Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

जलपाईगुड़ी स्वास्थ्य कर्मियों ने महिला कर्मियों के खिलाफ हिंसा के विरोध में प्रदर्शन किया

PDPradyut Das
Nov 04, 2025 02:20:51
Jalpaiguri, West Bengal
মহিলা স্বাস্থ্য কর্মীর ওপর পাশবিক নির্যাতনের ঘটনার উপযুক্ত বিচার চেয়ে জলপাইগুড়ি জেলার সমস্ত সুস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা বিক্ষোভ করেন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে জমায়েত হয়ে তারা নিরাপত্তা নিশ্চিত ও অন্যান্য মহিলা স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দাবি জানায়। এক স্মারকলিপি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে প্রদান করা হয়। শতাধিক মহিলা স্বাস্থ্য কর্মী জড়ো হয়েছিল। তারা বলেন, গত মাসের ২২ তারিখ বীরভূম জেলার মহম্মদ বাজার ব্লকের কাইজুলি এলাকায় মহিলা স্বাস্থ্য কর্মীর ওপর যে পাশবিক নির্যাতনের ঘটনা ঘটেছিল তা অত্যন্ত ভয়াবহ। শারীরিক অত্যাচারের পর ওই মহিলা স্বাস্থ্য কর্মীকে খুনের চেষ্টা করে তিন দুষ্কৃতী। এরপর মহিলা স্বাস্থ্যকর্মীরা কাজের জায়গায় তাদের সুরক্ষা, ছুটির দিন কাজের ছুটির দাবি সহ বেশ কিছু ১০ দফা দাবি নিয়ে CMOH এর কাছে স্মারকলিপি প্রদান করেন।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoranjan Mishra
Nov 04, 2025 06:43:26
Purulia, West Bengal:পুরুলিয়া: নির্বাচন কমিশনের নিদের্শ অনুযায়ী আজ থেকে পুরুলিয়া জেলায় 시작 করে SIR প্রক্রিয়ণের কাজ। পুরুলিয়া শহরের বিভিন্ন ওয়ার্ডে BLO অফিসারেরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা দেখে SIR প্রক্রিয়া শুরু করলেন। সঙ্গে রয়েছেন বুথ লেভেলের এজেন্টরাও। এনুমারেশান ফর্ম কিভাবে ফিলাপ করতে হবে সমস্ত বিষয় বোঝানো হচ্ছে সাধারণ মানুষকে। বিএলও দেবব্রত চेल বলেছেন, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে আসা হচ্ছে। আজ থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। একমাস ধরে প্রক্রিয়া চলবে। সবাইকে সমস্ত কিছু বুঝিয়ে বলে দেওয়া হচ্ছে। সবাই আগ্রহের সঙ্গে এই কাজে এগিয়ে আসছেন। সাধারণ মানুষেরা বলেন, এটা আতঙ্কের কোনো বিষয় নয়। বিএলও অফিসারেরা বাড়ি বাড়ি এসে ফর্ম দিয়ে গেলেন। আমরা যথাসাধ্য সাহায্যের চেষ্টা করছি। বাইট: ১) দেবব্রত চেল (BLO) ২) নবাব খান (শহরবাসী) ৩) সাফাহাত আলম (শহরবাসী) ৪) রিয়াজ আহমেদ খান (শহরবাসী)
0
comment0
Report
PDPradyut Das
Nov 04, 2025 06:43:08
