Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Bardhaman713103
बोटर लिस्ट में धांधली के आरोप, टीएमसी नेता बोले—सही मतदाता सूची ही जीत की कुंजी
PCPartha Chowdhury
Oct 15, 2025 00:30:57
Bardhaman, West Bengal
সামনে ভোট। তাই বিজয়া সম্মিলনীতে ভোটের বাজনা Shasakdaler netader mukhe। মঙ্গলবার আবার দলের কার্যক্রম ভোকাল টনিক প্রয়োগ করলেন দলের জেলা সভাপতি। এদিন বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনে তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন; ' দীর্ঘদিন আমরা লড়াই করেছি সিপিএমের সঙ্গে। সিপিএমের সঙ্গে লড়াই করতে গিয়ে আমাদের বহু কর্মীর জীবন গেছে,সম্পত্তি নষ্ট হয়েছে। কিন্তু আমরা কে শত্রু, সেই লোকটাকে দেখতে পেতাম। পরবর্তী দিনে ২০১১তে সিপিএমের জুলুম অত্যাচারের হাত থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে মুক্ত করেন। তার পর থেকে যে লড়াই,সেই লড়াই ঠিক কাদের সঙ্গে তা আমরা ঠিক বুঝতে পারি না। তার পর থেকে আমরা দেখি, কখনও ইডি এগিয়ে আসছে, কখনও সিবিআই এগিয়ে আসছে,কখনও নির্বাচন কমিশন এগিয়ে আসছে। বুথে বিরোধী কেউ নেই। কিন্তু ব্যালট বক্সে ভোট পড়ে থাকছে। কিভাবে এটা হচ্ছে তা এখনও ধরতে পারছি না। সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তিনি বলেন,এতদিন বিজেপি নেতৃত্ব ভাবছিল, কেন্দ্রীয় সরকার তাদের ভোটে জিতিয়ে দেবে। সে পরীক্ষায় তারা ফেল করেছে। পরে আবার সামরিক বাহিনী নিয়ে এসে ভোটে জিতবে,সেটাও সম্ভব হয়নি। এখন তারা ভোটার লিস্টে কারচুপি করে ভোটে জেতার চেষ্টা করছে। তিনি বলেন, এটা করে তারা দিল্লি মহারাষ্ট্রে সার্থকতা পেয়েছে। সেখানে তারা ভোটার লিস্টে কারচুপি করে ভোটে জিতেছে। বিহারেও প্রচুর প্রকৃত ভোটারকে তারা বাদ দিতে পেরেছে।কিন্তু পশ্চিমবঙ্গের বিচক্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই এই অংকটা ধরে ফেলেছেন বলেই পশ্চিমবঙ্গে সেটা সম্ভব হবে না। সঠিক ভোটার লিস্ট সামনে আনার কাজটা আমাদের এখন থেকেই গুছিয়ে করতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন নায্য ভোটারদের একজনের নামও বাদ দিতে দেব না। সেই নির্দেশ আমাদের কার্যকরী করতে হবে। আমরা তা সঠিকভাবে করতে পারলে আমাদের আর অন্য কিছুর প্রয়োজন হবে না। তার কারণ, আমাদের মুখ্যমন্ত্রী যে কাজ করেছে রাজ্যের মানুষ তা মনে রাখবেন। কিন্তু বিজেপি ২০২৪ সালে লোকসভা নির্বাচনের পর যেসব প্রতিশ্রুততি দিয়েছিল,২০৩৫ এ এসেও সে সবের কিছুই পূরণ করতে পারেনি। বাইট : ১) রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ( তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি)
14
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PSPrasenjit Sardar
Oct 15, 2025 03:32:30
Baruipur, West Bengal:লুডো খেলা নিয়ে বচসা,যুবককে র Rod এর বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ।অভিযোগের তীর আরো এক যুবকের বিরুদ্ধে । তদন্তে পুলিশ। ক্যানিং - লুডো খেলা নিয়ে বচসার জারে এক যুবক কে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠলো প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ক্যানিংয়ের তালদি পঞ্চায়েতের আঁধলা গ্রাম। সেখানে অন্যান্যদের সাথে লুডো খেলছিল সোহেল গাজী নামে এক যুবক।খেলা নিয়ে প্রতিবেশী যুবক সিরাজ গাজীর সাথে বচসা হয়। অভিযোগ বচসার পর সোহেল কে বেধড়ক মারধর করে এমনকি লোহা রড দিয়ে মাথায় আঘাত করে সিরাজ। ঘটনায় গুরুতর জখম হয় ওই যুবক। প্রতিবেশীরা উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আক্রান্ত ওই যুবক।
