Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purulia723101

पुरुलिया-झारखंड सीमा पर हाथी शावक कुएं में गिरे, बचाव शुरू

MMManoranjan Mishra
Sept 24, 2025 07:09:04
Purulia, West Bengal
পুরুলিয়া: পুরুলিয়া - ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় বুনো হাতির দলের আতঙ্কে ঘুম ছুটেছে দুই প্রান্তের বাসিন্দাদের । রাতের অন্ধকারে এলাকা দিয়ে যাতায়াতের সময় পুরুলিয়ার বাঘমুন্ডি বনাঞ্চলের গন্ধডি এলাকায় এক হস্তি শাবক কুয়োয় পড়ে যায় । যার কারণে বুনো হাতির দল তাণ্ডব শুরু করে । খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে জেসিবি মেশিন লাগিয়ে কুয়ো থেকে হস্তি শাবককে উদ্ধার করে। গত কয়েকদিন ধরেই ১৫-১৬ টি বুনো হাতির একটি দল বাঘমুন্ডি এলাকায় ঘোরাফেরা করছে । গতকাল অন্ধকারে এলাকায় যাতায়াতের সময় একটি হস্তি শাবক কুয়োয় পড়ে যায়। রাতারাতি বনকর্মীরা জেসিবি মেশিন নিয়ে হাজির হন এলাকায় । সেই হস্তি শাসবককে উদ্ধার করে নিজের দলে ফিরিয়ে দেয় । বর্তমানে বুনো হাতির দলটি ঝাড়খণ্ডের জঙ্গলে অবস্থান করছে । হাতির দলের গতিবিধির ওপর নজর রাখছে পুরুলিয়ার বনবিভাগ । বাইট : পরীক্ষিত কুইরি (স্থানীয় বাসিন্দা)
5
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BBBimal Basu
Sept 24, 2025 08:08:41
Basirhat, West Bengal:বলে 2C তে ছবি বাইট পাঠিয়েছি। উত্তর ২৪ পরগণার ভারত বাংলাদেশে মধ্যে ইছামতীতে দুর্গাপুজোর বিসর্জন নিয়ে দু দেশের সীমান্তরক্ষী ও প্রশাসনিক কর্তাদের নিয়ে টাকির ইছামতী নদী বক্ষে হল বৈঠক। টাকীতে ভারত বাংলাদেশের সীমান্তে ইছামতী নদীতে দুর্গাপুজো বিসর্জনের প্রস্তুতি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হল টাকীর ইছামতীর বুকে। এ বছরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কোন প্রভাব যাতে উৎসবে না পড়ে সেই জন্য দু দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠর করা হবে। বিসর্জনের উৎসব চলাকালীন স্প্রিডবোড নিয়ে টহল দেবে বিএসএফ। এই দিন বৈঠকে আরো ঠিক হয় ইছামতীর মাঝ বরাবর সীমারেখা টানা থাকবে এপারে বিএসএফ ও ওপারে বিবিজি পাহারায় থাকবে। ওপারে বাংলাদেশের নৌকা, এপারে ভারতের নৌকা থাকবে। কোন দেশের নৌকা সীমানার পার হতে পারবে না। সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ইছামতীতে নিরাঞ্জন চলবে। ড্রোন উড়িয়ে বাইনোকুলারের সঙ্গে সিসি ক্যামেরায় সদা নজর দারি চালাবে বিএসএফ। এ দিন বৈঠকে বিএসএফ ও বিবিজি পাশাপাশি ছিলেন টাকী পৌর সভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও প্রশাসনিক কর্তারা। 1) বাইট - ফারুক গাজী ( টাকী পৌরসভার ভাইস চেয়ারম্যান ) বিমল বসু বসিরহাট
0
comment0
Report
CDChampak Dutta
Sept 24, 2025 08:08:19
