Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700144

भांगर में कलकत्ता पुलिस कमिश्नर ने पूजा मंडप का भव्य उद्घाटन किया

PSPrasenjit Sardar
Sept 27, 2025 13:19:26
Baruipur, West Bengal
ভাঙ্গড়ে পূজো মন্ডপ উদ্বোধন করলেন কলকাতা পুলিশ কমিশনার (সিপি) ভাঙ্গড় ১ নম্বর ব্লকের কালিকাপুর মায়ের আশ্রম পূজো মন্ডলের ফ্রিতে কেটে শুভ উদ্বোধন করেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। পাশাপাশি ভাঙ্গড় ২ নম্বর ব্লকের মঙ্গলপুর সার্বজনীন দুর্গা উৎসব পুজো মন্ডপের ফিতা কেটে উদ্বোধন ও করেন তিনি । 270925ZG-BAR-BHANGR-POLICE-R
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Sept 27, 2025 14:50:17
Jalpaiguri, West Bengal:2C 2709ZG_JAL_ZUBEEN_R1 R & R1 বলে ২ সি তে। আনন্দের মাঝেই বিষাদের সুর। পূজা মন্ডপ দর্শনের পাশাপাশি প্রিয় গায়ক জুবিন গর্গ কেউ স্মরণ করুন। জুবিন ভক্তরা জলপাইগুড়ির ধুপগুড়িতে প্রত্যেকটি পুজো মণ্ডপে প্রিয় গায়ক জুবিন গর্গ এর ছবি লাগিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন। প্রসেনজিৎ বর্মন একজন কন্টেন্ট ক্রিয়েটার। সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে বলেন, আজকে এই পুজোর সময়ে আমাদের মাঝে আমাদের প্রিয় গায়ক জুবিন গর্গ নেই, এটা সত্যি আমাদের কাছে দুঃখের বিষয়। তাই আমরা চাই সবাই যেহেতু মা দুর্গাকে দর্শন করতে আসবে তাই মা দুর্গাকে দর্শনের সাথে তারা জুবিন গর্গ কেও স্মরণ করুক। তাই আমি এ উদ্যোগ নিয়েছি আর এই উদ্যোগে আমার বন্ধুরা আমাকে যথেষ্ট হেল্প করেছে এবং ধুপগুড়ির ক্লাবগুলিকে অসংখ্য ধন্যবাদ কারণ তারা আমাদের শ্রদ্ধাঞ্জলি পর্ব অনুষ্ঠানে সাপোর্ট করেছে আমাদের সঙ্গ দিয়েছে। আমরা প্রায় শহরের প্রত্যেকটি ক্লাবের পুজো মণ্ডপে শ্রদ্ধাঞ্জলি পর্ব পালন করেছি কিছু ক্লাব তারা নিজেরাই করেছে আগে। আগামীতে ধুপগুড়ির প্রত্যেকটি ক্লাবের পূজোর জন্য আমরা ভালো কিছু করব বলে আশ্বাস। রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
STSrikanta Thakur
Sept 27, 2025 13:19:46
Dinajpur, Rangpur Division:পুজোর মধ্যেই বড় উপহার জেলার দুটি পলিটেকনিক কলেজকে তালিকায় রয়েছে আরও ১১ টি বিদ্যালয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও জেলা সাংসদ সুকান্ত মজুমদারের পক্ষ থেকে এই উপহার পেয়ে খুশি বিদ্যার্থী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সকলে। সাংসদ তহবিল ব্যতীত সিএসআর ফান্ডে দক্ষিণ দিনাজপুর জেলার দুটি পলিটেকনিক কলেজ এবং ১১টি বিদ্যালয়ে Artificial Intelligence (AI) ল্যাবরেটরীর জন্য অর্থ বরাদ্দ হয়, সেই অর্থে নির্মিত দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের গোপালগঞ্জ আর.