Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Bardhaman713130

कटोया की सात दशक पुरानी दिवारात्रि फुटबॉल टूर्नामेंट का फाइनल गोबिंद फील्ड में

SCSandip Chowdhury
Oct 25, 2025 19:04:06
Katwa, West Bengal
আন্তিম পর্যায়ে পৌঁছালো কাটোয়ার ঐতিহ্যবাহী দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট। সাত দশকের ঐতিহ্যবাহী হরিশচন্দ্র মেমোরিয়াল শিল্ড ও ইষ্ঠপদ দে রানার্স আপকাপ চলছে কাটোয়া পৌরসভার গোবিন্দ ফিল্ডে। কাটোয়া পৌরসভা পরিচালিত ঐতিহ্যবাহী এই ফুটবল টুর্নামেন্ট দেখতে প্রতিটি ম্যাচেই ভিড় জমাচ্ছেন দর্শকেরা। শনিবার দ্বিতীয় সেমি ফাইনাল সম্পন্ন হলো। জে এম ডি কন্যাপুর ফুটবল ক্লাব আসানসোল ও কাজল একাদশ বর্ধমানের মধ্যে অনুষ্টিত হওয়া দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচে ৩-২ গোলে জয়লাভ করে ফাইনাল ম্যাচে পৌঁছেছে জে.এম.ডি. কন্যাপুর ফুটবল ক্লাব আসানসোল। এই প্রসঙ্গে কাটোয়া পৌরসভার প্রধান করণিক চন্দ্রচুর বাবু বলেন, রবিবার বিকেলে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে চলেছে গোবিন্দ ফিল্ডে। পাশাপশি থাকবে আকর্ষণীয় লেজার শো। আবারও একবার স্বগৌরবে সম্পন্ন হতে চলেছে কাটোয়ার সাত দশকের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট। এখন দেখার এবারের বিজয়ের মুকুট পরে কোন দল।
14
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
ABArup Basak
Oct 26, 2025 05:36:52
Mal Bazar, West Bengal:নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের হাতে ফিরিয়ে দিলেন ক্লাবের সদস্যরা... malbazar ব্লকের ওলাবাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় গত কয়েকদিন ধরে এক অজ্ঞাতপরিচয় যুবককে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল। স্থানীয়দের নজরে আসে বিষয়টি। এরপর ওদলাবাড়ি ইয়ং স্টার ক্লাবের সদস্যরা মানবিক উদ্যোগে ওই যুবককে নিজেদের তত্ত্বাবধানে নেন এবং কথা বলে জানতে পারেন, তিনি মানসিকভাবে অসুস্থ এবং তার বাড়ি শিলিগুড়ির মাটিগাড়া থানার লালপুর এলাকায়。 ঘটনার পর ক্লাবের সদস্যরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। এর পরেই যুবকের পরিবারের সদস্যরা ওদলাবাড়ি ইয়ং স্টার ক্লাবের সঙ্গে যোগাযোগ করেন। যানা গেছে ওই যুবকের নাম যুগোল দেব সিংহ। এদিন যুবকের বাবা লালচান্দ দেব সিংহ ওদলাবাড়ি তে এসে ছেলে কে নিয়ে যান। তিনি জানান চার দিন ধরে বাড়ি থেকে নিখোজ হয়ে যায়। অনেক জায়গায় খোজাখুজি করেও কোন সন্ধান পাইনি। অবশেষে ওদলাবাড়ি কিছু ছেলেদের চেষ্টায় ছেলে কে খুঁজে পেলাম। ক্লাবের পক্ষ থেকে জানা যায় মোহাম্মদ শাহিনুল ও অলিয়ার নেতৃত্বে যুবটিকে প্রথমে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ অবস্থায় তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়。
0
comment0
Report
BSBarun Sengupta
Oct 26, 2025 05:36:39