Kaji Chak, West Bengal:*তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট। প্রকাশ্যে তৃণমূল পরিচালিত মেদিনীপুর পৌর প্রশাসনের বিরুদ্ধে সরব খোদ মেদিনীপুরের তৃণমূল বিধায়ক। সৌন্দর্যায়নের জন্য তৈরি করা ফুটপাত থেকে শুরু করে টোটো চলাচল নিয়ে দলীয় পরিচালিত পৌরসভার বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য বিধায়কের। মেদিনীপুরের ট্রাফিক ব্যবস্থা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। প্রশাসনের সিদ্ধান্তহীনতার জন্য এই ঘটনা ঘটছে বলে তার দাবি। সর্বস্তরের মানুষকে এক হয়ে সমস্যার সমাধান করার আবেদন করেছেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। আবার দলেরই আইএনটিটিইউসির শহর সভাপতি বিধায়কের বক্তব্য নিয়ে করে দিয়েছেন ফেসবুক পোস্ট।এই ঘটনায় মেদিনীপুরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।* গত সোমবার মেদিনীপুর বিদ্যাসাগর হলে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেদিনীপুর শহরের বর্তমান পরিস্থিতি নিয়ে দলেরই পৌর বোর্ডের বিরুদ্ধে আঙ্গুল তুললেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। তার বক্তব্য, শহরের ফুটপাত, টোটো এবং শহরের ট্রাফিক সিস্টেম আমাদের কাছে এখন যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের কোথাও সিদ্ধান্তহীনতার জন্য মেদিনীপুর শহর হাঁসফাঁস করছে টোটো র যন্ত্রণাতে। সাইকেল মোটরসাইকেল নিয়ে যাওয়া তো দূরের কথা ঠিকভাবে হাটাও যাচ্ছেনা রাস্তায়। এদিকে মেদিনীপুর শহরের সৌন্দর্যায়ন এর জন্য দু দফায় প্রায় ১০ কোটি টাকা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুটপাত হয়েছে কিন্তু সামান্য বৃষ্টি হলেই জল থই থই করছে শহর। ফলে ফুটপাত এখন যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে। মেদিনীপুরের ট্রাফিক সিস্টেম সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে। কলকাতা যেতে হলে মেদিনীপুরের মহাতাবপুর থেকে নতুন বাজার পর্যন্ত যেতেই কুড়ি মিনিট সময় লেগে যায়। অন্যদিকে মেদিনীপুর কলেজ মাঠের পাশে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের প্রতিচ্ছবি তুলে ধরা হলো কিন্তু সেগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য যে চিন্তা ভাবনা দরকার যে পলিসি নেওয়া দরকার সেটা করা গেল না। এর থেকে বেরোতে গেলে আমাদের পলিসি তৈরি করতে হবে তার জন্য সমাজের সব স্তরের মানুষকে সহযোগিতা করতে হবে। আর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তাদের বক্তব্য মেদিনীপুর পৌরসভা বেআইনি ভাবে চলছে। এখানে টোটো থেকে পার্কিং একটা জ্বলন্ত সমস্যা। বিজেপি প্রথম দিন থেকে বলে আসছে। বিধায়ক আজ বলছেন, এটা সম্পূর্ণ আই ওয়াশ। ২৬ শের ভোটের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হচ্ছে। সাধারণ মানুষ ভুল করেছে এই দলের হাতে পৌর বোর্ড তুলে দিতে। সাধারণ মানুষ এগিয়ে এসে এই সরকারকে নিশ্চিত ভাবে ছুঁড়ে ফেলবে। এই নিয়ে সরব হয়েছে দলেরই inttuc র শহর সভাপতি তথা টোটো ইউনিয়নের দায়িত্বে থাকা বুদ্ধ মহাপাত্র। তিনি আবার ফেসবুকে পোস্ট পর্যন্ত করে দিয়েছেন।তার বক্তব্য আজকে তাদেরকে ব্যবহার করব আর একবছর পর তাদের ভালো লাগবে না তাদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করব এমন নেতা আমি নয় আর এধরনের নেতার সঙ্গেও আমার সম্পর্ক থাকবে না। ২০১৭ সালে মেদিনীপুর শহরে এই টোটো ইউনিয়ন বর্তমান বিধায়কের হাত ধরেই হয়েছিল সেটাও তিনি মনে করিয়ে দেন।