Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Purba Medinipur721430

नंदकुमार थाने ने एटीएम जाल आरोपी सलमान खान को गिरफ्तार किया

KMKIRAN MANNA
Sept 13, 2025 09:01:37
Dihierench, West Bengal
নন্দকুমার থানার বড় সাফল্য। এটিএম জালিয়াতিতে গ্রেফতার ১। ৭ সেপ্টেম্বর গোপন সূত্রে খবর পেয়ে নন্দকুমার থানার পুলিশ অভিযান চালায় নন্দকুমার হাইরোডে,সন্দেহ ভাজন একজন বারবার এটিএমে ঢুকছিলো এবং এটিএমে আঠা লাগানোর চেষ্টা করছিল পুলিশ হাতে নাতে ধরে ফেলে ওই ব্যক্তিকে। পুলিশ জিজ্ঞেস করে জানতে পেরেছে উত্তর প্রদেশের প্রতাপপুর এলাকার বাসিন্দা নাম সালমান খান। বোম্বে থেকে ট্রেনিং নিয়েছে এটিএম জালিয়াতির।পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার ভবানীপুরে এক আত্মীয় বাড়িতে থাকতো। শনিবার নন্দকুমার থানায় সাংবাদিক বৈঠক করে জানান তমলুকের অতিরিক্ত পুলিশ সুপার আফজল আবরার।
6
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChittaranjan Das
Sept 13, 2025 11:50:29
Durgapur, West Bengal:*রাজ্য সরকারের অধীনস্থ অন্যত্র বদলি করে দেওয়া শ্রমিকদের বিক্ষোভ কারখানার প্রশাসনিক ভবনের গেটের সামনে।* রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ডিপিএল বা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের কোকওভেন ইউনিট ২০১৬ তে বন্ধ হওয়ার পর সংস্থার কর্মীদের খাদ্য দফতর, বিডিও অফিস বিভিন্ন জায়গায় বদলী করে দেওয়া হয়েছিল। অভিযোগ, এই বদলী হওয়া কর্মীদের ১৮ জনকে ফের বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর সহ বিভিন্ন জেলাতে পাঠানো হচ্ছে। পুজোর আগে এমন হটকারী সিদ্ধান্তের প্রত্যাহারের দাবিতে এবার দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএলের প্রশাসনিক ভবনের সামনে শুয়ে পড়ে বিক্ষোভ বদলী হওয়া কর্মীদের। দাবী, অবিলম্বে ডিপিএল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সরকারী দফতরের আধিকারিকদের এই সিদ্ধান্ত পুনরবিবেচনা করার জন্য আর্জি জানাক, নচেৎ এই গেট আটকে আন্দোলন জারি থাকবে। আন্দোলনের জেরে সংস্থার কর্মী ও আধিকারিকদের কার্যত আটকে পড়ে। প্রশাসনিক ভবনের সামনে বসে পড়ে বিক্ষোভ আন্দোলনকারীদের। অভিযোগ ধাপে ধাপে বদলী হওয়া শ্রমিকদের ভাতা কমিয়ে দেওয়া হয়েছে, ব্রাত্য রয়েছে থাকার জায়গা থেকে শুরু করে আরো অনেক সমস্যা এগুলোর সমাধান না করে কেন আচমকা বদলী করে দেওয়া হচ্ছে নিজের জেলা থেকে ভিন জেলার প্রত্যন্ত অঞ্চলে, প্রশ্ন আন্দোলনকারীদের। প্রয়োজনে পরিবার নিয়ে বসে পড়ার হুশিয়ারীও দিয়েছে আন্দোলনকারীরা। ডিপিএলের জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানান, তারা বিষয়টি দেখছেন। এই ইস্যুতে রাজনৈতিক তরজা শুরু হয়েছে শাসক বিরোধীর। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুইয়ের অভিযোগ, তৃণমূল জামানায় শ্রমিক স্বার্থ সুরক্ষিত নয়, কারখানা বন্ধ হচ্ছে, বিজেপিকে পাল্টা তোপ শাসক দলের। তবে দাবী না মানা হলে ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারী দিয়ে রেখেছে রাজ্য সরকারের অধীনস্থ ডিপিএলের বদলী হওয়া এই শ্রমিকরা। ছবি 2C তে ফাইল নাম 1309ZG_DGP_DPL_LBR_PBLM_R
0
comment0
Report
MMManoj Mondal
Sept 13, 2025 11:50:17
Kolkata, West Bengal:এবার বনগাঁ পুলিশ জেলার পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ বৃদ্ধিতে অভিনব উদ্যোগ নিল বনগাঁ মহকুমার পুলিশ প্রশাসন। চালু হল বিশেষ পুলিশ বন্ধু অ্যাপ। থানায় এসে এই অ্যাপের মাধ্যমে আম জনতা সরাসরি অভিযোগ জানাতে পারবেন পুলিশের কাছে। সাধারণ মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে ও আইনশৃঙ্খলা রক্ষায় আরো দ্রুত পদক্ষেপ গ্রহণ করতেই বনগাঁ জেলা পুলিশ এলাকায় চালু হল এই পুলিশ বন্ধু কিয়স্ক। আগামী দিনে বনগাঁ মহকুমার বাসিন্দারা কোন অভিযোগ জানাতে গেলে