Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Darjeeling734101

दार्जीलिंग में 15 दिनों बाद धूप खिली, कंचनजंघा नज़ारा साफ, पर्यटन स्थल खुले

KAKAYESH ANSARI
Nov 04, 2025 05:48:31
Darjeeling, West Bengal
Darjeeling Seen Good Weather Sunny Days After 15 Days View Of Kanchanjanga Is Also Clear Today after 15 days the full view of Kanchanjanga was is clear. And it is sunny day in Darjeeling Hills, Even the Student are going to their school freely. And the Dog are warming themselves is the toad after long days. With weather conditions improving considerably in the Darjeeling Hills, and All Tourist Spot had reopened to tourists and the adventure activities are being resumed. This comes after the Indian Meteorological Department (IMD) issued a forecast for “dry weather” from November 3. Incidentally, the IMD had issued a “Yellow” rainfall warning for Kalimpong and Darjeeling districts for Thursday, followed by a “Red” warning for Friday. Fearing a rerun of the recent deluge of October 4 that had left 21 dead in the Hills On 30th Oct GTA had issues the Notification that all the Tourist Spot of Hills will be closer for further notice and in 2nd Nov again the Nitin was issue by GTA that all the tourist spot is reopen. This was done due to the Orange And Red Alert to Darjeeling and Kalimpong District.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChittaranjan Das
Nov 04, 2025 09:20:57
Durgapur, West Bengal:অযোগ্যদের তালিকায় ফের এলো দুর্গাপুরে তৃণমূল শ্রমিক নেতা সমীর মুখোপাধ্যায় এর ছেলের নাম। দুর্গাপুরের একটি স্কুলে গ্রুপ সি পদে কর্মরত ছিলেন অর্ণব মুখোপাধ্যায়। ২০১৮ তে দুর্গাপুর প্রজেক্ট টাউন বয়েজ হাইস্কুলে গ্রুপ সি পদে যোগ দিয়েছিলেন অর্ণব মুখোপাধ্যায়। অযোগ্যদের তালিকায় নাম থাকায় স্কুলে আসা বন্ধ করে দেন অর্ণব মুখোপাধ্যায়। গত এপ্রিল মাস থেকেই স্কুলে আসা বন্ধ করে দিয়েছিলেন অর্ণব মুখোপাধ্যায়। একসময়কার তৃণমূল শ্রমিক নেতা সমীর মুখোপাধ্যায়ের ছেলে অর্ণব মুখোপাধ্যায়। নতুন করে অযোগ্যদের তালিকায় অর্ণব মুখোপাধ্যায়য়ের নাম এলো। এখন বিপাকে পড়েছে দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ বয়েজ হাইস্কুল, জানালেন স্কুলের প্রধান শিক্ষিকা জ্যোতি মিশ্র আচার্য।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 04, 2025 09:20:28
Baruipur, West Bengal:आज से शुरू हो गया क্যানिंग पश्चिम विधानसभा में बीएलओ द्वारा घर-घर सर्वे करने का काम। वहाँ जाकर वे पहले फॉर्म भरने के काम शुरू करते हैं। परिवार की जानकारी along साथ ही मौत के बारे में भी जानकारी जुटाने की कोशिश होती है। साथ में तृणमूल कांग्रेस के उस क्षेत्र के नेता भी मौजूद रहते हैं। क্যানिंग पश्चिम विधानसभा के 153 पाठे-घर-घर जाकर SIR का काम शुरू हो गया है। इसके साथ ही क্যানिंग पश्चिम के कई जगहों पर वहां कई परिवार के सदस्य पहले से ही ऑनलाइन से पहले के वोटर लिस्ट के फॉर्म उठा रहे हैं। आधार कार्ड, वोटर कार्ड आदि वैसे ही जेरॉक्स करके रखे जा रहे हैं ताकि फॉर्म भरने में उन्हें किसी प्रकार की दिक्कत न हो। साथ ही इन तमाम इलाके के जेरॉक्स के दुकानें भीड़ जमाए हुए हैं।
