Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Darjeeling734010

सिलीगुड़ी में फूड डिलीवरी बॉय के बैग से ब्राउन शुगर बरामद, गिरफ्तार

NRNarayan Roy
Dec 17, 2025 05:18:04
Siliguri, West Bengal
*ফুড ডেলিভারির আড়ালে পাছার হচ্ছিল ব্রাউন সুগার,হাতেনাতে পাকড়াও প্রায় দের কেজি ব্রাউন সুগার সহ পুলিশের জলে ১ পাচারকারী। মঙ্গলবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি ব্লকের ঘোষপুকুর- খড়িবাড়ি রাজ্যে সড়কের ডুমরিয়া এলাকায় অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিশ। এরপর সেখানে সন্দেহভাজন এক ফুড ডেলিভারি বয় কে আটক করে। তল্লাশি চালাতেই চক্ষু চড়ك গাছ পুলিশের। ওই ডেলিভারি বয়ের ব্যাগ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ ব্রাউন সুগার। এরপরেই ওই ডেলিভারি বয় কে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম সুজিত হাজদা। সে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বাসিন্দা। খড়িবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত কয়েক বছর ধরে শিলিগুড়ি শহরজুড়ে একটি খাদ্য সরবরাহ সংস্থার ফুড ডেলিভারি বয়ের কাজ করতো। ধৃতের ফুড ডেলিভরি–র বাক্স থেকে প্রায় ১ কেজি ১৮ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মুল্য প্রায় কয়েক লক্ষ টাকা। তবে প্রশ্ন উঠছে, এত পরিমাণ ব্রাউন সুগার কোথা থেকে এলো বা কোথায় নিয়ে যাওয়ার কথা ছিল। ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার ধৃত ফুড ডেলিভারি বয়কে শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে পুলিশি তাকে হেফাজতে নিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখবে বলেই জানাজায়। পাশাপাশি দার্জিলিং জেলা পুলিশের সূত্রে খবর, দার্জিলিং জেলাকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে। এবং গত কয়েক মাসে একাধিক মাদকের বিরুদ্ধে সাফল্য মিলেছে পুলিশের। বেশ কয়েকজন মাদক কারবারিক কেউ গ্রেপ্তার করা হয়েছে বলে জানাগেছে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChampak Dutta
Dec 17, 2025 06:52:01
Kaji Chak, West Bengal:রাতের অন্ধকারে খামারে মজুত ধানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রায় চার বিঘে জমির ধান। ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় ৬০ হাজার টাকা। চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষক পরিবারটি। ইতিমধ্যেই গোটা বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। ঘটনাটি পশ্চিম মেদিনিপুর জেলার চন্দ্রকোনা থানার রাধানগর গ্রামের ঘটনা। গ্রামের বাসিন্দা স্বপন মণ্ডল মাঠ থেকে পাকা ধান কেটে খামারে মজুত করে রেখেছিলেন। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে হঠাৎই সেই খামারের ধানে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। প্রতিবেশীদের চিৎকারে ঘুম ভাঙে স্বপন মণ্ডল ও এলাকার বাসিন্দাদের। রাতেই সকলে ছুটে এসে পাম্প চালিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, ততক্ষণে বেশিরভাগ ধান পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। স্বপন মণ্ডল ও স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতের অন্ধকারে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে ধানে আগুন লাগিয়ে দিয়েছে। এই ঘটনার তদন্ত ও ক্ষতিপূরণের দাবিতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।
0
comment0
Report
PDPradyut Das
Dec 17, 2025 06:51:35
