Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jhargram721507

डॉक्टर विधायक खुद गांववालों के फॉर्म भरवा रहे, कैंप से लोगों को राहत

SCSaurav Chaudhuri
Nov 15, 2025 08:18:46
Jhargram, West Bengal
নিজে বসে থেকে সাধারন গ্রামবাসীর ফর্ম ফিলাপ করছেন ডাক্তার বিধায়ক। সাধারণ মানুষ ভিড় করে ফর্ম ফিলাপ করাচ্ছেন। কোনো ভুল থাকলে সাইট খুলে দেখে দিচ্ছেন। বিধান সভা এলাকার একপ্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেরাচ্ছেন গোপীবল্লভপুর এর বিধায়ক ডাঃ খগেন্দ্র নাথ মাহাত। এসআইআর নিয়ে তৃনমূল দলের নির্দেশে এতদিন বিএলএ২ দের হাতে কলমে দেখিয়ে দিচ্ছিলেন গোপীবল্লভপুর এর বিধায়ক ডাঃ খগেন্দ্র নাথ মাহাত। এবার গোটা এলাকায় ঘুরে ঘুরে সাধারণ গ্রামবাসী দের ফর্মফিলাপ করছেন বিধায়ক ডাঃ খগেন্দ্র নাথ মাহাত। দলীয় কর্মীদের দিয়ে প্রতিটি এলাকায় ফর্ম ফিলাপ করার জন্য ক্যাম্প তৈরী করা হয়েছে। নিয়ম করে সকাল থেকে রাত পর্যন্ত সেই সমস্ত ক্যাম্পে ঘুরছেন তিনি। বসে থেকে ফিলাপ করে দিচ্ছেন ফর্ম। যেখানে যা সমস্যা হচ্ছে তা নিজে পৌছে গিয়ে সমাধান করছেন। আর তার জেরে এসআইআর নিয়ে যে আতঙ্কের আবহ তৈরী হয়েছিলো তা দূর করে গ্রামবাসী দের মুখে হাসি। তাদের বক্তব্য ডাক্তার বাবু এভাবে নিজে বসে থেকে সব বুঝিয়ে দিচ্ছেন। নিজে করে দিচ্ছেন। ফলে খুশি তারা। দলিয় কর্মীদের বক্তব্য আগেই এভাবেই ডাক্তারি করতেন তিনি। যে কোনো সমস্যায় মানুষের কাছে চলে যেতেন। এখন বিধায়ক হওয়ার পরও একি রকম ভাবে মানুষের কাছে পৌছে তাদের সমস্যার সমাধান করছেন ডাক্তার বাবু。
141
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DSDIBYENDU SARKAR
Nov 15, 2025 09:00:34
Arambag, West Bengal:আরামবাগের মুথাডাঙ্গার মাদার তলা এলাকায় ১০ বছরের শিশু খুনের ঘটনায় মূল অভিযুক্ত সেখ রমজান কে শুক্রবারই বিকালে হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করে পুলিশ।শনিবার তাকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।মুখ ঢাকা অবস্থায় তাকে থানা থেকে বের করে নিয়ে যাওয়া হয় আদালতে।যদিও যাওয়ার সময়ে সাংবাদিকদের ছুঁড়ে দেওয়া প্রশ্নের কোন উত্তরই দেয়নি রমজান।তবে নৃশংস এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে গোটা এলাকা জুড়েই।তার কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার ও গ্রামের মানুষ জন। তার ফাঁসির দাবিিও তুলেছেন গ্রামের বাসিন্দারা।যদিও পুলিশ আদালতের কাছে পুলিশি হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছে।আর সের আর্জি অনুযায়ী আদালত অভিযুক্ত কে আগামী দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।এদিকে শিশু খুনের ঘটনার পিছনে শুধুই কি রমজানেরই হাত আছে নাকি আরোও কেউ যুক্ত আছে সেই তদন্ত করার দাবি তুলেছেন এলাকার অনেকেই।তবে পুলিশ জানিয়েছে, পুলিশি হেফাজতে আছে।জিজ্ঞাসা বাদ করা হবে।তবে ঠিক কি কারণে ঐ ১০年的 শিশু রিয়ান কে মেরে ফেরে ফেলল রমজান তার তদন্ত করছে পুলিশ।আর এই জায়গাটাই পুলিশের কাছে এখনও স্পষ্ট নয়।এদিন আরামবাগ থানা থেকে বের করে তাকে মেডিক্যাল করাতে নিয়ে যাওয়া হয় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে মেডিকেল করার পর সোজা নিয়ে যাওয়া হয় আদালতে। সেখানেও ভিড় জমে যায় অভিযুক্ত কে দেখার জন্য।
82
comment0
Report
PDPradyut Das
Nov 15, 2025 08:32:53