Barrackpore, Kolkata, West Bengal:এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। শুভেন্দু অধিকারী কে সাত দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে না হলে তিনি কিন্তু মানহানি মামলা করতে চলেছেন। এমনটাই জানাচ্ছেন বিচপুর বিধায়ক সুবোধ অধিকারী। বলাগরের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন বেপারী তিনি বলেছিলেন এক বিহারী স বিমারি। শুভেন্দু অধিকারী ২৩ অক্টোবর গারুলিয়ায় এসে তিনি বলেছেন মনোরঞ্জন বেপারীর এই যে কথা বলেছেন এই কথায় কি উত্তর দেবেন সুবোধ অধিকারী , আর এতেই চটেছেন সুবোধ অধিকারী। তার দাবি তার মা বিহারের বাসিন্দা তার মাকে ছোট করা হয়েছে। মাকে যখন ছোট করা হয়েছে বা তার নামেই যখন বলছে শুভেন্দু অধিকারী তিনি বিহারীদের দেখতে পান না উত্তর প্রদেশের লোকদের দেখতে পান না। তখন তার মাকে অপমান করা হয়। আর সেই কারণেই তিনি মানহানির মামলা করবেন শুভেন্দু অধিকারী র নামে। আর এতে দাদার পাশেই দাঁড়িয়েছেন কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী。
0
comment0
Report
MMManoranjan Mishra
Oct 26, 2025 05:35:52
Purulia, West Bengal:পুরুলিয়া : গ্রামে মদ বিক্রির বিরুদ্ধে মহিলাদের অভিযান। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ মহিলাদের । শনিবার রাতে ঘটনারcopyটি ঘটে পুরুলিয়া মফস্বল থানার দুবচড়কা গ্রামে। মহিলাদের অভিযোগ, গ্রামজুড়ে বিভিন্ন জায়গায় অবাধে মদ বিক্রি চলছে । প্রায় প্রতিটি বাড়ির পুরুষ এবং যুব সমাজ মদের প্রতি আকৃষ্ট হচ্ছে । মদ্যপ অবস্থায় ঝামেলায় জড়িয়ে পড়েছেন পুরুষেরা। নিরাপত্তাহীনতায় ভুগছে মহিলা এবং মেয়েরা । প্রতিটি বাড়িতে, প্রতিটি পাড়ায় মারপিট হচ্ছে, পরিবারে ঝামেলা হচ্ছে । এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। বিষয়টি নিয়ে বার বার স্থানীয় পুলিশের দ্বারস্থ হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। শনিবার গ্রামের মহিলারা একত্রিত হয়ে মদ বিক্রির দোকানগুলিতে হানা দিয়ে প্রচুর মদ নষ্ট করে দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান মহিলারা।
0
comment0
Report
MCMoumita Chakraborty
Oct 26, 2025 04:19:07
Kolkata, West Bengal:বিজেপির নতুন কমিটিতে ৭০-৮০ শতাংশ নতুন মুখ বহু বছর ধরে কমিটিতে থাকা মুখ বাদ দিতে হবে পুরনো-নতুন সমন্বয় করতে হবে কমিটিতে নেতার পিছনে থাকা পরিচিত মুখ নয় যোগ্যতাই কমিটি গঠনের মানদণ্ড শুক্রবার আরএসএস ভবনে বৈঠকের পর অস্থায়ী কোর কমিটির বৈঠক করেন ভূপেন্দ্র পুরনো কোর কমিটির প্রায় সবাই উপস্থিত ছিলেন দিলীপ ঘোষকে ডাকা হয়নি বৈঠকে শান্তনু ঠাকুর আসেননি নিয়ম অনুসারে নতুন সভাপতি নিবাচিত হলে সব কমিটি বদল হয় প্রায় ৪ মাস শমীক ভট্টাচার্য সভাপতি হয়েছে, কমিটি বদল হয়নি vভুপেন্দ্র যাদব ইলেকশন কমিটির দায়িত্ব নিয়ে কমিটি গড়ার দিকে নজর দিয়েছেন শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হতে পারে বহূ নাম নিয়ে সহমত হচ্ছেন না নতুন রাজ্য সভাপতি তাই ক্রমশ পিছিয়ে যাচ্ছে বিজেপির নতুন পদাধিকারীদের নাম পরিস্থিতি সামাল দিতে ভূপেন্দ্র যাদব আরএসএসের শরণাপন্ন হয়েছে বঙ্গ বিজেপির অন্দরমহলে দ্বন্দ্ব? রাজনৈতিক মহলে জল্পনা
0
comment0
Report
MMManoranjan Mishra
Oct 26, 2025 02:47:19