সেইসঙ্গে তার পরামর্শ বর্তমানে টোটো নিয়ে যা সমস্যা দেখা দিয়েছে তাতে কোন নেতার নাক না গলালেই ভালো। গোটা বিষয় নিয়ে অবশ্য মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান কোন মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন তিনি কোন বিতর্কে যেতে রাজি নন। উল্লেখ্য মেদিনীপুর শহরে দীর্ঘদিন ধরেই তৃণমূলের আড়াড়ি বিভাজন রয়েছে দলের সাংসদ এবং বিধায়কের মধ্যে। একদিকে রয়েছে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া অন্যদিকে রয়েছে মেদিনীপুরের বিধায়ক তথা তৃণমূলের মেদিনীপুর সংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান আবার জুন মালিয়ার অনুগামী বলেই পরিচিত। ছবি বাইট 2c তে Slug- 2409ZG_WMID_MLA_SPEECH_R বাইট ১) সুজয় হাজরা। স্টেজ বাইট (মেদিনীপুরের বিধায়ক তথা তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি) ২) বুদ্ধ মহাপাত্র (inttuc মেদিনীপুর শহর সভাপতি তথা টোটো ইউনিয়নের নেতা) ৩) শংকর গুচ্ছাইত (জেলা বিজেপির সহ-সভাপতি) ৪) সৌমেন খান (মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান)
0
comment0
Report
BSBarun Sengupta
Sept 24, 2025 08:07:47
Barrackpore, Kolkata, West Bengal:*বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় কেন সঞ্জিব গোয়েংকা গ্রেফতার হলো না?? প্রশ্ন অর্জুন সিং এর, জিতেন্দ্র তেওয়ারি যদি বস্ত্র বিতরনে ৩ জন মারা গেলে গ্রেফতার হতে পারে,তবে CSCE বাদ কেন?* ১১ জন মৃত্যুর পর ও কেন CSCE কর্নধার সঞ্জিব গোয়েংকা বিরুদ্ধে থানায় অভিযোগ হলো না?? জিতেন্দ্র তেওয়ারির বস্ত্র বিতরনে পদ পিষ্ট হয়ে তিনজন মারা যাওয়ায় তার জেল হয়েছিলো।এদিকে CSCE র গাফিলতির জন্য ১১ জন মারা গেলো, ওদিকে কোন অভিযোগ হলো না!! সঞ্জিব গোয়েংকার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এর যৌথ ব্যবসা আছে।নোট বন্দির সময় মমতা বন্দ্যোপাধ্যায় এর ১৬০০ কোটি টাকা চেঞ্জ করিয়েছিলো। গতকালের বৃষ্টি তে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায়, অর্জুন সিং এক হাত নিলেন সঞ্জিব গোয়েংকা কে।তবে দীলিপ ঘোষের মন্তব্যে প্রশ্নের উত্তর দিতে নারাজ অর্জুন সিং। তিনি বলেন উনি যে তথ্য দিয়েছেন ১১ জনের মৃত্যুর ঘাটনায় তার উত্তর দল দেবে!! দিলিপ ঘোষের মতো আমি উত্তর দিতে পারবো না!! বাইটঃ- অর্জুন সিং ( প্রাক্তন সাংসদ ব্যারাকপুর) 240825 BKP ARJUN SINGH 2C TE
0
comment0
Report
ANArnabangshu Neogi
Sept 24, 2025 08:06:40
Kolkata, West Bengal:* আর. জি কর আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আর.কি কর মেডিক্যাল কলেজেই। - রায়ে জানাল কলকাতা হাইকোর্ট। * অবিলম্বে পোস্টিং দিতে হবে আর.জি কর মেডিক্যাল কলেজে। - নির্দেশে জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু। * পোস্টিং বিতর্কে অনিকেত মহাতোকে নিয়ে গ্রহণ রাজ্যের সিদ্ধান্ত খারিজ করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু. * পোস্টিং বিতর্কে রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন অনিকেত মাহাতো সহ তিন চিকিৎসক। * আর. জি কর মেডিক্যাল কলেজের পরিবর্তে অনিকেত মাহাতোকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ পোস্টিং দেওয়া হয়। * ২৭ মে ' ২০২৫ এই পোস্টিং সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। * অনিকেত মাহাতো দাবি করেন, যে তার র‍্যাঙ্ক ২৪ । আর.