Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
North 24 Parganas700120

आज पहली SIR की सुनवाई शुरू, केंद्रों पर पुलिस तैनाती के बीच मतदान तक चलेगी

BSBarun Sengupta
Dec 27, 2025 06:19:53
Barrackpore, Kolkata, West Bengal
আজ প্রথম এস আই আর এর শুনানি। সকাল থেকেই বিভিন্ন শুনানি কেন্দ্রে আসতে শুরু করেছে, যাদের ডাকা হয়েছে। প্রত্যেকে ই নিজস্ব নথি নিয়ে তারা এসেছেন। মাইক্রো অবজারভার, থেকে বি এল ও, প্রত্যেকেই উপস্থিত। কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়ন করা হয়েছে। 12 টা থেকে এই শুনানি পর্ব চলবে চারটে পর্যন্ত সময় থাকলেও যতক্ষণ ভোটাররা থাকবেন ততক্ষণ এই শুনানি পর্ব চলবে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
MDMritunjay Das
Dec 27, 2025 08:05:09
Bankura, West Bengal:সারা রাজ্যে আজ থেকে शुरू হচ্ছে আন ম্যপড ভোটারদের শুনানি পর্ব। लेकिन ব্যতিক্রম বাঁকুড়া জেলা। বাঁকুড়ায় এই প্রক্রিয়া শুরু হবে আগামী ২৯ ডিসেম্বর থেকে। কেন এই দেরি? তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রশাসন সূত্রে জানা গেছে বাঁকুড়া জেলার প্রতিটি বিধানসভায় গড়ে কমবেশি ২ হাজার আন ম্যপড ভোটার আছে। কমিশনের নির্দেশে যেখানে সারা রাজ্যেই আজ থেকে শুরু হচ্ছে আন ব্যবহৃত ভোটারদের শুনানি, সেখানে বাঁকুড়া জেলার সর্বত্রই এই শুনানি শুরু হবে ২ দিন দেরিতে। আগামী ২৯ ডিসেম্বর থেকে প্রতিটি ব্লকের বিডিও অফিসে শুরু হবে এই শুনানি প্রক্রিয়া। বাঁকুড়া জেলায় কেন এই ব্যতিক্রমী ছবি? এই প্রশ্নকে সামনে রেখে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃনমূলের দাবি, বাঁকুড়া জেলা তৃনমূলের শক্ত ঘাঁটি। সেই জেলায় যেন তেন প্রকারেণ বৈধ ভোটারদের নাম বাদ দিতেই এই দীর্ঘসূত্রিতা। বামেদের অভিযোগ রাজ্য সরকারের অঙ্গুলিহেলনে বৈধ ভোটারদের নাম বাদ দিতেই এই সিদ্ধান্ত। বিজেপি অবশ্য সব অভিযোগ উড়িয়ে দিয়েছে। বিজেপির আস্বাস কোনো বৈধ ভোটারের নাম বাদ পড়বে না। জেলায় আন ম্যাপড ভোটারের সংখ্যা কম থাকার কারণেই দেরিতে শুরু হচ্ছে শুনানি প্রক্রিয়া।
0
comment0
Report
NHNantu Hazra
Dec 27, 2025 08:04:23
Salt Lake City, Utah:A second class student was seriously injured in the bomb blast in Basanti on the 25th. Admitted to SSKM Hospital. West Bengal Commission for Protection of Child Rights Chairperson Tulika Das came to see her at the hospital. The feed sent by live u 4. গত ২৫ তারিখ বাসন্তিতে  বোমা বিস্ফোরণ গুরুতর আহত দ্বিতীয় শ্রেণীর এক ছাত্র। ভর্তি এস এস কে এম হাসপাতালে। তাকে দেখতে হাসপাতালে আসে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস। প্রথমে তিনি আসেন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে সেখানে এমএস ভিপির সাথে কথা বলেন সেখান থেকে বেরিয়ে তিনি জান ট্রমা কেয়ার সেন্টারে। সেখানেই ভর্তি রয়েছে বাসন্তীতে বোমার আঘাতে আহত ছাত্র। ট্রমা কেয়ার সেন্টারে দীর্ঘক্ষন ওই ছাত্রর সাথে কথা বলেন। কথা বলেন ডাক্তার ও নার্সাদের সাথে। বেরিয়ে এসে তিনি জানান হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় তিনি খুশি। এর পাশাপাশি তিনি পুলিশের কাছে তিন দিনের মধ্যে রিপোর্ট চেয়েছে। ট্রমা কেয়ার সেন্টার থেকে বেরিয়ে আবার প্রশাসনিক ভবনে আসেন। সেখানে msvp এর কাছ থেকে রিপোর্ট সংগ্রহ করে। গত ২৫ তারিখ বাসন্তিতে  বোমা বিস্ফোরণ গুরুতর আহত দ্বিতীয় শ্রেণীর এক ছাত্র । দুটো চোখ সহ একটি হাত ক্ষতিগ্রস্ত হয়ছে বলে পরিবার জানায়।