Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712601

खानाकुल में पटाखे से मिट्टी के घर में आग, लोगों ने सफलतापूर्वक आग बुझाई

DSDIBYENDU SARKAR
Oct 22, 2025 02:30:16
Arambag, West Bengal
আরামবাগঃ২২ অক্টোবর দেদার শব্দ বাজির দাপট। বিজেপির পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের কাকার বাড়িতে বাজি থেকে লাগলো আগুন। আগুন নেভাতে গেল তৃণমূলের লোকজন। বাড়ি ভষ্মিভূত হওয়ার পর পৌঁছালো পুলিশ। খানাকুলের ঘটনা। বিজেপির মৎস্য কর্মाधক্ষের কাকার বাড়িতে বাজি থেকে আগুন। ভষ্মিভূত মাটির বাড়ি। স্থানীয় লোকজনই আগুন নেভানোর কাজ করে। স্থানীয় তৃণমূল কর্মাধ্যক্ষ আগুন নেভানোর কাজ করেন। পরে খানাকুল থানার পুলিশ ও বিধায়ক এলাকায় গিয়ে পৌঁছায়। খানাকুলের রাজহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কুশালীর বেনাপুকুর এলাকার ঘটনা। বাড়িটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় মানুষজন দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালী পুজো উপলক্ষে বাচ্চারা বাজি ফাটাচিল। সেখান থেকেই মাটির বাড়িতে আগুন লাগে। বাড়ি তে আগুন লেগেছে। সেই আগুন দেখেই ২ জন আতংকে সংজ্ঞা হীন হয়ে পড়েন। তাদের খানাকুল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছে খানাকুল থানা পুলিশ। তবে স্থানীয়দের তৎপরতাতেই পাশাপাশি থাকা বেশ কিছু ঝুপড়িতে আগুন লাগেনি। বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে। তবে প্রশ্ন উঠেছে কিভাবে রমরমিয়ে চলছে বাজির কারবার ?
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoj Mondal
Oct 22, 2025 11:21:26
Kolkata, West Bengal:জানাযায়, গতকাল রাতে ডাক্তার সুমন সাহা‑র মাসতুতো বোন অংশুমিতা পাল ও তার বন্ধু ঠাকুর দেখতে বেড়িয়েছিল। বাড়ি থেকে কিছুটা দূরে যেতেই কয়েকজন যুবক তাদের কটুক্তি করতে ছিলেন। তারা প্রতিবাদ করলে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তাঁর দাদা, মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুমন সাহা। বোনকে বাঁচাতে গেলে দুষ্কৃতীরা তাকেও বেদড়ক প্রহার করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গাইঘাটা থানার পুলিশ। যদিও ততসময়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। পরবর্তীতে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত যুবতী। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পেয়ে তদন্তে শুরু হয়েছে, অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে।
0
comment0
Report
MMManoranjan Mishra
Oct 22, 2025 10:11:55
Purulia, West Bengal:পুরুলিয়া : গ্যাস ট্যাঙ্কি বোঝাই পিকআপ ভ্যান গাড়িতে করে সরবরাহ করা হচ্ছিল দেশী মদের বোতল । গ্রামের মহিলারা মদ কারবারের বিরুদ্ধে অভিযানেএ হাতেনাতে ধরে সেই গাড়িকে । বুধবার পুরুলিয়ার জয়পুর থানার শ্রীরামপুর গ্রামে ঘটনার সাথে জড়িয়ে হৈচৈ পড়ে যায় । গ্রামের মহিলারা গাড়ি আটক করে বিক্ষোভ দেখায় । গাড়িতে থেকে মদের বোতল মাটিতে ফেলে নষ্ট করে দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আটক করে গাড়িটিকে। গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় মদ বিক্রির রমরমা কারবার চলছে । যুব সমাজ নেশার প্রতি আকৃষ্ট হচ্ছে । এলাকায় ঝামেলা দ্বন্দ্ব বাড়ছে । পরিবারের মধ্যে নিত্যদিন ঝামেলা হচ্ছে । পরিবেশ নষ্ট হচ্ছে । তাই মদ বিক্রি বন্ধের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী ।
