Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Kolkata700073
बांग्लादेश में सोनातोनी आंदोलन ने राजनीतिक वातावरण गरम कर दिया
MCMoumita Chakraborty
Dec 27, 2025 05:17:59
Kolkata, West Bengal
Bangladesh sonatoni agitation
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
NRNarayan Roy
Dec 27, 2025 07:17:09
Siliguri, West Bengal:*शिलिगুড়ি SDO অফিসএ শুরু হলো SIR-এর হিয়ারিং প্রক্রিয়া* সকাল থেকে শিলিগুড়ি এসডিও অফিসে নিয়ম অনুযায়ী SIR কার্যক্রম শুরু হয়। ইলেকশন কমিশনের আধিকারিকদের উপস্থিতিতে এই প্রক্রিয়া পরিচালিত হচ্ছে。 হিয়ারিংকে কেন্দ্র করে SDO অফিস চত্বরে সকাল থেকেই লক্ষ্য করা যায় ব্যাপক তৎপরতা। বিভিন্ন এলাকা থেকে আগত ভোটাররা নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে নিজেদের বক্তব্য ও প্রয়োজনীয় নথিপত্র পেশ করছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, স্বচ্ছতা বজায় রেখে এবং সকল পক্ষের কথা গুরুত্ব সহকারে শুনেই এই হিয়ারিং প্রক্রিয়া সম্পন্ন করা হবে。 শান্তিপূর্ণভাবে SIR হিয়ারিং সম্পন্ন করার জন্য শহর শিলিগুড়ির কিছু স্কুল চত্বরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো রকম বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও সক্রিয় ভূমিকা পালন করছেন।
0
comment0
Report
MMManoranjan Mishra
Dec 27, 2025 07:16:49
Purulia, West Bengal:পুরুলিয়া : রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পুরুলিয়া জেলাতেও আজ থেকে শুরু হল এসআইআরের শুনানি পর্ব । চলবে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত। প্রশাসনিক দপ্তরগুলোতে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে এসআইআরের শুনানির পোস্টার । সকাল থেকেই জেলা শাসক দপ্তর থেকে বিডিও অফিসে হাজির হয়েছে নতুন তালিকায় নাম না থাকায় ব্যক্তি্রা। ঘটনাস্থলে হাজির হয়েছে সংলিষ্ট বুথের বিএলও - রা । সচিত্র পরিচয় পত্র, আধার, বাড়ির দলিল, স্কুলের সার্টিফিকেট সহ নানান নথি নিয়ে জেলা প্রশাসনিক দপ্তর এবং ব্লক অফিসে পৌঁছেছেন নতুন তালিকায় নাম না থাকা সাধারন মানুষেরা। বাইট: ১) মন্টুলাল মাহাতো (হেয়ারিংয়ে আসা ব্যক্তি) ২) মানিকলাল মাহাতো (হেয়ারিংয়ে আসা ব্যক্তি) ৩) মাধুরী মাহাতো (BLO)
0
comment0
Report
BSBarun Sengupta
Dec 27, 2025 07:04:32
0
comment0
Report
EGE GOPI
Dec 27, 2025 06:20:24
Kharagpur, West Bengal:West Medinipur: পিংলায় বিজেপির কর্মসূচি রুখতে ফোনে হুমকি? পাল্টা অডিও ভুয়ো দাবি তৃণমূলের পিংলা: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ক্ষীরাই গ্রাম পঞ্চায়েতের কাঁটাপুকুর এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি কর্মীদের অভিযোগ, ক্ষীরাই অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মাইতি ফোনে হুমকি দিয়ে জানিয়েছেন এলাকায় কোনওভাবেই বিজেপির কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না。 বিজেপির অভিযোগ, হুমকির পর ওই এলাকায় এসে তাদের দলীয় পতাকা ও নেতাদের ছবি ছিঁড়ে ফেলা হয়। পাশাপাশি একটি অস্থায়ী ত্রিপলের ছাউনিও ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বিজেপি নেতৃত্ব সরব হয়েছে। একদিন আগের ঘটনার একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারা প্রতিবাদ জানিয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে না বলে জানা গেছে。 