Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
South 24 Parganas700144
दक्षिण २४ परगना के ड्राफ्ट वोटर लिस्ट में 8 लाख से अधिक मृत-शिफ्टिंग मतदाता बाहर
PSPrasenjit Sardar
Dec 17, 2025 03:48:05
Baruipur, West Bengal
৮ লক্ষের অধিক নাম বাতিল দক্ষিণ ২৪ পরগনায়। ক্যানিং - প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। আর ভোটার তালিকায় নাম আছে কিনা তা দেখতেই সকাল থেকেই বারবার নির্বাচন কমিশনে ওয়েবসাইটে নজর রাখছিলেন সাধারণ নাগরিক থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। কোন বুথে কার কার নাম বাদ গেল সব বিষয়ে খোঁজ খবর করছিলেন বি এল আর ও রাও। ভোটার তালিকার খসড়া, সামনে আসতেই দেখা যায় দক্ষিণ ২৪ পরগনাতে প্রায় ৮ লক্ষ ১৬ হাজার ৯৩৩। জন শুনানিতে ডাকা হবে প্রায় এক লাখের কাছাকাছি ভোটার কে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের মৃত এবং শিফটিং ভোটার মিলিয়ে বাদ পড়েছে ২২ হাজার ৩৭০ জন। ক্যানিং পূর্ব বিধানসভা তে বাদ গেছে ২২ ৬০৫ জন। অন্যদিকে বাসন্তীতে সেই সংখ্যাটা কুড়ি হাজার ৯৫৩। গোসাবায় ১৪ হাজার ১৫২। কুলতলী বিধানসভাতে ২৫ হাজার ৭২৬। অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা প্রায় প্রতিটি ব্লকেই প্রায় কুড়ি হাজারের বেশি নাম বাদ চলে গেছে। তাদের সকলে মৃত অথবা স্থান পরিবর্তন করেছেন এমন ভোটার। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রে খবর, ভিন্ন এলাকায় বি এল ওদের হাতে দেওয়া হয়েছে খসড়া ভোটার তালিকার হার্ডকপি। যে সমস্ত মানুষদেরকে ডাকা হবে হেয়ারিং এর জন্য তাদের নামও প্রতিটি বুথে বি এল ওদের কাছে থাকবে। কারা কারা এই তালিকায় থাকছেন তাও তারা গিয়ে দেখে নিতে পারবেন সেখান থেকে।। অন্যদিকে এই কয়েকদিন প্রত্যেকটা বি এল ওকে বুথে বসারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে । কারণ যারা ওয়েবসাইট থেকে নিজেদের নাম খুঁজে পাবেন না তারা যাহাতে বুথে গিয়ে বসে সেই নাম দেখে নিতে পারেন তারও ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয় স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতেও দেওয়া হয়ছে কপি। ফলে কোন নামের বিভ্রান্ত বা ভোটার তালিকায় নাম না থাকা যোগ্য ব্যক্তিরাও যাহাতে সময়ের মধ্যে নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে পারেন তার ব্যবস্থা রাখা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার সমস্ত বিডিওদের কাছে সেই নির্দেশে এসে পৌঁছেছে নির্বাচন কমিশনের তরফ থেকে。
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
CDChampak Dutta
Dec 17, 2025 06:03:32
