Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101

सरकार के घाट बनाने के नाम पर पेड़ काटे: ग्राम पंचायत सदस्य के खिलाफ शिकायत

DGDebabrata Ghosh
Dec 28, 2025 10:49:06
Howrah, West Bengal
जगৎবল্লভપુર দু'নম্বর গ্রাম پঞ্চায়েত এলাকায় খাঁড়াপাড়া কানা দামোদর নদীর পাশে সরকারি প্রকল্পের ঘাট তৈরির নামে আট থেকে দশটি গাছ কেটে ফেলায় অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। রাতের অন্ধকারে গাছ কেটে পাচারের সময় গ্রামবাসীরা রুখে দাঁড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। গাছ কাটার কাজে যুক্ত কয়েকজন শ্রমিককে আটক করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা, জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতির আশ্বাস।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MDMritunjay Das
Dec 28, 2025 10:49:47
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 28, 2025 10:49:28
Dihierench, West Bengal:নন্দীগ্রামে শুভেন্দুর বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী জানুয়ারি মাসের ১৫ তারিখ এবং ২৪ তারিখ পূর্ব মেদিনীপুর জেলায় আসছেন সেবাশ্রয় উদ্বোধন করবেন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বললেন----তাতে অসুবিধে নেই, আমরা তো সেবা ডেইলি দিই। সেবাদান দিতে আসছেন মানে পরিষেবা দিতে আসছেন তার মানে আপনার পিসি ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ এটাই প্রমাণিত হয়। করছেন ভালো কথা। কোথা থেকে টাকা নিয়ে আসছেন চুরির টাকা কিনা আমি সব হিসেব নেব। কোন খাতের টাকা সব হিসেব নেব। আর কোন হাসপাতাল থেকে চিকিৎসক তুলে আনছেন তারও লিস্ট দেখবো। আর নন্দীগ্রামে মমতা ব্যানার্জি অনেক কিছু দিতে চেয়েও হিন্দুদের কিনতে পারেনি। আর একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে ভাইপোবাবু আপনিও নন্দীগ্রামের হিন্দুকে কিনতে পারবেন না ।আমি হিন্দুদের আত্মীয় ,তারা জানে এ আছে বলে শান্তি আছে ।নইলে কাজাহার রুকুমুদ্দিন সুফিয়ান শাহাবুদ্দিনের হাতে নন্দীগ্রাম রক্তাক্ত হতো। এবার একটু বড় অংশের রাষ্ট্রবাদী মুসলিমদেরও আমি পাব。 অভিষেকের অভিযোগ কতজন বাংলাদেশী কতজন রোহিঙ্গা প্রকাশের দাবি এই প্রসঙ্গে বললেন----উনি কি দাবি করলেন তার জন্য কমিশন নেই উনি ভারতবর্ষের ৫৪০-৪৫ জনের মধ্যে একজন, উনাকে আপনারা গুরুত্ব দিতে পারেন নির্বাচন কমিশন গুরুত্ব দেয় না। আমরাও সিরিয়াসলি নিই না। হিসেব ১৪ই ফেব্রুয়ারি পর দিয়ে দেবে। বাংলাদেশে দিপুদাশ হত্যার জামাত রাজনীতি করছে। এদেশে বিজেপির রাজনীতি করছে। এই প্রসঙ্গে বললেন---আমি উনার পিসিকে হারিয়েছি। আমি উনার কথার উত্তর দেব না আমাদের কোন ওনাকে নিয়ে মাথা ব্যথা নেই। এদেশের হিন্দুরা লড়েছে লড়বে। আর বাংলাদেশের মুসলিমরা যদি হুমায়yunের বাবরি মসজিদের জন্য টাকা পাঠাতে পারে আমরাও দিপু দাসের পরিবারের জন্য টাকা পাঠাতে পারি。 