Purulia, West Bengal:পুরুলিয়া : পুরুলিয়ার মুখ উজ্জ্বল করলো পুরুলিয়া মফস্বল থানার চকঝরিয়া গ্রামের ছেলে পুরুলিয়া সৈনিক স্কুলের ছাত্র ভাস্কর দাস । আন্তর্জাতিক স্তরের ইন্ডিগো এয়ারলাইন্স বিমান সংস্থায় কমার্শিয়াল পাইলট হিসেবে জেলার প্রথম যুবক হিসেবে কাজে যোগ দিতে চলেছেন ভাস্কর । পুরুলিয়া সৈনিক স্কুল থেকে পঠনপাঠন শুরু ভাস্করের। ছোট থেকেই মেধা হিসেবে সকলের নজর কেড়েছে সে । তারপর দিল্লীতে কোচিং নেওয়া। সেখানে ইন্ডিগো এয়ারলাইন্স বিমান সংস্থার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাউথ আফ্রিকায় ট্রেনিং প্রিয়ডে গ্র্যাজুয়েশন ডিগ্রীর জন্য পাড়ি দেওয়া। অবশেষে কমার্শিয়াল পাইলট হিসেবে ডিগ্রী অর্জন করলো ভাস্কর । মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা যুবক আজ আন্তর্জাতিক বিমান সংস্থার পাইলট । গত শুক্রবার গ্র্যাজুয়েশন ডিগ্রী পায়ে সে । আগামী দু মাসের মধ্যেই ফিরবেন নিজ ভূমিতে। এই খবর পেয়ে খুশির আমেজ দেখা দিয়েছে ভাস্করের পরিবার সহ গোটা এলাকায় । পড়াশোনা ছাড়াও ক্রিকেট, ফুটবল, ছবি আঁকার প্রতি টান রয়েছে তার । দেশী চালের ভাত বা গমের রুটি, ডাল, সবজি খেতে পছন্দ করে । ছোট থেকেই খাবারের পাতে মাছ মাংসের প্রতি আকৃষ্ট নেই বললেই চলে । দশম শ্রেণীতেই সে নির্ধারণ করে কমার্শিয়াল ফ্লাইটের পাইলট হওয়ার । দ্বাদশ শ্রেণী পাশ করে কোচিং নেন দিল্লীতে। সেখানে ইন্ডিগো এয়ারলাইন্স বিমান সংস্থায় সিলেকশন হয়। পরে ট্রেনিংয়ের জন্য পাড়ি দেয় সাউথ আফ্রিকায়। ভাস্করের বাবা কৈলাস দাস বলেন, ছেলে ছোট থেকেই মেধাবী । মধ্যবিত্ত পরিবারে সংসার চালিয়ে দুই ছেলের পড়াশুনার খরচ সবই একা হাতে বহন করতে হয়েছে । বড়ো ছেলে আজ নিজের মেধার পরিচয় দিয়েছে । এটা আমাদের এবং জেলাবাসীর হিসেবে খুবই গর্বের বিষয় । ভাস্করের মা পম্পা দাস বলেন, আমি গ্রামীণ সরকারি স্কুলে পড়াশোনা করেছিলাম কিন্তু ছেলেকে পড়াশোনা করানোর ইচ্ছে ছিল ভালো ইংরেজি মিডিয়াম বিদ্যালয়ে । তাই তাকে ভর্তি করানো হয় সৈনিক স্কুলে । ছেলে নিজের যোগ্যতায় আজ পাইলট হিসেবে যোগ দেবে সত্যিই এটা শুনে খুব খুশি । ছোট থেকেই নিরামিষ সাদা মাটা খাওয়া পছন্দ, পড়াশোনা ছাড়াও প্রতিটি খেলায় সে ছিল পারদর্শী। ছেলে বাড়ি ফিরলে নিজের হাতে ওর পছন্দ মতো খাবার খাওয়াবো । বাইট: ১) ভাস্কর দাস (পাইলট) ১) কৈলাস দাস (ভাস্করণের বাবা ) ২) পম্পা দাস (ভাস্করের মা )
2
comment0
Report
PDPradyut Das
Oct 26, 2025 02:15:41
Jalpaiguri, West Bengal:শিক্ষিকার সাফল্যে পঞ্চমুখ জলপাইগুড়িবাসি। ট্রেকিং করে ১৩ হাজার ৫৫০ ফুট উচ্চতায় অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছে গেলেন জলপাইগুড়ির প্রাথমিক স্কুল শিক্ষিকা সোনালী সিং। পাহাড় চড়ার নেশায় বুঁদ শিক্ষিকা। বাড়িতে ৬৮ বছরের বৃদ্ধ মা। পড়শিদের উপর তাঁর দেখভালের দায়িত্ব দিয়েই বেরিয়ে পড়েছিলেন পাহাড়ে চড়তে। অবশেষে ৭৫ কিমি ট্রেক করে ৪১৩০ মিটার উচ্চতায় পৌঁছেছেন অন্নপূর্ণা বেসক্যাম্পে। টানা চারদিনের চেষ্টায় জীবনে প্রথমবার পর্বতারোহণ অভিযান সফল হওয়ার কারণে আপ্লুত জলপাইগুড়ির নিউ টাউনপাড়ার