Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

जलपाईगुड़ी में बीजेपी टूट, 22 परिवार ने तृणमूल में शामिल होने का दावा

PDPradyut Das
Nov 09, 2025 02:15:15
Jalpaiguri, West Bengal
সির আবহে উত্তরে বিজেপিতে ভাঙ্গন। শক্তি বাড়লো তৃণমূলের। কটাক্ষ বিজেপি র। ২০২৬ বিধানসভা ভোট যত এগিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে ততোই ভাঙ্গা গড়ার খেলা জলপাইগুড়িতে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২ নং অঞ্চলে ২২ টি পরিবার যোগদান করলো বিজেপি ছেড়ে তৃণমূলে বলে দাবি। উপস্থিত জলপাইগুড়ি যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রামমোহন রায়, ব্লক সভাপতি বাবলু রায় অঞ্চল সভাপত হরেকৃষ্ণ রায়। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
14
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BBBimal Basu
Nov 09, 2025 04:15:47
Basirhat, West Bengal:বিদেশে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার ঘটনায় গ্রেফতার হল মূল পান্ডা চিরঞ্জিত ঘোষ। গাইঘাটা থেকে গ্রেফতার করে হিঙ্গলগঞ্জ থানার পুলিস। এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুজন। পুলিস সূত্রে জানা গেছে,বিদেশে কাজের লোভ দেখিয়ে লাখ লাখ টাকা প্রতারণনার অভিযোগে গত তিনদিন আগে হিঙ্গলগঞ্জ থেকে আব্দুল হামিদ গাজীকে গ্রেফতার করে পুলিস। অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর সহ একাধিক দেশে গিয়ে চাকরি টোপ দিয়ে দিত কলকাতা সহ বসিরহাট, বারাসাত,হিঙ্গলগঞ্জ,হাসনাবাদ সহ রাজ্যের বিভিন্ন এলাকার মানুষকে মোটা বেতনের বিদেশে কাজের লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তোলা হত বলে অভিযোগ এই ঘটনার তদন্তে নেমে পুলিস হিঙ্গলগঞ্জ থেকে আব্দুল হামিদ গাজীকে গ্রেফতার করে তাকে পুলিসি হেপাজাতে নিয়ে জেরা করে এই চক্রের মূল পান্ডা চিরঞ্জিত ঘোষকে তার বাড়ি গাইঘাটা এলাকা থেকে গ্রেফতার পুলিস চিরঞ্জিতের বাড়ি থেকে কম্পিউটার,ল্যাপটট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করে। এই চক্রের বাকিদের খোঁজে তল্লাসী চালাচ্ছে পুলিস।
0
comment0
Report
MMManoranjan Mishra
Nov 09, 2025 04:04:06
Purulia, West Bengal:পুরুলিয়া : এবার বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডারের পরিষেবা মিলবে জেলা তৃণমূল কার্যালয় থেকে । পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে চালু হলো নতুন প্রকল্প 'নিঃশ্বাস'। বিভিন্ন অসুস্থতার সময় গুরুত্বপুর্ন জিনিসের মধ্যে একটি অক্সিজেন সিলিন্ডার।অনেক সময় সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালে মেলে না পর্যাপ্ত অক্সিজেন । বেসরকারি হাসপাতাল গুলি থেকে অক্সিজেন সিলিন্ডার নেওয়া ব্যয়বহুল । সেই কথা মাথায় রেখে এবার জেলা জুড়ে প্রয়োজনীয় ব্যক্তিদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা করবে তৃণমূল । জেলার বিভিন্ন প্রান্ত থেকে অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হলে পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেস থেকে চালু করা দুটি টোল ফ্রি নম্বর ৮০১৬৫২৪৭৭৩ এবং ৭৯০৮৫৫২৫০২ এ যোগাযোগ করলেই তা মিলবে । এছাড়াও ব্লক এবং জেলা স্তরের নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ করলেও মিলবে অক্সিজেন সিলিন্ডার । আগামীদিনে এই পরিষেবা আরও বাড়ানো হবে বলে দাবি জেলা তৃণমূল যুব সভাপতি গৌরব সিং । বাইট: গৌরব সিং (জেলা তৃণমূল যুব সভাপতি)