Jalpaiguri, West Bengal:খুচরো বাজারে বেগুন ৮০ টাকা কেজি। কিন্তু কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ বাজারে মিলছে ৪৫ টাকার। পেঁয়াজ বাজারে ৩০ টাকা কেজি হলেও সরকারি বিপণন কেন্দ্রের বাজারে মিলছে ২২ টাকায়। বাজারে ৫০ টাকার নীচে বাঁধাকপি পাওয়া না গেলেও সুফল বাংলার গাড়িতে মিলছে ৩৫ টাকা কেজিতে। আর এরই জেরে জলপাইগুড়িতে উপচে পড়ছে ক্রেতাদের ভিড়। দুর্যোগের জেরে জলপাইগুড়িতে নষ্ট হয়েছে প্রচুর সবজি। ফলে বাজারে জোগানে টান পড়েছে। এরই জেরে সবজির দাম আগুন। এই পরিস্থিতিতে ক্রেতাদের স্বস্তি দিতে ন্যায্য মূল্যের দোকান চালু করেছে কৃষি বিপণন দপ্তর। জলপাইগুড়ি শহরের ইন্দিরা কলোনি বাজারে সরকারি দোকানে কম দামে সবজি মেলায় সকাল থেকে ক্রেতাদের লম্বা লাইন পড়ছে। যদিও স্টক কম থাকায় কয়েক ঘণ্টার মধ্যে ফুরিয়ে যাচ্ছে সেই সবজি। ফলে অনেকেই সুফল বাংলার গাড়ি থেকে সবজি কিনতে পারছেন না। বাধ্য হয়ে বাজার থেকে বেশি দামে সবজি কিনতে হচ্ছে তাঁদের। সহকারী কৃষি বিপণন অধিকর্তা দেবাঞ্জন পালিত বলেছেন, আমরা সুফল বাংলার গাড়িতে সবজির পরিমাণ বাড়ানোর চেষ্টা করছি। গাড়ির সংখ্যাও বাড়ানোর চেষ্টা চলছে।
0
comment0
Report
STSrikanta Thakur
Nov 04, 2025 06:17:56
Dinajpur, Rangpur Division:প্রথা অনুযায়ী রাস পূর্ণিমার পরের শুক্রবার অর্থাৎ আগামী ৭ তারিখ নভেম্বর থেকে বালুরঘাট ব্লকের বোল্লা গ্রামে শুরু হবে উত্তর বঙ্গের সর্ববৃহৎ কালী পূজা ও চারদনীতোর মেলার। বোল্লা মায়ের পুজা ও মেলা ঘিরে এবছর মিষ্টান্ন ব্যবসায়ীদের বাজার চাঙা। মেলা উপলক্ষে বোল্লাতে মজুত হচ্ছে কুইنتাল কুইন্টাল ভোগের বাতাসা। দক্ষিণ দিনাজপুর জেলা তথা উত্তরবঙ্গ ছটি জেলার মধ্যে সবথেকে বড় মেলা হিসেবে পরিচিত বোল্লা কালীর মেলা। এই পূজার বিশেষত্ব এখানে মায়ের পছন্দের ভোগ চিনির তৈরি বাতাসা অথবা কদমা। শুক্রবার রাত্তির থেকে সোমবার বিকেল পর্যন্ত লাখ লাখ ভক্ত পূর্ণার্থীরা আসেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এমনকি রাজ্যের বাইরে ও বাংলাদেশ থেকেও । পূর্ণার্থীরা এই পূজায় মায়ের পছন্দের ভোগ হিসেবে নিবেদন করেন চিনির তৈরি বাতাসা। মেলা কমিটির হিসাব অনুযায়ী প্রতি বছর ১০০০ থেকে ১২০০ কুইন্টাল বাতাসা বিক্রি হয় এই মেলায়। এবারেও প্রচুর ভক্তের সমাগম হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। তাই এখন শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে বোল্লা মেলা চত্বরে। বাতাসার পাশাপাশি নানা ধরনের ডিজাইনের ভোগের কদমা, লাড্ডু সহ নানা মিষ্টান্ন ভোগ প্রস্তুত করছেন ব্যবসায়ীরা।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 04, 2025 06:17:44
Baruipur, West Bengal:যাঁরা দলের নাম করে দালালী করে জমি লুট করে নিজের নামে পাট্টা করে বিক্রি করে দিয়েছিলো সেই জমি দখল করে গরীব মানুষের মধ্যে বিলি করে দেওয়া হবে।। নাম না করে কাইজার আহমেদের নামে এমনই হুশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক সওকাত মোল্লার।। ভাঙড়ের যদি প্রকৃত বাসিন্দা হই তাহলে শাওকত মোল্লার বিরুদ্ধে জিহাদ ঘোষণা থাকবে 2026 অব্দি। ধমকের সুরে কাইজার আহমেদ। শওকতের নাম না করে ওকে দেখে ছাড়া হবে। দেখি ওর কত দম আছে। দল কত সাপোর্ট