Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

सीमा पार से बंग्लादेशी नागरिक की गिरफ्तारी: हल्दिबাড়ी पुलिस ने हिरासत में लिया

PDPradyut Das
Nov 15, 2025 06:37:03
Jalpaiguri, West Bengal
সীমান্ত এলাকায় পুলিশের করাকরি। SIR এর মাঝেই ভারত-বাংলাদেশ সীমান্তের কোচবিহার জেলার হলদিবাড়ি পুলিশের হাতে আটক এক বাংলাদেশী নাগরিক। জলপাইগুড়ি বেলাকোবা এলাকায় বেশ কয়েক বছর ধরে থাকতেন তিনি। ধৃত বাংলাদেশি নাগরিককে আজ মেখলিগঞ্জ আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী সীমান্ত পেরিয়ে বেআইনিভাবে প্রবেশের অভিযোগে ফের এক বাংলাদেশের নাগরিককে আটক করেছে হলদিবাড়ি থানার পুলিশ। শুক্রবার রাতে হলদিবাড়ির West Hemkumari গ্রাম পঞ্চায়েতের সিঞ্জার হাট এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তির অস্বাভাবিক চালচলন দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তাঁর কথায় অসঙ্গতি ধরা পড়ে। এরপরই হলদিবাড়ি থানায় খবর দেওয়া হয়।পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক জানান, তাঁর নাম দূর্জয় রায় (২৮)। তাঁর বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার বুইয়াঘাটি গ্রামে। তিনি আরও জানান, গত সাড়ে চার বছর ধরে তিনি উত্তরবঙ্গে শিলিগুড়ি, বেলাকো Bora এবং জলপাইগুড়িতে শ্রমিকের কাজ করতেন। হলদিবাড়ি থানার পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।
120
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSaurav Chaudhuri
Nov 15, 2025 08:18:46
Jhargram, West Bengal:নিজে বসে থেকে সাধারন গ্রামবাসীর ফর্ম ফিলাপ করছেন ডাক্তার বিধায়ক। সাধারণ মানুষ ভিড় করে ফর্ম ফিলাপ করাচ্ছেন। কোনো ভুল থাকলে সাইট খুলে দেখে দিচ্ছেন। বিধান সভা এলাকার একপ্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেরাচ্ছেন গোপীবল্লভপুর এর বিধায়ক ডাঃ খগেন্দ্র নাথ মাহাত। এসআইআর নিয়ে তৃনমূল দলের নির্দেশে এতদিন বিএলএ২ দের হাতে কলমে দেখিয়ে দিচ্ছিলেন গোপীবল্লভপুর এর বিধায়ক ডাঃ খগেন্দ্র নাথ মাহাত। এবার গোটা এলাকায় ঘুরে ঘুরে সাধারণ গ্রামবাসী দের ফর্মফিলাপ করছেন বিধায়ক ডাঃ খগেন্দ্র নাথ মাহাত। দলীয় কর্মীদের দিয়ে প্রতিটি এলাকায় ফর্ম ফিলাপ করার জন্য ক্যাম্প তৈরী করা হয়েছে। নিয়ম করে সকাল থেকে রাত পর্যন্ত সেই সমস্ত ক্যাম্পে ঘুরছেন তিনি। বসে থেকে ফিলাপ করে দিচ্ছেন ফর্ম। যেখানে যা সমস্যা হচ্ছে তা নিজে পৌছে গিয়ে সমাধান করছেন। আর তার জেরে এসআইআর নিয়ে যে আতঙ্কের আবহ তৈরী হয়েছিলো তা দূর করে গ্রামবাসী দের মুখে হাসি। তাদের বক্তব্য ডাক্তার বাবু এভাবে নিজে বসে থেকে সব বুঝিয়ে দিচ্ছেন। নিজে করে দিচ্ছেন। ফলে খুশি তারা। দলিয় কর্মীদের বক্তব্য আগেই এভাবেই ডাক্তারি করতেন তিনি। যে কোনো সমস্যায় মানুষের কাছে চলে যেতেন। এখন বিধায়ক হওয়ার পরও একি রকম ভাবে মানুষের কাছে পৌছে তাদের সমস্যার সমাধান করছেন ডাক্তার বাবু。
43
comment0
Report
MMManoranjan Mishra
Nov 15, 2025 08:06:06
