Back
मोदी के नमो मैराथन से शुरू होगा देशभर में नशा विरोध अभियान
MCMoumita Chakraborty
Sept 13, 2025 11:48:34
Kolkata, West Bengal
*লকেট চট্টোপাধ্যায় প্রেস কনফারেন্স সল্টলেক বিজেপি দফতর*
প্রধানমন্ত্রীর জন্মদিনে সেবা পক্ষ কাল শুরু হচ্ছে ১৭ ই সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত। এবার তার সঙ্গে সংযোজন নমঃ ম্যারাথন । *মহালয়ার দিন ভোরে কলকাতায় ও শিলিগুড়িতে হবে নমো ম্যারাথন। যার লক্ষ্য নেশা মুক্ত ভারত তথা দেশ। গোটা দেশে পালিত হবে একই দিন ও সময়ে এই নমো ম্যারাথন। যুব মোর্চার নেতৃত্বে হবে এটা। শুধু রাজনৈতিক দল নয় পার্টি থেকে মানুষের মধ্যে পৌঁছানোই এই ম্যারাথনের একমাত্র উদ্যেশ্য।* বিভিন্ন দেশ মাদকাসক্ত হয়ে পড়ছে। ভারতকে নেশা মুক্ত করতে লক্ষ্য নিয়েছেন নরেন্দ্র মোদী। ৪.৬ কোটি টাকা দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কে দেওয়া হয়েছে নেশা মুক্ত করার কাজে। বাংলায় ২৭ লক্ষ যুবক নেশা গ্রস্থ আছে খাতায় কলমে হিসেব অনুযায়ী। আমরা চাই এগুলোকে শুন্য করতে । *আগামী ২১ তারিখ সকাল সাতটায় স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজার নেতাজি সুভাষচন্দ্র বসু এর মূর্তি পর্যন্ত নমো ম্যারাথন*। সকলকে রাজনৈতিক মত এর উর্দ্ধে উঠে যুব মোর্চার পরিচালিত এই ম্যারাথনে আসার আহ্বান জানাচ্ছি । ম্যারাথন এর রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়েছে।
*যাদবপুর বিশ্ববিদ্যালয় এ নেশা দ্রব্য পাওয়া গিয়েছে মৃতার দেহে*
কলকাতার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে নেশার জিনিস এগুলো জালের মত ছড়িয়ে পড়েছে ।আমরা সবসময় সারা বছর এগুলোর বিরুদ্ধে প্রচার চালাচ্ছি ।
*প্রশাসনের ভূমিকা*
জোর যার মুল্লুক তার করে হয় না এটা বুঝতে হবে বোঝাতে হবে সকলকে। এখানে পরিবার শিক্ষক পুলিশ সরকারের দায়িত্ব আছে ।নিশ্চয় ব্যর্থতা রয়েছে সরকারের প্রশাসনের। দিনের পর দিন হয়ে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এ এগুলো। সামনে সেখানে একরকম পেছনে অন্য রকম আন্দোলন । কড়া ভাবে শাসন করতে হবে তাদের। আমাদের লক্ষ্য যাদবপুর বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেশা বা এগুলো বের করা।
*SIR ইস্যু বার্থ সার্টিফিকেট বানানোর হিড়িক*
বাংলার মানুষকে এস আই আর নিয়ে ভয় দেখানো হচ্ছে। অনুপ্রবেশকারীদের কথা বলা হয়েছে। এই সরকার ভয় দেখাচ্ছে সকলকে। সেটা নয় । যারা এখানকার নাগরিক তাদের কিচ্ছু হবে না। এই সরকার ভয় দেখিয়ে এস আই আর আটকাতে চায়। রোহিঙ্গাদের দিকে আঙুল উঠলে জাল ভোটার বাংলা থেকে বেরিয়ে গেলে তৃণমূল সরকার আসতে পারবে না ক্ষমতায় । তাই মানুষকে ভয় দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস।
*গুলশান কলোনির ঘটনা*
