Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
সাউথ 24 পরগনা743383

सुंदरबन की सुरक्षा के लिए 265 हेक्टेयर में मैनग्रोव रोपण शुरू

TCTathagata Chakraborty
Dec 27, 2025 04:17:48
Maipit, ওয়েস্ট বেঙ্গল
সন্দুরবন রক্ষায় জোরকদমে ম্যানগ্রোভ রোপণ, ২৬৫ হেক্টর জুড়ে বনদপ্তরের উদ্যোগ সুন্দরবনকে বাঁচাতে সক্রিয় ভূমিকা নিয়েছে বনদপ্তর। সুন্দরবন জুড়ে শুরু হয়েছে ব্যাপক ম্যানগ্রোভ রোপণ কর্মসূচি। বনদপ্তর সূত্রে জানা_gaiয়েছে, চলতি বছরের অক্টোবর মাস থেকে এই কাজ শুরু হয়েছে এবং আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই কর্মসূচি চলবে। ইতিমধ্যেই বেশিরভাগ এলাকায় ম্যানগ্রোভ গাছ লাগানোর কাজ সম্পন্ন হয়েছে। বনদপ্তরের অধীন মোট ২৬৫ হেক্টর জমিতে এই ম্যানগ্রোভ রোপণ করা হচ্ছে। এর মধ্যে রায়দিঘী এলাকায় ২০০ হেক্টর, রামগঙ্গায় ৫০ হেক্টর এবং নামখানায় ১৫ হেক্টর জমিতে ম্যানগ্রোভ গাছ লাগানো হবে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই কাজ চলবে বলেই বনদপ্তর সূত্রে Known হয়েছে। এই ম্যানগ্রোভ রোপণের ফলে একদিকে যেমন উপকূলীয় অঞ্চলে ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে, তেমনই ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে সুন্দরবনকে রক্ষা করা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি লাগানো গাছগুলি যাতে সঠিকভাবে বেড়ে ওঠে ও টিকে থাকে, তার জন্য নিয়মিত নজরদারিও চালানো হচ্ছে বনদপ্তরের তরফে.
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
EGE GOPI
Dec 27, 2025 06:20:24
Kharagpur, West Bengal:West Medinipur: পিংলায় বিজেপির কর্মসূচি রুখতে ফোনে হুমকি? পাল্টা অডিও ভুয়ো দাবি তৃণমূলের পিংলা: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ক্ষীরাই গ্রাম পঞ্চায়েতের কাঁটাপুকুর এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি কর্মীদের অভিযোগ, ক্ষীরাই অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মাইতি ফোনে হুমকি দিয়ে জানিয়েছেন এলাকায় কোনওভাবেই বিজেপির কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না。 বিজেপির অভিযোগ, হুমকির পর ওই এলাকায় এসে তাদের দলীয় পতাকা ও নেতাদের ছবি ছিঁড়ে ফেলা হয়। পাশাপাশি একটি অস্থায়ী ত্রিপলের ছাউনিও ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বিজেপি নেতৃত্ব সরব হয়েছে। একদিন আগের ঘটনার একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারা প্রতিবাদ জানিয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে না বলে জানা গেছে。 অন্যদিকে, অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ক্ষীরাই অঞ্চলের যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মাইতি। তাঁর দাবি, ভাইরাল হওয়া অডিওটি তাঁর নয়। তিনি বলেন, “আমার কণ্ঠস্বর বিকৃত করে ওই অডিও তৈরি করা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে বদনাম করার চেষ্টা চলছে।” এই ঘটনায় তিনি বিজেপির বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন। বিশ্বজিৎ মাইতির আরও বক্তব্য, “পিংলায় বিজেপির কোনও মাটি নেই। রাজনৈতিকভাবে আমাকে এবং দলকে কালিমালিপ্ত করতেই এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে。” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে স্থানীয় প্রশাসন。 বাইট: ১: বিশ্বজিৎ মাইতি ( তৃণমূলের অঞ্চল যুব সভাপতি) ২: গোপাল দাস (বিজেপি নেতা) ৩: ভাইরাল অডিও
