Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purulia723101

पूरुलिया में मुफ्त ऑक्सीजन सिलेंडर सेवा शुरू, कैसे पाएँ लाभ

MMManoranjan Mishra
Nov 09, 2025 04:04:06
Purulia, West Bengal
পুরুলিয়া : এবার বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডারের পরিষেবা মিলবে জেলা তৃণমূল কার্যালয় থেকে । পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে চালু হলো নতুন প্রকল্প 'নিঃশ্বাস'। বিভিন্ন অসুস্থতার সময় গুরুত্বপুর্ন জিনিসের মধ্যে একটি অক্সিজেন সিলিন্ডার।অনেক সময় সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালে মেলে না পর্যাপ্ত অক্সিজেন । বেসরকারি হাসপাতাল গুলি থেকে অক্সিজেন সিলিন্ডার নেওয়া ব্যয়বহুল । সেই কথা মাথায় রেখে এবার জেলা জুড়ে প্রয়োজনীয় ব্যক্তিদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা করবে তৃণমূল । জেলার বিভিন্ন প্রান্ত থেকে অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হলে পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেস থেকে চালু করা দুটি টোল ফ্রি নম্বর ৮০১৬৫২৪৭৭৩ এবং ৭৯০৮৫৫২৫০২ এ যোগাযোগ করলেই তা মিলবে । এছাড়াও ব্লক এবং জেলা স্তরের নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ করলেও মিলবে অক্সিজেন সিলিন্ডার । আগামীদিনে এই পরিষেবা আরও বাড়ানো হবে বলে দাবি জেলা তৃণমূল যুব সভাপতি গৌরব সিং । বাইট: গৌরব সিং (জেলা তৃণমূল যুব সভাপতি)
14
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChittaranjan Das
Nov 09, 2025 06:16:40
Durgapur, West Bengal:চায়ের চুমুক দিয়ে বসে আড্ডা। রাজনীতি, সমাজ, নেতা-নেত্রী নিয়ে প্রতিদিনের তর্ক-বিতর্কে মুখর থাকে দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডের এবিএল মোড়ে বয়স্কদের । কিন্তু বছরের একদিন সন্ধ্যায় সেই সমালোচকরা চায়ের কাপে চুমুক না দিয়ে হাতে নেন জীবনের অমৃত দান রক্তদান। দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডের এবিএল মোড়ে কমল কানন চায়ের আড্ডার তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত এই রক্তদান শিবির যেন হয়ে উঠেছিল উৎসবের মঞ্চ। শনিবার সন্ধ্যায় হাসি, গল্প, সঙ্গীত আর মানবতার সুরে মুখর হয়ে উঠেছিল এলাকা। শুধু আড্ডার নিয়মিত সদস্যরাই নয়, তাদের পরিবারও আজ এই মানবিক অনুষ্ঠানের অংশীদার। কেউ রক্ত দিচ্ছেন, কেউ উৎসাহ দিচ্ছেন, কেউ সঙ্গীতে প্রাণ ঢেলে দিচ্ছেন একসুরে গেয়ে উঠেছে সবাই, “চায়ের আড্ডা আজ মানবতার আড্ডা।” ৩০ জণ দক্ষতা রক্তদান করেন। দুর্গাপুরের একটি হাসপাতাল রক্ত সংগ্রহ করে। চায়ের দোকানের মালিক কমল চন্দ্র ঘোষ বলেন, “আমরা প্রতিদিন সমাজ নিয়ে আলোচনা করি, কিন্তু আজ সমাজের জন্য কিছু করে দেখানোর দিন।” এক কাপ চা, একটুখানি গল্প, আর একফোঁটা রক্ত, এই তিনে মিলেই এবিএল মোড়ে গড়ে উঠল বিপদে পড়া মানুষকে বাঁচানোর অঙ্গীকার。
2
comment0
Report
SRSanjoy Rajbanshi
Nov 09, 2025 06:15:51
