Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712103

तारकेश्वर में 4 साल की बच्ची के साथ दुष्कर्म: भाजपा ने कार्रवाई की मांग तेज

BSBidhan Sarkar
Nov 08, 2025 18:17:02
Chinsurah, West Bengal
ভোর রাতে মশারি কেটে তু্লে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার,তরাকেশ्वরে শিশু ধর্ষনের অভিযোগে থানায় বিক্ষোভ। চার বছরের শিশু কন্যা কে যৌন নির্যাতনের অভিযোগে উত্তেজনা তারকেশ্বরে।দফায় দফায় বিক্ষোভ বিজেপির। প্রথমে তারকেশ্বর গ্রামীন হাসপাতালে পুলিশের সামনে বিক্ষোভ পরে থানার সামনে বিক্ষোভ বিজেপির।অভিযোগ যৌন নির্যাতনের ঘটনায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ। শনিবার ভোরে তারকেশ্বর স্টেশন চত্বরের আশ্রয় নেওয়া চার বছরের শিশু কন্যাকে ঘুমের মধ্যে মশারি কেটে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। শিশুর পরিবারের দাবি Saturday ভোর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না শিশু টিকে।হন্যে হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয় পরিবারের পক্ষ থেকে। শনিবার দুপুরে স্টেশন সংলগ্ন ড্রেন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। তারকেশ্বর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।পরিবারের অভিযোগ শিশুটির যৌনাঙ্গ থেকে রক্ত ক্ষরণ হচ্ছিল তাহলে হাসলতাল থেকে পুলিশে কেন খবর দেওয়া হয়নি উঠছে প্রশ্ন। প্রাথমিক চিকিৎসার পর দুপুরেই শিশুটিকে নিয়ে পুলিশের কাছে যায় শিশুর পরিবারের সদস্যরা।থানা থেকে তাদের চলে যেতে বলা হয় বলে অভিযোগ। যদিও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পর ফের মেডিকেল পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।পুলিশের গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের মধ্যেই বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মীরা।পাশাপাশি হাসপাতালের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে বিজেপি। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি চার বছরের শিশুর উপর চরম অত্যাচার চালানো হয়েছে যে বা যারা ঘটিয়েছে পুলিশ তাদের খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নিক। পুলিশ জানিয়েছে শিশুটির পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ পেয়েই প্রাথমিক ভাবে তদন্ত শুরু করা হয়েছে এবং শিশুটির মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে তারকেশ্বর থানার পুলিশ। তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় জানান, অত্যন্ত দুঃখজনক ঘটনা। যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটি রেল পুলিশের অন্তর্গত। রেল পুলিশের নিরাপত্তার অভাব রয়েছে বলে আমার মনে হয়। রাজ্য পুলিশের পক্ষ থেকে সকালেই অভিযোগ জানানোর কথা জানানো হয়েছিল। চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করার কথা শুনে দুস্থ ওই পরিবার থানা থেকে চলে যায়। পরবর্তী সময় শিশুটির চিকিৎসা সহ সব রকম ব্যবস্থা করেছে প্রশাসন। বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সম্পাদক পর্না আদক বলেন,একটা চার বছরের শিশুর নিরাপত্তা নেই।কে করেছে আমরা এর সঠিক বিচার চাই। পরে আহত শিশুটিকে চন্দননগর হাসপাতালে পাঠানো হয়。
6
