Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712601

आरामबाग के भाजपा नेता और पार्षद विश्वजीत घोष ने 19 वार्ड की 19 बहनों को घर-घर जाकर किया 'खड़्ग दान', विरोधी भी चौंके

DSDIBYENDU SARKAR
Oct 23, 2025 06:50:36
Arambag, West Bengal
আরামবাগঃ২৩ অক্টোবর যেখানে খড়্গ নিয়ে রাজ্য রাজনীতি তুঙ্গে। সেখানে সেই খড়্গ কেই অস্ত্র করে এবার বোন ফোঁটার আয়োজন করেন আরামবাগ পুরসভার বিরোধী দল নেতা তথা ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ। তিনি পুরসভার ১৯ টি ওয়ার্ডের ১৯ জন জন বোন কে বাড়ি বাড়ি গিয়ে বোন ফোঁটা দেন। যদিও সেই বোন কি আর ভাই কে ছাড়ে? তাদেরাও তাঁকে সযত্নে এমন একজন একজন ভাইকে পেয়ে আনন্দে আপ্লুত। খড়্গ প্রসঙ্গে ভাই তার বোনেদের বার্তা দিলেন,সমাজে যত অশুভ শক্তি আছে, যত দুষ্ট আছে, যত অসুর আছে তাদের দমন করার জন্য this খড়্গ দান। প্রতীকী খড়্গ তুলে দিয়ে বলেন, এই ভাবেই দুষ্ট কে দমন করতে হবে। এগিয়ে আসতে হবে দুষ্ট দের দমন করার জন্য।দেবী মহামায়া যেমন অসুর কে দমন করেছিলেন তেমনই এই খড়্গ নিয়ে বোনেরাও দেবি মহামায়ার শক্তি নিয়ে অশুভ শক্তির বিনাশ করবে। এদিকে আরামবাগে বোন ফোঁটার আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করলেন বিজেপির এই নেতা ও কাউন্সিলর।
7
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
SCSandip Chowdhury
Oct 25, 2025 19:04:06
Katwa, West Bengal:আন্তিম পর্যায়ে পৌঁছালো কাটোয়ার ঐতিহ্যবাহী দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট। সাত দশকের ঐতিহ্যবাহী হরিশচন্দ্র মেমোরিয়াল শিল্ড ও ইষ্ঠপদ দে রানার্স আপকাপ চলছে কাটোয়া পৌরসভার গোবিন্দ ফিল্ডে। কাটোয়া পৌরসভা পরিচালিত ঐতিহ্যবাহী এই ফুটবল টুর্নামেন্ট দেখতে প্রতিটি ম্যাচেই ভিড় জমাচ্ছেন দর্শকেরা। শনিবার দ্বিতীয় সেমি ফাইনাল সম্পন্ন হলো। জে এম ডি কন্যাপুর ফুটবল ক্লাব আসানসোল ও কাজল একাদশ বর্ধমানের মধ্যে অনুষ্টিত হওয়া দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচে ৩-২ গোলে জয়লাভ করে ফাইনাল ম্যাচে পৌঁছেছে জে.এম.ডি. কন্যাপুর ফুটবল ক্লাব আসানসোল। এই প্রসঙ্গে কাটোয়া পৌরসভার প্রধান করণিক চন্দ্রচুর বাবু বলেন, রবিবার বিকেলে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে চলেছে গোবিন্দ ফিল্ডে। পাশাপশি থাকবে আকর্ষণীয় লেজার শো। আবারও একবার স্বগৌরবে সম্পন্ন হতে চলেছে কাটোয়ার সাত দশকের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট। এখন দেখার এবারের বিজয়ের মুকুট পরে কোন দল।
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 25, 2025 19:03:43