জি কর হাসপাতালে অ্যানাস্থেশিয়া বিভাগে ৪ টি শূন্যপদ আছে। তার মধ্যে ১ টি শূন্যপদে মেধাতালিকায় অনিকেতের আগে থাকা একজন চিকিৎসককে নিয়োগ করা হয়েছে। ২টি শূন্যপদে ২৬ এবং ৩৪ র‍্যাঙ্ক করা দুই চিকিৎসককে নিয়োগ করা হয়েছে। অথচ অনিকেত নিয়োগ পাননি। * ৮৭১ জনের মধ্যে ৮৬৯ জনের পোস্টিং SOP(Standard Operating Procedure) মেনেই হয়েছে। কিন্তু অনিকেত মাহাতো সহ দুজন চিকিৎসকের ক্ষেত্রে SOP মানা হয়নি। রাজ্য এর কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেনি। - পর্যবেক্ষনে জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু। * SOP তৈরিই করা হয় যাতে প্রত্যেকে সমানাধিকার পান। SOP কে মান্যতা না দিয়ে রাজ্য সংবিধানের ১৪ নম্বর ধারাকে(সমানাধিকার সংক্রান্ত ধারা)অমান্য করতে পারে না। - পর্যবেক্ষনে জানালেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
0
comment0
Report
PDPradyut Das
Sept 24, 2025 07:08:38
Jalpaiguri, West Bengal:2C 2409ZG_JAL_TIGER_R1 বনদপ্তরের তরফে খাঁচা পাতা হল। অজানা জন্তুর আতঙ্কে জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শোভাবাড়ি গ্রাম। আতঙ্কে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক থেকে শুরু করে পূজো উদ্যোক্তারা। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শোভাবাড়ি এলাকায় অজানা জন্তুর আতঙ্কে চাঞ্চল্য। রাতের অন্ধকারে সাইকেল আরোহীর উপর অতর্কিত হামলা চালায় একটি বন্যপ্রাণী। অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি—সাহসিকতার সঙ্গে সাইকেল ছুড়ে মেরে জন্তুটিকে প্রতিহত করেন। এর আগে গত দু’দিনে একই এলাকায় চারজন সাধারণ মানুষকে আক্রমণ করেছে অজানা প্রাণী। কারও ধারণা চিতাবাঘ, আবার কেউ বলছে শেয়ালও হতে পারে। সব মিলিয়ে গ্রামজুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, বন দপ্তর দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিক। ঘটনাস্থল পুলিশ এবং বনদপ্তরের টহলদারি অব্যাহত। রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
4
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 24, 2025 07:08:09
Jhargram, West Bengal:বিক্রি হয়ে গেছে পঞ্চায়েত অফিস থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। গোটা গ্রামকেই বক্রি করে দিয়েছে দালাল রা। বাকড়া গ্রামের জমি জালিয়াতি কাণ্ডে তৃতীয় গ্রেফতার, দললি লেখকের সঞ্জয় দাস। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বাকড়া গ্রামে জমি জালিয়াতি কাণ্ডে ফের গ্রেপ্তার করল সাঁকরাইল থানার পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বাকড়া গ্রামের প্রায় ১২৫ টি পরিবারের প্রায় ৪০০ একর জমি ভুয়ো কাগজপত্র ব্যবহার করে অন্যের নামে রেজিস্ট্রি করানো হয়েছিল। অভিযোগ, জমির মালিকদের নকল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। এমনকি কোথাও জমির প্রকৃত মালিককে মৃত দেখিয়েও হস্তান্তরের চেষ্টা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা ঝাড়গ্রাম জেলা রেজিস্ট্রি অফিস ও জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে জমি ফেরত ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। এরপরই সিট গঠন করে তদন্ত শুরু করে ঝাড়গ্রাম জেলা পুলিশ। এর আগেই এই মামলায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুয়ো উত্তরাধিকার শংসাপত্র দেখিয়ে জমি বিক্রির অভিযোগে ধরা পড়েছেন চিড়াকুটি গ্রামের শুকরঞ্জন মাহাত। অন্যদিকে, একাধিক রেভিনিউ ট্রানজেকশনে জড়িত থাকার অভিযোগ উঠেছে ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকার দেবাংশু পাহাড়ির বিরুদ্ধে। তৃতীয় গ্রেপ্তার সঞ্জয় দাসকে মঙ্গলবার রাতে বাঁকুড়া জেলা সদর থানার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে জানতে পারে, এই জালিয়াতি চক্রে দললি লেখকের মূল মাথা ছিলেন সঞ্জয় দাস। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী ব্লকের ছেবদা গ্রামে। বুধবার তাঁকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। পুলিশের অনুমান, তদন্তের অগ্রগতিতে আরও অনেক প্রভাবশালীর নাম উঠে আসতে পারে। ঝাড়গ্রাম জেলা জুড়ে এক বেআইনি স্পঞ্জ আয়রন কারখানা এই ভাবেই বেআইনি ভাবে জমি কিনে নকল কাগজ বানিয়ে ব্যাঙ্ক এ সেই জমি মডগেজ দিয়ে দেয়। বিপুল অঙ্কের লোন নিয়ে সেই টাকা বিদেশে পাচার করে। এক্ষেত্রে ও সেই কোম্পানির ভূমিকা কতটা সেটাই ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। গোটা ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দোষীদের কোনওভাবেই ছাড়া হবে না বলে জানায় প্রশাসন।
2
comment0
Report
PDPradyut Das
Sept 24, 2025 07:07:41
Jalpaiguri, West Bengal:2C 2409ZG_JAL_OVIJAN_R VISU, BYTE & PTC SEND BY 2C পুজোর মুখে পুলিশ এবং প্রশাসনের অভিযান জলপাইগুড়ি শহরের বিভিন্ন খাবারের দোকান গুলোতে। বিভিন্ন বেকারির তৈরি খাবার যেমন কেক, পেসটি, বিস্কুট, ব্রেড ইত্যাদি খাবার গুণগতমান ঠিকঠাক আছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি ফায়ার লাইসেন্স ইত্যাদি প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখতে জেলা প্রশাসনের আধিকারিকদের হানা। পুলিশ এবং দমকল বাহিনীকে নিয়ে জেলা প্রশাসনের অভিযান। জলপাইগুড়ির বিভিন্ন খাবারের দোকানে হানা দেয়, ক্রেতা সুরক্ষা দপ্তর, ফুড সেফটি, লিগাল মিথলজি, দমকল বিভাগ সহ পুলিশ অফিসার ও অন্যান্য দপ্তরের আধিকারিকারা। বেশ কিছু জায়গায় নিয়ম নামেনি ব্যবসা চালিয়ে যাচ্ছেন কিছু ব্যবসায়ী বলে অভিযোগ। অভিযানে গিয়ে আধিকারিকরা ব্যবসায়ীদের সচেতন করেন। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ক্যামেরা:- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
4
comment0
Report
BCBasudeb Chatterjee
Sept 24, 2025 07:07:25