Jalpaiguri, West Bengal:এস‌আইআর নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে এবার আত্মঘাতী হলেন জলপাইগুড়ির বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার এক বাসিন্দা। মৃতের নাম কমলা রায় (৫২)। এস আই আর আতঙ্কে কেউ আত্মহত্যা করেননি বলে দাবি বিজেপির। বিজেপির দাবি তৃণমূল এস আই আর জ্বরে ভুগছে। সব মৃত্যুতেই ওরা এস আই আর জুড়ে দিচ্ছে। জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি‌র গ্রাম পঞ্চায়েতের সাতকুড়া‌ গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। জানা গেছে, কমলা রায় প্রায় ৩৫ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। সাতকুড়া‌ হাই স্কুলের ১৭/২৭৪ নম্বর বুথে বেশ কয়েকবার‌ ভোট দিয়েছেন তিনি। সম্প্রতি এস‌আইআর প্রকৃয়া‌ শুরু হ‌ওয়ার পর মানুষের মুখ থেকে নানান‌ কথা শুনে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন কমলা রায়। এলাকার বাসিন্দারা জানান, আতঙ্কে‌ তাঁর খাওয়া দাওয়াও প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। বাইরে থেকে কেউ এলে ঘরের ভেতরে লুকিয়ে পড়তেন‌ তিনি। এমনকি স্থানীয় পঞ্চায়েত সদস্যকে‌ বলেছিলেন, আমাকে‌ তো বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, তাই আমার পরিবারের সদস্যদের দেখে রাখবেন। এই আতঙ্কের মধ্যে এলাকার একটি চা-বাগানের পাশে থাকা কাঁঠাল গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন‌ তিনি। জলপাইগুড়ি সদর ব্লক ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সভাপতি বিমল দাস‌ বলেন, '২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল মৃত‌ কমলা রায়ের নাম। এজন্য তাঁর বাড়িতে এসেছিল এনুমারেশন‌ ফর্ম। যদিও এনুমারেশন‌ ফর্মের মর্ম‌ বুঝতে নাパেরে এই ফর্ম‌ নিয়ে মূলত‌ আতঙ্কিত হয়ে পড়েন তিনি। অভিযোগ, এর জেরেই আত্মহত্যার‌ পথ বেছে নিয়েছেন কমলা রায়। বিষয়টি ইতিমধ্যেই জানানো‌ হয়েছে তৃণমূলের জেলা নেতৃত্বকে। এস আই আর আতঙ্কে আত্মহত্যা নিয়ে জলপাইগুড়িতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শুক্রবার জলপাইগুড়িতে এসে বিজেপিকে এক হাত নেন।
151
comment0
Report
MMManoranjan Mishra
Nov 15, 2025 08:06:06
Purulia, West Bengal:পুরুলিয়া : কলকাতা উচ্চ আদালতের নির্দেশে আশ্রমের জমি দখলমুক্ত করলো পুরুলিয়া জেলা.police o prashasan. আশ্রমের জমি থেকে কবর দেওয়া দেহ তুলে অন্যত্র সরিয়ে দেওয়া হলো পুলিশ প্রশাসনের উপস্থিতিতে । ঘটনা পুরুলিয়া ১ নম্বর ব্লকের চাকদা গ্রামের । অভিযোগ, দ্যা মাল্টিভার্সিটি অযাচক আশ্রমের নামে পুরুলিয়া ১ নম্বর ব্লকের চাকদা গ্রামের পাশে লিখিত ভাবে একটি জমি রয়েছে । ১৯৫৫ সাল থেকে আশ্রমটি সেখানে রয়েছে । ২০১১ সালে আশ্রম কর্তৃপক্ষ বাড়তি কয়েক ২ একর জমি জেনে । সেই জমিকে ঘিরেই শুরু হয় বিতর্ক। এলাকার মুসলিম সমাজের মানুষেরা অভিযোগ করে সদ্য আশ্রম কর্তৃপক্ষের কেনা সেই জমি তারা কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছে । ঘটনার পর আশ্রম কর্তৃপক্ষ জমি দখলমুক্ত করার দাবিতে জেলা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয় এবং সেই জমিতে যাতে দেহ কবর দেওয়া না হয় তার আবেদন জানানো হয় । বিষয়টি নিয়ে কোনো সমাধান না হওয়ায় কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হন আশ্রম কর্তৃপক্ষরা। ঘটনার পরেও গত ১২ অক্টোবর মাসে সেই জমিতে ফের দেহ কবর দেওয়া হয় বলে অভিযোগ । এরপরই ১২ নভেম্বর তারিখ কলকাতা উচ্চ আদালত আশ্রমের পক্ষে রায় দেয় এবং জমি দখল মুক্ত করার নির্দেশ দেয় । আজ পুলিশ প্রশাসনের উপস্থিতি এবং আশ্রম কর্তৃপক্ষ, এলাকার মুসলিম সমাজের মানুষদের উপস্থিতিতে সেই জমি দখল মুক্ত করা হয় এবং সেই জমিতে কবর দেওয়া দেহ তুলে অন্যত্র সরানো হয় । সম্পূর্ন ঘটনা ভিডিওগ্রাফি করা হয় । যদিও এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষদের দাবি, প্রায় ২০০ বছর ধরে সেই জমি তাদের দখলে রয়েছে । সেখানে এলাকার মুসলিম সমাজের মানুষের দেহ কবর দেওয়া হয় জমিতে । বিষয়টি নিয়ে আমরাও আদালতের দ্বারস্থ হয়েছি । বাইট : ১) শুভজিৎ সরকার (আইনজীবী, পুরুলিয়া জেলা আদালত) ২) রাজেন্দ্র প্রসাদ চ্যাটার্জী (ম্যানেজার, দ্যা মাল্টিভার্সিটি অযাচক আশ্রম) ৩) ওয়াহিদ আনসারী (সভাপতি, পুরুলিয়া বড় মসজিদ)
109
comment0
Report
Advertisement
Back to top