এন. উচ্চ বিদ্যালয়ে Artificial Intelligence (AI) ল্যাবরেটরীর শুভ উদ্বোধন করলেন ভারত সরকারের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার মহাশয়। পঞ্চমীর দিন দুপুরে কুমারগঞ্জের এই স্কুলে গিয়ে তিনি এআই লাবের উদ্বোধন করেন। আগামী দিনে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রেও এআই অপরিহার্য হয়ে উঠবে, তাই এখন থেকে প্রত্যন্ত এলাকাতেও ওই ল্যাবের প্রয়োজন বলে মনে করছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বাইট ১/ সুকান্ত মজুমদার 2709ZG_SDIN_AI_LAB
0
comment0
Report
CDChampak Dutta
Sept 27, 2025 13:19:12
Kaji Chak, West Bengal:*দুর্গা পুজোতে অর্থের আশায় গ্রাম থেকে শহরে পাড়ি ঢাকিদের।* আজ পঞ্চমী চন্দ্রকোনা হাওড়া গাড়িতে ঢাকিদের ভিড়।গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে অর্থের আশায় পাড়ি দিচ্ছে ঢাকিরা। দুর্গাপুজো, মনে কষ্ট নিয়েই পাড়ি দিতে হচ্ছে গ্রাম ছেড়ে শহরে। অনিশ্চয়তার মধ্যেই ঢাকির দল শহরে পাড়ি দিচ্ছে।এবছর রাজ্য জুড়েই বেশি বৃষ্টিপাতের জন্য ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছিল। কিছুদিন আগে পর্যন্ত নিচু এলাকাতে জমেছিল জল।গত কয়েকদিন আগেও কলকাতা জলমগ্ন হয়েছে। বেশ কিছু জায়গায় জল থাকলেও স্বাভাবিক ছন্দে ফিরেছে কলকাতা। ঢাকিরা চিন্তিত এই বৃষ্টিতে জমা জলে কলকাতার পুজোয় আদৌ তাদের বাজার চাঙ্গা হবে কিনা। ঢাকিরা জানাচ্ছেন তারা তো শখ করে গ্রাম থেকে শহরে যাইনা।গ্রাম থেকে শহরে গিয়ে সেখানেই তাদের পূজো উদ্যোক্তারা তাদের সাথে কথা বলে নিয়ে যান।সারাটা বছর এই দুর্গা পূজাকে কেন্দ্র করে তাকিয়ে থাকে ঢাকি সম্প্রদায়।দূর্গা পুজোকে কেন্দ্র করে এক মাস আগে থেকে ঢাকিদের চলে প্রস্তুতি। গ্রামের দিকে সেই ভাবে পয়সা মেলে না তাই তারা গ্রাম ছেড়ে যায় শহরে। সারা বছর বিভিন্ন অনুষ্ঠানে এখানে থাকলেও পুজোর সময় তারা পাড়ি দেয় শহরে।পুজো শেষে পরিবারের সদস্যদের নতুন পোশাক কিনে টাকা পয়সা নিয়ে বাড়ি ফিরে এরা।এবার কি পরিস্থিতি হবে রুজিরোজগার কেমন হবে তা নিয়ে দুঃশ্চিন্তা রয়েছে কোলকাতার উদ্দেশ্য পাড়ি দেওয়া চন্দ্রকোনার ঢাকিরা। ছবি বাইট 2c তে SLUG- 2709ZG_WMID_DHAKI_R বাইট ১)গণেশ রুইদাস(ঢাকি)
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Sept 27, 2025 13:18:55
Asansol, West Bengal:আসানসোলের চিত্তরঞ্জন ছয়ের পল্লী জি ২৪ ঘন্টা জেলার সেরা পুজো পেয়ে খুবই উৎসাহিত ক্লাবের সদস্যরা। প্রাইজ হাতে রীতিমতো ঢাকের তালে নাচ শুরু করল পুরুষ ও মহিলা সদস্যরা। এ বছর এই পুজো ৭৪ বছরে পড়ল। এ বছরের পুজোর থিম একটি গাছ একটি প্রাণ। কলকাতার পর বড় শহর বলতে আসানসোল। যেখানে বর্তমানে ফ্ল্যাটের চাহিদা বেড়েছে। যেখানে গাছ লাগানোর