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSandip Chowdhury
Nov 08, 2025 18:18:34
Katwa, West Bengal:প্লাস্টিকমুক্ত গঙ্গা এবং আবর্জনা মুক্ত গঙ্গা তৈরির ডাক দিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে অগ্রদ্বীপের ঘাটে গঙ্গা আরতি করল ব্লক প্রশাসন। শনিবার সন্ধ্যেয় কাটোয়া ২ নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে গঙ্গা আরতি সম্পন্ন হল। शাস্ত्रীয় रীতি ও आচার मেনে মন্ত্র उच्चারণ के মধ্যে দিয়ে গঙ্গায় জ্বলন্ত প্রদীপ ভাসিয়ে দেওয়ার পরই শুরু হয় আরতি।দীপ প্রজ্বলিত প্রদীপদানি নিয়ে নিষ্ঠার সঙ্গে আরতি করলেন পাঁচ ব্রাহ্মণ। शनिवार সন্ধ্যেয় অগ্রদ্বীপ ঘাটে ঢাকের বাজনা সহ নাম সংকীর্তনের সঙ্গে প্রদীপ ভাসান ब्राह্মণগণ। गঙ্গा आरতি देखने নদীতীরবর্তী বাসিন্দারা উপস্থিত ছিলেন। বर्धমান জেলাপরিষদের সদস্য নিতাই সুন্দর মুখोपাধ্যা‌য় বলেন, গত কয়েকবছর ধরে আবর্জনা মুক্ত গঙ্গা রাখার ডাক দিয়ে এলাকাবাসীকে সচেতন করতে আরতি করা হয়। মাঝে বন্ধ ছিল আবার এবছর থেকে গঙ্গা আরতি চালু করা হল।
7
comment0
Report
BSBidhan Sarkar
Nov 08, 2025 18:17:52
Chinsurah, West Bengal:SIR আবহে ডানকুনিতে মৃতের বাড়িতে মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য,আর্থিক সাহায্য তুলে দিলেন পরিবারের হাতে。 গত ২ রা নভেম্বর ডানকুনির নজরুল পল্লির বাসিন্দা হাসিনা বেগমের( ৬০) হৃদরোগে মৃত্যু হয়, পরিবার ও স্থানীয় তৃনমুলের দাবি SIR এর কারনে মৃত্যু হয়েছে এই বৃদ্ধার। ২০০২ সালে ভোটার লিস্টে তার নাম না থাকায় আতঙ্কের মধ্যে ছিলেন হাসিনা বেগম, সেই আতঙ্কেই মৃত্যু হয়েছে তার। এর পরেই সেখানে পৌঁছান শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় এবং এই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন, ফের আাজ ডানকुनিতে মৃতের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য,তিনিও এই পরিবারের পাশে থানার আশ্বাস দেন, সেই মতো মৃতের তিন নাতনিকে এক লক্ষ টাকা করে দেন, তিনি বলেন এই টাকা এখন ফিক্সড ডিপোজিট করে রাখা হবে, এদের যখন আঠেরো বছর হবে তখন সেই টাকা এদের হাতে তুলে দেওয়া হবে, এবং সরকার সারা জীবন এদের পাশে থাকবে। মৃতের জা বলেন বাচ্চা গুলিকে এখন আমি দেখছি, রাজ্য সরকার আমাদের পাশে আছে এতে আমি খুশি。
4
comment0
Report
BSBidhan Sarkar
Nov 08, 2025 18:17:35
Chinsurah, West Bengal:ভোর রাতে মশারি কেটে তু্লে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার,তরাকেশ্বরে শিশু ধর্ষনের অভিযোগে থানায় বিক্ষোভ। চার বছরের শিশু কন্যা কে যৌন নির্যাতনের অভিযোগে উত্তেজনা তারকেশ্বরে।দফায় দফায় বিক্ষোভ বিজেপির। প্রথমে তারকেশ্বর গ্রামীন হাসপাতালে পুলিশের সামনে বিক্ষোভ পরে থানার সামনে বিক্ষোভ বিজেপির।অভিযোগ যৌন নির্যাতনের ঘটনায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ। শনিবার ভোরে তারকেশ্বর স্টেশন চত্‌র{}ষে আশ্রয় নেওয়া চার বছরের শিশু কন্যাকে ঘুমের মধ্যে মশারি কেটে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। শিশুর পরিবারের দাবি শনিবার ভোর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না শিশু টিকে।