Kaji Chak, West Bengal:দাসপুর থানার বৈকন্ঠপুর থেকে উদ্ধার এক সদ্যোজাত শিশু। চাইল্ড লাইনের তরফে তাকে উদ্ধার করে প্রাথমিকভাবে পাঠানো হলো ঘাটাল হাসপাতালে। জানা গেছে দাসপুর থানার বৈকুন্ঠপুর এর সুমিত পাইন এবং স্ত্রী মনিকা পূর্ব মেদিনীপুরের কোন এক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে তিন দিন হল এই সদ্যোজাতকে বাড়িতে এনেছিলেন। তাদের দুই পুত্র সন্তান রয়েছে। এই পাইন দম্পতির ইচ্ছে ছিল এক কন্যা সন্তানের। কয়েকদিন আগেই এক পরিচিতর কথায় পূর্ব মেদিনীপুরের এক বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে এক সদ্যজাত কন্যা সন্তানের খোঁজ মিললে সুমিত ও মনিকা সেখানে গিয়ে শিশুটিকে ৩ দিন হল বৈকুঠপুরের বাড়িতে আনেন। কন্যা সন্তানের মা হওয়ার ইচ্ছে-পূরণ উপভোগ করতে থাকে তারা। শিশুটির নাম রাখে আরোহী। এই দম্পতি জানতেনই না আইনেন বেড়াজাল। বাড়িতে লক্ষ্মী আসার আনন্দে বাবা সুমিত সাথে দুই পুত্র সন্তান তাদের আরোহীর নামে সারা গ্রামের মানুষদের মিষ্টিমুখ করায়। মনিকা জানান যাদের এই শিশু তারা স্বামী স্ত্রী দুজনের চাকুরিজীবী এবং এর আগে তাদের ৩ টি কন্যা সন্তান আছে,তারাও যথেষ্ট বড়। অসাবধানতার ফলেই আবার গর্ভে সন্তান। অযাচিত হলে পুত্র সন্তানের আশা ছিল। ৪ র্থ বারেও কন্যা সন্তান মেনে নেয়নি তারা। মনিকা বলেন, তারাই স্ব ইচ্ছায় এই সদ্যজাতকে আমাদের হাতে তুলে দিয়েছিল।চাইল্ড লাইনের তরফে জানানো হয় এভাবে একজন অন্যকে নিজের শিশু দিতে পারেন না। এর জন্য নির্দিষ্ট নিয়ম আছে। সে নিয়ম মানা হয়নি। তাই তারা এই শিশুটিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 17, 2025 06:02:51
Chinsurah, West Bengal:সাত সকালে ইডি হানা রিষড়ায়। রিষড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ড ১৭ নং লক্ষ্মী পল্লী থার্ড লেনে শ্যাম পানা কুঞ্জ নামে বাড়িতে তল্লাসী ইডি আধিকারিকদের।ওই বাড়ির বাসিন্দা কৈলাশ কুমার ভার্মা।হুন্ডি কারবারি বলে জানা গেছে। তার দুই ছেলে। সাত সকালে তিনটি গাড়িতে ছয় জন সিআইএসএফ নিয়ে পাঁচজন ইডি তদন্তকারী আধিকারীক ওই বাড়িতে ঢোকে।জিজ্ঞাসাবাদ চলছে।হুন্ডির মাধ্যমে অবৈধ লেনদেন সম্পর্কিত অভিযোগের তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান বলে সূত্রের খবর।স্থানীয় বাসিন্দারা জানান,ওই পরিবারের লোকজন আত্মকেন্দ্রিক।চায়ের দোকানে মাঝেমধ্যে দেখা হয়।দীর্ঘদিন ধরেই রিষড়ার লক্ষ্মী পল্লী এলাকায় বসবাস করেন।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 17, 2025 06:02:33
Chinsurah, West Bengal:লক্ষ্মী কন্ঠে পাঁচালি পাঠ করে উন্নয়নের পাঁচালির সূচনা হল চুঁচুড়ায়। টোটো চালিয়ে চুঁচুড়া ঘড়ির মোর থেকে ১২ টি টোটো ট্যাবলোর সূচনা করেন তৃনমূল বিধায়ক অসিত মজুমদার।তার আগে তৃনমূল মহিলা কর্মিরা উন্নয়নের পাঁচালি পাঠ করেন। বিধায়ক জানিয়েছেন,আজ থেকে আনুষ্ঠানিক ভাবে উন্নয়নের পাঁচালি মানুষের কাছে নিয়ে যাওয়া হবে। প্রতি বুথে পাড়ায় মহল্লায় ঘুরবে এই টোটো। গত ১৫ বছরে রাজ্য সরকারের জনমুখি প্রকল্পের কথা তুলে ধরla হয়েছে এই পাঁচালিতে। বিধায়ক বলেন,দলের মহিলা কর্মিরা হল লক্ষ্মী।সেই লক্ষ্মীরা রোজ বাড়িতে পাঁচালি পড়েন।এবার উন্নয়নের পাঁচালি শোনানো হবে পাড়ায় পাড়ায়। লক্ষ কন্ঠে গীতা পাঠ ছিলো ধর্মিয় অনুষ্ঠান।আমরা ধর্ম নিয়ে রাজনীতি করিনা।সারা বছর মানুষের পাশে থাকে তৃনমূল। আজ হুগলির সাংসাদ রচনা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না।বিধায়ক বলেন,সাংসদ দিল্লীতে আছেন।দলের কর্মসূচীতে আগামী দিনে সাংসদ থাকবেন তার সংসদ এলাকায়।
