Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712103

टोटो पंजीकरण लागू, 30 नवंबर तक रजिस्ट्रेशन जरूरी, शहर में यातायात सुधार की आशा

BSBidhan Sarkar
Oct 14, 2025 13:36:10
Chinsurah, West Bengal
টোটো নিয়ে পদক্ষেপ রাজ্য পরিবহন দপ্তরের,মন্ত্রী বললেন,সরকার মানবিক তাই এখনই কোনো টোটো বাতিল হচ্ছে না।তবে রেজিস্ট্রেশান না করলে বাতিল হবে টোটো। ৩০ শে নভেম্বর পর্যন্ত টোটো রেজিস্ট্রেশনের ডেডলাইন বেধে দিয়েছে রাজ্য সরকার। রাজ্যসহ জেলায় দিন দিন বেড়ে চলেছে অবৈধ টোটোর সংখ্যা। ফলে যানজট তৈরী হচ্ছে শহরে। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বেআইনি ভাবে তৈরী হচ্ছে টোটো। যেগুলির কোনও চেসিস নম্বর থেকে ইঞ্জিন নম্বর এবং টিসিআর অথবা ফিটনেস কিছুই নেই। ফলে যাত্রী নিয়ে রাস্তায় চলাচল করলে নিরাপত্তার প্রশ্ন থেকেই যায়। টোটো নিয়ে গত ৯ই অক্টোবর রাজ্য সরকারের তরফে এক নির্দেশিকা জারি করা হয়। তাতে বলা হয় ৩০ শে নভেম্বরের মধ্যে সমস্ত টোটো কে রেজিস্ট্রেশন করাতে হবে। এবং ৩০ শে নভেম্বরের পর যে সমস্ত টোটো রেজিস্ট্রেশন থাকবে না সেগুলি বাতিল হয়ে যাবে। যদিও সরকারি এই নির্দেশনামা সমন্ধে অবগত নয় জেলার টোটো চালকরা। জেলা প্রশাসনের তরফে কোনও প্রচারও চোখে পড়ছে না। কি ভাবে রেজিস্ট্রেশন হবে সে বিচারে অবগত করা হয়নি টোটো ইউনিয়নদের। জেলা প্রশাসন সূত্রে খবর গত সোমবার হুগলি আরটিও দপ্তরে ই রিক্সা প্রস্তুতকারকদের নিয়ে একটি বৈঠক হয়। তবে সাধারণ টোটো চালকদের মধ্যে এই রেজিস্ট্রেশন নিয়ে বিভ্রান্তি রয়েছে। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, টোটো কে সরকারি পরিবহন আইনের আওতায় আনতে রেজিস্ট্রেশনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সময় বেঁধে দেওয়া হয়েছে ৩০ শে নভেম্বর পর্যন্ত। তবে গরিব মানুষের রুটি রুজির কথা মাথায় রেখে যে সমস্ত টোটোর ইঞ্জিন নম্বর এবং চেসিস নম্বর নেই সেগুলিকে এখনই বাতিল করা হচ্ছে না। দু বছর সময় দেওয়া হয়েছে তারপর বাতিল হয়ে যাবে ওই সমস্ত টোটোগুলি। বেআইনিভাবে একাধিক জায়গায় টোটো তৈরি সেগুলি রাস্তায় ছাড়া হলে যানজটে সৃষ্টি হচ্ছে। এবং সেই সমস্ত টুটুর বৈধ কাগজ না থাকায় যাত্রী নিরাপত্তার একটা প্রশ্ন থেকে যায়। বৈধ প্রস্তুতকারক সংস্থা থেকে টোটো কিনতে হবে। প্রত্যেক টোটোয় গাড়ির নম্বর এবং কিউ আর কোড থাকবে। ফলে নজরদারিতেও সুবিধে হবে। বেঙ্গল ইলেকট্রিক ভেহিকল অ্যাসোসিয়েশনের সম্পাদক শেখ নাসিরুদ্দিন বলেন, রাজ্য সরকার টোটো বিষয়ে যে পদক্ষেপ নিয়েছে তা ভালো উদ্যোগ। আমরা সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে জানিয়েছিলাম many জায়গায় বেআইনিভাবে টোটো তৈরি হচ্ছে। যেগুলির কোন বৈধ কাগজ নেই। এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য। সম্প্রতি government's তরফে একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে গোটা বিষয়টি একটা সিস্টেমেটিক হবে বলে আশা করা যাচ্ছে। তবে প্রশাসনের তরফে এই মর্মে আরো প্রচার চালাতে হবে। এখনো বহু টোটো চালক বা টোটো ডিলাররা এই রেজিস্ট্রেশন কিভাবে করবে বা রেজিস্ট্রেশন সম্পর্কে অবগত নয়। টোটো চালকরা জানান,রেজিস্ট্রেশান হোক আমরাও চাই। বহু বেআইনি টোটো রাস্তা দখল করেছে। ফলে যানজট বারছে।
