Back
आरामबाग में प्रवासी मजदूरों के बच्चों के लिए गाछ तला पाठशाला से शिक्षा रोशनी
DSDIBYENDU SARKAR
Nov 15, 2025 06:36:39
Arambag, West Bengal
আরামবাগঃ১৫নভেম্বর
একদিকে শিশু দিবসে যেখানে শিশু খুনের মত ঘটনা ঘটেছে এই আরামবাগেই,অঙ্গন ওয়ার্ডি কেন্দ্র্রে শিশুদের پাতে খাবার নেই।পুষ্টি চুরি হচ্ছে।সেখানে সেই এক অন্য ছবি ধরা পড়ল। মানবিক উদ্যোগে খানাকুলের রাম নগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত আঢ্যের। তাঁর এই মানবিক উদ্যোগে রীতিমতো খুশি এলাকাজন।এই বাংলা থেকে কাজের খোঁজে ভিন রাজ্যে গিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে পরিযায়ী শ্রমিকদের। নানান ভাবে হেনস্থার শিকার হচ্ছেন তারা।আর সেখানে ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের শিশু পুত্র ও কন্যাদের পাশে দাঁড়িয়ে এ অনন্য নজির সৃষ্টি করলেন অমিত বাবু।তিনি এই স্কুলের প্রধান শিক্ষক।যদিও অমিত বাবুর স্পষ্ট বক্তব্য, খানাকুলের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা দের হৃদয়শীলতায় এই উদ্যোগ সফলতা লাভ করবে।ভিন রাজ্যের আদিবাসী পরিযায়ী দের শিশুদের আজও শিক্ষার আলো পৌঁছায়নি।এরা বছরে সাত আট মাস এই রাজ্যের ভিন্য প্রান্তে আসেন ওনারা।কেউ ইঁট ভাটায় কাজ করেন,কেউ ধান কাটা, আলু বসানো ও তোলা, বোরো ধান বপনের সময়ে আসেন এই সব এলাকায়।এখানে অস্থায়ী ভাবে তাঁবু করে বসবাস করেন তারা।চরম ভাবে অবহেলিত হয় সেই সব দুধের একরত্তি শিশুরা।না আছে শিক্ষা-দীক্ষা,না আছে আচার-আচরণের সীমাবদ্ধতা।তাই এইসব ভিন রাজ্যের পরিযায়ীদের সাহস জুগিয়ে তাদের শিশুদের ভাষা শেখাতে ও শিক্ষার আলো দিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
তাদের শিক্ষার পাঠ দিতে খোলা হল "গাছ তলায় পাঠশালা"। মূলত এরা আদিবাসী। অর্থাৎ সাঁওতালি ভাষা অর্থাৎ অলচিকি ভাষা শেখানো হবে।পাশাপাশি একেবারে বেসিক স্তরে বাংলা,আংকি,ইংরেজি শেখানো হবে এই সব আদিবাসী পরিযায়ী শ্রমিকদের শিশুদের।এতে খুব খুশি এরা।জানাগেছে, এরা কেউ এসেছেন বিহারের বিভিন্ন প্রান্ত থেকে আবার কেউ এসেছেন ঝাড়খন্ড থেকে।বিভিন্ন ইট ভাটা ও অন্যান্য কর্মের জন্য খুঁজে নেওয়া হয়।এখনও পর্যন্ত সাত জন শিক্ষক ও শিক্ষিকা যারা অলচিকি জানেন তারা রবিবার ক্লাস করবেন।খানাকুলের বিভিন্ন স্কুলে এনারা শিক্ষকতা করেন।আর এনারা এক বাক্যে রাজি হয়েও যান।কারণ অমিত বাবুর এই উদ্যোগে তারা বেজায় খুশি.
