Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700122

11 मौतों के बाद संजीव गोयेंका गिरफ्तारी से क्यों बचते रहे? अर्जुन सिंह सवाल

BSBarun Sengupta
Sept 24, 2025 08:07:47
Barrackpore, Kolkata, West Bengal
*বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় কেন সঞ্জিব গোয়েংকা গ্রেফতার হলো না?? প্রশ্ন অর্জুন সিং এর, জিতেন্দ্র তেওয়ারি যদি বস্ত্র বিতরনে ৩ জন মারা গেলে গ্রেফতার হতে পারে,তবে CSCE বাদ কেন?* ১১ জন মৃত্যুর পর ও কেন CSCE কর্নধার সঞ্জিব গোয়েংকা বিরুদ্ধে থানায় অভিযোগ হলো না?? জিতেন্দ্র তেওয়ারির বস্ত্র বিতরনে পদ পিষ্ট হয়ে তিনজন মারা যাওয়ায় তার জেল হয়েছিলো।এদিকে CSCE র গাফিলতির জন্য ১১ জন মারা গেলো, ওদিকে কোন অভিযোগ হলো না!! সঞ্জিব গোয়েংকার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এর যৌথ ব্যবসা আছে।নোট বন্দির সময় মমতা বন্দ্যোপাধ্যায় এর ১৬০০ কোটি টাকা চেঞ্জ করিয়েছিলো। গতকালের বৃষ্টি তে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায়, অর্জুন সিং এক হাত নিলেন সঞ্জিব গোয়েংকা কে।তবে দীলিপ ঘোষের মন্তব্যে প্রশ্নের উত্তর দিতে নারাজ অর্জুন সিং। তিনি বলেন উনি যে তথ্য দিয়েছেন ১১ জনের মৃত্যুর ঘাটনায় তার উত্তর দল দেবে!! দিলিপ ঘোষের মতো আমি উত্তর দিতে পারবো না!! বাইটঃ- অর্জুন সিং ( প্রাক্তন সাংসদ ব্যারাকপুর) 240825 BKP ARJUN SINGH 2C TE
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
RDRaktima das
Sept 24, 2025 11:05:59
Kolkata, West Bengal:এক রাতের বৃষ্টিতে কয়েক লক্ষ টাকার ক্ষতির মুখে কলেজ স্ট্রিটের বই বিক্রেতারা। দোকানের মধ্যে ঢুকে গিয়েছে জমা জল। বান্ডিল বান্ডিল বই ফেলে দিতে হচ্ছে বিক্রেতাদের। অধিকাংশ বই যা সবে তোলা হয়েছিল পুজোর জন্যই, প্যাকেট খুলে ওঠা হয়নি, সে সমস্ত বান্ডিল ধরে ফেলে দিতে হচ্ছে। এক একটি দোকানের ক্ষতি হয়েছে কয়েক লক্ষ টাকা। যারা কিছু জিনিস বাঁচাতে পেরেছেন, তারা তা বিক্রি করে দিচ্ছেন হাফ দামে। দু টাকা থেকে ৫ টাকায় বিকোচ্ছে খাতা পেন। সব মিলিয়ে পূজার মুখে বিপুল লোকসানের মুখে কলেজ স্ট্রিটের বই বিক্রেতারা।এই অবস্থায় সরকারের সাহায্য প্রার্থনা করছেন তারা। বাইট: একাধিক বিক্রেতার বাইট: অ্যাসোসিয়েশন কর্তা ছবি+ WT
0
comment0
Report
ANArnabangshu Neogi
Sept 24, 2025 11:05:51
Kolkata, West Bengal:নৌসাদ সিদ্দিকী বাইট মুখ্যমন্ত্রী কাউকে দায় চাপালেই কী হবে? সাধারণ কে এমনি মামলা দিচ্ছে। এত দুর্ঘটনার পরেও কী আইনি ব্যবস্থা জানতে চাই। দায় ঠেলাঠেলি হচ্ছে। ২) মেয়র কে নিয়ে যাব। নিকাশী ব্যবস্থা কে নষ্ট করছে সেখানে বুলডোজার চালাবে কী? ওয়েট ল্যান্ড তো মরেই গেছে? প্রোমোটিং চলছে। কুমোরটুলিতে কী অবস্থা হবে? ৩) ডিভিসি যদি করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? অসহতার মতো কথা কেন? কিছু হলেই ৩৪ বছরের দোষ। উনি কী করলেন ১৪ বছর? ৪). ৩৪ বছরের গল্প শুনিয়ে এড়িয়ে যাচ্ছে। সরকারি বাস কোথায়? বাসের দেখা মেলেনি। প্রাণহানির শণকগা ছিল। বন্ধ হওয়া দরকার। সার্কাস চলছে সরকার নয়। ৫)পুলিশি আক্রমণের বিরোধিতা করছি।
