Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Howrah711101

गड्ढों से सड़क बेहाल, मीरपाड़ में टोटो चालकों ने चक्का जाम किया

DGDebabrata Ghosh
Sept 27, 2025 11:34:06
Howrah, West Bengal
দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা যেখানে সেখানে গর্ত। নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। একপ্রকার বাধ্য হয়ে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে লিলুয়া থানার অন্তর্গত মীরপাড়া এলাকায় টোটো চালকদের পথ অবরোধ। আজ বেলা এগারোটা নাগাদ রাস্তায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান টোটো চালকরা সেই বিক্ষোভে সামিল হন পথ চলতি মানুষ। বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ থাকার পর ঘটনাস্থলে লিলুয়া থানার পুলিশ গেলে অবরোধ ওঠে। তবে দ্রুত রাস্তা মেরামতি না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন এমনটাই জানালেন টোটো চালক সহ এলাকার মানুষ। 2709zg_hwh_blocked_r
3
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
PDPradyut Das
Sept 27, 2025 16:02:21
Jalpaiguri, West Bengal:2C 2709ZG_PA_JAL_PRIZE_R1 1) মহা পুজোর সেরা। জলপাইগুড়ি পাতকাটা কলোনি, অগ্রণী সংঘ ক্লাব ও পাঠাগার। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জী 24 ঘন্টা মহা পূজার সেরা পুরস্কার তুলে দেন পূজো উদ্যোক্তাদের হাতে।এবার এই পূজা উদযাপন করছে ৬৮তম বর্ষে পদার্পণ। পূজার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পূজা আয়োজনের আয়োজন স্থানীয় মানুষের মধ্যে উৎসবের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। ভ্যাটিকান সিটির আদলে মণ্ডপ গড়েছে জলপাইগুড়ির পাতকাটা কলোনি অগ্রণী সঙ্ঘ। এবার তাদের পুজোর ৬৮ বছর। ৬৫ ফুট উঁচু মণ্ডপে শুধুই বাঁশের কারুকার্য। মণ্ডপসজ্জায় কোচবিহারের শিল্পীরা। শিলিগুড়ি থেকে এসেছে ডাকের সাজের প্রতিমা। আলোকসজ্জায় জলপাইগুড়ির শিল্পী। পুজোর মাঠে বসেছে আনন্দমেলা। উদ্যোক্তাদের দাবি, আমাদের পুজো পরিবেশবান্ধব। শুধুমাত্র বাঁশ দিয়ে গোটা মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। গোটা জলপাইগুড়ি শহরের মানুষের ভিড় এবার এই পুজো মণ্ডপে আছড়ে পড়বে, আশা উদ্যোক্তাদের। রিপোর্ট :- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
0
comment0
Report
MMManoranjan Mishra
Sept 27, 2025 16:02:07
Purulia, West Bengal:পুরুলিয়া: জি ২৪ ঘন্টা এবং কেকো ইনস্ট্যান্ট নুডুলসের পক্ষ থেকে জেলা সেরা পূজো হিসেবে নজর কেড়েছে পুরুলিয়া শহরের চকবাজার ষোলআনা দুর্গাপুজো কমিটির মণ্ডপসজ্জ্যা ও প্রতিমা। এক টুকরো রাজস্থান যেন উঠে এসেছে শহর পুরুলিয়ায় । ২২৫ বছর বর্ষপূর্তি উপলক্ষ্যে এবছর পুরুলিয়া শহরের চকবাজার ষোলআনা দুর্গাপুজো কমিটির মণ্ডপসজ্জ্যা ও প্রতিমাকে রাজস্থানের রাজপ্রাসাদের আদলে ফুটিয়ে তোলা হয়েছে। নজরকাড়া শিল্পী শৈলী ফুটে উঠেছে মণ্ডপ ও প্রতিমা সজ্জ্যায়। রাজস্থানের লোক সংস্কৃতি এবং দৈনন্দিন জীবনযাত্রাকে তুলে ধরা হয়েছে মণ্ডপে । পঞ্চমী থেকেই সাধারণ মানুষের নজর কাড়ছে এই পুজো। বেছে নেওয়া হয়েছে । পুজো কমিটির হাতে জেলার সেরা ট্রফি তুলে দেওয়া হলো পুজো কমিটির উদ্যোক্তাদের হাতে । বাইট: ১) সত্যদেব কুন্ডু (কেকো ইনস্ট্যান্ট নুডুলসের কর্মী) ২) সঞ্জিত দত্ত (পুজো কমিটির সম্পাদক)
0
comment0
Report
BSBhabananda Singha
Sept 27, 2025 16:01:45