এস আই আর চলছে আশী বছর উর্ধ্ববয়স্কা নাম পোস্ট করে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে এই বৃদ্ধার নাম বাদ গেছে তাকে অসুস্থ অবস্থায় সিঁড়ি ভেঙ্গে উঠতে হচ্ছে। ওই বৃদ্ধা কি রোহিঙ্গা নাকি? এই নিয়ে বললেন---আমি এটা আনম্যাপ্ট হতে পারে। নিয়ে পার্টিকুলার কিছু বলতে পারব না এটা রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তারা যেমন আন ম্যাপ্ট আছেন এমনি প্রয়োজন ম্যাপিংগো আছেন। সেটা তো খোলেনি কমিশন খুললে বুঝা যাবে। ভারত সেবাশ্রমে 22 জন সন্ন্যাসী হেয়ারিংয়ে গেছেন তৃণমূল বলছে ৪০ জনের নাম বাদ গেছে। এই প্রসঙ্গে বললেন---মিথ্যা কথা ,তৃণমূলের মুখ্যমন্ত্রী একটাও সত্যি কথা বলে না, তার দল সত্যি কথা বলবে এটা কি করে আশা করা যায়। এই যে টোটোতে করে নন্দীগ্রামে ঘোরাচ্ছে চুরির পাঁচালী গ্রামের লোকই থুতু ফেলছে, মিথ্যা কথা বলছে প্রত্যেক গ্রামের ছেলেদের ১০০ থেকে দেড়শ শতাংশ ভিন রাজ্যে গেছে কোন মহিলা সুরক্ষিত নয় কাজ নেই। আমার মনে হয় সৌগত রায় বলতে চেয়েছেন দিপুদাসকে যারা পুড়িয়ে মেরেছে, তারা সকলে মমতা ব্যানার্জিকে ভালবাসেন। এটাই হয়তো বাস্তব সত্যি। যাহা ইউনুস মোল্লা তাহাই খালা মমতা।
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 28, 2025 10:30:49
Durgapur, West Bengal:আবার ধস, বাড়িতে ফাটল, জমিতে ধস, ইসিএলএর বিরুদ্ধে ক্ষোভ সাধারণের। শীতের ভোরে বিকট শব্দ, আতঙ্কে মানুষজন বেরিয়ে দেখে নেমেছে ধস।কনকনে শীতেই আতঙ্কে বেড়ে যায় আরও কাঁপুনি। রবিবার সকালে এমনই ভয়ানক ঘটনা ঘটল রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের পশ্চিম বर्धমান জেলার অন্ডালের খাস কাজোড়ার পিডি এলাকায়। স্থানীয়দের অভিযোগ, বোম ফাটার মত শব্দ উঠল। তারা বেরিয়ে এসে দেখেন বসতি এলাকার পাশের ফাঁকা জমিতে ধস নেমেছে। প্রায় ২০০ ফুট গভীর এবং ২০০ ফুট চওড়া ধসের আকার। একাধিক আবাসনে ধরেছে ফাটল। সকাল থেকে গোটা এলাকায় আতঙ্ক বেড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন ইসিএল এর আবাসিকরাও। যদিও ইসিএলের তরফ থেকে গোটা এলাকা বিপজ্জনক লেখা কার্ডেন দিয়ে ঘিরে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনারস্থলে পৌঁছালেন জেলা পরিষদের সহকারি সভাধিপতি বিষ্ণুদেও নুনিয়া। তিনি সরাসরি কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললেন। স্থানীয় বাসিন্দা শ্যাম দেও বলেন, "এই ঘটনার পর থেকে আমরা চরম আতঙ্কে রয়েছি। এইভাবে ধস নামতে থাকলে আমাদের প্রাণ সংশয়ও হতে পারে যখন তখন।" জেলা পরিষদের সহকারি সভাধিপতি বিষ্ণুদেও নুনিয়া বলেন, " আজ থেকে প্রায় দুই-তিন মাস আগেও সরষডাঙা এলাকায় যে ধস নেমেছিল সেখানে প্রায় ৮-১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। দুই-তিনটি বাড়ি তো পুরোপুরি শেষ হয়ে গেছে। আমরা গত তিন মাস ধরে ইসিএল কর্তৃপক্ষকে বলছি স্থায়ী সমাধান করুন। আজ থেকে এক সপ্তাহ আগে আবার ধস নেমেছিল। ফের এখানে হল। কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি হল, এটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে তদন্ত করে দেখা হোক, পরিদর্শন করে দেখা হোক যে কীভাবে এটাকে আটকানো যায়। কেউ ১০০ বছর, কেউ ৫০, ৬০ বা ৭০ বছর ধরে বাস করছেন। তাদের পুনর্বासনের ব্যবস্থা করতে হবে। এটা দিদির সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার। কোনো গরিবের ওপর বুলডোজার চালানো যাবে না। এটা যোগী বা নীতিশ কুমারের সরকার নয়। এটা দিদির সরকার, এখানে গরিবদের এভাবে তাড়ানো যাবে না। আর একটা জিনিস আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি, যা কিছু হচ্ছে তার একমাত্র কারণ হল প্রধানমন্ত্রীর নীতি। ভারত সরকারের ইশারা রয়েছে যে কোনোভাবে এলাকায় মানুষদের বিরক্ত কর, বুলডোজার চালাও, তাড়াও। কিন্তু আমরা জানিয়ে রাখছি দ্রুততার সাথে পুনর্বাসনের ব্যবস্থা করা না হলে আন্দোলন শুরু করব।" এ বিষয়ে ইসিএলের কোন প্রতিক্রিয়া মেলেনি।