তদন্তকারী অফিসারের কাছে না গিয়ে , থানায় থাকা এই কিয়স্ক এ পুলিশ বন্ধু অ্যাপ ব্যবহার করেই তদন্ত কতদূর এগোলো বিশদ বিবরণ পেয়ে যাবেন অ্যাপ এর মধ্যেই। প্রয়োজনে তদন্তকারী আধিকারিক এর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমেও কথা বলার ব্যবস্থাও রয়েছে এই বিশেষ পুলিশ বন্ধু অ্যাপ এ । এমনি জানান বনগাঁ জেলা পুলিশের পুলিশ সুপার দীনেশ কুমার। ফলে এবার আরো দ্রুত ও সহজভাবে পুলিশি পরিষেবা পাওয়া যাবে বলেও মনে করছেন অনেকে। এদিন বনগাঁ থানায় এই পুলিশ বন্ধু কিয়স্ক এর উদ্বোধন হয়। পুলিশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে। সেই ভীতি কাটাতেই মানুষের সঙ্গে নিবিড় সুসম্পর্ক গড়ে তোলার উপর জোর দিতেই এমন উদ্যোগ বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।
0
comment0
Report
PDPradyut Das
Sept 13, 2025 11:49:49
Jalpaiguri, West Bengal:2C 1309ZG_JAL_NEPAL_TRUEST_R1 Nepal story R & R1 বলে ২সি তে বাইট, ভিডিও এবং স্টিল ছবি গেছে। নেপাল থেকে ফিরে এলেন জলপাইগুড়ির গবেষক ময়ূখ! চোখের সামনে গুলি-বোমার বিভীষিকা! চোখের সামনে গুলি চলতে দেখার অভিজ্ঞতা কোনও সাধারণ মানুষের জীবনে সহজে আসে না। সেই হাড়হিম করা অভিজ্ঞতা নিয়েই নেপাল থেকে বাড়ি ফিরলেন জলপাইগুড়ির গোমস্তাপাড়ার বাসিন্দা ও গবেষক ময়ূখ ভট্টাচার্য। দীর্ঘ কয়েক দিন নেপালে আটকে থাকার পর অবশেষে জলপাইগুড়িতে ফিরলেন গবেষক ময়ূখ ভট্টাচার্য। স্বস্তির নিঃশ্বাস ফেললেন পরিবারের লোকজন। বাড়িতে খুশির হাওয়া। ক্যামেরার সামনে নেপালের হাড় হিম করার অভিজ্ঞতা শোনালেন ময়ূখ। জলবায়ু সংক্রান্ত আন্তর্জাতিক সেমিনারে গিয়ে নেপালে আটকে থাকা জলপাইগুড়ির গবেষক ময়ূখ ভট্টাচার্য বাড়ি ফিরলেন।প্লেনের টিকিটের চড়া দাম থাকায় বিহার সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে গোমস্তা পাড়ার বাড়িতে ফিরলেন ময়ূখ। গত ৮ তারিখ থেকেই নেপালের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে যাওয়ায় সেনাবাহিনীর নিরাপত্তার মধ্যে কার্যত হোটেল বন্দী হয়ে পড়েছিলেন ময়ূখরা। হোটেলে বসেই একের পর গুলির শব্দে কান ঝালাপালা হয়েছিল।খাদ্য সংকট তৈরি হয়। শেষ পর্যন্ত বাড়ি ফিরতে পেরে স্বস্তির নি:স্বাশ ফেলেন ময়ূখের পরিবার। আন্তর্জাতিক জলবায়ু সংক্রান্ত এক সেমিনারে যোগ দিতে গিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের পরিহাস, সেমিনারের মাঝপথেই নেপালের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। গত ৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অস্থিরতায় হঠাৎ করেই চারদিক জুড়ে গুলির শব্দ, রাস্তায় সেনা টহল, আতঙ্কে থমথমে পরিবেশ। কার্যত হোটেলের ভেতরে বন্দি হয়ে পড়েছিলেন ময়ূখ ও তাঁর সহযাত্রী গবেষকরা। মোবাইলের ভিডিও কলেই পরিবারকে আশ্বস্ত করার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু বাস্তব ছিল ভয়ংকর। ময়ূখের কথায়, “হোটেলের কাচের জানালার ওপারেই একের পর এক গুলি চলছিল। কানে ঝাঁঝালো শব্দ, বুক কেঁপে উঠছিল। খাবার জোগাড় করতেও সমস্যা হচ্ছিল। মনে হচ্ছিল, আর হয়তো ফেরা হবে না।” শেষ পর্যন্ত সেনাবাহিনীর নিরাপত্তার মধ্যেই তাঁরা সীমান্ত পর্যন্ত পৌঁছন। প্লেনের টিকিটের আকাশছোঁয়া দামে সম্ভব না হওয়ায় সড়কপথে বিহার সীমান্ত হয়ে অবশেষে পশ্চিমবঙ্গে ফিরে আসেন ময়ূখ। বহু আতঙ্কের মুহূর্তের পর গতকাল নিজের বাড়ি গোমস্তাপাড়ায় ফিরতেই হাঁফ ছেড়ে বাঁচলেন পরিবারের সদস্যরা। ময়ূখের বাবা জানান, প্রতিটি রাত তাঁদের কাছে দুঃস্বপ্নের মতো কেটেছে। “ছেলেকে সুস্থভাবে ফিরে পেয়ে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি,” চোখে জল নিয়ে বললেন তিনি। নেপালের বিভীষিকাময় পরিস্থিতি থেকে অক্ষত অবস্থায় ফিরে এসে আজ যেন নতুন জীবনের স্বাদ পেলেন গবেষক ময়ূখ। কিন্তু সেই গুলির শব্দ, আতঙ্কে ভরা রাতগুলো আজীবন তাঁর