বাসিন্দা সোনালী সিং। ময়নাগুড়ির দোমোহনি কাঁঠালবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সোনালী। বিয়ে করেননি। দিদির বিয়ে হয়েছে শিলিগুড়িতে। মাকে নিয়ে জলপাইগুড়িতে থাকেন তিনি। বরাবর পাহাড় তাঁকে টানে। তবে আর পাঁচজনের মতো পাহাড়ে ঘুরতে যেতে পছন্দ করেন না ওই শিক্ষিকা। ট্রেক করে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চান তিনি। এই ইচ্ছেতেই শাণ দিতে ২০২৩ সালে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে পৌঁছে যান সোনালী। করেন রক ক্লাইম্বিং কোর্স। তারপর থেকেই একটু একটু করে পাহাড়ে চড়া শুরু হয়। ঠিক করেন, অন্নপূর্ণা বেসক্যাম্প দিয়েই শুরু করবেন পর্বতাভিযান। সেইমতো গত দু’বছর ধরে নিজেকে মানসিক ও শারীরিকভাবে তৈরি করেছেন। কিন্তু মেয়ে এভাবে পাহাড়ে ট্রেকিং করুক, কখনওই চাননি সোনালীর মা আরতী। অন্নপূর্ণা বেসক্যাম্প অভিযানেও প্রবল আপত্তি ছিল তাঁর। কিন্তু শেষমেশ মেয়ের জেদের কাছে হার মানেন মা। অভিযানে যাওয়ার সম্মতি দেন। আত্মীয় ও পড়শিদের উপর বৃদ্ধা মায়ের দেখভালের দায়িত্ব দিয়ে গত ৮ অক্টোবর বাড়ি থেকে রওনা হন সোনালী। শিলিগুড়ির পানিট্যাঙ্কি দিয়ে নেপালের কাঁকড়ভিটায় পৌঁছে বাসে চাপেন। প্রায় ১৬ ঘণ্টার বাস জার্নি করে পৌঁছন নেপালের পোখরা। এরপর অন্নপূর্ণা বেসক্যাম্পে অভিযানের জন্য সংগ্রহ করেন প্রয়োজনীয় অনুমতিপত্র। ওই অনুমতিপত্র নিয়ে পৌঁছন ঘানড্রুক। সেখান থেকেই শুরু হয় ট্রেকিং। সোনালীর কথায়, টানা চারদিন ধরে প্রায় ৭৫ কিমি ট্রেক করে আমি ৪১৩০ মিটার অর্থাৎ সাড়ে ১৩ হাজার ফুট উঁচুতে অন্নপূর্ণা বেসক্যাম্পে পৌঁছই। এইপথে অজস্র সিঁড়ি পেরতে হয়েছে। ট্রেক করতে হয়েছে পাহাড়। বহু প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু অন্নপূর্ণা বেসক্যাম্পে পৌঁছনোর পর বুঝেছি, শারীরিক সক্ষমতার চেয়েও মনের জোরটাই আসল। যে পথ চারদিনে উঠেছি, নামার সময় দু’দিনে পেরিয়েছি সেই পথ। কেমন ছিল পৃথিবীর দশম উচ্চতম শৃঙ্গের বেসক্যাম্পে পৌঁছনোর অভিজ্ঞতা? সোনালী বলেন, পাহাড়ে চড়ার পথে থাকাখাওয়ার জায়গা খুবই কম। আমার যেখানে বিশ্রামের জন্য বুকিং ছিল, তা বাতিল হয়ে যাওয়ায় বিপদে পড়ি। কয়েক কিমি পাহাড়ে চড়ে তারপর দোভান নামে একটি জায়গায় কোনওমতে থাকাখাওয়ার জায়গা পাই। তবে যে মুহূর্তে অন্নপূর্ণা বেসক্যাম্পে পা রাখি, তখন সব কষ্ট ভুলে গিয়েছি। আনন্দে ওই রাতে ঘুম আসেনি। এরপর এভারেস্টের বেসক্যাম্পে পৌঁছনোর ইচ্ছে রয়েছে।
2
comment0
Report
PDPradyut Das
Oct 26, 2025 02:15:23
Jalpaiguri, West Bengal:ছট পুজোর ঘাট পরিদর্শনে জেলা এবং পুলিশ প্রশাসন সহ জলপাইগুঁড়ি পৌরসভার কর্তারা। জলপাইগুড়িতে ছট পুজো ঘিরে তৎপর জেলা প্রশাসন ও পুরসভা। জলপাইগুড়ি শহর এখন উৎসবের রঙে রঙিন। বিহারী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলির মধ্যে অন্যতম ছট পুজো ঘিরে প্রস্তুতি চলছে পুরোদমে। আগামী সোমবার ও মঙ্গলবার অনুষ্ঠিত হবে এই পবিত্র উৎসব। আর সেই উপলক্ষে শহরের বিভিন্ন ছটঘাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শহরের বিভিন্ন ছটঘাট পরিদর্শনে যান জেলা প্রশাসন ও পুরসভার কর্তাব্যক্তিরা। উপস্থিত ছিলেন জেলাশাসক শামা পারভিন, পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে, পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।