হন্যে হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয় পরিবারের পক্ষ থেকে। শনিবার দুপুরে স্টেশন সংলগ্ন ড্রেন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। তারকেশ্বর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।পরিবারের অভিযোগ শিশুটির যৌনাঙ্গ থেকে রক্ত ক্ষরণ হচ্ছিল তাহলে হাসলতাল থেকে পুলিশে কেন খবর দেওয়া হয়নি উঠছে প্রশ্ন। প্রাথমিক চিকিৎসার পর দুপুরেই শিশুটিকে নিয়ে পুলিশ‌র কাছে যায় শিশুর পরিবারের সদস্যরা।থানা থেকে তাদের চলে যেতে বলা হয় বলে অভিযোগ। যদিও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পর ফের মেডিকেল পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।পুলিশের গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের মধ্যেই বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মীরা।পাশাপাশি হাসপাতালের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে বিজেপি। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি চার বছরের শিশুর উপর চরম অত্যাচার চালানো হয়েছে যে বা যারা ঘটিয়েছে পুলিশ তাদের খুঁজে বের করে উপযুক্ত ব্যবস্থা নিক। পুলিশ জানিয়েছে শিশুটির পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ পেয়েই প্রাথমিক ভাবে তদন্ত শুরু করা হয়েছে এবং শিশুটির মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে তারকেশ্বর থানার পুলিশ। তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় জানান, অত্যন্ত দুঃখজনক ঘটনা। যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটি রেল পুলিশের অন্তর্গত। রেল পুলিশের নিরাপত্তার অভাব রয়েছে বলে আমার মনে হয়। রাজ্য পুলিশের পক্ষ থেকে সকালেই অভিযোগ জানানোর কথা জানানো হয়েছিল। চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করার কথা শুনে দুস্থ ওই পরিবার থানা থেকে চলে যায়। পরবর্তী সময় শিশুটির চিকিৎসা সহ সব রকম ব্যবস্থা করেছে প্রশাসন। বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সম্পাদক পর্না আদক বলেন,একটা চার বছরের শিশুর নিরাপত্তা নেই।কে করেছে আমরা এর সঠিক বিচার চাই। পরে আহত শিশুটিকে চন্দননগর হাসপাতালে পাঠানো হয়।
5
comment0
Report
BSBarun Sengupta
Nov 08, 2025 14:48:06
9
comment0
Report
SMSubhasis Mandal
Nov 08, 2025 14:32:29
Howrah, West Bengal:উলুবেড়িয়া SIR মৃত্যু ঘটনায় জাহির মালের বাড়িতে মন্ত্রিসহ তৃণমূলের প্রতিনিধি দল৷ মুখ্যমন্ত্রীর ও অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা এসেছি৷ মমতা দিও অভিষেক ব্যানার্জি আপনাদের জন্য বার্তা দিয়েছেন যে চলে গেছে তাকে তো আমরা ফেরত দিতে পারবো না ৷ আমি এবং মন্ত্রী পুলক রায় আমরা এসেছি মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ৷ একটা অন্যায় কারণে যে চলে গেছে তাকে তো ফেরানো যাবে না আপনারা কোন অন্যায় করেননি ৷ দেশে যে নির্যাতন নামিয়া আনা হয়েছে তার ফল ভুগতে হচ্ছে আমাদের আতঙ্কে এই ধরনের ঘটনা ঘটছে ৷সরকার এবং দলগত ভাবে আপনার এই পরিবারের পাশে আমরা আছি৷ পাশাপাশি তিনি বলেন এই প্রতিটা চোখের জলের দাম দিতে হবে জ্ঞানেশ কুমার এবং অমিত শা কে৷ উলুবেড়িয়ার মালপাড়ায় জাহির মালের পরিবারের ভোটার লিস্টে নাম সংক্রান্ত গন্ডগোল থাকায় সেই আতঙ্কে যে আত্মহননের পথ বেছে নিল তার পরিবারের