1
comment0
Report
PSPrasenjit Sardar
Oct 15, 2025 03:02:27
Baruipur, West Bengal:রাতের অন্ধকারে ছিঁড়ে দেওয়া হলো আইএসএফের ব্যানার, চাঞ্চল্য ভাঙড়ে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ২ নম্বর ব্লকের চালতাবাড়িয়া অঞ্চলের কৃষ্ণমাটি এলাকায় রাতের অন্ধকারে আইএসএফের ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আইএসএফের পক্ষ থেকে অভিযোগ, কৃষ্ণমাটি এলাকায় আসন্ন রক্তদান শিবিরের প্রচারের জন্য কৃষ্ণমাটি ব্রিজের উপর একটি গেট ও ব্যানার টাঙানো হয়েছিল। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সেই ব্যানারটি ছিঁড়ে দেয় বলে অভিযোগ জানিয়েছে আইএসএফ নেতৃত্ব। ঘটনার খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকায় ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয়।
2
comment0
Report
PDPradyut Das
Oct 15, 2025 03:02:10
Jalpaiguri, West Bengal:1510ZG_JAL_TMC_AGITATION_R জুতোর বদলা জুতো। জুতো নিয়ে সরগরম জেলার রাজনীতি। মুখ্যমন্ত্রীর কুশ পুতুলে জুতোর বাড়ি এবং কুশ পুতুল দাহ করার অভিযোগে বিজেপি নেতাদের বিরুদ্ধে সুয়ো মোটো মামলা দায়ের করলো পুলিশ। একইসাথে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভ দেখিয়ে বিজেপি কর্মীদের উদ্দ্যেশ্যে করে হুমকি দিয়ে জুতো দেখায় তৃনমূল শ্রমিক সংগঠনের মহিলা সদস্যরা। তৃনমূলের হুশিয়ারি যদি ফের মমতা ব্যানার্জীর প্রতি এই ধরনের আচরন করা হয় তবে বিজেপি নেতাদের জুতো পেটা করা হবে। বিজেপির পালটা তোপ যদি তৃনমূল নেতারা নিজেদের না শুধরে নেয় তবে এবার পাড়ায় পাড়ায় তৃনমূল নেতাদের জুতো পেটা করবে মানুষ। প্রসঙ্গত উল্লেখ্য দুর্গাপুর কান্ডের প্রতিবাদে সোমবার বিজেপি যুব মোর্চার তরফে জলপাইগুড়িতে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। সেই मিছিল থেকে যুব মোর্চার কর্মীরা মুখ্যমন্ত্রীর কুশ পুতুল দাহ করে। কুশ পুতুলে জুতোর বাড়ি মারে। এই সংবাদ সম্প্রচারিত হতেই মঙ্গলবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ দেখায় তৃনমূল শ্রমিক সংগঠন।INTTUC এর সদর ব্লক ১ এর তরফে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়।একইসাথে দলের মহিলা সদস্যরা বিজেপি কে উদ্দ্যেশ্যে করে জুতো দেখায়। আর এই নিয়ে রাজনৈতিক চাপান উতর শুরু হয়েছে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার আই সি সঞ্জয় দত্ত বলেন মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করার অভিযোগ আমরা সুয়ো মোটো মামলা করেছি। বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি সহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাইট : - ১) শুভঙ্কর মিশ্র ( সভাপতি, INTTUC সদর১) ২) মনোজ শা (সভাপতি, বিজেপি সদর মন্ডল) ৩) বাসন্তী রায় ( মহিলা সদস্য) ৪) গীতা বর্মন ( মহিলা সদস্য)
2
comment0
Report
AGAyan Ghosal
Oct 15, 2025 03:01:07