0
comment0
Report
MMManoj Mondal
Oct 22, 2025 10:03:13
Kolkata, West Bengal:মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণের ঘটনায় নির্যাতনের পরিবারকে নিয়ে দত্তپور থানায় আসলেন সিপিআইএমের প্রতিনিধি দল। গত রবিবার দত্তপুকুর থানার অন্তর্গত কোটরা খরকি এলাকার ভারসাম্যহীন নাবালিকা মেয়ে বাড়ি থেকে বের হয় তারপর থেকেই সে নিখোঁজ ছিল এরপর কদম্বগাছির গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পীরগাছা বন্ধ ইট ভাটার মধ্যে দিয়ে উদ্ধার হয় ভারসাম্যহীন নাবালিকা । রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় । পরিবারের পক্ষ থেকে দত্তপুকুর থানায় অভিযোগ জানাতে আসলে প্রথমে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করেন পরে অভিযোগ নিয়ে মেডিকেল করালে জানা যায় ভারসাম্যহীন নাবালিকা মেয়ে টি ধর্ষণের শিকার। এই ঘটনা ইতিমধ্যে ছোট জাগুলিয়ার এলাকা থেকে সাইফুল আলম নামে একজনকে গ্রেফতার করেছে দত্তপুকুর থানার পুলিশ। বুধবার সকালে নির্যাতিতার পরিবারকে নিয়ে দত্তপুর থানায় আসেন সিপিআইএমের প্রতিনিধি দল।
0
comment0
Report
ASAyan Sharma
Oct 22, 2025 09:33:15
Kolkata, West Bengal:প্রতিবছর বর্ষা আসলে কালীঘাট সংলগ্ন区域 ভেসে যায়। এই সমস্যার সমাধানের দই ঘাট ও আদি গঙ্গার সংযোগস্থলে ব্যারেজ বা লকগেট তৈরি করতে চলেছে কলকাতা পুরসভা। সম্প্রতি এই ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়রের ঘোষণার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রীর এলাকা বলেই কি স্পেশাল ট্রিটমেন্ট? বর্ষা আসলে উত্তর কলকাতার একাধিক এলাকা ও জলে ডুবে থাকে। তার জন্য পুরসভার ভাবনা নেই কেন? এই একাধিক প্রশ্ন তুলে সরব হয়েছে বিজেপি নেতা সজল ঘোষ। প্রসঙ্গত, বানের সময় আদি গঙ্গা সংলগ্ন কালীঘাটের অলিগলি জলের তলায় চলে যায়। সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয় ৮৩ নম্বর ওয়ার্ডে। এছাড়া ৭৩ ও ৮৮ নম্বর ওয়ার্ডেও ভরা কোটালের সময় জল উঠে যাওয়ার সমস্যা রয়েছে। কালীঘাট রোড থেকে টালিগঞ্জ রোড, কালীঘাট বাজার, বড় গলি, চক্রবর্তীপাড়া, মায়ের সদরঘাট, মেটে গলি, মিষ্টি গলি, গদার মাঠ, নেপাল ভট্টাচার্য স্ট্রিট ফার্স্ট লেন সহ কালীঘাট মন্দির চত্বরের একাধিক রাস্তা জলমগ্ন হয়। পুরসভার এই ব্যারেজ তৈরি করতে খরচ বরাদ্দ হয়েছে ১৩৪ কোটি টাকা। ৪২ মিটার দীর্ঘ ব্যারেজটির উচ্চতা হবে প্রায় ২৫ ফুট। ব্যারাজের পাশাপাশি অনুষ্ঠানের তৈরি হবে একটি পাম্পিং স্টেশনও। আগে এই কাজের দায়িত্বে কলকাতা পুরসভার নিকাশি বিভাগ থাকলেও বর্তমানে তা পুরসভার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগকে দেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে বিপর্যয় মোকাবিলা খাতে পাওয়া ৫০০ কোটি টাকা থেকে কাজ হবে।
