Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101

ममता बनर्जी मुर्शीदाबाद से लौटकर दोपहर तीन बजे डुमूरजला हेलीपैड पहुंचीं

DGDebabrata Ghosh
Dec 04, 2025 12:32:14
Howrah, West Bengal
মুর্শিদাবад থেকে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।দুপুর তিনটে নাগাদ হেলিকপ্টারে তিনি ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে আসেন।সেখান থেকে নাবান্নে যান তিনি。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MMManoj Mondal
Dec 04, 2025 18:30:23
Kolkata, West Bengal: বারাসাত স্টেশন চত্বরে ভোটার কার্ড আধার কার্ড পাওয়াকে কেন্দ্র করে চঞ্চল্য ছড়ালো। সন্ধ্যার পর স্থানীয় মানুষ লক্ষ্য করেন জিআরপি কে খবর দিলে জিআরপি এসে ওই কার্ড উদ্ধার করে। ভোটার কার্ড আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড এটিএম কার্ড এই সমস্ত রেল লাইনের ধারে ভাটে পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল ছাড়াই এলাকায়। এসআইআর আবহে নির্বাচনের আগে এই সমস্ত পরিচয় পত্র পড়ে থাকা কে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে কোথা থেকে এলো এত পরিচয় পত্র আর কেনই বা রেল লাইনের ধারে ভ Vat পড়ে আছে। এই পরিচয় পত্র গুলো জিআরপি উদ্ধার করে নিয়ে যায় এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।
203
comment0
Report
ASAyan Sharma
Dec 04, 2025 18:04:31
150
comment0
Report
ABArup Basak
Dec 04, 2025 14:06:56
Mal Bazar, West Bengal:ঋণের চাপে ডাম্পার মালিকের আত্মহত্যার চেষ্টা, তিস্তা ব্যারেজ অফিস চত্বরে... তিস্তা ব্যারেজ টাউনশিপের সরকারি দপ্তরে ডেপুটেশন জমা দিতে এসে আত্মহত্যার চেষ্টা করলেন ওদলাবাড়ির এক ডাম্পার মালিক। বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিন পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ওদলাবাড়ির ডাম্পার মালিকদের সংগঠনের প্রায় শতাধিক সদস্য মিছিল করে তিস্তা ব্যারেজ ডিভিশনের অফিসে পৌঁছন। নির্বাহী বাস্তুকার অনুপস্থিত থাকায় এসডিও–৪, আশিবুল ইসলামের অস্থায়ী দপ্তরে প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটেশন সংক্রান্ত আলোচনা চলছিল। সেই সময় বাইরে অপেক্ষারত মালিকদের মধ্যেই এক ব্যক্তি আচমকা পাশের একটি ঘরে গিয়ে সিলিং ফ্যানে দড়ি বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন। অন্যরা দ্রুত তাঁকে উদ্ধার করায় প্রাণে বাঁচেন তিনি। পরে তাঁকে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে শুয়ে থাকা অবস্থায় ওই মালিক বলেন, দীর্ঘদিন ধরে ঋণের চাপে জর্জরিত তিনি। কিস্তি বকেয়া থাকার কারণে এর আগে তিনটি ডাম্পার ফিনান্স কোম্পানি তুলে নিয়েছে। বর্তমানে তাঁর নামে থাকা একমাত্র ১২ চাকার ডাম্পারটিরও কয়েক মাসের কিস্তি বাকি। আগামী মাসে কিস্তি মেটাতে না পারলে এটিও বাজেয়াপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ডাম্পার মালিকদের দাবি, তিস্তা ব্যারেজ সেতুর সংস্কারের পরে প্রশাসন ভারবহন ক্ষমতা ২৫ টনে নামিয়ে দেওয়ায় ১২ কথাকার প্রায় ৩০০ ডাম্পার সেতু দিয়ে চলাচল