Asansol, West Bengal:গাছের ডাল, পুলিশের ব্যারিকেট, আর জলের পাত্র রাস্তার মাঝে রেখে এবার জলের দাবিতে বিক্ষোভ দেখিয়ে ঘন্টাখানেক পথ অবরোধ করল আসানসোল পুরনিগমের তিন নম্বর ওয়ার্ডের এলাকাবাসীরা। বিক্ষোভকারীদের অভিযোগ দীর্ঘ প্রায় তিন সপ্তাহ ধরে জল সরবরাহ বন্ধ হয়ে রয়েছে তাদের এ নিয়ে বারংবার ওয়ার্ড কাউন্সিলর ও বোরো চেয়ারম্যান কে জানিও কোন সুরাহা না মেলায় বুধবার তারা সকাল পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের দাবি তাদের এলাকায় যে সকল পানীয় জলের কল রয়েছে সেগুলিতে জল দীর্ঘদিন ধরে আসছে না, আজ যে সকল ট্যাঙ্কারে করে তাদের এলাকায় জল দেওয়া হয় সেই ট্যাংকারগুলিও নিয়মিত আসে না, এর জেরে এলাকার কুয়ো থেকে জল খেতে বাধ্য হয়েছে তারা এর জেরে অনেকেই পেটের অসুখ সহ অন্যান্য অসুখেও ভুগছে, যা নিয়ে তারা এবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছে বলেই দাবি করেছেন তারা। তাদের দাবি অবিলম্বে তাদের যে সকল এলাকাগুলি রয়েছে সেই এলাকায় পর্যাপ্ত পানিয় জল সরবরাহ করতে হবে, আর যে সকল ট্যাংকার গুলি করে তাদের জল সরবরাহ করা হয় তার সংখ্যা বাড়িয়ে তা নিয়মিত জল সরবরাহের ব্যবস্থা করতে হবে। এই দাবি করেই তারা পুলিশ প্রশাসনের কাছেও তাদের ক্ষোভ উগরে দেয়। পরে এই ঘটনার বিষয়ে পুলিশ প্রশাসন পৌর কর্তৃপক্ষের সঙ্গে ও জল সরবরাহ দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে এই আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি। এদিনের এই বিক্ষোভের জেরে জামুরিয়া রানীগঞ্জ যাওয়ার রাস্তায় দীর্ঘক্ষণ ধরে অসংখ্য যানবাহন আটকে পড়ে, পরে পুলিশ প্রশাসন যাননিমন্ত্রণ করে সমস্যার সমাধান করেন। 2409ZG_ASN_WATER_BLOCKED Bytes
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 24, 2025 07:06:47
Jhargram, West Bengal:চিল্কিগড়ে অষ্টমী তিথিতে বিরাম ভোগ রাঁধেন মা কনক দুর্গা ঝাড়গ্রাম শহর থেকে মাত্র ১৪ কিমি দুরে নির্জন অরণ্যের মধ্যে দন্ডায়মান ইতিহাস, যা শহুরে সভ্যতার কাছে এখন অনেকটাই অজানা। নীলবসনা দেবীর এই ঐতিহ্য নিয়ে আজও পর্যটকদের কাছে ব্যতিক্রমী ঠিকানা ঝাড়গ্রামের চিলকিগড়ের কনক দুর্গা মন্দির। মত্তগজ রাজবংশের গোপীনাথ সিং এই পুজোর প্রতিষ্ঠা করেন বলে জানা যায়। আজ থেকে প্রায় পাঁচ শত বছর আগে রাজা রানীমার কাঁকন ও বালা দিয়ে তৈরি করেছিলেন দেবী কনকদুর্গার মূর্তি, আর এই মন্দিরই স্থাপন করা হয়েছিল চিলকিগড়ের ডুলুং নদীর চরে গভীর অরণ্যের মাঝে, প্রথমে এখানে ব্রাহ্মণ রাজা স্বরূপ ত্রিপাঠী পুজো করে আসছিলেন পরবর্তী ক্ষেত্রে সামন্ত রাজা এই পুজো চালিয়ে আসছেন। সারা বছরই পূণ্যার্থীরা এই মন্দিরে ভিড় করেন। তবে দুর্গাপুজোর সময় বহু পর্যটক ঘুরতে আসেন এখানে।অন্যান্য পূজোর নিয়মাবলী ক্ষেত্রে এখানে পুরোপুরি ভিন্ন, মহাষ্টমীতে হাঁসের ডিমের ভোগ দেওয়া হয়। তবে দুর্গাপুজোর চার দিন বিশেষ রীতি আচার মেনে পুজো চলে ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দিরে। এই চার দিন দেবীকে হাঁসের ডিম, মাছ পোড়া, শাক ভাজা ও পান্তা ভাতের ভোগ নিবেদন করা হয়। প্রতিবার খাবারের শেষে মায়ের জন্য একটি পান দিয়ে আসেন এখানকার পুরোহিতরা। কথিত আছে এখানে অষ্টমীর বিরাম ভোগ রাঁধেন দেবী নিজে। তিথি-নক্ষত্র মেনেই অষ্টমী পুজোর পর গভীর রাতে জঙ্গলের ভেতরে একটি কক্ষে নতুন মাটির হাঁড়িতে জল ও অন্য়ান্য সামগ্রী ভরে শালপাতা দিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে উনুনে চাপিয়ে দেন মন্দিরের মূল পুরোহিত।