1
comment0
Report
ABArup Basak
Nov 09, 2025 04:03:44
Mal Bazar, West Bengal:অবশেষে বন্য বিধস্ত নাগরাকাটার বামনডাঙা চাবাগান এলাকা থেকে খাচা বন্দি হল চিতাবাঘ। উল্লেখ্য কিছুদিন আগে এলাকার এই চাবাগানের বাসিন্দা রাজু মাহালির গৃহ পালিত গরুকে মেরে ফেলেছিলো একটি চিতাবাঘ। অবশেষে সেই চিতাবাঘ খাচা বন্দি হয় গতকাল রাতে। বমনডাঙ্গার বিচ লাইনের বাসিন্দা রাজু মাহালির কয়েকটি গরু গত ৫ অক্টবর বন্যায় ভেসে যায়। শুধু একটি গরুই বেচে ছিলো কিন্তু বন্যার তিন দিন পর সেই গরুও খেয়ে নেয় চিতাবাঘ। এরপর খুনিয়া বন দপ্তর ওই এলাকায় ছাগলের টোপ দিয়ে খাচা পাতে। আর তাতেই গতকাল রাতে খাচা বন্দি হয় এই চিতাবাঘ। খুনিয়া রেঞ্জের বন কর্মিরা রাতে চিতাবাঘটিকে গরুমারায় নিয়ে যায়।
3
comment0
Report
MMManoranjan Mishra
Nov 09, 2025 03:00:41
Purulia, West Bengal:পুরুলিয়া : চলন্ত ট্রেন থেকে পড়ে জখম ১৩ বছর বয়সী এক বালক । ওই বালককে উদ্ধার করে পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় । শনিবার বিকেলে ঘটনাটি ঘটে দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের পুরুলিয়া রেল স্টেশনের অদূরে । আসানসোল- বরাভুম ট্রেনে দরজার সামনে বসেছিল ওই বালকটি । পুরুলিয়া রেল স্টেশনের অদূরে চলন্ত ট্রেনে অসাবধানতাবশত সে পড়ে যায় । এলাকার বাসিন্দারা তা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ওই বালকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । খবর দেওয়া হয় পুরুলিয়া জিআরপি থানায় । খবর পেয়ে হাসপাতালে যান পুরুলিয়া রেল স্টেশন মাস্টার চন্দ্র শেখর মাঝি। জানা যায়, তার বাড়ি পুরুলিয়ার টামনা থানার কাঁটাডি এলাকায়। আপাতত সুস্থ রয়েছে সে। বাইট: চন্দ্রশেখর মাঝি (পুরুলিয়া স্টেশন ম্যানেজার)
13
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 09, 2025 02:45:16
Baruipur, West Bengal:পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত ২,জখম ১ ক্যানিং - পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। পাশাপাশি ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১ জন। ক্যানিং থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে। ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে বাসন্তী থানার অন্তর্গত ৬ নম্বর সেোনাখালির বাসিন্দা পেশায় মোটর চালিত ইঞ্জিন ভ্যান চালক মামুন লস্কর(৩৫)। এদিন নিজের বাড়ির কাছেই আচমকা ইঞ্জিনভ্যান উল্টে গিয়ে চাপা পড়েন। গুরুতর জখম হয় মামুন। নিকট আত্মীয়রা তাকে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। অন্যদিকে এদিন ক্যানিং বারুইপুর রোড়ের বেতবেড়িয়া এলাকায় বাইক-টোটোর সংঘর্ষে মৃত্যু হয় সুরজিত মন্ডল(৩৫) নামে এক যুবকের। মৃতের বাড়ি জীবনতলা থানার অন্তর্গত গৌড়দহ সংলগ্ন গোঞ্চপুর এলাকায়। স্থানীয় সুত্রে জানা gিয়েছে এদিন টোটো চালক রাজেশ মন্ডল টোটো নিয়ে ছয়নি থেকে বারুইপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় অপর দিক থেকে আসছিল একটি বাইক। আচমকা দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর জখম হয় টোটো ও বাইক চালক। स्थानीय পথচারীরা তাদের কে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে বাইক চালক সুরজিত মন্ডল কে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা。
13
comment0
Report
KMKIRAN MANNA
Nov 09, 2025 01:02:14