Chinsurah, West Bengal:কয়েকদিন সময় দিন অযোগ্য শিক্ষকদের তালিকা দিয়ে দেব যাদের শুভেন্দু অধিকারী চাকরি দিয়েছিল।মোস্ট কোড়াপটেড পলিটিশিয়ান।আমার দয়ায় ও অ্যারেস্ট হয়েছে।এবার আর বাঁচতে পারবেনা হাইকোর্ট ও রক্ষাকবচ তুলে নিয়েছে।চাকরি দেওয়ার নামে যে দুর্নীতি করেছিল যত টাকা তুলেছিল সব এবার বেরিয়ে আসবে।আমাকে বলেছে কর্মচারী,ও নিজেই নরেন্দ্র মোদি অমিত শার চাকর।বলছে জিতে গেছে,এবারে আর জিততে হবে না।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়।আজ সন্ধ্যায় শেওড়াফুলি লোনাডাঙ্গায় একটি জগদ্ধাত্রী পূজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ।সেখানেই তিনি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন。
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 25, 2025 19:01:20
Chinsurah, West Bengal:সিসি ক্যামেরায় মুরে ফেলা হয়েছে চন্দনচর,ড্রোনে চলবে নজরদারী। চন্দনগররের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন উদ্দেশ্যে বলেন,জগদ্ধাত্রী পুজোর পারমিশন বিদ্যুৎ সংযোগ সবকিছু পুলিশ করে।তাই কোন কিছুতেই বিভ্রান্ত হবেন না।যা কিছু করছে আমাদের প্রশাসন।বিভ্রান্ত হয়ে কোন ক্লাবকে কোন টাকা দেবেন না।টোল ফ্রি নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন।বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন। তারা যাতে বিভ্রান্ত না হই আরো তিন চারটে নাকি এরকম ম্যাপ প্রকাশ হয়।যেগুলো সরকারি শিক্ষিত নয়।আমাদের ম্যাপটা কিন্তু সঠিক।অনেকেই ভুল করেন।মাথায় রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আর ৫০ বছর কপিরাইট ছিল।তারপর ১০ বছর বাড়ানো হয়েছিল।তারপর উঠে যায় রচনাবলী বিভিন্ন জায়গা থেকেই প্রকাশিত হয়।যারা রবীন্দ্র রচনা পড়তে ভালোবাসেন তারা রবীন্দ্রভারতী পাবলিকেশনের লেখাই পড়েন।অন্য কোন প্রকাশনী সংস্থার নয়।তাই আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করছি।প্রশাসন থেকে যে ম্যাপ দেওয়া হয়েছে সেটাই ফলো করুন।কোনো ক্লাব কারো কথা এমনকি আমি এখানকার বিধায়ক আমার কথা আপনাদের শুনতে হবে না।এখানে পুলিশ কমিশনার চন্দননগরের মেয়র ডেপুটি মেয়র ভদ্রেশ্বরের চেয়ারম্যান সবাই মিলে কাজ করেন।যে কোন সমস্যা সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করুন।ওরা আপনাদের সঙ্গে রয়েছেন আপনাদের পাশে থাকবেন।কোন পৌর পিতা কোন পৌর মাতা কারো কথায় কোন এমআইসি কোন রাজনৈতিক নেতার কথা আপনারা বিভ্রান্ত হবেন না।মাথায় রাখবেন পুলিশ প্রশাসনের একটা অংশ।আমি চাই সবটাই সুষ্ঠুভাবে হোক।আলোর শহর চন্দনগর আরো আলোকিত হোক। প্রসঙ্গত গতকাল চন্দনগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি একটি পুজো গাইড ম্যাপ প্রকাশ করেছিল।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপ প্রকাশ করার আগেই কেন্দ্রীয় কমিটি কেন প্রকাশ করল তা নিয়েই মূলত উষ্মা প্রকাশ করেন মন্ত্রী।তার বক্তব্যে সেটাই উঠে এসেছে। চন্দনগর থানার সামনে চন্দনগর স্ট্যান্ডে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপের। এদিন চন্দনগর পুলিশ কমিশনারেটের তরফে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন,পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, জেলাশাসক মুক্তা আর্য, মেয়র রাম চক্রবর্তী প্রমুখ। একইসঙ্গে শিশুদের জন্যে ব্যাচ এবং ভলান্টিয়ার ব্যাচেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান, প্রতি বছর লাখ লাখ দর্শনার্থীর সমাগম হয় চন্দনগরে। শুধু জেলা নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ফেরিঘাট, রেল স্টেশন এবং সড়ক পথে বহু দর্শনার্থী আসবেন। তাঁদের নিরাপত্তার জন্য সব রকমের ব্যবস্থা রাখা হচ্ছে। শুধুমাত্র চন্দননগর পুলিশ কমিশনারেট নয়, বাইরের জেলা থেকে পুলিশ আনা হয়েছে।