Dinajpur, Rangpur Division:জেলার ১২ টি পুজো কমিটিকে বিশ্ববাংলা শারদ সম্মান পুরষ্কার দিল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন৷ কর্নজোড়ায় জেলা প্রশাসনিক ভবনে এই পুরষ্কার তুলে দেওয়া হয়৷ প্রতিটি পুজো কমিটিকে দেওয়া হয় আর্থিক ৫০ থেকে ১০ হাজার টাকার চেক৷ জেলার ৪৮ টি পুজো কমিটি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে৷ চোপড়া থেকে ইটাহার জেলার প্রতিটি ব্লক ও পুরসভার পুজো কমিটি গুলো এই প্রতিযোগিতায় অংশ নেয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা সহ অন্যান্য প্রশাসনের কর্তারা। বাইটঃ পম্পা পাল (সভাধিপতি, উত্তর দিনাজপুর জেলা পরিষদ) 2709ZG_NDIN_PUJA_PRZ_R
0
comment0
Report
PDPradyut Das
Sept 27, 2025 14:50:17
Jalpaiguri, West Bengal:2C 2709ZG_JAL_ZUBEEN_R1 R & R1 বলে ২ সি তে। আনন্দের মাঝেই বিষাদের সুর। পূজা মন্ডপ দর্শনের পাশাপাশি প্রিয় গায়ক জুবিন গর্গ কেউ স্মরণ করুন। জুবিন ভক্তরা জলপাইগুড়ির ধুপগুড়িতে প্রত্যেকটি পুজো মণ্ডপে প্রিয় গায়ক জুবিন গর্গ এর ছবি লাগিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন। প্রসেনজিৎ বর্মন একজন কন্টেন্ট ক্রিয়েটার। সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে বলেন, আজকে এই পুজোর সময়ে আমাদের মাঝে আমাদের প্রিয় গায়ক জুবিন গর্গ নেই, এটা সত্যি আমাদের কাছে দুঃখের বিষয়। তাই আমরা চাই সবাই যেহেতু মা দুর্গাকে দর্শন করতে আসবে তাই মা দুর্গাকে দর্শনের সাথে তারা জুবিন গর্গ কেও স্মরণ করুক। তাই আমি এ উদ্যোগ নিয়েছি আর এই উদ্যোগে আমার বন্ধুরা আমাকে যথেষ্ট হেল্প করেছে এবং ধুপগুড়ির ক্লাবগুলিকে অসংখ্য ধন্যবাদ কারণ তারা আমাদের শ্রদ্ধাঞ্জলি পর্ব অনুষ্ঠানে সাপোর্ট করেছে আমাদের সঙ্গ দিয়েছে। আমরা প্রায় শহরের প্রত্যেকটি ক্লাবের পুজো মণ্ডপে শ্রদ্ধাঞ্জলি পর্ব পালন করেছি কিছু ক্লাব তারা নিজেরাই করেছে আগে। আগামীতে ধুপগুড়ির প্রত্যেকটি ক্লাবের পূজোর জন্য আমরা ভালো কিছু করব বলে আশ্বাস। রিপোর্ট:- প্রদ্যুৎ দাস ( জলপাইগুড়ি )
3
comment0
Report
STSrikanta Thakur
Sept 27, 2025 13:19:46
Dinajpur, Rangpur Division:পুজোর মধ্যেই বড় উপহার জেলার দুটি পলিটেকনিক কলেজকে তালিকায় রয়েছে আরও ১১ টি বিদ্যালয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও জেলা সাংসদ সুকান্ত মজুমদারের পক্ষ থেকে এই উপহার পেয়ে খুশি বিদ্যার্থী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সকলে। সাংসদ তহবিল ব্যতীত সিএসআর ফান্ডে দক্ষিণ দিনাজপুর জেলার দুটি পলিটেকনিক কলেজ এবং ১১টি বিদ্যালয়ে Artificial Intelligence (AI) ল্যাবরেটরীর জন্য অর্থ বরাদ্দ হয়, সেই অর্থে নির্মিত দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের গোপালগঞ্জ আর.এন. উচ্চ বিদ্যালয়ে Artificial Intelligence (AI) ল্যাবরেটরীর শুভ উদ্বোধন করলেন ভারত সরকারের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার মহাশয়। পঞ্চমীর দিন দুপুরে কুমারগঞ্জের এই স্কুলে গিয়ে তিনি এআই লাবের উদ্বোধন করেন। আগামী দিনে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রেও এআই অপরিহার্য হয়ে উঠবে, তাই এখন থেকে প্রত্যন্ত এলাকাতেও ওই ল্যাবের প্রয়োজন বলে মনে করছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বাইট ১/ সুকান্ত মজুমদার 2709ZG_SDIN_AI_LAB
0
comment0
Report
CDChampak Dutta
Sept 27, 2025 13:19:12