মনে গেঁথে থাকবে। অপরদিকে জানা যায়, তৃণমূল কংগ্রেসের যুব নেতৃত্বের প্রচেষ্টায় বাড়ি ফিরলেন নেপালে যাওয়া গবেষক ছাত্রদের প্রতিনিধি দল। গত ৫ই সেপ্টেম্বর 2025 নেপালের কাঠমান্ডুতে আয়োজিত জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে নেপালে গিয়েছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র ময়ূখ ভট্টাচার্য সহ আরও চার পাঁচ জন গবেষক ও ছাত্রদের প্রতিনিধি দল। পরবর্তীতে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে ও যোগাযোগের জটিলতায় তারা সেখানে আটকে পড়েন। ক্রমবর্ধমান অশান্তি ও লাগাতার রাজনৈতিক অস্থিরতায় উদ্বিগ্ন হয়ে নেপালে আটকে পড়ায় তাদের পরিবারও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছিলেন। ময়ূখের কথায়, "নেপালে আটকে পড়ে প্রাথমিকভাবে আমরা কি করব, কোথায় যোগাযোগ করব বুঝতে পারছিলাম না। একাধিক জায়গায় মেইল মারফত যোগাযোগ করেও কোনো সুবিধা করা যায়নি। এই সময়ে আমার স্কুল জুনিয়ার তথা গবেষক ছাত্রনেতা ভাই সুপ্রিয় চন্দকে গোটা বিষয়টা জানাই। পরবর্তীতে ওর মাধ্যমেই জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রামমোহন রায়ের সাথে কথা হয়। যেভাবে প্রশাসনিক সহযোগিতায় ও লাগাতার খোঁজখবর নিয়ে রাত জেগে যুব নেতৃত্বরা বাড়ি ফিরতে সাহায্য করেছেন, তাতে আমরা সত্যিই অন্তর থেকে খুশি। বাড়ি ফিরে ভালো লাগছে। মাননীয় রামমোহন রায়কে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। " এই প্রসঙ্গে সুপ্রিয় চন্দকে প্রশ্ন করা হলে তিনি জানান, আমরাও আশঙ্কার মধ্যে ছিলাম। ময়ূখ দা আমার জলপাইগুড়ির ছেলে, স্কুল সিনিয়র ও কৃতি গবেষক। আমি খবরটা পেয়েই আমাদের জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রামমোহন দা কে জানাই আলোচনা করি। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই রামমোহন দা সবসময় মানুষের পাশে যেভাবে থাকেন, সেভাবেই এক্ষেত্রেও পুরো ব্যাপারটা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। রামমোহন রায় বলেন, ওরা সাবধানে ভালো ভাবে বাড়ি ফিরে এসেছেন, এটাই সবচেয়ে বড় পাওনা। রোকসান সীমান্ত পার হওয়া অবধি আমি ভোর চারটে অবধি ওদের সাথে ফোনে যোগাযোগে ছিলাম। খবর পাওয়ার থেকে আজকে অবধি, আমি নিজেও টেনশনে ছিলাম। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে ছিল, আছে, সবসময়। তৃণমূল কর্মী হিসেবে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে, মানুষের পাশে থাকাটা আমাদের কর্তব্য। রিপোর্ট:- প্রদ্যুত দাস ক্যামেরা :- ঋষি চক্রবর্তী ( জলপাইগুড়ি )
0
comment0
Report
STSrikanta Thakur
Sept 13, 2025 11:49:35
Dinajpur, Rangpur Division:বালুরঘাট শহরে বিশ্বাসপাড়া পেট্রোল পাম্পের উল্টোদিকে একটি আবাসনের নিচে আজ বিকেলে ভিক্ষাবৃত্তি করার পর দুইজন মহিলা বসে গল্প করছিলেন এবং সারাদিনে মাধুকরি করে যে উপার্জন দুজন মিলে করেছিলেন তারই ভাগ বাটোয়ারা চলছিল বলে খবর। ভাগ বাটওয়ারা নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধ হয়। তখনই একজনের ব্যাগে থাকা লোহার হাসুয়া দিয়ে অন্য জনকে আক্রমণ করে। তার মাথায়, হাতে ও ঘাড়ে একাধিক কোপ মেরে দেয়। যন্ত্রনায় চিৎকার করতে থাকেন বয়স্ক ওই মহিলা। দায়িত্বে থাকা আবাসনের নিরাপত্তা রক্ষীরা ছুটে এসে হাত থেকে অস্ত্র কেড়ে নেন কিন্তু ততক্ষণে রক্তাক্ত হয়ে গেছেন ওই মহিলা। এরপরই হইচই শুরু হতেই এলাকায় লোকজন জমে যায়। আক্রমণকারী মহিলাকে আটকে রাখা হয় আবাসনের সামনে। খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। বালুরঘাট থানার পুলিশ এসে আহতকে উদ্ধার করে পাঠায় বালুরঘাট হাসপাতালে। অন্য জনকে নিয়ে গেছে বালুরঘাট থানায়। এখনো পর্যন্ত ওই দুই মহিলার পরিচয় জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান বালুরঘাট শহরের আশপাশেই এদের বাড়ি। প্রতি শনিবার করে ভিক্ষাবৃত্তি করতে বাজারে আসেন এবং দিনের শেষে নিজেদের উপার্জন ভাগ বাটোয়ারা করে যে যার বাড়ি চলে যান। ভাগবাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে কোন গন্ডগোলের কারণেই এই আক্রমণ বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। বাইট ১/ বিকাশ দাস (বাসীন্দা) 1309ZG_SDIN_ATTACK