অন্যদিকে, অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ক্ষীরাই অঞ্চলের যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মাইতি। তাঁর দাবি, ভাইরাল হওয়া অডিওটি তাঁর নয়। তিনি বলেন, “আমার কণ্ঠস্বর বিকৃত করে ওই অডিও তৈরি করা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে বদনাম করার চেষ্টা চলছে।” এই ঘটনায় তিনি বিজেপির বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন। বিশ্বজিৎ মাইতির আরও বক্তব্য, “পিংলায় বিজেপির কোনও মাটি নেই। রাজনৈতিকভাবে আমাকে এবং দলকে কালিমালিপ্ত করতেই এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে。” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে স্থানীয় প্রশাসন。 বাইট: ১: বিশ্বজিৎ মাইতি ( তৃণমূলের অঞ্চল যুব সভাপতি) ২: গোপাল দাস (বিজেপি নেতা) ৩: ভাইরাল অডিও
0
comment0
Report
TDTapan Deb
Dec 27, 2025 06:03:22
0
comment0
Report
ABArup Basak
Dec 27, 2025 05:18:27
Mal Bazar, West Bengal:*প্রকৃতির কোলে শেখার পাঠ: লিস নদীর তীরে পরিবেশ শিবিরে প্রাণের উচ্ছ্বাস...* সবুজ পাহাড়ের সারি, পাথরের গা বেয়ে নেমে আসা স্বচ্ছ লিস নদীর কলকল ধ্বনি আর আকাশে ডানা মেলা অচেনা পাখির ডাক—এই অপার সৌন্দর্যের মাঝেই প্রকৃতিকে জানার এক ব্যতিক্রমী পাঠে মেতে উঠল শত শত পড়ুয়া। কালিম্পং জেলার মাকুম এলাকায় শুরু হয়েছে মাল ব্লকের ওদলাবাড়ির পরিবেশপ্রেমী সংগঠনের বার্ষিক প্রকৃতি পর্যবেক্ষণ শিবির। প্রকৃতির নীরবতা আর নির্জনতাকে সঙ্গী করে মাকুম এলাকায় ন্যাস-এর রজতজয়ন্তী বর্ষের প্রকৃতি পর্যবেক্ষণ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালবাজারের বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস। উপস্থিত ছিলেন মাল থানার আইসি সৌম্যজিত মল্লিক। ন্যাস-এর কো-অর্ডিনেটর নফসর আলি, বিশ্বজিৎ নন্দী জানান, ৮ থেকে ২০-২১ বছর বয়সি স্কুল ও কলেজপড়ুয়া মোট ১৫০ জন ছাত্রছাত্রী এই শিবিরে অংশ নিয়েছে। শিবিরে অংশগ্রহণকারী দীপা মণ্ডল ও জ্যোতি মজুমদারের চোখেমুখে উচ্ছ্বাস স্পষ্ট। তারা জানায়, এই প্রথম বাবা-মাকে ছেড়ে বন্ধুদের সঙ্গে তাবুতে থেকে প্রকৃতির কাছে আসার সুযোগ পেয়েছে। আগামী পাঁচ দিন পাহাড়, নদী ও অরণ্যের সঙ্গে কাটানোর ভাবনাতেই তারা রীতিমতো রোমাঞ্চিত। একইভাবে নতুন অভিজ্ঞতা ও শেখার আগ্রহে মুখর নরদীপ বিশ্বকর্মার মতো আরও অনেক পড়ুয়া। এর আগে বিধানপল্লি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে রাজ্যের মন্ত্রী বুলু চিক বরাইক রজতজয়ন্তী বর্ষের এই শিবিরের আনুষ্ঠানিক ফ্ল্যাগ অফ করেন। পাথুরে নদীপথ পেরিয়ে পড়ুয়ারা পৌঁছায় প্রকৃতির কোলে গড়ে ওঠা শিবিরে। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত পড়ুয়াদের ট্রেকিং, রক ক্লাইম্বিং, রিভার ক্রসিং, র‍্যাপেলিং, প্রতিকূল পরিস্থিতিতে আত্মরক্ষার কৌশলসহ নানা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এই শিবির মিলিয়ে প্রায় ১৫০ জন ছাত্রছাত্রী ও প্রায় ৫০ জন গাইড-প্রশিক্ষক অংশ নিচ্ছেন এই প্রকৃতি শিক্ষার মহাযজ্ঞে। বাইট ১) মন্ত্রী বুলুচিক বড়াইক। ২) ক্যাম্পাস ছাত্রী।জ্যোতি মজুমদার ৩) স্কুল ছাত্রী দীপা মন্ডল ৪) স্কুল ছাত্র ৫) সংগঠনের কর্ডিনেটার নফসর আলী। ৬) পিটুসি অরুপ বসাক 2712ZG_MAL_NATURE_CAMP_R3
0
comment0
Report

MCMoumita Chakraborty
Dec 27, 2025 05:18:03