কি হবে এর মূল্য কে চোকাবে? তার পরিবারের কি হবে এর মূল্য চোকাতে হবে ভারতীয় জনতা পার্টি কে যারা গায়ের জোরে দাণবিকভাবে পশ্চিম বাংলার মানুষের উপর বুলডোজার চাপাতে চাইছে। বাংলার মানুষ 2026 এ তাদেরই এস আই আর করে দেবে৷ আমরা প্রথম থেকেই ছিলাম মন্ত্রী পুলক রায় আগেই এসেছিলেন আমরা সব রকম সাহায্য করব। যাতে এই পরিবারটা না ভাবে তাদের একজন উপার্জনশীল তিনি মারা গেছেন বলে তাদের পাশে কেউ নেই আমরা সব রকম সাহায্য এই পরিবারটির কে করব৷ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি পক্ষ থেকে আমরা এই পরিবারটির কাছে এসেছি৷ অন্যদিকে মন্ত্রী পুলক রায় জানান মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি আমাদের পাঠিয়েছেন দলের পক্ষ থেকে অরূপ চক্রবর্তী এসেছেন আমি প্রথম দিন থেকেই পরিবারটির পাশে ছিলাম আবারও আমরা এসেছি পরিবারের সব রকম ভাবে পাশে থাকার জন্য。 আজ উলুবেড়িয়া মালপাড়ায় এস আই আর আতঙ্কে মৃত জাহির মালের বাড়িতে এসে এমনটাই বললেন মন্ত্রী পুলক রায় এবং তৃণমূলের রাজ্য মুখপাত্র অরূপ চক্রবর্তী৷
6
comment0
Report
BSBidhan Sarkar
Nov 08, 2025 14:17:30
Chinsurah, West Bengal:পারফরম্যান্স খারাপ দুই চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ দলের,অনড় দুই হুগলির দুই চেয়ারম্যান। দলের নির্দেশ মানা উচিত বলছেন,জেলা সভাপতি。 বিধায়কদের রেয়াত কেন প্রশ্ন চুঁচুড়ার চেয়ারম্যানের。 তৃনমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন,গত লোকসভা নির্বাচনে যেসব এলাকায় ফল খারাপ হয়েছে সেখানে চেয়ারম্যান বদল করা হবে。 পূর্ব বর্ধমানের কয়েকটি পুরসভার চেয়ারম্যান বদলের পর হুগলির দুটি পুরসভার চেয়ারম্যান কেও নোটিশ ধরানো হয় দলের তরফে。 হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় ও বাসবিরা পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী কে পদত্যাগ করতে বলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুঁইন。 প্রথম মৌখিকভাবে সেই নির্দেশ দেওয়া হয়।কিন্তু দুই পুরসভা চেয়ারম্যান এখনও পর্যন্ত দলের সেই নির্দেশ মেনে তাদের পদত্যাগ জমা দেননি。 অমিত রায় বলেন, সুব্রত বক্সী ও মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চেয়ারম্যানের পদের জন্য নিয়োগ করেছেন। যদি কোন নির্দেশিকা থাকে তাহলে রাজ্য কমিটিকে লিখিতভাবে জানাতে হবে। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের নির্দেশ পেলে তবেই পদত্যাগ করব। কিন্তু আমায় কেউ মৌখিক বা লিখিত আকারে জানায়নি। হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুঁইন বলেছিলেন প্রদেশ থেকে আপনার কাছে নির্দেশ আসবে কিন্তু কোন নির্দেশিকা আমার কাছে আসেনি। দল যদি চায় পরিবর্তন করতে তাহলে সেটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে করা উচিত। আমার বিরুদ্ধে দূর্নীতির কোন অভিযোগ নেই। কিন্তু যে প্রশ্নটা উঠছে সেটা পৌরসভা এলাকায় দেড় হাজার ভোটে হার রয়েছে লোকসভায়। এছাড়াও বিধানসভা এলাকায়একাধিক পঞ্চায়েতে হার রয়েছে তাহলে তো বিধায়ক কেই সরে যেতে হয়। এর আগেও হুগলি লোকসভায় হার ছিল চুঁচুড়া তখন তো কাউকে সরানো হয়নি。 