জানাগেছে প্রাথমিক পর্যায়ে ২৫ থেকে ৩০ টি পরিযায়ী শ্রমিক পরিবারের শিশুদের এই পাঠশালায় পড়ানো হবে।
এদের নিয়ে আসা হয় এদিনের অনুষ্ঠানে। খানাকুলে এই স্কুলের উদ্যোগে এক ঘরোয়া অনুষ্ঠানে এখানকার কৃষ্ণ নগর এলাকায় "গাছ তলায় পাঠশালা"র সূচনা হয়। যেখানে হাজির ছিলেন আরামবাগের এস ডি পিও সুপ্রভাত চক্রবর্তী, খানাকুল ১ নং বিডিও অরিন্দম মুখোপাধ্যায়, খানাকুল থানার ওসি সমীর মুখোপাধ্যায়, স্কুলের প্রধান শিক্ষক অমিত আঢ্যসহ একাধিক জ্ঞানী ব্যক্তিবর্গ। শুভ সূচনা কালে আরামবাগের এস ডি পিও সুপ্রভাত চক্রবর্তী এই উদ্যোগকে স্বাগত জানান,তিনি বলেন, পরিযায়ী শ্রমিক তাই আবার ভিন রাজ্যের বাসিন্দা তাদের শিশুদের শিক্ষার আলো পৌঁছিয়ে দেওয়ার যে মানবিক উদ্যোগ তা অত্যন্ত গর্বের।শুধু খানাকুলই নয়, এই উদ্যোগ গোটা বাংলার গর্বের।আমরাও পুলিশ ডিপার্টমেন্ট অর্থাৎ হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে আরামবাগ পাঠশালা চালু করেছি।সেখানে বহু মেধাবী ছাত্র পড়ছে।কেউ কেউ ইতিমধ্যে সরকারি পরীক্ষায় পাশও করেছে।এটাও সুখবর যে তারা এই আরামবাগ পাঠশালায় পড়ে জীবনের এক সাফল্যের দিকে এগিয়ে চলেছে।এই এলাকায়।এটাও অত্যন্ত গর্বের।
অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত আঢ্য বলেন, খানাকুলের অন্যান্য স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের হৃদয়শীল সহযোগিতার জন্যই এই উদ্যোগ সফল হতে চলেছে।সেই পরিবার খুব খুশি, কারণ বাংলায় তারা অত্যন্ত নিরাপদ।তারা নির্ভাবনায় কাজ করেন।কোনো বিপদ হয় না।এটাই আমাদের পরম প্রাপ্তি।
পরিযায়ী শ্রমিক পরিবারের শিশু: অমর ভূমিচ, সাহিল ভূমিচ, কৃষ্ণা শায়, অনিতা চৌহানরা এসেছে গাছ তলায় পাঠশালা তে। এরাও জানেনা এরা কতটা সমৃদ্ধ হতে চলেছে।আর শিশুদের জ্ঞানের আলো পৌঁছাতে অমিত বাবুর এই উদ্যোগ রীতিমতো নজির হয়ে রইল।
ছবি ও বাইট আছে 2 C তে।
96
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
SCSaurav Chaudhuri
FollowNov 15, 2025 08:18:4643
Report
ANArnabangshu Neogi
FollowNov 15, 2025 08:07:5051
Report
MMManoranjan Mishra
FollowNov 15, 2025 08:06:0631
Report
SPSANDIP PRAMANIK
FollowNov 15, 2025 08:05:4928
Report
BBBimal Basu
FollowNov 15, 2025 08:05:4030
Report
AGAyan Ghosal
FollowNov 15, 2025 07:16:00158
Report
AGAyan Ghosal
FollowNov 15, 2025 07:15:51164
Report
BMBiswajit Mitra
FollowNov 15, 2025 06:37:33171
Report
PDPradyut Das
FollowNov 15, 2025 06:37:03120
Report
NRNarayan Roy
FollowNov 15, 2025 06:18:06167
Report
AMAshok Manna
FollowNov 15, 2025 06:17:58130
Report
DBDebanjan Bandyopadhyay
FollowNov 15, 2025 05:35:31212
Report
MMManoranjan Mishra
FollowNov 15, 2025 05:35:13132
Report
PSPrasenjit Sardar
FollowNov 15, 2025 05:34:54156
Report