0
comment0
Report
ANArnabangshu Neogi
Sept 24, 2025 11:05:44
Kolkata, West Bengal:গত শুনানিতে যে আশঙ্কা প্রকাশ করেছিল হাইকোর্ট, বুধবার সেই আশঙ্কাই সত্যি হলো বলে হতাশা প্রকাশ করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট ও নিম্ন আদালত গুলির যত প্রকল্পের টাকা বকেয়া আছে সেসব মিটিয়ে দিয়ে আজ হাইকোর্টকে জানানোর কথা ছিল রাজ্যের। উল্টে এদিন রাজ্যের কৌঁসুলি বললেন, ওইসব প্রকল্প নিয়ে আলোচনার দরকার। তাই হাইকোর্ট যদি সেই অনুমতি দেয়..... যা শুনে বিচারপতি বসাকের মন্তব্য, গোটা রাজ্যে প্রতিটি জেলা জজের কাছে পাঁচ লক্ষ টাকার মধ্যে এখন শূন্য টাকা আছে। আজ নিয়ে চার দিন এই একই কথা বলে যাচ্ছি। অথচ আজও সেই একই জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়টা। *এটা কি ইমেজ তুলে ধরছে? বিচার বিভাগ, মুখ্য সচিবকে ডেকে এত কথা বলার পরেও সেই একই জায়গায়! গোটা রাজ্যের মোট বাজেটের একটা সামান্য অংশ জুডিশিয়ারি র জন্য বরাদ্দ। সেটাও যদি না পাওয়া যায়.... জুডিসিয়ারের জন্য যা আছে তার কতটা দিয়েছেন?* *ভাববেন না আমরা দয়া চাইছি? এটা রাজ্যের দায়। এটা বিচার বিভাগে র প্রাপ্য*। - ডিভিশন বেঞ্চ রাজ্যের থেকে বিচার বিভাগে র বকেয়া টাকা আদায়ে মরিয়া হাইকোর্ট পুজোর ছুটির একমাসকে কাজে লাগানোর পথে হাঁটলো। রাজ্যের অনুরোধ মেনে নিয়ে বিচারপতি বসাকের নির্দেশ, পুজোর ছুটির মধ্যে ১৫ অক্টোবর অর্থ সচিব, জুডিশিয়াল সেক্রেটারি ও হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল হাইকোর্টে বৈঠকে বসবেন। সেদিন কাজ পুরো শেষ না হলে ফের ২২ অক্টোবর বৈঠক করে সব হিসেব নিকেষ বুঝে নিয়ে সব টাকা ছাড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য। *২৭ অক্টোবর রাজ্যের মুখ্য সচিবকে এই ব্যাপারে হাইকোর্টকে রিপোর্ট দিতে হবে। আদালতের স্পষ্ট সতর্কতা, মুখ্য সচিব মানে, মুখ্য সচিবকেই ওই রিপোর্ট দিতে হবে। এর যেন কোনো অন্যথা না হয়।*
0
comment0
Report
CDChittaranjan Das
Sept 24, 2025 11:05:26
Durgapur, West Bengal:Testing *সিভিক ভলান্টিযারের মারে আহত লরি চালক,পাল্টা আহত লরি চালক পুলিশের সামনেই সিভিক ভলেন্টিয়ার কে জুতোপেটা করলো,সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও। পুলিশের আরও সংযত হওয়া উচিৎ বক্তব্য তৃণমূলের। অন্যদিকে বিজেপি নেতার বক্তব্য, অত্যন্ত নিন্দনীয় ঘটনা।* এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে লরির চালকের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ ওঠে। টাকা না দেওয়ায় ওই লরির চালকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বুদবুদ থানার এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে উত্তেজনা ছড়ায় ১৯ নম্বর জাতীয় সড়কের বুদবুদ বাইপাসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুদবুদ থানার এক সিভিক ভলেন্টিয়ার বুদবুদ বাইপাসের ১৯ নম্বর জাতীয় সড়কে কলকাতা গামী