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 22, 2025 09:33:05
Chinsurah, West Bengal:কোলে নিতে ইচ্ছে করছে বলে মায়ের কোল থেকে সদ্যজাতকে নিয়ে পালানোর পর নগার মোর থেকে ধরা পড়লেন এক মহিলা।উদ্ধার শিশু。 শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগে হুলুস্থুল! কিছুক্ষনের মধ্যে উদ্ধার হল শিশু,আটক এক মহিলা。 জানা গেছে গত বুধবার কোন্নগর ঘোষাল বাগানের বাসিন্দা নেহা কুর্মি প্রসব যন্ত্রনা নিয়ে ওয়ালস হাসপাতালে ভর্তি হন।বৃহস্পতিবার সিজার করে কন্যা সন্তানের জন্ম দেন।আজ সারে এগারোটা নাগাদ তার ছুটি হয়।বাইরে গাড়ি ডাকতে যান পরিবারের লোক।সেই সময় কালো বোরখা পরে এক মহিলা এসে বলে তারও নাতি হয়েছে।তাই শিশুটিকে কোলে নিতে ইচ্ছে করছে।এরপরই মায়ের কোল থেকে শিশুকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান ওই মহিলা।পুলিশ খবর পেয়ে তৎপর হয়।সিসিটিভিতে দেখা যায় মহিলা শিশু কলে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন। খবর হাসপাতালে পৌঁছান আই সি শ্রীরামপুর,এসিপি সহ চন্দনগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। নাকা শুরু করে পুলিশ।শ্রীরামপুর নগার মোরে মহিলাকে আটক করে পুলিশ。 শিশু উদ্ধারে হাঁফ ছাড়ে পুলিশ ও পরিবার। তবে হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিলো এই ঘটনা।
0
comment0
Report
ASAyan Sharma
Oct 22, 2025 09:32:53
0
comment0
Report
ASAyan Sharma
Oct 22, 2025 09:32:37
Kolkata, West Bengal:ব্যবসায়ীদের রোজনামচা মাথায় রেখে পুজোর আগেই রুফটপগুলি খোলার অনুমতি দিয়েছিল কলকাতা পুরসভা। তার জন্য কিছু নির্দেশ মেনে দিতে হয়েছিল মুছলেখা। কিন্তু সেই মুচলেখা অনুযায়ী আদৌ নির্দেশিকা পালন করা হচ্ছে কিনা, তা দেখতে এবার সারপ্রাইজ ভিজিট করতে চলেছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার লাইসেন্স বিভাগের তথ্য অনুযায়ী, পুজোর আগে ৮৩ টির মধ্যে মধ্যে মাত্র ২১টি রুফটপ রেস্তোরাঁ খোলার জন্য অনলাইনে আবেদন করেছিল। তাদেরকে অনুমতিও দিয়েছিল পুরসভা। কিন্তু ভিজিটে গিয়ে পুর আধিকারিকরা যদি দেখেন, এর বাইরেও যদি কোন রুফটপ রেস্তোরাঁ খোলা থাকে, তাহলে তার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী শনিবার থেকে শুরু হবে ভিজিট। পুরসভার সূত্রে খবর, অভিযানের সময় প্রথমেই যে বিষয়গুলির উপর নজর রাখা হবে, তা হল ছাদের দরজা খোলা কি না, উপরে কোন আই কাঠামো আছে কিনা, রেস্তোরারের ৫০ শতাংশ খোলা অবস্থায় আছে কিনা, রাস্তার পাশ থেকে ২৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে কিনা, গোডাউন করে গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে কি না। মুছলেখা অনুযায়ী নিয়ম মানা না হয়ে থাকলে, কোনওরকম গরমিল ধরা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনের বন্ধ করে দেওয়া হবে রেস্তোর।
0
comment0
Report
ASAyan Sharma
Oct 22, 2025 09:32:20