0
comment0
Report
MDMritunjay Das
Nov 04, 2025 09:18:18
Bankura, West Bengal:খেটে খাও, আগে খাটো তারপরে খাবে" - ভোটের কাজ নিয়ে কাউন্সিলারকে কড়া ধমক সাংসদের। এস আই আর নিয়ে দলের কর্মীদেরও সতর্ক করলেন সাংসদ, বিজেপির কটাক্ষ খেটে খাও। আগে খাটো তারপর খাবে। তৃনমূলের খাবে, তৃনমূলের পরবে, পেট মোটা করবে আর ভোটের দলীয় মিটিংয়ে আসবে না। এটা চলতে পারে না। দলের সভা থেকে প্রকাশ্যেই দলের এক কাউন্সিলারকে এই ভাষাতেই ধমক দিলেন বাঁকুড়ার তৃনমূল সাংসদ অরুপ চক্রবর্তী। বিজেপির কটাক্ষ নিজের দলের কর্মীদের প্রতি আস্থা হারিয়েই সাংসদ এমন মন্তব্য করেছেন। গতকাল বাঁকুড়ার জেলা পরিষদ অডিটোরিয়ামে বাঁকুড়া এক নম্বর ব্লকের তৃনমূলের বিএলএ দের দলীয় ভাবে প্রশিক্ষণ সভার আয়োজন করেছিল তৃনমূল নেতৃত্ব। সেই সভায় প্রশিক্ষণ শুরুর পর বেশ কিছুটা দেরিতে সভায় ঢুকেন বাঁকুড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলার রাজু লোহার। আর তাতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন মঞ্চে থাকা বাঁকুড়ার তৃনমূল সাংসদ অরুপ চক্রবর্তী। তাঁকে উদ্যেশ্য করে দলের প্রতিটি জনপ্রতিনিধিকে সতর্ক করেন সাংসদ। সাংসদ বলেন, তৃনমূলের খাবে, তৃনমূলের পরবে, পেট মোটা করবে আর ভোটের মিটিংয়ে আসবে না। ইয়ার্কি পেয়েছো? যদি না পারো বলে দেবে। অনেক সাধারণ মধ্যবিত্ত গরীব বাড়ির ছেলেরা তৃনমূল করতে চায়। কারন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে। আমি তৃনমূলের টিকিটে দাঁড়াবো, তৃনমূলের ভোটে জিতে কাউন্সিলার বা অন্য জনপ্রতিনিধি হব আর ভোটের সময় কাজ করবো না এ জিনিস চলবে না। খেটে খাও। আগে খাটো তারপর খাবে"। কাউন্সিলার সহ জনপ্রতিনিধিদের প্রতি সাংসদের এই বার্তা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। পরে সাংসদ বলেন, দলে যারা দায়িত্ব নিয়েছে তাদের কাজ করতে হবে। কাজ না করতে পারলে ছেড়ে দিক। কোনো কাজ আটকে থাকবে না। সেকথাই তিনি ওই সভায় বলেছেন। বিজেপির কটাক্ষ দলের কর্মী ও জনপ্রতিনিধিদের প্রতি সাংসদের আস্থা নেই। তাই এই ধরনের কথা তিনি বলছেন। স্টেজ স্পিচ - অরুপ চক্রবর্তী ( সাংসদ, বাঁকুড়া) বাইট :- অরুপ চক্রবর্তী ( সাংসদ, বাঁকুড়া) বাইট :- দেবাশিস দত্ত ( বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সহ সভাপতি)
0
comment0
Report
MDMritunjay Das
Nov 04, 2025 09:18:00
