Back
Hindi: Messi statue controversy mountains Bengal: tickets, security passes and political reaction ex...
ANArnabangshu Neogi
Dec 22, 2025 11:37:28
Kolkata, West Bengal
আমরা টিকিট বিক্রি করিনি। টাকার উদ্ধারের কাজও আমাদের নয়। - সওয়াল রাজ্যের।
আমরা রিকভারি এজেন্ট নই। - সওয়াল রাজ্যের。
আদালত নির্দেশ দিলে অন্য কথা। - সওয়াল রাজ্যের。
কার জমিতে মেসির মূর্তি ? ব্যক্তিগত নাকি সরকারি ? - প্রশ্ন আদালতের।
ব্যক্তিগত ইচ্ছায় কি সরকারি জমিতে মূর্তি বসানো যায় ? - প্রশ্ন আদালতের।
অরূপ বিশ্বাস ছাড়া আর কাউকে সনাক্ত করতে পেরেছেন মামলাকারিরা ? - সওয়াল রাজ্যের।
মেসির সঙ্গে ছবি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেরও আছে। - সওয়াল রাজ্যের।
মাঠে কি করে বেশি লোক সেটা আমরা বলতে পারব না, গেটের দ্বায়িত্ব পুলিশের ছিল। - সওয়াল শতদ্রু দত্তর আইনজীবীর。
pুলিশও মেসির সঙ্গে ছবি তুলতে গেছিল। সওয়াল শতদ্রু দত্তর আইনজীবীর।
মেসিকে অগ্রিম হিসাবে ৬০-৬৫ কোটি টাকা দেওয়া হয়েছিল। তখন টিকিটও বিক্রি হয়নি। তাহলে অগ্রিম এই টাকা কে দিল ? - প্রশ্ন শুভেন্দু অধিকারীর আইনজীবীর。
কারা এই অনুষ্ঠানের স্পонсর ছিল ? সেই কোম্পানিতে কারা কারা যুক্ত আছেন ? কারা এই কোম্পানির বর্তমান এবং প্রাক্তন ডিরেক্টর ? - প্রশ্ন শুভেন্দু অধিকারীর আইনজীবীর।
ইস্টবেঙ্গল - মোহনবাগান - মহামেডান ছাড়া অন্য একটি ক্লাবকে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। এই ক্লাবের সঙ্গে মুখ্যমন্ত্রীর পরিবারের একজন সদস্য প্রত্যক্ষ ভাবে যুক্ত। - সওয়াল শুভেন্দু অধিকারীর আইনজীবীর।
একটি চ্যারিটি ম্যাচ হওয়ার কথা ছিল। সেই টাকা কোথায় যেত ? - প্রশ্ন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের।
ইডি বা SFIO কে দিয়ে তদন্ত হোক। - সওয়াল আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের।
যে কমিটি মুখ্যমন্ত্রী গড়েছেন সেটা কোনো বিচারবিভাগীয় কমিটি বা কমিশন নয়। এটা একটা প্রশাসনিক কমিটি। - সওয়াল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর।
ঘটনা দুর্ভাগ্যজনক। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。
ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর ক্ষমা চেয়েছে। রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর এই ভূমিকা দেখতে পাবেন না। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。
৬ ই নভেম্বর অনুষ্ঠানের অনুমতি চাওয়া হয়। ৭ই নভেম্বর অনুমতি দেয় পুলিশ। - দাবি রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。
পুলিশ আয়োজকদের কাছ থেকে বিস্তারিত তথ্য চায়। লিখিত কিছু তথ্য দেওয়া হয়নি। পরে মৌখিকভাবে জানানো হয়। বলা হয় যে শাহরুখ খান, লিয়েন্ডার পেজ, সৌরভ গাঙ্গুলি সহ অন্যান্যরা আসবেন।- সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。
জলের বোতল নিয়ে যাওয়ার কোনো অনুমতি পুলিশ দিয়নি। কি করে জলের বোতল মাঠে পৌঁছাল সেটা তদন্ত করে দেখা হচ্ছে। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。
মেসিকে আয়োজকরা নিয়ে এসেছিলেন। আমাদের পুলিশ এবং নিরাপত্তা আধিকারিকরা সঙ্গে ছিলেন। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。
হোটেলের ভিতরের অনুষ্ঠান ১:৩০ ঘণ্টা চলেছিল। এটা একেবারেই প্রাইভেট অনুষ্ঠান ছিল। কোনো সরকারি অনুষ্ঠান নয়। সেখানে বহু লোক গেছেন। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。
মেসিকে গোটা ভারতে Z - Category নিরাপত্তা দিয়েছিল কেন্দ্র। তার নিরাপত্তার দ্বায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কতজন CISF আধিকারিক থাকবেন সেটাও আমাদের জানানো হয়নি।কিভাবে CISF রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় সাধন করবেন সেটাও জানানো হয়নি। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。
