Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

जलपाईगुड़ी में सब्ज़ियाँ सस्ती: सरकार के चल रहे बाजार में 45 रुपये किलो

PDPradyut Das
Nov 04, 2025 06:43:08
Jalpaiguri, West Bengal
খুচরো বাজারে বেগুন ৮০ টাকা কেজি। কিন্তু কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ বাজারে মিলছে ৪৫ টাকার। পেঁয়াজ বাজারে ৩০ টাকা কেজি হলেও সরকারি বিপণন কেন্দ্রের বাজারে মিলছে ২২ টাকায়। বাজারে ৫০ টাকার নীচে বাঁধাকপি পাওয়া না গেলেও সুফল বাংলার গাড়িতে মিলছে ৩৫ টাকা কেজিতে। আর এরই জেরে জলপাইগুড়িতে উপচে পড়ছে ক্রেতাদের ভিড়। দুর্যোগের জেরে জলপাইগুড়িতে নষ্ট হয়েছে প্রচুর সবজি। ফলে বাজারে জোগানে টান পড়েছে। এরই জেরে সবজির দাম আগুন। এই পরিস্থিতিতে ক্রেতাদের স্বস্তি দিতে ন্যায্য মূল্যের দোকান চালু করেছে কৃষি বিপণন দপ্তর। জলপাইগুড়ি শহরের ইন্দিরা কলোনি বাজারে সরকারি দোকানে কম দামে সবজি মেলায় সকাল থেকে ক্রেতাদের লম্বা লাইন পড়ছে। যদিও স্টক কম থাকায় কয়েক ঘণ্টার মধ্যে ফুরিয়ে যাচ্ছে সেই সবজি। ফলে অনেকেই সুফল বাংলার গাড়ি থেকে সবজি কিনতে পারছেন না। বাধ্য হয়ে বাজার থেকে বেশি দামে সবজি কিনতে হচ্ছে তাঁদের। সহকারী কৃষি বিপণন অধিকর্তা দেবাঞ্জন পালিত বলেছেন, আমরা সুফল বাংলার গাড়িতে সবজির পরিমাণ বাড়ানোর চেষ্টা করছি। গাড়ির সংখ্যাও বাড়ানোর চেষ্টা চলছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ANArnabangshu Neogi
Nov 04, 2025 11:28:58
Kolkata, West Bengal:SIR ভয়ে রাজ্যে আত্নহত্যার কথা হাইকোর্টে তুলে ধরল রাজ্য। স্যার ভয়ে অনেকে আত্নহত্যা করেছেন। কয়েকটি ঘটনা আমাদের সামনে এসেছে। এটা একটা সিরিয়াস ইস্যু - রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় SiR সমর্থনে বিজেপির মিছিলের বিরোধিতায় রাজ্যের যুক্তি ভয়ে আত্মহত্যার প্রসঙ্গ- কল্যাণ আজ শাসক দল রেড রোড থেকে মিছিল করে জোড়াসাঁকো যাবে। আর বিরোধীরা মিছিল করলে সমস্যায় ! - বিজেপি আইনজীবী এই মিছিলের জন্যে উত্তর কলকাতা একটা অংশ, এবং সেন্ট্রাল কলকাতা অবরুদ্ধ হয়ে যাবে। শাসক দল মিছিল করবে বলে বাংলার কোথাও কেউ মিছিল করতে পারবে না - বিজেপি আইনজীবী সোদপুর পানিহাটি মিছিলের মামলার শুনানি শেষ। রায় একটু পরেই।
0
comment0
Report
STSrikanta Thakur
Nov 04, 2025 11:28:37
Dinajpur, Rangpur Division:মিঠুন চক্রবর্তী আর উপস্থিত ছিলেন বালুরঘাট রবীন্দ্র ভবনে সেখানে কর্মী সমর্থকদের সাথে মিটিং করেন মিটিং এ অবস্থিত ছিলেন শীর্ষ নেতৃত্ব মূলত বিধানসভা ভোটের আগে সংগঠনকে শক্তিশালী করতেই বুথ স্তরের কার্যকর্তাদের নিয়ে এই মিটিং। মিঠুন চক্রবর্তী আজ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মিছিল কেউ কটাক্ষ করেছেন তিনি বলেছেন এই প্রতিবাদ কিসের জন্য কাদের জন্য এই প্রতিবাদ মিছিল এসআই আর এর প্রতিবাদ নাকি অন্য কিছুর জন্য প্রতিবাদ সেটাই পরিষ্কার নয়। এছাড়াও বিধানসভা নির্বাচনের আগে মিঠুন যোদ্ধা অ্যাপ কে আরো জোরদার করা এবং এই গ্রুপের মাধ্যমে আগামী দিনে কার্যকর্তারা যাতে খুব দ্রুত আন্দোলনে নামতে পারেন এবং খুব দ্রুত তাদের মধ্যে তথ্য আদান-প্রদান হতে পারে সেই কারণেই মিঠুন যোদ্ধা গ্রুপ দক্ষিণ দিনাজপুরে খোলা হচ্ছে বিভিন্ন বিষয়ে রাজনৈতিক বক্তব্য রেখেছেন মিঠুন চক্রবর্তী।