0
comment0
Report
AMAshok Manna
Dec 28, 2025 10:20:13
Kolkata, West Bengal:ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মধ্যে আজ পুজালী ও বিদ্যানগরে এসআইआर এ নাম না উঠায় আজ থেকে জেলায় শুরু হল হেয়ারিং এর কাজ। দক্ষিণ ২৪ পরগনা জেলায় পুজালীতে বেশ কিছু মানুষকে আজ হেয়ারিং এ ডাকা হয় । অনেক ক্ষেত্রে শেয়ারিংয়ে ডাকার পর তাদের ভুল সংশোধন করা গেলেও কিছু মানুষ আছে যাদের বেশ কিছুকাল আগে তার বাবা-মা মারা গেছে তাদের কোন নথিপত্র না থাকার কারণে নির্দিষ্ট প্রমাণ ও নথিপত্র না থাকার কারণে তাদের কি হবে তাদের জানা নেই। হিয়ারিং এসেও তারা অনিশ্চিত অবস্থায় বাড়ি ফিরতে হচ্ছে বলে দাবি। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আজ যে সব জায়গায় হেয়ারিং হচ্ছে তা নয়। সেক্ষত্রে সাতগাছিয়া অঞ্চলে দুই এক জায়গায়। এবং বজবজ পূজালিতে কিছু মানুষকে হেয়ারিং-এর জন্য ডাকা হয।প্রথম দিন ডায়মন্ড হারবারজেলার কয়েকটিটি ব্লকের ব্লক অফিসে কাজ শুরু হয়েছে। আজ প্রথম সকলের বক্তব্য ডেকে পাঠিয়েছে তাই আসতেই হল , যদি ভোটার তালিকায় নাম না উঠে। তারই জন্য শেয়ারিংয়ে আসতে হয়েছে
0
comment0
Report
STSrikanta Thakur
Dec 28, 2025 10:19:58
Dinajpur, Rangpur Division:dakshin Dinajpur district employees credit limited cooperative society limited রবিবার সমবায় সমিতি নির্বাচন প্রক্রিয়া কে কেন্দ্র করে চাঞ্চল্য। এই সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমর্থিত কর্মী ফেডারেশনের বিরুদ্ধে ব্যালট ছিনতাই ও ছাপ্পা ভোটের অভিযোগ কো-অর্ডিনেশন সংগঠনভুক্ত সরকারি কর্মচারীদের। রবিবার সকালে ভোট শুরু হতেই কিছুক্ষণ বিদেশ থাকলেও একদল বহিরাগত অভিযাত্রী প্রাথমিক স্কুলে নির্বাচনের চত্বরে প্রবেশ করেমেম্বার ও সদস্যদের মারধর করা হয় ব্যালট বক্স কেড়ে নিয়ে ছাপ্পা ভোট চালায় বলে অভিযোগ । অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে ফেডারেশনের সদস্যরা তারা বলেছেন শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে বিরোধীরা অপপ্রচার চালিয়ে শান্তিপূর্ণ ভোটকে অশান্ত করার চেষ্টা করছে। এই সমবায়ের বোর্ড মেম্বার 9 টা। অর্থাৎ নটা জন্য ভোটগ্রহণ চলছিল এবং সদস্য সংখ্যা মোট ১৪৪ জন।যারা সকলেই বিভিন্ন সরকারি অফিসে চাকরি করেন। ১৯ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তৃণমূল সমর্থিত ফেডারেশন, এবং বামফ্রন্টের কোর্ডিনেশন কমিটির সদস্যরা রয়েছেন এই মেম্বারে। ১৯৪৮সালে এই সমবায়ের পথ চলা শুরু মূলত সরকারি কর্মীদের স্বার্থ রক্ষার জন্যই সবাই তৈরি করা হয়েছিল শেষবার ২০১৫ সালে ভোট সেই বোর্ডের মেয়াদ শেষ হয়েছে ২০১৭সালে তারপর থেকে আর কোন ভোট হয়নি। অভিযোগ এই সমায়ের কোন অডিটও করাইনি বিগত বোর্ড। তবে কোর্ড নেশনের তোলা অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ফেডারেশনের নেতৃত্ব তারা বলেছেন শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। 1/ প্রদীপ কুমার সাহা কো-অর্ডিনেশন কমিটির সদস্য 2/ সঞ্জীব দত্ত ফেডারেশনের সভাপতি। 3/সাথী নন্দী প্রার্থী নির্বাচনে 4/ শ্রীকান্ত ঠাকুর ptc