Kolkata, West Bengal:রাজ্যে পাঁচ জেলায় ডেঙ্গি আক্রান্তর সংখ্যা উত্তরত্তর বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় দ্রুত ডেঙ্গি বিরোধী কর্মসূচি গ্রহণ করার জন্য জেলাগুলিকে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মনোজ পন্থ। আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। অন্যদিকে ৫ জেলার মধ্যে মুর্শিদাবাদের পরেই রয়েছে, কলকাতা ও উত্তর ২৪ পরগনা। যা নিয়ে রীতিমত উদ্বিঘ্ন কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, গত ৩০ দিনে শহরে ২৫০ জনেরও বেশি ডেঙ্গি রোগী শনাক্ত হয়েছে। ফলে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯১ তে। যা গত বছরের তুলনায় সামান্য বেশি হলেও ২০২৩ সালের তুলনায় কিছুটা কম। তবে স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের মত, অক্টোবর মাসে বৃষ্টি অব্যাহত থাকায় নভেম্বর পর্যন্ত নতুন সংক্রমণের সম্ভাবনা থেকেই যাচ্ছে। কারণ, অক্টোবর জুড়ে বৃষ্টি চলায় মশার নতুন প্রজনন ক্ষেত্র তৈরি হচ্ছে। সূত্রের খবর, এখনো পর্যন্ত সবচেয়ে বেশি কেস দক্ষিণ কলকাতা থেকেই পাওয়া যাচ্ছে। পুরসভার সূত্রে খবর, জানুয়ারি থেকে আক্রান্তের নিরিখে ১২ টি ওয়ার্ডকে বিপদজনক বলে চিহ্নিত করা হয়েছে। এই ওয়ার্ডগুলিতে একই সঙ্গে ডেঙ্গি এবং ম্যালেরিয়া কেস পাওয়া গিয়েছে。 সেগুলি হল- ওয়ার্ড ৫৮: অ্যাক্টিভ একরের কাছে ডিসি দে রোড ওয়ার্ড ৬৫: বালিগঞ্জ পার্ক রোড, পাম অ্যাভিনিউ, ওল্ড বালিগঞ্জ ফার্স্ট লেন, আয়রন সাইড রোড ওয়ার্ড ৬৬: তপসিয়ার কিছু অংশ ওয়ার্ড ৬৯: বেলতলা বস্তি, আহিরিপুকুর প্রথম লেন ওয়ার্ড ৭৪: খিদিরপুর ও আলিপুরের কিছু অংশ ওয়ার্ড ৭৯: আলিপুরের কিছু অংশ ওয়ার্ড ৮৫: মতিলাল নেহেরু রোড, পণ্ডিতিয়া রোড ওয়ার্ড ৮৬: গড়চা ফার্স্ট লেন ওয়ার্ড ১০৭: হালতু ওয়ার্ড ১০৮: আনন্দপুর ওয়ার্ড ১০৯: মুকুন্দপুরের কিছু অংশ ওয়ার্ড ১৩২: পাঠকপাড়া রোড ও ১০ নম্বর বস্তি
0
comment0
Report
ASAyan Sharma
Oct 22, 2025 09:17:40
Kolkata, West Bengal:"ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাঁটা" এই একটা লাইনের মধ্যে দিয়ে শুধুমাত্র ভাই দাদাদের শত্তুরদের মুখে ছাই নয়, বরং ডায়াবেটিস, প্রেসার সুগার এই সমস্ত রোগের মুখেও ছাই দিয়ে ভাইদের ভাইদের মুখে মিষ্টি তুলে দেন দিদি বোনেরা। মিষ্টি ছাড়া ভাইফোঁটা ভাবাই যায় না। তবে যুগের সঙ্গে পরিবর্তন হয়েছে চাহিদার। ফিউশন মিষ্টির দিকে ঝোঁক বাড়লেও, চাহিদা তুঙ্গের সাবেকেরও। অনেকে আবার এই দুইয়ের যুগলবন্দীতে পাত সাজাতে চাইছেন দাদা- ভাইদের, বলছেন বিক্রেতারা। তাই সবার আগে চাই সবচেয়ে ভালো মিষ্টি। আর তার জন্যই ভাইফোঁটার একদিন আগে থেকেই, উত্তর থেকে দক্ষিণ, কলকাতার সর্বত্র মিষ্টি দোকান গুলিতে পড়েছে লম্বা লাইন। অন্যান্য দিনের তুলনায় উৎসবের জন্য দাম কিছুটা বেশি হলেও সে বিষয়ে খুব একটা মাথাব্যথা নেই ক্রেতাদের। সাবেকি খাজা, গজা, রাজভোগ থেকে হাল আমলের চিন্তা-চকোলেট ফিউশন, আতা, আম, ব্লুবেরির স্বাদের সন্দেশ, সবের চাহিদাই রয়েছে তুঙ্গে। মিষ্টির দাম হোক কিংবা ক্যালোরির হিসেব-নিকেশ, একটা দিনের জন্য সব বাদ। বয়স যাই হোক, ৬ থেকে ৬০, ভাই ফোঁটার দিনটির জন্য সব ছাড়।