0
comment0
Report
ALArup Laha
Nov 04, 2025 11:28:22
Belna, West Bengal:ব্যাঙ্কে জালিয়াতির কাণ্ডে এবার পৌরসভার চেয়ারম্যানকে তলব করলো মহারাষ্ট্র পুলিশ। বর্ধমান পুরসভার চেক ব্যবহার করে প্রায় ১ কোটি ৪৬ লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে তুলে নেওয়ার ঘটনায় তদন্তের প্রয়োজনে মহারাষ্ট্র পুলিশ চেয়ারম্যানকে ডেকে পাঠাল। বুধবার চেয়ারম্যানকে মহারাষ্ট্রের আর্থিক অপরাধ দমন শাখার সামনে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। এর আগে পুরসভার চিফ এগজিকিউটিভ অফিসারকে ডেকে পাঠানো হয়। তিনি ইতিমধ্যেই তদন্তকারী সংস্থার অফিসে হাজির হয়েছেন। তাঁর সইয়ের নমুনাও সংগ্রহ করা হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। চেকে সই আছে এমন আরও এক পুরসভার আধিকারিককে তদন্তের প্রয়োজনে ডেকে পাঠানো হয়েছে। ঘটনায় পুরসভার অন্দরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শোরগোল পড়ে গিয়েছে কাউন্সিলর ও কর্মীদের মধ্যে। চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, চেকে সই থাকার জন্য তা মিলিয়ে দেখতে তদন্তকারী সংস্থা ডেকে পাঠিয়েছে। তদন্তে সব ধরণের সহযোগিতা করা হবে। তবে তিনি তার আইনজীবীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। পুরসভার দু’টি চেক ব্যবহার করে মহারাষ্ট্রের নাগপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের হিঙ্গনঘাট শাখা থেকে ১ কোটি ৪৫ লক্ষ ৭৩ হাজার টাকা তোলা হয়। চেক দু’টি একটি স্বর্ণবিপণির নামে কাটা। চেকের একটিতে ৯৭ লক্ষ ৫২ হাজার টাকা স্বর্ণবিপণিটিকে পেমেন্ট করা হয়। সেই চেকে চেয়ারম্যান ও পুরসভার এগজিকিউটিভ অফিসারের সইয়ের মতো রয়েছে। অপর একটি চেকে একই স্বর্ণবিপণিকে ৪৮ লক্ষ ২১ হাজার টাকা পেমেন্ট করা হয়। সেই চেকেও ফিনান্স অফিসার ও এগজিকিউটিভ অফিসারের মতো সই রয়েছে। দু’টি চেক ব্যবহার করে কিভাবে স্বর্ণবিপণিকে পেমেন্ট করা হল তা নিয়ে নানা মহলে চর্চা চলছে। এর আগে ঘটনায় জড়িত থাকার অভিযোগে আর্থিক অপরাধ দমন শাখা পুরসভার এক অস্থায়ী কর্মীকে গ্রেপ্তার করে। তদন্তের প্রয়োজনে তাকে মহারাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে। ব্যাঙ্ক থেকে পুরসভার কাছে চেক ব্যবহার করে টাকা তোলার বিষয়ে জানতে চাওয়া হয়। দু’টি চেকই তাদের হেফাজতে রয়েছে বলে ব্যাঙ্কে জানায় পুরসভা। পুর কর্তৃপক্ষ ব্যাঙ্কের কাছে টাকা ফেরত চেয়ে চিঠি দেয়। ব্যাঙ্ক তা ফিরিয়েও দেয়। পরে ব্যাঙ্কের তরফে দু’টি অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ মহারাষ্ট্র থেকে চারজনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের জন্য পুরসভার ওই অস্থায়ী কর্মীকে ডেকে পাঠায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। টাকা তোলার বিষয়ে তার মোবাইলে মেসেজ আসে বলে দাবি করে তদন্তকারী সংস্থা। যদিও মোবাইলটি হ্যাক করা হয়েছে বলে ধৃতের আইনজীবীদের দাবি। গ্রেপ্তার এড়াতে আগাম জামিনের আবেদন করে অভিযুক্ত। কিন্তু, সেই আবেদন খারিজ করে দেয় মহারাষ্ট্রের আদালত। এই বিষয়ে সরব হয়েছে বিজেপি। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র কটাক্ষ করে বলেন, তৃণমূল মানেই দুর্নীতি। তৃণমূল নেতাদের বাড়িতে ইডির রেড হচ্ছে প্রায় দিনই। আবার হয়তো কবে দেখা যাবে কোন কাউন্সিলের বাড়ি থেকে সোনা উদ্ধার হবে। সত্যি ঘটনা সামনে আসুক বলে তিনি মন্তব্য করেন।
0
comment0
Report
MMManoj Mondal
Nov 04, 2025 11:28:06
Kolkata, West Bengal:জুয়েলারি ব্যবসায়ী শ্যামল রায়ের গ্রেফতারের দাবিতে মছলন্দপুরে পথ অবরোধ করে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখান মসলন্দপুরের ব্যবসায়ী সমিতির সদস্যরা। ঘটনাস্থলে উপস্থিত হয় তৃণমূল নেতা অজিত সাহা। দুদিন আগে একটি অডিও ভাইরাল হয় আর সেই অডিওতে তৃণমূল নেতা অজিত সাহা এবং মসলন্দপুরের জুয়েলারি ব্যবসায়ী শ্যামল রায়কে হুমকি দিতে শোনা যায়। প্রায় ৬০ লক্ষ টাকা দাবি করা হয় এই ব্যবসায়ীর কাছে।ভয়ে আতঙ্কে ২০ লক্ষ টাকা ব্যবসায়ি শ্যামল রায় এই নেতার বাড়িতে দিয়ে আসে।আর বাকি ৪০ লক্ষ টাকার জন্য এই হুমকি ফোন আসে। তবে অজিত সাহার দাবী এই ব্যবসায়ীর বাড়িতে ভাড়া ছিলেন এক বি এল আর ও তাঁর আলমারির তালা ভেঙ্গে ৭২ লক্ষ টাকা হাতিয়ে নেয় এই ব্যবসায়ী।সেই টাকা দিচ্ছিল না বলেই ফোন করে টাকা চাওয়া হয়। বি এল আর ও অমল কৃষ্ণ রায় জুয়েলারি ব্যবসায়ী শ্যামল রায়ের বিরুদ্ধে গোবরডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।আর এই অভিযোগের পরে কয়েক ঘন্টা কেটে গেলও পুলিশ এই ব্যবসায়ীকে গ্রেপ্তার না করায় আজ মসলন্দপুরের ব্যস্ততম রাস্তা অবরোধ করেন মসলন্দপুরের ব্যবসায়ী সমিতির সদস্যরা। পরবর্তীতে পুলিশের আশ্বাসে এই অবরোধ উঠে যায়।
0
comment0
Report
PDPradyut Das
Nov 04, 2025 11:27:54
Jalpaiguri, West Bengal:जलपाइगुड़ी BDO कार्यालय से मंगलवार सुबह से SIR फॉर्म भरने की होड़ बढ़ी है। जलपाईगुड़ी sadar ब्लॉक में SIR के फॉर्म लेने के लिए BLO कर्मियों के बीच लंबी कतारें दिखीं। लगभग दोपहर बारह बजे तक भी कई शिक्षक फॉर्म लेने के इंतजार में खड़े थे। BLO की जिम्मेदारी निभाने के कारण शिक्षकों को स्कूल छोड़कर काफी देर बाहर रहना पड़ रहा है जिससे छात्रों की पढ़ाई में बाधा पड़ने की आशंका व्यक्त की गई। कई लोगों ने कहा कि अगर फॉर्म वितरण प्रक्रिया स्कूल समय के भीतर या ऑनलाइन किया जाता, तो उन्हें इस समस्या का सामना नहीं करना पड़ता। परिणामस्वरूप विद्यालय की दैनिक पठन-पाठन और अन्य शिक्षा-संबंधी गतिविधियां बाधित हो रही हैं। हालांकि प्रशासन की ओर से अभी तक कोई आधिकारिक प्रतिक्रिया नहीं मिली।
0
comment0
Report
PDPradyut Das
Nov 04, 2025 11:27:40