Jalpaiguri, West Bengal:জলপাইগুড়িতে লোকালয়ে ঢুকে পড়ছে কখনো চিতা বাঘ আবার কখনো হাতি। চিন্তায় বাসিন্দারা। বুধবার সাতসকালে লোকালয়ে ঢুকে পড়ে দুটো হাতি। জলপাইগুড়ি বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের খোলকপারা এলাকায় চাঞ্চল্য। আতঙ্কে বাসিন্দারা। ঘটনাস্থলে বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা পৌঁছে হাতি দুটোর উপর নজরে রাখছে। পাশের জঙ্গল থেকেই দুটো হাতি লোকালয়ে চলে আসে। চা বাগানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয়দের।বেলাকোবা রেঞ্জের পাশাপাশি বিভিন্ন রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে আসতে শুরু করেছেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এরাতে হাতি দুটোর ওপরে নজর রাখছে বনদপ্তর। করলা নদীর ঘাট ধরেই দুটো জঙ্গল থেকে চলে আসে বলে বনদপ্তরের দাবি। কখনো চিতাবাঘ কখনো হাতি এভাবে বন্যপ্রাণ লোকালয়ে চলে আসায় ঘুম উড়েছে বাসিন্দাদের। বনদপ্তরে টহলদারির দাবি জানিয়েছেন বাসিন্দারা。
0
comment0
Report
CDChampak Dutta
Dec 17, 2025 06:03:32
Kaji Chak, West Bengal:দাসপুর থানার বৈকন্ঠপুর থেকে উদ্ধার এক সদ্যোজাত শিশু। চাইল্ড লাইনের তরফে তাকে উদ্ধার করে প্রাথমিকভাবে পাঠানো হলো ঘাটাল হাসপাতালে। জানা গেছে দাসপুর থানার বৈকুন্ঠপুর এর সুমিত পাইন এবং স্ত্রী মনিকা পূর্ব মেদিনীপুরের কোন এক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে তিন দিন হল এই সদ্যোজাতকে বাড়িতে এনেছিলেন। তাদের দুই পুত্র সন্তান রয়েছে। এই পাইন দম্পতির ইচ্ছে ছিল এক কন্যা সন্তানের। কয়েকদিন আগেই এক পরিচিতর কথায় পূর্ব মেদিনীপুরের এক বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে এক সদ্যজাত কন্যা সন্তানের খোঁজ মিললে সুমিত ও মনিকা সেখানে গিয়ে শিশুটিকে ৩ দিন হল বৈকুঠপুরের বাড়িতে আনেন। কন্যা সন্তানের মা হওয়ার ইচ্ছে-পূরণ উপভোগ করতে থাকে তারা। শিশুটির নাম রাখে আরোহী। এই দম্পতি জানতেনই না আইনেন বেড়াজাল। বাড়িতে লক্ষ্মী আসার আনন্দে বাবা সুমিত সাথে দুই পুত্র সন্তান তাদের আরোহীর নামে সারা গ্রামের মানুষদের মিষ্টিমুখ করায়। মনিকা জানান যাদের এই শিশু তারা স্বামী স্ত্রী দুজনের চাকুরিজীবী এবং এর আগে তাদের ৩ টি কন্যা সন্তান আছে,তারাও যথেষ্ট বড়। অসাবধানতার ফলেই আবার গর্ভে সন্তান। অযাচিত হলে পুত্র সন্তানের আশা ছিল। ৪ র্থ বারেও কন্যা সন্তান মেনে নেয়নি তারা। মনিকা বলেন, তারাই স্ব ইচ্ছায় এই সদ্যজাতকে আমাদের হাতে তুলে দিয়েছিল।চাইল্ড লাইনের তরফে জানানো হয় এভাবে একজন অন্যকে নিজের শিশু দিতে পারেন না। এর জন্য নির্দিষ্ট নিয়ম আছে। সে নিয়ম মানা হয়নি। তাই তারা এই শিশুটিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 17, 2025 06:02:51
Chinsurah, West Bengal:সাত সকালে ইডি হানা রিষড়ায়। রিষড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ড ১৭ নং লক্ষ্মী পল্লী থার্ড লেনে শ্যাম পানা কুঞ্জ নামে বাড়িতে তল্লাসী ইডি আধিকারিকদের।ওই বাড়ির বাসিন্দা কৈলাশ কুমার ভার্মা।হুন্ডি কারবারি বলে জানা গেছে। তার দুই ছেলে। সাত সকালে তিনটি গাড়িতে ছয় জন সিআইএসএফ নিয়ে পাঁচজন ইডি তদন্তকারী আধিকারীক ওই বাড়িতে ঢোকে।জিজ্ঞাসাবাদ চলছে।হুন্ডির মাধ্যমে অবৈধ লেনদেন সম্পর্কিত অভিযোগের তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান বলে সূত্রের খবর।স্থানীয় বাসিন্দারা জানান,ওই পরিবারের লোকজন আত্মকেন্দ্রিক।চায়ের দোকানে মাঝেমধ্যে দেখা হয়।দীর্ঘদিন ধরেই রিষড়ার লক্ষ্মী পল্লী এলাকায় বসবাস করেন।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 17, 2025 06:02:33