রাস্তায় নো এন্ট্রি চলার সময় এক লরি চালকের কাছে টাকা চায়। টাকা না দেওয়ায় ওই লরি চালককে মেরে মাথা ফাটিয়ে দেয় সিভিক ভলেন্টিয়ার। এরপর এলাকায় প্রত্যক্ষদর্শীরা জমা হলে উত্তেজনা বাড়ে। তখন লরি চালককে উত্তপ্ত করতে থাকে সাধারণ মানুষরা সিডিককে মারার জন্য যেটা ভিডিও ভয়েসে শোনা যাচ্ছে। তারপরই আহত লরি চালক পায়ের জুতো খুলে ওই সিভিক ভলেন্টিয়ার কে মারতে থাকে পুলিশের সামনেই । অন্যান্য লরি চালকরাও গাড়ি দাঁড় করিয়ে ছুটে আসে।গোটা ঘটনা পুলিশের সামনে ঘটলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল। ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে কিছুক্ষণের জন্য । সেই সময় রাস্তায় পথ চলতি জনৈক বেশ কিছু মানুষ ঘটনার মুহূর্ত মোবাইল বন্দী করে। পরে তা সমাজের মাধ্যমে ছড়িয়ে দিতেই ভাইরাল হয় সেই ভিডিও। ভিডিও প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দা ঝড় উঠেছে বিভিন্ন মহলে। পূর্ব বর্ধমান জেলার বিজেপি নেতা রমন শর্মার বক্তব্য, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এ এক ভয়ানক অরাজকতা চলছে এ রাজ্যে। অন্যদিকে গলসি এক নম্বর ব্লক সভাপতি জনার্দন চ্যাটার্জীর বক্তব্য, হ্যাঁ এটা পুলিশকে আরও সংযত হওয়া উচিত, তবে দল সমালোচনা করছে তাদের বলব. গতকাল কলকাতা সহ পশ্চিমবঙ্গ বৃষ্টির জন্য কি অবস্থা ছিল জানা উচিত। পুলিশ স্বাভাবিকভাবেই গাড়ি নিয়ন্ত্রণ করছে কলকাতা যাওয়ার জন্য। ছবি 2C তে ফাইল নাম 2409ZG_DGP_CIVIC_BEAT_R
0
comment0
Report
CDChittaranjan Das
Sept 24, 2025 11:05:08
Durgapur, West Bengal:*সিভিক ভলান্টিযারের মারে আহত লরি চালক,পাল্টা আহত লরি চালক পুলিশের সামনেই সিভিক ভলেন্টিয়ার কে জুতোপেটা করলো,সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও। পুলিশের আরও সংযত হওয়া উচিৎ বক্তব্য তৃণমূলের। অন্যদিকে বিজেপি নেতার বক্তব্য, অত্যন্ত নিন্দনীয় ঘটনা।* এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে লরির চালকের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ ওঠে। টাকা না দেওয়ায় ওই লরির চালকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বুদবুদ থানার এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে উত্তেজনা ছড়ায় ১৯ নম্বর জাতীয় সড়কের বুদবুদ বাইপাসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুদবুদ থানার এক সিভিক ভলেন্টিয়ার বুদবুদ বাইপাসের ১৯ নম্বর জাতীয় সড়কে কলকাতা গামী রাস্তায় নো এন্ট্রি চলার সময় এক লরি চালকের কাছে টাকা চায়। টাকা না দেওয়ায় ওই লরি চালককে মেরে মাথা ফাটিয়ে দেয় সিভিক ভলেন্টিয়ার। এরপর এলাকায় প্রত্যক্ষদর্শীরা জমা হলে উত্তেজনা বাড়ে। তখন লরি চালককে উত্তপ্ত করতে থাকে সাধারণ মানুষরা সিডিককে মারার জন্য যেটা ভিডিও ভয়েসে শোনা যাচ্ছে। তারপরই আহত লরি চালক পায়ের জুতো খুলে ওই সিভিক ভলেন্টিয়ার কে মারতে থাকে পুলিশের সামনেই । অন্যান্য লরি চালকরাও গাড়ি দাঁড় করিয়ে ছুটে আসে।