0
comment0
Report
PCPartha Chowdhury
Sept 13, 2025 11:49:16
Bardhaman, West Bengal:বাড়ির মেয়েকে বাঁচাতে চন্দ্রবোড়ার কামড় খায় ছ বছরের চিকু। দ্রুত নেতিয়ে পড়ছিল।বৃষ্টির মধ্যে বাইক চালিয়ে ত্রিশ কিলোমিটার দূরের বর্ধমানে নিয়ে আসেন মা আর বাবা। তারপর...? story: চিকু এখন ভাল আছে। কয়েকদিন আগেই জীবনমরণ সমস্যা হয়েছিল চিকুর। ভয়ংকর চন্দ্রবোড়ার কামড়ে ধীরে ধীরে নেতিয়ে পড়ছিল। ব্লিডিং শুরু হয়ে গিয়েছিল। এখন চিকু সুস্থ। পরিবারের লোকের তৎপরতা আর ডাক্তারবাবুর সময় সিদ্ধান্ত বাঁচিয়ে দিয়েছে চিকুর প্রাণ। চিকু একটি ছ বছরের স্পিটজ কুকুর।এই গোত্রের কুকুরই একসময় বেশি পোষা হত ভারতে। এরা খুব ঘরোয়া আর পারিবারিক হয়। খাওয়া দাওয়ার ঝামেলা কম। কম জায়গায় দিব্যি মানিয়ে নেয়। আবার পাহারাও দিতে পারে। একটু উনিশ বিশ দেখলেই চিৎকার করে পাড়া মাথায় তোলে।ভালবেসে অনেকে এই ব্রিডকে ' চিল্লানোসরাস ' বলেন।এরা খুব সজাগ প্রকৃতির। সেদিনও একটা বিপদ আঁচ করেছিল ছ বছরের মেয়ে কুকুর চিকু। বাড়ির মেয়েটি ফ্রিজ থেকে দুধ আনতে গিয়েছিল। ঘরের কোণে ওঁত পেতে ছিল রাসেল ভাইপার। চন্দ্রবোড়া! সেসময় মেয়েটিকে বাঁচাতেই সাপের কামড় খায় চিকু। পরিবারের কর্তা রামতনু দাস জানান, ' ও নিজের উপর নিয়ে নিয়েছে। এ বিপদ আমার মেয়েরই হতে পারত। যদিও চিকুও আমার মেয়ে। ' বাড়িটা গলসীতে। দেরি করেননি রামতুন আর ইতু। বাইকে চাপিয়ে প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে চিকুকে নিয়ে আসেন বর্ধমানের ঘোড়দৌড়চটিতে। ইতু দাস জানান, পাগুলো নীল হয়ে গিয়েছিল। রক্তবমি শুরু হয়ে গিয়েছিল। পিছন থেকেও রক্ত বেরোচ্ছিল। চনমনে চিকু ক্রমশ ঝিমিয়ে পড়ছিল। আশা কমে আসছিল। তারপরে বিশিষ্ট প্রানী চিকিৎসক পার্থ সরকারের কয়েকদিনের চিকিৎসা। এখন সুস্থ চিকু। ফিরে গেছে বাড়ির চেনা জগতে। ডা: সরকার এর আগেও তিনটি সর্পদষ্ট কুকুরের চিকিৎসা করেছেন। অ্যান্টিভেনাম পাওয়া সহজ নয়। আরো কঠিন চন্দ্রবোড়ার কামড়ের আফটার শক। ধীরে কিন্তু নিশ্চিত মৃত্যু চোখ রাঙাতে থাকে। কিন্তু কেন? ডা: সরকার জানাচ্ছেন, ভারতের গ্রামীণ ও আধা–শহর অঞ্চলে বর্ষাকাল এলেই সাপের উপদ্রব বেড়ে যায়। নদী–নালা খানা -খন্দ উপচে পড়ে, গর্তে বর্ষার জল ঢুকে যায় এবং সাপ আশ্রয় খুঁজতে মানুষের বসতবাড়ির আশেপাশে চলে আসে। এসময় শুধু গবাদি পশুই নয়, ঘরোয়া পোষা প্রাণী—বিশেষ করে কুকুর ও বিড়াল—সাপের দংশনে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। সাপের প্রকারভেদ: পশ্চিমবঙ্গের বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ইত্যাদি জেলায় বর্ষাকালে সাধারণত দুটি ধরনের সাপ বেশি দেখা যায়— 1. নির্বিষ (Non-venomous) : ঘর চিতি, দারাশ, জলধড়া, লাউডগা ইত্যাদি। 2. বিষাক্ত (Venomous) : নিউরোটক্সিক – গোখরো, কেউটে, কালাচ ইত্যাদি হেমোটক্সিক – চন্দ্রবোড়া বা বোড়া (রাসেল ভাইপার)। সবচেয়ে প্রাণঘাতী এই বিষ। মজার ব্যাপার, এ সাপের ফণা নেই। তিনি জানান, এদের মধ্যে চন্দ্রবোড়ার কামড় সবচেয়ে বেশি ঘটে এবং তা বেশিরভাগই প্রাণঘাতী হতে পারে। সবচেয়ে বিপদ হয় তখন যখন বুঝতে দেরি হয়ে যায়। তিনি জানান, 'সম্প্রতি আমাদের কাছে আনা হয়েছিল “চিকু ” নামের ৬ বছর বয়সী একটি স্পিচ কুকুর (Female)। তাকে চন্দ্রবোড়া সাপে কামড় দেয় পায়ের অংশে। মালিক প্রথমে দেখেন এবং বুঝতে পারেন এটি সাপের কামড়। কারন তিনি চন্দ্রবোড়া সাপটিকে দেখতে পান এবং ক্ষত স্থানে রক্ত ঝরা, ফোলা আর দুর্বলতা দেখেই চিকিৎসকের কাছে নিয়ে আসেন। কিন্তু কীভাবে প্রাণ ফিরে পেল চিকু? রক্ত পরীক্ষায় Whole Blood Clotting Test (WBCT20) পজিটিভ আসে, যা হেমোটক্সিক বিষক্রিয়াকেই নিশ্চিত করে।