উনুনে তিনটি কাঠে আগুন জ্বেলে ঘরের দরজা তালাচাবি দিয়ে বন্ধ করে রাজ বাড়িতে দিয়ে আসা হয়।সেখানে বাইরের কারও প্রবেশাধিকার থাকে না। নবমী দিন সকালে ফের রাজবাড়ি থেকে চাবি এনে তা খোলা হয় শুরু হয় নবমীর পুজো। স্থানীয়দের বিশ্বাস দেবী স্বয়ং এসে এই ভোগ রান্না করেন। স্থানীয়দের মতে এই দেবী অত্যন্ত জাগ্রত, মায়ের কাছে কিছু প্রার্থনা করলে তা পূর্ণ হয়। চিলকিগড়ে গিয়ে পৌঁছলেই মনে হবে প্রকৃতি তার সব রূপ যেন ঢেলে দিয়েছে। নদী, ছায়াঘন জঙ্গল, গাছে গাছে রঙবেরঙের প্রজাপতি, কি নেই সেখানে। জঙ্গলের মধ্যে কনকদুর্গা মন্দির, ডুলুং নদী এবং জঙ্গলের টানে পর্যটকের ভিড় এখানে লেগেই থাকে বছরভর। কিন্তু, রাতে থাকার ঠিকঠাক ব্যবস্থা না থাকায় মুখ ফেরাচ্ছিলেন পর্যটকরা। এবার সেই কালিমা ঘুচিয়ে নবরূপে তৈরি চিলকিগড়। জঙ্গল লাগোয়া এলাকায় অতিথিশালা রয়েছে। প্রশাসনের উদ্যোগে মন্দির চত্বরে সৌন্দর্যায়নের কাজ হয়েছে।
0
comment0
Report
SCSaurav Chaudhuri
Sept 24, 2025 07:06:30
Jhargram, West Bengal:।।লালগড় রাজবাড়ী র পুজো।। নেই চার ছেলে-মেয়ে, দুই সখীকে নিয়ে দুর্গারূপে পূজিতা হন মা সর্বমঙ্গলা ঝাড়গ্রামের লালগড়ে প্রায় ৩০০ বছর ধরে পুজো হয়ে আসছে মা দুর্গার । এখানে মা সর্বমঙ্গলা দুর্গা রূপে পূজিতা হন । কথিত আছে তৎকালীন রানি রান্নার চাল ধোয়ার জন্য পুকুরে গিয়েছিলেন । সেই সময় জলের থেকে ভেসে কুলোয় উঠে এসছিল মা সর্বমঙ্গলা । রানি সেই মূর্তিকে নিয়ে এসে ঠাকুর ঘরে রেখেছিলেন । তারপরেই রাজার কাছে আসে তাঁকে প্রতিষ্ঠা করার স্বপ্নাদেশ । শুধু তাই নয়, বেশ কিছু শর্তও ছিল মায়ের । যেমন, মা দুই সখীকে নিয়ে এখানে এসেছিলেন । সঙ্গে ছিল না কার্তিক, গণেশ, লক্ষ্মী , সরস্বতী । মায়ের আদেশ ছিল মন্দিরে তাঁর নিত্যপুজো হলেও, দুর্গাপুজোর দিন বিশেষ পুজো হবে । আর সেই দিনগুলি অন্যত্র নিয়ে গিয়ে পুজো দিতে হবে দেবীকে । সেইমতোই সমস্ত প্রথা মেনে মায়ের মন্দিরে নিত্যপুজো হয়। তবে, সপ্তমী, অষ্টমী, নবমী দুর্গা মন্দিরে নিয়ে আসা হয় মা-কে । ওই চারদিন দুর্গা মন্দিরেই পূজিতা হন মা । তারপর দশমীর দিন সর্বমঙ্গলা মা ফিরে যান তাঁর মন্দিরে । তারপর ঘট বিসর্জন করা হয় পুকুরে । লালগড়ের এই ঐতিহ্যবাহী পুজোয় মায়ের সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী থাকে না । কথিত আছে, দুই সখী জয়া ও বিজয়াকে নিয়েই বিরাজমান সর্বমঙ্গলা মা । দুর্গাপুজোর কয়েকদিন মা-কে অন্নভোগ দেওয়া হয় । এছাড়া, বলি প্রথাও রয়েছে । তবে, এখানে কুমড়ো, শসা ও ঝিঙ্গের বলি হয় । দুর্গাপুজোর সময় দূর-দূরান্ত থেকে লোকজন এখানে আসে, মায়ের আশীর্বাদ নেন। বাইট-দর্পনারায়ন সাহস রায় (রাজবাড়ীর সদস্য) বাইট- মনিমা সাহস রায় ( রাজবাড়ী সদস্যা)
0
comment0
Report
ABArup Basak
Sept 24, 2025 06:04:55