গোটা ঘটনা পুলিশের সামনে ঘটলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল। ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে কিছুক্ষণের জন্য । সেই সময় রাস্তায় পথ চলতি জনৈক বেশ কিছু মানুষ ঘটনার মুহূর্ত মোবাইল বন্দী করে। পরে তা সমাজের মাধ্যমে ছড়িয়ে দিতেই ভাইরাল হয় সেই ভিডিও। ভিডিও প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দা ঝড় উঠেছে বিভিন্ন মহলে। পূর্ব বর্ধমান জেলার বিজেপি নেতা রমন শর্মার বক্তব্য, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এ এক ভয়ানক অরাজকতা চলছে এ রাজ্যে। অন্যদিকে গলসি এক নম্বর ব্লক সভাপতি জনার্দন চ্যাটার্জীর বক্তব্য, হ্যাঁ এটা পুলিশকে আরও সংযত হওয়া উচিত, তবে দল সমালোচনা করছে তাদের বলব. গতকাল কলকাতা সহ পশ্চিমবঙ্গ বৃষ্টির জন্য কি অবস্থা ছিল জানা উচিত। পুলিশ স্বাভাবিকভাবেই গাড়ি নিয়ন্ত্রণ করছে কলকাতা যাওয়ার জন্য। ছবি 2C তে ফাইল নাম 2409ZG_DGP_CIVIC_BEAT_R
0
comment0
Report
MMManoj Mondal
Sept 24, 2025 11:04:53
Kolkata, West Bengal:গতকাল বারাসাত জেলা আদালতে পুলিশ ও আইনজীবীদের মধ্যে হাতাহাতিতে আক্রান্ত হয়েছে বারাসাত থানার এক পুলিশকর্মী এসআই সুপ্রিয় ভদ্র। সেই খবর করতে গিয়ে আক্রান্ত হতে হইছে সংবাদ মাধ্যমকেও।ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে একটি স্বতঃস্ফূর্ত মামলা রুজু করা হয়।আজ বারাসাত অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস বারাসাত জেলা আদালতে পৌঁছে ঘটনার তদন্ত করেন।পাশাপাশি বারাসাত জেলা আদালতের বার এসোসিয়েশন সদস্যদের সঙ্গে কথা বলেন।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, গতকালকের ঘটনা এখনো পর্যন্ত আমরা খুঁজে বেড়াচ্ছি অভিযুক্তদের। গতকাল রাতেও রেড হয়েছে কিন্তু তারা কেউই বাড়িতে ছিলেন না। বাইট :- অতীশ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার, বারাসাত জেলা পুলিশ
0
comment0
Report
ABArup Basak
Sept 24, 2025 11:04:41
Mal Bazar, West Bengal:*ডুয়ার্সে ফের দাঁতাল হাতির আনাগোনা। ডুয়ার্সের রাস্তায়...* ডুয়ার্সে হাতির চলাচল নতুন কিছু নয়। গরুমারা, চাপরামারি, জলদাপাড়া ও বক্সার মতো বনাঞ্চল ঘিরে হাতিদের নিয়মিত আনাগোনা লক্ষ্য করা যায়। গতরাতে মালবাজার মহকুমার লাটাগুড়ি ফ্লাইওভারের কাছে ফের দেখা গেল এক পুরুষ দাঁতাল হাতিকে। হাতিটি কিছুক্ষণ ফ্লাইওভার সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করে, পরে জাতীয় সড়ক পার হয়ে জঙ্গলের দিকে চলে যায়। স্থানীয়দের কাছে এই দৃশ্য দৈনন্দিন জীবনেরই অংশ হলেও, এর পেছনে রয়েছে বড় এক পরিবেশগত বার্তা। ডুয়ার্স বহু বছর ধরেই হাতির প্রাকৃতিক করিডোর। তবে বসতি, রাস্তা ও চা-বাগান নির্মাণে এই করিডোর বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলে হাতিরা বাধ্য হয়ে চাষের জমি বা গ্রামে ঢুকে পড়ে—যেখান থেকে তৈরি হচ্ছে মানুষ-হাতি সংঘাত। এক বনকর্মীর মতে, “হাতির চলাচল স্বাভাবিক। কিন্তু করিডোর যদি সুরক্ষিত রাখা যায়, তবে সংঘাত অনেকটাই কমবে। 2409ZG_MAL_ELEPHANT_R