Kolkata, West Bengal:১) কলকাতায় দিন ও রাতের পারদ স্বাভাবিকের নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কমে ৫০ শতাংশ। ভোরের দিকে আপাতত আদর্শ হেমন্তের পরিবেশ। সকাল ১০ টা থেকে তাপমাত্রা বৃদ্ধি। আর্দ্রতা বেড়ে ফের ৯০ এর ঘরে। সন্ধ্যে থেকে ফের শুষ্ক মনোরম আবহাওয়া। ২) বাংলা থেকে বর্ষা বিদায় নিয়েছে ১৩ অক্টোবর। তার পরের দিন ১৪ অক্টোবর গতকাল উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্য থেকে বিদায় নিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়। ক্রমশ শুষ্ক আবহাওয়া বাংলায়। আগামী পাঁচ দিন বাংলায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ৩) রাজ্যে আগামী ৫ দিন পরিষ্কার আকাশ। কখনো কোনো কোনো জেলার কোনো কোনো অংশে কিছুক্ষণের জন্য আংশিক মেঘলা আকাশ হতে পারে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আপাতত ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরো দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম থাকবে বলে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। কুড়ি ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে। শ্রীনিকেতনের রাতের তাপমাত্রা ইতিমধ্যেই ২০ ডিগ্রিতে নেমে গেছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে একই পথে হাঁটতে চলেছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানের পানাগড় এবং ঝাড়গ্রাম। ৪) বর্ষা বিদায়ে স্বভাবতই বাড়ছে শীতের প্রত্যাশা। তবে অক্টোবরের শেষে এবং নভেম্বরের প্রায় পুরোটাই একাধিক নিম্নচাপ, ঘূর্ণিঝড় বা পশ্চিমী ঝঞ্ঝার বাধা থাকবে বলেই মৌসম ভবনের লং টার্ম আউটলুক জানাচ্ছে। তাই জাঁকিয়ে শীত ডিসেম্বরের ৪ বা ৫ তারিখের আগে নয় বলেই পূর্বানুমান। ৫) কলকাতায় ডিসেম্বরের আগে রাতের পারদ ১৫ ডিগ্রি বা তার নিচে নামার সম্ভাবনা প্রায় নেই। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলতে পারে ২০২৫ - ২০২৬ এর শীতের ইনিংস। ৬) ইউরোপীয় ইউনিয়নের মান্যতা প্রাপ্ত আবহাওয়া গবেষণা সংস্থা WEATHER FORCASTING SYSTEM বা WFS অক্টোবরে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে। ভারতের মৌসম ভবন এখনও পর্যন্ত এনিয়ে কোনো সতর্কতা বা পূর্বাভাস জারি করেনি। WFS জানাচ্ছে ২৫ অক্টোবর ভারতীয় সময় রাত ৩ টে নাগাদ দক্ষিণ আন্দামান সাগরের ইন্দিরা পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে একটি অতি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে। যা ২৭ অথবা ২৮ তারিখ ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। নিম্নচাপ ২৫ এবং ২৬ তারিখ প্রায় গোটা দিন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কে বাঁদিকে রেখে জলভাগ ধরে জলীয় বাষ্প বা শক্তি সঞ্চয় করতে করতে ভারতের মূল ভূখণ্ডের দিকে এগোবে। এটি ২৭ তারিখ তামিলনাড়ু উপকুলের খুব কাছাকাছি এসে পৌঁছবে। এরপর সম্ভাব্য দুটি গতিপথের কথা বলা হয়েছে। প্রথমটি পুদুচেরী উপকূল হয়ে আরব সাগর। দ্বিতীয়টি বঙ্গোপসাগর বরাবর এগিয়ে ওড়িশা অন্ধ্র উপকূলের গোপালপুর।
4
comment0
Report
AGAyan Ghosal
Oct 15, 2025 03:00:51