চিকুর মা, বাবার দু:শ্চিন্তা বাড়তে থাকে। ততক্ষণে ক্লিনিক্যাল লক্ষণ প্রকট হয়ে উঠতে থাকে। কামড়ের স্থানে ফোলা, ব্যথা ও কালচে হওয়া। দ্রুত দুর্বলতা ও নিস্তেজ হয়ে পড়া। রক্তবমি, রক্তসহ পায়খানা আর একটা লক্ষণ। এসব কামড়ের গুরুতর ক্ষেত্রে Acute Kidney Injury (AKI) হতে পারে। এরপর শুরু হয় চিকিৎসা পর্ব। অ্যান্টিস্নেক ভেনম (ASV) প্রয়োগ করা হয় নির্দিষ্ট ডোজে। এসব ক্ষেত্রে সাপোর্টিভ কেয়ার খুব গুরুত্বপূর্ণ। রোগীকে IV Fluid,PPI ড্রাগ,অ্যান্টিবায়োটিক দিতে হয়।প্রয়োজনে ব্যথানাশক ও স্টেরয়েড। রোগীকে ৩–৫ দিন পর্যবেক্ষণে রাখা হয় এবং কিডনি ফাংশন বারবার পরীক্ষা করা হয়। কয়েকমাস আগে একটি ল্যাবকে গোখরো কামড়েছিল। সময়মতো অ্যান্টিভেনাম প্রয়োগ তাকে বাঁচিয়েছিল। এক্ষেত্রেও “চিকু ” সময়মতো চিকিৎসা পাওয়ায় সুস্থ হয়ে ওঠে এবং বর্তমানে স্বাভাবিক জীবনে ফিরে গেছে। ডাক্তার পার্থ সরকার জানান, এই ধরণের কেস তারা কম পান। চিকুকে রিপোর্ট পজিটিভ আসার পর দশ ভাওয়েল অ্যান্টিভেনাম প্রয়োগ করতে হয়।এক্ষেত্রে অ্যান্টিভেনাম, ওষুধের ডোজ গুরুত্বপূর্ণ। এই ফলাফল অন্য প্রাণীর চিকিৎসায় সাহায্য করবে। কুকুর মানুষের সঙ্গে আছে কম করে দশ হাজার বছর৷ আর কোনোও প্রাণীর সঙ্গে মানুষের এই বন্ডিং নেই। প্রিয়জনকে বাঁচাতে নিজেকে এগিয়ে দিতে কুকুরই পারে। তাই বিশেষজ্ঞদের মত, দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি সতর্ক থাকতে হবে বর্ষাকালে। বাইট : ১) রামতনু দাস ( মালিক) ২) ইতি দাস ( গৃহকর্ত্রী) ৩) ডা: পার্থ সরকার ( চিকিৎসক)। ভিস্যুয়াল আছে। সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী। ঘোড়দৌড়চটি,বর্ধমান।। 1309ZG_BWN_VIPER
0
comment0
Report
MCMoumita Chakraborty
Sept 13, 2025 11:48:34
Kolkata, West Bengal:*লকেট চট্টোপাধ্যায় প্রেস কনফারেন্স সল্টলেক বিজেপি দফতর* প্রধানমন্ত্রীর জন্মদিনে সেবা পক্ষ কাল শুরু হচ্ছে ১৭ ই সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত। এবার তার সঙ্গে সংযোজন নমঃ ম্যারাথন । *মহালয়ার দিন ভোরে কলকাতায় ও শিলিগুড়িতে হবে নমো ম্যারাথন। যার লক্ষ্য নেশা মুক্ত ভারত তথা দেশ। গোটা দেশে পালিত হবে একই দিন ও সময়ে এই নমো ম্যারাথন। যুব মোর্চার নেতৃত্বে হবে এটা। শুধু রাজনৈতিক দল নয় পার্টি থেকে মানুষের মধ্যে পৌঁছানোই এই ম্যারাথনের একমাত্র উদ্যেশ্য।* বিভিন্ন দেশ মাদকাসক্ত হয়ে পড়ছে। ভারতকে নেশা মুক্ত করতে লক্ষ্য নিয়েছেন নরেন্দ্র মোদী। ৪.৬ কোটি টাকা দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কে দেওয়া হয়েছে নেশা মুক্ত করার কাজে। বাংলায় ২৭ লক্ষ যুবক নেশা গ্রস্থ আছে খাতায় কলমে হিসেব অনুযায়ী। আমরা চাই এগুলোকে শুন্য করতে । *আগামী ২১ তারিখ সকাল সাতটায় স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজার নেতাজি সুভাষচন্দ্র বসু এর মূর্তি পর্যন্ত নমো ম্যারাথন*। সকলকে রাজনৈতিক মত এর উর্দ্ধে উঠে যুব মোর্চার পরিচালিত এই ম্যারাথনে আসার আহ্বান জানাচ্ছি । ম্যারাথন এর রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়েছে। *যাদবপুর বিশ্ববিদ্যালয় এ নেশা দ্রব্য পাওয়া গিয়েছে মৃতার দেহে* কলকাতার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে নেশার জিনিস এগুলো জালের মত ছড়িয়ে পড়েছে ।আমরা সবসময় সারা বছর এগুলোর বিরুদ্ধে প্রচার চালাচ্ছি । *প্রশাসনের ভূমিকা* জোর যার মুল্লুক তার করে হয় না এটা বুঝতে হবে বোঝাতে হবে সকলকে। এখানে পরিবার শিক্ষক পুলিশ সরকারের দায়িত্ব আছে ।