এবার গতবারের থেকে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। সিসিটিভির সংখ্যা এ বছর আরও বাড়ানো হয়েছে। ৩০০ টি ক্যামেরা লাগানো হয়েছে শহর জুড়ে। তার জন্য আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে। ২৪ ঘন্টা সেখানে নজরদারি চালাবে কমিশনারেটের আধিকারিকরা。 মোতায়েন করা থাকবে সাদা পোশাকের পুলিশ কর্মী এবং মহিলা পুলিশ কর্মী। উইনার্স টিম, পিঙ্ক মোবাইল টিমের মহিলা পুলিশ কর্মীরা টহল দেবে। ষষ্ঠী থেকে শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। দুপুর দুটো থেকে পরদিন সকাল ছয়টা পর্যন্ত বন্ধ থাকবে পন্যবাহী গাড়ি। শহরে ঢোকার মোট ৪৪টি জায়গায় নো এন্ট্রি থাকবে। চন্দনগরের নো এন্ট্রি শুরু হচ্ছে পঞ্চমী থেকে।দুপুর দুটো থেকে কবরে ঢোকার সব রাস্তায় নয় এন্টি থাকবে。
0
comment0
Report
PSPrasenjit Sardar
Oct 25, 2025 19:00:23
Baruipur, West Bengal:ভাঙড়ে তৃণমূল নেতা কাইজার আহমেদের পার্টি অফিসে ভাঙচুর, এলাকায় তীব্র উত্তেজনা। ভাঙড়ে ফের রাজনৈতিক অশান্তি। তৃণমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদের পার্টি অফিসে ভাঙচুর ও গুরুত্বপূর্ণ নথি লুডের অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই ভাঙড় থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। সূত্রের খবর, শনিবার রাতে কাইজার আহমেদের অনুগামীরা আতসবাজি ফাটাচ্ছিলেন। এর আগে দক্ষিণ ২৪ পরগণার জয়নগরে এক সভা থেকে তৃণমূল নেতা জাহাঙ্গীর খাঁন ঘোষণা করেন— তাঁকে জয়নগর, যাদবপুর, ডায়মন্ডহারবার ও মথুরাপুর লোকসভার অন্তর্গত একটি করে বিধানসভা এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কাইজার আহমেদের অনুগামীরা উদযাপনে মেতে ওঠেন। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই একদল দুষ্কৃতি এসে কাইজারের পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালায় এবং গুরুত্বপূর্ণ নথি লুড করে নিয়ে যায়। অন্যদিকে ঘটকপুকুর-গোবিন্দপুর এলাকায় কাইজারের অনুগামী ও শওকত মোল্লা ঘনিষ্ঠদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকাজুড়ে এখনও থমথমে পরিবেশ。
0
comment0
Report
PCPartha Chowdhury
Oct 25, 2025 17:02:03