Chinsurah, West Bengal:লক্ষ্মী কন্ঠে পাঁচালি পাঠ করে উন্নয়নের পাঁচালির সূচনা হল চুঁচুড়ায়। টোটো চালিয়ে চুঁচুড়া ঘড়ির মোর থেকে ১২ টি টোটো ট্যাবলোর সূচনা করেন তৃনমূল বিধায়ক অসিত মজুমদার।তার আগে তৃনমূল মহিলা কর্মিরা উন্নয়নের পাঁচালি পাঠ করেন। বিধায়ক জানিয়েছেন,আজ থেকে আনুষ্ঠানিক ভাবে উন্নয়নের পাঁচালি মানুষের কাছে নিয়ে যাওয়া হবে। প্রতি বুথে পাড়ায় মহল্লায় ঘুরবে এই টোটো। গত ১৫ বছরে রাজ্য সরকারের জনমুখি প্রকল্পের কথা তুলে ধরla হয়েছে এই পাঁচালিতে। বিধায়ক বলেন,দলের মহিলা কর্মিরা হল লক্ষ্মী।সেই লক্ষ্মীরা রোজ বাড়িতে পাঁচালি পড়েন।এবার উন্নয়নের পাঁচালি শোনানো হবে পাড়ায় পাড়ায়। লক্ষ কন্ঠে গীতা পাঠ ছিলো ধর্মিয় অনুষ্ঠান।আমরা ধর্ম নিয়ে রাজনীতি করিনা।সারা বছর মানুষের পাশে থাকে তৃনমূল। আজ হুগলির সাংসাদ রচনা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না।বিধায়ক বলেন,সাংসদ দিল্লীতে আছেন।দলের কর্মসূচীতে আগামী দিনে সাংসদ থাকবেন তার সংসদ এলাকায়।
0
comment0
Report
PDPradyut Das
Dec 17, 2025 05:18:27
Jalpaiguri, West Bengal:উন্নয়নের পাঁচালী। বাংলার গৌরবোজ্জল ১৫ বছর। জলপাইগুড়ির রাজগঞ্জে তৃণমূলের ‘উন্নয়নের পাঁচালি’ যাত্রার সূচনা, ভোটের আগে ১৫ বছরের উন্নয়ন তুলে ধরার প্রস্তুতি তৃণমূল কংগ্রেসের। রাজগঞ্জ বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুরু হলো ‘উন্নয়নের পাঁচালি’ যাত্রা। জলপাইগুড়ি বেলাকোবা বটতলা মোড় থেকে এই প্রচার অভিযানের শুভ সূচনা করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সদর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অর্জুন মণ্ডল, ওমর শেখ ফারুক, বিজয় দাস, মৃগেন রায়, সুমীত দত্ত , ছোটন গোপ সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে বিগত সাড়ে ১৫ বছরে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরতেই এই বিশেষ প্রচার কর্মসূচি। রাজ্যের সর্বত্র উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, সেই নির্দেশ মতোই রাজগঞ্জ বিধানসভায় এই যাত্রা শুরু হলো। এ বিষয়ে বিধায়ক খগেশ্বর রায় জানান, “আজ থেকে রাজগঞ্জ বিধানসভা এলাকার বারোটি অঞ্চলে ১৩টি টোটো নিয়ে উন্নয়নের পাঁচালি যাত্রা শুরু করা হলো। আগামী এক মাস ধরে এলাকায় এলাকায় এই পাঁচালি প্রচার করা হবে।” তিনি আরও বলেন, সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর গাওয়া উন্নয়নের পাঁচালি বাজিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো হবে এবং সরকারের উন্নয়নের কাজগুলি সরাসরি মানুষের সামনে তুলে ধরা হবে। তৃণমূল কংগ্রেসের দাবি, এই ‘উন্নয়নের পাঁচালি’ যাত্রার মাধ্যমে রাজগঞ্জ বিধানসভা জুড়ে উন্নয়নের বার্তা আরও জোরালোভাবে পৌঁছবে এবং আগামী নির্বাচনের আগে জনসংযোগ আরও মজবুত হবে。
0
comment0
Report
PDPradyut Das
Dec 17, 2025 05:02:31
Jalpaiguri, West Bengal:এসআইআর খসড়া তালিকা প্রকাশ হতেই জলপাইগুড়িতে ময়দানে বিজেপি। সারাদিন কাজেকর্মে বাড়ির বাইরে ব্যস্ত থাকা মানুষজনকে নট ট্রেসিং দেখিয়ে নাম কেটে দেওয়া হয়েছে। আমরা দলের বিএলএদের বলেছি, চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকতে বক্তব্য তৃণমূলের। প্রকাশিত হয় SIR এর খসড়া তালিকা। সেই তালিকায় রাজ্যের বিভিন্ন জায়গায় পাশাপাশি জলপাইগুড়ি জেলাতেই প্রায় এক লক্ষ ৩৩ হাজার ভোটার বাদ গিয়েছে। বিজেপির দাবি বিহারের মতো বাংলাতেও আগামী বিধানসভা ভোটে বিজেপির জয় নিশ্চিত। সেই মত জলপাইগুড়ির গাঙ্গুলি মোড়ে মঙ্গলবার সন্ধ্যায় পরিবর্তন সংকল্প যাত্রার নামের পথ সভা করে বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা বিজেপির ভাইস প্রেসিডেন্ট বুবাই কর, চন্দন বর্মন, জলপাইগুড়ি ১ নং মন্ডলের বিজেপি সভাপতি মনোজ কুমার শাহ সহ অনেকে। এদিকে, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা মিলিয়ে প্রায় ২ লক্ষ ভোটারের নাম বাদ। এনিয়ে তোপ দাগলেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী। একাংশের বিএলওকে নিশানা করে তাঁর তোপ, সারাদিন কাজেকর্মে বাড়ির বাইরে ব্যস্ত থাকা মানুষজনকে নট ট্রেসিং দেখিয়ে নাম কেটে দেওয়া হয়েছে। আমরা দলের বিএলএদের বলেছি, চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকতে।
0
comment0
Report
Advertisement
Back to top