Purulia, West Bengal:পুরুলিয়া : কলকাতা উচ্চ আদালতের নির্দেশে আশ্রমের জমি দখলমুক্ত করলো পুরুলিয়া জেলা.police o prashasan. আশ্রমের জমি থেকে কবর দেওয়া দেহ তুলে অন্যত্র সরিয়ে দেওয়া হলো পুলিশ প্রশাসনের উপস্থিতিতে । ঘটনা পুরুলিয়া ১ নম্বর ব্লকের চাকদা গ্রামের । অভিযোগ, দ্যা মাল্টিভার্সিটি অযাচক আশ্রমের নামে পুরুলিয়া ১ নম্বর ব্লকের চাকদা গ্রামের পাশে লিখিত ভাবে একটি জমি রয়েছে । ১৯৫৫ সাল থেকে আশ্রমটি সেখানে রয়েছে । ২০১১ সালে আশ্রম কর্তৃপক্ষ বাড়তি কয়েক ২ একর জমি জেনে । সেই জমিকে ঘিরেই শুরু হয় বিতর্ক। এলাকার মুসলিম সমাজের মানুষেরা অভিযোগ করে সদ্য আশ্রম কর্তৃপক্ষের কেনা সেই জমি তারা কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছে । ঘটনার পর আশ্রম কর্তৃপক্ষ জমি দখলমুক্ত করার দাবিতে জেলা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয় এবং সেই জমিতে যাতে দেহ কবর দেওয়া না হয় তার আবেদন জানানো হয় । বিষয়টি নিয়ে কোনো সমাধান না হওয়ায় কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হন আশ্রম কর্তৃপক্ষরা। ঘটনার পরেও গত ১২ অক্টোবর মাসে সেই জমিতে ফের দেহ কবর দেওয়া হয় বলে অভিযোগ । এরপরই ১২ নভেম্বর তারিখ কলকাতা উচ্চ আদালত আশ্রমের পক্ষে রায় দেয় এবং জমি দখল মুক্ত করার নির্দেশ দেয় । আজ পুলিশ প্রশাসনের উপস্থিতি এবং আশ্রম কর্তৃপক্ষ, এলাকার মুসলিম সমাজের মানুষদের উপস্থিতিতে সেই জমি দখল মুক্ত করা হয় এবং সেই জমিতে কবর দেওয়া দেহ তুলে অন্যত্র সরানো হয় । সম্পূর্ন ঘটনা ভিডিওগ্রাফি করা হয় । যদিও এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষদের দাবি, প্রায় ২০০ বছর ধরে সেই জমি তাদের দখলে রয়েছে । সেখানে এলাকার মুসলিম সমাজের মানুষের দেহ কবর দেওয়া হয় জমিতে । বিষয়টি নিয়ে আমরাও আদালতের দ্বারস্থ হয়েছি । বাইট : ১) শুভজিৎ সরকার (আইনজীবী, পুরুলিয়া জেলা আদালত) ২) রাজেন্দ্র প্রসাদ চ্যাটার্জী (ম্যানেজার, দ্যা মাল্টিভার্সিটি অযাচক আশ্রম) ৩) ওয়াহিদ আনসারী (সভাপতি, পুরুলিয়া বড় মসজিদ)
31
comment0
Report
DSDIBYENDU SARKAR
Nov 15, 2025 06:36:39
Arambag, West Bengal:আরামবাগঃ১৫নভেম্বর একদিকে শিশু দিবসে যেখানে শিশু খুনের মত ঘটনা ঘটেছে এই আরামবাগেই,অঙ্গন ওয়ার্ডি কেন্দ্র্রে শিশুদের پাতে খাবার নেই।পুষ্টি চুরি হচ্ছে।সেখানে সেই এক অন্য ছবি ধরা পড়ল। মানবিক উদ্যোগে খানাকুলের রাম নগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত আঢ্যের। তাঁর এই মানবিক উদ্যোগে রীতিমতো খুশি এলাকাজন।এই বাংলা থেকে কাজের খোঁজে ভিন রাজ্যে গিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে পরিযায়ী শ্রমিকদের। নানান ভাবে হেনস্থার শিকার হচ্ছেন তারা।আর সেখানে ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের শিশু পুত্র ও কন্যাদের পাশে দাঁড়িয়ে এ অনন্য নজির সৃষ্টি করলেন অমিত বাবু।তিনি এই স্কুলের প্রধান শিক্ষক।