Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Hooghly712103

बंगाली अल्पसंख्यक बुद्धिजीवी मंच के अध्यक्ष ने जिहादी बनकर लड़ने की बात कही

BSBidhan Sarkar
Dec 23, 2025 08:47:14
Chinsurah, West Bengal
1. বাঙালি সংখ্যালঘু বুদ্ধিজীবী ফোরাম (তৃণমূল) এর সভাপতি ওয়াজেদুল হক বলেন, "ওয়াকফ রক্ষার জন্য যদি আমাকে জঙ্গি হতে হয়, তাহলে আমি জঙ্গি হয়ে লড়াই করব।" 2. একদিকে হুমায়ুন বলছে মসজিদের কথা, অপরদিকে জাকির হোসেন বলছে মন্দির বানাবে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
STSrikanta Thakur
Dec 23, 2025 10:35:04
Dinajpur, Rangpur Division:নতুন বছরের শুরুতেই বালুরঘাটবাসীর জন্য নতুন ফুড প্লাজা প্রকল্প, মিশ্র প্রতিক্রিয়া শহরে।new year শুরুতেই Balurghat শহরবাসীর জন্য एक नया परियोजना की शुरुआत हुई। Balurghat Municipality ने शहर के बीचों-बीच, Museums के सामने Rabindrabharan سے 100 मीटर के सड़क के दोनों किनारे फूड प्लाजा बनाने का प्रस्ताव रखा है। एक तरफ बैठने का इंतज़ाम होगा, दूसरी ओर अलग-अलग खाने के दुकानों को रखा जाएगा। रोशनी से सजाया जाएगा पूरा क्षेत्र। शाम से रात तक ये खाने के स्टॉल खुलेंगे। शहर के लोगों को यहां आकर समय बिताने और मनपसंद खाना खाने का मौका मिलेगा। नगरपालिका ने तेजी से काम शुरू कर दिया है और अगले साल 2026 के शुरुआत में औपचारिक उद्घाटन का लक्ष्य रखा गया है। इस निर्णय पर शहर में मिश्रित प्रतिक्रिया है: कुछ दुकानदारों का कहना है कि शाम के बाद क्षेत्र में भीड़ कम है, इसलिए लाभ questionable है; वहीं अन्य व्यापारियों का मानना है कि सड़क किनारे छोटे स्ट्रीट फूड व्यवसाय को एक स्थायी, सुंदर जगह मिल जाएगी तो उनका व्यवसाय बढ़ेगा। राजनीति भी शुरू हो गई है; भाजपा ने आरोप लगाया कि यह “काट मानी खाने का रास्ता” है, जबकि नगरपालिका इसे खारिज करती है। कुल मिलाकर अगर यह प्रोजेक्ट सफल होता है, तो शहर की मनोरंजन और खाद्य संस्कृति में नया आयाम जुड़ सकता है।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 23, 2025 10:34:32
Howrah, West Bengal:পৌর স্বাস্থ্য কর্মীদের মাসিক ন্যূনতম পনেরো হাজার টাকা ভাতা, সরকারি স্বীকৃতি, বকেয়া ইনসেনটিভ মেটানো সহ বিভিন্ন দাবীতে লাগাতার কর্মবিরতি পৌর স্বাস্থ্য কর্মীদের। আজ হাওড়া কর্পোরেশনে অস্থায়ী পৌর স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী (কন্ট্রাকচুয়াল) ইউনিয়নের পক্ষ থেকে এই কর্মসূচি পালিত হয়। সংগঠনের রাজ্য সভানেত্রী রুনা পুরকায়েত বলেন, তাঁদের দাবি নিয়ে ডেপুটেশন দিতে চেয়ে পৌর ও নগরায়ন দপ্তরের মন্ত্রী সহ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দাবির সপক্ষে কথা বলতে চাইলেও তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেননি মুখ্যমন্ত্রী বা পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী। এমনকি তাঁদের দাবিও মানা হয়নি বলে অভিযোগ জানান তিনি।আরো বলেন এই স্বাস্থ্য কর্মীদের উপর অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তাঁদের দাবির প্রতি উদাসীন সরকার। একাধিকবার আবেদন জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা কর্মবিরতিতে গেছেন। তাতে মা ও শিশু দের পরিষেবার ব্যাঘাত ঘটবে বলে তিনি মনে করেন। তবে তার দায় সরকারের।
0
comment0
Report
MMManoj Mondal
Dec 23, 2025 10:19:45