Kalna, West Bengal:SIR আতঙ্কে স্ট্রোক হয়ে বিছানায় শয্যাশায়ী কালনার মহাপ্রভু পাড়া এলাকার এক ব্যক্তি। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে কালনার মহাপ্রভু পাড়া এলাকায় ভাড়া থাকেন ক্ষিতীশ শর্মা। এসআইআর ২০০২ সালের তালিকায় নাম নেই তার, একই সাথে তার বাবা-মা ছোটবেলায় মারা যাওয়ায় তাদেরও নাম পাচ্ছেন না তিনি। সেই আতঙ্ক থেকেই গাড়ি চালানো অবস্থায় তার স্ট্রোক হয়ে যায়। কোনক্রমে একজনের সহযোগিতায় ঐদিন বাড়ি ফেরেন তিনি, তারপরের দিনই ভর্তি হন কালনা হসপিটালে। বর্তমানে শারীরিক অবস্থা কিছুটা ভালো হলো তাকে পুরোপুরি মাস দেড়েকের জন্য বেড রেস্ট বলে চিকিৎসকরা। এরপরই ওই ব্যক্তির মেয়ে এবং স্থানীয় area's কাউন্সিলর তথা কালনা পৌরসভার উপ পৌরপতি তপন পড়েলকে সাথে নিয়ে কালনা এক নম্বর ব্লক বিডিও অফিসের দারস্ত হয় শনিবার বিকালে। এসআইআর আতঙ্কে বাবার স্ট্রোক হয়েছে, একমাত্র রোজগারে তিনিই, সরকারি সাহায্যে আবেদন জানিয়েছে তার মেয়ে। অসুস্থ ওই ব্যক্তি তিনি বলেন ছোটবেলায় বাবা-মা মারা যায় বাড়ির মেয়েদের কি হবে? এই নিয়ে চিন্তা গ্রস্ত হয়ে পড়েছিলাম যার কারণেই এই অসুস্থতা, বর্তমানে শয়্যাশায়ী তিনি। তার স্ত্রীও এদিন সরকারি সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন।
2
comment0
Report
KMKIRAN MANNA
Nov 09, 2025 06:15:21
Dihierench, West Bengal:ছেলের আকস্মিক মৃত্যুর শোকে মায়ের দোতলা ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা —মা ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ কোলাঘাটের রাইন গ্রাম পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের রাইন গ্রামে ঘটল মর্মান্তিক ঘটনা। কলেজ পড়ুয়া শুভাদ্রি বৈদ্য (২১) হঠাৎ সেরিব্রাল হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান। শুভাদ্রির বাবা রমেশ বৈদ্য জেলা পুলিশের ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চে কর্মরত। রবিবার ছেলের দেহ বাড়িতে পৌঁছাতেই শোকের ছায়া নামে পরিবারে। নিথর দেহ দেখে রাতে মা মানসী বৈদ্য বাড়ির তিনতলা থেকে ঝাঁপ দেন। তাঁকেও মেচেদার একটি নার্সিংহোমে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।একই দিনে মা-ছেলের মৃত্যুতে স্তব্ধ রাইন গ্রাম।
3
comment0
Report
DSDIBYENDU SARKAR
Nov 09, 2025 06:06:37
Arambag, West Bengal:আরামবাগঃ০৯ নভেম্বর বৈধ অনুমতি ও টেন্ডার ছাড়ায় শয়eee শয়ে শয়ে গাছ কেটে ফেলারের অভিযোগ উঠল বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। খানাকুল-১ ব্লকের ঠাকুরানিচক পঞ্চায়েতের এই ঘটনায় বিজেপি-তৃণমূল তর্জা তুঙ্গে। অভিযোগ, খানাকুলের মাইনান এলাকায় অরোরা খালের পাশে তিন শতাধিক গাছ বেআইনিভাবে কেটে ফেলেছে বিজেপি পরিচালিত ঠাকুরানিচক পঞ্চায়েত। এমনকী বহু গাছ পাচার করে বিক্রি পর্যন্ত করা হয়েছে। আরও গাছ কেটে পাচারের সময় গ্রামবাসীরা বাধা দেন। তাতেই এই ঘটনা সামনে আসে। এবিষয়ে তৃণমূলের তরফে বনদপ্তর ও খানাকুল-১ ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে। ঘটনার সরেজমিনে তদন্তে এসে অনুমতি ছাড়া গাছ কাটার কথা স্বীকার করেছেন বনদপ্তরের হাওড়া ডিভিশনের এডিএফও কমল সাহা। তিনি সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন। তৃণমূল নেতা অভিজিত বাগের দাবি, সর্বত্র বিজেপি পরিচালিত পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে সরকারি সম্পদ লুট হচ্ছে। এখানেও সেটাই হয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি পরিচালিত ঠাকুরানিচক পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ মাইতি। তাঁর দাবি, কিছু অসাধু ব্যক্তি গাছ কাটছিল। তাঁরা প্রশাসন ও বনদপ্তরে জানিয়েছেন। তৃণমূলের কাজই অভিযোগ করা। ওদের চুরির কাহিনি রাজ্যবাসী জানেন। তবে গাছ কাটাকে কেন্দ্র করে অভিযোগ ও পাল্টা অভিযোগে সরগরম খানাকুলের রাজনীতি।
1
comment0
Report
SMSubhasis Mandal
Nov 09, 2025 06:05:57
Howrah, West Bengal:হাওড়ার আমতায় ট্রেলার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ আহত প্রায় ২৫ বাস যাত্রী। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে আমতার দশনাম্বারের কাছে। জানা গেছে, ঝিখিরা-হাওড়া রুটের একটি যাত্রীবাহী বাস হাওড়ার থেকে ঝিখিরার দিকে আসছিল। আমতা-রাণীহাটি রোডের দশ নাম্বারের কাছে অপর দিক থেকে আসা একটি ট্রেলার বাসটিকে মুখোমুখি ধাক্কা মারে। ধাক্কা মারার পর রাস্তার পাশে থাকা নয়ানজুলিতে নেমে যায় ট্রলারটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। ছুটে আসেন আমতা থানা ও চন্দ্রপুর আউটপোস্টের পুলিশ। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আমতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, দুর্ঘটনায় ২০ -২৫ জন বাসযাত্রী আহত হন। দুর্ঘটনার ফলে বাসের মধ্যে আটকে পড়েন বাস চালক, পুলিশের সাহায্যে উদ্ধার গুরুতর আহত বাস চালক。
2
comment0
Report
ABArup Basak
Nov 09, 2025 06:04:55
Mal Bazar, West Bengal:রাতের অন্ধকারে হাতির তাণ্ডব, সাবাড় ৫ বস্তা চাল — ভগৎপুর চা-বাগানে চরম আতঙ্ক... গভীর রাতে ফের দাঁতাল আতঙ্কে কাঁপল নাগरাকাটার ভগৎপুর চা-বাগান এলাকা। দু’দাঁতাল হাতি প্রথমে ভগৎপুর চা-বাগানের বাঁশবাড়ি লাইনে গোয়েন্দা মিঞ্জু নামে এক ব্যক্তির গালামালের দোকানে হামলা চালায়। দোকান ভাঙচুর করে খাদ্যের খোঁজে ঢুকে পড়ে শুক্রা ওরাওয়ের বাড়িতে। তাঁর সবজি বাগান, কলাগাছ এবং শিমুলগাছ লণ্ডভণ্ড করে দেয় দাঁতাল দুটি। এরপর হাতিগুলি হামলা চালায় ভাইয়ালাল ওরাওঁ-র বাড়িতে। বাড়ির সামনের অংশ গুঁড়িয়ে ঘরে মজুত থাকা পাঁচ বস্তা চালের মধ্যে চার বস্তা আতপচাল সেখানেই খেয়ে ফেলে দাঁতাল দুটি। ফেরার পথে শুঁড়ে তুলে নিয়ে যায় আরও এক বস্তা সেদ্ধ চাল। তবে বস্তায় দাঁত ঢুকে যাওয়ায় পথে পথে চাল ছড়িয়ে পড়ে। সৌভাগ্যক্রমে পরিবারের সদস্যরা কোনোরকমে পালিয়ে প্রাণে বেঁচে যান। এই ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে আরও একটি দোকান ও একটি রান্নাঘর। বন দপ্তরের খুনিয়া রেঞ্জের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হাতি দুটিকে জঙ্গলে ফেরায়। বন দপ্তর জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পক্ষ থেকে আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা হবে। এদিকে ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