0
comment0
Report
TDTapan Deb
Dec 27, 2025 06:03:22
0
comment0
Report
ABArup Basak
Dec 27, 2025 05:18:27
Mal Bazar, West Bengal:*প্রকৃতির কোলে শেখার পাঠ: লিস নদীর তীরে পরিবেশ শিবিরে প্রাণের উচ্ছ্বাস...* সবুজ পাহাড়ের সারি, পাথরের গা বেয়ে নেমে আসা স্বচ্ছ লিস নদীর কলকল ধ্বনি আর আকাশে ডানা মেলা অচেনা পাখির ডাক—এই অপার সৌন্দর্যের মাঝেই প্রকৃতিকে জানার এক ব্যতিক্রমী পাঠে মেতে উঠল শত শত পড়ুয়া। কালিম্পং জেলার মাকুম এলাকায় শুরু হয়েছে মাল ব্লকের ওদলাবাড়ির পরিবেশপ্রেমী সংগঠনের বার্ষিক প্রকৃতি পর্যবেক্ষণ শিবির। প্রকৃতির নীরবতা আর নির্জনতাকে সঙ্গী করে মাকুম এলাকায় ন্যাস-এর রজতজয়ন্তী বর্ষের প্রকৃতি পর্যবেক্ষণ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালবাজারের বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস। উপস্থিত ছিলেন মাল থানার আইসি সৌম্যজিত মল্লিক। ন্যাস-এর কো-অর্ডিনেটর নফসর আলি, বিশ্বজিৎ নন্দী জানান, ৮ থেকে ২০-২১ বছর বয়সি স্কুল ও কলেজপড়ুয়া মোট ১৫০ জন ছাত্রছাত্রী এই শিবিরে অংশ নিয়েছে। শিবিরে অংশগ্রহণকারী দীপা মণ্ডল ও জ্যোতি মজুমদারের চোখেমুখে উচ্ছ্বাস স্পষ্ট। তারা জানায়, এই প্রথম বাবা-মাকে ছেড়ে বন্ধুদের সঙ্গে তাবুতে থেকে প্রকৃতির কাছে আসার সুযোগ পেয়েছে। আগামী পাঁচ দিন পাহাড়, নদী ও অরণ্যের সঙ্গে কাটানোর ভাবনাতেই তারা রীতিমতো রোমাঞ্চিত। একইভাবে নতুন অভিজ্ঞতা ও শেখার আগ্রহে মুখর নরদীপ বিশ্বকর্মার মতো আরও অনেক পড়ুয়া। এর আগে বিধানপল্লি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে রাজ্যের মন্ত্রী বুলু চিক বরাইক রজতজয়ন্তী বর্ষের এই শিবিরের আনুষ্ঠানিক ফ্ল্যাগ অফ করেন। পাথুরে নদীপথ পেরিয়ে পড়ুয়ারা পৌঁছায় প্রকৃতির কোলে গড়ে ওঠা শিবিরে। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত পড়ুয়াদের ট্রেকিং, রক ক্লাইম্বিং, রিভার ক্রসিং, র‍্যাপেলিং, প্রতিকূল পরিস্থিতিতে আত্মরক্ষার কৌশলসহ নানা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এই শিবির মিলিয়ে প্রায় ১৫০ জন ছাত্রছাত্রী ও প্রায় ৫০ জন গাইড-প্রশিক্ষক অংশ নিচ্ছেন এই প্রকৃতি শিক্ষার মহাযজ্ঞে। বাইট ১) মন্ত্রী বুলুচিক বড়াইক। ২) ক্যাম্পাস ছাত্রী।জ্যোতি মজুমদার ৩) স্কুল ছাত্রী দীপা মন্ডল ৪) স্কুল ছাত্র ৫) সংগঠনের কর্ডিনেটার নফসর আলী। ৬) পিটুসি অরুপ বসাক 2712ZG_MAL_NATURE_CAMP_R3
0
comment0
Report

MCMoumita Chakraborty
Dec 27, 2025 05:18:03
Kolkata, West Bengal:
0
comment0
Report
MCMoumita Chakraborty
Dec 27, 2025 05:17:51
Kolkata, West Bengal:BD James concert update
0
comment0
Report
PDPradyut Das
Dec 27, 2025 05:17:44