Dihierench, West Bengal:ময়নাতে লক্ষীর ভান্ডার বন্ধ করেছে প্রশাসন, একচেটিয়া বিজেপি সমর্থিত হওয়ার কারণে বন্ধ করার অভিযোগ। এমন অভিযোগে রাজনৈতিকভাবে সরগরম ময়না।-- "আমি কান ধরে আদায় যদি না করতে পারি, আমি মেদিনীপুরের শুভেন্দু নয়, বিডিওকে হুঁশিয়ারি দিয়ে বললেন শুভেন্দু অধিকারী।" পূর্ব মেদিনীপুরের ময়নায় রাস উৎসবের শামিল হয় রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। এদিন তিনি রাস উৎসবের শ্রীকৃষ্ণের মূর্তির সামনে আরতি করেন। তবে তৃণমূলের প্রতিখল বিধায়ক সংগ্রাম দোলইয়ের আমন্ত্রণে তিনি ময়নায় রাস উৎসবে উপস্থিত হন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন সনাতনের ঐতিহ্য যদি ধরে না রাখেন তবে বাংলাদেশে সনাতনীরা যেভাবে নিশ্চিহ্ন হওয়ার পথে, আগামী দিনে আমাদের এখানেও হয়তো সেভাবে হবে। রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে মত পথ আলাদা আলাদা থাকতে পারে लेकिन আমরা সবাই সনাতনী আমরা সবাই হিন্দুস্তানি আমরা সবাই ভারতীয় এটা যেন আমাদের মধ্যে থাকে। এস আই আর নিয়ে শুভেন্দু অধিকারী বললেন abhiśek বন্দ্যোপাধ্যায়ের নাম না করে ওর পিসি ও ভাইপো ফরম ফিলাপ করে জমা করেছে,লোককে বিভ্রান্তিতে ফেলছে কেন? এসএসসিতে রেজাল্ট বেরিয়েছে অনেকে যারা চাকরি করতেন তারা অনেকেই লিস্টে নেই এবং চাকরি পেলেন না, তাদের প্রসঙ্গে বললেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর নাম না করে বললেন ভৃত্য বসু বলতে পারবে। আর যিনি পশ্চিমবঙ্গের একটাই তো পোস্ট, বাকি সব ল্যাম্প-পোস্ট, তিনি বলতে পারবেন, আমি তো বলতে পারব না। স্টেজ এম্বিয়েন্স দু মিনিট ১৫ সেকেন্ড থেকে কাউন্ট। বক্তব্যে বলেছেন শুভেন্দু অধিকারী। ময়না বিধানসভাটি বিজেপি হওয়ার কারণে এলাকায় সব লক্ষীর ভান্ডার বন্ধ করা হয়েছে, এমন অভিযোগের ভিত্তিতে শুভেন্দু অধিকারী বললেন এলাকার বিধায়ক অশোক দ্বীন্দার নেতৃত্বে ডেপুটেশন হবে। তারপর কি রকম কান মুড়ে আদায় করতে হয় আমি সেটা দেখিয়ে দেব। এটা ওদের বাপের টাকা নয়। ট্যাক্সের টাকা ও RBI থেকে লোন করা টাকা। সব ধর্মের মানুষ, সব দলের মানুষ সব ভারতীয়রা এটা পাবে। সবাই এটা পাবেন এবং প্রত্যেকের অধিকার আছে। আমরা কখনোই বলিনা রেশন পাচ্ছি এটা মোদিজীর টাকা, আমরা কখনো বলি না পি এম কিশান সম্মান নিধি দিই আমরা, এটা মোদিজীর টাকা। আমি আপনাদের মাধ্যমে সতর্ক করে দিয়ে গেলাম ভিডিওকে আগামী মঙ্গলবার অশোক দ্বীনদার নেতৃত্বে ডেপুটেশন হবে, ময়নার গোজিনা এবং বাকচা, গ্রাম পঞ্চায়েত এলাকায় বন্ধ করা হয়েছে লক্ষীর ভান্ডার।সেই দুই অঞ্চলের প্রধানরা থাকবেন কাগজপত্র সব রেডি করা হয়েছে। বিডিও-কে হুঁশিয়ারি দিয়ে বললেন-- "আমি বলে দিয়ে যাচ্ছি আমাকে যেন হাত না লাগাতে হয়। আমি বলে দিয়ে যাচ্ছি কান ধরে আদায় যদি না করতে পারি আমি মেদিনীপুরের শুভেন্দু অধিকারী নয়"।---এই বাইটটা এক মিনিট ৪৮ সেকেন্ডের মধ্যে আছে লাস্টের দিকে। বাইট স্টেজ বাইট শুভেন্দু অধিকারী।
14
comment0
Report
SMSubhasis Mandal
Nov 09, 2025 01:00:55