জায়গা হচ্ছে ব্যালকনি। এই জিনিসটাই বোঝাতে চেয়েছে ৬ এর পল্লীর দুর্গা পূজা কমিটির সদস্যরা। অর্থাৎ গাছ লাগানোর জন্য কোন বাগানবাড়ি দরকার নেই। নিজের ফ্ল্যাটের ব্যালকনিতে বা জানালাতে গাছ লাগাব মনে করলে অনেক রকম গাছ আছে যা প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়। আর যদি এই জিনিসটা বাস্তবে রূপায়িত হয় তাহলে পৃথিবী হবে খুবই সুন্দর দুষন মুক্ত হবে । 2709ZG_JS_ASN_6_PALLY Byte Bappa Kundu
0
comment0
Report
BBBimal Basu
Sept 27, 2025 13:18:13
Basirhat, West Bengal:বলে 2C একটা ভিসুয়াল ও দুটি বাইট পাঠিয়েছি। একটি অফিসের দেওয়া প্রশ্নের বাইট আর একটা সকল সাংবাদিকদের প্রশ্নের বাইট। হিঙ্গলগঞ্জে দুর্গপুজো উদ্বোধনে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য্য ভারত বাংলাদেশ সীমান্তের প্রত্যন্ত হিঙ্গলগঞ্জের পূজা উদ্বোধন করলেন। শনিবার দুপুরে পঞ্চমী তিথিতে হিঙ্গলগঞ্জের ত্রিনয়নী দুর্গাপূজা কমিটির পূজো মণ্ডপ উদ্বোধন করেন শমীক ভট্টাচার্য। এদিন তিনি দুর্গাপূজার রাজনীতিকে কারণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার রাজনীতির কারণে বিরুদ্ধে সোচ্চার হন। এদিনের অনুষ্ঠানে শ্রমিক ভট্টাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুকল্যাণ বৈদ্য সহ স্থানীয় বিজেপি নেতৃবৃন্দ। 1) বাইট B শমীক ভট্টাচার্য ( অফিসের দেওয়া প্রশ্নের বাইট। 2) B1 শমীক ভট্টাচার্য ( সকল সাংবাদিকদের প্রশ্নের বাইট ) বিমল বসু বসিরহাট
0
comment0
Report
PCPartha Chowdhury
Sept 27, 2025 12:21:25
Bardhaman, West Bengal:একদিনেই ২৯ টা পুজোর উদ্বোধন করছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। গতবছর ৮৭ টা, এবছর ১০০ রে বেশি পুজো উদ্বোধন করছেন তিনি। এটা বোধহয় একটা রেকর্ড। নিজের মুখেই জানিয়েছেন একথা৷ সেলিব্রিটি, টলিউড অভিনেতা থাকলেও সেখানেও খোকন মাস্ট।বর্ধমানে প্রায় দুশো বড়,মাঝারি পুজো। তার বেশিরভাগের সভাপতি তিনি। তবে দলে এবং বাইরে তার বিরোধীরা বলেন, জনসংযোগ ফালতু কথা। আসলে সামনে ভোট। শহরের অনেক ওয়ার্ডেই বিজেপি এগিয়েছিল লোকসভা ভোটে। তাই গদি বাঁচাতেই সকাল থেকেই কাঁচি হাতে বেরিয়ে পড়েন খোকন। দলেও একটা চ্যালেঞ্জ এর ছায়া আছে। জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র বর্ধমান দক্ষিণ। তৃণমূল কংগ্রেসের প্রথম দুই টার্মে প্রথমবার মন্ত্রী এবং দ্বিতীয়বার বিধায়ক ছিলেন রবিরঞ্জন চট্টোপাধ্যায়। তিনি পন্ডিত মানুষ ছিলেন। খোকন তত শিক্ষিত নন। সাধারণ উদ্বাস্তু ঘরের ছেলে। কঠোর পরিশ্রমে তার প্রতিপত্তি এসেছে। আজ নিজে বিধায়ক, স্ত্রী পুরসভার ভাইস চেয়ারম্যান। ভার্চুয়াল উদ্বোধন করার সময় মুখ্যমন্ত্রী তার নাম উল্লেখ করেন। লোকে বলে, পুরসভাও বকলমে