Kolkata, West Bengal:চোরাপথে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে বনগাঁ থানার দুই জায়গা থেকে গ্রেফতার চার বাংলাদেশি। পুলিশ জানিয়েছে ধৃতের নাম লাভলী মন্ডল বাড়ি বাংলাদেশের গাইবান্ধা জেলায়। ধৃত এই মহিলা বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে ঢুকে বনগাঁ থানার পাঠ শিমুলিয়া মাঠপাড়া এলাকায় গা ঢাকা দিয়ে ছিল। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। অন্যদিকে তিন বাংলাদেশী যুবক মোহামদ ফারুক, আরিফ মহাম্মদ ও মোহাম্মদ মারুফ সকলের বাড়ি বাংলাদেশের মিরপুর জেলায়। মঙ্গলবার সকালে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁ রেল বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে। পুলিশি জেরায় ধৃতরা জানিয়েছে চোরাপথে ভারতে ঢুকে দীর্ঘদিন ধরে তারা থাকে বিভিন্ন রাজ্যে তারা কাজ করত। ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।
0
comment0
Report
BSBarun Sengupta
Dec 23, 2025 10:19:00
0
comment0
Report
PCPartha Chowdhury
Dec 23, 2025 09:31:38
Bardhaman, West Bengal:লগ্নজিতার পরে এবারে পল্লব কীর্তনিয়ার গানের অনুষ্ঠান বাতিল। বর্ধমানের ভাতারে অনুষ্ঠান বাতিল নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দু-পক্ষই একে অপরকে নিশানা করেছে。 পূর্ব বর্ধমানের ভাতারে একটি বইমেলা হচ্ছে। এই মেলায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে আসছেন শিল্পীরা।এই বইমেলা এবং উৎসবে বিশিষ্ট সংগীতশিল্পী পল্লব কীর্তনিয়ার একটি গানের অনুষ্ঠান ছিল আগামী ২৫ শে ডিসেম্বর। গতকাল এক ফেসবুক পোস্টে শিল্পী জানিয়েছিলেন, শাসকের প্রবল চাপে শেষ মুহূর্তে his অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছেন উদ্যোক্তারা。 এই নিয়ে সরব রাজনৈতিক নেতারা। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র জানান, 'এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের আবার জয় হলে বাংলাদেশে যা হচ্ছে তা এখানে হবে। শিল্প সমাজের দর্পন। কিন্তু এ রাজ্যে শিল্পীরা সমাজের অনাচার তুলে ধরতে পারছেন না। তৃণমূল কংগ্রেসের কালবার এটাই।' অন্যদিকে এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম। তিনি জানান, ' তৃণমূল কংগ্রেসের শিল্পীর স্বাধীনাতায় বিশ্বাস করে। এই বাংলায় নিজের মত প্রকাশের অধিকার রয়েছে。 কী কারণে ওই অনুষ্ঠান বাতিল হয়েছে তা আয়োজকের জানেন। তবে তৃণমূল কংগ্রেসের সাথে এর কোনোও যোগ নেই।' ভাতার বইমেলা ও উৎসবের আয়োজক মধুসূদন কোঙার বলেন ' ' আমরা যে পরিমাণ বিজ্ঞাপন পাবো ভেবেছিলাম তা পাইনি। ওনার সম্মান দক্ষিণা ঠিকমতো দিতে পারব না বলেই আমরা বারণ করেছি। শাসকদলের তরফে আমাদের কোনো চাপ দেওয়া হয় নি। শিল্পী পল্লব কীর্তনিয়া ট্রেনে থাকায় কথা বলা যায় নি। তিনি পরে কথা বলবেন বলে জানান。 বাইট : ১) মৃত্যুঞ্জয় চন্দ্র ( বিজেপি নেতা) ২) বাগবুল ইসলাম ( তৃণমূল কংগ্রেসের নেতা) ৩) মধুসূদন কোঙার ( আয়োজক)
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 23, 2025 09:22:01
Howrah, West Bengal:ডোমজুরে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ।গাড়িতে আগুন উত্তেজিত জনতার।গ্রেফতার মূল অভিযুক্ত。 ডোমজুর থানার অন্তর্গত রাঘবপুর এলাকায় এক নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনাজগত রাতে উত্তেজনা ছড়ায়।অভিযোগ এলাকায় রাস্তা তৈরীর কাজ হচ্ছিলো।ঠিকাদার সংস্থার এক কর্মী এই ঘটনার সাথে যুক্ত বলে অভিযোগ।উত্তেজিত গ্রামের বাসিন্দারা ওই ঠিকাদার সংস্থার গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়।পরিস্থিতি সামাল দিতে ডোমজুর থানার বিশাল পুলিশ বাহিনী ও রাফ ঘটনাস্থলে আসে।অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে সরব হয় এলাকাবাসীরা।ঘটনার পর থেকে অভিযুক্ত হেমন্ত ঘোরাই ঠিকাদার সংস্থার গাড়ি চালায়।ঘটনার পর থেকে পলাতক।পুলিশ তার সন্ধানে তল্লাশী শুরু করে।আজ তাকে গ্রেফতার করে ডোমজুর থানার পুলিশ।এ সি পি (সাউথ)নন্দলাল ঘোষ জানান অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে。