0
comment0
Report
PDPradyut Das
Dec 17, 2025 05:18:27
Jalpaiguri, West Bengal:উন্নয়নের পাঁচালী। বাংলার গৌরবোজ্জল ১৫ বছর। জলপাইগুড়ির রাজগঞ্জে তৃণমূলের ‘উন্নয়নের পাঁচালি’ যাত্রার সূচনা, ভোটের আগে ১৫ বছরের উন্নয়ন তুলে ধরার প্রস্তুতি তৃণমূল কংগ্রেসের। রাজগঞ্জ বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুরু হলো ‘উন্নয়নের পাঁচালি’ যাত্রা। জলপাইগুড়ি বেলাকোবা বটতলা মোড় থেকে এই প্রচার অভিযানের শুভ সূচনা করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সদর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অর্জুন মণ্ডল, ওমর শেখ ফারুক, বিজয় দাস, মৃগেন রায়, সুমীত দত্ত , ছোটন গোপ সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে বিগত সাড়ে ১৫ বছরে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরতেই এই বিশেষ প্রচার কর্মসূচি। রাজ্যের সর্বত্র উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ডাক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, সেই নির্দেশ মতোই রাজগঞ্জ বিধানসভায় এই যাত্রা শুরু হলো। এ বিষয়ে বিধায়ক খগেশ্বর রায় জানান, “আজ থেকে রাজগঞ্জ বিধানসভা এলাকার বারোটি অঞ্চলে ১৩টি টোটো নিয়ে উন্নয়নের পাঁচালি যাত্রা শুরু করা হলো। আগামী এক মাস ধরে এলাকায় এলাকায় এই পাঁচালি প্রচার করা হবে।” তিনি আরও বলেন, সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর গাওয়া উন্নয়নের পাঁচালি বাজিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো হবে এবং সরকারের উন্নয়নের কাজগুলি সরাসরি মানুষের সামনে তুলে ধরা হবে। তৃণমূল কংগ্রেসের দাবি, এই ‘উন্নয়নের পাঁচালি’ যাত্রার মাধ্যমে রাজগঞ্জ বিধানসভা জুড়ে উন্নয়নের বার্তা আরও জোরালোভাবে পৌঁছবে এবং আগামী নির্বাচনের আগে জনসংযোগ আরও মজবুত হবে。
0
comment0
Report
NRNarayan Roy
Dec 17, 2025 05:18:04
Siliguri, West Bengal:*ফুড ডেলিভারির আড়ালে পাছার হচ্ছিল ব্রাউন সুগার,হাতেনাতে পাকড়াও প্রায় দের কেজি ব্রাউন সুগার সহ পুলিশের জলে ১ পাচারকারী। মঙ্গলবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত খড়িবাড়ি ব্লকের ঘোষপুকুর- খড়িবাড়ি রাজ্যে সড়কের ডুমরিয়া এলাকায় অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিশ। এরপর সেখানে সন্দেহভাজন এক ফুড ডেলিভারি বয় কে আটক করে। তল্লাশি চালাতেই চক্ষু চড়ك গাছ পুলিশের। ওই ডেলিভারি বয়ের ব্যাগ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণ ব্রাউন সুগার। এরপরেই ওই ডেলিভারি বয় কে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম সুজিত হাজদা। সে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বাসিন্দা। খড়িবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত কয়েক বছর ধরে শিলিগুড়ি শহরজুড়ে একটি খাদ্য সরবরাহ সংস্থার ফুড ডেলিভারি বয়ের কাজ করতো। ধৃতের ফুড ডেলিভরি–র বাক্স থেকে প্রায় ১ কেজি ১৮ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মুল্য প্রায় কয়েক লক্ষ টাকা। তবে প্রশ্ন উঠছে, এত পরিমাণ ব্রাউন সুগার কোথা থেকে এলো বা কোথায় নিয়ে যাওয়ার কথা ছিল। ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার ধৃত ফুড ডেলিভারি বয়কে শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে পুলিশি তাকে হেফাজতে নিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখবে বলেই জানাজায়। পাশাপাশি দার্জিলিং জেলা পুলিশের সূত্রে খবর, দার্জিলিং জেলাকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে। এবং গত কয়েক মাসে একাধিক মাদকের বিরুদ্ধে সাফল্য মিলেছে পুলিশের। বেশ কয়েকজন মাদক কারবারিক কেউ গ্রেপ্তার করা হয়েছে বলে জানাগেছে।
0
comment0
Report
PDPradyut Das
Dec 17, 2025 05:02:31
Jalpaiguri, West Bengal:এসআইআর খসড়া তালিকা প্রকাশ হতেই জলপাইগুড়িতে ময়দানে বিজেপি। সারাদিন কাজেকর্মে বাড়ির বাইরে ব্যস্ত থাকা মানুষজনকে নট ট্রেসিং দেখিয়ে নাম কেটে দেওয়া হয়েছে। আমরা দলের বিএলএদের বলেছি, চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকতে বক্তব্য তৃণমূলের। প্রকাশিত হয় SIR এর খসড়া তালিকা। সেই তালিকায় রাজ্যের বিভিন্ন জায়গায় পাশাপাশি জলপাইগুড়ি জেলাতেই প্রায় এক লক্ষ ৩৩ হাজার ভোটার বাদ গিয়েছে। বিজেপির দাবি বিহারের মতো বাংলাতেও আগামী বিধানসভা ভোটে বিজেপির জয় নিশ্চিত। সেই মত জলপাইগুড়ির গাঙ্গুলি মোড়ে মঙ্গলবার সন্ধ্যায় পরিবর্তন সংকল্প যাত্রার নামের পথ সভা করে বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা বিজেপির ভাইস প্রেসিডেন্ট বুবাই কর, চন্দন বর্মন, জলপাইগুড়ি ১ নং মন্ডলের বিজেপি সভাপতি মনোজ কুমার শাহ সহ অনেকে। এদিকে, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা মিলিয়ে প্রায় ২ লক্ষ ভোটারের নাম বাদ। এনিয়ে তোপ দাগলেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী। একাংশের বিএলওকে নিশানা করে তাঁর তোপ, সারাদিন কাজেকর্মে বাড়ির বাইরে ব্যস্ত থাকা মানুষজনকে নট ট্রেসিং দেখিয়ে নাম কেটে দেওয়া হয়েছে। আমরা দলের বিএলএদের বলেছি, চূড়ান্ত তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকতে।
0
comment0
Report
NHNantu Hazra
Dec 17, 2025 05:01:51
Salt Lake City, Utah:Dilip Ghosh's reaction to the resignation of Sports Minister Arup Biswas from the post of Sports Minister. খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদে চোখ কপালে ! রাজ্যের বিভিন্ন জায়গায় কোথাও দেখা যাচ্ছে বেশি ভোটার আবার কোথাও কোথাও ভোটারদের নামই আসেনি। SIR এর প্রভাব পড়বে না বীরভূমে। অনুব্রত মন্ডল বীরভূমের প্রায় ১ লক্ষ ৭০ হাজার নাম বাদ। ফের রাজপথে চাকরিপ্রার্থীরা। শূন্যপদে নিয়োগের পাশাপাশি একাধিক দাবি জানিয়ে ফের রাজপথে চাকরিপ্রার্থীারা। শিয়ালদহ থেকে ধর্মতলা মোড় পর্যন্ত প্রতীকী প্রতিবাদে সামিল হলেন ২০২২ প্রাথমিক টেট পাস ডি এল এড ঐক্যমঞ্চের সদস্যরা। রাজধর্ম পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুবভারতী বিতর্কে আঙুল উঠেছে