করতে পারছে না। ফলে জলপাইগুড়ি হয়ে ফুলবাড়ি বা শিলিগুড়ি ঘুরে যেতে হচ্ছে, যা প্রতি ট্রিপে অতিরিক্ত খরচ ও লোকসান ডেকে আনারছে। এই পরিস্থিতিতে তারা সেতুর ভারবহন ক্ষমতা কমপক্ষে ৩৫ টন করার দাবি জানিয়ে বহুদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন। কিন্তু এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস মেলেনি। ঘটনার পর ডাম্পার মালিক들의 সংগঠনের প্রধান পরামর্শদাতা ও তৃণমূল নেতা তমাল ঘোষ বলেন, “এভাবে আবেদন অগ্রাহ্য হলে আরও মালিক ঋণের চাপে আত্মহত্যার পথে যেতে বাধ্য হবেন।” অন্যদিকে ট্রাক এবং টিপার সংগঠনের সম্পাদক সরবন গুপ্তা বলেন, ইতি মধ্যে আমরা এস ডিও কে ডেপুটেশন দিয়েছি। এবার তিস্তা ব্যারেজ কতৃপক্ষ কেও ডেপুটেশন দিলাম কিন্তু কোন সঠিক আশ্বাস পাচ্ছিনা। এদিনও এক ট্রাক মালিক অফিস চত্বরে আত্মহত্যার চেষ্টা করে। এই ভাবে চলতে থাকলে বড় বিপদের অপেক্ষা করছে ট্রাক মালিকদের। তবে তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ এ বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি।
126
comment0
Report
BSBidhan Sarkar
Dec 04, 2025 13:54:53
Chinsurah, West Bengal:উত্তরপাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু! বাড়ির দোতলা থেকে উদ্ধার মৃতদেহ। উত্তরপাড়া স্টেশন রোডে একটি বাড়ির ভিতরে এক যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।ঘটনার খবর পেয়েই আসে উত্তরপাড়া থানার পুলিশ。 মৃতের নাম মনোরঞ্জন বসাক(৪৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে উপরের তলায় মনোরঞ্জন থাকতেন।আর নিচের তলায় মনোরঞ্জনের মা,বিবাহিত বোন তার পরিবার নিয়ে থাকতেন।মনোরঞ্জনের স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়।অবসাদে নেশা করতেন বলে এলাকাসূত্রে খবর。 মা এবং বোন নিচের তলায় থাকলেও তারা টের পাননি বলে দাবী। দুর্গন্ধ বেরোতে আজ তার খোঁজ পরে।দরজা প্রতিবেশিদের খবর দিয়ে দরজা ভাঙতেই দেখা যায় ঘরের মেঝেতে পরে রয়েছে যুবকের মৃতদেহ。 পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে。 কি ভাবে মৃত্যু তা জানতে ময়না তদন্ত করা হবে আগামী কাল জানিয়েছে পুলিশ।
47
comment0
Report
BSBhabananda Singha
Dec 04, 2025 13:54:39
Dinajpur, Rangpur Division:রায়গঞ্জের উদয়পুরে দিনের আলোয় আইনজীবী অপহরণে চাঞ্চল্য, বিক্ষোভে উত্তাল রাজ্য সড়ক দিনের আলোয় রায়গঞ্জ আদালতের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জের উদয়পুর এলাকায়। বৃহস্পতিবার হেমতাবাদ এলাকার বাসিন্দা ও রায়গঞ্জ আদালতের আইনজীবী জুলিয়াস নায়ারকে অপহরণ করা হয়েছে বলে জানান আদালতের সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস。 তিনি জানান, আদালতের কাজ সেরে জুলিয়াস নায়ার বাড়ি ফিরছিলেন। সেই সময় রায়গঞ্জ–বালুরঘাট রাজ্য সড়কের উদয়পুর এলাকায় কয়েকজন অপরিচিত ব্যক্তি তাকে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয়। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রায়গঞ্জ থানার পুলিশ বাহিনী তদন্ত শুরু করে। এদিকে সহকর্মী আইনজীবীর অপহরণের প্রতিবাদে রায়গঞ্জ আদালতের আইনজীবীরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের দাবি, জুলিয়াস নায়ারকে অবিলম্বে উদ্ধার করতে হবে এবং অভিযুক্তদের তড়িঘড়ি গ্রেফতার করতে হবে। এই সময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন করনদিঘির বিধায়ক গৌতম পাল। তিনি অপহরণের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেন। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে সমগ্র এলাকায়; পুলিশ জোরদার তৎপরতা চালাচ্ছে অপহৃত আইনজীবীকে উদ্ধারের জন্য।
117
comment0
Report
PDPradyut Das
Dec 04, 2025 13:54:19
Jalpaiguri, West Bengal:হুমায়ুম কবির প্রসঙ্গে জলপাইগুঁড়িতে মন্তব্য রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করাই প্রত্যেকের কাজ। সম্প্রীতি নষ্ট হয় এমন কিছু কারোরই করাই উচিত নয়। হুমায়ুনের বাবরি মসজিদ প্রসঙ্গে বক্তব্য রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর। হুমায়ুনকে উদ্দেশ্য করে মন্ত্রীর কটাক্ষ ফুটবল খেলবেন না ক্রিকেট খেলবেন সেটা তার বিষয়। খেলা শুরু হলে বোঝা যাবে কে কত বড় খেলা শুরু হলে ক্যাপ্টেন, কোচ, আমাদের এসব নিয়ে মাথা ব্যথা নেই। জলপাইগুড়িতে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে এসে বৃহস্পতিবার সন্ধ্যায় মন্তব্য রাজ্যের গ্রন্থাগার মন্ত্রীর। হুমায়ূনকে দল থেকে সাসপেন্ড করা প্রসঙ্গেও মুখ খুলেনন মন্ত্রী。
147
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 04, 2025 12:19:48
Howrah, West Bengal:কাজের চাপে অসুস্থ বি এল ও অনির্বান বন্দ্যোপাধ্যায়।কোলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন।আজ অনির্বান বন্দ্যোপाध্যায় এর স্ত্রী মৌমিতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেন।তিনি বলেন তার স্বামী অসুস্থ ছিলেন।তা সত্ত্বেও তাকে এস আই আর এর কাজ করতে বাধ্য করা হয়েছিল।বর্তমানে ফের অসুস্থ হয়ে নার্সিংহোমে চিকিৎসাধীন।তাদের আর্থিক অবস্থা ভালো নয়।এমতাবস্থায় চিকিৎসার খরচ যাতে রাজ্য সরকার বহন করে সেই আবেদন জানানো হয়েছে।জেলাশাসক দিপাপ্রিয়া পি ক্যামেরার সামনে কিছু বলতে চাননি।তবে তিনি জানিয়েছেন স্বাস্থ্য সাথী কার্ড করিয়ে ওই বি এল ও চিকিৎসা করানো হচ্ছে。
142
comment0
Report
NRNarayan Roy
Dec 04, 2025 11:47:42
139
comment0
Report
PCPrabir Chakraborty
Dec 04, 2025 10:50:43
Kolkata, West Bengal:মমতা বন্দ্যোপাধ্যায়, বহরমপুর মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা মানুষ পছন্দ করে না। ৬ ডিসেম্বর 33 বছর ধরে পালন করে আসছি। সবধরনের মানুষকে নিয়ে করি। ধূলিয়ানে একটা ঘটনা ঘটেছিল। আমি কথা বলে ব্যবস্থা নিয়েছিলাম। সংখ্যাগুরুরা সংখ্যালঘুকে রক্ষা করবে। এটাই রীতি। সব ধর্মকে শ্রদ্ধা করি। কিন্তু আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। যারা আজ সাম্প্রদায়িকতার হলি খেলছেন তাদের বলি সতর্ক থাকবেন। কয়েকদিন আগে দেখলাম রাজ্য সভাতে নোটিস দেওয়া হয়েছে। এটা রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক করে দিয়েছিলেন। মুর্শিদাবাদ এর সাগরদীঘিতে 650 মেগায়া ট সুপার পাওয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ছি। খরচ হয়েছে 4567 কোটির বেশি। 