অনুষ্ঠানের জন্য পুলিশের কাছে ৪০০ টি Pass চেয়েছিল শতদ্রু দত্তর টিম। সেটা দেওয়া হয়েছিল। এর মধ্যে ২৭ টি Close Proximity Pass ( CP Pass) দেওয়া হয়েছিল। ৩৭৩ টি ছিল Duty Pass। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。
লাল্টু দাস আরো ১২টি Close Proximity pass চেয়েছিল। এগুলি শাহরুখ খানের নামে নেওয়া হয়েছিল।- সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。
সোশ্যাল মিডিয়া মনিটরিং সেলের জন্য ৬ টা CP Pass দেওয়া হয়েছিল। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。
২৫ টি CP Pass উচ্চপদস্থ পুলিশ কর্তাদের জন্য ছিল। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。
১২ টি CP Pass রাজ্য আইবি আধিকারিকদের দেওয়া হয়েছিল। সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。
মোট ৮২ টি CP Pass দেওয়া হয়েছিল। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。
আপনারা কি নিজেরা খতিয়ে দেখে CP Pass দিয়েছিলেন ? নাকি আয়োজকরা যা চেয়েছে সেটা দিয়েছেন ? - প্রশ্ন বিচারপতি পার্থসারথী সেনের।
১২ তারিখ এগুলো চাওয়া হয়েছে। সবটা দেখতে হলে অনুষ্ঠান বন্ধ করে দিতে হতো। তার প্রতিক্রিয়া আরো খারাপ হতো। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。
সকাল ১১:২০ তে মাঠে আসার সময় নির্ধারিত ছিল, তার দুপুর ১:০৫ পর্যন্ত থাকার কথা ছিল। মুখ্যমন্ত্রীর আসার কথা ছিল দুপুর ১২:৩৫ মিনিটে। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。
তদন্ত কমিশনের রিপোর্ট আসলে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তাই আজকে আমি বলতে পারব না যে কার দোষ ছিল আর কার দোষ ছিল না। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。
তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিয়েছ কমিশন। ডিজি কে শোকজ করা হয়েছে। কাউকে আড়াল করার চেষ্টা করা হলে কেন ডিজি কে শোকজ করা হবে ? - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。
CP মুকেশ কুমারকে শোকজ করা হয়েছে। DCP অনীশ সরকারকে সাসপেন্ড করা হয়েছে। একধিক প্রশাসনিক কর্তার বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。
পুলিশের বিরুদ্ধে পুলিশ তদন্ত করতে পারবে না এটা কোথায় বলা আছে ? কোনো আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ বার কাউন্সিল কেন তদন্ত করবে ? সেখানেও তো আইনজীবী থাকেন। কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ উঠলে কেন বিচারপতিরা তদন্ত করবেন ? ফলে এই যুক্তি গ্রহণযোগ্য নয়। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。
ক্রীড়ামন্ত্রী ছাড়া আর কাউকে সনাক্ত করতে পেরেছেন মামলাকারীরা? - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。
মাঠের ভিতরের ঘটনায় যে FIR হয়েছে তার তদন্ত এই চার সদস্যের পুলিশ টিম করছে। কিন্তু তার পরে যে অভিযোগ মামলাকারীরা করছেন তার তদন্ত কে করছেন ? সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。
পরের ঘটনার যে অভিযোগ করা হচ্ছে সেগুলি অত্যন্ত অস্পষ্ট। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。
সরকার কোনো টিকিট বিক্রি করেনি। টিকিট বিক্রি করেছে আয়োজকরা। টিকিটের দাম কত হবে সেটা সরকার ঠিক করেনি। এই ঘটনার আগে কেউ অভিযোগ করেছিল যে টিকিট ব্ল্যাক হচ্ছে ? - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。
মেসির মূর্তি সুজিত বসু মন্ত্রী হিসেবে বসাননি। তিনি ব্যক্তিগত নায় বসিয়েছেন। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。
কার জমিতে মেসির মূর্তি বসানো হয়েছে ? সরকারি জমি নাকি ব্যক্তিগত জমি ? ব্যক্তিগতভাবে সরকারি জায়গায় কিছু করা যায় ? - প্রশ্ন বিচারপতি পার্থ সারথী সেনের।
এই অভিযোগ এখনো পর্যন্ত কেউ করেননি। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。