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 23, 2025 08:48:11
Durgapur, West Bengal:পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বিধাননগরে একটি বেসরকারি হাসপাতালের সামনে থাকা অবৈধ জায়গায় একটি হোটেলের ভেতরে থাকা তৃণমূল কংগ্রেসের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ওই পোস্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতে কিছু দুষ্কৃতী এসে পোস্টারটি ছিঁড়ে ফেলেছে এবং ছবিতে কালিমালিপ্ত করেছে। হোটেলের ভেতরে থাকা সবুজ রঙের চেয়ার ও ভাঙা হয়। ঘটনার খবর ছড়াতেই এলাকায় বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল সমর্থকরা। তাঁরা দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এই ঘটনার পর বিধান নগর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, বিজেপির জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলের নিজেদের গোষ্ঠীদ্বন্দের ঘটনা।
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Dec 23, 2025 08:47:52
Asansol, West Bengal:মিড ডে মিলের চাল চুরির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, ফের উত্তাল বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয় আসানসোল: একের পর এক বিতর্কে জড়িয়ে ফের শিরোনামে উঠে এলো আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। এবার অভিযোগ খোদ পড়ুয়াদের জন্য বরাদ্দ মিড ডে মিলের চাল চুরি করার। অভিযোগের তীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামকৃষ্ণ মুহুরীর দিকেই। উল্লেখ্য, এর আগেও একাধিকবার এই বিদ্যালয় ঘিরে গুরুতর অভিযোগ সামনে এসেছে। বিদ্যালয় চত্বরে নেশা দ্রব্য সেবন থেকে শুরু করে পড়ুয়াদের পচা মাংস খাওয়ানোর মতো চাঞ্চল্যকর অভিযোগে সংবাদ শিরোনামে উঠে এসেছিল এই স্কুল। প্রতিবারই সেই অভিযোগের কেন্দ্রে ছিলেন প্রধান শিক্ষক। মঙ্গলবার সকালে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এদিন সকালে পড়ুয়াদের জন্য বরাদ্দ মিড ডে মিলের চাল বিদ্যালয় থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন প্রধান শিক্ষক। খবর ছড়িয়ে পড়তেই বিদ্যালয় চত্বরে জড়ো হন অভিভাবক ও স্থানীয়রা। শুরু হয় তীব্র বিক্ষোভ। অভিভাবকদের রোষ এবং প্রশাসনিক চাপে পড়ে নিজের ভুল স্বীকার করেন প্রধান শিক্ষক রামকৃষ্ণ মুহুরী বলে জানা গেছে। তবে তাঁর স্বীকারোক্তি সত্ত্বেও অভিভাবকদের আস্থা ফেরাতে ব্যর্থ হন তিনি। বিক্ষোভ ক্রমশ তীব্র হয়ে উঠলে পরিস্থিতি সামাল দিতে না পেরে আগেভাগেই বিদ্যালয় ছেড়ে পালিয়ে যান প্রধান শিক্ষক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার পুলিশ ও স্কুল ইন্সপেক্টর দপ্তরের আধিকারিকরা। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুরো ঘটনার তদন্ত শুরু করেছেন। বারবার একই বিদ্যালয় ঘিরে এমন অভিযোগ উঠায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে প্রশাসনিক নজরদারি ও বিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নিয়ে। স্থানীয় অভিভাবকদের দাবি, দোষীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
0
comment0
Report
EGE GOPI
Dec 23, 2025 07:50:17