14
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChampak Dutta
Oct 15, 2025 00:31:17
Kaji Chak, West Bengal:ঘাটাল জেলার তৃণমূল যুব কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘাটাল পৌরসভার প্রাক্তন তৃণমূল চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলর বিভাস চন্দ্র ঘোষ এর গ্রেফতারের ঘটনার বিষয়ে রাজ্যের সেচ মন্ত্রী ডঃ মানস ভূঁইয়া বলেন, আমরা দল এবং প্রশাসনের থেকে খোঁজ নিচ্ছি, যদি বিভাস ঘোষ খারাপ কাজ করে থাকেন ফল পাবেন আর যদি খারাপ কাজ না করে থাকেন তাহলে মুক্তি পাবেন। পাশাপাশি রাজ্য SIR নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে কড়া মন্তব্য করেন মানস বাবু। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন জীবন যাবে কিন্তু কাউকে একটা নামও কাটতে দেওয়া হবে না।' পাশাাই রাজ্য SIR প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে মহিলা, আদিবাসী ও মুসলমানদের নাম বাদ দেওয়ার চক্রে সরব হন সেচ মন্ত্রী ডঃ মানস ভূঁইয়া।
12
comment0
Report
PCPartha Chowdhury
Oct 15, 2025 00:30:57
Bardhaman, West Bengal:সামনে ভোট। তাই বিজয়া সম্মিলনীতে ভোটের বাজনা Shasakdaler netader mukhe। মঙ্গলবার আবার দলের কার্যক্রম ভোকাল টনিক প্রয়োগ করলেন দলের জেলা সভাপতি। এদিন বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনে তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন; ' দীর্ঘদিন আমরা লড়াই করেছি সিপিএমের সঙ্গে। সিপিএমের সঙ্গে লড়াই করতে গিয়ে আমাদের বহু কর্মীর জীবন গেছে,সম্পত্তি নষ্ট হয়েছে। কিন্তু আমরা কে শত্রু, সেই লোকটাকে দেখতে পেতাম। পরবর্তী দিনে ২০১১তে সিপিএমের জুলুম অত্যাচারের হাত থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে মুক্ত করেন। তার পর থেকে যে লড়াই,সেই লড়াই ঠিক কাদের সঙ্গে তা আমরা ঠিক বুঝতে পারি না। তার পর থেকে আমরা দেখি, কখনও ইডি এগিয়ে আসছে, কখনও সিবিআই এগিয়ে আসছে,কখনও নির্বাচন কমিশন এগিয়ে আসছে। বুথে বিরোধী কেউ নেই। কিন্তু ব্যালট বক্সে ভোট পড়ে থাকছে। কিভাবে এটা হচ্ছে তা এখনও ধরতে পারছি না। সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তিনি বলেন,এতদিন বিজেপি নেতৃত্ব ভাবছিল, কেন্দ্রীয় সরকার তাদের ভোটে জিতিয়ে দেবে। সে পরীক্ষায় তারা ফেল করেছে। পরে আবার সামরিক বাহিনী নিয়ে এসে ভোটে জিতবে,সেটাও সম্ভব হয়নি। এখন তারা ভোটার লিস্টে কারচুপি করে ভোটে জেতার চেষ্টা করছে। তিনি বলেন, এটা করে তারা দিল্লি মহারাষ্ট্রে সার্থকতা পেয়েছে। সেখানে তারা ভোটার লিস্টে কারচুপি করে ভোটে জিতেছে। বিহারেও প্রচুর প্রকৃত ভোটারকে তারা বাদ দিতে পেরেছে।