0
comment0
Report
TCTathagata Chakraborty
Oct 22, 2025 09:17:32
Rajpur Sonarpur, West Bengal:শিয়ালদা-ডাউন ক্যানিং লোকালে ধোঁয়া, আতঙ্কে যাত্রীরা — পিয়ালী স্টেশনে ট্রেন থামল আজ সকাল ৯টা ১০ মিনিটে শিয়ালদা ডাউন ক্যানিং লোকাল ট্রেনের মহিলা কম্পার্টমেন্টে হঠাৎ ধোঁয়া দেখা যায়। কালিকাপুর স্টেশন পার হওয়ার পরেই মহিলা যাত্রীরা প্রথম ধোঁয়া লক্ষ্য করেন। আতঙ্কে তাঁরা সঙ্গে সঙ্গে ড্রাইভার ও গার্ডকে জানান। এরপর ট্রেনটি নিরাপত্তার জন্য পিয়ালী স্টেশনে থামিয়ে দেওয়া হয়। বর্তমানে ডাউন ক্যানিং লোকাল পিয়ালী স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। ধোঁয়ের উৎস কীভাবে তৈরি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, ব্রেকব্লকে ঘর্ষণের ফলে বা বৈদুতিক সংযোগে ত্রুটির কারণে ধোঁয়া উঠতে পারে। ঘটনার খবর পেয়ে রেলকর্মীরা ও আরপিএফ ঘটনাস্থলে পৌঁছেছে। যাত্রীদের নামিয়ে নিরাপত্তা পরীক্ষার কাজ চলছে। ঘটনার জেরে ডাউন লাইনে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে ক্যানিং শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। রেল সূত্রে খবর, ত্রুটি মেরামতির পরেই ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।
0
comment0
Report
AMAshok Manna
Oct 22, 2025 09:17:13
Kolkata, West Bengal:মহেশতলা गोपালपुरে एक মধ্যপ ব্যক্তির হাতে অপর মধ্যপ ব্যক্তি খুন। মহেশতলা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড মালিপাড়া গতকাল এক মধ্যপ ব্যক্তি নাম বরুন মন্ডল, মদ্যপ অবস্থায় কাজ থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় এলাকারই ওপর এক ব্যক্তি যার নাম চিরঞ্জিত মিত্র সেও মধ্যব্য অবস্থায় রাস্তার মোড়ে দাঁড়িয়েছিল কোন একটা বিষয় নিয়ে এই দুজনের মধ্যে কটা কাটাকাটি হয় তারপর শুরু হয় মারপিট রাস্তায় ফেলে চিরঞ্জিত বরুণকে মারধর করে। রাত্রের কারণে রাস্তা ফাঁকা ছিল কেউ বাঁচাতেও আসেনি প্রতিবেশীরা। বেশ কিছুক্ষণ পরে এলাকার লোকজন রাস্তায় এসে দেখে আহত অবস্থায় বরুন মন্ডলের রাস্তায় পড়ে রয়েছে। উদ্ধার করে তড়িঘড়ি বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়, এই ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত চিরঞ্জিত মিত্র এবং তার পরিবারের লোকজনকে আটক করেছে জিঞ্জিরা বাজার তদন্ত কেন্দ্র পুলিশ। স্থানীয় মানুষজনের বক্তব্য বুকে এবং পেটে আঘাত করে চিরঞ্জিত প্রাথমিক অনুমান তাতেই মৃত্যু হয়েছে বরুণের。
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 22, 2025 09:16:30
Chinsurah, West Bengal:কোল নেওয়ার ইচ্ছে বলে মায়ের কোল থেকে সদ্যজাতকে নিয়ে পালানোর পর নগর মোর থেকে ধরা পড়লেন এক মহিলা।উদ্ধার শিশু। শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগে হুলুস্থুল! কিছুক্ষনের মধ্যে উদ্ধার হল শিশু,আটক এক महिला। জানা গেছে গত বুধবার কোন্নগর ঘোষাল বাগানের বাসিন্দা নেহা কুর্মি প্রসব যন্ত্রনা নিয়ে ওয়ালস হাসপাতালে ভর্তি হন।বৃহস্পতিবার সিজার করে কন্যা সন্তানের জন্ম দেন।আজ সারে এগারটা নাগাদ তার ছুটি হয়।