আহত কলকাতা পিজি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায়  চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা যায় বাসন্তী আমঝাড়া খড়ি মাছি এলাকায়  আনার শেখের বাড়িতে বোমা বিস্ফোরণ হয় বলে অভিযোগ।সেই সময় পাশের বাড়ির দ্বিতীয় শ্রেণীর ছাত্র ঐ বাড়িতে খেলাধুলা করছিল। আচমকাই বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ।  গুরুতরভাবে ওই ছাত্র  জখম হয়। দুটো চোখ এবং একটি হাত ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যাচ্ছে। স্থানীয়রা  তড়িঘড়ি কলকাতা পিজি  হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।এস এস কে এম হাসপাতালে এখনো চিকিৎসা চলছে। চিকিৎসায় ওই ছাত্রের শারীরিক পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে দাবি চেয়ারপারসনের。
0
comment0
Report
DSDIBYENDU SARKAR
Dec 27, 2025 08:04:06
Arambag, West Bengal:আরামবাগঃ২৭ ডিসেম্বর --------------------------------------------- এসআইআরএর হেয়ারিং-এ ডাক পেয়ে আতঙ্কে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর। এমনই অভিযোগ পরিবারের। আর তাকে ঘিরেই শুরু রাজনৈতিক তরজা। তৃণমূলের দাবি, এস আই আর নিয়ে বিজেপি নেতাদের নানান হুমكির ভয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটছে। পাল্টা বিজেপির দাবি, পারিবারিক অশান্তির জেরে ঘটনা। তৃণমূল বিভ্রান্ত ছড়াচ্ছে। ঘটনা হুগলির গোঘাটের বদনগঞ্জ-ফুলুই-২ পঞ্চায়েতের কোকন্দ এলাকায়। গৃহবধূ জয়া ঘণ্টেশ্বরী বর্তামানে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।তার অবস্থা আশংকা জনক। ওই এলাকার বাসিন্দা জয়া ঘণ্টেশ্বরীর ছোটবেলায় বাবা-মা দুজনেই মারা যান। বাঁকুড়ার জয়পুরে তাঁরা থাকতেন। পরে গোঘাটের কামারপুকুরে ভাড়া থাকতেন। জয়ার বাবা বাঁকুड़ায় পুলিশ কনস্টেবলের চাকরি করতেন। কর্মরত অবস্থায় তাঁর মৃত্যু হয়েছিল। ২০০২ সালের আগেই জয়ার বাবা-মার মৃত্যু হয়েছে। ফলে নির্বাচন কমিশনের প্রকাশিত ২০০২ সালের তালিকায় নাম নেই। জয়ার সেইসময় ভোটার কার্ডই হয়নি। বিয়ের পর বদনগঞ্জ এলাকাতেই তাঁর ভোটার কার্ড হয়েছে। তিনি ভোটও দিয়েছেন। আগামী ৫ জানুয়ারি জয়াকে হেয়ারিং-এ ডকা হয়েছে। তারপর থেকেই কাগজপত্র জোগাড় করার জন্য বিভিন্ন অফিসে ছোটাছুটি করেছেন। স্থায়ী বাসিন্দার সার্টিফিকেটের জন্য তাঁর বাপের বাড়ি কামারপুকুর পঞ্চায়েতে যান। কিন্তু সেখানে কোন কাজ হয়নি। এনিয়ে আতঙ্কে শুক্রবার বিকেলে বিষ খেয়ে নেন। জয়ার ছেলে ও আত্মীয়দের দাবি, এসআইআর আতঙ্কেই তিনি বিষ খেয়েছেন। আগামীদিনে আর কেউ যাতে এই কাজ না করেন, তারজন্য সরকারের উচিত এই প্রক্রিয়া আরও সহজ করা। যদিও এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের দাবি, এসআইআর আতঙ্কেই ওই মহিলা আত্মহত্যার চেষ্টা করেছেন। যদিও বিজেপি বলছে তৃণমূল অযথা মানুষকে আতঙ্কিত করে তুলছে。
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 27, 2025 08:03:41