যদিও অমিত বাবুর স্পষ্ট বক্তব্য, খানাকুলের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা দের হৃদয়শীলতায় এই উদ্যোগ সফলতা লাভ করবে।ভিন রাজ্যের আদিবাসী পরিযায়ী দের শিশুদের আজও শিক্ষার আলো পৌঁছায়নি।এরা বছরে সাত আট মাস এই রাজ্যের ভিন্য প্রান্তে আসেন ওনারা।কেউ ইঁট ভাটায় কাজ করেন,কেউ ধান কাটা, আলু বসানো ও তোলা, বোরো ধান বপনের সময়ে আসেন এই সব এলাকায়।এখানে অস্থায়ী ভাবে তাঁবু করে বসবাস করেন তারা।চরম ভাবে অবহেলিত হয় সেই সব দুধের একরত্তি শিশুরা।না আছে শিক্ষা-দীক্ষা,না আছে আচার-আচরণের সীমাবদ্ধতা।তাই এইসব ভিন রাজ্যের পরিযায়ীদের সাহস জুগিয়ে তাদের শিশুদের ভাষা শেখাতে ও শিক্ষার আলো দিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের শিক্ষার পাঠ দিতে খোলা হল "গাছ তলায় পাঠশালা"। মূলত এরা আদিবাসী। অর্থাৎ সাঁওতালি ভাষা অর্থাৎ অলচিকি ভাষা শেখানো হবে।পাশাপাশি একেবারে বেসিক স্তরে বাংলা,আংকি,ইংরেজি শেখানো হবে এই সব আদিবাসী পরিযায়ী শ্রমিকদের শিশুদের।এতে খুব খুশি এরা।জানাগেছে, এরা কেউ এসেছেন বিহারের বিভিন্ন প্রান্ত থেকে আবার কেউ এসেছেন ঝাড়খন্ড থেকে।বিভিন্ন ইট ভাটা ও অন্যান্য কর্মের জন্য খুঁজে নেওয়া হয়।এখনও পর্যন্ত সাত জন শিক্ষক ও শিক্ষিকা যারা অলচিকি জানেন তারা রবিবার ক্লাস করবেন।খানাকুলের বিভিন্ন স্কুলে এনারা শিক্ষকতা করেন।আর এনারা এক বাক্যে রাজি হয়েও যান।কারণ অমিত বাবুর এই উদ্যোগে তারা বেজায় খুশি. জানাগেছে প্রাথমিক পর্যায়ে ২৫ থেকে ৩০ টি পরিযায়ী শ্রমিক পরিবারের শিশুদের এই পাঠশালায় পড়ানো হবে। এদের নিয়ে আসা হয় এদিনের অনুষ্ঠানে। খানাকুলে এই স্কুলের উদ্যোগে এক ঘরোয়া অনুষ্ঠানে এখানকার কৃষ্ণ নগর এলাকায় "গাছ তলায় পাঠশালা"র সূচনা হয়। যেখানে হাজির ছিলেন আরামবাগের এস ডি পিও সুপ্রভাত চক্রবর্তী, খানাকুল ১ নং বিডিও অরিন্দম মুখোপাধ্যায়, খানাকুল থানার ওসি সমীর মুখোপাধ্যায়, স্কুলের প্রধান শিক্ষক অমিত আঢ্যসহ একাধিক জ্ঞানী ব্যক্তিবর্গ। শুভ সূচনা কালে আরামবাগের এস ডি পিও সুপ্রভাত চক্রবর্তী এই উদ্যোগকে স্বাগত জানান,তিনি বলেন, পরিযায়ী শ্রমিক তাই আবার ভিন রাজ্যের বাসিন্দা তাদের শিশুদের শিক্ষার আলো পৌঁছিয়ে দেওয়ার যে মানবিক উদ্যোগ তা অত্যন্ত গর্বের।শুধু খানাকুলই নয়, এই উদ্যোগ গোটা বাংলার গর্বের।আমরাও পুলিশ ডিপার্টমেন্ট অর্থাৎ হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে আরামবাগ পাঠশালা চালু করেছি।সেখানে বহু মেধাবী ছাত্র পড়ছে।কেউ কেউ ইতিমধ্যে সরকারি পরীক্ষায় পাশও করেছে।এটাও সুখবর যে তারা এই আরামবাগ পাঠশালায় পড়ে জীবনের এক সাফল্যের দিকে এগিয়ে চলেছে।এই এলাকায়।এটাও অত্যন্ত গর্বের। অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত আঢ্য বলেন, খানাকুলের অন্যান্য স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের হৃদয়শীল সহযোগিতার জন্যই এই উদ্যোগ সফল হতে চলেছে।সেই পরিবার খুব খুশি, কারণ বাংলায় তারা অত্যন্ত নিরাপদ।তারা নির্ভাবনায় কাজ করেন।কোনো বিপদ হয় না।এটাই আমাদের পরম প্রাপ্তি। পরিযায়ী শ্রমিক পরিবারের শিশু: অমর ভূমিচ, সাহিল ভূমিচ, কৃষ্ণা শায়, অনিতা চৌহানরা এসেছে গাছ তলায় পাঠশালা তে। এরাও জানেনা এরা কতটা সমৃদ্ধ হতে চলেছে।আর শিশুদের জ্ঞানের আলো পৌঁছাতে অমিত বাবুর এই উদ্যোগ রীতিমতো নজির হয়ে রইল। ছবি ও বাইট আছে 2 C তে।