Kolkata, West Bengal:
0
comment0
Report
MCMoumita Chakraborty
Dec 27, 2025 05:17:51
Kolkata, West Bengal:BD James concert update
0
comment0
Report
PDPradyut Das
Dec 27, 2025 05:17:44
Jalpaiguri, West Bengal:এবার টলিউডে আসছে পদ্মশ্রী করিমূল হকের জীবনকাহিনি। ‘অ্যাম্বুল্যান্স দাদা’র ভূমিকায় দেব। অন লাইনে সাংবাদিক সম্মেলন করে সিনেমা নিয়ে নানান কথা জানালেন অভিনেতা। টলিউডে এবার পর্দায় উঠে আসতে চলেছে বাস্তব জীবনের এক অনন্য মানবিক লড়াইয়ের গল্প। পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমূল হকের জীবনকাহিনি অবলম্বনে নির্মিত হতে চলেছে একটি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি( বায়ে পিক)। এই ছবিতে ‘অ্যাম্বুল্যান্স দাদা’ করিমূল হকের ভূমিকায় অভিনয় করবেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব। জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজা ডাঙা গ্রামপঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম ধলা বাড়ি। এলাকা থেকে উঠে আসা করিমূল হক তাঁর মানবিক কাজের জন্য আজ দেশজুড়ে পরিচিত মুখ। নিজে মাকে হারানোর বেদনা থেকেই তাঁর জীবনে আসে এক নতুন শপথ—আর কোনও মানুষ যেন চিকিৎসার অভাবে বা অ্যাম্বুল্যান্স না পেয়ে প্রাণ না হারান। সেই লক্ষ্যেই নিজের মাইনের টাকার একটা অংশ তিনি শুরু করেন বিনামূল্যের বাইক অ্যাম্বুল্যান্স পরিষেবা। ছবিতে করিমূল হকের সংগ্রাম, পারিবারিক জীবন, সামাজিক প্রতিবন্ধকতা ও অদম্য মানসিকতার বাস্তব চিত্র ফুটে উঠবে বলে জানা গেছে। দেবের মতো একজন প্রতিষ্ঠিত অভিনেতা এই চরিত্রে অভিনয় করায় ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। নিজের চরিত্র প্রসঙ্গে দেব জানান, এই ছবিটি তাঁর কাছে শুধুমাত্র অভিনয় নয়, বরং এক বিরাট দায়িত্ব। একজন জীবন্ত কিংবদন্তির চরিত্রে অভিনয় করা গর্বের পাশাপাশি চ্যালেঞ্জেরও। বাস্তবের করিমূল হকের জীবন দর্শকদের সামনে তুলে ধরতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান দেব।
0
comment0
Report
PSPrasenjit Sardar
Dec 27, 2025 05:08:07
Baruipur, West Bengal:শওকত মোল্লার দাবি ভাঙ্গরে আইএসএফ তপস্যা করলেও ২৬ শে জিততে পারবে না। তৃণমূল কংগ্রেস জিতবে। বাংলায় ২৩৫ থেকে ২৪০ টা সিটে জিতবে তৃণমূল। কারোর আটকানোর ক্ষমতা নেই। এটা সবাইকে মনে রাখা উচিত। আই এস এফের সঙ্গে যে সমস্ত নেতা আছে ৯০% নেতা গাঁজাখোর নেশাখোর দায়িত্ব নিয়ে বললেন সওকাত মোল্লা। পাশাপাশি নওশাদ সিদ্দিকীর ও নীতি নৈতিকতা আদর্শ নেই। কারণ বিজেপির বিরুদ্ধে নওশাদ কথা বলতে পারবে না। নওশাদ কথা বললেই বিজেপি গলা টিপে যে টাকাগুলো মালগুলো নিয়েছিস সেগুলো ফেরত নেবে। যার কারণে বিজেপির বিরুদ্ধে কোন কথা বলতে পারবে না নওশাদ। মুখ্যমন্ত্রী আছে বলেই বাংলার মুসলমানরা নিরাপদে আছে। মাথা উঁচু করে কথা বলতে পারছে। এখনো পর্যন্ত সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। বিজেপিকে না রুখলে সংখ্যালঘুদের সর্বনাশ। আইএসএফ দল মানে বিজেপি দল।তাই আই ایس এফের কে ভোট না দিয়ে বিজেপি কে ভোট দেওয়া ভালো। একের পর এক আই এস এফ ও বিজেপিকে প্রকাশ্য মঞ্চ থেকে তুলোধোনা করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, শানপুকুর এলাকায় এক কর্মী সভা থেকে।
0
comment0
Report
NHNantu Hazra
Dec 27, 2025 05:07:29
0
comment0
Report
Advertisement
Back to top