জেলাশাসক শামা পারভিন জানান, “দুর্গাপুজো ও কালীপুজো নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। এখন জেলার সামনে ছট পুজোর চ্যালেঞ্জ। প্রশাসন ও পুরসভা যৌথভাবে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করেছে। শহরের প্রতিটি ছটঘাটে চেঞ্জিং রুম, আলোর ব্যবস্থা, পানীয় জল, নিরাপত্তা ও পরিস্কার-পরিচ্ছন্নতার ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে।” তিনি সকলকে ছট পুজোর আন্তরিক শুভেচ্ছা জানান। পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে বলেন, “ছট পুজো উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘাটগুলির পাশাপাশি শহরের রাস্তাঘাটেও মোতায়েন থাকছে পর্যাপ্ত পুলিশবাহিনী। এছাড়াও মহিলা পুলিশ, সিসিটিভি ক্যামেরা ও ট্রাফিক নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। জেলার একশোরও বেশি ছটঘাটে নজরদারি থাকবে। প্রশাসন এই বিষয়ে অত্যন্ত সতর্ক।” পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, পুরসভার পক্ষ থেকে ১৮ টি প্রধান ছটঘাটে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। শহরের করলা নদীর ঘাটগুলির মধ্যে কিং সাহেব ঘাটের সাজসজ্জা এখন বিশেষ আকর্ষণ। ঘাটগুলিতে হলুদ লাইটের পরিবর্তে সাদা LED লাইট লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যা পরিবেশবান্ধব ও আলোকিত দৃশ্য তৈরি করবে।কিং সাহেব ঘাটকে আগামী দিনে আরও সৌন্দর্যায়নের মাধ্যমে শহরের অন্যতম পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। নদীর মাঝে ব্যারিকেড বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।” প্রশাসন ও পুরসভার উদ্যোগে এই বছর জলপাইগুড়ি শহরজুড়ে নিরাপত্তা, সৌন্দর্যায়ন ও শৃঙ্খলার মেলবন্ধনে অনুষ্ঠিত হতে চলেছে ছট পুজো। শহরবাসী ও বিহারী সম্প্রদায়ের ভক্তদের মধ্যে তাই এখন উৎসবের উচ্ছ্বাস ও প্রত্যাশার স্রোত বইছে।
0
comment0
Report
ALArup Laha
Oct 26, 2025 01:16:28
Belna, West Bengal:কালী পুজোয় খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন পুলিশকর্মী সহ মেলার দোকানীরা।বিষক্রিয়ায় মৃত্যু হলো এক দোকানির।ঘটনা ঘিরে শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান আউশগ্রামের তকিপুর গ্রামে। কালীপুজোর মেলা চলাকালীন খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়েন তিন পুলিশকর্মীসহ মোট সাতজন। এরই মধ্যে শনিবার মেলায় আগত এক দোকানির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে গুঞ্জন। মৃত ব্যক্তির নাম নরেশ পণ্ডিত, বাড়ি হাওড়া জেলার বেলুড়ে। মেলায় তিনি ট্যাটুর দোকানদারি করতেন। শনিবার সন্ধ্যায় তকিপুর গ্রামের একটি লাইব্রেরির কাছে ওই দোকানির দেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রতিবছর যমদ্বিতীয়ার পরের দিন তকিপুর বড়কালী মায়ের বিসর্জন হয়। ভিড় সামাল দিতে মোতায়েন থাকে