0
comment0
Report
BSBidhan Sarkar
Sept 24, 2025 11:04:03
Chinsurah, West Bengal:বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থার প্রতিবাদে চুঁচুড়ায় তৃনমূল যুব কংগ্রসের ডাকে বাইক মিছিল,কটাক্ষ বিজেপির। ভারতের বিজেপি শাসিত রাজ্য গুলোতে বাঙালী ও বাংলা ভাষীদের হেনস্থার প্রতিবাদে চুঁচুড়ায় বাইক মিছিল সংগঠিত করল তৃনমূল যুব কংগ্রেস। হুগলি চুঁচুড়া পুরসভার ত্রিশ নম্বর ওয়ার্ড রাজ রাজেশ্বরী তলা থেকে শুরু হয়ে তালডাঙা,তোলাফটক,ফুলপুকুর,গোরস্থান,পীরতলা,পেয়ারাবাগান,কারবালা,পাঙ্খাটুলি,চকবাজার, বালিরমোর,ব্যান্ডেল চার্চ,ত্রিকোন পার্ক,সাহাগঞ্জ,ষষ্ঠীতলা হয়ে ঝাঁপপুকুর এক নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।অসিতের মাথায় হেলমেট থাকলেও বাকি বাইক সওয়ারীদের মাথায় হেলমেট দেখা যায়নি।চুঁচুড়ায় বাইক মিছিল হলেও দেখা যায়নি,চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়,নব নিযুক্ত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার যুব সভা নেত্রী, প্রিয়াঙ্কা অধিকারীকে।প্রিয়াঙ্কা চুঁচুড়ারই বাসিন্দা। আর এই প্রসঙ্গেই বিজেপি জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ এর কটাক্ষ,বাংলা বা বাঙালির জন্য তৃণমূলের কোন চিন্তা নেই।এটাই যদি থাকতো তাহলে ২৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়ার পরেই তারা রাস্তায় নামতেন।আর বাইক মিছিল করছে শাসক দল তাদের মাথাতেই হেলমেট নেই।ওরাই আইন তৈরি করে ওরাই আইন ভাঙ্গে।আসলে তৃণমূল চুঁচুড়ায় গোষ্ঠীদ্বন্দ্বে বিভক্ত।তাই বিধায়ক অস্তিত্ব জানান দিতে বাইক মিছিল করছেন। বিধায়ক অসিত মজুমদারের দাবী,নির্বাচনের সময় হলে বাইক মিছিলের অনুমতি নিতে হয় অন্যথায় নয়।যেহেতু এটা শহর তৃনমূল যুব কংগ্রেসের কর্মসূচি তাই জেলা নেতৃত্ব উপস্থিতি থাকল কিনা সেটা বিষয় নয়।যুব তৃনমূলের ডাকে মিছিল সেখানে তৃনমূলের কি আছে। কেন মাথায় হেলমেট নেই এ প্রশ্নে নতুন যুব সভাপতি অর্পন মজুমদার বলেন,দলের সঙ্গে কথা বলব।
0
comment0
Report
BSBidhan Sarkar
Sept 24, 2025 11:03:48
Chinsurah, West Bengal:হুগলি কোদালিয়ায় জিটি রোডে টোটো দূর্ঘটনা মৃত্যু হল সাইকেল আরোহীর।টোটো চালককে গণধোলাই! হুগলি কোদালিয়ায় জিটি রোডে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে একটি টোটো।সাইকেল আরোহী রাস্তায় পরে গেলে তাকে ঘষটে প্রায় ত্রিশ মিটার নিয়ে চলে যায় টোটো চালক।স্থানীয়রা টোটো আটকায়।কয়েকজন মহিলা যাত্রী ছিলেন টোটোয়।তারা নেমে টোটো চালককে উত্তম মধ্যম দেন।আহত যুবককে ওই টোটো করেই চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানেই মৃত্যু হয় তার। জানা গেছে,মৃতের নাম কালোসোনা দেবনাথ(৩৮)।তার নিজের বাড়ি হালিশহরে।চুঁচুড়া কাপাসডাঙায় ভাড়া থাকতেন।হুগলি মোরের কাছে একটি কাঠের দোকানে কাজ করতেন।সেই কাজেই যাচ্ছিলেন। টোটো চালক বাপন বর্মনকে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
0
comment0
Report
STSrikanta Thakur
Sept 24, 2025 11:03:06
