Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712103

जनवरी में ब्रिगेड सभा में लाखों के साथ संविधान पाठ का आह्वान

BSBidhan Sarkar
Dec 10, 2025 11:37:18
Chinsurah, West Bengal
এবার ব্রিগেডে লক্ষ কন্ঠে সংবিধান পাঠ! ফুরফুরা সরিফের পীরজাদার আহ্বানে জানুয়ারী মাসে হবে এই অনুষ্ঠান। ফুরফুরা সরিফের পীরজাদা সাফেরি সিদ্দিকি ফুরফুরায় আজ বলেন,গীতা পাঠের পাল্টা সংবিধান পাঠ না।গীতা পাঠ ভালো হয়েছে জেলায় জেলায় হওয়া দরকার। ওয়াকফ বিল নিয়ে এর আগে ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছিল।কিন্তু পুলিশের অনুমতি মেলেনি। এবার কয়েকটি ইসু নিয়ে ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে।যwhere লক্ষাধিক কন্ঠে সংবিধান পাঠ করা হবে। জানুয়ারী মাসের শেষের দিকে এই সমাবেশে হাজির থাকবেন ফুরফুরা সরিফের পীরজাদাদের একাংশ।রাজ্যের বিভিন্ন মুসলিম সংগঠন।বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন।আমরা গীতা পাঠের পাল্টা এটা করছি না।প্রত্যেকেরই নিজ ধর্ম পালনের অধিকার আছে।আমরা হিংসা বাড়াতে চাইনা।ধর্মের নামে বিষ ছড়ানো হচ্ছে সেগুলো বন্ধ হোক। দেশের সংবিধান রক্ষার স্বার্থে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি।রাজনৈতিক দলের নেতারা নিজেদের স্বার্থে সংবিধানের বিকৃতি ঘটাচ্ছে।আগামী দিনে যাতে এগুলো না হয় সেই কারণেই আমরা লক্ষ্য কন্ঠে সংবিধান পাঠ করবো।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
AMArkodeepto Mukherjee
Dec 10, 2025 13:07:04
Kolkata, West Bengal:সকাল থেকেই BLO অ্যাপে এলো এক নতুন অপশন- 'BLO-BLA MOM'। এই 'MOM'-এর ফুল ফর্ম 'Minutes Of Meeting'। সম্প্রতি নির্বাচন কমিশনের তরফে BLO ও BLA-দের জন্য একটি বিশেষ গাইডলাইন আনা হয়। নতুন সেই গাইডলাইনে বলা হয়, BLO ও BLA-দের ভোটার তালিকাকে স্বচ্ছ রাখার রেজ়োলিউশন নিতে হবে। সেই মর্মে নির্বাচন কমিশনের তরফে চারটি তালিকা দেওয়া হয়-মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত ও ভুয়ো ভোটারদের সমস্ত তথ্য নথিভুক্ত করার জন্য। একই ফর্ম্যাটে তৈরি চারটি ফর্মের ক্ষেত্রেই ফর্মের নীচের দিকে BLO, BLA ও BLO SUPERVISOR-এর স্বাক্ষর করা বাধ্যতামূলক হিসেবে লেখা থাকে। BLO-দের সামনে যে ইন্টারফেস ওপেন হবে, সেখানে লেখা থাকবে 'UPLOAD IMAGE 1', 'UPLOAD IMAGE 2', 'UPLOAD IMAGE 3' ও 'UPLOAD IMAGE 4'। এই চারটি অপশনে মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত ও ভুয়ো ভোটারদের তালিকা BLO-দের কে জমা করতে হবে。
0
comment0
Report
KBKamalakshya Bhattacharjee
Dec 10, 2025 13:06:49
Kolkata, West Bengal:শুভেন্দুঃ মমতার মিথ্যাচার এবং বিভাজনের রাজনীতি রাজ্যকে রসাতলে পাঠিয়েছে। কখনও সিএএ এসআইআরকে এনআরসি বলা, কখনও ওয়াকফ নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছেন। কোচবিহারে দাঁড়িয়ে বলেছেন আমি কোনও ধর্মীয় সম্পত্তি বেহাত বা দখল হতে দেব না। উনি কতবড় সর্বনাশ করেছেন, দ্বিচারিতা করেছেন তথ্য সহ উল্লেখ করছি। ওয়াকফ ২টি বৈঠকে রাজ্যের প্রতিনিধিরা কোনো আপত্তি নথিভূক্ত করেননি। উম্মিদ পোর্টালে সমস্ত রাজ্য ওয়াকফ সম্মত্তি নথি ভুক্ত করছে। এরাজ্য নিশ্চুপ। কারণ মুখ্যমন্ত্রী