Bankura, West Bengal:এস আই আর এর কাজ শুরু হতেই বাঁকুড়া জেলা তৃনমূলের দলীয় কার্যালয়ে রীতিমত ওয়ার রুম তৈরী করে শুরু হল এস আই আর এর কাজের তদারকি। আজ সকাল থেকে রীতিমত দলীয় কর্মীরা দলের জেলা কার্যালয়ে বসে গোটা জেলায় এস আই আর এর কাজের উপর নজরদারি চালাচ্ছেন। তৃনমূল নেতৃত্বের দাবি জেলার প্রতিটি অঞ্চলে দলের তরফে এস আই আর এর কাজে নজরদারি চলছে। সেই কাজে নজরদারির পাশাপাশি কোথাও কোনো সমস্যা হলে তা জেলা কার্যালয়ের ওয়ার রুম থেকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। সকাল থেকেই রীতিমত একাধিক ল্যাপটপ ও ট্যাব খুলে ওয়ার রুমে দলীয় কর্মীরা নজরিদারি চালাচ্ছেন। টেলিফোনে প্রতি মূহুর্তে যোগাযোগ রাখা হচ্ছে দলের অঞ্চল ও ব্লক স্তরের তৃনমূল কর্মী ও বিভিন্ন বুথে কর্মরত দলের বিএলএ দের সঙ্গে。
0
comment0
Report
KMKIRAN MANNA
Nov 04, 2025 09:17:34
Dihierench, West Bengal:*मंदारमনি समुद्र से लापता मछुआरे के शव के बारे में जानकारी मिलने से क्षेत्र में तनाव बढ़ गया। मृतक का नाम শেখMonSher (MonSour)—family ने दावा किया कि उसे जानबूझकर समुद्र में मछुआरी काम करने के लिए जबरदस्ती लिया गया था और इसके बाद से उसकी किसी भी प्रकार की खोज नहीं हो सकी। 28 अक्तूबर को मंदारमনি थाना के पास एक अज्ञात शव मिला जिसे कांठी महकुम्मा अस्पताल के शव परीक्षण विभाग में भेजा गया। जूनपुट कोस्टल थाने में लापता होने की शिकायत दर्ज होने के बावजूद परिवार को कई दिनों तक इस अज्ञात शव के बारे में सूचित नहीं किया गया था। कल रात पुलिस ने परिवार को बताया कि कांठी के मोर्चा में एक अज्ञात शव है। आज सुबह परिवार ने मृतक की पहचान শেখMonSher के रूप में पुष्टि की। उसके बाद कांठी महकुम्मा अस्पताल के समक्ष परिवार-परिजनों और स्थानीय ग्रामीणों ने पुलिस की लापरवाही पर विरोध दर्ज किया और मछुआरे के माता-पिता ने इसे योजना बद्ध रूप से हत्या करार दिया। इलाके में तनाव बना हुआ है। *
0
comment0
Report
CDChittaranjan Das
Nov 04, 2025 09:16:49
Durgapur, West Bengal:বিএলওর সাথে ঘুরছে তৃণমূলের ওয়ার্ড সভাপতি, এনুমারেশন ফর্ম দেওয়ার দিনেই ধরা পরল সেই চিত্র। এভাবেই ভয় দেখাচ্ছে তৃণমূল নেতারা বিএল ওদের কটাক্ষে বিজেপি। পাল্টা সাফাই তৃণমূলের। মঙ্গলবার সকালে দুর্গাপুরের ২৫ নম্বর ওয়ার্ডের ফুলঝোড় ১০০নং বুথে। বিএলও রিঙ্কু পোদ্দার বিএলএ মানস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাড়ি বাড়ি ফর্ম দেওয়ার কাজে বেরোন। বিতর্কের শুরু হলো আচমকা ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি বাপ্পা রায় এই দলে যোগ দিয়ে বাড়ি বাড়ি ভোটার লিস্ট নিয়ে ভোটারের সাথে কথা বলাকে কেন্দ্র করে। কেন তৃণমূল নেতা এই কমিশনের দলে??? এই প্রশ্ন তুলে সরব বিরোধীরা। কিছুই জানতেন না জানালেন বিএলও রিঙ্কু পোদ্দার। একই সাফাই বিএলও দুই মানস বন্দ্যোপাধ্যায়ের। নিজের দোষ স্বীকার করে দলের সঙ্গ ছাড়েন তৃণমূলের ২৫ নম্বর ওয়ার্ডের সভাপতি বাপ্পা রায়। সব মিলিয়ে এসআইআর শুরুর দিন প্রথম দিনেই বিতর্ক দিয়েই 시작 দুর্গাপুরে।
0
comment0
Report
BMBiswajit Mitra
Nov 04, 2025 09:16:04