96
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Nov 15, 2025 05:35:31
Kolkata, West Bengal:টাটা আইপিএল ২০২০৬ রিটেনশন ডেডলাইনের আগে ফ্র্যাঞ্চাইজিগুলি নিম্নলিখিত খেলোয়াড় ট্রেডে সম্মত হয়েছে। ১) রবীন্দ্র জাদেজা সিনিয়র অলরাউন্ডার এবং প্রাক্তন চেন্নাই সুপার কিংস (CSK) অধিনায়ক রবীন্দ্র জাদেজা আসন্ন আইপিএল মরসুমে রাজস্থান রয়্যালস (RR)-এর হয়ে খেলবেন। জাদেজা, যিনি সিএসকে-র হয়ে ১২ মরসুম খেলেছেন, লিগের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড়, ইতিমধ্যেই ২৫০টিরও বেশি ম্যাচ খেলেছেন। ট্রেড চুক্তির অংশ হিসেবে তার লিগ ফি ১৮ কোটি টাকা থেকে কমিয়ে ১৪ কোটি টাকা করা হয়েছে। ২) সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালস (RR)-এর অধিনায়ক এবং ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন এখন চেন্নাই সুপার কিংস (CSK)-এর হয়ে খেলবেন। ১৮ কোটি টাকার ফি-তে। লিগের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় স্যামসন ১৭৭টি আইপিএল ম্যাচ খেলেছেন। সিএসকে হবে তার ক্যারিয়ারের তৃতীয় ফ্র্যাঞ্চাইজি। ২০১৩ সালে আইপিএলে অভিষেকের পর থেকে তিনি প্রায় সব মরসুমেই RR-এর হয়ে খেলেছেন, শুধু ২০১৬ ও ২০১৭ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন। ৩) স্যাম কারেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারেন চেন্নাই সুপার কিংস (CSK) থেকে রাজস্থান রয়্যালস (RR)-এ যাচ্ছেন his বর্তমান ২.৪ কোটি টাকার ফি-তে। ২৭ বছর বয়সী কারান ৬৪টি আইপিএল ম্যাচ খেলেছেন। RR হবে তার তৃতীয় ফ্র্যাঞ্চাইজি। তিনি পূর্বে ২০১৯, ২০২৩ ও ২০২৪ সালে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন এবং অন্যান্য মরসুমে CSK-এর হয়ে খেলেছেন。 ৪) মহম্মদ শামি বাংলার অভিজ্ঞ পেসার মহাম্মদ শামি সানরাইজার্স হায়দরাবাদ (SRH) থেকে সফল ট্রেডের মাধ্যমে লখনউ সুপার জায়ান্টস (LSG)-এর হয়ে খেলবেন। শামি, যাকে SRH ২০২৫ মরসুমের আগে ১০ কোটি টাকায় দলে নিয়েছিল, তিনি LSG-তে একই ফি-তে যোগ দেবেন। এই সিনియর পেসার ইতিমধ্যেই ২০১৩ সাল থেকে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ১১৯টি ম্যাচ খেলেছেন। SRH-তে যোগ দেওয়ার আগে তিনি গুজরাট টাইটান্সের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এবং ২০২৩ সালে ১৭ ম্যাচে ২৮ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছিলেন। যদিও তিনি চোটের কারণে ২০২৪ মরসুম মিস করেছিলেন, ২০২৩ সালে তিনি সমানভাবে প্রভাব ফেলেছিলেন এবং GT-এর শিরোপা জয়ে ২০ উইকেট নিয়েছিলেন। ৫) মায়াঙ্ক মারকান্ডে লেগ-স্পিনার মায়াঙ্ক মারকান্ডে কলকাতা নাইট রাইডার্স (KKR) থেকে সফল ট্রেডের মাধ্যমে তার প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স (MI)-এ ফিরছেন। KKR তাকে ৩০ লাখ টাকায় দলে নিয়েছিল এবং তিনি একই ফি-তে MI-তে যোগ দেবেন。 