বলেছেন এ রাজ্যে ওয়াকফ হবে না। চারমাস চলে গেছে। রুল তৈরি হয়ে যাওয়ার পরেও। ৬/১২ থেকে আনঅথরাইজ হয়ে যাবে। এখন তড়িঘড়ি ঘুম ভেঙেছে। ডেট এক্সটেনশন চেয়েছে। হয়নি এক্সটেনশন। যারা উম্মিদ পোর্টালে এলেন না, অপশন হল কোর্টে যাওয়া। ৬/১২র পর যাদের কোর্টে ছুটতে হবে তাদের জন্য দায় মুখ্যমন্ত্রীর। যিনি মুসলিমদের ব্যবহার করেন, উসকান তিনি আজকে রাজ্যের ওয়াকফ সম্প্ত্তীকে আনঅথরাইজ করে দিলেন। ওদের এবার ট্রাইবুনালে যেতে হবে। উনি গাড্ডায় ফেললেন। সিদ্দিকুল্লা, ববি হাকিম, রব্বানীরা আমার প্রেসকনফারেন্সের পর পাল্টা প্রেসকনফারেন্স করে জবাব দিন।
0
comment0
Report
BSBhabananda Singha
Dec 10, 2025 13:05:41
Dinajpur, Rangpur Division:SIR–এ হঠাৎ ‘অজানা ভাই’! ওয়ারিস সার্টিফিকেট নিয়ে তোলপাড়—শেষমেশ কি DNA পরীক্ষায় যাবে নির্বাচন কমিশন? ইসলামপুরের নতুন পাড়ায় যেন হঠাৎ করেই সত্য–মিথ্যার দড়ি টানাটানি। ছয় বোন মিলে ওয়ারিস সার্টিফিকেট নিতে গিয়ে SIR–এর পাতায় উঠে এল এক অজানা ভাইয়ের নাম! আর সেই নামই এখন এলাকায় তুমুল চর্চার বিষয়—কে এই ভাই? কোথা থেকে এল? সত্যিই পরিবারের সদস্য, নাকি রাজনৈতিক বাতাসে উড়ে আসা এক নতুন চরিত্র? বুধবার দুপুরে নতুন পাড়ার বাসিন্দা নলিতা ওরফে ললিতা দাস সোজা ইসলামপুর বিডিও অফিসে হাজির হয়ে জানান— “আমাদের বাবা–মা বহু বছর আগেই মারা গেছেন। ছয় বোন মিলে পৈতৃক ভিটার মন্দির দান করতে চাই। এজন্য ওয়ারিস সার্টিফিকেট দরকার। কিন্তু SIR–এ দেখি আমাদের বাবার নামে এক ভাইয়ের উল্লেখ!” ছয় বোন একবাক্যে বলছেন— “আমাদের জন্মসূত্রে কোনো ভাই নেই। বিপ্লব দাস বাংলাদেশ থেকে এসে বাবাকে বাবা দেখিয়ে ভোটার হয়েছে। ওর নাম অবিলম্বে বাদ দিতে হবে।” অন্যদিকে বিপ্লব দাস সামনে না এলেও তাঁর ছেলে বিদ্যুৎ দাস এবং স্ত্রী কল্পনা দাস পুরোদস্তুর দাবি তুলেছেন— “আমরাই তো ওই পরিবারের আত্মীয়! পিসিরা উল্টো আমাদেরই অস্বীকার করছে।” এই দু’টি বিপরীত দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পঞ্চায়েত স্তরে নতুন বিতর্ক পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি তথা প্রধানের স্বামী অভিজিৎ পাল বলেছেন— “ওরা আমাদের এলাকায় থাকে। SIR–এ এক ভাইয়ের নাম পাওয়া গেছে। নথি যাচাই না করে ওয়ারিস সার্টিফিকেট দেওয়া যাবে না।” এই কথাতেই শুরু নতুন গুঞ্জন—“প্রধানের স্বামীর ঘনিষ্ঠ বলেই কি বিপ্লব দাস সুবিধা পাচ্ছেন?” এলাকাে এই প্রশ্ন এখন প্রকাশ্যে ঘুরছে। যদিও BDO–র তরফে তদন্তের আশ্বাস মিলছে ইসলামপুরের বিডিও পিনাকী দেবনাথ ইতিমধ্যেই BLO–কে ডেকে পাঠিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন。 কিন্তু গোটা ঘটনাই যেভাবে জট পাকাচ্ছে, তাতে জনমহলে প্রশ্ন—“SIR–এর তথ্য যাচাই করতে কি এবার DNA পরীক্ষার টেবিল বসাতে হবে?” মাঝেমধ্যেই শোনা যাচ্ছে—এভাবে যদি ‘হঠাৎ ভাই’ আবিষ্কার হতে থাকে তবে আগামী দিনে হয়তো নির্বাচন কমিশনকেই আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। শেষ কথা একদিকে ওয়ারিস সার্টিফিকেট, অন্যদিকে SIR–এর রহস্যময় তথ্য—এই দুইয়ের সংঘর্ষে নতুন পাড়ার পরিবেশ এখন Almost থ্রিলার সিনেমার মতো। পরিবার, পঞ্চায়েত ও প্রশাসনের ত্রিমুখী টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে, তা দেখার অপেক্ষায় গোটা এলাকা। উত্তর দেবে সময়—আর হয়তো DNA–ই। বাইটঃ ১) ললিতা দাস (অভিযোগ কারী) ২) বিদ্যুৎ দাস (অভিযুক্তের ছেলে) ৩) কল্পনা দাস (অভিযুক্তের স্ত্রী) ৪) অভিজিৎ পাল (প্রধানের প্রতিনিধি তথা স্বামী) ৫) পিনাকী দেবনাথ (BDO ইসলামপুর) 1012ZG_NDIN_SIR_DNA_R