প্রচুর পুলিশ বাহিনী। এবারও একইভাবে ডিউটিতে ছিলেন পুলিশকর্মীরা। পুজো কমিটির পক্ষ থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হয়। অভিযোগ, প্রবীর মিত্র নামে গ্রামের এক ব্যক্তির বাড়িতে খাবার খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন ডিউটিতে থাকা পুলিশকর্মীরা। অসুস্থ তিন পুলিশকর্মীসহ মোট ছ'জন এখনও চিকিৎসাধীন বলে জানা গেছে। বিল্বগ্রাম পঞ্চায়েতের প্রধান কিশোর রায়চৌধুরী জানান—“পুজো কমিটির তরফে প্রবীর মিত্রকে খাবারের দায়িত্ব দেওয়া হয়েছিল। শুনেছি, সেই খাবার খেয়েই বেশ কয়েকজন পুলিশ অসুস্থ হয়েছে। তবে যিনি মারা গিয়েছেন, তিনি ওই খাবার খেয়েছিলেন কি না, তা জানা যায়নি। শুনেছি তিনি মদ্যপান করেছিলেন এবং অসুস্থ হয়ে পড়েছিলেন। যদিও মিত্র বাড়ির গৃহকর্ত্রী রেখা মিত্র দাবী করেন আমাদের বাড়ির খাবার খেয়ে কেউ অসুস্থ হয় নি।আর যে মারা গেছে সে আমাদের বাড়িতে খায় নি।যদিও মলায় আসা দোকানীরা সবাই জানান, সবই ওই মিত্র বাড়ির রান্না খেয়েছে। আর ওই খাবার খেয়েই অসুস্থ হয় পুলিশ কর্মী সহ মেলায় আসা দোকানীরা। অন্যদিকে মৃত দোকানিকে ঘিরে গ্রামজুড়ে প্রশ্ন, খাদ্যে বিষক্রিয়া নাকি অন্য কারণ—তা খতিয়ে দেখছে পুলিশ। রাতেই জেলায় অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী যান। রবিবার মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। ঘটনায় আউশগ্রাম থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
4
comment0
Report
BSBidhan Sarkar
Oct 25, 2025 19:03:43
Chinsurah, West Bengal:কয়েকদিন সময় দিন অযোগ্য শিক্ষকদের তালিকা দিয়ে দেব যাদের শুভেন্দু অধিকারী চাকরি দিয়েছিল।মোস্ট কোড়াপটেড পলিটিশিয়ান।আমার দয়ায় ও অ্যারেস্ট হয়েছে।এবার আর বাঁচতে পারবেনা হাইকোর্ট ও রক্ষাকবচ তুলে নিয়েছে।চাকরি দেওয়ার নামে যে দুর্নীতি করেছিল যত টাকা তুলেছিল সব এবার বেরিয়ে আসবে।আমাকে বলেছে কর্মচারী,ও নিজেই নরেন্দ্র মোদি অমিত শার চাকর।বলছে জিতে গেছে,এবারে আর জিততে হবে না।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়।আজ সন্ধ্যায় শেওড়াফুলি লোনাডাঙ্গায় একটি জগদ্ধাত্রী পূজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ।সেখানেই তিনি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন。
14
comment0
Report
BSBidhan Sarkar
Oct 25, 2025 19:01:20
Chinsurah, West Bengal:সিসি ক্যামেরায় মুরে ফেলা হয়েছে চন্দনচর,ড্রোনে চলবে নজরদারী। চন্দনগররের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন উদ্দেশ্যে বলেন,জগদ্ধাত্রী পুজোর পারমিশন বিদ্যুৎ সংযোগ সবকিছু পুলিশ করে।তাই কোন কিছুতেই বিভ্রান্ত হবেন না।যা কিছু করছে আমাদের প্রশাসন।বিভ্রান্ত হয়ে কোন ক্লাবকে কোন টাকা দেবেন না।টোল ফ্রি নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন।বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন। তারা যাতে বিভ্রান্ত না হই আরো তিন চারটে নাকি এরকম ম্যাপ প্রকাশ হয়।যেগুলো সরকারি শিক্ষিত নয়।আমাদের ম্যাপটা কিন্তু সঠিক।অনেকেই ভুল করেন।