কিন্তু পশ্চিমবঙ্গের বিচক্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই এই অংকটা ধরে ফেলেছেন বলেই পশ্চিমবঙ্গে সেটা সম্ভব হবে না। সঠিক ভোটার লিস্ট সামনে আনার কাজটা আমাদের এখন থেকেই গুছিয়ে করতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন নায্য ভোটারদের একজনের নামও বাদ দিতে দেব না। সেই নির্দেশ আমাদের কার্যকরী করতে হবে। আমরা তা সঠিকভাবে করতে পারলে আমাদের আর অন্য কিছুর প্রয়োজন হবে না। তার কারণ, আমাদের মুখ্যমন্ত্রী যে কাজ করেছে রাজ্যের মানুষ তা মনে রাখবেন। কিন্তু বিজেপি ২০২৪ সালে লোকসভা নির্বাচনের পর যেসব প্রতিশ্রুততি দিয়েছিল,২০৩৫ এ এসেও সে সবের কিছুই পূরণ করতে পারেনি। বাইট : ১) রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ( তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি)
14
comment0
Report
NHNantu Hazra
Oct 14, 2025 17:45:44
Salt Lake City, Utah:The BJP has a fancy protest with lanka powder in the hands of women. The BJP protested in this way in compassion. মহিলাদের হাতে লঙ্কার গুঁড়ো দিয়ে অভিনব প্রতিবাদ বিজেপির। করুণাময়ীতে এই ভাবেই প্রতিবাদ জানালো বিজেপি।যে প্রতিবাদের নাম দিয়েছেন অপারেশন লাল মিরচ。 দুর্গাপুরে ধর্ষণের প্রতিবাদে মঙ্গলবার সকালে পথে নামে বিধান নগর বিজেপি।লঙ্কার গুঁড়োর প্যাকেট ও স্প্রে হাতে নিয়ে বিজেপি কর্মীরা করুণাময়ী অটো স্ট্যান্ড, করুণাময়ী মেট্রো স্টেশনে বিক্ষোভ দেখায়। আগত মহিলাদের হাতে তুলে দেওয়া হয় এই লঙ্কার গুঁড়ো প্যাকেট ও স্প্রে。 কৌশিক বিশ্বাস (বিধান মন্ডল প্রেসিডেন্ট ) জানান..... সাধারণ জনগণ ও মহিলাদের জন্য সচেতনতার জন্য অপারেশন লাল মিরচ শুরু করেছে। প্রত্যেক মহিলাকে লাল মিরচ ও পেপার স্প্রে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা যাতে নিজেদের কাছে সেফটির জন্য রাখতে পরে, বিভিন্ন জায়গায় মহিলারা নির্যাতিত হচ্ছে এবং ধর্ষণের সংখ্যা যে ভাবে বাড়ছে তাতে বেসিক সেফটি প্রভাইট করা উচিৎ। যখন প্রশাসন ফেল হচ্ছে তখন রাস্তায় নেমে যেটুকু পারছে সেটুকু করছে। মানুষের সাথে ও পাশে দারোনোর চেষ্টা করছে। এটায় অপারেশন লাল মিরচ।
14
comment0
Report
ALArup Laha
Oct 14, 2025 16:46:50
Belna, West Bengal:পুকুরে আগুন! শুনতে অবিশ্বাস্য হলেও এমনই এক ঘটনার মঙ্গলবার দুপুরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের ভাতারের কালুত্তক গ্রামে। নতুনহাট বাদশাহী রোডের ধারে থাকা একটি পুকুরে হঠাৎই আগুন জ্বলতে দেখা যায়, আর মুহূর্তের মধ্যে আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন স্থানীয়রা। পুকুরে আগুন জ্বলতে দেখে গ্রামবাসীরা তড়িঘড়ি খবর দেন পুলিশ ও দমকল বিভাগকে। কিছুক্ষণের মধ্যেই ভাতার ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্রামবাসীরা জানান, প্রায় দু’মাস আগে ওই পুকুরে একটি তেলবাহী লরি দুর্ঘটনাবশত উল্টে পড়ে যায়। সেই সময় তেল মিশে পুকুরের জলে প্রলেপের মতো ভেসে ছিল। বর্তমানে জলের পরিমাণ কমে যাওয়ায় ও