Bardhaman, West Bengal:দুদিন ধরে নিখোঁজ छात्र의 মৃতদেহ উদ্ধার সেচখাল থেকে। সেচখালে তলিয়ে যাওয়া ছাত্রের দেহ শনিবার শক্তিগড় থানার দেবগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম মুন্সি কায়েশ হক (১৩)। জানা গেছে, ভোতারপাড় মাঠপাড়া এলাকারেই তাদের বাড়ি। কায়েশ বীরভূমের বোলপুর মিশনে সপ্তম শ্রেণীতে পড়ত। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সপ্তাহখানেক আগে কায়েশ বাড়ি আসে। শুক্রবার সকালে ভোতারপাড় এলাকায় বন্ধুদের সঙ্গে সেচখালে স্নান করতে গিয়ে সে তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য বন্ধুরা প্রতিবেশীদের খবর দেয়। বহু খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।পরে বিপর্যয় মোকাবিলা দপ্তরের লোকজনও তল্লাশি চালায়। শনিবার সকালে দেবগ্রামের বাসিন্দারা ওই ছাত্রের দেহ ভাসতে দেখেন, পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেলে পাঠায়। মৃত ছাত্রের বাবা জানান, তারা অনেক খোঁজখুঁজি করেন। সরকারি তরফে ডুবুরি নামানো হয়। আজ দেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলায় শোকের ছায়া নেমে আসে।
0
comment0
Report
PDPradyut Das
Oct 25, 2025 17:00:58
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়ির বন্যাদুর্গতদের পাশে অসম সরকার, ত্রাণসামগ্রী বিতরণ করল বিজেপি। ধুপগুড়িতে বিজেপির ত্রাণ বণ্টন নিয়ে তীব্র কটাক্ষ তৃণমূলের। অসমের হিমন্ত বিশ্ব শর্মা সরকারের পাঠানো ত্রাণসামগ্রীরা এবার জলপাইগুড়ির বন্যা কবলিত মানুষের কাছে পৌঁছে দিল বিজেপি। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের জলঢাকা নদী সংলগ্ন এলাকার দুর্গতদের হাতে সেই ত্রাণ তুলে দিলেন জেলা বিজেপির নেতা-কর্মীরা。 দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল যে বন্যাদুর্গতরা সরকারি সাহায্য পাচ্ছেন না। একইসাথে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ত্রাণ দিলেও সরকারি নজরদারির অভাব ছিল বলে অভিযোগ করা হয়। শুধু তাই নয়, ত্রাণ বিতরণে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছিলেন স্থানীয়রা। এই পরিস্থিতিতে অসম সরকার কন্টেনারে করে ত্রাণসামগ্রী পাঠায়। ধূপগুড়ি টাউন ও গ্রামীণ বিজেপি'র তরফে এই ত্রাণ বিতরণ করা হয়। এলাকার একাধিক উচ্চপদস্থ বিজেপি নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। বিজেপির দাবি, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা বন্যাদুর্গতদের পাশে থাকবে। বাইট, সত্যেন রায় বিজেপি নেতা বাইট, স্থানীয় গ্রামবাসী বাইট, ধরণী রায় ( ধুপগুড়ি গ্রামীণ ব্লক সভাপতি )
0
comment0
Report
BSBhabananda Singha
Oct 25, 2025 17:00:38
Dinajpur, Rangpur Division:ब्रेकिंग मृतদেহ বাড়ি পৌঁছানোর পর ফেরার পথে ২ যুবককে ধাক্কা মেরে নয়নজলিতে অ্যাম্বুলেন্স ঘটনায় মৃত্যু দুই যুবকের। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ঝাড়বড়ি এলাকায়। জানা গেছে গোয়ালপোখরের বাশবাড়ি এলাকায় ছেলের হাতে খুন হয় জামিল আকতার নামে এক ব্যক্তি বলে অভিযোগ। শনিবার ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর বিকালে অ্যামবুলেন্সে করে মৃতদেহ বাড়ি পৌঁছে দিয়ে অ্যামবুলেন্সটি ইসলামপুরে ফেরার পথে ঝাড়বাড়ি এলাকায় দুই যুবককে ধাক্কা মেরে নয়নজুলিতে পড়ে যায়। স্থানীয়রা ওই দুই যুবককে উদ্ধার করে লোধন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ. মৃত দুই যুবক দুই ভাই বলে জানা গেছে। তাদের বাড়ি গোয়ালপোখরের লাড়ুখোয়া এলাকায়।