Howrah, West Bengal:নিজের ভাইয়ের হাতেই আক্রান্ত বিবাহিতা বোন ৷অমানবিক অত্যাচার চুলের মুটি ধরে বেধড়ক মারধরের ভিডিও প্রকাশ্যে ৷ আতঙ্কিত ওই মহিলা অভিযোগ দায়ের থানায়৷ ঘটনা আমনা থানা এলাকার রুইদাস পাড়ার জানা যায় নাসিমা বেগম নামের এই গৃহবধূ শ্বশুর বাড়ি থেকে সাংসারিক অশান্তির জেরে সেখান থেকে আমতার রুইদাস পাড়ায় নিজের বাপের বাড়ি স্বামী স্ত্রী দুজনে ই চলে আসেন বেশ কিছুদিন আগেই৷ সেখানে ছোট ভাইয়ের সম্পত্তির মধ্যে ছোট ভাইয়ের অনুমতিতে তারা ছোট ভাইয়ের বাড়িতেই বসবাস করেন ৷ অভিযোগ নাসিমার অন্য ভাই শেখ তপন আলী মাসখানেক ধরেই ওই বাড়ি ও জায়গা থেকে বোনকে বেরিয়ে যেতে বলেন ওই সম্পত্তি তার ৷ বোন নাসিমা জানায় যেহেতু ছোট ভাইয়ের সম্পত্তির ওপরে তারই অনুমতিতে বাড়িতে আছে তাই সে বেরোতে চায়নি ৷ এতেই রেগে যায় তার ভাই শেখ তপন আলী এই নিয়ে নাসিমার ওপর বিভিন্নভাবে অত্যাচার করতে থাকেন ভাই শেখ তপন আলী ৷ এই ঘটনায় দুদিন আগে জামাইবাবুকেও মারধর করেছিল নাসিমার ভাই তপন আলী৷ এরপরেও তাদের উপর অত্যাচার থেমে থাকে নি৷ দুদিন আগেই বোন নাসিমা কে অমানবিক ভাবে চুলের মুঠি ধরে বেধড়ক মারধরের একটি ভিডিও প্রকাশ্যে আসে ৷ সেখানে দেখা যায় শরীরের বিভিন্ন জায়গায় তাকে মারধর করা হয় পোশাক আশাক ছিড়ে দেয়া হয় চুলের মুঠি ধরে অমানবিকভাবে মারধর করে অত্যাচার করা হচ্ছে ৷ সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে শেখ তপন আলী৷ তার বক্তব্য এক্ষুনি ওই সম্পত্তি থেকে বেরিয়ে যেতে হবে ওই সম্পত্তি তার৷ নাসিমা জানায় তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিচ্ছে তার ভাই শেখ তপন আলী ৷ নিজের নিরাপত্তার অভাব বোধের কথাও জানায় সে একজন দাদা কিভাবে নিজের বোনকে এভাবে অমানবিক অত্যাচার করে মারধর করতে থাকে সেই ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷ নাসিমার অভিযোগ ঘটনায় আমতা থানায় অভিযোগ জানাতে গিয়েও পুলিশ অভিযোগ নিতে গড়িমসি করে শেষে দুবারের মাথায় তাদের অভিযোগ নেয়া হয়৷ নাসিমার স্বামী অসুস্থ দুটি বাচ্চা নিয়ে আতঙ্কে রয়েছে নাসিমা বেগম৷ সে হাত জড়ো করে সকলের কাছে নিরাপত্তা চাইছে৷
14
comment0
Report
SCSandip Chowdhury
Nov 08, 2025 18:18:34
Katwa, West Bengal:প্লাস্টিকমুক্ত গঙ্গা এবং আবর্জনা মুক্ত গঙ্গা তৈরির ডাক দিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে অগ্রদ্বীপের ঘাটে গঙ্গা আরতি করল ব্লক প্রশাসন। শনিবার সন্ধ্যেয় কাটোয়া ২ নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে গঙ্গা আরতি সম্পন্ন হল। शাস্ত्रীয় रীতি ও आচার मেনে মন্ত্র उच्चারণ के মধ্যে দিয়ে গঙ্গায় জ্বলন্ত প্রদীপ ভাসিয়ে দেওয়ার পরই শুরু হয় আরতি।দীপ প্রজ্বলিত প্রদীপদানি নিয়ে নিষ্ঠার সঙ্গে আরতি করলেন পাঁচ ব্রাহ্মণ। शनिवार সন্ধ্যেয় অগ্রদ্বীপ ঘাটে ঢাকের বাজনা সহ নাম সংকীর্তনের সঙ্গে প্রদীপ ভাসান ब्राह্মণগণ। गঙ্গा आरতি देखने নদীতীরবর্তী বাসিন্দারা উপস্থিত ছিলেন। বर्धমান জেলাপরিষদের সদস্য নিতাই সুন্দর মুখोपাধ্যা‌য় বলেন, গত কয়েকবছর ধরে আবর্জনা মুক্ত গঙ্গা রাখার ডাক দিয়ে এলাকাবাসীকে সচেতন করতে আরতি করা হয়। মাঝে বন্ধ ছিল আবার এবছর থেকে গঙ্গা আরতি চালু করা হল।
14
comment0
Report
BSBidhan Sarkar
Nov 08, 2025 18:17:52
Chinsurah, West Bengal:SIR আবহে ডানকুনিতে মৃতের বাড়িতে মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য,আর্থিক সাহায্য তুলে দিলেন পরিবারের হাতে。 