Ranaghat, West Bengal:*রাস উৎসবকে ঘিরে সাজো সাজো রব নদিয়ার শান্তিপুরে* প্রায় সাড়ে চার শতাব্দী আগে অদ্বৈত আচার্যের হাত ধরে শান্তিপুরে শুরু হয় ঐতিহ্যবাহী রাসযাত্রা উৎসব, যা আজও একই নিয়ম ও নিষ্ঠার সঙ্গে পালিত হয়ে আসছে। কথিত আছে, দ্বাপর যুগে বৃন্দাবনে প্রতিদিনই শ্রীকৃষ্ণের রাসলীলা হতো, যেখানে কোনো পুরুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। এই রহস্য জানতে মহাদেব নারী রূপে সেখানে প্রবেশ করেন। শ্রীকৃষ্ণ বুঝতে পারেন, কোনো পুরুষ উপস্থিত আছেন এবং তিনি রাসলীলা ত্যাগ করেন। তখন যোগমায়া জানেন, মহাদেব নারী রূপে এসেছেন। মহাদেব প্রতিশ্রুতি দেন, পরবর্তী যুগে তিনি রাসলীলা প্রত্যক্ষ করবেন ও এর প্রচার করবেন। বিশ্বাস করা হয়, শান্তিপুরের অদ্বৈত আচার্য মহাদেব ও বিষ্ণুর যুগল অবতার ছিলেন। প্রায় চার বছর আগে তিনি নারায়ণ পুজো করে এই রাসযাত্রার সূচনা করেন। প্রথমদিকে গোস্বামী ও বিগ্রহবাড়িগুলোতেই রাস পালিত হতো। পরে রাধারমন জিউর বিগ্রহ চুরি হয়ে গেলে অদ্বৈত আচার্যের পৌত্র মথুরেশ গোস্বামী যশোর থেকে তা পুনরুদ্ধার করেন। এরপর সিদ্ধান্ত হয়, রাধার সঙ্গে যুগলরূপে শ্রীকৃষ্ণের পূজা করা হবে। সেই দিন রাধারানীর বিগ্রহ স্থাপন করে শুরু হয় শান্তিপুরের রাসযাত্রা ।রাধা-কৃষ্ণের মিলন উপলক্ষে তিন দিনব্যাপী এই উৎসব পালনের প্রচলন গড়ে ওঠে। বর্তমানে রাসযাত্রা सिर्फ গোস্বামী বাড়িতে সীমাবদ্ধ নয়, শহরের সর্বত্রই নানা বারোয়ারি কমিটি মনোমুগ্ধকর থিমে মণ্ডপ নির্মাণ করে। ইতিমধ্যেই বহু দূর দুরান্ত থেকে মানুষ ভিড় জমাতে শুরু করে দিয়েছে নদিয়ার শান্তিপুর বড় গোস্বামী বাড়িতে। শুধু দর্শনার্থীরা নয় অর্থ মুনাফা লুটতে ঢাকিরাও চলে এসেছেন অন্যান্য জেলা থেকে । ১) সত্যনারায়ণ গোস্বামী , অদ্বৈত আচার্যের বংশধর ( বড় গোস্বামী বাড়ি ) ২) রেনুকা প্রামানিক , দর্শনার্থী ( মুর্শিদাবাদ ) ৩) বিশ্বনাথ দাস , ঢাকি ( ভিন জেলা থেকে আগত )
0
comment0
Report
PMPiyali Mitra
Nov 04, 2025 09:15:36
Kolkata, West Bengal:বাইকং নম্বর প্লেট বদল সিসিটিভি বিহীন এলাকা বেঁছে টার্গেটকে গুলি গুলির করার মুহূর্তে নিজে ধারে কাছে না থাকা পুলিশের হাত থেকে বাঁচতে সামান্য এক মুরগি বিক্রেতার এমন পরিকল্পনায় তাজ্জব পুলিশও। тым Although এত সব পরিকল্পনা করেও শেষ রক্ষা হয়নি। হরিদেবপুর মহিলার উপর গুলি চালানোর ঘটনায় সোমবারই গ্রেপ্তার হয়েছিল মূল অভিযুক্ত मুরগी विक्रेता बाबলু। রাতেই গ্রেপ্তার হয় বাপ্পা দাস। বালুর কথা মতো বাপ্পাই গুলি চালায় মহিলার উপর । পুলিশ সূত্রের খবর, দুজন অভিযুক্ত একে অপরের পূর্ব পরিচিত । জেরায় ধৃত বাপ্পার দাবি, বন্ধুকে সাহায্যর জন্য সে এই কাজ করেছে তবে তা মানতে নারাজ তদন্তকারীরা । নির্দিষ্ট টাকার বিনিময়ে বাবলু ও বাপ্পার কন্ট্রাক্ট হয় বলে মনে করছেন তদন্তকারীরা । তবে সেটা কত টাকা তা জানার চেষ্টা করছেন । বাপ্পার দাবি যে অস্ত্র দিয়ে সে গুলি চালায়। সেটি সরশুনার বাসিন্দা এক যুবকের। তাঁর মৃত্যু হওয়ার পর সেই অস্ত্রটি তার কাছে ছিল । সেটাই কাজে লাগায়। ইতিমধ্যেই অস্ত্রও উদ্বার করেছে পুলিশ । সূত্রের খবর.