0
comment0
Report
ASAyan Sharma
Oct 25, 2025 14:04:11
Kolkata, West Bengal:এসএসকেএম से দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ। নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এবার হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে… আজ ১২টার সময় সমস্ত মেডিক্যাল কলেজে ও জেলা হাসপাতালের নিরাপত্তা নিয়ে নবান্নে বৈঠক ডেকেছেন মুখ্যসচিব। বৈঠকে মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব সহ সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা যোগ দেবেন। নবান্নে হাসপাতালে নিরাপত্তা নিয়ে বৈঠক নিয়ে আপডেট… ১. যারা অস্থায়ী কর্মী, বিভিন্ন সংস্থা মারফত নিয়োগ হচ্ছে, তাদের প্রত্যেকের পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামুলক। ২. প্রত্যেকদিন কতজন নিরাপত্তা রক্ষী থাকছেন, তাদের প্রত্যেকদিনের হাজিরা খাতা জমা করতে হবে সরাসরি হাসপাতালের উপাধ্যক্ষ এর কাছে। ৩. প্রত্যেক দিনের রিপোর্ট পাঠাতে হবে স্বাস্থ্য ভবন কে। ৪. কোন ওয়ার্ডে কাদেরকে ডিউটি দেওয়া হচ্ছে নিরাপত্তা রক্ষীদের তার প্রত্যেক দিনের তালিকা তৈরি রাখতে হবে সিকিউরিটি সুপারভাইজার কে। ৫. হাসপাতালের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ ছাড়াও সিকিউরিটি অফিসার তিন পর্যায়ের আধিকারিকরা গোটা বিষয়টি দেখভাল করবেন।
0
comment0
Report
ASAyan Sharma
Oct 25, 2025 14:03:55
Kolkata, West Bengal:মধ্যপ্রদেশ ও রাজস্থানে কফ সিরাপ কাণ্ডে মৃত্যু হয়েছে প্রায় ২৪ শিশুর। কফ সিরাপে ডাই ইথাইলিন গ্লাইকল মিশে যাওয়ায় কিডনি বিকল হয়ে শিশুদের মৃত্যু ঘটে। এবার কফ সিরাপ কাণ্ডে নজরদারিতে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সিডিএসসিও ডিজিট্যাল মনিটরিং সিস্টেম চালু করবে। বিভিন্ন ধরনের কফ সিরাপ ছাড়া ওষুধ তৈরিতে যে উচ্চমাত্রার দ্রবণ ব্যবহার করা হয়, তার গুণগত মান ও কত পরিমাণ উপাদান ব্যবহার করা হচ্ছে তা যাচাই করবে সিডিএসসিও। ONDLS পোর্টাল চালু হবে; যেখানে প্রতিটি ব্যাচের ওষুধের তথ্য আপলোড করা বাধ্যতামূলক, নাহলে বাজারে অনুমতি দেওয়া যাবে না—এমন বিজ্ঞপ্তি জারি হয়েছে সিডিএসসিওর। রাজ্যগুলোকে নির্দেশনা পাঠানো হয়েছে। সকল ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে—গ্লিসারিন, প্রপিলিন গ্লাইকল, ইথাইল অ্যালকোহল সহ বিভিন্ন উপাদানের গুণমান যাচাই করে ONDLS পোর্টালে আপলোড করতে হবে। যারা আগে থেকেই লাইসেন্সধারী, তাদেরকে Manufacturing Details সম্পর্কিত নথি পুনরায় আপলোড করতে হবে; না হলে তারা ওষুধ তৈরি করতে পারবেন না। কতদিন আগে ওষুধের উপাদান সংগ্রহ করা হয়েছে, কত মাত্রায় ব্যবহার হচ্ছে—এই তথ্যও ONDLS পোর্টালে আপলোড করতে হবে। প্রতিটি ওষুধের ব্যাচের তথ্য আপলোড বাধ্যতামূলক। এই নিয়ম মানা হলে সংশ্লিষ্ট সংস্থা বাজারে কোনো ওষুধ বিক্রি করতে পারবে না।
0
comment0
Report
KMKIRAN MANNA