ক্রীড়া দফতরের দিকে। তদন্ত চলছে সত্যতা যাচাইয়ের জন্য। তবুও এই বিতর্কের মাঝে ক্রীড়া দফতরের দায়িত্ব ছাড়তে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছেন অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাসকে অব্যহতি দিয়েছেন ক্রীড়া দফতর থেকে। ক্রীড়া দফতরের দায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে। মনরেগার নাম পরিবর্তন করে অন্য নাম দেয়ার প্রস্তাব কেন্দ্রীর।এই নয়া বিলের বিরুদ্ধে সংসদে সরব বিরোধীরা
0
comment0
Report
CDChampak Dutta
Dec 17, 2025 05:01:16
Kaji Chak, West Bengal:বুথে ভোটার সংখ্যা - ৭৬১,আর তার মধ্যেই নাম বাদ গিয়েছে ৩৫৮ জনের, এই তালিকার মধ্যে মৃত ভোটার মাত্র ১৩ জন স্থায়ীভাবে স্থানান্তরিত মাত্র ৩ জন। এমনই চিত্র মেদিনীপুর বিধানসভার অন্তর্গত ১৭৭ নম্বর বুথে। গতকাল প্রকাশিত হয়েছে ভোটার তালিকা। সেই তালিকায় দেখা যাচ্ছে বাদ দেওয়া ভোটারদের নাম। সেই তালিকা প্রকাশ পাওয়ার পর দেখা যাচ্ছে মেদিনীপুর বিধানসভার ১৭৭ নম্বর বুথের তথ্য, যা দেখে চোখ কপালে উঠছে প্রত্যেকের। ২০২৫ সালের এস আই আর পূর্ববর্তী তালিকা অনুযায়ী এই বুথে ভোটার সংখ্যা - ৭৬১ এরমধ্যে এস আই আর পর্বে নাম বাদ গিয়েছে - ৩৫৮ জনের এই তালিকার মধ্যে মৃত ভোটার মাত্র ১৩ জন স্থায়ীভাবে স্থানান্তরিত - মাত্র ৩ জন আর খুঁজে পাওয়া যায়নি বা অনুপস্থিত ভোটারের সংখ্যা - ৩৪২ জন এ প্রসঙ্গে ERO তথা মেদিনীপুর সদরের মহকুমা শासক মধুমিতা মুখার্জি জানিয়েছেন, এই বুথটি সরকারি কলোনি হওয়ার কারণে অনেকে ট্রান্সফার হয়ে গিয়েছে! কিংবা খুঁজে পাওয়া যায়নি। ইলেকশন কমিশনের SOP অনুযায়ী কোন ভোটার স্থানান্তরিত হলে তার নাম কারণ হিসেবে দেখানো হবে শিফটেট ভোটার! তাহলে এক্ষেত্রে কেন প্রত্যেককেই খুঁজে পাওয়া গেল না বলে উল্লেখ করা হয়েছে? তার খুব একটা সদুত্তর দিতে পারেননি নির্বাচন কমিশনের এই আধিকারিক। এই ঘটনা নিয়ে জোর শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে বিজেপির দাবি - এরা আসলে প্রত্যেকেই ভুয়া ভোটার। যে ভুয়া ভোটারদের আসলে কাজে লাগানো হয় নির্বাচনের সময়। তৃণমূলের দাবি - নাম না থাকার কারণ আগে জানতে হবে ওটা হচ্ছে ওয়ার্ড নাম্বার ৩, ওটা পুলিশ আবাসন। শেষ তিন-চারটে ভোট যদি আমরা দেখি তাহলে দেখা যাবে ওখানে মাত্র ৪০% ভোট পড়েছে। তার মানে ৬০% যারা আগে নাম তুলেছিল তারা এখান থেকে ট্রান্সফার হয়ে গিয়েছে। এটাই বাস্তব চিত্র এখানে হয়ে উঠেছে। এর আগে যারা বিএলও ছিল তারা নামগুলো কারেকশন করেনি। এটা কোন ভুয়ো ভোটারের বিষয় নয়। এখানে আমাদের কোন ভূমিকা নেই যা ভূমিকা আছে তা নির্বাচন কমিশনের। বিজেপি যে অভিযোগ করছে তা ভিত্তিহীন বলার পাশাপাশি তাদের কে কটাক্ষ করেন তিনি। বিজেপির কোন স্টাডি নেই ভোটার লিস্ট নিয়ে কোনদিন কাজ করে না। মেদিনীপুর বিধানসভার ৩০৪টি বুথে ফর্ম ডিস্ট্রিবিউশন থেকে ফর্ম কালেক্ট এবং ফর্ম আপলোড এর ক্ষেত্রে তৃণমূলের বিএলAরা বিএলওদেরকে সহযোগিতা করেছে। সেখানে কোথাও দেখা যায়নি বিজেপির বিএলAদেরকে। এ মন কথা বক্তব্য তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরার। ছবি বাইট 2c তে Slug- 1712ZG_WMID_SIR_FIGHT_R বাইট ১) শংকর গুছাইত (জেলা বিজেপির সহ-সভাপতি) ২) সুজয় হাজরা (মেদાયા বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি) ৩) মধুমিতা মুখার্জী (মেদিনীপুরের মহকুমা শাসক তথা নির্বাচনী আধিকারিক)