বাইরে গাড়ি ডাকতে যান পরিবারের লোক।সেইসময় কালো বোরখা পরে এক মহিলা এসে বলে তারও নাতি হয়েছে।তাই শিশুটিকে কোলে নিতে ইচ্ছে করছে।এরপরই মায়ের কোল থেকে শিশুকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান ওই মহিলা।পুলিশ খবর পেয়ে তৎপর হয়।সিসিটিভিতে দেখা যায় মহিলা শিশু কোলে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন। খবর হাসপাতালে পৌঁছান আই সি শ্রীরামপুর,এসপি সহ চন্দনগর পুলিশের উচ্চপদস্ত আধিকারিকরা। নাকা শুরু করে পুলিশ।শ্রীরামপুর নগার মোরে মহিলাকে আটক করে পুলিশ। শিশু উদ্ধারে হাঁফ ছাড়ে পুলিশ ও পরিবার। তবে হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিলো এই ঘটনা।
0
comment0
Report
PDPradyut Das
Oct 22, 2025 09:08:21
Jalpaiguri, West Bengal:ভাইফোঁটার বাজারে আগুন। জলপাইগুড়ির বাজারে ফল থেকে শুরু করে সবজি, মাংস, মাছ সবেতেই পকেটে টান ক্রেতাদের। ভাইফোঁটায় মিষ্টিমুখ তো হবেই। মিষ্টির দোকানেও হরেক রকমের মিষ্টি কিনতে ক্রেতাদের ভিড়। বিক্রেতারা জানিয়েছেন, চাহিদা বেড়েছে। প্রয়োজনের তুলনায় জোগান কম। দেশি খাসি ও পাঠার মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১০০০ প্রতি কেজি দরে। সবজি বাজারেও একই চিত্র—আলু ২০, পেঁয়াজ ২৫, ফুলকপি ৮০, ক্যাপসিকাম ১৫০ ও কাঁচা লঙ্কা ১০০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বেগুনের দাম ১০০ ছোঁয়ায় কিছুটা অসন্তোষ থাকলেও, সামগ্রিকভাবে দাম হাতের নাগালে। ইলিশ প্রেমীদের জন্যও সুখবর—বাংলাদেশ থেকে আমদানি বন্ধ হলেও মায়ানমারের বড় ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০–১৮০০ কেজি দরে, পাশাপাশি ডায়মন্ড হারবারের ইলিশও মিলছে ৪৫০–৮০০ টাকায়। উৎসবের আগে এই স্থিতিশীল বাজারে খুশি জলপাইগুড়ির ক্রেতা-বিক্রেতারা। সকলেরই আশা, “উৎসবের আনন্দ থাকুক, দাম নিয়ে না থাকুক চিন্তা。”
3
comment0
Report
PDPradyut Das
Oct 22, 2025 09:08:05
Jalpaiguri, West Bengal:ভাইফোঁটার বাজারে আগুন। জলপাইগুড়ির বাজারে ফল থেকে শুরু করে সবজি, মাংস, মাছ সবেতেই পকেটে টান ক্রেতাদের। ভাইফোঁটায় মিষ্টিমুখ তো হবেই। মিষ্টির দোকানেও হরেক রকমের মিষ্টি কিনতে ক্রেতাদের ভিড়। বিক্রত্তারা জানিয়েছেন, চাহিদা বেড়েছে। প্রয়োজনের তুলনায় জোগান কম। দেশি খাসি ও পাঠার মাংস বিক্রি হচ্ছে ₹৮০০ থেকে ₹১০০০ প্রতি কেজি দরে। সবজি বাজারেও একই চিত্র—আলু ২০, পেঁয়াজ ২৫, ফুলকপি ৮০, ক্যাপসিকাম ১৫০ ও কাঁচা লঙ্কা ১০০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বেগুনের দাম ১০০ ছোঁয়ায় কিছুটা অসন্তোষ থাকলেও, সামগ্রিকভাবে দাম হাতের নাগালে। ইলিশ প্রেমীদের জন্যও সুখবর—বাংলাদেশ থেকে আমদানি বন্ধ হলেও মায়ানমারের বড় ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০–১৮০০ کেজি দরে, পাশাপাশি ডায়মন্ড হারবারের ইলিশও মিলছে ৪৫০–৮০০ টাকায়। উৎসবের আগে এই স্থিতিশীল বাজারে খুশি জলপাইগুড়ির ক্রেতা-বিক্রেতারা। সকলেরই আশা, “উৎসবের আনন্দ থাকুক, দাম নিয়ে না থাকুক চিন্তা。”
2
comment0
Report
Diwali 2025
Advertisement
Back to top