Mal Bazar, West Bengal:*বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগদানের হিড়িক বিধাননগরে, দাবি তৃণমূলের। বিজেপির পাল্টা আক্রমণ...* আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনকে চাঙ্গা করতে তৎপর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাতে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মুন্সিধূরা এলাকায় একটি যোগদান সভার আয়োজন করে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের দাবি, ওই সভায় এলাকার সিপিএম ও বিজেপি থেকে মোট ১১টি পরিবার, প্রায় ৫০ জন ভোটার তৃণমূলে যোগদান করেছেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক ও জেলা নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের মেটেলি ব্লক সভানেত্রী স্নোমিতা কালান্দি জানান, "রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নমুখী কর্মসূচিতে আস্থা রেখেই বিরোধী দল ছেড়ে সাধারণ মানুষ তৃণমূলে আসছেন। আগামি নির্বাচনে এইসব এলাকা থেকে আমরা বড় ব্যবধানে জয়লাভ করব। বিজেপির নোংরা রাজনিতিতে মানুষজন বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তবে তৃণমূলের এই দাবিকে নস্যাৎ করে বিজেপির জেলা সদস্য মজনু হক বলেন, তিনি বলেন সবই মিথ্যা প্রচার। তৃণমূল নিজেদেরই লোকদের আবার দলে ফেরাচ্ছে, নতুন কিছু নেই। এখন তৃণমূলের সঙ্গে সাধারণ মানুষের আর কোনও সম্পর্ক নেই, শুধু নেতা-মন্ত্রীদের ঘিরেই দল চলছে। স্থানীয় রাজনীতিতে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। আগামী দিনে এই যোগদানের প্রভাব কতটা বাস্তবে ভোটবাক্সে পড়ে, তা সময়ই বলবে। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রেজাউল বাকী, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, বিধাননগর গ্রাম পঞ্চায়েত প্রধান তাজমিরা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। বাইট ১) যোগদানকারি যুবক। ২) স্নোমিতা কালান্দি, তৃণমূল ব্লক সভানেত্রী। ৩) বিজেপির জেলা সদস্য মজনু হক। 2409ZG_MAL_TMC_JOIN_R
0
comment0
Report
PDPradyut Das
Sept 24, 2025 06:04:47
Jalpaiguri, West Bengal:2C 2409ZG_JAL_TIGER_R বনদপ্তরের তরফে খাঁচা পাতা হল। অজানা জন্তুর আতঙ্কে জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শোভাবাড়ি গ্রাম। আতঙ্কে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক থেকে শুরু করে পূজো উদ্যোক্তারা। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শোভাবাড়ি এলাকায় অজানা জন্তুর আতঙ্কে চাঞ্চল্য। রাতের অন্ধকারে সাইকেল আরোহীর উপর অতর্কিত হামলা চালায় একটি বন্যপ্রাণী। অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি—সাহসিকতার সঙ্গে সাইকেল ছুড়ে মেরে জন্তুটিকে প্রতিহত করেন। এর আগে গত দু’দিনে একই এলাকায় চারজন সাধারণ মানুষকে আক্রমণ করেছে অজানা প্রাণী। কারও ধারণা চিতাবাঘ, আবার কেউ বলছে শেয়ালও হতে পারে। সব মিলিয়ে গ্রামজুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, বন দপ্তর দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিক। ঘটনাস্থল পুলিশ এবং বনদপ্তরের টহলদারি অব্যাহত। রিপোর্ট :- প্রদ্যুত দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
Navaratri 2025
Advertisement
Back to top