Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back

बालुरघाट जिला अस्पताल में छह कर्मचारियों ने निलंबन के विरोध में प्रदर्शन शुरू किया

STSrikanta Thakur
Oct 13, 2025 10:51:22
Dinajpur, Rangpur Division
বালুরঘাট জেলা হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকের মূল গেটের সামনে সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে বসেছেন বরখাস্ত হওয়া ছয়জন কর্মী। তারা হাসপাতালের বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন। সূত্রের খবর, কোম্পানির নিযুক্ত কয়েকজন মহিলা কর্মীর সঙ্গে অভ্যন্তরীণ বিবাদের কারণে ২০২৪ সালের মার্চ মাসে এই ছয়জন কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করে কোম্পানি। সেই সময় কোম্পানির তরফে আশ্বাস দেওয়া হলেও, বহুবার যোগাযোগ ও আবেদন করার পরও এখনও পর্যন্ত তাদের পুনরায় কাজে ফেরানো হয়েছে না। বরং, অভিযোগ অনুযায়ী, একই ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য কর্মীরা বরখাস্ত না হয়ে পদোন্নতিও পেয়েছেন এবং বর্তমানে কাজ চালিয়ে যাচ্ছেন। বরখাস্ত কর্মীদের দাবি, “আমরা কোনো অপরাধ করিনি। কোম্পানির পক্ষপাতমূলক সিদ্ধান্তের শিকার আমরা। অবিলম্বে কাজে ফিরিয়ে না নিলে এই বিক্ষোভ আমৃত্যু চলবে।”
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
DGDebabrata Ghosh
Oct 13, 2025 12:38:10
Howrah, West Bengal:एला्का दखл ओर पुरान ओषटुरता के कारण लिल्लोया চকপाड़ा इलाके میں सत्ता पक्ष के दो गुटों के संघर्ष। गतकल रात एक गुट लाठি और रॉड लेकर दूसरे गुट पर हमला करने का आरोप लगाता है। स्थानीय क्लब में तोड़फोड़ की गई। महिला सहित कुछ घायल। मारधाड़ की ऐसी ही शिकायत। विरोध में महिलाओं ने खड़े होकर रोकथाम की। प्रतिवाद में दूसरे पक्ष ने भी आरोप लगाए। खबर मिलते ही Lilua थाना पुलिस मौके पर पहुँची। इस घटना में दोनों पक्षों के कुल चार लोगों को गिरफ्तार किया गया। आजokat अदालत में पेश किया गया। गत रात की उस ज्वाला-भड़की तस्वीर सीसीटीवी कैमरे में कैद। प्रारंभिक जांच में पुलिस पुरानी दुश्मनी के कारण इस झगड़े का अनुमान लगा रही है। इस मुद्दे पर बीजेपी ने कड़ी आलोचना की। हावड़ा सर्कल बीजेपी के सचिव ओम प्रकाश सिंह ने बताया कि यह तौलाबाज़ी के बारे में गड़बड़झाला था, जबकि तृणमूल के पक्ष से इस आरोप को अस्वीकार किया गया। domjur ब्लॉक के तृणमूल नेता तापस माईती ने कहा कि दो मोहल्लों के बीच झगड़ा हुआ। पुलिस ने उचित कदम उठाए। इसके साथ तृणमूल गुट-द्वंद्व के बारे में कोई बात नहीं।
0
comment0
Report
AGAyan Ghosal
Oct 13, 2025 12:37:53
Kolkata, West Bengal:আজ বিকেলের আবহাওয়া। বর্ষা বিদায় রেখা গৌহাটির ওপর দিয়ে রয়েছে। অর্থাৎ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির কিছু অংশ থেকেও বর্ষা বিদায় নিয়েছে। জুন মাস থেকে শুরু হওয়া এবারে বর্ষার মরসুমে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি থেকেই গেল। বর্ষা বিদায় নেওয়ার আগে পর্যন্ত উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টির ঘাটতি ১৬ শতাংশ। দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ পজিটিভ—৮ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামগ্রিকভাবে। তবে দুই বঙ্গ মিলিয়ে সারা বাংলায় জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষার মরশুমে বৃষ্টির পরিমাণ স্বাভাবিক; পজিটিভ এক শতাংশ। এর মধ্যে কলকাতায় ২৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিনে হাওয়া বদল। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সরে সেই স্থান দখল করবে উত্তর ও উত্তর-পশ্চিমের শীতল হাওয়া। যদিও এখনও বাতাসে জলীয় বাষ্প থাকায় তাপমাত্রা খুব আর নামছে না বলেই জানালো আলিপুর। কলকাতায় ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় আরো দু-তিন ডিগ্রি কমতে পারে। তবে কলকাতায় ১৫ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে না হলে শীতের আমেজ আসবেনা।
0
comment0
Report
MCMoumita Chakraborty
Oct 13, 2025 12:37:43
Kolkata, West Bengal:
0
comment0
Report
DBDebanjan Bandyopadhyay
Oct 13, 2025 12:37:17
0
comment0
Report
MMManoranjan Mishra
Oct 13, 2025 12:37:08
Purulia, West Bengal:पुरুলिया : पुरुलिया গভर्मেন্ট মেডिकल কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের অফিসের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল ডাক্তারি পড়ুয়ারা । পুরুলিয়া পুরুলিয়া গভর্মেন্ট মেডिकल কলেজ ও হাসপাতালের পুরুলিয়া শহর ক্যাম্পাস এবং হাতোয়াড়া এই দুটি ক্যাম্পাসে বিভিন্ন বিভাগ বিভক্ত রয়েছে । ফলে প্রতিদিন দুই ক্যাম্পাসে পড়াশোনা এবং ডাক্তারি চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় পড়ুয়া এবং ইন্টার্নদের। রয়েছে রাত্রি বেলায় যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তাজনিত সমস্যাও । তাই সমস্ত বিভাগ হাতোয়াড়া ক্যাম্পাসে নিয়ে আসার দাবিতে আন্দোলনে নামলেন ডাক্তারি পড়ুয়ারা।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 13, 2025 12:36:45
Howrah, West Bengal:এলাকা দখল ও পুরানো শত্রুতার জেরে লিলুয়া চকপাড়া এলাকায় শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। গতকাল রাতে এক গোষ্ঠী লাঠি এবং রড নিয়ে অন্য গোষ্ঠীর ওপর হামলা করে বলে অভিযোগ। ভাঙচুর করা হয় স্থানীয় ক্লাবে। মহিলা সহ জখম কয়েকজন। মারধর করা হয় মহিলাদের এমনই অভিযোগ। প্রতিবাদে রুখে দাঁড়ায় মহিলারা।পাল্টা অভিযোগ অন্য পক্ষের।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে লিলুয়া থানার পুলিশ।এই ঘটনায় দুপক্ষের মোট চারজন কে গ্রেফতার করা হয়।আজ পেশ করা হয় হাওড়া আদালতে। গতকাল রাতের সেই মুহূর্তের উত্তেজনার ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পুরনো শত্রুতার জেরে এই ঝামেলা। এই নিয়ে কঠোর সমালোচনা করে বিজেপি।হাওড়া সদর বিজেপির সম্পাদক ওম প্রকাশ সিং জানান তোলাবাজি নিয়ে এই গন্ডগোল। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়।ডোমজুর ব্লকের তৃণমূল নেতা তাপস মাইতি বলেন দুটো পাড়ার মধ্যে গন্ডগোল হয়।পুলিশ ব্যবস্থা নিয়েছে।এরসাথে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নেই।
0
comment0
Report
AGAyan Ghosal
Oct 13, 2025 12:36:31
0
comment0
Report
TCTathagata Chakraborty
Oct 13, 2025 12:03:44