গত ২ রা নভেম্বর ডানকুনির নজরুল পল্লির বাসিন্দা হাসিনা বেগমের( ৬০) হৃদরোগে মৃত্যু হয়, পরিবার ও স্থানীয় তৃনমুলের দাবি SIR এর কারনে মৃত্যু হয়েছে এই বৃদ্ধার। ২০০২ সালে ভোটার লিস্টে তার নাম না থাকায় আতঙ্কের মধ্যে ছিলেন হাসিনা বেগম, সেই আতঙ্কেই মৃত্যু হয়েছে তার। এর পরেই সেখানে পৌঁছান শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় এবং এই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন, ফের আাজ ডানকुनিতে মৃতের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য,তিনিও এই পরিবারের পাশে থানার আশ্বাস দেন, সেই মতো মৃতের তিন নাতনিকে এক লক্ষ টাকা করে দেন, তিনি বলেন এই টাকা এখন ফিক্সড ডিপোজিট করে রাখা হবে, এদের যখন আঠেরো বছর হবে তখন সেই টাকা এদের হাতে তুলে দেওয়া হবে, এবং সরকার সারা জীবন এদের পাশে থাকবে। মৃতের জা বলেন বাচ্চা গুলিকে এখন আমি দেখছি, রাজ্য সরকার আমাদের পাশে আছে এতে আমি খুশি。
14
comment0
Report
BSBidhan Sarkar
Nov 08, 2025 18:17:35
Chinsurah, West Bengal:ভোর রাতে মশারি কেটে তু্লে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার,তরাকেশ্বরে শিশু ধর্ষনের অভিযোগে থানায় বিক্ষোভ। চার বছরের শিশু কন্যা কে যৌন নির্যাতনের অভিযোগে উত্তেজনা তারকেশ্বরে।দফায় দফায় বিক্ষোভ বিজেপির। প্রথমে তারকেশ্বর গ্রামীন হাসপাতালে পুলিশের সামনে বিক্ষোভ পরে থানার সামনে বিক্ষোভ বিজেপির।অভিযোগ যৌন নির্যাতনের ঘটনায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ। শনিবার ভোরে তারকেশ্বর স্টেশন চত্‌র{}ষে আশ্রয় নেওয়া চার বছরের শিশু কন্যাকে ঘুমের মধ্যে মশারি কেটে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। শিশুর পরিবারের দাবি শনিবার ভোর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না শিশু টিকে।হন্যে হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয় পরিবারের পক্ষ থেকে। শনিবার দুপুরে স্টেশন সংলগ্ন ড্রেন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। তারকেশ্বর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।পরিবারের অভিযোগ শিশুটির যৌনাঙ্গ থেকে রক্ত ক্ষরণ হচ্ছিল তাহলে হাসলতাল থেকে পুলিশে কেন খবর দেওয়া হয়নি উঠছে প্রশ্ন। প্রাথমিক চিকিৎসার পর দুপুরেই শিশুটিকে নিয়ে পুলিশ‌র কাছে যায় শিশুর পরিবারের সদস্যরা।থানা থেকে তাদের চলে যেতে বলা হয় বলে অভিযোগ। যদিও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পর ফের মেডিকেল পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।পুলিশের গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের মধ্যেই বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মীরা।পাশাপাশি হাসপাতালের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে বিজেপি। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি চার বছরের শিশুর উপর চরম অত্যাচার চালানো হয়েছে যে বা যারা ঘটিয়েছে পুলিশ তাদের খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নিক। পুলিশ জানিয়েছে শিশুটির পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ পেয়েই প্রাথমিক ভাবে তদন্ত শুরু করা হয়েছে এবং শিশুটির মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে তারকেশ্বর থানার পুলিশ। তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় জানান, অত্যন্ত দুঃখজনক ঘটনা। যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটি রেল পুলিশের অন্তর্গত। রেল পুলিশের নিরাপত্তার অভাব রয়েছে বলে আমার মনে হয়। রাজ্য পুলিশের পক্ষ থেকে সকালেই অভিযোগ জানানোর কথা জানানো হয়েছিল। চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করার কথা শুনে দুস্থ ওই পরিবার থানা থেকে চলে যায়। পরবর্তী সময় শিশুটির চিকিৎসা সহ সব রকম ব্যবস্থা করেছে প্রশাসন। বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সম্পাদক পর্না আদক বলেন,একটা চার বছরের শিশুর নিরাপত্তা নেই।কে করেছে আমরা এর সঠিক বিচার চাই। পরে আহত শিশুটিকে চন্দননগর হাসপাতালে পাঠানো হয়।