3
comment0
Report
PDPradyut Das
Nov 09, 2025 06:04:43
Jalpaiguri, West Bengal:রাজু ঢালী চালক সহ তুফান থাপা দুজন গ্রেপ্তারের পর জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের সঙ্গে সংবাদমাধ্যমে মুখোমুখি। রাজু ঢালী ও তুফান থাপা সম্পর্কে তিনি বলেন, সংবাদমাধ্যম এই কথা বলছে, কিন্তু আমি ব্লকের বিডিও হিসেবে কাজ করছি। আমার কাছে সমস্ত জনগণ আমার ঘনিষ্ঠ। তিনি বলেন আমি শুক্রবারও এই কথা বলেছেন সাংবাদিকরা যদি বিচারকের ভূমিকা পালন করে তাহলে সমাজের পক্ষে ক্ষতি। দেশের আইন বিভাগ আছে, বিচার বিভাগ আছে এবং সর্বোচ্চ কোর্ট রয়েছে। আমি মনে করি বিচার বিভাগের যে তদন্তগুলো চলছে সেট নিয়ে সংবাদমাধ্যম যদি বিচারকের ভূমিকা পালন করে অভিযুক্ত বলে প্রমাণিত করার চেষ্টা করে এটা খুব খারাপ জিনিস। সংবাদমাধ্যমকে আমি শ্রদ্ধা জানাই। সবাই সমান না তবে কিছু ব্যক্তি ও সাংবাদিক আছেন যারা পারলে নিজেই জাজমেন্ট দিয়ে দেন। আমি বিডিও রাজগঞ্জ প্রশান্ত বর্মন এটা ষড়যন্ত্র আমাকে কালিমা লিপ্ত করার একটা চক্রান্ত চলছে। বিডিও প্রশান্ত বর্মনকে গ্রেফতারের দাবি নিয়ে থানা ঘেরাওয়ের ডাক জেলা বিজেপির। সিবিআই তদন্তের দাবি জেলা বিজেপির।
3
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 09, 2025 05:18:32
Baruipur, West Bengal:মুদি দোকানে ভয়াবহ অগ্নিকান্ড,জখম মা মেয়ে গোসাবা - ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনায় গুরুতর জখম হলেন মা ও মেয়ে। ঘটনাটি ঘটেছে প্রত্যন্ত সুন্দরবনের কোষ্টাল থানার অন্তর্গত দয়াপুর তিন নম্বর গ্রামে। ঘটনায় গুরুতর জখম হয়েছে লতিকা মন্ডল ও তার আট বছরের মেয়ে অনুষ্কা। বর্তমানে মা ও মেয়ে স্থানীয় এক বেসরকারী চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, সুন্দরবন কোষ্টাল থানার অন্তর্গত দয়াপুর তিন নম্বর গ্রাম। গ্রামেই রয়েছে সুশান্ত মন্ডলের একটি মুদি দোকান। পাশাপাশি দোকানে ডিজেল ও পেট্রোল বিক্রি করতেন।এদিন ভোর রাতে আচমকা দোকান থেকে ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা সমগ্র দোকান গ্রাস করে নেয়। স্থানীয়রা দেখতে পেয়ে দৌড়ে আসে। বালতি করে জল দিয়ে আগুন আয়ত্বে আনার চেষ্টা করে। তবে দোকানের মধ্যে থাকা পেট্রোলের জন্য আগুনের ফুলকি আরো বাড়তে থাকে। সেই মুহূর্তে দোকানের মধ্যে ছিলেন লতিকা ও তার মেয়ে অনুষ্কা। তারা দুজনেই আগুনে ঝলসে যায়। স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে মা ও মেয়েকে উদ্ধার করে। লতিকা মন্ডলের অবস্থা আশাঙ্কাজনক হলে তাকে স্থানীয় একটি বেসরকারী নার্সিংহোমে নিয়ে যায় চিকিৎসার জন্য। স্থানীয়দের দাবী সম্ভবত পেট্রোল থেকে এমন ভযাবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।যার ফলে লক্ষাধিক টাকার সামগ্রী সহ মুদি দোকান পুরো ভষ্মীভূৎ হয়ে যায়。