মারকান্ডে তার আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন MI-এর হয়ে, ২০১৮, ২০১৯ ও ২০২২ সালে তাদের প্রতিনিধিত্ব করেছিলেন। এরপর তিনি ২০২১ সালে RR এবং ২০২৩ ও ২০২৪ সালে SRH-এর হয়ে খেলেছেন। তিনি মোট ৩৭টি ম্যাচে অংশ নিয়ে ৩৭টি উইকেট নিয়েছেন। ৬) অর্জুন তেন্ডুলকার বোলিং অলরাউন্ডার অর্জুন তেন্ডুলকার মুম্বাই ইন্ডিয়ান্স থেকে সফল ট্রান্সফারের মাধ্যমে লখনউ সুপার জায়ান্টস (LSG)-এর হয়ে খেলবেন। অর্জুন তার বিদ্যমান ৩০ লাখ টাকার ফি-তে LSG-তে যোগ দেবেন। MI তাকে প্রথমবার ২০২১ সালের নিলামে দলে নিয়েছিল এবং তিনি ২০২৩ সালে তাদের হয়ে আইপিএলে অভিষেক করেছিলেন। ৭) নীতিশ রানা বামহাতি ব্যাটার নীতিশ রানা রাজস্থান রয়্যালস (RR) থেকে সফল ট্রেডের মাধ্যমে দিল্লি ক্যাপিটালস (DC)-এর হয়ে খেলবেন। তিনি তার ৪.২ কোটি টাকার ফি-তে DC-তে যোগ দেবেন, যা RR ২০২৫ মরসুমের নিলামে তার জন্য বিড করেছিল। রানা, যিনি ১০০টিরও বেশি ম্যাচ খেলেছেন, ২০২৩ সালে শ্রেয়াস আইয়ার চোটের কারণে বাইরে থাকায় কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব করেছিলেন。 ৮) ডোনোভান ফেরেইরা অলরাউন্ডার ডোনোভান ফেরেইরা দিল্লি ক্যাপিটালস (DC) থেকে সফল ট্রেডের মাধ্যমে তার প্রথম ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস (RR)-এ ফিরছেন। ট্রান্সফার চুক্তি অনুযায়ী তার ফি ৭৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি টাকা করা হয়েছে।
212
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 15, 2025 05:34:54
Baruipur, West Bengal:কাইজার আহমেদ ও আরাবুল ইসলামের পাশে ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। তিনি দাবি করেন কাইজার ও আরাবুল সহ তার ছেলে হাকিমুল ইসলাম কে খুন করতে পারে শাসক দল। লজ্জার কথা কাইজারের অফিস ভাঙচুর ও বাড়ির সামনে শাসকদলের কর্মীরা তাকে খুন করার হুমকির যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগ করেছিল থানায় কাইজার আহমেদ। এখনো পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নি। কাউকে গ্রেফতার ও করেনি। কবে ব্যবস্থা নেবে যখন কাইজারকে খুন করে দেবে। তখন প্রশাসন লাফালাফি করবে প্রশাসন তখন ব্যবস্থা নেবে। এখন কোন পদক্ষেপ নেয়নি প্রশাসন । তহার আরো দাবি, অনেকে পুলিশের ড্রেস পড়ে অশান্তি পাকানোর চেষ্টা করবে ২৬ এর ভোটে। সেই পুলিশের ড্রেসও তৈরি করা হচ্ছে। পাশাপাশি ভাঙ্গড়ের মানুষের মন পেতে শওকত মোল্লা ত্রিশ চল্লিশ হাজার কম্বল পাঞ্জাব থেকে নিয়ে আসছে। কিন্তু কম্বল লেবেন আপনারা নেবেন। তবে ভোটের সময় 5 মিনিট ভুল করবেন না। ভুল করলে পাঁচ বছর টানা ছেঁড়া করে দেবে। শওকত মোল্লার নাম না করে জানান ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী।একের পর এক শওকত মোল্লার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে ন তহা。
156
comment0
Report
Advertisement
Back to top