14
comment0
Report
BSBidhan Sarkar
Nov 08, 2025 18:17:02
Chinsurah, West Bengal:ভোর রাতে মশারি কেটে তু্লে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার,তরাকেশ्वরে শিশু ধর্ষনের অভিযোগে থানায় বিক্ষোভ। চার বছরের শিশু কন্যা কে যৌন নির্যাতনের অভিযোগে উত্তেজনা তারকেশ্বরে।দফায় দফায় বিক্ষোভ বিজেপির। প্রথমে তারকেশ্বর গ্রামীন হাসপাতালে পুলিশের সামনে বিক্ষোভ পরে থানার সামনে বিক্ষোভ বিজেপির।অভিযোগ যৌন নির্যাতনের ঘটনায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ। শনিবার ভোরে তারকেশ্বর স্টেশন চত্বরের আশ্রয় নেওয়া চার বছরের শিশু কন্যাকে ঘুমের মধ্যে মশারি কেটে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। শিশুর পরিবারের দাবি Saturday ভোর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না শিশু টিকে।হন্যে হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয় পরিবারের পক্ষ থেকে। শনিবার দুপুরে স্টেশন সংলগ্ন ড্রেন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। তারকেশ্বর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।পরিবারের অভিযোগ শিশুটির যৌনাঙ্গ থেকে রক্ত ক্ষরণ হচ্ছিল তাহলে হাসলতাল থেকে পুলিশে কেন খবর দেওয়া হয়নি উঠছে প্রশ্ন। প্রাথমিক চিকিৎসার পর দুপুরেই শিশুটিকে নিয়ে পুলিশের কাছে যায় শিশুর পরিবারের সদস্যরা।থানা থেকে তাদের চলে যেতে বলা হয় বলে অভিযোগ। যদিও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পর ফের মেডিকেল পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।পুলিশের গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের মধ্যেই বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মীরা।পাশাপাশি হাসপাতালের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে বিজেপি। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি চার বছরের শিশুর উপর চরম অত্যাচার চালানো হয়েছে যে বা যারা ঘটিয়েছে পুলিশ তাদের খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নিক। পুলিশ জানিয়েছে শিশুটির পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ পেয়েই প্রাথমিক ভাবে তদন্ত শুরু করা হয়েছে এবং শিশুটির মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে তারকেশ্বর থানার পুলিশ। তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় জানান, অত্যন্ত দুঃখজনক ঘটনা। যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটি রেল পুলিশের অন্তর্গত। রেল পুলিশের নিরাপত্তার অভাব রয়েছে বলে আমার মনে হয়। রাজ্য পুলিশের পক্ষ থেকে সকালেই অভিযোগ জানানোর কথা জানানো হয়েছিল। চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করার কথা শুনে দুস্থ ওই পরিবার থানা থেকে চলে যায়। পরবর্তী সময় শিশুটির চিকিৎসা সহ সব রকম ব্যবস্থা করেছে প্রশাসন। বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সম্পাদক পর্না আদক বলেন,একটা চার বছরের শিশুর নিরাপত্তা নেই।কে করেছে আমরা এর সঠিক বিচার চাই। পরে আহত শিশুটিকে চন্দননগর হাসপাতালে পাঠানো হয়。
14
comment0
Report
Advertisement
Back to top