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ি বিডিও অফিস থেকে মঙ্গলবার সকাল থেকেই এস আই আর ফর্ম তোলার হিরিক বিএলও দের। জলপাইগুড়ি সদর ব্লকে SIR এর ফরম নিতে আজ মঙ্গলবার সকাল থেকে BLO দের দীর্ঘ লাইন দেখা যায়। প্রায় দুপুর বারোটার সময়ও বহু শিক্ষক লাইনে দাঁড়িয়ে ফরম সংগ্রহের অপেক্ষায় ছিলেন। শিক্ষকদের BLO-র দায়িত্ব পালনে স্কুল ছেড়ে দীর্ঘক্ষণ বাইরে থাকতে হওয়ায় পড়ুয়াদোর পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা। অনেকেই জানান, ফরম বিতরণের প্রক্রিয়া যদি স্কুল সময়ের বাইরে বা অনলাইনের মাধ্যমে করা হত, তবে এই সমস্যার মুখে পড়তে হতো না। ফলে বিদ্যালয়ের দৈনন্দিন পাঠদান ও অন্যান্য শিক্ষা-সংক্রান্ত কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে প্রশাসনের তরফে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। বাইট:- BLO বাইট:- সদর মহকুমা শাসক তমজিত চক্রবর্তী। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
BSBhabananda Singha
Nov 04, 2025 11:27:11
Dinajpur, Rangpur Division:ফর্ম না আসায় উত্তর দিনাজপুরের বেশিরভাগ জায়গায় থমকে SIR কার্যক্রম উত্তর দিনাজপুর জেলার বেশিরভাগ জায়গায় এখনও শুরু হয়নি SIR (Summary Revision of Electoral Roll) বা ভোটার তালিকা সংশোধনের কাজ। নির্দিষ্ট সময় অনুযায়ী কাজ শুরু হওয়ার কথা থাকলেও, ফর্ম না পৌঁছনোয় মঙ্গলবার সকাল পর্যন্ত কার্যক্রম স্থগিত ছিল। এর ফলে প্রশাসনিক স্তরে যেমন কিছুটা বিভ্রান্তি দেখা দিয়েছে, তেমনি উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষ ও দায়িত্বপ্রাপ্ত BLO-দের মধ্যে। রায়গঞ্জ ব্লকের কেস স্টাডি: রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণ গোয়ালপাড়ায় মঙ্গলবার সকাল পর্যন্ত SIR-এর কাজ শুরুই হয়নি। স্থানীয় BLO গৌরব দাস জানান, “ফর্ম আজ পঞ্চায়েত থেকে দেওয়ার কথা রয়েছে। ফর্ম পেলেই আমরা কাজ শুরু করব।” তিনি আরও বলেন, “প্রশাসনের তরফে নির্দেশ অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া আছে, শুধু ফর্ম এলেই মাঠে নামব।” স্থানীয় বাসিন্দা সাধু বর্মন বলেন, “আমরা চাইছি তাড়াতাড়ি SIR এর কাজ শুরু হোক। এই বিলম্বে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই ভোটার তালিকায় নাম সংযোজন ও সংশোধনের অপেক্ষায় রয়েছেন。” অন্যদিকে, রায়গঞ্জ বিধানসভার এক বুথের BLO জানিয়েছেন, ফর্ম না পাওয়ায় এদিন সকালে তিনি বাড়ি বাড়ি যেতে পারেননি। দুপুরে তাঁকে মাত্র ১০টি ফর্ম দেওয়া হয়েছে। তাঁর কথায়, “এত কম ফর্ম নিয়ে আমি কীভাবে পুরো এলাকায় কাজ করব? এতে বরং আরও বিভ্রান্তি ও উত্তেজনা বাড়বে।” রায়গঞ্জ ব্লকের বিডিও কামাল উদ্দিন আহমেদ বলেন, “ফর্ম ছাপিয়ে সর্ট আউট করা সম্ভব না হওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে। তবে বুধবারের মধ্যেই ফর্মের সমস্যা মিটে যাবে বলে আশা করছি。” প্রসঙ্গত, জেলা নির্বাচন দফতরের নির্দেশ অনুযায়ী এই সময়ের মধ্যে SIR কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ফর্ম না পৌঁছনোয় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ, চোপড়া ও ইটাহার ব্লকের অনেক জায়গাতেই কাজ শুরু হয়নি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ফর্ম পৌঁছলেই সমস্ত ব্লকে একযোগে SIR প্রক্রিয়া শুরু করা হবে।