নিশ্চয় ব্যর্থতা রয়েছে সরকারের প্রশাসনের। দিনের পর দিন হয়ে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এ এগুলো। সামনে সেখানে একরকম পেছনে অন্য রকম আন্দোলন । কড়া ভাবে শাসন করতে হবে তাদের। আমাদের লক্ষ্য যাদবপুর বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেশা বা এগুলো বের করা। *SIR ইস্যু বার্থ সার্টিফিকেট বানানোর হিড়িক* বাংলার মানুষকে এস আই আর নিয়ে ভয় দেখানো হচ্ছে। অনুপ্রবেশকারীদের কথা বলা হয়েছে। এই সরকার ভয় দেখাচ্ছে সকলকে। সেটা নয় । যারা এখানকার নাগরিক তাদের কিচ্ছু হবে না। এই সরকার ভয় দেখিয়ে এস আই আর আটকাতে চায়। রোহিঙ্গাদের দিকে আঙুল উঠলে জাল ভোটার বাংলা থেকে বেরিয়ে গেলে তৃণমূল সরকার আসতে পারবে না ক্ষমতায় । তাই মানুষকে ভয় দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। *গুলশান কলোনির ঘটনা* পুলিশ নেতারা সব কিছু জানে। নাটক চলছে। বাংলায় দিনে দুপুরে ছুরি চালিয়ে খুনোখুনি চলছে। সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই বাংলায়। *গুলশান কলোনির ঘটনায় ফিরোজ এর হুমকি* বড় কারো হাত রয়েছে। পুলিশ মন্ত্রী আমলা সকলে তৃণমূলে ক্যাডার। ওপরের আশীর্বাদ না থাকলে কিভাবে হয় পুলিশ ধরতে পারছে না অথচ মিডিয়াতে সে আসছে। এই ক্রিমিনালদের দিয়ে ভোট করায় নেতারা। সাধারণ মানুষ ভোট করে না এই মিনি ফিরোজরা ভোট করে। এই ক্রিমিনালদের নিয়ে সরকার টিকে আছে। *প্রধানমন্ত্রীর সফর তৃণমূলের কটাক্ষ* প্রধানমন্ত্রীকে যত অপমান করার তৃণমূল করে। দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী বাইরের অন্য দেশ পাশে চাইছে মোদিজিকে। বাংলায় আসবেন প্রধানমন্ত্রী যেখানে ইচ্ছে সেখানে যাবে। তৃণমূলের মাথা ব্যাথা হওয়া উচিত মুর্শিদাবাদ বোলপুর নিয়ে। *একবালপুরে নেশার বিরোধিতা করতে গিয়ে খুন* তৃণমূল কংগ্রেসের আমলে আওয়াজ তুললে কুপিয়ে মেরে দেওয়া হবে। বিজেপি মানুষের কাছে নেশা মুক্ত ভারত গড়ে তোলার লক্ষ্যে এই নমো ম্যারাথন এর আয়োজন করেছে । যেটা পরবর্তী দিনে ছড়িয়ে পড়বে গোটা রাজ্যে । *যাদবপুর বিশ্ববিদ্যালয় এ নিয়ম থাকলেও মানা হয় না* আমরা চাই সবসময় নজরদারি চাই সিসিটিভি ক্যামেরা পুলিশের টহলদারি চাই । কে খারাপ খুঁজে বের করতে হবে শাস্তি এর ব্যবস্থা করতে হবে । *বেঙ্গল ফাইলস প্রদর্শন আজ কলকাতায়* গোটা বিশ্বে চলছে এটা । অথচ বাংলায় চলতে দেওয়া হচ্ছে না পুলিশ ফোর্স দিয়ে চালাতে হচ্ছে লজ্জার এটা। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ইতিহাস দেখাতে দিচ্ছে না । সিপিআইএম এর থেকে দশ গুণ বাড়িতে দিয়েছে অত্যাচার এই সরকার । অনেক ভোট চলে যাবে এই বেঙ্গল ফাইলস দেখানো হলে । শিল্পীদের প্রতিবাদ করা দরকার ।
0
comment0
Report
AGAyan Ghosal
Sept 13, 2025 10:37:57
Kolkata, West Bengal:WEATHER PC _আজ বিকেলের আবহাওয়া।_ *অন্বেষা ভট্টাচার্য। আবহাওয়াবিদ। আলিপুর আবহাওয়া দপ্তর।* #বঙ্গোপসাগরের নিম্নচাপ একই জায়গায় অবস্থান করছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে এই নিম্নচাপ। এই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব নেই বাংলায়। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। ##দক্ষিণবঙ্গে আজও কাল গরম ও অস্বস্তি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোম ও মঙ্গলবার মূলত মেঘলা আকাশ। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এই দুদিন কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। ###আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি তে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ####উত্তরবঙ্গে আজ ও কাল অতিভারী বৃষ্টি। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা-মাঝারি বৃষ্টি সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা। #####আজ ও কাল অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা।
3
comment0
Report
AGAyan Ghosal
Sept 13, 2025 10:37:36