Jalpaiguri, West Bengal:এবার টলিউডে আসছে পদ্মশ্রী করিমূল হকের জীবনকাহিনি। ‘অ্যাম্বুল্যান্স দাদা’র ভূমিকায় দেব। অন লাইনে সাংবাদিক সম্মেলন করে সিনেমা নিয়ে নানান কথা জানালেন অভিনেতা। টলিউডে এবার পর্দায় উঠে আসতে চলেছে বাস্তব জীবনের এক অনন্য মানবিক লড়াইয়ের গল্প। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমূল হকের জীবনকাহিনি অবলম্বনে নির্মিত হতে চলেছে একটি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি( বায়ে পিক)। এই ছবিতে ‘অ্যাম্বুল্যান্স দাদা’ করিমূল হকের ভূমিকায় অভিনয় করবেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব। জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজা ডাঙা গ্রামপঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম ধলা বাড়ি। এলাকা থেকে উঠে আসা করিমূল হক তাঁর মানবিক কাজের জন্য আজ দেশজুড়ে পরিচিত মুখ। নিজে মাকে হারানোর বেদনা থেকেই তাঁর জীবনে আসে এক নতুন শপথ—আর কোনও মানুষ যেন চিকিৎসার অভাবে বা অ্যাম্বুল্যান্স না পেয়ে প্রাণ না হারান। সেই লক্ষ্যেই নিজের মাইনের টাকার একটা অংশ তিনি শুরু করেন বিনামূল্যের বাইক অ্যাম্বুল্যান্স পরিষেবা। ছবিতে করিমূল হকের সংগ্রাম, পারিবারিক জীবন, সামাজিক প্রতিবন্ধকতা ও অদম্য মানসিকতার বাস্তব চিত্র ফুটে উঠবে বলে জানা গেছে। দেবের মতো একজন প্রতিষ্ঠিত অভিনেতা এই চরিত্রে অভিনয় করায় ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। নিজের চরিত্র প্রসঙ্গে দেব জানান, এই ছবিটি তাঁর কাছে শুধুমাত্র অভিনয় নয়, বরং এক বিরাট দায়িত্ব। একজন জীবন্ত কিংবদন্তির চরিত্রে অভিনয় করা গর্বের পাশাপাশি চ্যালেঞ্জেরও। বাস্তবের করিমূল হকের জীবন দর্শকদের সামনে তুলে ধরতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান দেব।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 27, 2025 05:08:07
Baruipur, West Bengal:শওকত মোল্লার দাবি ভাঙ্গরে আইএসএফ তপস্যা করলেও ২৬ শে জিততে পারবে না। তৃণমূল কংগ্রেস জিতবে। বাংলায় ২৩৫ থেকে ২৪০ টা সিটে জিতবে তৃণমূল। কারোর আটকানোর ক্ষমতা নেই। এটা সবাইকে মনে রাখা উচিত। আই এস এফের সঙ্গে যে সমস্ত নেতা আছে ৯০% নেতা গাঁজাখোর নেশাখোর দায়িত্ব নিয়ে বললেন সওকাত মোল্লা। পাশাপাশি নওশাদ সিদ্দিকীর ও নীতি নৈতিকতা আদর্শ নেই। কারণ বিজেপির বিরুদ্ধে নওশাদ কথা বলতে পারবে না। নওশাদ কথা বললেই বিজেপি গলা টিপে যে টাকাগুলো মালগুলো নিয়েছিস সেগুলো ফেরত নেবে। যার কারণে বিজেপির বিরুদ্ধে কোন কথা বলতে পারবে না নওশাদ। মুখ্যমন্ত্রী আছে বলেই বাংলার মুসলমানরা নিরাপদে আছে। মাথা উঁচু করে কথা বলতে পারছে। এখনো পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। বিজেপিকে না রুখলে সংখ্যালঘুদের সর্বনাশ। আইএসএফ দল মানে বিজেপি দল।তাই আই ایس এফের কে ভোট না দিয়ে বিজেপি কে ভোট দেওয়া ভালো। একের পর এক আই এস এফ ও বিজেপিকে প্রকাশ্য মঞ্চ থেকে তুলোধোনা করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, শানপুকুর এলাকায় এক কর্মী সভা থেকে।
0
comment0
Report
NHNantu Hazra
Dec 27, 2025 05:07:29
0
comment0
Report
PDPradyut Das
Dec 27, 2025 05:01:38