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 10, 2025 11:49:32
Durgapur, West Bengal:এজেন্সির ঠিকা শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবিতে তৃণমূল শ্রমিক সংগঠনের ধর্ণা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা তথা এসবিবিএসটিসি এমপ্লয়িস অ্যাসোসিয়েশন এবং এস বি এস টি সি কন্টাকটার শ্রমিক ইউনিয়ন তরফে রিলে ধর্না অবস্থান কর্মসূচি নেয় দুর্গাপুরের দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার প্রধান কার্যালয় ৷ কার্যালয়ের বাইরে শ্রমিক সংগঠনের অফিস থেকে প্যাক্লেট হাতে মিছিল করে প্রশাসনিক প্রধান কার্যালয় ভেতরে প্রবেশ করে, ভিতরে শ্রমিক সংগঠনের পতাকা উত্তোলন করে ধর্না মঞ্চে বসেন নেতৃত্ব সহ সংগঠনের কর্মী সমর্থকেরা。 সরকারের নীতির ঠিক আছে কিন্তু কর্তৃপক্ষ বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা。 দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল ফোনে জানান, আন্দোলন করার অধিকার তাদের আছে। শ্রমিরা যে দাবি রেখেছে. সেটা তারা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবে。
0
comment0
Report
SMSubhasis Mandal
Dec 10, 2025 11:48:32
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 10, 2025 11:48:05
Chinsurah, West Bengal:ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছিলেন মা বাবা,এবার অস্বাভাবিক মৃত্যু হল মেয়ের।চন্দননগর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।মৃতের নাম শর্মিষ্ঠা দাস(৪৩)। গত ৬ ই জুন চন্দননগরের বৈদ্যপোতা এলাকার এক পরিবারের বাবা মা মেয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বৃ elderly দম্পতি একেন্দ্র নাথ দাস(৮৭) সুনীতা দাস(৮৩) ও তাদের মেয়ে শর্মিষ্ঠা দাস। অচৈতন্য অবস্থায় তাদের তিনজনকে বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল।চন্দনগর হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়। শর্মিষ্ঠার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছিল。 পরিবারে অনটনের কারনেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে সেদিন জানিয়েছিলেন শর্মিষ্ঠা。 এলাকার বাসিন্দারা জানান,গত কয়েকদিন ধরে শর্মিষ্ঠাকে দেখা যায়নি।এক পরিচিত জানান,খাবার দিয়ে গেলেও খেত না。 আজ জানালার ফাঁক দিয়ে প্রতিবেশিরা দেখতে পায় ঘরে পরে রয়েছে শর্মিষ্ঠা।দূর্গন্ধ বেরোচ্ছে।এরপরই পুরসভা ও পুলিশে খবর যায়।চন্দনগর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়。 পুলিশ ও প্রতিবেশিরা জানিয়েছে,এক সময় এই পরিবার খুবই বিত্তশালী ও স্বচ্ছল ছিল।কোলিয়ারী ব্যবসা ছিল বাড়ির কর্তার।পরবর্তি সময়ে তাদের আর্থিক অনটনে দিন কাটছিল।তা থেকেই মানসিক অবসাদের কারনে এই পরিনতি হতে পারে।
0
comment0
Report
MMManoj Mondal
Dec 10, 2025 11:47:23