মুরগি বিক্রেতা বাবলুর স্ত্রী মারা গিয়েছে ৯ বছর আগে। একমাত্র মেয়ের বিয়ে হয়ে গিয়েছে । অন‍্যদিকে আহত মহিলার স্বামী ও দুই সন্তান রয়েছে । তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। কিন্তু গত কয়েক মাস ধরে সেই সম্পর্ক আর রাখতে চাইছিলেন না মহিলা। কিন্তু তা মানতে রাজি ছিল না বাবলু। এরপরই মহিলাকে গুলিকে খুনের পরিকল্পনা করে। সেই পরিকল্পনা কার্যকর করতে বাপ্পার সঙ্গে যোগাযোগ করে। তবে পুলিশ হাত থেকে বাঁচতে সব রকম ফন্দি করে ফেলে বাবলু। বাবলু জানতো মহিলা রোজ মর্নিং ওয়াকে যান। সেখানে কোথায় সিসিটিভি নেই তা আগে থেকে রেইকি করে চিহ্নিত করে ফেলে । অপরাধ সংগঠিত করতে যে বাইক ব‍্যবহার করা হয়, সেটির নম্বর প্লেট আগে থেকে বদল করে দেওয়া হয় । যাতে নম্বর প্লেটের সূত্রে পুলিশ না ধরতে পারে। এমনকী, যখন গুলি চালানো হয় সে সময় বাবলু নিজে সেখানে উপস্থিত ছিল না। বরং ওই সময় যে সে অন্য জায়গায় ছিল প্রমাণ হিসেবে সেই অজুহাত তৈরি রেখেছিল। যাতে টাওয়ার লোকেশন বা অন্য কিছু দিয়ে ঘটনাস্থল তার উপস্থিতি প্রমাণ না থাকে। সম্প্রীত কৃষ্ণনগর বাড়িতে ঢুকে প্রেমিকারকে গুলি করে খুন করে এক কলেজ ছাত্রের ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। খুনের আগের ও পরে পালিয়ে থাকতে যে নিখুঁত পরিকল্পনা। কিছু দিন আগে প্রেমে প্রত‍্যাখিত হয়ে প্রেমিকার বাড়িতে এসে গুলি চালায় । সেই যুবক কোনো ক্রিমিনাল নয়। বেঙ্গালুরুতে একটি স্টার্টআপের মালিক। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে একজন মুরগি বিক্রেতার এই প্ল‍ান কার্যত সুপারি দিয়ে খুনের চেষ্টা। পুলিশ মহলের মতে, পাকা অপরাধী না হলে সাধারণ মানুষ বিভিন্ন অপরাধ ফুল ফ্রুফ ব্লু প্রিন্ট তৈরি করছে তা চমকে ওঠার মতো। বর্তমানে বিভিন্ন ওটিটিতে ক্রাইম সংক্রান্ত খুঁটিনাটি তথ্য তুলে ধরা হয়। সে সবের প্রভাবেও এধরনের পরিকল্পনা সম্ভবনা উড়িয়ে দেওয়া যায় না।
0
comment0
Report
ANArnabangshu Neogi
Nov 04, 2025 09:15:19
0
comment0
Report
BBBimal Basu
Nov 04, 2025 09:15:06
Basirhat, West Bengal:সারা রাজ্যের মত আজ থেকে বসিরহাটে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি শুরু হল। ফর্ম হাতে পেয়ে খুশি ভোটাররা। বাসিন্দারাদের বক্তব্য বাংলাদেশী হয়ে জারা অবৈধ ভাবে এদেশে বসবাস করছে তারা যেন ছাড় না পায়। দেখতে হবে একজন ভারতীয় নাগরিক যেন অসুবিধায় না পড়ে। আমার তিন নম্বর পাঠে ৯৯৩ জন ভোটার এ বিষয়ে বিএলও সাইফুদ্দিন গাইন বলেন আগে যতটা আতঙ্ক ছিল মানুষের মনে বর্তমানে তেমনটা লক্ষ্য করা যাচ্ছে না সকলেই বুঝতে পেরেছে এ বিষয়ে ভয় পাওয়ার কোন কারণ নেই আমি প্রথমে অফিস থেকে ফর্ম নিয়ে শটিং করি তার পর ফ্রম বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসছি। আমার মনে হয় আগে যেভাবে মানুষের মধ্যে আতঙ্ক ছিল। এখন আর নেই। ফর্ম পেয়ে এশান গাইন বলেন আমি ফর্ম পেয়েছি আমার ফর্ম ফিলাপ করতে কোন অসুবিধা হবে না কারণ আমি বহুদিন থেকেই ভারতে বাস করিেছো তবে যাদের ফর্ম নেই তারা একটু ঘাবড়ে যাচ্ছে। আমার মতে বলে যারা বাংলাদেশী হয়ে এ পারে বাস করছেন তাদের বিরুদ্ধে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেই কিন্তু কোন ভারতীয় নাগরিক যেন অসুবিধার মধ্যে না পড়েন সেটাই দেখার。 1) B সাইफুদ্দিন গাইন ( BLO ) 2) B1 এশান গাইন ( বসিরহাট বিরাম নগর গ্রামের বাসিন্দা )
0
comment0
Report
Advertisement
Back to top