0
comment0
Report
ABArup Basak
Nov 04, 2025 11:26:57
Mal Bazar, West Bengal:অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে সিডিপিওর কাছে স্মারকলিপি প্রদান করা হলো। মালবাজার ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মী মোবাইল ফোন কেনা নিয়ে প্রশাসনিক জটিলতার অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, রাজ্য সরকার সম্প্রতি প্রতিটি অঙ্গনওয়াড়ি কর্মীর একাউন্টে মোবাইল ফোন কেনার উদ্দেশ্যে ১০,০০০ টাকা প্রদান করেছে। তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী ১৪টি শর্ত মেনে ফোন কিনতে বলা হয়েছে, যার মধ্যে ১৪ নম্বর শর্তটি বাস্তবে মানা একেবারে অসম্ভব — এমনটাই অভিযোগ কর্মীদের। তাঁদের বক্তব্য, নির্দিষ্ট দামের মধ্যে ও সেই শর্ত অনুযায়ী বাজারে উপযুক্ত ফোন পাওয়া যাচ্ছে না। ফলে সরকারি নিয়ম মেনে ফোন কেনা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কর্মীরা জানান, “যে দামে এবং শর্তে ফোন কেনার কথা বলা হয়েছে, তেমন ফোন বাজারে নেই। আমরা কার্যত বাধ্য হয়ে নিজেদের ব্যক্তিগত ফোনেই অফিসের কাজ চালিয়ে যেতে হচ্ছে।” গত চার বছর ধরে অঙ্গনওয়াড়ি কর্মীরা নিজেদের ব্যক্তিগত ফোনে “পোষণ অ্যাপস” ব্যবহার করে সরকারি কাজ করে যাচ্ছেন। তাঁদের অভিযোগ, প্রায় জোর করেই মানসিক চাপ সৃষ্টি করে কাজ করানো হয়েছে। অনেকেই ধার করে নতুন ফোন কিনেছেন শুধুমাত্র অফিসের কাজের জন্য। এখন সরকারি অর্থে নতুন ফোন কেনার নির্দেশ এলেও, কর্মীদের জানানো হয়েছে এই ফোন শুধুমাত্র অফিসের কাজেই ব্যবহার করতে হবে। তাই তাঁদের দাবি, অফিসের পক্ষ থেকে প্রত্যেককে একটি অফিসিয়াল সিমকার্ড ও এক বছরের রিচার্জ সুবিধা প্রদান করতে হবে। তাঁদের প্রশ্ন — “যেহেতু ফোনটি শুধুমাত্র অফিসের কাজের জন্য কেনা হচ্ছে, তবে কেন ব্যক্তিগত নম্বর দিয়ে সরকারি কাজ করবেন কর্মীরা?” কর্মীদের আরও দাবী একজন কর্মী যদি দুই বা তিনটি কেন্দ্রের দায়িত্বে থাকেন, তাহলে একটি ফোন দিয়েই কি সমস্ত কেন্দ্রের “পোষণ অ্যাপস” চালানো সম্ভব? তাঁদের অভিযোগ, কেন্দ্র সরকার যেখানে সেন্টার-প্রতি ফোন বরাদ্দের কথা বলেছে, সেখানে কেন কর্মী-প্রতি ফোনের টাকা দেওয়া হয়েছে, তা নিয়েও স্পষ্ট ব্যাখ্যা নেই। এদিন বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়ার কথা তুলে ধরে ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে মালবাজার সিডিপিও অফিসে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে — “আমরা government's নির্দেশ মানতে প্রস্তুত, তবে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে নির্দেশিকাগুলি সংশোধন করা জরুরি। নইলে কর্মীরা চরম সমস্যার মুখে পড়বেন এবং সরকারি প্রকল্পের কাজও ব্যাহত হতে পারে। বাইট ১) অঙ্গনওয়াড়ী কর্মি। 0411ZG_MAL_ICDS_PROBLEM_R
0
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 04, 2025 11:26:44