শুকিয়ে যাওয়া কাদামাটির ওপর তেলের স্তর থেকে আচমকাই আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও, এই অদ্ভুত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে গেছে এলাকায়। স্থানীয়রা বলেন, “ہم প্রথমে ভেবেছিলাম কেউ پুকুরে کچھ پুড়িয়ে ফেলছে, কিন্তু পরে দেখি পুরো পুকুর জ্বলছে! এমন দৃশ্য জীবনে দেখিনি।” পুলিশ ও দমকল সূত্রে জানা গেছে, আগুনের উৎস এবং তেলের অবশিষ্টাংশের রাসায়নিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় আপাতত পরিস্থিতি স্বাভাবিক, তবে ঘটনাটি নিয়ে কৌতূহল ও আতঙ্ক রয়ে গেছে গ্রামবাসীদের মধ্যে। বাইট ১) সন্দীপ চৌধুরী(ফায়ার অফিসার) বাইট ২) মহম্মদ আলাউদ্দিন(স্থানীয়)।
14
comment0
Report
SCSaurav Chaudhuri
Oct 14, 2025 13:38:32
Jhargram, West Bengal:এবরে ভোটে একটা বড় পরিবর্তন এর কথা বলেন কুনাল ঘোষ। মুখ্যমন্ত্রী একি থাকলেও এবার রাজ্য সভার বিরোধী দলনেতা বদলে যাবে বলে শুভেন্দু কে কটাক্ষ করেন দিলিপ ঘোষ。 इसके এছাড়াও বিজেপি বিধায়ক ও সাংসদের উপর আক্রমণ এর ব্যাক্ষা দিলেন কুনাল ঘোষ。 ১০০ দিনের কাজের টাকা দেয়নি বিজেপি সরকার। আবাসের টাকাও দেয়নি। বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিক রা কজে গেলে বাংলাদেশী বলে তাদের উপর অত্যাচার। এই সমস্ত ঘটনায় এলাকার মানুষ খুব্ধ ছিলেন। তারাই খগেন মূর্মূ কে মারধোর করেন। তবে তৃনমূল তা সমর্থন করেনা。 শুধু তাই নয়。 বেলপাহাড়ি র বিজয়া সম্মেলনী র সভা থেকে হুলা দিয়ে বিজেপি কে তাড়িয়ে দেওয়ার কথাও বলেন তিনি。 Jंगल মহলে হুলা দিয়ে বিজেপি কে তাড়ানোর ডাক কুনাল ঘোষের。 রাজ্য ব্যাপি বিজয়া সম্মেলনী করার নির্দেশ অনুযায়ী আজ বিনপুর বিধান সভার বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়। শিলদার শিবশক্তি ক্লাবের অডিটোরিয়াম এ। প্রায় ৩৫০ কর্মী ও নেতাদের উপস্থিতি তে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুনাল ঘোষ。
13
comment0
Report
PDPradyut Das
Oct 14, 2025 13:37:52
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়িতে মরাঘাট রেঞ্জ এলাকায় হাতির উপদ্রব লেগেই রয়েছে। বনদপ্তরের অফিসে বিক্ষোভ জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদের। জঙ্গল লাগোয়া এলাকার কৃষকরা হাতির তাণ্ডবে অতিষ্ঠ। প্রতিনিয়ত ফসল নষ্ট হওয়ায় তারা একের পর এক বিক্ষোভে সামিল হচ্ছেন। জলপাইগুড়ি বানারহাট মরারঘাট রেঞ্জ অফিসে বিক্ষোভ দেখান ক্ষতিগ্রস্ত কৃষকরা। যদিও বিক্ষোভের পরও বনদপ্তরের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ। বিক্ষোভ শেষে কৃষকরা বাড়ি ফিরলেও রাতেই আবার হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় একাধিক ফসলি জমি। বনকর্মীরা সময় মত ঘটনাস্থলে না পৌঁছানোর ফলে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায় বলে অভিযোগ। আজ সকালে বিক্ষোভে সামিল হন কৃষকরা এবার বিন্নাগুড়ি বন্যপ্রাণ রেঞ্জ অফিসে। কৃষক গোপাল রায় জানান প্রতিনিয়ত খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে আসছে হাতির দল। আমরা বনকর্মীদের ফোন করলেও তারা সময় মতো আসে না। অনেকে ঘটনাস্থলে এলেও গাড়ি থেকে নামেন না শুধু সাইরেন বাজিয়ে চলে যান। ফলে হাতির দল কিছুক্ষণ পর আবার ফিরে আসে। ক্ষতির পরিমাণ বাড়ছে। অথচ লিখিত অভিযোগ দেওয়ার পরও ন্যায্য ক্ষতিপূরণ পাচ্ছি না। বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের রেঞ্জ অফিসার হিমাদ্রি দেবনাথ বলেন। কৃষকদের কিছু দাবি রয়েছে বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
14
comment0
Report
PDPradyut Das
Oct 14, 2025 13:37:34
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়িতে মরাঘাট রেঞ্জ এলাকায় হাতির উপদ্রব লেগেই রয়েছে। বনদপ্তরের অফিসে বিক্ষোভ জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা। জঙ্গল লাগোয়া এলাকার কৃষকরা হাতির তাণ্ডবে অতিষ্ঠ। প্রতিনিয়ত ফসল নষ্ট হওয়ায় তারা একের পর এক বিক্ষোভে সামিল হচ্ছেন। জলপাইগুড়ি বানারহাট মরারঘাট রেঞ্জ অফিসে বিক্ষোভ দেখান ক্ষতিগ্রস্ত কৃষকরা। যদিও বিক্ষোভের পরও বনদপ্তরের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ। বিক্ষোভ শেষে কৃষকরা বাড়ি ফিরলেও রাতেই আবার হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় একাধিক ফসলি জমি। বনকর্মীরা সময় মত ঘটনাস্থলে না পৌঁছানোর ফলে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায় বলে অভিযোগ। আজ সকালে বিক্ষোভে সামিল হন কৃষকরা এবার বিন্নাগুড়ি বন্যপ্রাণ রেঞ্জ অফিসে। কৃষক গোপাল রায় জানান প্রতিনিয়ত খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে আসছে হাতির দল। আমরা বনকর্মীদের ফোন করলেও তারা সময় মতো আসে না। অনেকে ঘটনাস্থলে এলেও গাড়ি থেকে নামেন না শুধু সাইরেন বাজিয়ে চলে যান। ফলে হাতির দল কিছুক্ষণ পর আবার ফিরে আসে। ক্ষতির পরিমাণ বাড়ছে। অথচ লিখিত অভিযোগ দেওয়ার পরও ন্যায্য ক্ষতিপূরণ পাচ্ছি না। BER উল্লেখ না থাকা তথ্য: বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের রেঞ্জ অফিসার হিমাদ্রি দেবনাথ বলেন। কৃষকদের কিছু দাবি রয়েছে বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
13
comment0
Report
MDMritunjay Das
Oct 14, 2025 13:37:08
Bankura, West Bengal:बांकूरा के इंदास थाना क्षेत्र के एक घर में घुसकर एक गृहवधु के साथ श्लीलताहानी के आरोप सामने आए हैं। आरोप ट्रिनामूल कांग्रेस के एक कर्मी पर लग रहे हैं। महिला ने स्थानीय त्रिनamul ब्लॉक नेतृत्व को जानकारी दी तो उन्होंने थाने में शिकायत दर्ज कराने से रोकने का आरोप लगाया। उसने आज भाजपा के स्थानीय और जिला नेतृत्व के साथ मिलकर बांकुरा के पुलिस अधीक्षक के दफ्तर में जाकर शिकायत दी। थाने जाने से रोके जाने के आरोप को त्रिनamul नेतृत्व ने गलत बताया और कहा कि आरोपी के साथ त्रिनamul का कोई संबंध नहीं है। निर्मित महिला के अनुसार कल शाम इंदास थाना क्षेत्र में अपने घर पर वह अपने बेटे