Oct 25, 2025 14:03:38
Dihierench, West Bengal:*অষ্টম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ তমলুকের জামিট্যা আদর্শ হাই স্কুলের শিক্ষক রণজিত ঘোড়াইয়ের বিরুদ্ধে! স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবক মহলের তমলুক: তমলুকের জামিট্যা আদর্শ হাই স্কুলে চাঞ্চল্যকর ঘটনা। ওই স্কুলের শারীরবিদ্যা বিভাগের শিক্ষক রণজিত ঘোড়াই-এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযোগ, দুর্গাপুজোর আগেই এক অষ্টম শ্রেণীর ছাত্রীর আর্থিক দুরবস্থার সুযোগ নিয়ে সাহায্যের নাম করে তাকে শ্লীলতাহানি করেন অভিযুক্ত শিক্ষক。 পুজোর পর স্কুল খোলার দিন ঘটনাটি প্রকাশ্যে আসে। নির্যাতিত ছাত্রীর মা বিষয়টি জানালে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকদের একাংশ। তারা স্কুলে উপস্থিত হয়ে প্রধান শিক্ষককে ডেপুটেশন দেন এবং স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করেন。 অভিভাবকদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে স্কুলে ‘অলিখিত প্রধান শিক্ষক’-এর মতো রাজত্ব চালাচ্ছিলেন। এমনকি স্কুলের আসল প্রধান শিক্ষককে নানাভাবে অপমান ও হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে। অভিযোগ, প্রতিবাদ করলে প্রধান শিক্ষককে বলা হয়েছিল, “সন্দ্বীপ ঘোষের পরিণতি দেখাবো।” প্রধান শিক্ষক জানান, রণজিত ঘোড়াইয়ের বিরুদ্ধে আগেও একাধিক কুকর্মের অভিযোগ উঠেছিল। মহিলা শিক্ষিকাদের সঙ্গে অশোভন আচরণ করা, ওষুধের স্ট্রিপ ও থালা ছুঁড়ে মারা, এমনকি গায়ে হাত তোলার মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছেন তিনি。 প্রধান শিক্ষকের দাবি, এ বিষয়ে একাধিকবার ডি.আই.-কে (District Inspector of Schools) জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমানে স্কুলে শিক্ষক-অভিভাবক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষককে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। জয়ন্ত দাস অভিভাবক তমনয় পরিয়া অভিভাবক অতিন পট্টনায়েক প্রধান শিক্ষক মধুমিতা קרণ, স্থানীয় পঞ্চায়েত সদস্য।
0
comment0
Report
ALArup Laha
Oct 25, 2025 14:02:59
Belna, West Bengal:বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনার পর আরও কড়াকড়ি নিরাপত্তা এখনও বহাল রয়েছে রেলের পরীক্ষামূলকভাবে চালু হওয়া একাধিক নিয়ম। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল দিচ্ছেন জিআরপি ও আরপিএফ। যাত্রীদের দাবি, “রেলের এই তৎপরতায় আমরা খুব খুশি। কিন্তু, এই তৎপরতা যদি আগে দেখা যেত, তাহলে হয়তো দুর্ঘটনা এড়ানো যেত।” যাত্রী ভিড় নিয়ন্ত্রণে প্ল্যাটফর্ম ও ওভারব্রিজে মাইকিং করা হচ্ছে নিয়মিত এবং মোতায়েন রয়েছে অতিরিক্ত রেলপুলিশ। নতুন নির্দেশিকা অনুযায়ী, “বর্ধমান–হাওড়া কর্ড লোকাল ছাড়বে ৩ নম্বর প্ল্যাটফর্ম; বর্ধমান–হাওড়া মেন লাইন লোকাল ৪ নম্বর প্ল্যাটফর্ম; বর্ধমান–আসানসোল ও বर्धমান–রামপুরহাট লোকাল ৬ ও ৭ নম্বর প্ল্যাটফর্ম; বর্ধমান–কাটোয়া লোকাল ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে।” এ ছাড়াও প্ল্যাটফর্মে ভিড় নিয়ন্ত্রণে যাত্রী ওঠানামার জন্য নির্দিষ্ট ফুটওভারব্রিজ করে দেওয়া হয়েছে। ওভারব্রিজে যাত্রী দাঁড়ানো নিষিদ্ধ করা হয়েছে এবং প্রতিটি প্ল্যাটফর্ম ও ব্রিজে স্পেশাল টিম মোতায়েন রয়েছে, যারা মাইকিং করে যাত্রীদের প্ল্যাটফর্ম ও সিঁড়ি ব্যবহারে দিক নির্দেশ দিচ্ছেন। পাশাপাশি স্টেশনের প্রতিটি অংশে নজরদারিতে রাখা হয়েছে সিসিটিভি। উল্লেখ্য, গত ১২ অক্টোবর সন্ধ্যায় ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের মাঝের ফুটব্রিজে ওঠার সিঁড়িতে পদপিষ্ট হয়ে বহু যাত্রী জখম হন, পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এক মহিলা যাত্রীর। ওই ঘটনার পর থেকেই রেলের পরিকাঠামো ও নিরাপত্তার ঘাটতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন যাত্রীরা। যাত্রীদের দাবি, রেলের নজরদারি এবং যাত্রী নিয়ন্ত্রণে স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে। বাইট : ১) সুধীরঞ্জন সাউ (যাত্রী), ২) রাজীব পালুই (যাত্রী), ৩) অমিতা পালুই (যাত্রী), ৪) তপতি হাজরা (যাত্রী)।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 25, 2025 14:02:35
Howrah, West Bengal:ବହରେ ছট پুজোর কারণে রRailର পক্ষ থেকে চালানো হচ্ছে অতিরিক্ত ট্রেন। যাতে যাত্রীরা তাদের গ্রামের বাড়িতে পৌঁছতে পারেন। এই উপলক্ষে হাওড়া স্টেশনে তৈরি করা হয়েছে বিশেষ ক্যাম্প। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বিহারের ভোটের আগে এটা রাজনৈতিক গিমিক। বিহারী ভোটারদের খুশি করার জন্য কেন্দ্রীয় সরকারের চেষ্টা। প্রতিবছর ছট পুজো উপলক্ষে পূর্ব রেলের পক্ষ থেকে স্পেশাল ট্রেন চালানো হয়। এবারও তার ব্যতিক্রম নয়। এই বছর হাওড়া স্টেশন থেকে নিয়মিত ট্রেন ছাড়াও অতিরিক্ত ট্রেন ছাড়া হচ্ছে। শুধু তাই নয় হাওড়া স্টেশনের মধ্যে সাধারণ যাত্রীদের সুবিধার জন্য দুটি স্পেশাল ক্যাম্প তৈরি করা হয়েছে। এই ক্যাম্পগুলোকে বলা হচ্ছে হোল্ডিং এরিয়া। এখানে যাত্রীদের বসার সুবিধার পাশাপাশি টিকিট কাটার ব্যবস্থা আছে। যখন যাত্রী সংখ্যা বাড়ছে তখন অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর বলেন ছট উৎসবের জন্য এই মুহূর্তে ২০ টি দূরপাল্লার ট্রেন চলছে। তবে হোল্ডিং এরিয়াতে যদি অতিরিক্ত যাত্রী থাকে তবে তাদের জন্য সঙ্গে সঙ্গে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। তাদের জন্য তৈরি ক্যাম্পের বসার পাশাপাশি টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে। স্টেশন চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রতিবছর ছট পুজোর আগে অতিরিক্ত ট্রেনের বন্দোবস্ত করলেও রেল হাওড়া স্টেশনে কখনো যাত্রীদের জন্য ক্যাম্প তৈরি করেনি। এইবার প্রথম অস্থায়ী হোল্ডিং এরিয়ার ব্যবস্থা করা হলো। সামনে বিহার বিধানসভা ভোট।সেখানকার মানুষকে খুশি করার জন্য কি রেলের এই ব্যবস্থা ? এর উত্তরে ডিআরএম বলেন এ ব্যাপারে কোন মন্তব্য করব না। তবে রেল পেশাদার সংস্থা। তাই যাত্রীরা যাতে ঠিকমত পরিষেবা পান তা আমরা দেখি।