Rajpur Sonarpur, West Bengal:**হরিনাভীতে প্রকাশ্যে শাসकদলের গোষ্ঠী কোন্দল – অটো ইউনিয়ন বনাম জয়হিন্দ বাহিনীর সংঘর্ষে উত্তেজনা, আহত একাধিক** ফের প্রকাশ্যে এল শাসকদলের অন্দরের গোষ্ঠী কোন্দল। হরিনাভীতে অটো ইউনিয়ন ও জয়হিন্দ বাহিনীর সদস্যদের মধ্যে রীতিমতো মারপিটের ঘটনা ঘিরে এলাকায় ছড়াল উত্তেজনা। দু'পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার সূত্রপাত রবিবার রাতে। অনুপ মন্ডল নামে এক অটোচালক কুমোরপাড়ায় কোল্ডড্রিং কিনতে গেলে বলে অভিযোগ, মদ্যপ অবস্থায় সোনা ও মঙ্গল নাথ তার অটোতে হামলা চালায়। সোমবার বিষয়টি নিয়ে মীমাংসার ডাক দেওয়া হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সোনা ও মঙ্গল আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে উপস্থিত হয় এবং বাদানুবাদ গড়ায় হাতাহাতিতে। অটো ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রন্জিত রায়কে মারধর করা হয় বলে দাবি করেন গড়িয়া-বারুইপুর রুটের রাজপুর ইউনিয়নের সেক্রেটারি স্বপন বালা। তাঁর কথায়, “বিষয়টি নিয়ে আমরা পুলিশের দারস্থ হব।” অন্যদিকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন সোনা নাথ। তাঁর পালটা দাবি, “আমাদের গালাগালি করা হয়। প্রতিবাদ করতেই আমাদের উপর চড়াও হয় তারা।” উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিশের হস্তক্ষেপের দাবি উঠেছে স্থানীয় মহলের তরফে।
0
comment0
Report
MMManoranjan Mishra
Oct 13, 2025 12:01:22
Purulia, West Bengal:পুরুলিয়া : পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের অফিসের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল ডাক্তারি পড়ুয়ারা । পুরুলিয়া পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুরুলিয়া শহর ক্যাম্পাস এবং হাতোয়াড়া এই দুটি ক্যাম্পাসে বিভিন্ন বিভাগ বিভক্ত রয়েছে । ফলে প্রতিদিন দুই ক্যাম্পাসে পড়াশোনা এবং ডাক্তারি চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় পড়ুয়া এবং ইন্টার্নদের। রয়েছে রাত্রি বেলায় যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তাজনিত সমস্যাও । তাই সমস্ত বিভাগের হাতোয়াড়া ক্যাম্পাসে নিয়ে আসার দাবিতে আন্দোলনে নামলেন ডাক্তারি পড়ুয়ারা।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Oct 13, 2025 11:32:40
Howrah, West Bengal:২০২৬ হবে বদলা হবে।বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বিরোধীদের হুঁশিয়ারি মন্ত্রী মনোজ তিওয়ারীর। রবিবার হাওড়া সদরের শিবপুর বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে তীব্র হুঁশিয়ারির সুর শোনা গেল রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ও শিবপুরের তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারির গলায়। বিরোধীদের উদ্দেশ্যে তিনি সরাসরি ‘বদলা’র বার্তা দেন।মন্ত্রী বলেন, “২০২১ সালের নির্বাচনে যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছিল, তাদের বিরুদ্ধে हमारे কর্মীদের রক্ত ফুটে উঠেছিল। কিন্তু ২০১১ সালে দিদির নির্দেশ ছিলো বদলা নয় বদল চাই।তাই আমরা কোনও বদলা নিইনি। তবে এবার বদলা ২০২৬-এ হবে।” বিজয়া সম্মিলনীর ভাষণে মনোজ আরও যোগ করেন, “বিরোধীদের এখন একটু জায়গা দেওয়া হয়েছে, তাই তারা যতই বেড়ে উঠুক না কেন, আমরা বিধানসভায় একটা ছোট্ট ট্রেলার দেখিয়েছি। দিদি যখন বলেছিলেন ‘এই তোরা স্লোগান দে’, তখন সবার সামনে টিভির পর্দায় দেখা গেছে কেমনভাবে বিজেপিকে তাড়ানো হয়েছে। ২০২৬-এও ঠিক সেভাবেই হবে। বিরোধীদের উদ্দেশে মন্ত্রী বলেন, “নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী, প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি আজ যা বললাম, তারা সেটা খুব ভালো করে বুঝে নিক বিরোধীরা। তারা যেমন কাজ করবে, তেমনই ফল পাবে।”বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রাই বলেন প্রতিহিংসার রাজনীতি করে তৃণমূল।তাদের কর্মীদের মারধর করা হয়েছে।ভাঙচুর করা হয়েছে ঘরদোর।তাই এবার বদলা নেবে বিজেপি,বদলা নেবে জনতা. বাইট..১..মনোজ তিওয়ারি(ক্রীড়া প্রতিমন্ত্রী) ২..উমেশ রাই(রাজ্য সম্পাদক,বিজেপি) 1310zg_hwh_thread_r
0
comment0
Report
BSBidhan Sarkar
Oct 13, 2025 11:06:24
Chinsurah, West Bengal:নাসিক নির্ভরতা কমবে,পেঁয়াজ সংরক্ষণে বড় পদক্ষেপ রাজ্যের!ভর্তুকি দেবে সরকার রাজ্যে তৈরী হবে ৭৭০ ৫টি পেঁয়াজ গোলা। সংরক্ষণ করা যেত না বলে পেঁয়াজ অভাবী বিক্রিতে বাধ্য হন কৃষক।জমি থেকে পেঁয়াজ তুলে তা বিক্রি করে দেওয়ায় ভালো দাম থেকে বঞ্চিত হন চাষীরা।এতে সারা বছর পেঁয়াজের যোগানেও সমস্যা তৈরী হয়।ভীন রাজ্য বিশেষ করে মাহারাষ্ট্রের নাসিকের উপর নির্ভর করতে হয়।ফলে ক্রেতাকেও অনেক সময় বেশি দামে বাজার থেকে পেঁয়াজ কিনতে হয়。 অনেক দিন ধরেই ভাবনা ছিলো আলুর মত পেঁয়াজ যদি সংরক্ষণ করা যায়।তাহলে এই সমস্যা গুলো দূর হতে পারে।কৃষি বিজ্ঞানীদেরাও চেষ্টা করছিলেন কি করে সংরক্ষণ করা যায়।কারণ আলুর মত হিমঘরে পেঁয়াজ রাখা যায়না।হুগলির বলগড়ে খুব ভালো সুখ সাগর প্রজাতির পেঁয়াজ চাষ হয়।পরীক্ষা মূলক ভাবে হুগলির বলাগড়ে পেঁয়াজ সংরক্ষণ ঘর করা হয়।তবে তা খুব একটা কার্যকরি হয়নি。 রাজ্যের কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে এবার পেঁয়াজ গোলা তৈরী করা হবে। আজ হুগলি সার্কিট হাউসে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জেলা প্রশাসনের আধিকারীকদের নিয়ে বৈঠক করেন।ছিলেন অতিরিক্ত জেলা শাসক তরুন ভট্টাচার্য,সভাধিপতি রঞ্জন ধারা,জেলা কৃষি কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে ও কৃষি দপ্তরের আধিকারীকরা। পেঁয়াজ গোলার জন্য হুগলিতে অন লাইনে ৩৫২ জন আবেদন করেছিলেন।তাদের মধ্যে লটারি করে ১৭৫ জনকে বেছে নেওয়া হয়。 মন্ত্রী বেচারাম মান্না বলেন,আমাদের আমলে পেঁয়াজ চাষ অনেকটাই বাড়ানো হয়েছে।পেঁয়াজের সংরক্ষণ করলে কৃষকদের সুবিধা হবে ক্রেতারাও সারা বছর তার সুবিধা পাবেন।তার জন্য পেঁয়াজ গোলা তৈরীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।২৫ লক্ষ মেট্রিক টন মাপের কি হবে।৯ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ৫০০ টাকা বরাদ্দ করা হয়েছে।ওটা রাজ্যে ২২৬১ জন আবেদন করেছে।হুগলি জেলায় ১৭৫ জনকে বেছে নেওয়া হয়েছে লটারির মাধ্যমে ।এরা প্রত্যেকেই ১ লক্ষ ২৫ হাজার টাকা করে সরকারি ভর্তুকি পাবে।এতে করে নাসিক মহারাষ্ট্রের উপর যে নির্ভরতা সেটা কাটবে।অসময়ে পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে যাওয়ার প্রবণতাও কমবে।দেখা যায় হঠাৎ করেই ১০০ টাকা কেজি পিয়াজ হয়ে যায় সেটা আর হবে না।এতে চাষিরা উৎসাহ পাবে।আমরা সরকারের তরফে সব রকমের সহযোগিতা কৃষকদের করছি。 ১০ টি পেঁয়াজ উৎপাদক জেলায় ৭৭৫ টি পেঁয়াজ গোলা আমরা তৈরি করব।তার মধ্যে হুগলি জেলাতেই রয়েছে ১৭৫টি。
0
comment0
Report
Advertisement
Back to top