তাহলে কি আপনার বিরুদ্ধে চক্রান্ত চলছে? সেই প্রসঙ্গে অমিত রায় জানান, কোথা থেকে কি চক্র হচ্ছে বলতে পারব না। যদি দল আমাকে নির্দিষ্ট পদ্ধতিতে পদত্যাগের জন্য জানান তাহলে ছেড়ে দিয়ে চলে যাব。 এবিষয়ে চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার কিছু বলতে চাননি。 বাঁশবেরিয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী জানিয়েছেন একটা দলের আভ্যন্তরীণ বিষয়ে যা বলার দলকে বলবো。 অরিন্দম গুঁইন বলেন,অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন নির্বাচনের ফল খারাপ হলে ব্যবস্থা নেবেন।সেই মতো চুঁচুড়া ও বাঁশবেরিয়া পুরসভার দুই চেয়ারম্যান কে পদত্যাগ করতে বলা হয়েছে।আজ তাদের লিখিত আকারে আমি জানিয়ে দিয়েছি।আশা করি তারা দলের নির্দেশ পালন করবেন। তারা কি বলছেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি দলের নির্দেশ পালন করেছি।যা সবাইকে মানতে হবে。 ২০২২ সালে পুরসভা নির্বাচননের بعد গৌরিকান্ত মুখার্জি কে সরিয়ে হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান করা হয়েছিল অমিত রায় কে।বিধায়ক ঘনিষ্ঠ গৌরীকে সরিয়ে অমিতকে চেয়ারম্যান করা মানতে পারেননি বিধায়ক।বিভিন্ন ইস্যুতে পুরসভায় তৃণমূলের দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে।কুড়িজন কাউন্সিলর অমিতের বিরুদ্ধে অনাস্থা এনে দলের নেতৃত্ব কে চিঠি দিয়েছিল।তখন দল তার মান্যতা দেয়নি。 গত লোকসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভায় সারে আট হাজার ভোটে পিছিয়ে ছিলেন তৃনমূল প্রার্থী।সপ্তগ্রাম বিধানসভার মধ্যে থাকা বাঁশবেড়িয়া পুরসভায় ১১ হাজার ভোটে পিছিলে ছিলেন তৃনমূল প্রার্থী。 তার জন্য দুই পুরসভার চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না তারা。
12
comment0
Report
BSBidhan Sarkar
Nov 08, 2025 14:17:05
Chinsurah, West Bengal: এখন আর ভোট কেন্দ্রে যেতে পারেন না বাড়িতে বসেই vote দেন,বাড়িতে বসেই এসআইআর এর গণনা ফর্ম নিলেন শতায়ু প্রিয়বালা কুন্ডু।তার হাতে ফর্ম দিয়ে বিএলও বললেন উনি দীর্ঘজীবী হোন。 সত্যি দীর্ঘজীবী প্রিয়বালা।১৯২৩ সালে বাংলাদেশে জন্ম।বর্তমান বয়েস ১০৩ বছর। প্রথমে খড়দা তারপর চুঁচুড়া কপিডangsার বাসিন্দা হন তিনি।ছেলে বৌমা নাতি নাতনিদের নিয়ে সংসার। ২০০২ সালে ভোটার তালিকায় তার নাম আছে।তবে মাঝের কয়েকটা নির্বাচনে ভোট দেওয়া হয়নি কোনো কারনে নাম বাদ গিয়েছিল তার।গত বছর তার নাম ওঠে আবারও ভোট দেন গত লোকসভা নির্বাচনে।২৬ এর বিধানসভাতেও ভোট দিতে চান。 বৃদ্ধার পরিবারের সদস্যরা জানান,বয়সের কারনে কানে কম শোনেন প্রিয়বালা।তবে ভোট কি সেটা বোঝেন।আজ যখন বিএলও গুল্লেহা খাতুন এসআইআর ফর্ম তার হাতে তুলে দেন বৃদ্ধা বুঝতে পারেন এটা ভোটের কাগজ। তার আর কোনো কাগজ দেখাতে হবে না ২০০২ সালের তালিকায় নাম রয়েছে বলে。 বিএলও বলেন,আমার বুথে আর কোনো শতায়ু ভোটার নেই।বৃদ্ধার হাতে ফর্ম তুলে দিলাম।চাই উনি দীর্ঘজীবী হোন।।
14
comment0
Report
PDPradyut Das
Nov 08, 2025 14:16:38
