চাঁদের বা পৃথিবীর মতো স্থিতিশীল নয়। অনেকটা কোমরে রিং লাগিয়ে হুলা ড্যান্সের মতো এর কক্ষ ক্রমাগত দুলছে। এই কারণেই PM 7 আসলে সূর্যের চারিদিকে ঘুরলেও আপাত দৃষ্টিতে মনে হয় সে যেন ঘুরছে আমাদের প্রথিবীর চারিদিকে। আগামী ৫৮ বছর অর্থাৎ ২০৮৩ পর্যন্ত পৃথিবীর সঙ্গে প্রায় একই দূরত্ব বজায় রাখবে PM 7। তারপর কক্ষপথের অভিমুখ সামান্য পাল্টে অন্য কোনো পথে প্রশিক্ষণ করতে থাকবে সূর্যকে।
0
comment0
Report
ASAyan Sharma
Oct 22, 2025 12:17:01
Kolkata, West Bengal:আজ থেকে এস এস কে এম হাসপাতালের উডবার্ন 2 অনন্য প্রাইভেট ক্লিনিকে শুরু হয়ে গেল, রোগী দেখা। এস এস কে এম হাসপাতাল সূত্রে খবর, প্রথম দিনে প্রাইভেট ক্লিনিকে রোগীর সংখ্যা लगभग ৫০ জন। প্রথম দিনে ওপিডি ক্লিনিকে দেখভাল করতে আসেন হাসপাতালের উপাধ্যক্ষ পীযূষ রায়। মোট তিনটি স্লট এ রোগী দেখা হচ্ছে অনন্য প্রাইভেট ক্লিনিকে। প্রথম স্লট দুপুর ৩ টে থেকে বিকাল ৫ টা — নিউরো সার্জারি ও গাইনি বিভাগের ওপিডি। দ্বিতীয় স্লট দুপুর ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা — সংক্রামক রোগ বিভাগ, জেনারেল সার্জারি ও অর্থপেডিক বিভাগের ওপিডি। তৃতীয় স্লট সন্ধ্যা ৭টা থেকে রাত ৯ টা — কার্ডিওলজি ও ইউরোলজি বিভাগের ওপিডি। প্রিজ বুকিংয়ের মাধ্যমে অগ্রিম স্লট বুকিং করা হচ্ছে। তবে কেউ সরাসরি এলেও ডাক্তার দেখাতে পারবেন। প্রতিটি স্লটে দুই ঘণ্টায় তিনটি করে বিভাগের আউটডোর চলবে। একজন চিকিৎসক এক দিনেই একটি স্লটেই বসবেন। এক-একজন ১০ জন করে রোগী দেখবেন। ২৪ ঘণ্টা আগে থেকে বুকিং করতে হবে।
0
comment0
Report
ASAyan Sharma
Oct 22, 2025 12:16:45
Kolkata, West Bengal:আর ইচ্ছামত পছন্দের মেডিকেল কলেজের মর্গে ময়না তদন্ত নয়। যে এলাকায় ঘটনা ঘটেছে, সেই এলাকার সংলগ্ন মেডিকেল কলেজের মর্গে করতে হবে, ময়না তদন্ত এবং মেডিকো লিগ্যাল এক্সাম। কোন এলাকার বডির ময়না তদন্ত এবং মেডিকো লিগ্যাল পরীক্ষা কোন মেডিকেল কলেজের মর্গে হবে, তা এবার ম্যাপিং করে দিলো স্বাস্থ্য ভবন। জয়েন্ট সি পি ক্রাইমে তরফ থেকে, স্বাস্থ্য ভবনে চিঠি লিখে অনুরোধ করা হয়েছিল। পোস্টমর্টেম মেডিকো লিগ্যাল পরীক্ষার এর যে চাপ বিভিন্ন হাসপাতালে গুলির উপরে রয়েছে। তা অবাঞ্চিত। বিভিন্ন এলাকা নির্বিশেষে কোথায় ময়নাতদন্ত হবে সেটা ম্যাপিং করে দিক স্বাস্থ্য ভবন। কলকাতা পুলিশ এর দাবি মেনে এবার বিভিন্ন এলাকার ঘটে চলা বিভিন্ন অস্বাভাবিক মৃত্যুর ঘটনার ময়না তদন্ত জন্য চারটি মেডিকেল কলেজ এবং এটি পুলিশ মর্গ কে ভাগ করে দেওয়া হলো। উত্তর ২৪ পরগনার, উত্তর কলকাতার টালা উল্টোডাঙ্গা, কাশিপুর, শ্যামপুকুর, জোড়াবাগান, মানিকতলা, চিৎপুর, সিঁথি এমনই একাধিক জায়গায় অস্বাভাবিক কোন মৃত্যুর ঘটনা ঘটলে, তার ময়না তদন্ত হবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে দক্ষিণ কলকাতার বিচ্ছিন্ন এলাকা, যেমন ভবানীপুর থেকে মেটিয়াবুরুজ, টালিগঞ্জ, বালিগঞ্জ, যাদবপুর, চারু মার্কেট ,আলিপুর ,নিউ আলিপুর সহ একাধিক জায়গার ময়নাতদন্ত হবে এসএসকেএম হাসপাতালের মর্গে। বড়বাজার ,পোস্তা, জোড়াসাঁকো, গিরিশ পার্ক,পার্কস্ট্রিট, শেক্সপিয়ার সরণি,হেস্টিংস,ময়দান, তালতলা, মুচিপাড়া এলাকার ময়না তদন্ত হবে কলকাতা মেডিকেল কলেজের পুলিশ মর্গে। এন্টালি, বেনিয়াপুকুর, ফুলবাগান ,বেলেঘাটা, পূর্ব যাদবপুর, কে এল সি, পঞ্চ সায়র ,কসবা, তিলজলা এলাকার অস্বাভাবিক ঘটনার ময়নাতদন্ত তবে এন আর এস মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ মর্গে। যাদবপুর ,পাটুলি ,নেতাজি নগর, সার্ভে পার্ক, গড়ফা, রিজেন্ট পার্ক,বাঁশদ্রনি, ঠাকুরপুকুর ,পর্ণশ্রী বেহালা, হরিদেবপুর, সরশুনা এলাকার অস্বাভাবিক ঘটনার ময়না তদন্ত হবে কাঁটাপুকুর মর্গে।
0
comment0
Report
Diwali 2025
Advertisement
Back to top