Kolkata, West Bengal:খসরা ভোটার তালিকায় ৩৬৫ জন ভোটারের নাম না থাকায় বিক্ষোভ অশোকনগর কল্যাণগড় পৌরসভার ৮ নং ওয়ার্ডে। ২০৩ নং পার্ট এ হরেকৃষ্ণ কঙ্গার প্রাথমিক স্কুলের ভোটার এরা সকলেই।কালিতলা বানিমন্দির হাই স্কুলে আজ মক হিয়ারিং এর কাজে এসেছিলেন দুই আধিকারিক। তাদের আটকে রেখেই বিক্ষোভ চলছে। বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় কাউন্সিলর সমীর দত্ত। নির্বাচন কমিশনের দুই আধিকারিক কে আটকে রেখে মেঝেতে বসে বিক্ষোভ দেখানো চলছে। চক্রান্ত করে নাম বাদ দেওয়ার অপচেষ্টা হচ্ছে বলে কাউন্সিলরের অভিযোগ। সমীর দত্তের অভিযোগ চক্রান্ত করে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। যতক্ষণ না পর্যন্ত হাবরা দুই ব্লকের বিডিও ঘটনাস্থলে আসবেন এবং লিখিত আশ্বাস না দেবেন ততক্ষণ পর্যন্ত এই দুই কর্মীকে ঘেরাও করে রাখা হবে বলে হুমকি দিয়েছেন কাউন্সিলর。
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 10, 2025 11:45:59
Chinsurah, West Bengal:তিন দিনব্যাপী আয়ুষ মেলা শুরু হল হুগلির চুঁচুড়ায়। হুগলি জেলা জুড়ে চারটি সাব-ডিভিশনে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই আয়ুষ মেলার আয়োজন করা হয়েছে। চন্ডীতলা ও হরিপালের পাশাপাশি সদর চুঁচুড়ায় ১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। জেলা আয়ুষ দপ্তরের আধিকারিক ডাঃ দীনেশ চন্দ্র দত্ত জানান, সাধারণ মানুষকে আয়ুর্বেদের গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং এর উপকারিতা সাধারণ মানুষের কাছে তুলে ধরার উদ্দেশ্যেই এই মেলার আয়োজন। তাঁর কথায়, “প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে সুস্থভাবে বাঁচার পথই আয়ুষ।” মেলার উদ্বোধনের প্রাক্কালে আজ চুঁচুড়া সদর জুড়ে এক বিশেষ সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা এই পদযাত্রায় অংশগ্রহণ করে। পাশাপাশি উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, কর্মী ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই আয়ুষ মেলায় থাকছে আয়ুষ বিষয়ক বিশেষ সেমিনার,যোগাসন প্রতিযোগিতা,স্বাস্থ্য বিষয়ক কুইজ, বিনামূল্যের মেডিকেল ক্যাম্প, হোমিওপ্যাথি চিকিৎসা শিবির। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলা চলবে। এই সময়ের মধ্যে সাধারণ মানুষ বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারবেন এবং আয়ুষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আয়ুষ মেলার মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে এবং মানুষের মধ্যে প্রাকৃতিক ও বিকল্প চিকিৎসা পদ্ধতি সম্পর্কে নতুন আগ্রহ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন হুগলি জেলার ডি এম ও।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 10, 2025 11:45:23