আজ হাওড়া স্টেশনে সেই ক্যাম্প পরিদর্শন করেন ডি আর এম। তবে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় বলেন ভোটের আগে বিহারীদের খুশি করার জন্য কেন্দ্রীয় সরকার এই ব্যবস্থা করেছে। এটা এক ধরনের রাজনৈতিক গিমিক। তবে রাজ্য সরকার ছটের জন্য দুদিন ছুটি ঘোষণা করেছে। গঙ্গার ঘাট গুলোকে সারানোর পাশাপাশি আলোর ব্যবস্থা করেছে। যেভাবে হাওড়া স্টেশনে যাত্রীদের জন্য ব্যবস্থা করেছে তাতে কোন লাভ হবে না।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 25, 2025 14:02:11
Howrah, West Bengal:বিহারে ছট পুজোর কারণে রেলের পক্ষ থেকে চালানো হচ্ছে অতিরিক্ত ট্রেন। যাতে যাত্রীরা তারাtheir গ্রামের বাড়িতে পৌঁছতে পারেন। এই উপলক্ষে হাওড়া স্টেশনে তৈরি করা হয়েছে বিশেষ ক্যাম্প। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বিহারের ভোটের আগে এটা রাজনৈতিক গিমিক। বিহারী ভোটারদের খুশি করার জন্য কেন্দ্রীয় সরকারের চেষ্টা। প্রতিবছর ছট পুজো উপলক্ষে পূর্ব রেলের পক্ষ থেকে স্পেশাল ট্রেন চালানো হয়। এবারও তার ব্যতিক্রম নয়। এই বছর হাওড়া স্টেশন থেকে নিয়মিত ট্রেন ছাড়াও অতিরিক্ত ট্রেন ছাড়া হচ্ছে। শুধু তাই নয় হাওড়া স্টেশনের মধ্যে সাধারণ যাত্রীদের সুবিধার জন্য দুটি স্পেশাল ক্যাম্প তৈরি করা হয়েছে। এই ক্যাম্পগুলোকে বলা হচ্ছে হোল্ডিং এরিয়া। এখানে যাত্রীদের বসার সুবিধার পাশাপাশি টিকিট কাটার ব্যবস্থা আছে। যখন যাত্রী সংখ্যা বাড়ছে তখন অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর বলেন ছট উৎসবের জন্য এই মুহূর্তে ২০ টি দূরপাল্লার ট্রেন চলছে। তবে হোল্ডিং এরিয়াতে যদি অতিরিক্ত যাত্রী থাকে তবে তাদের জন্য সঙ্গে সঙ্গে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। তাদের জন্য তৈরি ক্যাম্পের বসার পাশাপাশি টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে। স্টেশন চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রতিবছর ছট পুজোর আগে অতিরিক্ত ট্রেনের বন্দোবস্ত করলেও রেল হাওড়া স্টেশনে কখনো যাত্রীদের জন্য ক্যাম্প তৈরি করেনি। এইবার প্রথম অস্থায়ী হোল্ডিং এরিয়ার ব্যবস্থা করা হলো। সামনে বিহার বিধানসভা ভোট। সেখানকার মানুষকে খুশি করার জন্য কি রেলের এই ব্যবস্থা ? এর উত্তরে ডিআরএম বলেন এ ব্যাপারে কোন মন্তব্য করব না। তবে রেল পেশাদার সংস্থা। তাই যাত্রীরা যাতে ঠিকমত পরিষেবা পান তা আমরা দেখি।আজ হাওড়া স্টেশনে সেই ক্যাম্প পরিদर्शন করেন ডি আর এম। তবে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় বলেন ভোটের আগে বিহারীদের খুশি করার জন্য কেন্দ্রীয় সরকার এই ব্যবস্থা করেছে। এটা এক ধরনের রাজনৈতিক গিমিক। তবে রাজ্য সরকার ছটের জন্য দুদিন ছুটি ঘোষণা করেছে। গঙ্গার ঘাট গুলোকে সারানোর পাশাপাশি আলোর ব্যবস্থা করেছে। যেভাবে হাওড়া স্টেশনে যাত্রীদের জন্য ব্যবস্থা করেছে তাতে কোন লাভ হবে না।
0
comment0
Report
Diwali 2025
Advertisement
Back to top