5
comment0
Report
PSPrasenjit Sardar
Nov 09, 2025 05:18:18
Baruipur, West Bengal:মুদী দোয়ানকে ভয়াবহ অগ্নিকান্ড,জখম মা মেয়ে গোসাবা - ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনায় গুরুতর জখম হলেন মা ও মেয়ে। ঘটনাটি ঘটেছে প্রত্যন্ত সুন্দরবনের কোস্টাল থানার অন্তর্গত দয়াপুর তিন নম্বর গ্রামে। ঘটনায় গুরুতর জখম হয়েছে লতিকা মন্ডল ও তার আট বছরের মেয়ে অনুষ্কা। বর্তমানে মা ও মেয়ে স্থানীয় এক বেসরকারী চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, সুন্দরবন কোস্তাল থানার অন্তর্গত দয়াপুর তিন নম্বর গ্রাম। গ্রামেই রয়েছে সুশান্ত মন্ডলের একটি মুদি দোকান। পাশাপাশি দোকানে ডিজেল ও পেট্রোল বিক্রি করতেন।এদিন ভোর রাতে আচমকা দোকান থেকে ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা সমগ্র দোকান গ্রাস করে নেয়। স্থানীয়রা দেখতে পেয়ে দৌড়ে আসে। বালতি করে জল দিয়ে আগুন আয়ত্বে আনার চেষ্টা করে। তবে দোকানের মধ্যে থাকা পেট্রোলের জন্য আগুনের ফুলকি আরো বাড়তে থাকে। সেই মুহূর্তে দোকানের মধ্যে ছিলেন লতিকা ও তার মেয়ে অনুষ্কা। তারা দুজনেই আগুনে ঝলসে যায়। স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে মা ও মেয়েকে উদ্ধার করে। লতিকা মন্ডলের অবস্থা আশাঙ্কাজনক হলে তাকে স্থানীয় একটি বেসরকারী নার্সিংহোমে নিয়ে যায় চিকিৎসার জন্য। স্থানীয়দের দাবী সম্ভবত পেট্রোল থেকে এমন ভযাবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।যার ফলে লক্ষাধিক টাকার সামগ্রী সহ মুদি দোকান পুরো ভষ্মীভূত হয়ে যায়।
5
comment0
Report
CDChampak Dutta
Nov 09, 2025 05:17:48
Kaji Chak, West Bengal:গ্রামে চায়ের দোকান চালিয়ে চলছিল সংসার, আর সেই চা বিক্রেতার কান্ড দেখে হতবাক অনেকেই।প্রায় ৪ বছর ধরে লক্ষ্মী ভাঁড়ে জমানো তিল তিল করে ৬৯ হাজার টাকার কয়েন ও কিছু নগদ টাকা নিয়ে ড্রাম ভর্তি করে সোজা পৌঁছলো মোটর বাইকের দোকানে।সেই জমানো টাকা দিয়ে মেয়েকে কিনে দিলো স্কুটি গাড়ি। আর খুচরো টাকা গুনতে হিমশিম খেল মোটরবাইক শোরুমের কর্মীরা।প্রায় দুই ঘণ্টার উপর সময় লেগেছে আটজন কর্মীর সেই টাকা গুনতে জানালেন শোরুমের কর্মীরা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মৌলা গ্রামের বাসিন্দা বাচ্ছু চৌধুরী শনিবার মোটর বাইক কিনতে আসে চন্দ্রকোনার গোসাইবাজারে একটি মোটর বাইক শোরুমে।মোটর বাইক কিনতে আসা ক্রেতার এমন কান্ড জীবনে কখনো ঘটেনি বলছেন মোটর বাইক শোরুমের কর্মীরা।মোটর বাইক শোরুমের কর্মীরা প্রথমে বুঝতেই পারেননি এমন একটা ঘটনা ঘটতে চলেছে।তারা বলেন প্রথমে এক ভদ্রলোক দোকানে মোটরবাইকের দাম করতে থাকে তারপরে তিনি বলেন বেশি দাম হলে কিস্তিতে বাইк নেবেন।বাইক পছন্দের পর হঠাৎ বলে বসেন আমার খুচরো টাকা আছে নেবেন?