Kolkata, West Bengal:PA BOSEPUKUR কসবা এলাকার বোসপুকুরের দুই মেগা পুজোর প্রথম ঝলক দেখুন। *পুজো ১* বোসপুকুর শীতলা মন্দির। পুজোর ৭৬ তম বর্ষে কলকাতার দুর্গা পুজোয় কখনও না দেখা এক থিম গড়ছেন শিল্পী। কারণ কালের অতলে তলিয়ে যাওয়া হারিয়ে যাওয়া বিস্মৃত হওয়া প্রতিটি সামগ্রী উঠে এসেছে পুজোর থিমে। থিমের নাম কাল রক্ষণ অর্থাৎ টাইম প্রিজারভেশন। আজ থেকে ৬০ বছর আগেও গ্রামীণ বাংলার সরীসৃপ, কিট পতঙ্গ, পুরোনো চাল, পুরোনো গাছ, পুরোনো ধান, পুরোনো গাওয়া ঘি। সমস্ত কিছু সংগ্রহ করেছেন শিল্পী। হারিয়ে যাওয়ার বার্তা দিতে মণ্ডপের নানা প্রান্তে থাকছে প্রায় ১০০০ করোটি। সেগুলো যদিও আসল নয়। তবে হারিয়ে ফেলার সমার্থক হিসেবে সেগুলো ব্যবহার হবে থিমের মোটিভ হিসেবে। মা এখানে আদ্যন্ত গ্রাম্য এক কন্যা। তিনি দুই হাত বাড়িয়ে আঁকড়ে ধরতে চাইছেন হারিয়ে ফেলা প্রাচীন বাংলার ঐতিহ্যকে। বাইট তুষার কান্তি প্রধান, থিম শিল্পী *পুজো ২* বোসপুকুর তালবাগান। ৩৪ তম বর্ষের থিম স্যালভেশন বা পরিত্রাণ। বিপন্ন মানুষ কে পরিত্রাণ। জীবনের যাবতীয় সমস্যার সমাধান যদি শেষ পর্যন্ত করতে পারেন তিনি হলেন আনন্দময়ী মা দুর্গা। তার কাছে পৌঁছানোর এবং তার পায়ে হাত দিয়ে প্রণাম করার যোগ্য কি আমরা? মাতৃ মুখ দর্শনের আগে দর্শকরা আয়নায় নিজের মুখ দেখবেন। মুছে নেবেন মনের গ্লানি। শহরের কনিষ্ঠতম থিম মেকার সায়ন্তিকা এই পুজোর শিল্পী। বাইট সায়ন্তিকা কর্মকার, থিম মেকার *দুটো স্টোরির সম্মিলিত পিটিসি*
1
comment0
Report
BMBiswajit Mitra
Sept 13, 2025 10:08:42
Ranaghat, West Bengal:শান্তিপুরে ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাংলা বোর্ড বাধ্যতামূলক: পৌরসভার সিদ্ধান্তে মিলছে মিশ্র প্রতিক্রিয়া বাংলা ভাষার মর্যাদা রক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল শান্তিপুর পৌরসভা। শহরের সমস্ত ব্যবসায়িক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে বাংলায় সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল পৌরসভার বোর্ড অফ কাউন্সিলের বৈঠকে এই প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান জানান, “বাংলা আমাদের গর্ব, আমাদের আত্মপরিচয়ের ভাষা। স্বাধীনতা সংগ্রামে বাঙালির অবদান অনস্বীকার্য। সেই ইতিহাস ও ভাষাকে সম্মান জানাতেই এই উদ্যোগ। বাংলাকে অবজ্ঞা করার যে প্রবণতা কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, তা রুখতেই আমাদের এই পদক্ষেপ।” এই সিদ্ধান্তকে ঘিরে শহরে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। স্থানীয় বিজেপি নেতৃত্ব কটাক্ষ করে বলেছে, “যারা আগে বাংলা শিক্ষা ও সংস্কৃতি ধ্বংস করেছে, তারাই এখন বাংলা প্রীতি দেখাচ্ছে। তবে ব্যবসায়ী মহলে এই উদ্যোগ নিয়ে মতভেদ স্পষ্ট। অনেকেই বলছেন, বাংলায় বোর্ড থাকলে স্থানীয় গ্রাহকদের সুবিধা হবে, বাংলা ভাষার প্রসারও ঘটবে। অন্যদিকে, কিছু ব্যবসায়ীর মত, ইংরেজিতে লেখা বোর্ড দেখতে ‘আধুনিক’ ও ‘আকর্ষণীয়’ লাগে। এক ব্যবসায়ীর ভাষায়, “বাংলা আমাদের মাতৃভাষা, আমরা সম্মান করি। কিন্তু সবার বোঝার সুবিধার জন্য ইংরেজিতে নাম থাকা ভালো। তবে বাংলা রাখা বাধ্যতামূলক করলে আমরা মেনে নেব।” ভাষা আন্দোলনের পটভূমিতে দাঁড়িয়ে শান্তিপুর পৌরসভার এই সিদ্ধান্ত নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। একদিকে বাংলা ভাষাকে তার প্রাপ্য সম্মান দেওয়ার চেষ্টা, অন্যদিকে স্থানীয় স্তরে সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি – এই দুই দিক থেকেই এই পদক্ষেপ প্রশংসনীয় বলেই মনে করছেন সমাজের একাংশ তবে এই সিদ্ধান্ত কার্যকর করতে প্রশাসন কীভাবে নজরদারি চালাবে, এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে এখনো জানানো হয়নি ১। বিভাস ঘোষ ব্যবসায়ী সমিতি ২। সুব্রত ঘোষ শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান। ৩। জগন্নাথ সরকার সাংসদ রানাঘাট ৪। তড়িৎ ভৌমিক স্থানীয় বাসিন্দা