Kaji Chak, West Bengal:*দুর্গা পুজোতে অর্থের আশায় গ্রাম থেকে শহরে পাড়ি ঢাকিদের।* আজ পঞ্চমী চন্দ্রকোনা হাওড়া গাড়িতে ঢাকিদের ভিড়।গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে অর্থের আশায় পাড়ি দিচ্ছে ঢাকিরা। দুর্গাপুজো, মনে কষ্ট নিয়েই পাড়ি দিতে হচ্ছে গ্রাম ছেড়ে শহরে। অনিশ্চয়তার মধ্যেই ঢাকির দল শহরে পাড়ি দিচ্ছে।এবছর রাজ্য জুড়েই বেশি বৃষ্টিপাতের জন্য ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছিল। কিছুদিন আগে পর্যন্ত নিচু এলাকাতে জমেছিল জল।গত কয়েকদিন আগেও কলকাতা জলমগ্ন হয়েছে। বেশ কিছু জায়গায় জল থাকলেও স্বাভাবিক ছন্দে ফিরেছে কলকাতা। ঢাকিরা চিন্তিত এই বৃষ্টিতে জমা জলে কলকাতার পুজোয় আদৌ তাদের বাজার চাঙ্গা হবে কিনা। ঢাকিরা জানাচ্ছেন তারা তো শখ করে গ্রাম থেকে শহরে যাইনা।গ্রাম থেকে শহরে গিয়ে সেখানেই তাদের পূজো উদ্যোক্তারা তাদের সাথে কথা বলে নিয়ে যান।সারাটা বছর এই দুর্গা পূজাকে কেন্দ্র করে তাকিয়ে থাকে ঢাকি সম্প্রদায়।দূর্গা পুজোকে কেন্দ্র করে এক মাস আগে থেকে ঢাকিদের চলে প্রস্তুতি। গ্রামের দিকে সেই ভাবে পয়সা মেলে না তাই তারা গ্রাম ছেড়ে যায় শহরে। সারা বছর বিভিন্ন অনুষ্ঠানে এখানে থাকলেও পুজোর সময় তারা পাড়ি দেয় শহরে।পুজো শেষে পরিবারের সদস্যদের নতুন পোশাক কিনে টাকা পয়সা নিয়ে বাড়ি ফিরে এরা।এবার কি পরিস্থিতি হবে রুজিরোজগার কেমন হবে তা নিয়ে দুঃশ্চিন্তা রয়েছে কোলকাতার উদ্দেশ্য পাড়ি দেওয়া চন্দ্রকোনার ঢাকিরা। ছবি বাইট 2c তে SLUG- 2709ZG_WMID_DHAKI_R বাইট ১)গণেশ রুইদাস(ঢাকি)
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Sept 27, 2025 13:18:55
Asansol, West Bengal:আসানসোলের চিত্তরঞ্জন ছয়ের পল্লী জি ২৪ ঘন্টা জেলার সেরা পুজো পেয়ে খুবই উৎসাহিত ক্লাবের সদস্যরা। প্রাইজ হাতে রীতিমতো ঢাকের তালে নাচ শুরু করল পুরুষ ও মহিলা সদস্যরা। এ বছর এই পুজো ৭৪ বছরে পড়ল। এ বছরের পুজোর থিম একটি গাছ একটি প্রাণ। কলকাতার পর বড় শহর বলতে আসানসোল। যেখানে বর্তমানে ফ্ল্যাটের চাহিদা বেড়েছে। যেখানে গাছ লাগানোর জায়গা হচ্ছে ব্যালকনি। এই জিনিসটাই বোঝাতে চেয়েছে ৬ এর পল্লীর দুর্গা পূজা কমিটির সদস্যরা। অর্থাৎ গাছ লাগানোর জন্য কোন বাগানবাড়ি দরকার নেই। নিজের ফ্ল্যাটের ব্যালকনিতে বা জানালাতে গাছ লাগাব মনে করলে অনেক রকম গাছ আছে যা প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়। আর যদি এই জিনিসটা বাস্তবে রূপায়িত হয় তাহলে পৃথিবী হবে খুবই সুন্দর দুষন মুক্ত হবে । 2709ZG_JS_ASN_6_PALLY Byte Bappa Kundu
0
comment0
Report
BBBimal Basu
Sept 27, 2025 13:18:13
Basirhat, West Bengal:বলে 2C একটা ভিসুয়াল ও দুটি বাইট পাঠিয়েছি। একটি অফিসের দেওয়া প্রশ্নের বাইট আর একটা সকল সাংবাদিকদের প্রশ্নের বাইট। হিঙ্গলগঞ্জে দুর্গপুজো উদ্বোধনে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য্য ভারত বাংলাদেশ সীমান্তের প্রত্যন্ত হিঙ্গলগঞ্জের পূজা উদ্বোধন করলেন। শনিবার দুপুরে পঞ্চমী তিথিতে হিঙ্গলগঞ্জের ত্রিনয়নী দুর্গাপূজা কমিটির পূজো মণ্ডপ উদ্বোধন করেন শমীক ভট্টাচার্য। এদিন তিনি দুর্গাপূজার রাজনীতিকে কারণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার রাজনীতির কারণে বিরুদ্ধে সোচ্চার হন। এদিনের অনুষ্ঠানে শ্রমিক ভট্টাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুকল্যাণ বৈদ্য সহ স্থানীয় বিজেপি নেতৃবৃন্দ। 1) বাইট B শমীক ভট্টাচার্য ( অফিসের দেওয়া প্রশ্নের বাইট। 2) B1 শমীক ভট্টাচার্য ( সকল সাংবাদিকদের প্রশ্নের বাইট ) বিমল বসু বসিরহাট
0
comment0
Report
Navaratri 2025
Advertisement
Back to top