Howrah, West Bengal:ডোমজুরের বাঁকড়ায় দুয়ারে চিকিৎসা পরিষেবা চালু。 বাঁকড়ায় দুয়ারে চিকিৎসা পরিষেবার সূচনা হল বুধবার। বাঁকড়া-১ নম্বর পঞ্চায়েতের বাঁকড়া বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে দুয়ারে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ মেডিক্যাল ইউনিটের সূচনা করলেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ। উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য দফতরের একাধিক কর্তা ও পঞ্চায়েত সমিতির আধিকারিকরা। কল্যাণ ঘোষ বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মানুষের দুয়ারে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এই কর্মসূচি চালু হয়েছে। অনেক সময় দূরে স্বাস্থ্যকেন্দ্র অবস্থিত হওয়ার কারণে মানুষ ঠিক সময়ে হাসপাতালে যেতে পারেন না। তাই মানুষের দুয়ারেই এবার চিকিৎসা পরিষেবা নিয়ে পৌঁছে যাবেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। ভ্রাম্যমাণ এই চিকিৎসা যানে থাকবেন একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ও এখানে রক্ত পরীক্ষারও ব্যবস্থা থাকবে। এর ফলে চিকিৎসা পরিষেবা পেতে মানুষকে এখন আর হাসপাতলে যেতে হবে না। তাঁদের দুয়ারেই নিখরচায় পৌঁছে যাবে চিকিৎসা পরিষেবা।’ প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকার মানুষ।
0
comment0
Report
MMManoj Mondal
Dec 10, 2025 11:38:08
Kolkata, West Bengal:বান্ধবীদের যেতে বলে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে স্কুল ঘরে ডেকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল স্কুলের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে ৷ ওই কর্মীর নাম ট্যুরে সাধু ৷ ঘটনাটি ঘটে থানার গাড়াপোতা গার্লস হাইস্কুলে ৷ জানাজানি হতেই স্কুলের ছাত্রীরা এবং স্থানীয়রা এসে ভাঙচুর চালায় ৷ মারধর করে ওই অস্থায়ী কর্মীকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় ও স্কুলের ছাত্রীরা ৷ অভিযোগ উত্তেজিত ছাত্রীরা এবং স্থানীয় মানুষজন স্কুলে ভাঙচুর চালায় এবং ওই অস্থায়ী কর্মীর শাস্তির দাবিতে বনগাঁ বাগদা সড়কের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে ৷ নির্যাতিতা ছাত্রী জানিয়েছে বই জমা দিতে গেছিল আরো দুই বান্ধবীর সাথে কিন্তু অস্থায়ী কর্মী ট্যুরে বাকি দুজনকে চলে যেতে বলে ৷এরপর তাকে পিছন থেকে জড়িয়ে ধরে জামা ছিঁড়ে দেয় বলে অভিযোগ
0
comment0
Report
NRNarayan Roy
Dec 10, 2025 11:36:30
Siliguri, West Bengal:পাহাড়ে কমছে পরীক্ষার্থীর সংখ্যা , প্রশাসনিক বৈঠকে উঠে আসল আগামী মাধ্যমিক পরীক্ষা নিয়ে একাধিক নির্দেশ ও নির্দেশিকার প্রসঙ্গ আগামী মাধ্যমিক পরীক্ষা নিয়ে প্রশাসনিক বৈঠকে উঠে আসল একাধিক নিয়ম ও নির্দেশিকার প্রসঙ্গ। সোমবার পাহাড়ে প্রশাসনিক বৈঠক সেরেছেনে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড Dr রামানুজ গঙ্গোপাধ্যায়। বুধবার শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাহাড়ে পরীক্ষার্থী সংখ্যা কমে আসার কথা জানান। মাধ্যমিক পরীক্ষায় পাহাড়ে কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। তাই নিয়ে চিন্তিত মধ্যশিক্ষা পর্ষদ। এবিষয়ে দ্রুত আলোচনা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে স্কুল পরিদর্শকদের। ড Dr রামানুজ গঙ্গোপাধ্যায় বলেছেন, "পাহাড়ে ২০০জন পরীক্ষার্থী কমেছে তবে সমতলে আবার সংখ্যা বেড়েছে। আমরা পর্যালোচনার কথা জানিয়েছি। সংখ্যাটা তুলনামূলক কম হলেও প্রথম থেকেই আমরা এ বিষয় নিয়ে আলোচনা করার কথা বলেছি।" অন্যদিকে পাহাড়ে ঠাণ্ডায় যে সকল কেন্দ্রে হিটারের প্রয়োজন হয় সে প্রসঙ্গে