Jalpaiguri, West Bengal:কনকনে শীত। ঘন কুয়াশায় ঢাকা রয়েছে জলপাইগুড়ি। শীতের দাপট বাড়ছে। ঠান্ডায় জুব-থুবু জলপাইগুড়ি জেলাবাসী। সেইসঙ্গে কুয়াশায় মোড়া চারদিক। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১০- ১২ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। কুয়াশার কারণে দুর্ঘটনা রুখতে বিশেষ সতর্ক ট্রাফিক পুলিশ। হাইওয়েতে গাড়ি থামিয়ে চালকদের চা, জল খাওয়ানা হচ্ছে। গতি নিয়ন্ত্রনের পাশাপাশি গাড়ির হেড লাইট জ্বলে চলাচল করতে বলা হচ্ছে পুলিশের তরফে। অনেকটাই দেরিতে খুলছে দোকানপাট। তবে ভোর থেকে ভিড় জমছে চায়ের দোকানে। রাস্তার মোড়ে মোড়ে আগুন পোহাতে দেখা যাচ্ছে মানুষজনকে। তবে ঠান্ডার এই আমেজ উপভোগ করতে ডুয়ার্সে ভিড় জমাচ্ছেন পর্যটকরা।
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Dec 27, 2025 04:32:24
Arambag, West Bengal:আরমবাগঃ২৭ ডিসেম্বর মাঝপথে থমকে গেল মাইক স্টেজ থেকে নেমে গেলেন লগ্নজিতা। "যান্ত্রিক ত্রুটির" ব্যাখ্যা দিয়ে লগ্নজিতাকে সম্মাননা। "যান্ত্রিক ত্রুটির" দ্বিতীয় পর্যায়ে কথামত "মাগো ভৈরবী জাগো জাগো মা..."গান গাইলেন। তবে তিনি রাজনীতিতে আসছেন কিনা সময় বলে দেবে বললেন লগ্নজিতা । আরামবাগ উৎসবে শিল্পী লগ্নজিতা চক্রবর্তীর অনুষ্ঠান মাঝপথে থমকে গেল। শিল্পী মঞ্চে উঠেই ২ টি গান পরিবেশন করেন আর তৃতীয় গান চলতে চলতেই হঠাৎই আওয়াজ নেই মাইক্রোফোনে। প্রায় দশ মিনিট ধরে বন্ধ সাউন্ড। ‌ আর আরামবাগ পৌরসভার পক্ষ থেকে কোন রকমের সামাল দেওয়া হচ্ছে, মঞ্চের সামনের দর্শকদের। এই নিয়ে আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জিকে প্রশ্ন করতে তিনি বললেন কিছু বলবেন না। তবে মঞ্চ থেকে ঘোষণা করা হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণ। ২ টি গান পরিবেশনের পরেই হঠাৎই বন্ধ হয়ে যায় সাউন্ড সিস্টেম। আর এই নিয়েই তোলপাড় শুরু হয় দর্শকদের। মঞ্চ থেকে নেমে যান শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। আর এই বিষয়টি নিয়ে মঞ্চের পিছনে লগ্নজিতাকে প্রশ্ন করতেই বললেন- "আমি তো আগেই বলেছিলাম শুধু আরামবাগ কেন সব জায়গাতেই গাইবো। তিনি বলেন যিনি সেক্যুলার নিয়ে বলেছিলেন তিনি বলতে পারবেন সেক্যুলার গান কি" শুধু বিজেপি নয় তৃণমূল কংগ্রেস সিপিআইএম সবার তরফ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। আমার যারা অনুরাগী তারাও আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন।* রাজনীতিতে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন ইলেকশন তো আর বেশি দেরি নেই তো আসছি কিনা ভোট ঘোষণা সময়েই জানা যাবে। মধুবন্তী প্রসঙ্গে বলেন যে তীব্র প্রতিবাদ জানাবো জাে যে স্টেজে থাকুক না কেন স্টেজে উঠে মারতে উদ্যত হওয়াটার ঠিক নয়। এটা আমি প্রতিবাদ জানাচ্ছি। আমার নতুন করে প্রতিবাদের কিছু নেই। সেদিন আমার যা ব্যবস্থা নেওয়ার সেদিন আমি আইনত নিয়েছি, полиция যেটা করতে বলেছিল সেটা আমি করেছি। আজকে আমার একটাই উদ্দেশ্য আমার গান গাওয়া। তবে ছন্দ ফিরতেই পৌরসভার পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি ষ্টেজে লগ্নজিতাকে পৌরসভার পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সম্মান জানায়। আর তারপরেই "মাগো ভৈরবী জাগো জাগো মা" গানটি পরিবেশন করেন。 