Durgapur, West Bengal:ভোটার এক, ছবিতে অন্য এক! এনুমারেশন ফর্মের কাণ্ডে শুনানির ফাঁদে দুর্গাপুরের বাসিন্দা। একই EPIC নম্বর, একই ঠিকানা, তবুও ভোটার কার্ডের সঙ্গে মিলল না এনুমারেশন ফর্মে ব্যবহৃত ছবি, আর সেই অজুহাতেই শুনানির ডাক। দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয় লাইনের জন্য শুনানি হচ্ছিল। এতেই সমস্যায় পড়লেন দুর্গাপুরের ইস্পাত নগরীর বাসিন্দা বিদ্যাপতির সিমান্ত অধিকারী। তাঁর দাবি, ভোটার কার্ড বহু বছর ধরে বৈধভাবে ব্যবহৃত হলেও, হঠাৎ করেই নির্বাচন দপ্তরের তরফে জানানো হয় এনুমারেশন ফর্মে থাকা ছবির সঙ্গে বর্তমান ভোটার কার্ডের ছবি মিলছে না। অথচ নাম, ঠিকানা, EPIC নম্বর সব কিছুই এক। প্রশ্ন উঠছে, তাহলে গলদটা কোথায়? সিমান্ত অধিকারীর স্পষ্ট অভিযোগ, “ভুল আমার নয়। নির্বাচন কমিশনের চরম গাফিলতির ফলেই আজ আমাকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে। ছবি তোলার সময় বা তথ্য আপডেটের দায়িত্ব ছিল নির্বাচন কমিশনেরই। সেখানে কোনো ভুল হয়ে থাকলে তার দায় একজন সাধারণ ভোটারের ঘাড়ে চাপানো কতটা যুক্তিযুক্ত তা বুঝে উঠতে পারছি না। তবে আজকের পর যেন আমাকে আর না ডাকা হয়।
0
comment0
Report
NHNantu Hazra
Dec 27, 2025 08:03:24
Salt Lake City, Utah:Bidhannagar BJP Youth Morcha protests in front of Kolkata to Dhaka bus terminals at Karunamayi bus stand in Salt Lake to protest against attacks on Hindus in Bangladesh. বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে সল্টলেকে করুণাময়ী বাসস্ট্যান্ডে কলকাতা থেকে ঢাকা গামী বাস টারমিনার্স এর সামনে বিক্ষোভ বিধাননগর বিজেপি যুব মোর্চার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এবং হারমোনিয়াম নিয়ে বিক্ষোভ দেখায় তারা। ঘটনাস্থলে বিধান নগর উত্তর থানা পুলিশ। শুক্রবার দুপুরে বিধান নগর বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে সল্টলেক করুনাময়ী বাসস্ট্যান্ডে   কলকাতা থেকে ঢাকা গামী বাস টার্মিনাসের সামনে বিক্ষোভ। বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ, হিন্দু যুবককে পুড়িয়ে মারা, হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ বলে জানান বিক্ষোভকারীরা।
0
comment0
Report
NHNantu Hazra
Dec 27, 2025 08:03:03
0
comment0
Report
NRNarayan Roy
Dec 27, 2025 07:17:09
Siliguri, West Bengal:*शिलिगুড়ি SDO অফিসএ শুরু হলো SIR-এর হিয়ারিং প্রক্রিয়া* সকাল থেকে শিলিগুড়ি এসডিও অফিসে নিয়ম অনুযায়ী SIR কার্যক্রম শুরু হয়। ইলেকশন কমিশনের আধিকারিকদের উপস্থিতিতে এই প্রক্রিয়া পরিচালিত হচ্ছে。 হিয়ারিংকে কেন্দ্র করে SDO অফিস চত্বরে সকাল থেকেই লক্ষ্য করা যায় ব্যাপক তৎপরতা। বিভিন্ন এলাকা থেকে আগত ভোটাররা নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে নিজেদের বক্তব্য ও প্রয়োজনীয় নথিপত্র পেশ করছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, স্বচ্ছতা বজায় রেখে এবং সকল পক্ষের কথা গুরুত্ব সহকারে শুনেই এই হিয়ারিং প্রক্রিয়া সম্পন্ন করা হবে。 শান্তিপূর্ণভাবে SIR হিয়ারিং সম্পন্ন করার জন্য শহর শিলিগুড়ির কিছু স্কুল চত্বরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো রকম বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও সক্রিয় ভূমিকা পালন করছেন।