Jalpaiguri, West Bengal:রিচা ঘোষের জন্য আমি গর্বিত। ও খুব ভালো খেলেছে। ওর জন্যই ম্যাচ জিতেছে, বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা ক্রিকেট টিম। জলপাইগুড়িতে অল ইন্ডিয়া ইন্টার সাই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে এসে এভাবেই শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষের প্রশংসা করলেন ভারতের জাতীয় দলের প্রাক্তন কোচ সুরেশ বাবু। তিনি বলেন, রিচা শুধু বাংলার নয়, ভারতের গর্ব। তবে রিচার পাশাপাশি অ্যাথলেটিক্স ও ফুটবলে যাঁরা উত্তরবঙ্গ থেকে নজির বিহীন পারফরম্যান্স করেছেন, তাঁদেরও প্রশংসা করেন তিনি। বলেন, সুযোগ সুবিধা পেলে উত্তরবঙ্গের ছেলেমেয়েরা ক্রীড়া ক্ষেত্রে দুর্দান্ত পারফরম্যান্স করতে পারবে বলে বিশ্বাস করেন তিনি।
12
comment0
Report
MMManoranjan Mishra
Nov 08, 2025 13:20:55
Purulia, West Bengal:পুরুলিয়া : ২০০৩ সাল থেকে খুন, তোলা আদায় সহ বিভিন্ন অপরাধমূলক কাজ করার পরেও পুলিশের নাগালের বাইরে ছিল কুখ্যাত অপরাধী পিন্টু ঘোষ । অবশেষে পুরুলিয়ার আদ্রার তৃণমূল সভাপতি হত্যা মামলায় মূল মাস্টারমাইন্ড পিন্টু ঘোষ সহ গ্রেফতার দুই কুখ্যাতি অপরাধী । অভিযুক্তদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ । তৃণমূল নেতা খুনের ঘটনায় দীর্ঘ প্রায় তিন বছরের অনুসন্ধানের পর পুরুলিয়া জেলা পুলিশ এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের প্রধান সূত্রধরকে পাকড়াও করতে সক্ষম হয়। ২০২২ সালের ২২ জুন আদ্রা শহরের তৎকালীন তৃণমূল সভাপতি ধনঞ্জয় চৌবে হত্যা মামলায় অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হল মূল পান্ডা পিন্টু ঘোষ ওরফে দীপঙ্কর ঘোষ এবং তার সহযোগী বিহারের বাসিন্দা যুগ্নু সিং ওরফে ধর্মেন্দ্র সিং। যুগ্গু বন্দুক সাপ্লাই সহ বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে পিন্টু ঘোষের সহযোগী ছিল। শনিবার ধৃত দুই অভিযুক্তকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পিন্টু ঘোষ আদ্রা শহরের বাসিন্দা । ২০০৩ সাল থেকে তার বিরুদ্ধে নানান অপরাধমূলক কাজের অভিযোগ থাকলেও পুলিশ তাকে গ্রেফতার করতে অক্ষম থাকে । অবশেষে গতকাল পিন্টু ঘোষকে ঝাড়খন্ডের নিমচা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় । বিভিন্ন ঠিকাদারি সংক্রান্ত বিবাদে পিন্টুর নাম বহুবার উঠে আসে। ওই হত্যাকাণ্ড ছাড়াও পুরুলিয়া, আদ্রা সহ ভিন রাজ্যের একাধিক অপরাধমূলক ঘটনার সঙ্গে যুক্ত ছিল সে। দীর্ঘদিনের গোপন নজরদারি ও তথ্যসূত্রের সহায়তায় অবশেষে পুরুলিয়া জেলা পুলিশের বিশেষ দল অভিযানে নেমে গ্রেফতার করে দুই অভিযুক্তকে । জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জী জানান, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালিয়ে এই ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
11
comment0
Report
BSBidhan Sarkar
Nov 08, 2025 13:20:26
Chinsurah, West Bengal: পারফরমেন্স খারাপ দুই চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ দলের,অনড় দুই হুগলির দুই চেয়ারম্যান। দলের নির্দেশ মানা উচিত বলছেন,জেলা সভাপতি। বিধায়কদের রেয়াত কেন প্রশ্ন চুঁচুড়ার চেয়ারম্যানের। তৃনমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন,গত লোকসভা নির্বাচনে জেসব এলাকা ফল খারাপ হয়েছে সেখানে চেয়ারম্যান বদল করা হবে। পূর্ব বর্ধমানের কয়েকটি পুরসভার চেয়ারম্যান বদলের পর হুগলির দুটি পুরসভার চেয়ারম্যান কেও নোটিশ ধরানো হয় দলের তরফে। হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় ও বাসবিরা পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী কে পদত্যাগ করতে বলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুঁইন। প্রথম মৌখিকভাবে সেই নির্দেশ দেওয়া হয়।