আর এই দিনই সন্ধ্যায় পথসভা থেকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আরামবাগে সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তরে বলেন-দ্বিতীয় বাংলাদেশ হতে চলেছে পশ্চিমবঙ্গ। বাংলাদেশের পরিস্থিতিটা বুঝে দেখুন ওস্তাদের রশিদ খান এবং তার ছেলে পালিয়ে এসেছে সেখানে গান করতে পারেনি এবং বলেছেন জীবনে আর কোনদিন বাংলাদেশে গান করতে যাব না। ওই ধরনের সম্প্রদায়িক পরিবেশ হিন্দু হোক বা মুসলমান সবার জন্যই ক্ষতিকর। হিন্দুদের টোল খোলার কোন পরিকল্পনা নেই তৃণমূলের আপনি যদি মাদ্রাসা খুলতে চান তাহলে আপনাকে সাহায্য করবে। নগ্নজিতা প্রসঙ্গে তিনি বলেন, লগ্নজিতা বুঝে গেছেন সেকুলারিজম বহুত্ববাদ ততক্ষণই থাকবে যতক্ষণ হিন্দু থাকবে। যেখানে হিন্দু মেজরিটি নেই সেখানে সেকুলারিজম থাকে না। সেখানে গান থাকেনা , সংগীত থাকে না, শিল্প থাকে না, বহুত্ববাদ থাকেনা, আপনারা তো দেখেছেন বাংলাদেশে কেমন হারমোনিয়াম ভাঙছে। শিল্পীদেরকে জিজ্ঞেস করুন তারা কি ওইরকম পরিবেশ চান, নাকি নরেন্দ্র মোদির এই ভারতবর্ষ চায়। স্লাগ--- 2712ZG_ARM_LAGNAJITA_R ছবি আছে 2 C তে।
0
comment0
Report
CDChampak Dutta
Dec 27, 2025 04:31:20
Kaji Chak, West Bengal:দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হলো ঘাটাল মাস্টার প্ল্যানের ঘাটাল শহরে শিলাবতী নদী খননকার্য। নারকেল ফাটিয়ে, পুজো করে শিলাবতী নদীর ঘাটাল শহর এলাকায় ভেসেলের উপর জেসিবি মেশিন দিয়ে থেকে শুরু হল শিলাবতী নদী ডেইজিং এর কাজ। পাশাপাশি ঘাটাল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কৃষ্ণনগর এলাকায় চলছে ঘাটাল মাস্টার প্ল্যানের পাম্প হাউস তৈরি। উপস্থিত ছিলেন ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা, ঘাটাল মহকুমা সেচ দপ্তরের আধিকারিক উজ্জ্বল মাখাল, ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজী সহ অন্যান্যরা। শিলাবতী নদী খনন কার্জ শুরু হওয়ায় খুশি ঘাটালের বানভাসি এলাকার মানুষজন।
0
comment0
Report
CDChampak Dutta
Dec 27, 2025 04:31:06
Kaji Chak, West Bengal:মেদিনীপুর শহরের খাপ্র্রেলবাজার এলাকায় শুক্রবার রাত্রে একটি পরিত্যক্ত পুকুরে ফেলা আবর্জনায় লেগে যায় আগুন। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। দমকল কর্মীদের বক্তব্য এই পুকুরে বারে বারে আগুন লাগে। ইতিমধ্যেই তিন থেকে চারবার তারা এসে আগুন নিভিয়েছে। এই বিষয়টি স্থানীয় কাউন্সিলের দেখা উচিত বলেই তারা জানিয়েছেন। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন গত কয়েকদিন ধরেই ওই পুকুরে ক্রমাগত ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। এর ফলে এলাকার মানুষ বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ছিল। ওই পুকুরটি পরিত্যক্ত পুকুর , পুকুরের মালিক কে বলা সত্ত্বেও কোন প্রাচীর না দেওয়ার জন্য বিভিন্ন নার্সিংহোমের বজ্র পদার্থ এবং বাড়ির ময়লা আবর্জনা ফেলে দিয়ে যায়। ফলে কোন বিড়ি সিগারেটের থেকে আগুন লেগে যাওয়ার ফলে বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি হয়। এই দিনও সেই রকমই ঘটনা ঘটেছিল। এলাকাবাসীরা চাইছে দ্রুত এই সমস্যার সমাধান করুন মেদিনীপুর পৌরসভা।
0
comment0
Report
Advertisement
Back to top