Kharagpur, West Bengal:অপারেশনাল সমস্যায় ধাক্কা, দক্ষিণ পূর্ব রেলে বাতিল ১৮টি MEMU ট্রেন রেল সূত্রে জানা গিয়েছে, খড়্গপুর–বেলদা, বেলদা–খড়্গপুর, খড়্গপুর–ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম–খড়্গপুর, ঝাড়গ্রাম–পুরুলিয়া, পুরুলিয়া–ঝাড়গ্রাম, বিষ্ণুপুর–ধানবাদ, ধানবাদ–বাঁকুড়া, বাঁকুড়া–ময়নাপুর, ময়নাপুর–বাঁকুড়া-সহ একাধিক গুরুত্বপূর্ণ রুটের MEMU ট্রেন বাতিল থাকছে। পাশাপাশি চক্রধরপুর–রাউরকেলা, রাউরকেলা–ঝারসুগুদা, ঝারসুগুদা–সম্বলপুর ও সম্বলপুর–ঝারসুগুদা রুটের ট্রেনও এই সিদ্ধান্তের আওতায় পড়েছে রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২ জানুয়ারি ২০২৬ থেকে বাতিল: খড়্গপুর–বেলদা, ঝাড়গ্রাম–পুরুলিয়া-সহ বেশ কয়েকটি MEMU ৩ জানুয়ারি ২০২৬ থেকে বাতিল: ঝারসুগুদা–সম্বলপুর, সম্বলপুর–ঝারসুগুদা, ঝারসুগুদা–রাউরকেলা ও রাউরকেলা–চক্রধরপুর MEMU এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা। অফিসযাত্রী, পড়ুয়া ও ব্যবসায়ীদের বড় অংশ প্রতিদিন MEMU ট্রেনের উপর নির্ভরশীল। হঠাৎ করে এত সংখ্যক ট্রেন বাতিল হওয়ায় বিকল্প পরিবহণ নিয়ে চিন্তায় পড়েছেন যাত্রীরা। দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের অসুবিধার জন্য তারা দুঃখিত এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে। তবে কবে এই পরিষেবা স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানানো
0
comment0
Report
KMKIRAN MANNA
Dec 23, 2025 07:49:55
Dihierench, West Bengal:মোবাইল আসক্তি থেকে শিশুদের দূরে রাখতে খেলাধুলার কোনও বিকল্প নেই—এই বার্তাই উঠে এল পূর্ব মেদিনীপুরের কাঁথির কন্টাই পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চ থেকে। বাবা-মা ও অভিভাবকদের উদ্দেশে শিশুদের মাঠমুখী করার আহবান জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন্দ্রনাথ দাস।তিনি বলেন,খেলাধুলা শুধু শরীরচর্চাই নয়, ছাত্রছাত্রীদের پठन-পাঠন ও মানসিক বিকাশের অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু বর্তমান সময়ে নানা কারণে পড়ুয়ারা খেলাধুলার প্রতি আগ্রহ হারাচ্ছে। একই সঙ্গে বিভিন্নভাবে মাঠ দখল ও পরিচর্যার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে বহু খেলার মাঠ। সেই প্রেক্ষিতেই কাঁঠি পাবলিক স্কুল কাঁঠি মহকুমার সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাঁঠি পাবলিক স্কুলের- স্কুল মাঠে এসে খেলাধুলার আহ্বান জানাচ্ছে। এর জন্য লাগবে না কোন টাকা। এই বিদ্যালয়ের উদ্যোগে বড় মাপের আধুনিক মানের খেলার মাঠ তৈরি করা হয়েছে। ফুটবল, ভলিবল, ক্রিকেট সহ নানা খেলাধুলার উপযোগী করে গড়ে তোলা হয়েছে এই মাঠ। পাশাপাশি সব ধরনের খেলাধুলার জন্য আলাদা জায়গাও রাখা হয়েছে।প্রধান শিক্ষক আরও জানান, শনিবার পতাকা উত্তোলন ও মেয়েদের মশাল দৌড়ের মাধ্যমে চারদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। আক্তার শেষ দিন। এবছর বিশ্বকাপ জয়ের কृतিত্ব মেয়েদের উৎসর্গ করতেই মেয়েদের হাতেই মশাল তুলে দেওয়া হয়।বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পার্থসখা পাত্র জানান, শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী এই দুদিনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ৫০ মিটার, ১০০ মিটার দৌড় সহ নানা ইভেন্টে অংশ নিয়ে প্রায় চারশোরও বেশি ছাত্রছাত্রী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে পুরস্কৃত হয়। এই ক্রীড়া প্রতিযোগিতা দেখতে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীদের বাবা-মা, অভিভাবক এবং বহু ক্রীড়াপ্রেমী মানুষ।
0
comment0
Report
Advertisement
Back to top