0
comment0
Report
SPSANDIP PRAMANIK
Dec 28, 2025 09:49:04
Kolkata, West Bengal:TVU 21 ওয়েদার পিসি সৌরিস বন্দ্যোপাধ্যায় আবহাওয়াবিদ আলিপুর কলকাতা বছর এর শেষ ও শুরু তে সারা রাজ্য জুড়ে ম্যাক্সিমাম এবং মিনিমাম তাপমাত্রা বৃদ্ধি পাবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি যেটা স্বাভাবিকের থেকে সামান্য কম। আগামী দু তিন দিন তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই তারপর মিনিমাম তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাবে। কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল আগামী দু'দিন সর্বোচ্চ তাপমাত্রা ২২ থেকে ২৩ এবং সর্বনিম্ন ১৩ ডিগ্রির আশপাশে থাকবে। বছরের শুরুতে তাপমাত্রা বেড়ে ১৫ থেকে ১৬ ডিগ্রি কাছাকাছি যাবে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ থেকে ২৫ এর আশপাশে থাকবে। পশ্চিমে জেলার তাপমাত্রা কলকাতা থেকে তিন থেকে চার ডিগ্রি কম থাকবে । তিন চার দিন পরে পশ্চিমের জেলা গুলিতে সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়বে। আগামী দুদিন হালকা থেকে মাঝারি কুয়াশা ও বছরের শেষ এবং শুরুতে কুয়াশার পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই। দার্জিলিঙে গত ২৪ ঘন্টায় তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি , অন্যান্য জেলা গুলি থেকে ১১ থেকে ১২ ডিগ্রি তাপমাত্রা রয়েছে। কুয়াশার কারণে উত্তরবঙ্গের দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম আছে।যেটা আগামী দুদিন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে শুষ্ক অববাহই থাকবে।দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে বছরের শুরুতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিঙে এবং কালিম্পং পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে বছরের শুরুতে ।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 28, 2025 09:48:40
Howrah, West Bengal:এসআইআর চক্রান্তের বিরুদ্ধে হাওড়া ডোমজুড়ে বিধায়ক কল্যাণ ঘোষের নেতৃত্বে রবিবার সকালে এক মহা মিছিলের আয়োজন করা হয়। ওই মহা মিছিল ডোমজুড়ের সলপ মোড়ে এসে শেষ হয়। কল্যাণ ঘোষ বলে, যেভাবে দু'মাস ধরে এসআইআর এর নাম করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে তার প্রতিবাদেই এই মহা মিছিল। ইতিমধ্যেই সারা বাংলায় এসআইআর এর চাপেপড়ে অনেক বিএলও'র মৃত্যু পর্যন্ত হয়েছে। এসআইআর এর ফর্ম পূরণের পর শুনানিতে বয়স্ক, প্রতিবন্ধী মানুষদেরও ডাকা হচ্ছে। অনেক দূরে গিয়ে তাঁদের নথি জমা দিতে হচ্ছে। হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এরই প্রতিবাদে আজকে আমরা এই মহা মিছিলের ডাক দিয়েছি। কেন্দ্রীয় সরকার ষড়যন্ত্র করে নির্বাচন কমিশনকে ব্যবহার করে এইএসআইআর করছে বলেও তিনি অভিযোগ তোলেন।
0
comment0
Report
EGE GOPI
Dec 28, 2025 08:50:58