0
comment0
Report
PDPradyut Das
Dec 17, 2025 04:15:45
Jalpaiguri, West Bengal:ঠান্ডায় জুবুথুবু জেলাবাসী। কনকনে শীত উত্তরের জেলা জলপাইগুড়িতে। ভোর এবং সকালের দিকে কুয়াশার চাদরে মোরা গোটা জলপাইগুড়ি। বেলা বাড়লে ধীরে রোদের দেখা মিলছে। কনকনে শীত অনুভব হচ্ছে। শীতের পোশাক পরেই রাস্তায় মানুষজনেরা। শীতের মৌসুমে জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ জঙ্গল লাভয় এলাকায় পর্যটকদের ভিড় বাড়ছে। গত কয়েকদিন ধরে জলপাইগুড়ি তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। আজ সকালে আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায় জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১১.6 ডিগ্রি। একটু শরীর গরম করে নিতে আগুন পথে দেখা যাচ্ছে বহু মানুষজনকে পাশাপাশি চায়ের দোকানে ভিড় বাড়ছে সকাল সন্ধ্যায়।
0
comment0
Report
ABArup Basak
Dec 17, 2025 04:15:24
Mal Bazar, West Bengal:কর্মসংস্থানের অভাবে ভিন রাজ্যে গিয়ে মর্মান্তিক মৃত্যু ক্রান্তি ব্লকের স্বপন রায়ের। ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা স্বপন রায়। স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিমবঙ্গে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ না থাকায় জীবিকার তাগিদে প্রায় আট মাস আগে তিনি কেরালা রাজ্যের কান্নুরে পাড়ি দিয়েছিলেন। সেখানে একটি নির্মাণস্থলে সাটারিং-এর কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কয়েক দিন আগে কাজ চলাকালীন হঠাৎ সাটারিং খোলার সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আচমকা ভারী সাটারিং ভেঙে পড়ে স্বপন রায়ের উপর। দুর্ঘটনার পর সহকর্মী শ্রমিকরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিকটবর্তী একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দারা জানান, পশ্চিমবঙ্গে কাজের সুযোগ সীমিত হওয়ায় এলাকার বহু যুবক ও শ্রমজীবী মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ভিন রাজ্যে কাজ করতে যেতে বাধ্য হচ্ছেন। স্বপন রায়ের মৃত্যু সেই কঠিন বাস্তবতারই করুণ উদাহরণ। তারা আরও জানান, স্বপন রায়ের পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী ও মাত্র ১৪ বছরের এক পুত্র সন্তান। উপার্জনক্ষম একমাত্র সদস্যকে হারিয়ে পরিবারের পরিস্থিতি now অচল। কীভাবে সংসার চলবে, সন্তানের ভবিষ্যৎ কী হবে—এই চিন্তায় দিশেহারা তাঁর স্ত্রীসহ গোটা পরিবার। গতকাল বিকেলে স্বপন রায়ের মৃতদেহ নিজ বাড়িতে এসে পৌঁছালে রাজাডাঙ্গা গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের চোখে ছিল জল। এক পরিশ্রমী মানুষের অকাল প্রয়াণে এলাকাজুড়ে গভীর শোক ছড়িয়ে পড়েছে।
0
comment0
Report
Advertisement
Back to top