Howrah, West Bengal:এসআইআর কাজ শুরু হতেই বাধা পেলেন এক বিএলও। আজ সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রে হাওড়া পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডের ২৪ নম্বর বুথে। বাগনান খালোড় কবিগুরু শিক্ষায়তনের শিক্ষিকা অনুপমা দাস উনসানি গড়পায় বিএলও হিসেবে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেন। কয়েকটি বাড়িতে ফর্ম দেওয়ার পর বেশ কিছু বাড়ির লোক তার কাছে নির্বাচন কমিশনের পরিচয় পত্র দেখতে চান। অনুপমা দাস জানিয়েছেন যেহেতু গতকাল পর্যন্ত ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিস থেকে তাদের কোন পরিচয়পত্র দেওয়া হয়নি সেই কারণে তার পক্ষে তা দেখানো সম্ভব হয়নি। আর এতেই স্থানীয় বাসিন্দাদের সন্দেহ জাগে। তাকে ঘিরে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। ওই শিক্ষিকা মোবাইলের হোয়াটসঅ্যাপে কমিশনের দেওয়া চিঠি এবং অন্যান্য কাগজপত্র তাদের দেখালেও অনেকেই তা বিশ্বাস করেনি বলে অভিযোগ। এই নিয়ে বচসা শুরু হতেই উত্তেজনা বাড়তে থাকে। ঘটনাস্থলে ছুটে আসে জগাছা থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই শিক্ষিকা ঝামেলার পর এদিন অবশ্য তিনি এলাকা ছেড়ে চলে যান।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 04, 2025 11:26:28
Howrah, West Bengal:বালিতে SIR শুরু, শুরু তৃণমূল সিপিএমের বিবাদ ;- আজ থেকে শুরু SIR ফরম বিলি। বালি চৈতল পাড়ায় BLO বন্দনা চৌধুরী বাড়ি বাড়ি ফ্রম বিলির সময় সিপিআইএমের BLA কে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও মারধরের ঘটনা অস্বীকার করেছে তৃণমূল। আজ সকালে বালি চৈতল পাড়ায় বাড়ি বাড়ি ফরম বিলির সময় বি এল ওর সাথে হাজির ছিল সিপিএমের বিএল এলে তোতন ঘোষ। অভিযোগ কিছুক্ষণের মধ্যেই সেখানে তৃণমূলের লোকজন চলে আসে এবং মারধর করে কাজ করতে বাধা দেয়। খবর পেয়ে সিপিএমের খবর পেয়ে সিপিআইএমের জেলা নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছায়। তাদের দাবি এই এলাকায় প্রচুর ভুয়ো ভোটার আছে, এগুলো তারা ইতিমধ্যে আইডেন্টিফাই করে নির্বাচন কমিশনার কে জানিয়েছিল। কিন্তু সেগুলোর কোন সূরাহা হয় নি। বিএল এ এই বিষয়গুলি দৃষ্টি আকর্ষণ করার সময়েই তাকে মারধর করে সরিয়ে দেওয়ার চক্রান্ত করে তৃণমূল। ব্যাপারে তারা থানায় লিখিত অভিযোগ জানাতে চলেছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, এই এলাকায় হিন্দু মুসলমান দুই সম্প্রদায় বসবাস করে বহুদিন। সেখানে তোতন ঘোষ ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক কথা বলে পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টি করতে চাইছে। কারণ সেটারই প্রতিবাদ করেছে মারধরের ঘটনা ঘটেন। এস আই আর নিয়ে বালিতে রাজনৈতিক চাপান-উতোর শুরু হলো বলা যেতে পারে। এ ব্যাপারে বিএলওর বন্দনা ঘোষ বলেন কাজ করার সময় দুপক্ষের মধ্যে ঝামেরা হয়।আমি ঝামেলা থামাতে বলি।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Nov 04, 2025 11:26:10