0
comment0
Report
MMManoranjan Mishra
Dec 27, 2025 07:16:49
Purulia, West Bengal:পুরুলিয়া : রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পুরুলিয়া জেলাতেও আজ থেকে শুরু হল এসআইআরের শুনানি পর্ব । চলবে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত। প্রশাসনিক দপ্তরগুলোতে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে এসআইআরের শুনানির পোস্টার । সকাল থেকেই জেলা শাসক দপ্তর থেকে বিডিও অফিসে হাজির হয়েছে নতুন তালিকায় নাম না থাকায় ব্যক্তি্রা। ঘটনাস্থলে হাজির হয়েছে সংলিষ্ট বুথের বিএলও - রা । সচিত্র পরিচয় পত্র, আধার, বাড়ির দলিল, স্কুলের সার্টিফিকেট সহ নানান নথি নিয়ে জেলা প্রশাসনিক দপ্তর এবং ব্লক অফিসে পৌঁছেছেন নতুন তালিকায় নাম না থাকা সাধারন মানুষেরা। বাইট: ১) মন্টুলাল মাহাতো (হেয়ারিংয়ে আসা ব্যক্তি) ২) মানিকলাল মাহাতো (হেয়ারিংয়ে আসা ব্যক্তি) ৩) মাধুরী মাহাতো (BLO)
0
comment0
Report
BSBarun Sengupta
Dec 27, 2025 07:04:32
0
comment0
Report
EGE GOPI
Dec 27, 2025 06:20:24
Kharagpur, West Bengal:West Medinipur: পিংলায় বিজেপির কর্মসূচি রুখতে ফোনে হুমকি? পাল্টা অডিও ভুয়ো দাবি তৃণমূলের পিংলা: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ক্ষীরাই গ্রাম পঞ্চায়েতের কাঁটাপুকুর এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি কর্মীদের অভিযোগ, ক্ষীরাই অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মাইতি ফোনে হুমকি দিয়ে জানিয়েছেন এলাকায় কোনওভাবেই বিজেপির কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না。 বিজেপির অভিযোগ, হুমকির পর ওই এলাকায় এসে তাদের দলীয় পতাকা ও নেতাদের ছবি ছিঁড়ে ফেলা হয়। পাশাপাশি একটি অস্থায়ী ত্রিপলের ছাউনিও ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বিজেপি নেতৃত্ব সরব হয়েছে। একদিন আগের ঘটনার একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারা প্রতিবাদ জানিয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে না বলে জানা গেছে。 অন্যদিকে, অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ক্ষীরাই অঞ্চলের যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মাইতি। তাঁর দাবি, ভাইরাল হওয়া অডিওটি তাঁর নয়। তিনি বলেন, “আমার কণ্ঠস্বর বিকৃত করে ওই অডিও তৈরি করা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে বদনাম করার চেষ্টা চলছে।” এই ঘটনায় তিনি বিজেপির বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন। বিশ্বজিৎ মাইতির আরও বক্তব্য, “পিংলায় বিজেপির কোনও মাটি নেই। রাজনৈতিকভাবে আমাকে এবং দলকে কালিমালিপ্ত করতেই এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে。” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে স্থানীয় প্রশাসন。 বাইট: ১: বিশ্বজিৎ মাইতি ( তৃণমূলের অঞ্চল যুব সভাপতি) ২: গোপাল দাস (বিজেপি নেতা) ৩: ভাইরাল অডিও
0
comment0
Report
TDTapan Deb
Dec 27, 2025 06:03:22
0
comment0
Report
Advertisement
Back to top