Dinajpur, Rangpur Division:ফোনে কথা বলতে বলতে টোটো চালানোর সময় অসাবধানতাবশত রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে সরাসরি ধাক্কা টোটোর আহত চালকসহ চারজন। বুনিয়াদপুর পৌরসভার 11 নং ওয়ার্ডের সরাইহাট এলাকায় হরিরামপুর থেকে বুনিয়াদপুরগামী একটি টোটো পালটি খেয়ে গুরুতর জখম তিন জন । টোটোতে চালক সহ মোট ৪ জন ছিলেন সকলেই আহত। অভিযোগ টোটো চালক,লেবা সরেন হরিরামপুর ব্লকের বিভিন্ন এলাকার যাত্রীদেরকে নিয়ে বুনিয়াদপুরে আসছিল। সেই সময় সরাইঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পিছনে সজরে ধাক্কা মারে। সেখানেই টোটোটি পাল্টিয়ে খেয়ে যায়। ঘটনাস্থলে ই তিনজন গুরুতর জখম হয়। এলাকার লোকজন আহতদের উদ্ধার করে নিয়ে যায় রশিদপুর হাসপাতালে। পরবর্তীতে সেখান থেকে রেফার করা হয় গঙ্গারামপুর হাসপাতালে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে হরিরামপুর থেকে আসার টোটো চালক তার ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল। সে সময় এই ঘটনা ঘটে। প্রশাসনের পক্ষ থেকে বহুবার টোটো চালকদের টোটো চালানোর সময় ফোনে কথাবার্তা যেন না বলে সেই বার্তা দেওয়া হয়। কিন্তু প্রশাসনের সেই কথাবার্তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে টোটো চালকরা এভাবে ঘুরে বেড়াচ্ছে যার কারণে দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রীরা। 2409ZG_SDIN_ROAD_ACCIDENT
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Sept 24, 2025 11:02:53
Arambag, West Bengal:আরামবাগঃ২৪ সেপ্টেম্বর --------------------------------------------- "আমার দিদির নামে খারাপ কথা শুনব না,তাতে আমায় চলে যেতে হলে যাব। উনি শুধু মুখ্যমন্ত্রীই নন একজন মহিলা,আমি গদ্দার নই"খানাকুলের বিজেপি বিধায়কের সাথে তুমুল বাক বিতন্ডা খানাকুল ১ বিডিওর। পালটা বিডিওকে তৃনমুলের দলদাস বলে ব্লক অফিস চত্বরে বিক্ষোভ খানাকুলের বিজেপি বিধায়কের। কার্যত সম্মূখ সমরে খানাকুলের বিধায়ক ও খানাকুল ১ বিডিও। জানা গেছে,এদিন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে বিজেপি কর্মীরা খানাকুল ১ বিডিওর সাথে এলাকার রাস্তাঘাট সহ বিভিন্ন বিষয়ে কেন কাজ হয়নি তা নিয়ে একটি বৈঠক করতে গিয়েছিলেন। অভিযোগ,বৈঠক চলাকালীন খানাকুল ১ বিডিও অরিন্দম মুখার্জি র সাথে তীব্র বাক বিতন্ডায় জড়ান খানাকুলের বিজেপি বিধায়ক। বিধায়কের দাবী,খানাকুল ১ বিডিও প্রশাসনের চেয়ারে বসে তৃণমূলের দলদাস হিসাবে কাজ করছেন। পালটা মুখ্যমন্ত্রীর নামে কেন কু কথা বলবেন খানাকুল বিডিও তা নিয়ে বিডিও ও খানাকুল বিধায়কের মধ্যে তীব্র বাক বিতন্ডার সৃষ্টি হয়। এরপরই বিডিও অফিস চত্বরে বিডিওর অপসারনের দাবীতে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। পাশাপাশি খানাকুল ১ বিডিওর নেতৃত্বে অস্থায়ী কর্মীদের দিয়ে ভোটার তালিকার কাজ করানো হচ্ছে বলে অভিযোগ তোলেন খানাকুল বিধায়ক। পালটা ব্লকের কর্মীদের মনোবল ভাঙছেন বিধায়ক বলে সুর চড়িয়েছেন খানাকুল ১ বিডিও অরিন্দম মুখার্জিও। স্লাগ - 2409ZG_ARM_MLA_VS_BDO_R ছবি ও বাইট আছে 2 Cতে।