Kharagpur, West Bengal:*চা খেতে গিয়ে মদ্যপদের হামলায় জখম হয়েছিলেন, মৃত্যু হলো সিভিক ভলেন্টিয়ারের, খড়্গپورের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত সহ ২* শীতের রাতে বন্ধুদের সাথে চা খেতে গিয়ে মদ্যপদের হামলার শিকার হয়েছিলেন। কটকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের আইবি শাখায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার তুলসি রাও (উদয়)-এর। শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বছর তিরিশের এই সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এও জানা গেছে, গত ১৫ ডিসেম্বর, সোমবার গভীর রাতে (ঘড়ির কাঁটার হিসেবে অবশ্য ১৬ ডিসেম্বর, মঙ্গলবার রাত্রি ১২টা নাগাদ) উদয় তাঁর দুই বন্ধু প্রকাশ ও দেবেন্দ্রকে সঙ্গে নিয়ে খড়গপুর স্টেশন সংলগ্ন মাল গোডাউন এলাকায় একটি দোকানে চা খেতে গিয়েছিলেন। দোকানের বাইরে দাঁড়িয়ে চা খাওয়ার সময় এক মদ্যপ যুবক তাঁদের নানাভাবে বিরক্ত করার চেষ্টা করে। তাঁরা ওই যুবককে সরে যেতে বলেন। কিন্তু, ওই মদ্যপ যুবক না সরায় শেষমেশ তাঁকে ঠেলে সরিয়ে দেন উদয় ওরফে तुलসি। এরপরই আরও কিছু মদ্যপ যুবক জড়ো হয়ে তুলসিদের উপর চড়াও হয়। তাঁদের মধ্যেই কেউ বোতল দিয়ে তুলসির মাথায় সজোরে আঘাত করলে, গুরুতর চোট পান তুলসি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তুলসির মাথায় কুড়িটিরও বেশি সেলাই পড়ে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় খড়্গপুর থেকে কটকে নিয়ে যাওয়া হয়। শনিবার, ২৭ ডিসেম্বর সকালে কটকের ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তুলসির। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় মূল অভিযুক্ত সহ দু’জনকে গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক।
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 28, 2025 08:48:22
Durgapur, West Bengal:শিল্পাঞ্চল দুর্গাপুরে আজকেও হচ্ছে স্যার এর শুনানির। দুর্গাপুরের I T I ( ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউট এচলছে শুনানির কাজ। স্যার এর ক্ষোভ উগরে দিলেন লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ। তাদের বক্তব্য, সকাল থেকে এই ঠান্ডায় দাঁড়িয়ে। ৭১ বছরের বৃদ্ধ ননী গোপাল মজুমদার এর বক্তব্য, এই স্যার এর জন্য আমরা আর বিজেপিকে ভোট দেব না। এত সমস্যা। আমি শুধু নয়, আমার পরিবারের সবাইকে মানা করব বিজেপিকে ভোট দিতে। আমি মানা করলে পরিবারের কেউ ভোট দেবে না বিজেপিকে। অপর্ণা ব্যানার্জি নামে এক গৃহবধূ সে তার তিন বছরের সন্তান কে নিয়ে বসে এই ঠান্ডার মধ্যে। তার বাবা অসুস্থ. চিকিৎসাধীন ব্যাঙ্গালোরে। তাই তাকেই আসতে হয়েছে। তিরিশ কিলোমিটার দূর থেকে।
0
comment0
Report
VDVikram Das
Dec 28, 2025 08:39:36
Kolkata, West Bengal:গুলশান কলোনী নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন অভিযোগ । খসরা তালিকা প্রকাশিত হওয়ার পর এখন SIR এর হিয়ারিং শুরু হয়েগেছে । গুলশান কলোনিতে তার কি প্রভাব? SIR এর পর বদলেছে কোনও কিছু এই এলাকায়? ফ্যাক্ট চেক করতে গুলশান কলোনী মার্টিন পাড়া এলাকায় ঘুড়ে বেড়ালাম আমরা । কি বলছে স্থানীয়রা ! SIR শুরু হওয়ার পর বেশ কিছু মানুষ ইতিমধ্যেই চলে গিয়েছে এলাকা ছেড়ে , বলছেন স্থানীয়রাই! কিছু মানুষ বলছেন SIR এ ভয়ের কিছুই নেই কারণ তাদের কাছে এসপিবি ডকুমেন্টস রয়েছে, আবার শিদুরে মেঘ দেখছেন 많은েই, কারণ খসরা তালিকায় নাম থাকলেও হিয়ারিংয়ের পর চূড়ান্ত তালিকায় নাম থাকবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন অনেকেই । এলাকার ছবি, সাধারণ মানুষের সঙ্গে ইন্টারঅ্যাকশন ও ঘুরে বেড়ানোর ছবি । বাইট ও walkthrough আছে ।
0
comment0
Report
Advertisement
Back to top