চালান আগের বোর্ডের কাউন্সিলর থাকা খোকন। ২০২১ থেকে বিধায়ক খোকন দাস। এই নেতার দাপট সর্বজনবিদিত। লোক জড়ো করতে ওস্তাদ। নানা কর্মকান্ড সবসময় মেতে থাকেন। অনুগামীরা তাকে কাজের মানুষ হিসেবে তুলে ধরেন। কিন্তু সমালোচকরা বলেন মূলত মেলা, খেলা,গণবিবাহ, কঙ্কালেশ্বরী মন্দিরের ১০ টাকার ভোগ। সেই মন্দির আর দুটি ওয়ার্ডের উন্নয়নের বাইরে তার নজর নেই। আর কিছু রঙচঙ হয়েছে শহরের কেন্দ্রে কার্জনগেটের বিধায়ক অফিসের পাশাপাশি এলাকায়। এর বাইরে গোটা শহরের রাস্তাঘাট কদিন আগেই ছিল খানাখন্দে ভরা। এখন অবশ্য কিছু এলাকায় কাজ শুরু হয়েছে। পানীয় জল সব এলাকায় পাওয়া যায় না। শহরে ব্যবসার মূলকেন্দ্র বি সি রোড শুকিয়ে গেছে পরিকল্পনার অভাবে। পুকুর বোঝানো,জমি সমস্যা আর পরিকল্পনাহীন ফ্লাট কালচারে শহরের চরিত্রই পালটে যাচ্ছে। গান মেলা,নৃত্যোৎসব এসব হয় বটে। কিন্তু শহরে ভাল হলগুলির পরিকাঠামো রুগ্ন। এক সময়ের লাল দুর্গ বর্ধমানে এখন খোকন চালিয়ে খেলছেন। এ শহরে সিপিএমের সাংগঠনিক কাঠামো কিছুটা থাকলেও জনভিত্তি ফিরে আসেনি। বিজেপি বর্ধমানে এখনো তত সবল নয়। সেটা একটা অ্যাডভান্টেজ। দলে খোকন গোষ্ঠীর দাপট থাকলেও গোষ্ঠী কোন্দলের নানা প্রকাশ এ বছর ঘটছে নানা সভা সমিতিতে। দৌড়ে খোকন দাস এগিয়ে থাকলেও দ্রুত উঠে আসছেন আর এক সংগঠক জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার। এছাড়া দৌড়ে আছেন অরূপ দাস, প্রণব চ্যাটার্জি সহ আরো অনেকজন পোড়খাওয়া নেতা। রাজ্যের এক প্রাক্তন মন্ত্রীর স্ত্রীও নাকি নানাভাবে চেষ্টা করছেন। এসব আলোচনা শোনার মত সময় নেই তার হাতে। তিনি এখন প্যান্ডেল থেকে প্যান্ডেলে ছুটছেন। সেই দ্বিতীয়া থেকেই। শোনা যাচ্ছে, সামনের বছর কিছু পুজো ভার্চুয়াল উদ্বোধন করতে পারেন তিনি।অবশ্য যদি বিধায়ক থাকেন। পুজোর চারদিন কিন্তু খোকন এসবের বাইরে। নিজের কলোনী রথতলার পুজো প্যান্ডেলেই তাকে খুঁজে পাওয়া যাবে তাকে। বাইট : ১) খোকন দাস ( বিধায়ক) ২) শিবশঙ্কর ঘোষ। ( নাগরিক) ৩) সজল ঘোষ ( নাগরিক) ৪) সুমিত দে ( পাড়ার লোক) সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরী। 2709ZG_BWN_KHOKAN
0
comment0
Report
KAKAYESH ANSARI
Sept 27, 2025 12:21:05
Darjeeling, West Bengal:*Darjeeling Rural (Pokhrabong) Tea Garden Puja With Theme Of Waste Management And Tourism Pandal ,This Is 3rd Years And It Is Plastic Free Dugra Puja-CM Also Inaugurate Virtually* In Darjeeling hills we can't see the Big Pandal many during the Dugra Puja but is some places it is Made in which Pokhrabong which is one of the rural area and the Tea Garden Area of the hills it's surrounded with 9 Tea Garden and about the