4
comment0
Report
BSBidhan Sarkar
Sept 13, 2025 09:48:20
Chinsurah, West Bengal:চুঁচুড়া পুরসভার নুন আনতে পান্তা ফুরায় অবস্থা,সময়ে পুরসভার কর্মীদের বেতন দিতে হিমশিম খেতে হয় প্রতি মাসে।সেই পুরসভাতেই নিজস্ব তহবিল ভরত যে টাকায়, জালিয়াতি করে সেই টাকা তছরূপের অভিযোগকে ঘিরে শোরগোল পড়েছে। হুগলি-চুঁচুড়া পুরসভার আর্থিক টানাটানি দীর্ঘদিন ধরে চলছে।প্রায় দুই হাজার অস্থায়ী কর্মচারীদের প্রতিমাসে বেতন দিতে নাজেহাল হতে হয় পুরো কর্তৃপক্ষকে।ঘেরাও বিক্ষোভ কর্ম বিরতি লেগেই থাকে। সামনেই পুজো তার আগে বোনাস কবে হবে এখনো ঠিক নেই।এমন একটা পরিস্থিতিতে বড়সড় জালিয়াতি করে আর্থিক তছরূপের অভিযোগ সামনে আশায় শোরগোল পড়েছে। পুরসভার কর দপ্তরের এক অস্থায়ী কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ,মিউটেশন বাবদ প্রাপ্ত অর্থ যা পুরসভায় জমা পরার কথা সেই টাকা নিয়ে মিউটেশন করিয়ে দিয়েছেন কিন্তু টাকা পুরসভার তহবিলে জমা পড়েনি। বিষয়টি নজরে আসতে পুরো কর্তৃপক্ষ ওই কর্মচারীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে।স্বীকার করে নেয় প্রায় ১৫ টি এরকম মিউটেশন সে করিয়ে দিয়েছে।এক একটি মিউটেশনের ক্ষেত্রে কম করে ২৫-৩০ হাজার টাকা জমা পরে পুরসভায়।সেই হিসাব দেখলে কয়েক লক্ষ টাকা আর্থিক তছরুপ হয়েছে বলে অভিযোগ। পুরো প্রধান অমিত রায় জানিয়েছেন,এখনো পর্যন্ত জানা গেছে এই কাজ একজনই করেছে।তাকে শোকজ করা হয়েছে।কেন তাকে টারমিনেট করা হবে না কেন? এই বলে।পাশাপাশি আমরা থানায় এফ আই আর করছি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে।এর সঙ্গে যুক্ত যে বা যারা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে। পুরসভার কর্মচারীদের তৃণমূল পরিচালিত সংগঠনের সহ-সভাপতি অসীম অধিকারী বলেন,প্রতিমাসে আমাদের বেতন নিয়ে টালবাহানা হয়।অথচ পুরসভার নিজস্ব তহবিলের যে টাকা জমা পরার কথা মিউটেশন এবং কর বাবদ দেখা যাচ্ছে সেই টাকা এইভাবে তছরুপ করা হচ্ছে।যে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এটা আমাদের দাবি।একটা দপ্তর রয়েছে তার একজন ইনচার্জ আছে তারা কিছুই জানতে পারল না এই ঘটনা চলছে বিগত কয়েক মাস ধরে। সি আই টি ইউ পরিচালিত শ্রমিক সংগঠনের সদস্য সৌরভ গাঙ্গুলী বলেন,বিষয়টা আমরাও শুনেছি এটা নিয়ে তদন্ত চলছে।আমরা পুরসভা কে বলেছি আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আমরা সব ইউনিয়ন আপনাদের সঙ্গে আছি।কোন ফাইল পাস হয়নি অথচ মিউটেশন হয়ে গেছে।ফিজ বাবদ যে টাকা জমা পড়ার কথা সে টাকাও পুরসভা পায়নি।অথচ নাম পরিবর্তন হয়ে গেছে। কতজনের মিউটেশন এইভাবে করে দেওয়া হয়েছে তার কোন হিসেব এখনো পর্যন্ত পাওয়া যায়নি,এই কাজের সঙ্গে যুক্ত ঠিক কতজন সেটাও স্পষ্ট হয়নি।পুরসভাও এ বিষয়ে স্পস্ট করে কিছু জানাতে রাজি নয়।তবে পুরসভার অন্দরে কান পাতলে শোনা যায় বিভিন্ন দপ্তরে এই ধরনের দূর্নীতি চলছে। চেয়ারম্যানের দাবি পুলিশের তদন্ত হলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে।
3
comment0
Report
BBBimal Basu
Sept 13, 2025 09:02:05
Basirhat, West Bengal:বলে 2C তে ছবি পাঠিয়েছি হিঙ্গলগঞ্জ সীমান্ত মাদক পাচার রুখলো বিএসএফ উদ্ধার চারশো উনিশ বোতল নেশার ওষুধ ফেনসিডিল গ্রেফতার এই বাংলাদেশী। ভোর রাতে উত্তর ২৪ হিঙ্গলগঞ্জ সীমান্তে ইছামতী নদী দিয়ে বাংলাদেশে মাদক পাচারের সময় পাচারকারি দের বিএসএফ জওয়ানরা তাড়া করলে বাকিরা পালিয়ে গেলেও এক বাংলাদেশীকে আটক করে বিএসএফ তার কাছ থেকে বস্তাভর্তি ৪১৯ বোতল নেশার ওষুধ ফেনসিডিল উদ্ধার হয়। এই বাংলাদেশীর পাচার কারির বাড়ি বাংলাদেশের কালিগঞ্জে। আটক বাংলাদেশীকে হিঙ্গলগঞ্জ থানার হাতে তুলে দিলে পুলিস তাকে গ্রেফতার করে। আজ বসিরহাট মহকুমা আদালতে পাঠায়। বাংলাদেশী পাচারকারীকে। বিমল বসু বসিরহাট
5
comment0
Report
Advertisement
Back to top