তিনি জানিয়েছেন , "স্কুলগুলোকে বলা হয়েছে আগে থ্রি ফেজ লাইন নেওয়ার জন্য। বাকি গতবছরের মত এবছরও সব ব্যাবস্থা থাকছে। থ্রিফ্রজ লাইন নিয়ে প্রশাসনকে জানালেই প্রশাসন হিটারের ব্যাবস্থা করে দেবে। কিন্তু থ্রি ফেজ লাইন না নিয়ে হিটারের কথা বললে তা সম্ভব নয়।" অন্যদিকে অভয়ারণ্য লাগোয়া এলাকারগুলোতে পরীক্ষা নিয়ে তিনি বলেছেন , "গত বছরের তুলনায় ব্যাবস্থাপনা আরও ভালো করা হবে। ব্যাবস্থাপনায় কোন ঘাটতি থাকবে না।" পাশাপাশি সমতলের পরীক্ষাকেন্দ্র গুলো নিয়ে তিনি জানিয়েছেন , "গতবছর শান্তিপূর্ণ পরীক্ষা হয়েছে। এবছরও তাই হবে বলে আশাবাদী। বিভিন্ন স্কুল গুলো নিজেরাও মেটাল ডিটেক্টর কিনে নিচ্ছে। শিক্ষক শিক্ষিকারাই পরীক্ষার্থীদের পরীক্ষা করছে৷ আমরা প্রচার চালিয়ে যাচ্ছি যাতে পরীক্ষার্থীরা মোবাইল নিয়ে প্রবেশ না করে৷ সচেতনতা লক্ষ করা যাচ্ছে। সিসিটিভি থাকছে প্রায় প্রতিটি পরীক্ষাকেন্দ্রেই।" 1012ZG_SILI_EXAM_R BYTE DETAILS :
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 10, 2025 11:35:31
Howrah, West Bengal:রাজনৈতিক দূরত্ব ভুলে নতুন রাস্তা তৈরীর কাজ হচ্ছে সাকরাইলের মাসিলা গ্রাম পঞ্চায়েত এলাকায়।খুশী গ্রামের মানুষ। বিজেপির জনপ্রতিনিধির এলাকায় উন্নয়নে সাহায্য করে না শাসকদল।বিভিন্ন ক্ষেত্রে এমনই অভিযোগ ওঠে।কিন্তু সাকরাইল বিধানসভার অন্তর্গত মাসিলা গ্রাম পঞ্চায়েত এলাকায় দেখা গেলো অন্য ছবি।তৃণমূল পঞ্চায়েত প্রধান ও বিজেপি সদস্যকে দেখা গেলো হাতে হাত মিলিয়ে উন্নয়ন করতে।দাওনের বাগান এলাকায় দীর্ঘদিনের বেহাল রাস্তা ছিলো সেই রাস্তা নতুন করে কংক্রিটের বানানো হলো।আর সেই কাজ তদারকিতে একসঙ্গে দেখা গেল তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান গোরাই খান ও ওই এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য প্রিয়াঙ্কা দাসকে। রাজনৈতিক দূরত্ব ভুলে দু’দলের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।চারশো ফুট এই রাস্তা দীর্ঘদিন ধরেই মারাত্মক খারাপ অবস্থায় পড়ে ছিল। অধিকাংশ ইঁট উঠে গিয়ে তৈরি হয়েছিল বড় বড় গর্ত। দু’পাশে পুকুর থাকায় বর্ষাকালে চলাফেরা ছিল বিপজ্জনক।যাতায়াতে ভোগান্তি ছিল নিত্যদিনের ঘটনা। পঞ্চায়েত প্রধান গোরাই খান জানান, অনেক আগেই রাস্তা সংস্কারের প্রস্তাব নেওয়া হয়েছিল। কিন্তু পঞ্চায়েতের আর্থিক সামর্থ্যের অভাবে তা সম্ভব হয়নি।আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অর্থে প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয়ে রাস্তা ঢালাই করা হচ্ছে। তাঁর কথায় এখানে রাজনীতি নেই। মানুষের সুবিধাই আমাদের প্রথম দায়িত্ব।বিজেপির পঞ্চায়েত সদস্য প্রিয়াঙ্কা দাস বলেন আমাদের পাড়া আমাদের সমাধানে গ্রামবাসীরা এই বেহাল সারাইয়ের দাবী করেছিলো।মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ রাস্তা ঢালাইয়ের ব্যবস্থা করার জন্য।তিনি আরো বলেন বিজেপির হকে যে উন্নয়নে বাধা দেওয়া হয় এই ধারনা সম্পূর্ণ ভ্রান্ত।এখানকার তৃণমূল বিধায়ক ও পঞ্চায়েত প্রধান উন্নয়নে সহযোগীতা করছে।রাজনৈতিক দূরত্ব ভুলে মাসিলা পঞ্চায়েতের এই কাজ দৃষ্টান্ত স্থাপন করলো।খুশী গ্রামের মানুষ।
0
comment0
Report
Advertisement
Back to top