0
comment0
Report
BSBidhan Sarkar
Sept 24, 2025 11:02:25
Chinsurah, West Bengal:assignment ------------------- গত বছর আরজি কর ঘটনার পর দূর্গা পুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছিল যে পুজো কমিটি।তাদের অধিকাংশ এবার সরকারি অনুদান নিতে ইচ্ছুক।তবে পোর্টালে নাম বাদ যাওয়ায় পুজো অনুদান পাচ্ছেন না তারা। গত বছর আগস্ট মাসে আর জি কর মেডিকেল কলেজে চিকিৎসক তরুনীকে ধর্ষন করে খুন করা হয়।সেই ঘটনার বিচার চেয়ে নজির বিহীন প্রতিবাদ সংগঠিত করে নাগরিক সমাজ।ঘটনার প্রতিবাদে দুর্গা পুজোর অনুদান (গত বছর ছিল ৮৫ হাজার টাকা) নেয়নি অনেক পুজো কমিটি।তাদের মধ্যে হুগলির উত্তরপাড়া,কোন্নগর,শ্রীরামপুর,বৈদ্যবাটি ও ভদ্রেশ্বরের বেশ কয়েকটি পুজো রয়েছে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো অনুদান বাড়িয়ে এক লক্ষ পঁচিশ হাজার টাকা করেন।গতবার যে কমিটি অনুদান নেয়নি তারা এবার অনুদান নেবে কিনা,তা নিয়ে জি ২৪ ঘন্টার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল পুজো কমিটি গুলোর সঙ্গে।কমিটির সদস্যরা জানান,অনুদান তারা নিতে ইচ্ছুক।তবে প্রশাসনের তরফে তাদের কিছু জানানো হয়নি। কোন্নগর মাস্টারপাড়া সার্বজনীন কমিটির সদস্যরা জানান,তারা অনুদান নিয়ে কিছু ভাবেননি।অনুদান না নেওয়ায় পুজোর পারমিশন পেতে সাময়িক সমস্যা হয়েছিল।পরে পুজোর অনুমতি পেয়েছেন। অনুদানের উপর ভরসা করে বসে থাকে কয়েকটা পুজো কমিটি।বাকিদের সেই অবস্থা নেই,বলেন কমিটির সদস্য কমল মুখোপাধ্যায়। গতবার যারা অনুদান নেয়নি তাদের এবার সে বিষয়ে কিছু বলা হয়নি।আমরা গতবার লিখে দিয়েছিলাম এ বছরের জন্য অনুদান নিচ্ছি না।এবছর নেব না সেটা বলিনি।কিন্তু প্রশাসনের তরফে আমাদের অনুদানের বিষয়ে কিছু হয়নি।তাই অনুদান নেব কি নেব না সেটা তারপর বলতে পারব।আগে তো অনুদান ছিল না তাও পুজো হয়েছে। অনুদান কেউই চায় না।সরকার দিচ্ছে তাই নিচ্ছে,বলেন কমিটির সদস্য স্বপন মুখোপাধ্যায়। কোন্নগর পুরসভার তৃনমূল কাউন্সিলর শুভাশিষ চৌধুরী জানান,সরকারি টাকা কোনো দলের টাকা নয়।গতবার একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল তার প্রতিবাদে অনেক কমিটি নেয়নি।তাতে সরকারের কোনো হাত ছিল না।গতবছর যারা অনুদান নেননি তারা এবার নেবেন।কি করে পাবেন সেটা প্রশাসন বলতে পারবে।একটা ঘটনা ঘটেছে তারজন্য সরকারি টাকা নিলাম না আবার পরে নিলাম এটা ঠিক নয়।অনুদানের টাকা কোনো দলের না এটা সরকারি টাকা।অনেকে সেটা গুলিয়ে ফেলেছিলেন। এসএফআই হুগলি জেলা সম্পাদক অর্নব দাস বলেন,অনুদান নিয়ে আমরা কিছু বলছি না।কিন্তু এই অনুদান আসছে কোথা থেকে।এর উৎস কি।যারা চাকরি হারাল যারা ডিএ পাচ্ছে না এদিকে সরকার বলছে অনুদান দিচ্ছি।উৎসবে মানুষ আনন্দ করবে ব্যবসা হবে সব ঠিক আছে।কিন্তু যে টাকা যাদের প্রয়োজন ছিল তারা পাচ্ছেন না। পুলিশ সূত্রে জানা গেছে,গত বছর যারা অনুদান প্রত্যাখ্যান করেছিলেন তাদের নাম অনুদান পোর্টাল থেকে বাদ গেছে।তাদের কেউ অনুদান নিতে চাইলে পুলিশের কাছে নতুন করে আবেদন করতে হবে।