Kolkata, West Bengal:TRAIN BLOCK পূর্ব রেলের মালদহ ডিভিশনে লাইন রক্ষণাবেক্ষণ এবং আনুষঙ্গিক কাজের জন্য সবমিলিয়ে ৭ দিন পাওয়ার ব্লকের প্রয়োজন পড়বে। অক্টোবরের ১৫, ১৮, ২০, ২২, ২৫, ২৭ এবং ২৯ তারিখ এই পাওয়ার ব্লক হবে। ৭ টি ডেমু, ৮ টি প্যাসেঞ্জার, ৩ টি মেমু চলাচলের সময় পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে। ৫৩৪৩৪ বারারওয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ছাড়ার সময় এই দিনগুলিতে ১২০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে। ৬৩৪২২ সাহেবগঞ্জ অজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার ছাড়ার সময় ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য স্বল্প এবং দূরপাল্লার ট্রেন পরিস্থিতি বুঝে তাৎক্ষণিক ঘোষণার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। প্রাথমিক ভাবে সিদ্ধান্ত হয়েছে খুব প্রয়োজন না পড়লে দূরপাল্লার এক্সপ্রেস মেইল ট্রেন সামান্য ঘুরপথে যাতায়াত করিয়ে দেওয়া হবে। অথবা সেগুলি হল্ট বা স্টপেজের মেয়াদ বৃদ্ধি হবে যা সংশ্লিষ্ট স্টেশনে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।
3
comment0
Report
AGAyan Ghosal
Oct 15, 2025 03:00:38
Kolkata, West Bengal:SSC AGITATION *ফের চাকরি ফেরানোর দাবিতে পথে নামছেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা।* ১) মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারা এসএসসি ২০১৬ প্যানেলের योग্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের উপযুক্ত নির্ভুল এবং নিখুঁত তালিকা অবিলম্বে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশের দাবি। ২) এই দাবিতে চাকরিহারাদের একটি আন্দোলন মঞ্চের ডাকে আজ এসএসসি ভবন অভিযান। ৩) যোগ্য চাকরি হারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা বেলা ১২ টা থেকে জমায়েত শুরু করবেন সল্টলেক করুণাময়ী মেট্রো স্টেশনের নিচে। সেখান থেকে মিছিল করে ৪০০ মিটার দূরে আচার্য সদন এগিয়ে যাওয়ার চেষ্টা হবে। ৪) এই কর্মসূচিতে পুলিশের অনুমতি নেই। ফলে করুণাময়ী মোড়ে আন্দোলনকারীদের আটকে দেওয়ার এবং জমায়েতের চেষ্টার সঙ্গে সঙ্গে গ্রেফতার করার সমস্ত প্রশাসনিক ব্যবস্থা তৈরি রাখবে বিধাননগর কমিশনারেট। ৫) কলকাতা হাইকোর্টের নির্দেশে পয়লা সেপ্টেম্বর এসএসসির চেয়ারম্যান এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেন। সেখানে দাবি সমূহ স্মারকলিপি আকারে তুলে দেওয়া হয়েছিল। যোগ্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের তালিকা অবিলম্বে প্রকাশের দাবি জানানো হয়েছিল। এখনও পর্যন্ত সেই দাবি মানা হয়েছে বলে অভিযোগ। তারই জেরে আজকের কর্মসূচি। ৬) রাজ্যে গত দশ বছর ধরে শিক্ষক নিয়োগ নেই। বর্তমান শিক্ষ নিয়োগে আরো ৩৫ হাজার শুন্যপদ অন্তর্ভুক্ত করে, সমস্ত ক্ষেত্রে দুর্নীতিহীন স্বচ্ছ নিয়োগ করার দাবি। ৩) এসএসসি বিষয়টি নিয়ে কোনো ততপরতা না দেখানোয় এবার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার হস্তক্ষেপ দাবি。
2
comment0
Report
CDChampak Dutta
Oct 15, 2025 00:31:17
Kaji Chak, West Bengal:ঘাটাল জেলার তৃণমূল যুব কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘাটাল পৌরসভার প্রাক্তন তৃণমূল চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলর বিভাস চন্দ্র ঘোষ এর গ্রেফতারের ঘটনার বিষয়ে রাজ্যের সেচ মন্ত্রী ডঃ মানস ভূঁইয়া বলেন, আমরা দল এবং প্রশাসনের থেকে খোঁজ নিচ্ছি, যদি বিভাস ঘোষ খারাপ কাজ করে থাকেন ফল পাবেন আর যদি খারাপ কাজ না করে থাকেন তাহলে মুক্তি পাবেন। পাশাপাশি রাজ্য SIR নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে কড়া মন্তব্য করেন মানস বাবু। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন জীবন যাবে কিন্তু কাউকে একটা নামও কাটতে দেওয়া হবে না।' পাশাাই রাজ্য SIR প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে মহিলা, আদিবাসী ও মুসলমানদের নাম বাদ দেওয়ার চক্রে সরব হন সেচ মন্ত্রী ডঃ মানস ভূঁইয়া।
