Back
मेदिनापुर में तृणमूल गुटबाज़ी: विधायक ने प्रशासन पर कड़े आरोप लगाए
CDChampak Dutta
Sept 24, 2025 08:08:19
Kaji Chak, West Bengal
*তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট। প্রকাশ্যে তৃণমূল পরিচালিত মেদিনীপুর পৌর প্রশাসনের বিরুদ্ধে সরব খোদ মেদিনীপুরের তৃণমূল বিধায়ক। সৌন্দর্যায়নের জন্য তৈরি করা ফুটপাত থেকে শুরু করে টোটো চলাচল নিয়ে দলীয় পরিচালিত পৌরসভার বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য বিধায়কের। মেদিনীপুরের ট্রাফিক ব্যবস্থা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। প্রশাসনের সিদ্ধান্তহীনতার জন্য এই ঘটনা ঘটছে বলে তার দাবি। সর্বস্তরের মানুষকে এক হয়ে সমস্যার সমাধান করার আবেদন করেছেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। আবার দলেরই আইএনটিটিইউসির শহর সভাপতি বিধায়কের বক্তব্য নিয়ে করে দিয়েছেন ফেসবুক পোস্ট।এই ঘটনায় মেদিনীপুরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।*
গত সোমবার মেদিনীপুর বিদ্যাসাগর হলে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেদিনীপুর শহরের বর্তমান পরিস্থিতি নিয়ে দলেরই পৌর বোর্ডের বিরুদ্ধে আঙ্গুল তুললেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। তার বক্তব্য, শহরের ফুটপাত, টোটো এবং শহরের ট্রাফিক সিস্টেম আমাদের কাছে এখন যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রশাসনের কোথাও সিদ্ধান্তহীনতার জন্য মেদিনীপুর শহর হাঁসফাঁস করছে টোটো র যন্ত্রণাতে। সাইকেল মোটরসাইকেল নিয়ে যাওয়া তো দূরের কথা ঠিকভাবে হাটাও যাচ্ছেনা রাস্তায়। এদিকে মেদিনীপুর শহরের সৌন্দর্যায়ন এর জন্য দু দফায় প্রায় ১০ কোটি টাকা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুটপাত হয়েছে কিন্তু সামান্য বৃষ্টি হলেই জল থই থই করছে শহর। ফলে ফুটপাত এখন যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে। মেদিনীপুরের ট্রাফিক সিস্টেম সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে। কলকাতা যেতে হলে মেদিনীপুরের মহাতাবপুর থেকে নতুন বাজার পর্যন্ত যেতেই কুড়ি মিনিট সময় লেগে যায়। অন্যদিকে মেদিনীপুর কলেজ মাঠের পাশে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের প্রতিচ্ছবি তুলে ধরা হলো কিন্তু সেগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য যে চিন্তা ভাবনা দরকার যে পলিসি নেওয়া দরকার সেটা করা গেল না। এর থেকে বেরোতে গেলে আমাদের পলিসি তৈরি করতে হবে তার জন্য সমাজের সব স্তরের মানুষকে সহযোগিতা করতে হবে।
আর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তাদের বক্তব্য মেদিনীপুর পৌরসভা বেআইনি ভাবে চলছে। এখানে টোটো থেকে পার্কিং একটা জ্বলন্ত সমস্যা। বিজেপি প্রথম দিন থেকে বলে আসছে। বিধায়ক আজ বলছেন, এটা সম্পূর্ণ আই ওয়াশ। ২৬ শের ভোটের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হচ্ছে। সাধারণ মানুষ ভুল করেছে এই দলের হাতে পৌর বোর্ড তুলে দিতে। সাধারণ মানুষ এগিয়ে এসে এই সরকারকে নিশ্চিত ভাবে ছুঁড়ে ফেলবে।
এই নিয়ে সরব হয়েছে দলেরই inttuc র শহর সভাপতি তথা টোটো ইউনিয়নের দায়িত্বে থাকা বুদ্ধ মহাপাত্র। তিনি আবার ফেসবুকে পোস্ট পর্যন্ত করে দিয়েছেন।তার বক্তব্য আজকে তাদেরকে ব্যবহার করব আর একবছর পর তাদের ভালো লাগবে না তাদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করব এমন নেতা আমি নয় আর এধরনের নেতার সঙ্গেও আমার সম্পর্ক থাকবে না। ২০১৭ সালে মেদিনীপুর শহরে এই টোটো ইউনিয়ন বর্তমান বিধায়কের হাত ধরেই হয়েছিল সেটাও তিনি মনে করিয়ে দেন।সেইসঙ্গে তার পরামর্শ বর্তমানে টোটো নিয়ে যা সমস্যা দেখা দিয়েছে তাতে কোন নেতার নাক না গলালেই ভালো।
গোটা বিষয় নিয়ে অবশ্য মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান কোন মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন তিনি কোন বিতর্কে যেতে রাজি নন।
উল্লেখ্য মেদিনীপুর শহরে দীর্ঘদিন ধরেই তৃণমূলের আড়াড়ি বিভাজন রয়েছে দলের সাংসদ এবং বিধায়কের মধ্যে। একদিকে রয়েছে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া অন্যদিকে রয়েছে মেদিনীপুরের বিধায়ক তথা তৃণমূলের মেদিনীপুর সংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান আবার জুন মালিয়ার অনুগামী বলেই পরিচিত।
ছবি বাইট 2c তে
Slug- 2409ZG_WMID_MLA_SPEECH_R
বাইট
১) সুজয় হাজরা। স্টেজ বাইট (মেদিনীপুরের বিধায়ক তথা তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি)
২) বুদ্ধ মহাপাত্র (inttuc মেদিনীপুর শহর সভাপতি তথা টোটো ইউনিয়নের নেতা)
৩) শংকর গুচ্ছাইত (জেলা বিজেপির সহ-সভাপতি)
৪) সৌমেন খান (মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান)
0
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
RDRaktima das
FollowSept 24, 2025 11:05:590
Report
ANArnabangshu Neogi
FollowSept 24, 2025 11:05:510
Report
ANArnabangshu Neogi
FollowSept 24, 2025 11:05:440
Report
CDChittaranjan Das
FollowSept 24, 2025 11:05:260
Report
CDChittaranjan Das
FollowSept 24, 2025 11:05:080
Report
MMManoj Mondal
FollowSept 24, 2025 11:04:530
Report
ABArup Basak
FollowSept 24, 2025 11:04:410
Report
BSBidhan Sarkar
FollowSept 24, 2025 11:04:030
Report
BSBidhan Sarkar
FollowSept 24, 2025 11:03:480
Report
STSrikanta Thakur
FollowSept 24, 2025 11:03:060
Report
DSDIBYENDU SARKAR
FollowSept 24, 2025 11:02:530
Report
BSBidhan Sarkar
FollowSept 24, 2025 11:02:250
Report
TDTapan Deb
FollowSept 24, 2025 11:01:580
Report
PDPradyut Das
FollowSept 24, 2025 11:01:440
Report
EGE GOPI
FollowSept 24, 2025 11:01:300
Report