0
comment0
Report
PDPradyut Das
Sept 24, 2025 11:01:44
Jalpaiguri, West Bengal:2C 2409ZG_JAL_GST_MP_VISIT_R ভোটের আগে GST অস্ত্র। জিএসটি ছাড়কে সামনে রেখে প্রচারে নেমে পড়লেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত রায়। জিএসটি ছাড়ের ফলে ক্রেতাদের কতটা সুরাহা হল, তা সরেজমিনে খতিয়ে দেখতে বাজারে ঘুরলেন সাংসদ। কথা বললেন ক্রেতাদের সঙ্গে। জলপাইগুড়ি শহরের ওষুধ, প্রসাধনী, জামাকাপড়, মুদি দোকানের পাশাপাশি তিনি গাড়ি ও বাইকের শোরুম ঘুরে দেখেন। জিএসটি ছাড়ের ফলে কোন জিনিসের কতটা দাম কমল, তা জানতে চান। এতে ক্রেতারা কতটা উপকৃত হলেন, জেনে নেন সেটাও। এদিকে জিএসটি ছাড়কে সামনে রেখে বিজেপি সাংসদ প্রচারে নামতেই পাল্টা তোপ দাগতে ছাড়ছে না তৃণমূল। জলপাইগুড়ির তৃণমূল নেতা বিকাশ মালাকারের দাবি, মোদি সরকার যখন সাধারণ মানুষের উপর লাগামছাড়া জিএসটির বোঝা চাপিয়ে দিয়েছিল, তখন সবার প্রথমে এবং সবচেয়ে জোরালোভাবে যিনি প্রতিবাদ করেছিলেন, তিনি হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, জিএসটি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই সরব হয়েছেন। ফলে কেন্দ্রীয় সরকার জিএসটিতে ছাড় দিতে বাধ্য হওয়ার পিছনে যদি কারও ভূমিকা থেকে থাকে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফলে এনিয়ে বিজেপি প্রচার করে ভোটের বাক্সে বাড়তি সুবিধা করতে পারবে না। আমরাও পাল্টা প্রচারে নামব। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
EGE GOPI
Sept 24, 2025 11:01:30
Kharagpur, West Bengal:Belda News: দুর্গাপূজোর আগেই ধামাকা! বেলদায় যাত্রীবাহী বাস থেকে প্রচুর নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল পুলিশ, আটক ২ নিজস্ব সংবাদদাতাঃ পুজোর আগেই ধামাকা। বেলদাতে অভিযান চালিয়ে পুলিশ কয়েক লক্ষ টাকার অবৈধ নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল। যাত্রীবাহী বাসে করে শব্দবাজি পাচার করা হচ্ছিল। সেই সময় এই বাজি উদ্ধার করা হয়। এই ঘটনায় বাসের চালক ও কনট্রাক্টরকে আটক করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে দীঘা থেকে মেদিনীপুর গামী একটি বেসরকারি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি আনা হচ্ছিল। সেই খবরের ভিত্তিতে বেলদা থানা সংলগ্ন এলাকায় নজরদারি চালায় পুলিশ। এরপরেই বেলদার গান্ধী মূর্তির কাছে বাসটি পৌঁছানো মাত্রই পুলিশ গাড়িটিকে আটকায়। তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে যায় পুলিশ আধিকারিকদের। বাসটির লাগেজ কম্পার্টমেন্ট ভিতরে বস্তা ভর্তি ছিল কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি। বাসে থাকা চালক ও কনট্রাক্টরকে নথি দেখানোর নির্দেশ দেওয়া হলেও তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এরপরই বাস ও অবৈধ বাজি বাজেয়াপ্ত করা হয় এবং বাসের চালক ও কন্টাক্টরকে আটক করা হয়।
0
comment0
Report
Navaratri 2025
Advertisement
Back to top