16 লাখ 70 হাজার পরিবার বিদ্যুৎ হবে। 26 হাজার কর্মসংস্থান। 12116 বিঘা জমি নদী গর্ভে তলিয়ে গেছে। ভাঙনে। এটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব ছিল। ফরাক্কার জল যখন বাংলাদেশকে দেওয়া হয়েছিল তখন চুক্তি হয়েছিল, বাংলাকে 700 কোটি টাকা দেওয়া হবে। সঙ্গে ড্রেজিং করা হবে। আজও হয়নি। কেন্দ্রীয় টাকা সব বন্ধ। এই জেলায় 900 কোটি খরচ করে 189 টি প্রকল্পের কাজ হয়েছে। 136 কোটি টাকা ব্যয়ে 17 টি স্কিম চালু হয়েছে, নদী ভাঙনে এলাকায় খরচ।কি বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পাবেন আরো 16 লক্ষ পরিববার রোহিঙ্গা যদি আসে বাংলায় তো বর্ডার নেই, ত্রিপুরা, নাগাল্যান্ড, মনিপুরে কেন এস আই আর হবে না? আমি সাম্প্রদায়িকতা বিশ্বাস করি না। মানুষের অধিকার কেড়ে নিলে মানব না । মানব না । মানব না। সোনালী বিবি: গর্ভবতী মাকে ছাড়ল নক্সজন। বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হবে না। কান খুলে শুনে নাও যারা নির্বাচনের সময় ব্ল্যাকমেল করে তাদের বলবেন এখন জীবন বাঁচাবার সময়। রক্ষা করার সময়। ওয়াকফ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। বিধানসভায় আমরা কেন্দ্রের স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে আইন পাশ করেছি। আমরা কোনো আইন করিনি। হিজাব পড়লে বলে। গুরুদরায়ী গেলে তো বলে না। হিন্দুদের পুজোতে মাথায় কাপড় দিতে হয়। আদিবাসীদের কাছে গেলে তাদের কাপড় পরি। গত কয়েকদিন কিছু দুষ্কৃতী গুজব রটাচ্ছে ধর্মীয় স্থান দখল করা হচ্ছে। মিথ্যে কথা। সব ধর্মেই কিছু গদ্দার থাকে। বিশ্বাস করবেন না। বিজেপির টাকা খেয়ে অনেক কিছু বলে। বিজেপি প্রচার চালাচ্ছে স্বাস্থ্য বিমা নাকি ওরা দিচ্ছে। আমাদের রাজ্য থেকে 20 হাজার কোটি জি এস টি টাকা কেটেছে। এদের হয়ে কেউ কেউ টাকা খেয়ে অপপ্রচার করবে।বিভ্রান্ত করবে। আপনারা সহজ সরল বুদ্ধিমান মানুষ। আমার গলা কেটে দিলেও বাংলায় ডিটেনশন ক্যাম্প করবনা। বিজেপি ভালো করে জেনে রাখো। ভিতরে ভিতরে আমাদের কারো কারো সাথে যোগাযোগ রাখবে ফান্ডিং করবে। দাঙ্গা বাধানোর চেষ্টা করবে ওসব হবে না। নির্বাচনের দুমাস আগে বিজেপির পাল্লায় পড়ে এসব বলে। একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়। নইলে বাকি ধান পচে যায়। কিছু পোকামাকড় থাকে। সেগুলি সরিয়ে দিয়ে আমরা আমাদের কাজ করবো। আমি দাড়িয়ে বলছি হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে রাইনা ভাই ভাই। নির্দলদের ভোট দেবেন না। এস আই আর না করতে দিলে নির্বাচন না করে রাষ্ট্রপতি শাসন করত। অমিত শাহ আমরা অত বোকা নয়। আমরা করব লড়ব জিতব। আপনারা নিশ্চিতে থাকুন আপনাদের কেউ বিতাড়িত করতে পারবে না। বর্ডার থেকে কাউকে করলে ফিরিয়ে আনব ছিলাম আছি থাকব সবাইকে নিয়ে বাঁচবো। শান্তির সঙ্গে থাকবো। যারা ছাড়ে ছাড়ুক আমি ছাড়বো না। কারো অপপ্রচারে পা দিয়ে এমন কিছু করবেন না যাতে নিজেদের বিপদ হয়।
52
comment0
Report
Advertisement
Back to top