প্রথমে দোকানদার ভাবতে পারেনি যে এত খুচরো টাকা হবে,পরে এত খুচরো দেখে অবাক হয়ে গিয়েছিল সকলে।তবে তারা দুই ঘন্টা ধরে সেই টাকা গুনে দেখে ৬৯ হাজার টাকা।ওই জমানো টাকার মধ্যে ছিল কিছু নোটও।দরিদ্র পরিবার,গ্রামে ছোটো খাটো চা মুড়ির দোকান চালিয়ে সংসার চালান বাচ্ছু চৌধুরী।বহু দিনের শখ ছিল টাকা জমিয়ে মেয়ের জন্য একটা স্কুটি গাড়ি কিনা।সেজন্য দোকান থেকে প্রতিদিনের রোজগারের টাকা থেকে ৫-১০ টাকা খুচরো কয়েন সরিয়ে লক্ষ্মী ভাঁڑ বা বকা ভাঁড়ে জমিয়ে রাখতে।সেই জমানো টাকা দিয়ে অবশেষে স্বপ্ন পুরন হল চন্দ্রকোনার বাচ্ছু চৌধুরী ও তার পরিবারের।এতো টাকার খুচরো একসাথে পেয়ে ভিরমি খাওয়ার পরিস্থিতি তৈরি হয় মোটর বাইক শোরুম কর্মীদের।
2
comment0
Report
PDPradyut Das
Nov 09, 2025 05:02:15
Jalpaiguri, West Bengal:রাজু ঢালী চালক সহ তুফান থাপা দুজন গ্রেপ্তারের পর জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন সংবাদ মাধ্যমের মুখোমুখি। রাজু ঢালী এবং তুফান থাপা কি আপনার ঘনিষ্ঠ এই প্রসঙ্গে তিনি বলেন, সংবাদমাধ্যম এই কথা বলছে, কিন্তু আমি ব্লকের বিডিও হিসেবে কাজ করছি। আমার কাছে সমস্ত জনগণ আমার ঘনিষ্ঠ। তিনি বলেন আমি শুক্রবারও এই কথা বলেছিলাম সংবাদমাধ্যম যদি বিচারকের ভূমিকা পালন করে তাহলে সমাজের পক্ষে ক্ষতি। দেশের আইন বিভাগ আছে, বিচার বিভাগ আছে এবং সর্বোচ্চ কোর্ট রয়েছে। আমি মনে করি বিচার বিভাগের যে তদন্ত গুলো হচ্ছে সেটা নিয়ে সংবাদ মাধ্যম যদি বিচারকের ভূমিকা পালন করে বিচার দেখিয়ে দেয় অভিযুক্ত বলে প্রমাণিত করার চেষ্টা করে এটা খুব খারাপ জিনিস। সংবাদ মাধ্যমকে আমি শ্রদ্ধা জানাই। সবাই সমান না তবে কিছু কিছু ব্যক্তি এবং সাংবাদিক আছেন যারা পারলে নিজেই জাজমেন্ট দিয়ে দেন। আমি বিডিও রাজগঞ্জ প্রশান্ত বর্মন বলছি এটা ষড়যন্ত্র আমাকে কালিমা লিপ্ত করার একটা চক্রান্ত চলছে।
10
comment0
Report
PDPradyut Das
Nov 09, 2025 04:45:32
Jalpaiguri, West Bengal:বিজেপির অপপ্রচারের জবাব দিতে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে বাংলার ডিজিটাল যোদ্ধাদের নিয়ে ট্রেনিং অনুষ্ঠিত হল জলপাইগুড়ির রাজগঞ্জে। মূলত তৃণমূলের ছাত্র ও যুবদের মধ্যে যাঁরা বাংলার ডিজিটাল যোদ্ধা হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করেছেন, তাঁদের নিয়ে ওই প্রশিক্ষণ শিবির। কটাক্ষ বিজেপি-র। তৃণমূলের আইটি সেলের সদস্যরা ট্রেনিং দেন। প্রায় দুশো জনেরও বেশি সদস্য বাংলার ডিজিটাল যোদ্ধা হিসেবে ট্রেনিং নেন। তৃণমূলের তরফে জানানো হয়েছে, বিভিন্ন ভুয়ো আইডি থেকে বিজেপি যেভাবে বাংলা ও বাঙালিদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছে, বাংলা ভাষা ও বাঙালির সংস্কৃতিকে অপমান করছে, তার জবাব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বাংলার ডিজিটাল যোদ্ধারা। কীভাবে সেই জবাব দেওয়া হবে, তারই প্রশিক্ষণ দেওয়া হয়। ওই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে.
7
comment0
Report
Advertisement
Back to top