একটা স্বাধীন কমিশন গঠন করা হয়েছে। তাকে দয়া করে কাজ করতে দিন। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。
যে FIR দায়ের হয়েছে এবং সেখানে যা অভিযোগ করা হচ্ছে তার তদন্তের নজরদারি করছে SIT। কমিশনের যে বিষয়গুলি দেখছে সেখানে হস্তক্ষেপ করছেনা SIT। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
১০ লাখ টাকায় টিকেট বিক্রি হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। কেউ প্রমাণ দেখাতে পেরেছেন ? - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。
আমরা টাকা উদ্ধারের রিকভারি এজেন্ট নই। যদি আদালত নির্দেশ দেয় তাহলে সেটা আলাদা ব্যাপার। নাহলে কারো কিছু বলার থাকলে আয়োজকদের বিরুদ্ধে বলতে হবে। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
শতদ্রু দত্ত আমার লোকসভা কেন্দ্রের ভোটার। সব রাজনীতিককে কি কেনা যায় ? সবাই কি দুর্নীতিগ্রস্ত ? - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর অফিসের ভেতরেও শতদ্রু দত্তর ছবি আছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের ছেলের সঙ্গেও মেসির ছবি আছে। - সওয়াল রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের。
আদালতের নির্দেশ ছাড়া শতদ্রু দত্তকে ওয়ाकালত নামাতে সই করতে দিচ্ছে না পুলিশ। - সওয়াল শতদ্রু দত্তর আইনজীবীর。
কলকাতা ছাড়াও হায়দরাবাদ, মুম্বাই এবং দিল্লিতে এই অনুষ্ঠান হয়েছে। কোথাও কিছু হয়নি। কোথাও তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সব জায়গায় অনুষ্ঠান সুষ্ঠু ভাবে হয়েছে। - সওয়াল শতদ্রু দত্তর আইনজীবীর。
আমি যা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা আমরা রেখেছি। - সওয়াল শতদ্রু দত্তর আইনজীবীর。
আমরা কোনো Close Proximity Pass চাইনি। আমরা ৪০০ টি পাস চেয়েছিলাম। তার মধ্যে নৃত্যশিল্পী, ফুটবল প্লেয়ার, পুলিশ আধিকারিক সবাই ছিলেন। আমরা কোনো বিশেষ পাস চাইনি। - সওয়াল শতদ্রু দত্তর আইনজীবীর。
মেসি NSG কমান্ডো দের নিরাপত্তায় ছিলেন। বিশেষ পাস গলায় না ঝুলিয়ে কেউ মাঠে ঢুকতে পারবেন না, এটাই নিয়ম ছিল। গেটের দ্বায়িতে পুলিশ ছিল। অতিরিক্ত ব্যক্তিরা কি করে মাঠে ঢুকল সেটা আমরা বলতে পারব না। আমাদের দোষ দেওয়া সহজ। - সওয়াল শতদ্রু দত্তর আইনজীবীর。
আমরা বারবার মাঠ ছাড়তে বলেছি। কেউ কথা শোনেননি। পুলিশ পর্যন্ত ছবি তুলতে গেছিলেন। - সওয়াল শতদ্রু দত্তর আইনজীবীর。
২০০ টাকার জলের বোতল নিয়ে কথা হচ্ছে। মাল্টিপ্লেক্সেও খাবারের দাম বেশি হয়। কেউ অভিযোগ জানান ? - সওয়াল শতদ্রু দত্তর আইনজীবীর。
কি করে স্টেডিয়ামে জলের বোতল ঢুকল সেটা স্টেডিয়াম কর্তৃপক্ষ বলতে পারবে। - সওয়াল শতদ্রু দত্তর আইনজীবীর。
আয়োজকদের লিখিত বক্তব্য ছাড়াই যদি প্রশাসন কাজ করে তাহলে বুঝতে হবে যে রাজ্য এবং শতদ্রু দত্ত হাতে হাত মিলিয়েই কাজ করছিল। - সওয়াল শুভেন্দু অধিকারীর আইনজীবীর।
রায়দান স্থগিত।
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
BSBidhan Sarkar
FollowDec 22, 2025 13:06:510
Report
ANArnabangshu Neogi
FollowDec 22, 2025 13:06:150
Report
BBBimal Basu
FollowDec 22, 2025 13:06:010
Report
CDChampak Dutta
FollowDec 22, 2025 12:36:420
Report
MMManoj Mondal
FollowDec 22, 2025 12:23:490
Report
PDPradyut Das
FollowDec 22, 2025 12:23:350
Report
MMManoj Mondal
FollowDec 22, 2025 12:08:470
Report
SMSubhasis Mandal
FollowDec 22, 2025 11:54:540
Report
MDMritunjay Das
FollowDec 22, 2025 11:54:250
Report
MMManoranjan Mishra
FollowDec 22, 2025 11:36:140
Report
NRNarayan Roy
FollowDec 22, 2025 11:35:530
Report
ASAyan Sharma
FollowDec 22, 2025 10:49:080
Report
DBDebanjan Bandyopadhyay
FollowDec 22, 2025 10:48:560
Report
DGDebabrata Ghosh
FollowDec 22, 2025 10:47:370
Report