কিন্তু দুই পুরসভার চেয়ারম্যান এখনো পর্যন্ত দলের সেই নির্দেশ মেনে তাদের পদত্যাগ জমা দেননি। অমিত রায় বলেন, সুব্রত বক্সী ও মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চেয়ারম্যানের পদের জন্য নিয়োগ করেছেন। যদি কোন নির্দেশিকা থাকে তাহলে রাজ্য কমিটিকে লিখিতভাবে জানাতে হবে। দলের রাজ্য সভাপত সুব্রত বক্সি ও পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের নির্দেশ পেলে তবেই পদত্যাগ করব। কিন্তু আমায় কেউ মৌখিক বা লিখিত আকারে জানায়নি। হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুঁইন বলেছিলেন প্রদেশ থেকে আপনার কাছে নির্দেশ আসবে কিন্তু কোন নির্দেশিকা আমার কাছে আসেনি। দল যদি চায় পরিবর্তন করতে তাহলে সেটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে করা উচিত। আমার বিরুদ্ধে দূর্নীতির কোন অভিযোগ নেই। কিন্তু যে প্রশ্নটা উঠছে সেটা পৌরসভা এলাকায় দেড় হাজার ভোটে হার রয়েছে লোকসভায়। এছাড়াও বিধানসভা এলাকায়একাধিক পঞ্চায়েতে হার রয়েছে তাহলে তো বিধায়ক কেই সরে যেতে হয়। এর আগেও হুগলি লোকসভায় হার ছিল চুঁচুড়ার তখন তো কাউকে সরানো হয়নি। পরবর্তী আলোচনায় বলেছিলেন যেখানে যাতে চক্রান্ত চলছে সেখানে বলা যাবে না। তাইলে কি আপনার বিরুদ্ধে চক্রান্ত চলছে? সেই প্রসঙ্গে অমিত রায় জানান, কোথা থেকে কি চক্রান্ত হচ্ছে বলতে পারব না। যদি দল আমাকে নির্দিষ্ট পদ্ধতিতে পদত্যাগের জন্য জানান তাহলে ছেড়ে দিয়ে চলে যাব। এবিষয়ে চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার কিছু বলতে চাননি। বাঁশবেরিয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী জানিয়েছেন বাবা দলের আভ্যন্তরীণ বিষয়ে যা বলার দলকে বলবো। অরিন্দম গুঁইন বলেন,অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন নির্বাচনের ফল খারাপ হলে ব্যবস্থা নেবেন।সেই মতো চুঁচુড়া ও বাঁশবেরিয়া পুরসভার দুই চেয়ারম্যান কে পদত্যাগ করতে বলা হয়েছে।আজ তাদের লিখিত আকারে আমি জানিয়ে দিয়েছি।আশা করি তারা দলের নির্দেশ পালন করবেন। তারা কি বলছেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি দলের নির্দেশ পালন করেছি।যা সবাইকে মানতে হবে। ২০২২ সালে পুরসংভা নির্বাচনের পর গৌরিকান্ত মুখার্জি কে সরিয়ে হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান করা হয়েছিল অমিত রায় কে।বিধায়ক ঘনিষ্ঠ গৌরীকে সরিয়ে অমিতকে চেয়ারম্যান করা মানতে পারেননি বিধায়ক।বিভিন্ন ইস্যুতে পুরসভায় তৃণমূলের দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে।কুড়িজন কাউন্সিলর অমিতের বিরুদ্ধে অনাস্থা এনে দলের নেতৃত্ব কে চিঠি দিয়েছিল।তখন দল তার মান্যতা দেয়নি। গত লোকসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভায় সারে আট হাজার ভোটে পিছিয়ে ছিলেন তৃনমূল প্রার্থী।সপ্তগ্রাম বিধানসভার মধ্যে থাকা বাঁশবেড়িয়া পুরসভায় ১১ হাজার ভোটে পিছিলে ছিলেন তৃনমূল প্রার্থী। তার জন্য দুই পুরসভার চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না তারা.
13
comment0
Report
Advertisement
Back to top