population around 40 Thousand. Out here from last 3 years Dugra puja is celebrating grandly and in Pandal. Which started from First Days of Puja and ended on 10th Days. Like every year they made the Pandal in Theme and this year also they made the Pandal in Theme that based on " Waste Management And Tourism " . The Statue of Maa Dugra Is Brough from Siliguri and even the Pandal making person was brought from siliguri and it was taken One Week to construct the Pandal. Maa Dugra Statue is brought from Siliguri and it have to cover around 100km and it take around 10 hours to reach the Spot and it brought through the Truck. Truck started from. Siliguri which passes through out the NH110 it reach Kurseong, Ghum, Sukai and than down to Pokhrabong. Whole 10 days the Bhandra is continue and every day around 700 peoples take it and all Meal is served in Non Plastic And this Dugra Puja is Plastic Free Puja. The whole cost come in between 15 lakh and this puja also get CM Puja Fund and rest is collected by the team public. And whole 1km Bazaar is decorated with light. In one sentence it can say this Pokhrabong Puja is one of the Best Puja of the Hills. *Byte of Organizer* We had enter to 3rd Year of celebration of Dugra Puja and every year we made the Pandal in Theme and this year we done in Tourism And Waste Management. We want to promote our place in Tourism Industry and we need to keep our place Clean and Green. *Byte of Local* From last 3 years we have not to go to see the dugra puja in Town area as we are celebrating in in our place and in Pandal by which we are very much happy. Hope every year we shall continue this.
0
comment0
Report
DGDebabrata Ghosh
Sept 27, 2025 11:34:06
0
comment0
Report
ALArup Laha
Sept 27, 2025 11:33:56
Belna, West Bengal:তৃতীয় লিঙ্গের প্রতিমা শিল্পীদের তৈরি দুর্গা প্রতিমার রূপ সজ্জায় মুগ্ধ বর্ধমানবাসী। হিন্দুধর্মে ’সৃষ্টিবৈচিত্র্যের অংশ হিসেবে দেখা হয় ’তৃতীয় লিঙ্গের’ মানুষজনকে। বছরের পর বছর ধরে শারদ উৎসবে সেই সৃষ্টির’ই অনন্য প্রকাশ ঘটিয়ে চলেছেন তৃতীয় লিঙ্গের চার প্রতিমা শিল্পী। এবছরও তাঁদের হাতে তৈরি দেবী দুর্গার প্রতিমা পূজিত হবে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন মণ্ডপে।