को पढ़ा रही थी। थोड़ी देर बाद उसका बेटा पास के एक रिश्तेदार के घर चला गया तो वह अकेली घर में थी। उसी समय एक युवक—स्थानीय तापस बागदी— ने घर में घुसकर उसे जोर से पकड़कर श्लीलताहानी की। चिल्लाने पर पड़ोसियों ने दौड़कर आकर आरोपी भाग गया। उसके बाद वह बार-बार धमकी देने लगी कि अगर उसने शिकायत की तो उसके पति को मार डाला जाएगा। उसने आरोप लगाया कि चूंकि आरोपी त्रिनamul कर्मी है, इसलिए उसने स्थानीय नेतृत्व को बताया। मगर त्रिनamul ने उसे थाने जाने से रोक दिया। इसके बाद उसने आज स्थानीय और जिला भाजपा नेताओं के साथ मिलकर पुलिस अधीक्षक के दफ्तर में शिकायत दर्ज कराई। पुलिस अधीक्षक के दफ्तर में सीधे मुलाकात नहीं हो सकी, पर उसने लिखित शिकायत दे दी। इस मामले में पुलिस की भूमिका पर भाजपा नेतृत्व ने सवाल उठाए। भाजपा का कहना है कि आरोपी त्रिनamul कर्मी होने के कारण पुलिस इसे दबाने का प्रयास कर रही है। त्रिनamul नेतृत्व ने आरोप से इंकार किया और कहा कि आरोपी के साथ त्रिनamul का कोई संबंध नहीं है। ब्लॉक अध्यक्ष ने कहा भाजपा अपनी महिलाओं को बदनाम राजनीति कर रहा है। वैभव तिवारी (पुलिस अधीक्षक) ने कहा, थाने में अभी तक कोई शिकायत दर्ज नहीं हुई है; उनके दफ्तर में एक शिकायत आई है, उसकी जाँच कर कानून के अनुसार उपाय किया जाएगा।
14
comment0
Report
BSBidhan Sarkar
Oct 14, 2025 13:36:26
Chinsurah, West Bengal:প্রতি বছর প্রায় তিন লক্ষ কোটি টাকা বাইরের রাজ্যে চলে যায় আলু বীজ কিনতে।রাজ্যে আলু বীজ তৈরী করে পাঞ্জাব নির্ভরতাকে কমানোর পাশাপাশি আলু বীজে স্বনির্ভর হওয়ার পদক্ষেপ শুরু করেছে পশ্চিমবঙ্গ।টিসু কালচার ল্যাবে টেস্ট টিউবের মাধ্যমে তৈরী চারা আজ হুগলির হরিপালে চাষীদের হাতে তুলে দেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। মন্ত্রী বলেন,আগামী ২০৩০ সালের মধ্যে আলু বীজ তৈরীতে স্বনির্ভর হওয়া রাজ্যের লক্ষ।সেই লক্ষে এপিক্যাল রুটেট কাটিং(এআরসি) যা টিসু কালচারের মাধ্যমে তৈরী আলু গাছের চারা তৈরী করা হচ্ছে যা দেশের মধ্যে প্রথম।এতে যেমন মজুতের খরচ কমবে।আলু উৎপাদনের খরচ ত্রিশ থেকে চল্লিশ শতাংশ কমে যাবে।কৃষক আর্থিকভাবে লাভবান হবে।একটি সংস্থাকে যুক্ত করে এই কাজ হচ্ছে।১১৫ টি ফারমার্স প্রডিউসার কোম্পানি যুক্ত করা হয়েছে।প্রত্যেক বছর ধাপে ধাপে এর উৎপাদন বাড়ানো আমাদের লক্ষ্যমাত্রা।আর এর জন্য আমাদের কৃষিবিজ্ঞানীরা সব সময় সহযোগিতা করছেন।আমরা হরফ করে বলতে পারি যে এই ব্যবস্থা সরকারি ভাবে দেশের মধ্যে প্রথম।আগামী দিনে পাঞ্জাবের উপর আর নির্ভর করতে হবে না আলু বীজের জন্য।आजকে দশ হাজার চারা আমরা বিলি করেছি ৬ হাজার কৃষক উপকৃত হবে। গবেষক,হিমাদ্রিশেখর দাস বলেন,আলু বীজে স্বনির্ভর হওয়ার পাশাপাশি আমাদের লক্ষ্য প্রত্যেক বছর এই রাজ্য থেকে প্রায় ৩ লক্ষ কোটি টাকার ব্যবসা রাজ্যে চলে যায় সেটাকে ফিরিয়ে আনা।সার্টিফাইড আলু বীজ তৈরির পদক্ষেপ নেওয়া হয়েছে।
12
comment0
Report
Advertisement
Back to top