মাথায় রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আর ৫০ বছর কপিরাইট ছিল।তারপর ১০ বছর বাড়ানো হয়েছিল।তারপর উঠে যায় রচনাবলী বিভিন্ন জায়গা থেকেই প্রকাশিত হয়।যারা রবীন্দ্র রচনা পড়তে ভালোবাসেন তারা রবীন্দ্রভারতী পাবলিকেশনের লেখাই পড়েন।অন্য কোন প্রকাশনী সংস্থার নয়।তাই আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করছি।প্রশাসন থেকে যে ম্যাপ দেওয়া হয়েছে সেটাই ফলো করুন।কোনো ক্লাব কারো কথা এমনকি আমি এখানকার বিধায়ক আমার কথা আপনাদের শুনতে হবে না।এখানে পুলিশ কমিশনার চন্দননগরের মেয়র ডেপুটি মেয়র ভদ্রেশ্বরের চেয়ারম্যান সবাই মিলে কাজ করেন।যে কোন সমস্যা সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করুন।ওরা আপনাদের সঙ্গে রয়েছেন আপনাদের পাশে থাকবেন।কোন পৌর পিতা কোন পৌর মাতা কারো কথায় কোন এমআইসি কোন রাজনৈতিক নেতার কথা আপনারা বিভ্রান্ত হবেন না।মাথায় রাখবেন পুলিশ প্রশাসনের একটা অংশ।আমি চাই সবটাই সুষ্ঠুভাবে হোক।আলোর শহর চন্দনগর আরো আলোকিত হোক। প্রসঙ্গত গতকাল চন্দনগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি একটি পুজো গাইড ম্যাপ প্রকাশ করেছিল।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপ প্রকাশ করার আগেই কেন্দ্রীয় কমিটি কেন প্রকাশ করল তা নিয়েই মূলত উষ্মা প্রকাশ করেন মন্ত্রী।তার বক্তব্যে সেটাই উঠে এসেছে। চন্দনগর থানার সামনে চন্দনগর স্ট্যান্ডে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপের। এদিন চন্দনগর পুলিশ কমিশনারেটের তরফে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন,পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, জেলাশাসক মুক্তা আর্য, মেয়র রাম চক্রবর্তী প্রমুখ। একইসঙ্গে শিশুদের জন্যে ব্যাচ এবং ভলান্টিয়ার ব্যাচেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান, প্রতি বছর লাখ লাখ দর্শনার্থীর সমাগম হয় চন্দনগরে। শুধু জেলা নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ফেরিঘাট, রেল স্টেশন এবং সড়ক পথে বহু দর্শনার্থী আসবেন। তাঁদের নিরাপত্তার জন্য সব রকমের ব্যবস্থা রাখা হচ্ছে। শুধুমাত্র চন্দননগর পুলিশ কমিশনারেট নয়, বাইরের জেলা থেকে পুলিশ আনা হয়েছে।এবার গতবারের থেকে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। সিসিটিভির সংখ্যা এ বছর আরও বাড়ানো হয়েছে। ৩০০ টি ক্যামেরা লাগানো হয়েছে শহর জুড়ে। তার জন্য আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে। ২৪ ঘন্টা সেখানে নজরদারি চালাবে কমিশনারেটের আধিকারিকরা。 মোতায়েন করা থাকবে সাদা পোশাকের পুলিশ কর্মী এবং মহিলা পুলিশ কর্মী। উইনার্স টিম, পিঙ্ক মোবাইল টিমের মহিলা পুলিশ কর্মীরা টহল দেবে। ষষ্ঠী থেকে শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। দুপুর দুটো থেকে পরদিন সকাল ছয়টা পর্যন্ত বন্ধ থাকবে পন্যবাহী গাড়ি। শহরে ঢোকার মোট ৪৪টি জায়গায় নো এন্ট্রি থাকবে। চন্দনগরের নো এন্ট্রি শুরু হচ্ছে পঞ্চমী থেকে।দুপুর দুটো থেকে কবরে ঢোকার সব রাস্তায় নয় এন্টি থাকবে。
10
comment0
Report
Diwali 2025
Advertisement
Back to top