অন্নের সংস্থানে দুর্গতিনাশিনী দেবী দুর্গা,এই তৃতীয় লিঙ্গের প্রতিমা শিল্পীদের বড় ভরসা। তাই তাঁরা দুর্গতিনাশিনীকে স্মরণ করেই প্রতিদিন কর্মজীবন শুরু করেন। বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লকের অখ্যাত গ্রাম পাল্লা-চাঁচাই। তৃতীয় লিঙ্গের চার প্রতিমা শিল্পী রুুবি সমাদ্দার,ববি দাস,মীরা মণ্ডল ও কিরণ জানা ,এই পাল্লা এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা।এঁদের কেউ মাধ্যমিক পাশ করেছেন। আবার কেউ অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশুনার পর ইতি টেনেছেন।আর্থিক ভাবেও এঁদের পরিবার অস্বচ্ছল। নিজের ও পরিবারের অন্নের সংস্থানের জন্য,হিন্দু দেব-দেবীর প্রতিমা তৈরির কাজ করে উপার্জন করা অর্থই ভরসা রুবি,ববি, মীরা ও কিরণের । রুবি সমাদ্দার বলেন,“আমি,ববি,মীরা ও কিরণ তৃতীয় লিঙ্গের বলে সমাজ আমাদের ট্যারা চোখে দেখে। আমাদের পরিবারের কাছেও আমরা একপ্রকার ব্রাত্য। কিন্তু আমাদের ব্রাত্য করে দেন নি পাল্লা-চাঁচাই ৩ নম্বর ক্যাম্প এলাকার বাসিন্দা প্রতিমা শিল্পী বিপ্লব মিত্র“।রুবি জানান, “ছোট বয়সেই প্রতিমা তৈরিতে তাঁদের আগ্রহ তৈরি হয়েছিল। কিন্তু এই শিল্পের কাজ শিখে স্বাবলম্বী হয়ে ওঠার মতো কারুর সাহচর্য্য তাঁরা পাচ্ছিলেন না। সেই সময় তাঁরা বিপ্লব মিত্রের শরণাপন্ন হন। বিপ্লব মিত্র তাঁদের ফিরিয়ে না দিয়ে নিজের প্রতিষ্ঠানে মাটির প্রতিমা তৈরির কাজ শেখার সুযোগ তাঁদের করে দেন।সেই থেকে প্রায় ৭-৮বছর হল বিপ্লব মিত্রের কাছে সহকারী শিল্পী হিসাবে সারাটা বছরই প্রতিমা তৈরির কাজ করে থাকেন । তার জন্য দৈনিক ৩৫০ টাকা পারিশ্রমিক পান বলে রুবি,ববি,মীরা ও কিরণ জানিয়েছেন। এবছর রুবি,ববি,মীরা ও কিরণকে সঙ্গে নিয়ে ছোট-বড় মিলিয়ে ১৬ টি দুর্গা প্রতিমা তৈরি করেছেন বলে বিপ্লব মিত্র জানান। তার মধ্যে রয়েছে জামালপুরের পাঁচরা উত্তরপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির অপরূপ দুর্গা প্রতিমা। ডাকের সাজে সজ্জিত সেই প্রতিমার রূপ সজ্জা মুগ্ধ করেছে পাঁচরা গ্রামের বাসিন্দাদের। বিপ্লব মিত্র বলেন,“ রুবি,ববি,মীরা ও কিরণ তৃতীয় লিঙ্গের বলে ওদের অবহেলা করার কিছু নেই। ওরাও মানুষ। ওদের নিয়ে প্রতিমা তৈরির কাজ করে আমি সন্তুষ্ট ।ওরা এখন ভালই কাজ শিখে গেছে। আমাদের তৈরি দেব-দেবীর প্রতিমা এখন নানা জনের প্রশংসাও কুড়োচ্ছে।দুর্গা পুজো মিটলেই আমরা লক্ষ্মী প্রতিমায় তুলির টান দেওয়া শুরু করে দেব।তার পরেই শুরু করবেন কালি প্রতিমা তৈরির কাজ।গত বছর রুবি,ববি, মীরা ও কিরণকে সঙ্গে নিয়ে ২০টি কালি প্রতিমা তৈরি করে ছিলেন।এবছর সংখ্যাটা আরো বাড়তে পারে,এমন আশার কথা বিপ্লব মিত্র শুনিয়েছেন। বাইট ১।কিরণ ক্ষেত্রপাল, বাইট ২। মীরা মণ্ডল, বাইট ৩।বিপ্লব মিত্র (শিল্পী)। 270925ZG_BWN_GENDER ক্যামেরায় সদন সিনহার সঙ্গে অরূপ লাহার রিপোর্ট।
0
comment0
Report
Navaratri 2025
Advertisement
Back to top