14
comment0
Report
NHNantu Hazra
Oct 14, 2025 17:45:44
Salt Lake City, Utah:The BJP has a fancy protest with lanka powder in the hands of women. The BJP protested in this way in compassion. মহিলাদের হাতে লঙ্কার গুঁড়ো দিয়ে অভিনব প্রতিবাদ বিজেপির। করুণাময়ীতে এই ভাবেই প্রতিবাদ জানালো বিজেপি।যে প্রতিবাদের নাম দিয়েছেন অপারেশন লাল মিরচ。 দুর্গাপুরে ধর্ষণের প্রতিবাদে মঙ্গলবার সকালে পথে নামে বিধান নগর বিজেপি।লঙ্কার গুঁড়োর প্যাকেট ও স্প্রে হাতে নিয়ে বিজেপি কর্মীরা করুণাময়ী অটো স্ট্যান্ড, করুণাময়ী মেট্রো স্টেশনে বিক্ষোভ দেখায়। আগত মহিলাদের হাতে তুলে দেওয়া হয় এই লঙ্কার গুঁড়ো প্যাকেট ও স্প্রে。 কৌশিক বিশ্বাস (বিধান মন্ডল প্রেসিডেন্ট ) জানান..... সাধারণ জনগণ ও মহিলাদের জন্য সচেতনতার জন্য অপারেশন লাল মিরচ শুরু করেছে। প্রত্যেক মহিলাকে লাল মিরচ ও পেপার স্প্রে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারা যাতে নিজেদের কাছে সেফটির জন্য রাখতে পরে, বিভিন্ন জায়গায় মহিলারা নির্যাতিত হচ্ছে এবং ধর্ষণের সংখ্যা যে ভাবে বাড়ছে তাতে বেসিক সেফটি প্রভাইট করা উচিৎ। যখন প্রশাসন ফেল হচ্ছে তখন রাস্তায় নেমে যেটুকু পারছে সেটুকু করছে। মানুষের সাথে ও পাশে দারোনোর চেষ্টা করছে। এটায় অপারেশন লাল মিরচ।
14
comment0
Report
ALArup Laha
Oct 14, 2025 16:46:50
Belna, West Bengal:পুকুরে আগুন! শুনতে অবিশ্বাস্য হলেও এমনই এক ঘটনার মঙ্গলবার দুপুরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের ভাতারের কালুত্তক গ্রামে। নতুনহাট বাদশাহী রোডের ধারে থাকা একটি পুকুরে হঠাৎই আগুন জ্বলতে দেখা যায়, আর মুহূর্তের মধ্যে আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন স্থানীয়রা। পুকুরে আগুন জ্বলতে দেখে গ্রামবাসীরা তড়িঘড়ি খবর দেন পুলিশ ও দমকল বিভাগকে। কিছুক্ষণের মধ্যেই ভাতার ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্রামবাসীরা জানান, প্রায় দু’মাস আগে ওই পুকুরে একটি তেলবাহী লরি দুর্ঘটনাবশত উল্টে পড়ে যায়। সেই সময় তেল মিশে পুকুরের জলে প্রলেপের মতো ভেসে ছিল। বর্তমানে জলের পরিমাণ কমে যাওয়ায় ও শুকিয়ে যাওয়া কাদামাটির ওপর তেলের স্তর থেকে আচমকাই আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও, এই অদ্ভুত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে গেছে এলাকায়। স্থানীয়রা বলেন, “ہم প্রথমে ভেবেছিলাম কেউ پুকুরে کچھ پুড়িয়ে ফেলছে, কিন্তু পরে দেখি পুরো পুকুর জ্বলছে! এমন দৃশ্য জীবনে দেখিনি।” পুলিশ ও দমকল সূত্রে জানা গেছে, আগুনের উৎস এবং তেলের অবশিষ্টাংশের রাসায়নিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় আপাতত পরিস্থিতি স্বাভাবিক, তবে ঘটনাটি নিয়ে কৌতূহল ও আতঙ্ক রয়ে গেছে গ্রামবাসীদের মধ্যে। বাইট ১) সন্দীপ চৌধুরী(ফায়ার অফিসার) বাইট ২) মহম্মদ আলাউদ্দিন(স্থানীয়)।
14
comment0
Report
Advertisement
Back to top