পুলিশ নেতারা সব কিছু জানে। নাটক চলছে। বাংলায় দিনে দুপুরে ছুরি চালিয়ে খুনোখুনি চলছে। সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই বাংলায়।
*গুলশান কলোনির ঘটনায় ফিরোজ এর হুমকি*
বড় কারো হাত রয়েছে। পুলিশ মন্ত্রী আমলা সকলে তৃণমূলে ক্যাডার। ওপরের আশীর্বাদ না থাকলে কিভাবে হয় পুলিশ ধরতে পারছে না অথচ মিডিয়াতে সে আসছে। এই ক্রিমিনালদের দিয়ে ভোট করায় নেতারা। সাধারণ মানুষ ভোট করে না এই মিনি ফিরোজরা ভোট করে। এই ক্রিমিনালদের নিয়ে সরকার টিকে আছে।
*প্রধানমন্ত্রীর সফর তৃণমূলের কটাক্ষ*
প্রধানমন্ত্রীকে যত অপমান করার তৃণমূল করে। দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী বাইরের অন্য দেশ পাশে চাইছে মোদিজিকে। বাংলায় আসবেন প্রধানমন্ত্রী যেখানে ইচ্ছে সেখানে যাবে। তৃণমূলের মাথা ব্যাথা হওয়া উচিত মুর্শিদাবাদ বোলপুর নিয়ে।
*একবালপুরে নেশার বিরোধিতা করতে গিয়ে খুন*
তৃণমূল কংগ্রেসের আমলে আওয়াজ তুললে কুপিয়ে মেরে দেওয়া হবে। বিজেপি মানুষের কাছে নেশা মুক্ত ভারত গড়ে তোলার লক্ষ্যে এই নমো ম্যারাথন এর আয়োজন করেছে । যেটা পরবর্তী দিনে ছড়িয়ে পড়বে গোটা রাজ্যে ।
*যাদবপুর বিশ্ববিদ্যালয় এ নিয়ম থাকলেও মানা হয় না*
আমরা চাই সবসময় নজরদারি চাই সিসিটিভি ক্যামেরা পুলিশের টহলদারি চাই । কে খারাপ খুঁজে বের করতে হবে শাস্তি এর ব্যবস্থা করতে হবে ।
*বেঙ্গল ফাইলস প্রদর্শন আজ কলকাতায়*
গোটা বিশ্বে চলছে এটা । অথচ বাংলায় চলতে দেওয়া হচ্ছে না পুলিশ ফোর্স দিয়ে চালাতে হচ্ছে লজ্জার এটা। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ইতিহাস দেখাতে দিচ্ছে না । সিপিআইএম এর থেকে দশ গুণ বাড়িতে দিয়েছে অত্যাচার এই সরকার । অনেক ভোট চলে যাবে এই বেঙ্গল ফাইলস দেখানো হলে । শিল্পীদের প্রতিবাদ করা দরকার ।
4
Report
For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com
Advertisement
NRNarayan Roy
FollowSept 13, 2025 13:38:051
Report
MMManoj Mondal
FollowSept 13, 2025 13:37:384
Report
MMManoj Mondal
FollowSept 13, 2025 13:37:264
Report
AMAshok Manna
FollowSept 13, 2025 13:37:131
Report
ASAyan Sharma
FollowSept 13, 2025 12:45:343
Report
ASAyan Sharma
FollowSept 13, 2025 12:45:262
Report
TDTapan Deb
FollowSept 13, 2025 12:45:171
Report
BBBimal Basu
FollowSept 13, 2025 12:05:276
Report
DGDebabrata Ghosh
FollowSept 13, 2025 12:05:123
Report
BSBarun Sengupta
FollowSept 13, 2025 12:04:583
Report
SCSaurav Chaudhuri
FollowSept 13, 2025 11:53:171
Report
ABArup Basak
FollowSept 13, 2025 11:52:553
Report
CDChittaranjan Das
FollowSept 13, 2025 11:52:434
Report
PDPradyut Das
FollowSept 13, 2025 11:52:072
Report
DGDebabrata Ghosh
FollowSept 13, 2025 11:51:542
Report