Howrah, West Bengal:বালি চৈতল পাড়ায় আজ থেকে SIR ফরম বিলি শুরু। বালি চৈতল পাড়ায় BLO বেডা দ্য বারের সময় সিপিআইএমের BLA কে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও মারধরের ঘটনা অস্বীকার করেছে তৃণমূল। আজ সকালে বালি চৈতল পাড়ায় বাড়ি বাড়ি ফরম বিলির সময় বি এল ওর সাথে হাজির ছিল সিপিআমের বিএল এলে তোতন ঘোষ। অভিযোগ কিছুক্ষণের মধ্যেই সেখানে তৃণমূলের লোকজন চলে আসে এবং মারধর করে কাজ করতে বাধা দেয়। খবর পেয়ে সিপিআমের জেলা নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছায়; তাদের দাবি এলাকায় প্রচুর ভুয়ো ভোটার আছে, এগুলো তারা ইতিমধ্যেই আইডেন্টিফাই করে নির্বাচন কমিশনারকে জানিয়েছে, কিন্তু সেগুলো কোন সূরাহা হয়নি। বিএলও এই বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করার সময়ে তাকে মারধর করে সরিয়ে দেওয়ার চক্রান্ত করে তৃণমূল। ব্যাপারে তারা থানায় লিখিত অভিযোগ জানাতে চলেছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, এই এলাকায় হিন্দু-মুসলমান দু’টি সম্প্রদায় বহুদিন বসবাস করে; সেখানে তোতন ঘোষ ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক কথা বলে অশান্তি সৃষ্টি করতে চাইছে, এ কারণেই মারধরের ঘটনা ঘটেছে। এসআইআর নিয়ে বালিতে রাজনৈতিক চাপান-উতোর শুরু বলা যেতে পারে। এ ব্যাপারে বিএলওর বন্দনা ঘোষ বলেছেন কাজ করার সময় দুপক্ষের মধ্যে ঝামলা হয়; আমি ঝামেলা থামাতে বলি।
0
comment0
Report
CDChittaranjan Das
Nov 04, 2025 09:20:57
Durgapur, West Bengal:অযোগ্যদের তালিকায় ফের এলো দুর্গাপুরে তৃণমূল শ্রমিক নেতা সমীর মুখোপাধ্যায় এর ছেলের নাম। দুর্গাপুরের একটি স্কুলে গ্রুপ সি পদে কর্মরত ছিলেন অর্ণব মুখোপাধ্যায়। ২০১৮ তে দুর্গাপুর প্রজেক্ট টাউন বয়েজ হাইস্কুলে গ্রুপ সি পদে যোগ দিয়েছিলেন অর্ণব মুখোপাধ্যায়। অযোগ্যদের তালিকায় নাম থাকায় স্কুলে আসা বন্ধ করে দেন অর্ণব মুখোপাধ্যায়। গত এপ্রিল মাস থেকেই স্কুলে আসা বন্ধ করে দিয়েছিলেন অর্ণব মুখোপাধ্যায়। একসময়কার তৃণমূল শ্রমিক নেতা সমীর মুখোপাধ্যায়ের ছেলে অর্ণব মুখোপাধ্যায়। নতুন করে অযোগ্যদের তালিকায় অর্ণব মুখোপাধ্যায়য়ের নাম এলো। এখন বিপাকে পড়েছে দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ বয়েজ হাইস্কুল, জানালেন স্কুলের প্রধান শিক্ষিকা জ্যোতি মিশ্র আচার্য।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 04, 2025 09:20:28
Baruipur, West Bengal:आज से शुरू हो गया क্যানिंग पश्चिम विधानसभा में बीएलओ द्वारा घर-घर सर्वे करने का काम। वहाँ जाकर वे पहले फॉर्म भरने के काम शुरू करते हैं। परिवार की जानकारी along साथ ही मौत के बारे में भी जानकारी जुटाने की कोशिश होती है। साथ में तृणमूल कांग्रेस के उस क्षेत्र के नेता भी मौजूद रहते हैं। क্যানिंग पश्चिम विधानसभा के 153 पाठे-घर-घर जाकर SIR का काम शुरू हो गया है। इसके साथ ही क্যানिंग पश्चिम के कई जगहों पर वहां कई परिवार के सदस्य पहले से ही ऑनलाइन से पहले के वोटर लिस्ट के फॉर्म उठा रहे हैं। आधार कार्ड, वोटर कार्ड आदि वैसे ही जेरॉक्स करके रखे जा रहे हैं ताकि फॉर्म भरने में उन्हें किसी प्रकार की दिक्कत न हो। साथ ही इन तमाम इलाके के जेरॉक्स के दुकानें भीड़ जमाए हुए हैं।
0
comment0
Report
Advertisement
Back to top