দেয় ওকে। ইচ্ছা করে আরাবুল ইসলামকে সাসপেন্ড করিয়েছে। আমি দলে আছে কি নেই সেটা নিয়ে আমি ভাবি না। দল যা ব্যবস্থায় নিক, কিন্তু আমি আরাবুল ইসলামের পাশে আছি থাকবো। আমি আরाबুল ইসলামের পাশে থাকবো দেখি ওর কত দম আছে। দেখি সওকাত মোল্লা কি করে দেখায়। ভাঙড় SIR নিয়ে একটি সভায় উপস্থিত হয়ে নাম না করে সওকাত মোল্লা নানা ভাষায় আক্রমণ করে।। ইঞ্চিতে ইঞ্চিতে দেখে নেওয়ার হুশিয়ারি দেন।। পাশাপাশি কাইজারের জমি দখল করে গরীব মানুষের মধ্যে বিলি করার হুশিয়ারিও দেন সওকাত।। উল্লেখ্য কাইজার আরাবুল যৌথ ভাবে সাংবাদিক সম্মেলন করে সওকাত মোল্লার নামে হুশিয়ারি দিয়েছিলেন।। সেই ঘটনার পর আজ সওকাত মোল্লা পাল্টা কাইজারকে তুলোধুনা করেন।।
0
comment0
Report
PDPradyut Das
Nov 04, 2025 06:17:20
Jalpaiguri, West Bengal:খুচরো বাজারে বেগুন ৮০ টাকা কেজি। কিন্তু কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ বাজারে मिलছে ৪৫ টাকায়। পেঁয়াজ বাজারে ৩০ টাকা কেজি হলেও সরকারি বিপণন কেন্দ্রের বাজারে মিলছে ২২ টাকায়। বাজারে ৫০ টাকার নীচে বাঁধাকপি পাওয়া না গেলেও সুফল বাংলার গাড়িতে মিলছে ৩৫ টাকা কেজিতে। আর এরই জেরে জলপাইগুড়িতে উপচে পড়ছে ক্রেতাদের ভিড়। দুর্যোগের জেরে জলপাইগুড়িতে নষ্ট হয়েছে প্রচুর সবজি। ফলে বাজারে জোগানে টান পড়েছে। এরই জেরে সবজির দাম আগুন। এই পরিস্থিতিতে ক্রেতাদের স্বস্তি দিতে ন্যায্য মূল্যের দোকান চালু করেছে কৃষি বিপণন দপ্তর। জলপাইগুড়ি শহরের ইন্দিরা কলোনি বাজারে সরকারি দোকানে কম দামে সবজি মেলায় সকাল থেকে ক্রেতাদের লম্বা লাইন পড়ছে। যদিও স্টক কম থাকায় কয়েক ঘণ্টার মধ্যে ফুরিয়ে যাচ্ছে সেই সবজি। ফলে অনেকেই সুফল বাংলার গাড়ি থেকে সবজি কিনতে পারছেন না। বাধ্য হয়ে বাজার থেকে বেশি দামে সবজি কিনতে হচ্ছে তাঁদের। সহকারী কৃষি বিপণন অধিকর্তা দেবাঞ্জন পালিত বলেছেন, আমরা সুফল বাংলার গাড়িতে সবজির পরিমাণ বাড়ানোর চেষ্টা করছি। গাড়ির সংখ্যাও বাড়ানোর চেষ্টা চলছে।
0
comment0
Report
MMManoranjan Mishra
Nov 04, 2025 05:36:07
Purulia, West Bengal:পুরুলিয়া : বেসরকারি আবাসিক বিদ্যালয়ে ছাত্রের ঝুলন্ত অবস্থায় রহস্য মৃত্যুর ঘটনায় গ্রেফতার বিদ্যালয়ের সম্পাদক জগন্নাথ মাহাতো । গতকাল রাতে আটক করার পর তাকে গ্রেফতার করে পুলিশ । আজ অভিযুক্তকে পুলিশহেফাজতের দাবি জানিয়ে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে । গতকাল পুরুলিয়ার কেন্দায় অবস্থিত রামকৃষ্ণ সারদা মিশন আবাসিক বিদ্যামন্দিরে নবম শ্রেণীতে পাঠরত শম্ভু কুম্ভকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার পর পরিবারের লোকজন ও এলাকাবাসীরা অবরোধ বিক্ষোভ দেখান। এরপরই রাতে বিদ্যালয়ের সম্পাদককে গ্রেফতার করে পুলিশ । কিভাবে ওই ছাত্রের মৃত্যু ঘটলো তার তদন্ত শুরু করেছে পুলিশ ।
0
comment0
Report
Advertisement
Back to top